Bauls are the mystics and traditional folk singers of Bengal whose full throated free singing style conveying deep underlying philosophy of high order, playing the quintessential one stringed primitive resonating musical instrument called Ektara, has always attracted me. This time, while visiting Shantiniketan, Bolpur and Tarapith West Bengal, I got this golden opportunity to interact with a few practicing Bauls, acclaimed for their art and sing along with them. The interactive and learning session with respected Kanai Das Baul at Tarapith, has indeed been the best experience for me. It was heavenly experience to listen to kanai Das Baul's ethereal renditions while interacting with him and singing a favorite song of the great Sadhak and composer, Bhaba Pagla along with him. Pure music is simple yet magical and is devoid of all vanity and touches the heart and soul transcending all human made barriers. Baul music is such pure music which connects with the infinite. #baulgan #baulmusic #folkmusic #Ektara #musicofthesoul
আহা অপুর্ব, শ্রদ্ধেয় কানাইদাস বাউলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই, আপনার ওনার সঙ্গলাভ নিশ্চয়ই আপনার জীবনের একটি অতি পুণ্যকাজ, আর ভিডিও র মাধ্যমে আমরাও ধন্য হলাম। আপনাকে ও প্ররেনা কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই সুন্দর ডকুমেন্টারি টি উপহার দেবার জন্যে।
প্রণাম মহারাজ। আপনার শেয়ার করা ভিডিও র মাধ্যমেই এনার গায়কীর সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলাম। সামনা সামনি আলাপ করে আরও সমৃদ্ধ হলাম। আপনাকে ধন্যবাদ আর আন্তরিক শ্রদ্ধা জানাই।
বাউল শব্দটিকে অনেক ভাষাবিদ বাতুল শব্দের অপভ্রংশ বলে মনে করেন। বাতুল অর্থাত পাগল। সমাজ শাস্ত্রের বাধা নিষেধ না মেনে, উদাত্ত কণ্ঠে প্রাণের গান গেয়ে, জল-হাওয়া-মাটির তৈরী এই দেহভাণ্ডে, অধরা মনের মানুষের খোঁজে পাগলপারা ফেরে স্বভাব প্রেমিক বাউল। আবার বাউল শব্দের সঙ্গে আউল শব্দেরও যোগাযোগ আছে বলে মনে করা হয়, যার অর্থ ঈশ্বরের সেবক। সহজিয়া পন্থী সাধক বাউল, মনের মানুষ রূপী আলেখ সাঁই কে ভজে তার উদাসী গানের পদে আর মেঠো সুরের মাঝে। যে খোঁজে মানুষে ঈশ্বর, সেই তো বাউল। অনেকে আবার মনে করেন বায়ু শব্দটির সঙ্গে যুক্ত বাউল কথার মানে। সত্যিই তো, এক ঝলক সুরের চন্দন গন্ধমাখা সুবাতাসেরই মতো বাউল গান, যা অন্তর ছুঁয়ে যায়। মলয় পবনের মতো বাউলের মরমী জীবনদর্শন, তার স্বতঃস্ফূর্ত সুরে বাঁধা পদের মধ্য দিয়ে বয়ে আনে চিরন্তনী সমন্বয়ের বার্তা। তারামন্ত্রে সিদ্ধ মাতৃসাধক বামাক্ষ্যাপার সাধনপীঠ, বাংলার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠের মহাশ্মশানে, এমনই একজন নাদব্রহ্ম উপাসক বাউল, শ্রদ্ধেয় কানাই দাস বাউলের সঙ্গ করে আমার সঙ্গীত জীবন ধন্য হল। প্রকৃত শিল্পী এমনটাই হন যেমন তারাপীঠের কানাই দাস বাউল। নিরভিমান,প্রাণখোলা হাসির মানুষ, সহজসরল অনাবিল অথচ প্রাজ্ঞ , সকলকে সহজেই আপন করে নিতে পারা, প্রবীণ এই সঙ্গীতসাধক, কানাই বাউল, বসন্ত রোগে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সেই দৃষ্টিহীন হয়েছিলেন। আশৈশব অসীম দারিদ্র্যের যাতনা সয়েছেন। কিন্তু সঙ্গীত তার আবাল্য সাথী।নিরন্তর কঠোর সাধনায় আর অন্তরাত্মারূপী গুরুর কৃপায়, কানাই বাউলের জ্ঞানচক্ষু উন্মীলিত আর অন্তর্দৃষ্টি জাগ্রত হয়েছে। সঙ্গীতের মধ্য দিয়েই এসেছে তাঁর মুক্তির চাবিকাঠি। নাদব্রহ্মময়ী মা তারা এই বাউল সাধকের হৃদয়মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। ভক্তির পদে আর ভাবের সুরে কানাই বাউলের মনমন্দিরে চলে নিত্য জগন্মাতার আরাধনা। সহজাত সঙ্গীতশিল্পী মরমিয়া বাউল, কানাই বাবার, কোন প্রয়োজন নেই জাঁকজমক ভরা স্টেজের, বা বিচিত্র সব আনুষঙ্গিক বাদ্যযন্ত্রের অথবা সহায়ক কোন দলের। বাউল তো প্রকৃত অর্থেই জ্যান্তে মরা।লোকালয়ের বাইরে শ্মশানে আর গোরস্থানে বাউলের অবাধ আনাগোনা। নিত্য মৃত্যুর সঙ্গে ঘর করে, মহাশ্মশানের বুকেই তার বাস। নির্ভেজাল বাউল সংস্কৃতির ধারক বাহক কানাই বাউল তাই খোলা আকাশের নীচে মহাশ্মশানের বুকে বসেই মহা আনন্দে গেয়ে ওঠেন মানবতার জয়গান, বয়ে আনেন হানাহানির এই জগতে, নিখিলপ্রেমের মধুবার্তা। বাউল অঙ্গে তাঁর কণ্ঠে সেদিন শুনলাম দুটি অপূর্ব প্রচলিত গান, একটি অভিমান ভরা অনুযোগ মাখা মাতৃসঙ্গীত আর একটি গান, শ্রী রামকুমার চট্টোপাধ্যায় গীত শ্রীরামকৃষ্ণ বন্দনা। সেদিনটিও ছিল অতি শুভদিন। ভগবান যীশুর নামাঙ্কিত দিন, তাঁর জন্মদিন হিসেবে পালিত,বড়দিন, পঁচিশে ডিসেম্বর, দুই হাজার বাইশ। বাউল সাধক কানাই বাবার সঙ্গীতময় সান্নিধ্যে কাটানো সময়টুকুকে আমরা ভিডিও করে স্মৃতির মণিকোঠায় সঞ্চিত করেছি আর এই চ্যানেলের মাধ্যমে তা সবার সঙ্গে ভাগ করলাম।
Bauls are the mystics and traditional folk singers of Bengal whose full throated free singing style conveying deep underlying philosophy of high order, playing the quintessential one stringed primitive resonating musical instrument called Ektara, has always attracted me.
This time, while visiting Shantiniketan, Bolpur and Tarapith West Bengal, I got this golden opportunity to interact with a few practicing Bauls, acclaimed for their art and sing along with them.
The interactive and learning session with respected Kanai Das Baul at Tarapith, has indeed been the best experience for me.
It was heavenly experience to listen to kanai Das Baul's ethereal renditions while interacting with him and singing a favorite song of the great Sadhak and composer, Bhaba Pagla along with him.
Pure music is simple yet magical and is devoid of all vanity and touches the heart and soul transcending all human made barriers.
Baul music is such pure music which connects with the infinite.
#baulgan
#baulmusic
#folkmusic
#Ektara
#musicofthesoul
দারুণ দারুণ এগিয়ে চলুন
আহা অপুর্ব, শ্রদ্ধেয় কানাইদাস বাউলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই, আপনার ওনার সঙ্গলাভ নিশ্চয়ই আপনার জীবনের একটি অতি পুণ্যকাজ, আর ভিডিও র মাধ্যমে আমরাও ধন্য হলাম। আপনাকে ও প্ররেনা কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই সুন্দর ডকুমেন্টারি টি উপহার দেবার জন্যে।
প্রণাম মহারাজ। আপনার শেয়ার করা ভিডিও র মাধ্যমেই এনার গায়কীর সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলাম।
সামনা সামনি আলাপ করে আরও সমৃদ্ধ হলাম।
আপনাকে ধন্যবাদ আর আন্তরিক শ্রদ্ধা জানাই।
Asadharon 🙏🙏
You are really great 👍❤
Spiritual Rendezveous..
Indeed ! Every Musical experience is essentially spiritual.
great stuff, really enjoyed watching. Thank you, Pradipta.
My pleasure 🙏 😊
Joy Guru 🙏
জয় গুরু🙏
বাউল শব্দটিকে অনেক ভাষাবিদ বাতুল শব্দের অপভ্রংশ বলে মনে করেন।
বাতুল অর্থাত পাগল।
সমাজ শাস্ত্রের বাধা নিষেধ না মেনে, উদাত্ত কণ্ঠে প্রাণের গান গেয়ে, জল-হাওয়া-মাটির তৈরী এই দেহভাণ্ডে, অধরা মনের মানুষের খোঁজে পাগলপারা ফেরে স্বভাব প্রেমিক বাউল।
আবার বাউল শব্দের সঙ্গে আউল শব্দেরও যোগাযোগ আছে বলে মনে করা হয়, যার অর্থ ঈশ্বরের সেবক।
সহজিয়া পন্থী সাধক বাউল, মনের মানুষ রূপী আলেখ সাঁই কে ভজে তার উদাসী গানের পদে আর মেঠো সুরের মাঝে। যে খোঁজে মানুষে ঈশ্বর, সেই তো বাউল।
অনেকে আবার মনে করেন বায়ু শব্দটির সঙ্গে যুক্ত বাউল কথার মানে।
সত্যিই তো, এক ঝলক সুরের চন্দন গন্ধমাখা সুবাতাসেরই মতো বাউল গান, যা অন্তর ছুঁয়ে যায়। মলয় পবনের মতো বাউলের মরমী জীবনদর্শন, তার স্বতঃস্ফূর্ত সুরে বাঁধা পদের মধ্য দিয়ে বয়ে আনে চিরন্তনী সমন্বয়ের বার্তা।
তারামন্ত্রে সিদ্ধ মাতৃসাধক বামাক্ষ্যাপার সাধনপীঠ, বাংলার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠের মহাশ্মশানে, এমনই একজন নাদব্রহ্ম উপাসক বাউল, শ্রদ্ধেয় কানাই দাস বাউলের সঙ্গ করে আমার সঙ্গীত জীবন ধন্য হল।
প্রকৃত শিল্পী এমনটাই হন যেমন তারাপীঠের কানাই দাস বাউল। নিরভিমান,প্রাণখোলা হাসির মানুষ, সহজসরল অনাবিল অথচ প্রাজ্ঞ , সকলকে সহজেই আপন করে নিতে পারা, প্রবীণ এই সঙ্গীতসাধক, কানাই বাউল, বসন্ত রোগে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সেই দৃষ্টিহীন হয়েছিলেন। আশৈশব অসীম দারিদ্র্যের যাতনা সয়েছেন।
কিন্তু সঙ্গীত তার আবাল্য সাথী।নিরন্তর কঠোর সাধনায় আর অন্তরাত্মারূপী গুরুর কৃপায়, কানাই বাউলের জ্ঞানচক্ষু উন্মীলিত আর অন্তর্দৃষ্টি জাগ্রত হয়েছে। সঙ্গীতের মধ্য দিয়েই এসেছে তাঁর মুক্তির চাবিকাঠি।
নাদব্রহ্মময়ী মা তারা এই বাউল সাধকের হৃদয়মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। ভক্তির পদে আর ভাবের সুরে কানাই বাউলের মনমন্দিরে চলে নিত্য জগন্মাতার আরাধনা।
সহজাত সঙ্গীতশিল্পী মরমিয়া বাউল, কানাই বাবার, কোন প্রয়োজন নেই জাঁকজমক ভরা স্টেজের, বা বিচিত্র সব আনুষঙ্গিক বাদ্যযন্ত্রের অথবা সহায়ক কোন দলের।
বাউল তো প্রকৃত অর্থেই জ্যান্তে মরা।লোকালয়ের বাইরে শ্মশানে আর গোরস্থানে বাউলের অবাধ আনাগোনা। নিত্য মৃত্যুর সঙ্গে ঘর করে, মহাশ্মশানের বুকেই তার বাস। নির্ভেজাল বাউল সংস্কৃতির ধারক বাহক কানাই বাউল তাই খোলা আকাশের নীচে মহাশ্মশানের বুকে বসেই মহা আনন্দে গেয়ে ওঠেন মানবতার জয়গান, বয়ে আনেন হানাহানির এই জগতে, নিখিলপ্রেমের মধুবার্তা।
বাউল অঙ্গে তাঁর কণ্ঠে সেদিন শুনলাম দুটি অপূর্ব প্রচলিত গান, একটি অভিমান ভরা অনুযোগ মাখা মাতৃসঙ্গীত আর একটি গান, শ্রী রামকুমার চট্টোপাধ্যায় গীত শ্রীরামকৃষ্ণ বন্দনা।
সেদিনটিও ছিল অতি শুভদিন।
ভগবান যীশুর নামাঙ্কিত দিন, তাঁর জন্মদিন হিসেবে পালিত,বড়দিন, পঁচিশে ডিসেম্বর, দুই হাজার বাইশ।
বাউল সাধক কানাই বাবার সঙ্গীতময় সান্নিধ্যে কাটানো সময়টুকুকে আমরা ভিডিও করে স্মৃতির মণিকোঠায় সঞ্চিত করেছি আর এই চ্যানেলের মাধ্যমে তা
সবার সঙ্গে ভাগ করলাম।
Plz add some bengali subtitles
Mam not kanai das baul kanai mondol and We called kanai dadu
Ok