ধনী হওয়ার অব্যার্থ আমল | আছরের পর ২০০ বার এই তসবিহ পড়ুন | মুস্তাকুন্নবী কাসেমী Mustakunnabi Kasemi
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- প্রতিদিন আছরের পর ২০০ বার এই তসবিহ পাঠ করলে দ্রুত ধনী হয়ে যাবেন টাকা পয়সা রাখার যায়গা পাবেন না আমলটি কোরআনের মত সহিহ্ । আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী Allama Mustakunnabi Kasemi new waz 2024
আসরের পরের বিশেষ আমল
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দিনসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: ১০৮৪) তাই ইসলামে জুমাদিন একটি মর্যাদাপূর্ণ দিন। এ দিন আসরের পরে দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ। হাদিসে আরও এসেছে-
‘সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (মুসলিম ৮৫৪)
হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা এসেছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে- দোয়া, জিকির ও ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে। সেটি হলো- বিশেষ নিয়মে দরুদ পাঠ
জুমার দিন আসরের পরের বিশেষ আমল
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরিফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে।’ (আফদালুস সালাওয়াত ২৬)
দরুদটি হলো-
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা।’
জুমার দিন দোয়া কবুলের প্রমাণ
জুমার দিন একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাদিসে ওই সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন।’ (বুখারি ৬৪০০)
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এমন একটি সময় আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন।’ (মুসান্নাফ ৫৫৮৮)
আসরের শেষ সময়েই দোয়া কবুল হয়
হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।’ (আবু দাউদ ১০৪৮)
আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ-মুহূর্তে। হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাতগ্রন্থে জাদুল মাআদে এসেছে, ‘জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়।’
আসরের নামাজের পর তাসবিহ
৩৩ বার সুবহানাল্লাহ
৩৩ বার আলহামদুলিল্লাহ
৩৩ বার আল্লাহু আকবার
এ মোট ৯৯ বার তাসবিহ পাঠের পর “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির” পাঠ করে দোয়া করা।
এই তাসবিহ পাঠের ফজিলত অনেক।
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহানাল্লাহ, তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহু আকবার বলবে, তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়।” (সহিহ মুসলিম)
এ মোট ৩০ বার তাসবিহ পাঠ করে “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির” পাঠ করে দোয়া করা। এই নিয়মে তাসবিহ পাঠ করলেও সমান ফজিলত রয়েছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর ফজিলত
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন-
দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারি, হাদিস : ৬৪০৬
سبحان الله وبحمده سبحان الله العظيم
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
জাবের (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন-
‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।’ (তিরমিজি, হাদিস নং : ৩৪৬৪)
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#mufti_mustakunnabi_kasemi
#bangla_waz_2023_new
#bangla_waz_2023
#মুস্তাকুন্নবী_কাসেমী_2023
#mustakunnabi_kasemi_2023
#allamah
#mustakunnabi
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#মুস্তাকুন্নবী_কাসেম
#Mufti_Mustakunnabi_Kasemi
#mustakunnabi_kasemi_2023
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#Mufti_Mustakunnabi_Kasemi
#mufti_mustakun_nobi_2021
#মুস্তাকুন্নবী_ওয়াজ_2021
#মুশতাকুন_নবি_কাসেমী_২০২3
#মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ
#মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ
#mustakun_nobi_waz_2022
#mustakunnabi_new_waz_2022
#mostakon_nobi_waz_2022
#mustakunnabi_kasemi_2021
#mustakunnabi_new_waz
#new_waz_2022
#bangla_waz_2022
#Bangla_Waz_2021
#New_Waz_2021
#Mustakunnabi_Qasemi_Waz_2022
#New_Mahfil
#New_Tafsir
#Allamah
#Shiekh
#নতুন_ওয়াজ
#বাংলা_ওয়াজ
#মুস্তাকুন্নবী_কাসেমী_2022
#2024
#new_waz_2024
#waz_2024
#Mustakunnabi_2024
সবাই আমার স্বামীর জন্য দুয়া করবেন আল্লাহ যেন আমার স্বামীর নেক হায়াত বেশি করে বাড়িয়ে দেন রোগ শিফা দেন সুস্থ রাখেন জান্নাত পর্যন্ত আমাকে আমার স্বামীর সাথে রাখেন
Ameen
Amin
মুস্তাকুন্নবী হুজুরের লেকচার যত ই শুনি তত ই শোনার আগ্রহ বাড়ে । আলহামদুলিল্লাহ
সোবহানাল্লাহ ,আমার নবি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবিদের নবি, মাশাআল্লাহ আল্লাহু আকবার, জাজাকাল্লাহ হজরত,
❤ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤ প্রিয় সায়েক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহাইললাহু আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন ❤
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লাহ,সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন
আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
ঠিক ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masa allah
Alhamdulillah assalamualaikum sobai amar seler jonno duwa korben jeno manner Hafiz hote pare abong olie Kamil hote pare Amin
সুবহানাল্লাহ
Alhamdulillah
❤❤❤❤❤❤
Alhamduallah
সবাই আমার সামির জন্য দুয়া করবেন আমার সামি জেনো আমাকে ভালো বাসে
ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা ১১ বার পরে স্বামীর মুখে গোপনে ফু দিবেন, দোয়া টা পরার আগে ও পড়ে দরুদ শরীফ ৩ বার করে পরবেন। ইনশাআল্লাহ কাজ হবে।
আসসালামু আলাইকুম
এটা কোন সূরার আয়াত?? বললে উপকৃত হবো।
এটা কোন কুরআনের আয়াত নয় এটা একটা জিকির
আলহামদুলিল্লাহ
সুবাহানাল্লাহ