দেখুন !! কতোটা বিপদজনক ভাবে সদরঘাটে লঞ্চ নোঙ্গর করে !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #সদরঘাট বাংলাদেশ-এর আদি #ঢাকা শহরের একটি নদীবন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষূণ্ন রয়েছে। এর সন্নিহিত এলাকা #পুরনো_ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলধা গার্ডেন এবং #আহসান_মঞ্জিল এবং, সর্বোপরি, বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারাদেশ, বিশেষ করে, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্যা লঞ্চ ঘাটে ভীড় করে আছে। ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার-ওপার করছে, কুলিদের শোরগোল-সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না।
    ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট ৪৫ টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠী, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়।
    ✔Subscribe Now : goo.gl/SQCKkz
    ======================================================
    Music Credit :
    www.bensound.com
    ======================================================
    😀 Follow Us Socially 😀
    🌐 Facebook group : / explorebeautifulbangla...
    🌐 Twitter : Ba...
    🌐 Google+ : plus.google.co...
    🔊 LIKE ➡ SHARE ➡ SUBSCRIBE.

ความคิดเห็น • 28