আমার ফ্যামিলিতে চার জন সদস্য সবার কাছেই ঘুমাতে পছন্দ করে বিড়াল আমাদের সবাই কে ভালো বাসে,এতোটা ভালো বাসে কোথাও গেলে ওকে রেখে যায় যদি ,তাহলে আসার পর এমন চিলাই কোলে নিয়ে একটু আদর করলে আবার সাথে সাথে থেমে যায়,ওকে এতো ভালো লাগে ,নাম রেখেছি হিরা,ওকে ছাড়া আর আমরা কিছু ভাবতেই পারিনা ওকে দিয়ে আমাদের বাসার সদস্য এখন পাঁচ জন,
আমার বিড়াল টা আমার কাছে ঘুমায় না। শারা রাত এক রুম থেকে আরেক রুমে যায়। কতো খন আমার বিছানায় কতো খন মেয়ের বিছানায় কতো খন দুই ছেলের বিছানায়। যদি কারো রুমের থেকে সামান্য শব্দ আসে তারা তারি করে ছুটে যায় দেখার জন্য। তার আচার আচরণ দেখে মনে হয় সবাই কে দেখে শুনে রাখা তার কাজ।
আমার বিড়ালের চোখ ফুটার পর কে যেনো রাস্তায় ফেলে দিয়ে যায়। সেই থেকে ওকে বাসায় নিয়ে আসি। কিছুদিনের মধ্যেই পরিবারের সবার (চোখের মণি) অন্যতম সদস্য হয়ে উঠে। আজ সকালে অচিরেই হুলো বিড়ালের কাছে কাছে অকালে শেষ নিশ্বাস ত্যাগ করে। আমাকে এবং আমার পরিবারের সবাইকে কাঁদিয়ে চলে যায়। জীবনে নানা বিড়ম্বনা, নানা দু:খ কষ্টের মধ্যে দিন পার করেছি , তবে আজকের মতো আবেগাপ্লুত কখনো বোধ করিনি। জানি না তারা কোত্থেকে আসে মায়ার জালে জড়িয়ে না ফেরার দেশে পাড়ি জমায়। সবাই তার জন্য দোয়া করবেন। 😭😭😭😭
আমার বিড়াল ছানা আমার কাছে ঘুমায় , এখন সে আমার কাছে ঘুমিয়ে আছে। আমি বাড়িতে না থাকলে তার খুব মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে সে ছুটে আসে,তখন তাকে কোলে করে আদর করতে হয়। আর একটা কথা, আমাকে মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে দিবে না। সব সময় ওকে আদর করতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া আমি মোবাইল ব্যাবহার করি না।
আমার বিড়ালের বয়স প্রায় এক মাস, তাকে এনেছি মাত্র দুই দিন,এই দুই দিনেই সে মাশা আল্লাহ অনেক মিশে গেছে এখন আমার কিছু প্রশ্ন ছিলো... ১.ওর নখ কাটি নি,অনেকেই বলছে ছোট বিড়ালের নখ কাটা লাগে না, কিন্তু ও খেলার সময় বা এমনিই নখ বের করে নখ দিয়ে ধরার চেষ্টা করে,এখন ওর নখ কি কাটবো? ২.ও গত একদিন আমার সাথে বিছানায় ঘুমাতে চাচ্ছে,নখ কাটি নি আর আমি এখনো বিড়ালের সাথে পুরোপুরি অভ্যস্ত হতে পারি নি তাই খাটে ঘুমাতে দি না,কিন্তু সে রাতে মশারির বাইরে খাটের চিপায় হলেও ঘুমায়,সে সুযোগ পেলেই খাটে উঠতে চায়। ৩.মারাত্মক দুষ্টু বিড়ালটা,সারাদিন এত্ত বেশি শয়তানি করে! এইটা কি কোনো সমস্যা নাকি সব বিড়ালই করে এমন? ৪.ওর গায়ে উকুন আছে অনেক, মার্কেটে পাওয়া বিড়ালের উকুনের জন্য যে সকল প্রোডাক্ট পাওয়া যায় তা ওর জন্য ইউজ করলে সমস্যা হবে?
১. না! আপনি তার নখ কাটবেন না। ২. আপনি তাকে আপনার সাথে ঘুমাতে দিন। এতে আপনার অনেক উপকার হবে। th-cam.com/video/b5XKHQKy1Bw/w-d-xo.htmlsi=dsBAmWeQ1_QOBWJ_ ৩. হ্যাঁ! সব বাচ্চা বিড়াল এমনিই করে৷ এই আচরণটি তাদের শরীরকে বৃদ্ধি করতে ও সুস্থ রাখতে সাহায্য করে। তার বয়স যখন ৬ মাস হবে তখন এটি ঠিক হয়ে যাবে। th-cam.com/play/PLBcIVyazYB44HWkO9Fz5niE4wJ8Eau7jM.html&si=y-gB4qAoq7b2wYNz ৪. হ্যাঁ! এই প্রডাক্ট গুলো বড় বিড়ালের ক্ষেত্রে। তাই এটি ব্যাবহার করলে বিড়ালটির সমস্যা হবে এমনকি মারাও যেতে পারে। উকুন দূর করার ক্ষেত্রে: th-cam.com/video/creSmKnpJy0/w-d-xo.htmlsi=Amd3k6byZmamdD8l
আমার কেটি কে আমি কুড়িয়ে পাই। একমাস বয়স হয়নি তখন।সুস্থ করে বাইরে ছেড়ে দিতে চেয়েছিলাম এখন আমার ঘরে আমার কোলে বুকে বাচ্চার মত থাকে।তার বিছানা দিলে সেখানে চিল্লাইতে থাকে।আমার কাছে আসার জন্য। আমার এলার্জি থাকার সত্বেও ওরে সাথে নিতে হয়।এখনো টিকা দেয়াহয়নি জলতঙ্কের।বাচ্চা তিনমাসো হয়নি এখন বয়স।কোন সমস্যা হবেকি? এত মায়াবি কোল থেকে নামাতেই ইচ্ছা করেনা।আচড় টাচর লাগে মাঝে মধ্যে রক্ত বেড় হয়না। পরে লালচে হয়ে থাকে।বাইরে যাইতে দেইনা।রান্না করা খাবার খায়।ওর আচর লাগলে আমাকে এখন ভ্যাকসিন কি নিতে হবে?? বাচ্চার বয়স তিনমাস হয়নি মনে হচ্ছে।
আমি বিড়াল কখনো পালিনি আজ প্রথম একটা বিড়াল পেয়েছি, সে সাথে সাথেই আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করছে, সে আমার সাথে ঘুমাতে এবং আমার সাথে থাকতে পছন্দ করে, তার কোনো উকুন আছে কিনা জানিনা আমি এখনো পর্যন্ত কোনো উকুন দেখিনি তার শরীরে, আর আমিতো বিড়ালটার শরীরে কোনো ইনজেকশনও দেওয়াইনি, তার অসুখ বলতে হয়তো একটু ঠান্ডা লেগেছে, এতে আমার কোনো সমস্যা হবে ভাইয়া?
আমি বিড়াল খুব ভালোবাসি তবে বিড়াল পালিনা কিছু দিন থেকে অচেনা একটা বিড়াল আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে কিন্তু ফেমেলিতে এতো মানুষ থাকতে সে শুধু আমার সরিলে গেশা ঘেষি করে আমার পায়ের পাসে পাসে থাকে রাতে আমার বিছানাশ এসে ঘুমায় আমার পায়ের পাসে ঘুমায় এটা কি কোন খারাপ কিছু প্লিজ
আমার বিড়াল এর বয়স ২ মাস। তাকে একটু হাত দিয়ে উপরের দিকে তুলেই সে চিল্লাচিল্লি শুরু করে অনেক। শোয়া থেকে তুলেই সে চিল্লায় কোলের ভিতর ও শুধু শোয়ে থাকে উপরের দিকে নাওয়াই যায় না চিল্লানু শুরু করে দেয়। এটা কিসের জন্য?? ও একটা মেয়ে বিড়াল। আর ও খেলা ধুলা করে না বলেই চলে সব সময় চুপ চাপ থাকে এবং ঘুমাই খাওয়া দাওয়া বেশি করে না
আমার সাথে ঘুমায় অনেক বার দূরে সরায় দিছি কিন্তু আমার কাছেই ঘুমাবে ৷ আমার বুকের ওপর ঘুমায় ৷ আমার সাথেই ঘুমায় যখন ওর ঘুম পায় ৷ ওকে এখনো টিকা দিয়নি কিন্তু অনেকটা পোষ মেনে গেছে মাত্র দুইদিন হইছে ৷
Amdr akta biral cilo...amra take onk ador kortam...kintu amr ammu biral temon pocondho kore na...kintu se amr sathe always suye take..ammur picone picone gure
Amar biralo amar sathe ghumiye thake. Ami jokhon namaj pori jekhane sejda dibo sekhanei samne giye suy thake. Jekhanei Jai bahire gach lagate Jai pani dite jai sekhanei Amar hater niche ghure ghur kore ar sorir gese sathe sathei gure aste bolle Amar sathe sathe ase Ami ghore ase suye thakle Amar sathei suye ghumiye thake. Ami Jodi na Dekhi tokhon dakle koi theke doure chole ase.
Amr beral amar sathei ghumay.. Ami aktu bosleo amar kole asey uthe bosey... R pee r potty korar jonno washroom e use kore manush er motoi.. Onek good girl amar billi ta 😺
আপনার বিড়াল মেঝেতে ঘুমাতে চায়, কারণ এটি হয়তো তার নিজের মতো একটা স্বস্তি খুঁজে পেয়েছে সেখানে। বিড়ালদের মনোভাব অনেকটা আমাদের মতোই-তারা যেখানে আরাম পায়, সেখানেই থাকতে চায়। আপনি হয়তো তাকে বিছানায় এনে আদর করতে চান, কিন্তু ওর হয়তো সেই ঠাণ্ডা মেঝের স্পর্শটাই বেশি আপন মনে হয়। এটা অনেকটা সেই অনুভূতির মতো, যখন আমরা নরম সোফা ছেড়ে মেঝেতে বসে টিভি দেখতে পছন্দ করি-একা, নিরিবিলিতে। আপনার বিড়ালও হয়তো এমনই কিছু অনুভব করে। বিছানার তুলনায় মেঝেতে শুয়ে থাকা ওর জন্য আরামদায়ক হতে পারে, বিশেষ করে গরমের সময়। আর বিড়ালরা তো এমনিই একটু নিরাপদ জায়গা খুঁজে নেয়, যেখানে থেকে তারা আশপাশের সবকিছু দেখতে পায়।
Amr minu r mithu amr sathei ghumay jotokhn ami ghumabo ora amak disturb kre na ami jege gele aisa amr payer sathe sathe ghurbo khabarer jonno jetuk smy jege thakbe totokhn 2jon maramari kore abr eksathei ghumay😅ekjon arekjonke na dekhle pagol hoye jay😂
বিড়াল কে টিকা দেয়া হয় নাই, সে মাঝে মাঝে বাইরেও যায় এবং তার শরীরের উকুন আছে । আমার সাথেই ঘুমায়, ওকে পরিস্কার রাখার চেষ্টা করি । আমার সাথে যে ঘুমায় এতে কি কোনো সমস্যা হবে?
TH-cam থেকে হেল্প নিছি, কাজের ভিডিও পাইলাম না, বাচ্চাদের বয়স 1 দিন, ভুল করে ওদের আম্মুর সামনে বাচ্চার গায়ে হাত দিছি, এখন ওদের মা ওদের থেকে দূরে থাক্তেছে, কাছে নিয়ে আসলে দৌড়ে পালায়, একজায়গায় আটকায় রাখছি, কাজ হচ্ছে না, অভিজ্ঞরা প্লিজ সাহায্য করেন,
Amar biral ekhon sudu upore uthe ar pet vora sotteo khabar khai amar ammu ekhon sudu boktase ki korbo ar emniteo ami basai 3 din thakbona plz plz bolen ekhoni
আমার দুইটা ছেলে বিড়াল আছে তারা সুধু আমার দুইটি বিড়াল আছে তারা সুধু মারামারি করে আমি ওদের এক করে দিই কিন্তু আমি বুঝতে পারছি না তারা কি এই বিষয়ে বিরক্ত কিনা🤔?? দয়া করে বলবেন 🥺
আমার বিড়াল ওর ঘরে শুতে চাইনা কেনো ঘর কিনে দিলুম শবে বলে শচছেনা আর খুব ছটপট করে আর টিকটিকি ধরে খেয়ে ফেলে এক একবার এতে কুনো খতী হবে না তো একটু বলবেন প্লিজ
❤amrta rescue calico mixed breed cat. She think that i m her mom!?;-) cs she suck my t-shirt here & there finding milk for the long long time ❣️ & 💤 sleep. . On my chest & head.
2 Months ghar e chilam na accident hoe giechilo amar jiju death sister kache thakte hoe chilo amar bhai puro khyel rekhe or khabar kitno amar bed pai ni bari asar par amar kache aschilo na 1 pm bari asi 6 pm amar kache amar bed elo barite shadi chilo ek czn bhatija or distrub hoechilo amar bed thak chilo olima 1 pm amar Bilon ke fish chicken rice khye bilon soe chilo ek bhatiji oke darte giechilo mana krechilam oke distrub karbi na bass amar bati theke 4 days gyeb ami ALLAH kache dua krte soro karlam amar bilon sahi salamat ghre phire ase ami khojte soro karlam dua pare kothai na khoji ami kono rakam khanr ekto kyechi ALLAH amar dua sone chilo 5 dys bad morning amar bhai bike bose Maa Maa karche ami bollam amke chere klthai gie chili amar cat nzme bilon oke ami 2 din age theke boro krechi or Maa ke dogi mere diechilo thakan theke amar beta hoe geche mobile alarm ditam Bilon ke dhud khoybar jonno roza amar songe sehri khai or priyo khabr namaz parle amar pase bose thake bari asar 2 din par abar gyeb hoe gie chilo ALLAH amat kotha soneche aaj morning 6 am amar bhai songe ghre elo khabr khye amar pase bed ghomeche oke doto cat mare tra sab samay gorche jani na ora mere chilo bole chle gie chilo na amar 2 manths absent jono karche jai hok Apnar video amar khob bhalo lege che dua karben Amar BILON ❤ amke chere na jai amar Bilon chara ami kicho chinta krte pari amar sukh dukh sab or songe share kari
আমার ফ্যামিলিতে চার জন সদস্য সবার কাছেই ঘুমাতে পছন্দ করে বিড়াল আমাদের সবাই কে ভালো বাসে,এতোটা ভালো বাসে কোথাও গেলে ওকে রেখে যায় যদি ,তাহলে আসার পর এমন চিলাই কোলে নিয়ে একটু আদর করলে আবার সাথে সাথে থেমে যায়,ওকে এতো ভালো লাগে ,নাম রেখেছি হিরা,ওকে ছাড়া আর আমরা কিছু ভাবতেই পারিনা ওকে দিয়ে আমাদের বাসার সদস্য এখন পাঁচ জন,
আমার বিড়াল টা আমার কাছে ঘুমায় না। শারা রাত এক রুম থেকে আরেক রুমে যায়। কতো খন আমার বিছানায় কতো খন মেয়ের বিছানায় কতো খন দুই ছেলের বিছানায়। যদি কারো রুমের থেকে সামান্য শব্দ আসে তারা তারি করে ছুটে যায় দেখার জন্য। তার আচার আচরণ দেখে মনে হয় সবাই কে দেখে শুনে রাখা তার কাজ।
আমার টাও।
আমার বিড়াল ও সেইম😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢
আমার তাও😊
সেইম😊😊
আমার বিড়ালের চোখ ফুটার পর কে যেনো রাস্তায় ফেলে দিয়ে যায়।
সেই থেকে ওকে বাসায় নিয়ে আসি। কিছুদিনের মধ্যেই পরিবারের সবার (চোখের মণি) অন্যতম সদস্য হয়ে উঠে। আজ সকালে অচিরেই হুলো বিড়ালের কাছে কাছে অকালে শেষ নিশ্বাস ত্যাগ করে। আমাকে এবং আমার পরিবারের সবাইকে কাঁদিয়ে চলে যায়।
জীবনে নানা বিড়ম্বনা, নানা দু:খ কষ্টের মধ্যে দিন পার করেছি , তবে আজকের মতো আবেগাপ্লুত কখনো বোধ করিনি। জানি না তারা কোত্থেকে আসে মায়ার জালে জড়িয়ে না ফেরার দেশে পাড়ি জমায়।
সবাই তার জন্য দোয়া করবেন। 😭😭😭😭
😢
যেহেতু তার জান্নাত জাহান্নাম নাই, আমরা কি চেয়ে দোয়া করতে পারি?
😢😢😮😢
সেইম 🙃
আমার বিড়াল আমি যতক্ষন ঘুমায় ও ততক্ষনে ঘুমায়।আমি পড়তে বসলেই ও আমার কোলে নাহয় টেবিলের ওপর বসে থাকে। আমি বাইরে যতক্ষন থাকি সে ততক্ষণ রুমে যায়না ☺️
Same amar biral o amon kore.
তোমার বিড়াল টা দেশি বা বিদেশি
Amr tao Same😊
৷৷ ↙️↙️↙️⬇️
Amar biral amar buker upore ghumay. Sarakhon amar ga ghese
Thake. Ghum theke uthar por amar hat chete dey jeivabe o or sorir poriscar kore.
Happy cat😊
আমার বিড়াল আমার সাথে ঘুমায়। ❤️❤️❤️
আমার বিড়ালও আমার সাথে ঘুমোতে পছন্দ করে। তবে মাথার উপর নয়, পায়ের নিচে গিয়ে ঘুমায়😒।নয়তো পেটের উপর ।
Acca biral ke pa dia adhor kore kivabe..?
👌👌👍👍😊
India Theke dekchi aonar onk gulo biral. Er vudeo khub valo lage ❤️🇮🇳
আমার বিড়াল সব সময় আমার সাথে থাকে সব সময় ❤❤❤
❤❤❤❤
আমার প্রায় সময় বাসায় ফিরতে দেরী হয়ে যায়।এসে দেখি সে তখনো সজাগ পরে আমার সাথে খাবার খাওয়ার পর সে আমার বাহুতে এসে ঘুমাই।আমি আমার শামসীকে প্রচন্ড ভালোবাসি
Amr biral amr sathe ghumay❤,
Thanks for important information
আমার বিড়াল ছানা আমার কাছে ঘুমায় ,
এখন সে আমার কাছে ঘুমিয়ে আছে। আমি বাড়িতে না থাকলে তার খুব মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে সে ছুটে আসে,তখন তাকে কোলে করে আদর করতে হয়। আর একটা কথা, আমাকে মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে দিবে না। সব সময় ওকে আদর করতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া আমি মোবাইল ব্যাবহার করি না।
আমার বিড়ালের বয়স প্রায় এক মাস, তাকে এনেছি মাত্র দুই দিন,এই দুই দিনেই সে মাশা আল্লাহ অনেক মিশে গেছে এখন আমার কিছু প্রশ্ন ছিলো...
১.ওর নখ কাটি নি,অনেকেই বলছে ছোট বিড়ালের নখ কাটা লাগে না, কিন্তু ও খেলার সময় বা এমনিই নখ বের করে নখ দিয়ে ধরার চেষ্টা করে,এখন ওর নখ কি কাটবো?
২.ও গত একদিন আমার সাথে বিছানায় ঘুমাতে চাচ্ছে,নখ কাটি নি আর আমি এখনো বিড়ালের সাথে পুরোপুরি অভ্যস্ত হতে পারি নি তাই খাটে ঘুমাতে দি না,কিন্তু সে রাতে মশারির বাইরে খাটের চিপায় হলেও ঘুমায়,সে সুযোগ পেলেই খাটে উঠতে চায়।
৩.মারাত্মক দুষ্টু বিড়ালটা,সারাদিন এত্ত বেশি শয়তানি করে! এইটা কি কোনো সমস্যা নাকি সব বিড়ালই করে এমন?
৪.ওর গায়ে উকুন আছে অনেক, মার্কেটে পাওয়া বিড়ালের উকুনের জন্য যে সকল প্রোডাক্ট পাওয়া যায় তা ওর জন্য ইউজ করলে সমস্যা হবে?
১. না! আপনি তার নখ কাটবেন না।
২. আপনি তাকে আপনার সাথে ঘুমাতে দিন। এতে আপনার অনেক উপকার হবে।
th-cam.com/video/b5XKHQKy1Bw/w-d-xo.htmlsi=dsBAmWeQ1_QOBWJ_
৩. হ্যাঁ! সব বাচ্চা বিড়াল এমনিই করে৷ এই আচরণটি তাদের শরীরকে বৃদ্ধি করতে ও সুস্থ রাখতে সাহায্য করে। তার বয়স যখন ৬ মাস হবে তখন এটি ঠিক হয়ে যাবে।
th-cam.com/play/PLBcIVyazYB44HWkO9Fz5niE4wJ8Eau7jM.html&si=y-gB4qAoq7b2wYNz
৪. হ্যাঁ! এই প্রডাক্ট গুলো বড় বিড়ালের ক্ষেত্রে। তাই এটি ব্যাবহার করলে বিড়ালটির সমস্যা হবে এমনকি মারাও যেতে পারে।
উকুন দূর করার ক্ষেত্রে: th-cam.com/video/creSmKnpJy0/w-d-xo.htmlsi=Amd3k6byZmamdD8l
@@PoshaPraniPlus জাযাকাল্লাহু খাইরান, এত সুন্দর করে গুছিয়ে রিপ্লাই দিবেন ভাবি নি।
আমার ছোট বিড়াল আমার সথেইঘুমায়❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂
আমার কেটি কে আমি কুড়িয়ে পাই। একমাস বয়স হয়নি তখন।সুস্থ করে বাইরে ছেড়ে দিতে চেয়েছিলাম এখন আমার ঘরে আমার কোলে বুকে বাচ্চার মত থাকে।তার বিছানা দিলে সেখানে চিল্লাইতে থাকে।আমার কাছে আসার জন্য। আমার এলার্জি থাকার সত্বেও ওরে সাথে নিতে হয়।এখনো টিকা দেয়াহয়নি জলতঙ্কের।বাচ্চা তিনমাসো হয়নি এখন বয়স।কোন সমস্যা হবেকি? এত মায়াবি কোল থেকে নামাতেই ইচ্ছা করেনা।আচড় টাচর লাগে মাঝে মধ্যে রক্ত বেড় হয়না। পরে লালচে হয়ে থাকে।বাইরে যাইতে দেইনা।রান্না করা খাবার খায়।ওর আচর লাগলে আমাকে এখন ভ্যাকসিন কি নিতে হবে?? বাচ্চার বয়স তিনমাস হয়নি মনে হচ্ছে।
না! আপনাকে ভ্যাকসিন নিতে হবে না।
আমার মিনিও আমার সাথেই ঘুমায় ❤
আমি বিড়াল কখনো পালিনি আজ প্রথম একটা বিড়াল পেয়েছি, সে সাথে সাথেই আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করছে, সে আমার সাথে ঘুমাতে এবং আমার সাথে থাকতে পছন্দ করে, তার কোনো উকুন আছে কিনা জানিনা আমি এখনো পর্যন্ত কোনো উকুন দেখিনি তার শরীরে, আর আমিতো বিড়ালটার শরীরে কোনো ইনজেকশনও দেওয়াইনি, তার অসুখ বলতে হয়তো একটু ঠান্ডা লেগেছে, এতে আমার কোনো সমস্যা হবে ভাইয়া?
আপনার কোনো সমস্যা হবে না।
@@PoshaPraniPlus
Tnx বলার জন্য 😍
I am your subscriber
Aamaro new aachhe
Yes
Good video
Thanks!
Apnar kota cat acey
৬টা।
Amar boto manay 1ta ace ar mre 12 years holo cat pale
Apne onek valo apnar basa kotay amar basa siraganj
❤❤জী
আমার বিড়াল আমার সাথেও ঘুমায়, আবার আলাদাও ঘুমায়
Vaiya amr biral ta 1 din dhorei shudu floor e goragori kortese, or ki kono osukh hoise?
বিড়ালের বয়স কত?
6 mash
@nabaha9195 আপনার বিড়াল হিটে আছে তাই এইরকম করছে।
আমি বিড়াল খুব ভালোবাসি তবে বিড়াল পালিনা কিছু দিন থেকে অচেনা একটা বিড়াল আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে কিন্তু ফেমেলিতে এতো মানুষ থাকতে সে শুধু আমার সরিলে গেশা ঘেষি করে আমার পায়ের পাসে পাসে থাকে রাতে আমার বিছানাশ এসে ঘুমায় আমার পায়ের পাসে ঘুমায় এটা কি কোন খারাপ কিছু প্লিজ
না। এটা খারাপ কিছু নয়।
আরও বিস্তারিত জানুনঃ th-cam.com/video/gbPJ_10sevY/w-d-xo.htmlsi=QcoXSxPXSlb8gc15
Acca biral ke kokhono pa dia adhor korcen..?
আমার বিড়াল আমার পরিবারের সবার আদরের।ওর নাম চুনচুন ।নামধরে ডাকলে দৌরে ছলে আসে।খুব খেলা করে।
আমার বিড়াল এর বয়স ২ মাস।
তাকে একটু হাত দিয়ে উপরের দিকে তুলেই সে চিল্লাচিল্লি শুরু করে অনেক।
শোয়া থেকে তুলেই সে চিল্লায়
কোলের ভিতর ও শুধু শোয়ে থাকে উপরের দিকে নাওয়াই যায় না চিল্লানু শুরু করে দেয়। এটা কিসের জন্য?? ও একটা মেয়ে বিড়াল। আর ও খেলা ধুলা করে না বলেই চলে সব সময় চুপ চাপ থাকে এবং ঘুমাই খাওয়া দাওয়া বেশি করে না
এই বয়সের বিড়ালের ক্ষেত্রে এটা স্বাভাবিক। অনেক বিড়ালই এইরকম করে থাকে।
আমার সাথে ঘুমায় অনেক বার দূরে সরায় দিছি কিন্তু আমার কাছেই ঘুমাবে ৷ আমার বুকের ওপর ঘুমায় ৷ আমার সাথেই ঘুমায় যখন ওর ঘুম পায় ৷ ওকে এখনো টিকা দিয়নি কিন্তু অনেকটা পোষ মেনে গেছে মাত্র দুইদিন হইছে ৷
Wow
Amdr akta biral cilo...amra take onk ador kortam...kintu amr ammu biral temon pocondho kore na...kintu se amr sathe always suye take..ammur picone picone gure
আমার বিড়াল সারাদিন আমার কাছে ঘুমায় 😍
আমার লিও আমার সাথেই গুমায়❤
আমার পিকু রানিও আমার সাথেই ঘুমাই💞💞💞
Biral er sathe ghumole kono rog hour sombhobona ache ki?
না।
আমার বিড়াল (লুচু) আমার কাছে ঘুমায়।🥰
Amar biralo amar sathe ghumiye thake. Ami jokhon namaj pori jekhane sejda dibo sekhanei samne giye suy thake. Jekhanei Jai bahire gach lagate Jai pani dite jai sekhanei Amar hater niche ghure ghur kore ar sorir gese sathe sathei gure aste bolle Amar sathe sathe ase Ami ghore ase suye thakle Amar sathei suye ghumiye thake. Ami Jodi na Dekhi tokhon dakle koi theke doure chole ase.
হ্যাঁ, আমার বিড়াল সবসময় আমার কাছে ঘুমায়। আমার পেটের উপরে ঘুমায়।
আমার হাসি খুশি আমার সাথে ঘুমায়❤
হ্যাঁ আমার বিড়াল আমার জায়গায় আমার বালিশে ঘুমায় 😅
ALLAH HAFIZ
আল্লাহ হাফেজ।
Biral achor ba kamor dila kono problam hoba aj 6 din holo amar baby k biral achor diacha amader bariir aca paca thaka pls reply korban😢😢
আপনার বাচ্চার কিছু হবে না।
Thank you
Amr beral amar sathei ghumay.. Ami aktu bosleo amar kole asey uthe bosey... R pee r potty korar jonno washroom e use kore manush er motoi.. Onek good girl amar billi ta 😺
Acca washroom jaoar ovvash korcen kivabe?
Amr biral khacce but ager tulonay kom.jor dairia kiccu nai.tao tnsn hocce.ki koronio?
তাকে কি কি খেতে দেন?
Amar kitty amar kase ghumai...
Der mas boyos 😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤
একদিন আমার সাথে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দুর্গন্ধ পাচ্ছিলাম তখন দেখি কি বিড়াল হেগে দিয়েছে, তারপর আরও ও আমার কাছে ঘুমাবে ?? ওর এত বড় স্পর্ধা।🙀🙀🙀
Amr shate prottek din a thake😊😊😊
amr beraler sorirer lom pore jacche er jonno ki korte pari plz reply den
তাকে নিয়মিত গ্রোমিং করাবেন তাহলে ঠিক হয়ে যাবে।
কেন এত অ্যাডভার্শস দেয় ভিডিও দেখছি শান্তি পাইনা
ভারত থেকে দেখছি ❤️🇮🇳
Amr cat amke washroom eo aka chare na😑
Amar biral amar kace ghumay na, ami oke adur korte gele o sore jay 😭😭😭😭😭
আমার বিড়াল আমার গাল ঘেঁষে বা পেটের ওপর ঘুমাতে পছন্দ করে। তবে আমার পাশেও ঘুমায়। আমাকে ছাড়া অন্য কারো সাথে ঘুমায় না।
Acca biral ke kokhono pa dia adhor korcen..?
Amar biral amar sathei ghumai onk choto
SO GOOD BLESSINGS ❤❤❤❤
❤️❤️❤️❤️
জলহস্তী নিয়ে কিছু বলবেন প্লিজ
চেষ্টা করবো।
😮😮😮
All time amr biral nichey gumay, bed a gumaitei chay na kn?? Bed a anleo o nichey jeyei gumay🙂💔
আপনার বিড়াল মেঝেতে ঘুমাতে চায়, কারণ এটি হয়তো তার নিজের মতো একটা স্বস্তি খুঁজে পেয়েছে সেখানে। বিড়ালদের মনোভাব অনেকটা আমাদের মতোই-তারা যেখানে আরাম পায়, সেখানেই থাকতে চায়। আপনি হয়তো তাকে বিছানায় এনে আদর করতে চান, কিন্তু ওর হয়তো সেই ঠাণ্ডা মেঝের স্পর্শটাই বেশি আপন মনে হয়।
এটা অনেকটা সেই অনুভূতির মতো, যখন আমরা নরম সোফা ছেড়ে মেঝেতে বসে টিভি দেখতে পছন্দ করি-একা, নিরিবিলিতে। আপনার বিড়ালও হয়তো এমনই কিছু অনুভব করে। বিছানার তুলনায় মেঝেতে শুয়ে থাকা ওর জন্য আরামদায়ক হতে পারে, বিশেষ করে গরমের সময়। আর বিড়ালরা তো এমনিই একটু নিরাপদ জায়গা খুঁজে নেয়, যেখানে থেকে তারা আশপাশের সবকিছু দেখতে পায়।
Hea hotey pare thank you💖@@PoshaPraniPlus
My pleasure.
❤️👍👍👍
Bidal kapod khay Kno?
বিড়াল কাপড় খায় না। তারা এটি চিবিয়ে আপনার শরীরের ঘ্রাণ নেয়।
পুতুলি আমি
বিছানায় আসে ডাকি আয় চলে আসে. ব্রাউনী বিছানায় কম
ঘুমায় বাট পুতুলই কে ডাক দিলে আসে আমার সাথে ঘুমায়.
আমার সনি আর রবি আমার সাথে ঘুমায় 🥰🥰🥰
আমার বাচ্চা বিড়াল কে সিদ্ধ মাচ ও গোস্তো খাওয়াই ভালো ভাবেই খাই এখন কি কোনো সমস্যা হবে বয়স হলো ২২ থেকে ৩০ দিন
সমস্যা হবে না।
বিড়াল যদি কামড় দেয় কোন সমস্যা হবে,
@mohammadalamgirraju1158 যদি বিড়ালটির জলাতঙ্ক হয়ে থাকে তাহলে সমস্যা হবে তাছাড়া সমস্যা হবে না।
@mohammadalamgirraju1158 অর্থাৎ ৬ মাসের বেশি হলে বা বিড়ালটিকে কুকুরে কামড় দিলে।
@@PoshaPraniPlus তিন মাস হয়নি এখন ভ্যাকসিন দেওয়া যাবে, আর ভ্যাকসিন কোথায় পাবো দাম কত একটু জানাবেন দয়া করে?
হ্যাঁ! আমার বিড়াল আমার সাথেই ঘুমায় 😊।
Amr minu r mithu amr sathei ghumay jotokhn ami ghumabo ora amak disturb kre na ami jege gele aisa amr payer sathe sathe ghurbo khabarer jonno jetuk smy jege thakbe totokhn 2jon maramari kore abr eksathei ghumay😅ekjon arekjonke na dekhle pagol hoye jay😂
বিড়াল কে টিকা দেয়া হয় নাই, সে মাঝে মাঝে বাইরেও যায় এবং তার শরীরের উকুন আছে । আমার সাথেই ঘুমায়, ওকে পরিস্কার রাখার চেষ্টা করি ।
আমার সাথে যে ঘুমায় এতে কি কোনো সমস্যা হবে?
কোনো সমস্যা হবে না।
@@PoshaPraniPlus ধন্যবাদ ✨
Amar kache ghumaya....,
TH-cam থেকে হেল্প নিছি, কাজের ভিডিও পাইলাম না, বাচ্চাদের বয়স 1 দিন, ভুল করে ওদের আম্মুর সামনে বাচ্চার গায়ে হাত দিছি, এখন ওদের মা ওদের থেকে দূরে থাক্তেছে, কাছে নিয়ে আসলে দৌড়ে পালায়, একজায়গায় আটকায় রাখছি, কাজ হচ্ছে না, অভিজ্ঞরা প্লিজ সাহায্য করেন,
বিড়ালের এটা প্রথমবারের বাচ্চা?
@@PoshaPraniPlus ji
@@PoshaPraniPlus 🥺
অনেক বিড়াল প্রথমবার বাচ্চা দিলে এইরকম করে। এটা আপনি সমাধান করতে পারবেন না তাই কাছের কোনো ভেটের কাছে নিয়ে যান। তারা সমাধান করে দিবে।
@@PoshaPraniPlus thanks you 💞💕
Amar biral ekhon sudu upore uthe ar pet vora sotteo khabar khai amar ammu ekhon sudu boktase ki korbo ar emniteo ami basai 3 din thakbona plz plz bolen ekhoni
বিড়ালটি কি একা?
@@PoshaPraniPlus apni janenna amr 2to cat ekhon
আমার মনে থাকলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না।
যাইহোক, তাকে কয়বার খেতে দেন আর কতটুকু করে?
@@PoshaPraniPlus 3bar ar 2 take 2 mut vat dei
@@PoshaPraniPlus ami to shcool a thaki koto somoy 2 bar o dea hoi
Amar ta ekhon Amar mathay
Amar beral er boyoos 8 mass.ato din amar pasei ghumato hotat 3 din dhore khater nece jeye ghumay🥺
আমার দুইটা ছেলে বিড়াল আছে তারা সুধু আমার দুইটি বিড়াল আছে তারা সুধু মারামারি করে আমি ওদের এক করে দিই কিন্তু আমি বুঝতে পারছি না তারা কি এই বিষয়ে বিরক্ত কিনা🤔??
দয়া করে বলবেন 🥺
বিড়াল দুইটির বয়স কত?
একটির বয়স ৩ বছর আরেকটির বয়স ২বছর
আপনি এই ভিডিও দেখতে পারেনঃ th-cam.com/video/08ylEfOfgq8/w-d-xo.html
(এটি দেখার পরও কোনো কিছু জানার থাকলে বলবেন!)
ধন্যবাদ ভাইয়া 😊😊
@@PoshaPraniPlus9:31 9:31
আমার বিড়াল ওর ঘরে শুতে চাইনা কেনো ঘর কিনে দিলুম শবে বলে শচছেনা আর খুব ছটপট করে আর টিকটিকি ধরে খেয়ে ফেলে এক একবার এতে কুনো খতী হবে না তো একটু বলবেন প্লিজ
এতে কোনো ক্ষতি হবে না।
ভাই এর থেকে প্রতিকার পাবো কি করে??? শুধু আমার গায়ে উঠে ঘুমায়'
Amar biralo amar buke suye ghumay
Nice information.
Amar koler kache ghumoi Amar baccha ta.chiku amar biral er baccha ta
Amar biral amr sathee ghumay onk moja kore ghumay
Vaiya need urgent help.
বলেন!
Amr biral sararat amr sathe e ghumai kintu vorbela uthe janla diye bariye jai
এটা প্রায় অনেক বিড়াল করে।
আমার লিলি সবসময় আমার সাথে ঘুমায়
Amar 3 ta biral Amar shatey gumay
Amr biral gula oder nijer ghore ghumay ...
nimo amar peter opre ghomay
আমার বিড়াল আমার সাথেই ঘুমাই
❤amrta rescue calico mixed breed cat. She think that i m her mom!?;-) cs she suck my t-shirt here & there finding milk for the long long time ❣️ & 💤 sleep. . On my chest & head.
আমার বিড়াল অনেক সময় আমার কাছে ঘুমায়
আমার বিড়াল আমার সাথে গুমায় সব সময় কিন্তু কেনো এমন করে আমি তা জানি না 🥰🥰🤔
সে এইরকম করে কারণ সে আপনাকে ভালোবাসে। আপনার কাছে ঘুমাতে নিরাপদ ও সাচ্ছন্দ্য বোধ করে যা অন্য কারো সাথে করে না।
আমার বিড়াল কোনোটি করে না 😥😥
Amar biral ta sharakkhon ghumay majhe majhe uthe khele but rate 2 ta 3 tay uthey khelte chay ete amar ghum hoyna🥴😥
আপনি এই ভিডিওর (৫ মিনিট ১৫ সেকেন্ড) অংশটি দেখতে পারেন।
th-cam.com/video/GNE__XeST8o/w-d-xo.html
2 Months ghar e chilam na accident hoe giechilo amar jiju death sister kache thakte hoe chilo amar bhai puro khyel rekhe or khabar kitno amar bed pai ni bari asar par amar kache aschilo na 1 pm bari asi 6 pm amar kache amar bed elo barite shadi chilo ek czn bhatija or distrub hoechilo amar bed thak chilo olima 1 pm amar Bilon ke fish chicken rice khye bilon soe chilo ek bhatiji oke darte giechilo mana krechilam oke distrub karbi na bass amar bati theke 4 days gyeb ami ALLAH kache dua krte soro karlam amar bilon sahi salamat ghre phire ase ami khojte soro karlam dua pare kothai na khoji ami kono rakam khanr ekto kyechi ALLAH amar dua sone chilo 5 dys bad morning amar bhai bike bose Maa Maa karche ami bollam amke chere klthai gie chili amar cat nzme bilon oke ami 2 din age theke boro krechi or Maa ke dogi mere diechilo thakan theke amar beta hoe geche mobile alarm ditam Bilon ke dhud khoybar jonno roza amar songe sehri khai or priyo khabr namaz parle amar pase bose thake bari asar 2 din par abar gyeb hoe gie chilo ALLAH amat kotha soneche aaj morning 6 am amar bhai songe ghre elo khabr khye amar pase bed ghomeche oke doto cat mare tra sab samay gorche jani na ora mere chilo bole chle gie chilo na amar 2 manths absent jono karche jai hok Apnar video amar khob bhalo lege che dua karben Amar BILON ❤ amke chere na jai amar Bilon chara ami kicho chinta krte pari amar sukh dukh sab or songe share kari
আমার দোয়া রইলো!
@@PoshaPraniPlus sukriya
আমার বিড়াল আমার সাথেই ঘুমায় আমি সরিয়ে দিলে ও আমার কোলে এসে বসে থাকতে চায়
Plss halp 🥺
আমার বিড়াল রাতের একটি নির্দিষ্ট সময়ে ডাকা বাকি করে ! এর কারন কী ?
যখন ডাকাডাকি করবে তখন তাকে কিছু খেতে দিবেন। অনেক সময় ক্ষুধার জন্য বিড়াল রাতে ডাকাডাকি করে।
আমার আলাদিন আমার সাথে ঘোমায়
আমার বিড়াল আমার শরীলের উপর ঘুমায়।
3বছরের বিড়ালের পা বেঙ্গে গেছে ,এখন কি করলে আগের মতো হাটতে পারবে?
বিড়ালটিকে ভেটের কাছে নিয়ে যান তারা পা-টি প্লাস্টার বা ব্যান্ডেজ করে দিবে। এটি করলে হাড় আগের মত জোড়া নিবে।
ভাই, বিড়ালের ঘুমের ওষধ কোনটা ভালো
বিড়ালকে ঘুমের ঔষধ দেওয়া ঠিক নয়। এতে বিড়ালটি মারা যাবে।
আমার বিড়াল খুব কমই ঘুমায় কি করব
তার সাথে খেলনা দিয়ে বেশি করে খেলুন ও তাকে প্রতিদিন সময় দিব তাহলে ঠিক হয়ে যাবে।
অত্যন্ত স্বার্থপর ও ধান্দাবাজ প্রাণী। সবসময়ে ভাবে, মালিকের চোখ অন্ধ হোক, তাহলে আমি মাছ চুরি করে খেতে পারবো।
Faltu kotha bolben na
@@AB-cv8yw Akdom tihk bolcen amr cat ta jotokkon ami kabar dibo na totokkon kicoi kore na
kico na jene ader name a kico bolben na
এটা একটা ভুল ধারনা।