উড়া ধুরা কেরাম প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি কেরাম টুর্নামেন্ট বাইজিদ বনাম শ্রাবণ ট্র্যাজেডি মহাকাল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @afzalharesh6317
    @afzalharesh6317 7 ชั่วโมงที่ผ่านมา

    আমিও হীরার রিয়াকশন দেখলাম, ভালো লেগেছে।

  • @sinhastv
    @sinhastv 15 ชั่วโมงที่ผ่านมา +2

    সিনহা এস টিভির পক্ষ থেকে শ্রাবণ ভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সেই সাথে বাইজিদ ভাই কেউ জানাচ্ছি ধন্যবাদ সকল দর্শকদের কেও ধন্যবাদ জানাচ্ছি ❤❤❤

    • @bkmmedia1
      @bkmmedia1  15 ชั่วโมงที่ผ่านมา

      ধন্যবাদ আপনাকেও 🥰🥰

  • @radhunrifat8843
    @radhunrifat8843 วันที่ผ่านมา +1

    হীরা ভাইয়ের রিয়েকশনটা সেই ছিলো

  • @littleprincepallab1893
    @littleprincepallab1893 วันที่ผ่านมา +1

    Kochi vai koi

    • @bkmmedia1
      @bkmmedia1  13 ชั่วโมงที่ผ่านมา

      হা আসছে খুব শীঘ্রই

  • @raihankhan8634
    @raihankhan8634 23 ชั่วโมงที่ผ่านมา +1

    গুরু শিষ্য খালি নিলে গেম খাচ্ছে এটার কারন কি?

    • @bkmmedia1
      @bkmmedia1  13 ชั่วโมงที่ผ่านมา

      কি যে হচ্ছে

  • @MohammedMohiuddin-k5z
    @MohammedMohiuddin-k5z 22 ชั่วโมงที่ผ่านมา

    শ্রাবণ তোমার জন্য.......১৪/০১/২৫
    ------------------------
    শ্রাবণ, নামটির মধ্যেই যেন একটি সজল অনুভূতি লুকিয়ে আছে। বৃষ্টি ভেজা দিনে যেমন আকাশটা ধূসর হলেও মনে এক ধরনের শীতল প্রশান্তি আনে, শ্রাবণ তেমনই। তবে শুধু নাম নয়, শ্রাবণের বিশেষত্ব লুকিয়ে আছে তার প্রতিভায়। ক্যারাম বোর্ডের ওপর তার নিখুঁত আঙুলের ছোঁয়ায় যেন এক অনবদ্য সুর সৃষ্টি হয়।
    সে যখন খেলতে আসে, তখন বোর্ডের চারপাশে তৈরি হয় এক অন্যরকম উত্তেজনা। পকেটে ঢোকে সাদা-কালো গুটির পর গুটি। যেন সে শুধু খেলছে না, শিল্প সৃষ্টি করছে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, শ্রাবণের মনোযোগে এক বিন্দু বিচ্যুতি ঘটে না। তার চেহারায় ফুটে ওঠে আত্মবিশ্বাস আর চোখে জ্বলে এক নিঃশব্দ অগ্নি। বোর্ডের প্রতিটি কোণ, প্রতিটি সরলরেখা তার চেনা। যেন প্রতিটি গুটি তাকে মেনে চলতে বাধ্য।
    ক্যারামের প্রতি শ্রাবণের ভালবাসা এতটাই গভীর যে, সে খেলার মধ্যে ডুবে গিয়ে সময় ভুলে যায়। অনেকেই বলে, সে শুধু খেলে না, খেলার প্রতিটি মুহূর্তে নিজের সত্তাকেও উজাড় করে দেয়। তার গেমপ্ল্যান, স্ট্রাইকের কৌশল, আর ধৈর্যশীলতা দেখে সবাই মুগ্ধ হয়। প্রতিটি খেলা শেষে যখন শ্রাবণ বিজয়ীর হাসি হাসে, তখন বোঝা যায়, এই খেলাটি তার জন্য কেবল প্রতিযোগিতা নয়-এ এক ভালোবাসা, এক নেশা।
    তবে শ্রাবণের সবচেয়ে বড় গুণ হলো তার বিনয়। যতই সফলতা আসুক, সে কখনও নিজেকে বড় মনে করে না। সে জানে, জয়-পরাজয় জীবনের অংশ, কিন্তু হৃদয় দিয়ে খেলা ও নিজের সেরাটা দেওয়া-এটাই আসল জয়। শ্রাবণ শুধু এক ক্যারাম খেলোয়াড় নয়, সে এক অনুপ্রেরণা, যে দেখিয়ে দেয় কীভাবে ভালোবাসা আর পরিশ্রম মিলে জীবনের বোর্ডে বিজয়ী হওয়া যায়।
    শুভকামনায়,
    মহিউদ্দিন ,কেপটাউন , দক্ষিণ আফ্রিকা

    • @sinhastv
      @sinhastv 15 ชั่วโมงที่ผ่านมา +1

      অনেকদিন পর মহিউদ্দিন ভাইয়ের বিশ্লেষণ দেখলাম অনেক ভালো লাগলো ❤

    • @sadiaafrin-su2wv
      @sadiaafrin-su2wv 10 ชั่วโมงที่ผ่านมา +1

      আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য।

    • @MohammedMohiuddin-k5z
      @MohammedMohiuddin-k5z 9 ชั่วโมงที่ผ่านมา

      ​​@@sinhastvThnx bhai. Keep me in your daily prayers.. Amin🤲

    • @MohammedMohiuddin-k5z
      @MohammedMohiuddin-k5z 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sadiaafrin-su2wvW, Assalam. Alhamdulillah ami valo achi, Apni kmn achen?

  • @AliAhmed-rk2xt
    @AliAhmed-rk2xt วันที่ผ่านมา

    ভায়োজিদ ভাই বেশী চিন্তা করার কারনে চুল সব পড়ে গেছে। জখনই দেখবেন অতি সহজ গুটি রয়েছে। তখন তিনি গুটির দিকে তাকিয়ে খুব চিন্তা করেন। এই চিন্তার পরই তিনি হেরে জান।

    • @bkmmedia1
      @bkmmedia1  13 ชั่วโมงที่ผ่านมา

      হা হা হা হা