জীবনে উন্নতি করতে আর কিছু লাগবে না, শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস যথেষ্ট "গতকাল থেকে আজকের দিনটা বেশি কাজে লাগাও তবেই জীবনে উন্নতি করতে পারবে"। তবে এই উক্তিটি বিভিন্ন ধর্মের মানুষে ও দার্শনিকরা কপি করেছে ।
আপনার চ্যানেলের সাথে পরিচয় মাত্র ২ সপ্তাহের, প্রথম ভিডিও দেখার পর থেকে বলতে গেলে এখন প্রতিদিন ২ টি করে আপনার ভিডিও দেখি। আপনার ভিডিও গুলো সত্যিই প্রশংসনীয়। শুভ কামনা রইল।
বই পড়লে, সুন্দর পরিবেশ এ বসবাস করলে, ভালো মুভি দেখলে, ভালো গান শুনলে, ভালো মানুষের সাথে চলাচল করলে, মানুষের চিন্তা দ্বারা সুন্দর ও ভালো হয়। সবসময় পজেটিব চিন্তা মনের ভিতর পোষণ করে। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমার অনেক ভালো লেগেছে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আলহামদুলিল্লাহ
এখনো পর্যন্ত কেউ মুভি দেখে গান শুনে হেদায়েতের পথে ফিরে আসছে, প্রমাণ নাই, হক্কানি আলেম ওলামা বই পড়ে, ওয়াজ শুনে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কুরআন পড়ে ভালো হওয়া যায়। টেনশন মুক্ত হওয়া যায়। এবং বিভিন্ন ভালো লেখকদের বই পড়ে ও উপকার পাওয়া যায়, নাস্তিকদের বই ছাড়া।
আমি এবার ভার্সিটিতে ভর্তি হবো ইনশাআল্লাহ। ইন্টার পাস করার পর একটা কথা মাথায় ঘুরছে এক সময় একাডেমিক সব পড়া শেষ হয়ে যাবে, তখন আমি শিক্ষকদের সুন্দর সুন্দর কথাগুলো আর শুনতে পাবো না। এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম এটা মৃত্যুর আগ পর্যন্ত সম্ভব যদি আমি আামার পরিবেশটা এমন ভাবে তৈরি করি। ধন্যবাদ সর্বদা এতো গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য।
Alhamdulillah I can able to control my brain & really it give me super power that's amazing ❤ And now I'm prepare for take every challenge I Can say every time I can do everything 💪
নাসির তানজিম ভাই, আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও অসাধারণ এবং তথ্যবহুল! আপনি যেভাবে মানুষের দ্বারে দ্বারে তথ্য পৌঁছে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার ধৈর্য, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য আপনাকে সাধুবাদ। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী পাঁচ বছরে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আপনার প্রতিটি ভিডিও আমাকে নতুন কিছু শেখায় এবং অনুপ্রাণিত করে। এভাবেই এগিয়ে চলুন এবং আমাদের সবাইকে উৎসাহিত করুন। শুভ কামনা রইল!
In today's world, neither excessive hardship nor extremism is well-regarded. As a simple content creator, he should strive to manage and be attentive. Here are some potential solutions: 1. Diminish the video's volume and focus on the visuals. If captions are not available, lowering the volume may help reduce distractions from the music, allowing for better concentration on the lecturer's visuals, such as slides or body language. 2. View the video in shorter segments. Breaking the video into smaller sections can aid in maintaining focus and avoiding the feeling of being overwhelmed by the music. 3. Seek an alternative lecture video. Should the music prove to be intolerable, it's possible that another lecture video on the same subject is available online.
তোমরা যদি আল্লাহ তাআলার ওপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিযক দিতেন, যেমন তিনি পাখিদের রিযক দিয়ে থাকেন। এরা ভোরবেলা খালিপেটে বের হয়, বিকেল বেলা ভরাপেটে ফিরে আসে। তিরমিযী ২৩৪৪।
স্যার এর বই আমি পরছি। স্যার অনেক সুন্দর লিখেন। আসলে আমি নিজে কখন আমার পাঠ্য বই শেষ করতে পারি নি। কিন্তু স্যারের বিজনেস ব্লুপ্রিন্ট বইটা ৪ বার শেষ করেছি। আসলে মাইন্ড চেঞ্জ করার মত কথা গুলো লিখেন তিনি। এবং নিজের অস্তিত্বকে বুঝতে এবং সেখান থেকে ভাল কিছু কিভাবে করা যায় সেই প্রচেষ্টায় আপনি আগাবেন আশা করছি৷
খুবই ভালো লাগলো এখন থেকে আমি পাইলট ব্রেইন প্লেন আমি ব্রেইন কে যেভাবে চালাবো ব্রেইন সেভাবেই চলবে সফল একদিন হবই ইনশাআল্লাহ উপস্থিত স্যার উপস্থাপক ভাইকে অসংখ্য ধন্যবাদ
As always very insightful video from you Bhaiya:) Here is suggestion from my side, if you continue the interview without background music after the intro that would be nice for hearing Bhaiya...
আপনার ভিডিও খুব অসাধারণ তবে সেটা তখন হবে যখন Background Music একটু 30%50% এর মধ্যে রাখবেন মিউজিক এর জন্য কথায় মনোযোগ দেওয়া দুষ্কর হয়ে যায়। আশা করি বিষয় টা দেখবেন। ধন্যবাদ 🖤
ওনার কথাগুলো শুনলাম, ওনার কথাগুলোর সাথে আমি শতভাগ একমত। ওনি ব্রেইনের যেই সিনেরিটা তুলে ধরেছেন, সেটা সম্পূর্ণরুপে ইসলামিক হিস্টোরি ও আসহাবে রাসূলের জীবনীগুলোতে আমি পেয়েছি। কোরআন ও হাদীসের বিশ্লেষণগুলো দেখলে আপনার আমার জ্ঞানের পূর্নতা সম্পূর্ণরুপে পরিপূর্ণ হবে।
BGM এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর থেকে এই বিষয়ে ভালো নজর রাখা হবে ইনশাআল্লাহ।
BHAI ATA PINNED KORE DEN
ক্যাশ মেশিন বইটা সংগ্রহ করতে পারবো কিভাবে জানালে খুব ভালো হত
*এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা মানে ভিডিওটির নেগেটিভ জায়গায় ফোকাস করেছেন। আফসোস কি শিখলাম ভিডিও থেকে?*
@@MdRahad-ee6ri Earless Einstein 😎
ধন্যবাদ ভাইজান। আপনি অনেক দূর এগিয়ে যাবেন দোয়া রইলো❤️
মাশা-আল্লাহ।
অনেক সুন্দর হয়েছে।এমন সুন্দর,শিক্ষনিয় ভিডিও আরো দেখতে চাই।
শুভকামনা রইলো 🎉
In Sha Allah and thanks
এরপর ভিডিও করলে কোন মিউজিক না দেওয়ার অনুরোধ রইল @@nasirtamzidofficial1880
জীবনে উন্নতি করতে আর কিছু লাগবে না, শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস যথেষ্ট "গতকাল থেকে আজকের দিনটা বেশি কাজে লাগাও তবেই জীবনে উন্নতি করতে পারবে"। তবে এই উক্তিটি বিভিন্ন ধর্মের মানুষে ও দার্শনিকরা কপি করেছে ।
আপনার চ্যানেলের সাথে পরিচয় মাত্র ২ সপ্তাহের,
প্রথম ভিডিও দেখার পর থেকে বলতে গেলে এখন প্রতিদিন ২ টি করে আপনার ভিডিও দেখি।
আপনার ভিডিও গুলো সত্যিই প্রশংসনীয়।
শুভ কামনা রইল।
বই পড়লে, সুন্দর পরিবেশ এ বসবাস করলে, ভালো মুভি দেখলে, ভালো গান শুনলে, ভালো মানুষের সাথে চলাচল করলে, মানুষের চিন্তা দ্বারা সুন্দর ও ভালো হয়। সবসময় পজেটিব চিন্তা মনের ভিতর পোষণ করে। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমার অনেক ভালো লেগেছে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আলহামদুলিল্লাহ
এখনো পর্যন্ত কেউ মুভি দেখে গান শুনে
হেদায়েতের পথে ফিরে আসছে, প্রমাণ নাই,
হক্কানি আলেম ওলামা বই পড়ে,
ওয়াজ শুনে,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কুরআন পড়ে ভালো হওয়া যায়।
টেনশন মুক্ত হওয়া যায়।
এবং বিভিন্ন ভালো লেখকদের বই পড়ে ও উপকার পাওয়া যায়,
নাস্তিকদের বই ছাড়া।
আমি এবার ভার্সিটিতে ভর্তি হবো ইনশাআল্লাহ।
ইন্টার পাস করার পর একটা কথা মাথায় ঘুরছে এক সময় একাডেমিক সব পড়া শেষ হয়ে যাবে, তখন আমি শিক্ষকদের সুন্দর সুন্দর কথাগুলো আর শুনতে পাবো না।
এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম এটা মৃত্যুর আগ পর্যন্ত সম্ভব যদি আমি আামার পরিবেশটা এমন ভাবে তৈরি করি।
ধন্যবাদ সর্বদা এতো গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য।
চান্স কি পাইছেন?
Algorithm:
-Focus: Positivity -> Fate (Believing in positive outcome) -> Anticipation -> Power
-Focus: Negativity -> Doubt (Believing in negative outcome) -> Anxiety -> Powerless
Coder
আপনার এমন গেন মুলুক চিন্তা আজকে আমার মতো সহজ সরল মানুষটাও আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে শিখছি
Alhamdulilah Alhamdulilah Alhamdulilah, onek valo speech,,, in-sha-allah Allah apnak aro boro koruk.Amin
5:55 Our life is all about our focus.
11:11 You become your conversation.
really great quotes.
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম হলে সুনতে আরও ভালো লাগতো,,,,
আর টপিকের উপর ভিডিও ডিউরেশন বেশি হলেও সমস্যা নাই,,,
1:57
ভাই মিউজিক নিয়ে না ভেবে কথা গুলো বুঝেন। কাজে লাগাতে পারেন।
মিউজিকের কারণে কথাগুলো বুঝতে আরো বেশি সমস্যা হচ্ছে
right
Yes
মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে।
ঠিক কথা
সেই টা কি আসলে সত্যি
@@AbdurRahim-s8myes
Alhamdulillah I can able to control my brain & really it give me super power that's amazing ❤
And now I'm prepare for take every challenge I Can say every time I can do everything 💪
এত ভালো লাগে আপনার কনটেন্ট হলো।।♥️♥️ধন্যবাদ ভাইয়া।
নাসির তানজিম ভাই, আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও অসাধারণ এবং তথ্যবহুল! আপনি যেভাবে মানুষের দ্বারে দ্বারে তথ্য পৌঁছে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার ধৈর্য, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য আপনাকে সাধুবাদ। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী পাঁচ বছরে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আপনার প্রতিটি ভিডিও আমাকে নতুন কিছু শেখায় এবং অনুপ্রাণিত করে। এভাবেই এগিয়ে চলুন এবং আমাদের সবাইকে উৎসাহিত করুন। শুভ কামনা রইল!
অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটি মহামূল্যবান জীবন পরিবর্তনকারী শক্তি ও সাহস যোগানের ভিডিও দেওয়ার জন্য
ধন্যবাদ ভাই।এই রকম ভিডিও আমাদের জন্য খুবই উপকারি। আরো এরকম ভিডিও চাই।
এই ভিডিওটা দেখে নিজেকে নিজে একটু সস্তি পেলাম।
Ma'sha'Allah much needed content ❤ salam from CTG
ভাই এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে হতো না??
same
In today's world, neither excessive hardship nor extremism is well-regarded. As a simple content creator, he should strive to manage and be attentive. Here are some potential solutions:
1. Diminish the video's volume and focus on the visuals. If captions are not available, lowering the volume may help reduce distractions from the music, allowing for better concentration on the lecturer's visuals, such as slides or body language.
2. View the video in shorter segments. Breaking the video into smaller sections can aid in maintaining focus and avoiding the feeling of being overwhelmed by the music.
3. Seek an alternative lecture video. Should the music prove to be intolerable, it's possible that another lecture video on the same subject is available online.
আসলেই, বুঝতে কষ্ট হচ্ছে।
হ্যা,ভলিউম টা আরো অনেক কম করা উচিৎ ছিলো
Agree
স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা আমাদের বাস্তব লাইফের সাথে মিলে যাচ্ছে
তোমরা যদি আল্লাহ তাআলার ওপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিযক দিতেন, যেমন তিনি পাখিদের রিযক দিয়ে থাকেন। এরা ভোরবেলা খালিপেটে বের হয়, বিকেল বেলা ভরাপেটে ফিরে আসে।
তিরমিযী ২৩৪৪।
Thanks ভাইয়া এইরকম আরো ভালো ভলো ভিডিও চাই
নিঃসন্দেহে, সুন্দর জ্ঞান ❤️
অনেক ভেতর থেকে কিছু বুজতে পেরেছি।
Just osam just osam mone Hoy sirer sathe Jodi direct dekte petam.
স্মার্ট হকার, স্মার্ট ইনফ্লুয়েন্সার.....
ধন্যবাদ ভাই৷ বড় ভিডিও আপলোড দেওয়ার জন্য৷ আপনার কাছে সবসময় ১০+ লেন্থ এর ভিডিও চাই৷
The greatest discovery in my generation is that human being can alter their lives by altering their attitude of mind.
স্যার এর বই আমি পরছি। স্যার অনেক সুন্দর লিখেন। আসলে আমি নিজে কখন আমার পাঠ্য বই শেষ করতে পারি নি। কিন্তু স্যারের বিজনেস ব্লুপ্রিন্ট বইটা ৪ বার শেষ করেছি। আসলে মাইন্ড চেঞ্জ করার মত কথা গুলো লিখেন তিনি। এবং নিজের অস্তিত্বকে বুঝতে এবং সেখান থেকে ভাল কিছু কিভাবে করা যায় সেই প্রচেষ্টায় আপনি আগাবেন আশা করছি৷
ভাই নাম কি বই টার?
Book ta kuvabe pabo
@@KohinurAkter-z4q rokomari te pareb.
Boi ta nam Ki sir akto Jodi bolten?
@@LizaHawlader-j1p business Blue print
আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে অনুপ্রেরণা পেলাম ❤
Vaia aita best video chilo ami akhn 10 minutes dekhe theme comment korci asha kori next time theke airkm boro video pabo
Tnq u vai
ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা।
কৃতজ্ঞ থাকবো নাসির ভাই এরকম ভিডিও'র জন্য❤।
খুবই ভালো লাগলো এখন থেকে আমি পাইলট ব্রেইন প্লেন
আমি ব্রেইন কে যেভাবে চালাবো
ব্রেইন সেভাবেই চলবে
সফল একদিন হবই
ইনশাআল্লাহ
উপস্থিত স্যার উপস্থাপক ভাইকে অসংখ্য ধন্যবাদ
As always very insightful video from you Bhaiya:) Here is suggestion from my side, if you continue the interview without background music after the intro that would be nice for hearing Bhaiya...
video ta ekta milestone. recently apnar video gula valo lagtese. I hope you will maintain the same quality.
Bhaiya apnar prottek Video dekhe mone hoi j asholei ami kisu na kisu sikhte peresi r kisu na onk kisui🥰
ব্যাক মিউজিকটার জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো তিনদিনে শুনলাম।
Yes 😐 now let's go for my dream and I will be success insha'Allah 😢❤
Mind it
You VS You🌚
অসাধারণ অনুপ্রেরণামূলক আলোচনা, ধন্যবাদ আপনাকে
This is the great motivational show, really learnable.
অনেক সুন্দর মিউজিক ভিডিও। সেরা...
খুভ সুন্দর শিক্ষা নেয়ার মত ভিডিও
ভিডিও টি দেখার পর আমার মন বলছে,
আর পেসেঞ্জার নয় ড্রাইভার হব, ইনশা'আল্লাহ,
ধন্যবাদ নাছির ভাইয়া!😊❤
অনেক গুরুত্বপূর্ণ কথা যা আমার জীবনের সাথে মিলে যায়
Oshadaron video ❤😊
ভালো কন্টেন্ট তোমার!
অলওয়েজ অপেক্ষায় থাকি, ভালোবাসা নিয়ো ভাই❤️
Best wishes to you Kanchon bhai .. thanks a lots
❤❤Very nice discussion❤❤ from Guwahati
Ay video dakha amr jebon e palta gase, nejaka ay vabe control kora jay aga jantam na. Take love sir ❤
our tacher pillar of success is failure ❤️🔥
in-shaa-allah ❤
অসাধারণ একটা ভিডিও।
অসংখ্য ধন্যবাদ
এরকম চ্যানেল যুক্ত থাকা দরকার, নিজকে উন্নয়নের জন্য।
এই ভিডিওটি দেখেই আমি সাবস্ক্রাইব করি, মাশাল্লাহ অনেক সুন্দর, শুভকামনা রইল।
Excellent business
অনেক উপকারী ভিডিও ❤।ব্যাকগ্রাউন্ড মিউজিক টা না থাকলে আরো ফোকাস বারতো ভিডিওটা দেখতে ❤
content level just 💥💥🔥
এই ভিডিওটার ই অপেক্ষায় ছিলাম
Khub valo information,Thank you 😊
Thanks for uploading a long video finally.
Thanks man. Next video
Feeling inspired ❤
extraordinary discussion ever i hear....
জাযাকাল্লাহু বিল খইর।
আপনার ভিডিও খুব অসাধারণ তবে সেটা তখন হবে যখন Background Music একটু 30%50% এর মধ্যে রাখবেন মিউজিক এর জন্য কথায় মনোযোগ দেওয়া দুষ্কর হয়ে যায়। আশা করি বিষয় টা দেখবেন। ধন্যবাদ 🖤
কথাগুলো সত্যিই অসাধারণ লাগছে আমার কাছে।
ভাইয়া আপনি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি না ইউজ করেন তাহলে ভিডিওতে মনোযোগী হওয়া আরো বেশি সহজ হয় ।
Khub sundhor ❤
Osa-dharon video vai❤💗
আপনাকে অসখ্য ধন্যবাদ ভাই
আমাদের এত সুন্দর সুন্দর রুচিসম্মত ভিডিও উপহার দেওয়ার জন্য 🥰🥰
আপনার আলোচনা শুনে ভালো লাগলো।
ধন্যবাদ ❤
Thanks.
আসসালামু আলাইকুম স্যার। আমার খুব ভালবাসার একজন স্যার। স্যার অনেক ভালো আমি স্যার এর সেশন করেছি❤️❤️
ভাই অসাধারণ টপিকস,,,,,,,👍👍
ভাইদের জন্য খুব দোয়া রইলো।💗💓
Thanks superb
নাসির ভাই এগিয়ে যান পাশে আছি সব সময়😊
Ai loker onk knowledge ace.he is genius ❤
ধন্যবাদ ভিডিও আপলোড দেওয়ার জন্য৷
Congratulations🎉🎊
your excellent speech
Very Inspiring.
Outstanding!.... You should start a podcast series.
অসাধারণ 🎉
নতুন কিছু শুনলে ভাল লাগত
ব্রেইনের উপকার করতে এসে, মিউজিক দিয়ে ব্রেইনের ১২ টা বাজিয়ে ছলে গেলেন। 😮😮😮
🤣
Hm bro😂
Splendid ❤
বাহ্ দারুণ
অসাধারণ বিষয়। 🎉
Apnar video korar doron and topic sotti osadaron❤
ওনার কথাগুলো শুনলাম, ওনার কথাগুলোর সাথে আমি শতভাগ একমত।
ওনি ব্রেইনের যেই সিনেরিটা তুলে ধরেছেন, সেটা সম্পূর্ণরুপে ইসলামিক হিস্টোরি ও আসহাবে রাসূলের জীবনীগুলোতে আমি পেয়েছি।
কোরআন ও হাদীসের বিশ্লেষণগুলো দেখলে আপনার আমার জ্ঞানের পূর্নতা সম্পূর্ণরুপে পরিপূর্ণ হবে।
ভালো লাগলো!
❤❤❤Definitely better And perfect TRUE ❤❤❤❤
All the best..........
আলোচনা শুনে ভালো লাগলো।
ধন্যবাদ ❤
Biggest fan ever.. content Bangladesh er too level er
Outstanding motivation speech, Lot of thanks Kanchon vai
You are right brother
The secret book tar sthe onkta mil ache ❤
Very nice video for the audience. Thank you
ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো চিল👌 কিন্তু ভলিউম টা একটু কমিয়ে দিলে ভালো হত🤍