শ্রাবণ তোমার জন্য.......১৪/০১/২৫ ------------------------ শ্রাবণ, নামটির মধ্যেই যেন একটি সজল অনুভূতি লুকিয়ে আছে। বৃষ্টি ভেজা দিনে যেমন আকাশটা ধূসর হলেও মনে এক ধরনের শীতল প্রশান্তি আনে, শ্রাবণ তেমনই। তবে শুধু নাম নয়, শ্রাবণের বিশেষত্ব লুকিয়ে আছে তার প্রতিভায়। ক্যারাম বোর্ডের ওপর তার নিখুঁত আঙুলের ছোঁয়ায় যেন এক অনবদ্য সুর সৃষ্টি হয়। সে যখন খেলতে আসে, তখন বোর্ডের চারপাশে তৈরি হয় এক অন্যরকম উত্তেজনা। পকেটে ঢোকে সাদা-কালো গুটির পর গুটি। যেন সে শুধু খেলছে না, শিল্প সৃষ্টি করছে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, শ্রাবণের মনোযোগে এক বিন্দু বিচ্যুতি ঘটে না। তার চেহারায় ফুটে ওঠে আত্মবিশ্বাস আর চোখে জ্বলে এক নিঃশব্দ অগ্নি। বোর্ডের প্রতিটি কোণ, প্রতিটি সরলরেখা তার চেনা। যেন প্রতিটি গুটি তাকে মেনে চলতে বাধ্য। ক্যারামের প্রতি শ্রাবণের ভালবাসা এতটাই গভীর যে, সে খেলার মধ্যে ডুবে গিয়ে সময় ভুলে যায়। অনেকেই বলে, সে শুধু খেলে না, খেলার প্রতিটি মুহূর্তে নিজের সত্তাকেও উজাড় করে দেয়। তার গেমপ্ল্যান, স্ট্রাইকের কৌশল, আর ধৈর্যশীলতা দেখে সবাই মুগ্ধ হয়। প্রতিটি খেলা শেষে যখন শ্রাবণ বিজয়ীর হাসি হাসে, তখন বোঝা যায়, এই খেলাটি তার জন্য কেবল প্রতিযোগিতা নয়-এ এক ভালোবাসা, এক নেশা। তবে শ্রাবণের সবচেয়ে বড় গুণ হলো তার বিনয়। যতই সফলতা আসুক, সে কখনও নিজেকে বড় মনে করে না। সে জানে, জয়-পরাজয় জীবনের অংশ, কিন্তু হৃদয় দিয়ে খেলা ও নিজের সেরাটা দেওয়া-এটাই আসল জয়। শ্রাবণ শুধু এক ক্যারাম খেলোয়াড় নয়, সে এক অনুপ্রেরণা, যে দেখিয়ে দেয় কীভাবে ভালোবাসা আর পরিশ্রম মিলে জীবনের বোর্ডে বিজয়ী হওয়া যায়। শুভকামনায়, মহিউদ্দিন ,কেপটাউন , দক্ষিণ আফ্রিকা
ভায়োজিদ ভাই বেশী চিন্তা করার কারনে চুল সব পড়ে গেছে। জখনই দেখবেন অতি সহজ গুটি রয়েছে। তখন তিনি গুটির দিকে তাকিয়ে খুব চিন্তা করেন। এই চিন্তার পরই তিনি হেরে জান।
আমিও হীরার রিয়াকশন দেখলাম, ভালো লেগেছে।
সিনহা এস টিভির পক্ষ থেকে শ্রাবণ ভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সেই সাথে বাইজিদ ভাই কেউ জানাচ্ছি ধন্যবাদ সকল দর্শকদের কেও ধন্যবাদ জানাচ্ছি ❤❤❤
ধন্যবাদ আপনাকেও 🥰🥰
হীরা ভাইয়ের রিয়েকশনটা সেই ছিলো
Kochi vai koi
হা আসছে খুব শীঘ্রই
গুরু শিষ্য খালি নিলে গেম খাচ্ছে এটার কারন কি?
কি যে হচ্ছে
শ্রাবণ তোমার জন্য.......১৪/০১/২৫
------------------------
শ্রাবণ, নামটির মধ্যেই যেন একটি সজল অনুভূতি লুকিয়ে আছে। বৃষ্টি ভেজা দিনে যেমন আকাশটা ধূসর হলেও মনে এক ধরনের শীতল প্রশান্তি আনে, শ্রাবণ তেমনই। তবে শুধু নাম নয়, শ্রাবণের বিশেষত্ব লুকিয়ে আছে তার প্রতিভায়। ক্যারাম বোর্ডের ওপর তার নিখুঁত আঙুলের ছোঁয়ায় যেন এক অনবদ্য সুর সৃষ্টি হয়।
সে যখন খেলতে আসে, তখন বোর্ডের চারপাশে তৈরি হয় এক অন্যরকম উত্তেজনা। পকেটে ঢোকে সাদা-কালো গুটির পর গুটি। যেন সে শুধু খেলছে না, শিল্প সৃষ্টি করছে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, শ্রাবণের মনোযোগে এক বিন্দু বিচ্যুতি ঘটে না। তার চেহারায় ফুটে ওঠে আত্মবিশ্বাস আর চোখে জ্বলে এক নিঃশব্দ অগ্নি। বোর্ডের প্রতিটি কোণ, প্রতিটি সরলরেখা তার চেনা। যেন প্রতিটি গুটি তাকে মেনে চলতে বাধ্য।
ক্যারামের প্রতি শ্রাবণের ভালবাসা এতটাই গভীর যে, সে খেলার মধ্যে ডুবে গিয়ে সময় ভুলে যায়। অনেকেই বলে, সে শুধু খেলে না, খেলার প্রতিটি মুহূর্তে নিজের সত্তাকেও উজাড় করে দেয়। তার গেমপ্ল্যান, স্ট্রাইকের কৌশল, আর ধৈর্যশীলতা দেখে সবাই মুগ্ধ হয়। প্রতিটি খেলা শেষে যখন শ্রাবণ বিজয়ীর হাসি হাসে, তখন বোঝা যায়, এই খেলাটি তার জন্য কেবল প্রতিযোগিতা নয়-এ এক ভালোবাসা, এক নেশা।
তবে শ্রাবণের সবচেয়ে বড় গুণ হলো তার বিনয়। যতই সফলতা আসুক, সে কখনও নিজেকে বড় মনে করে না। সে জানে, জয়-পরাজয় জীবনের অংশ, কিন্তু হৃদয় দিয়ে খেলা ও নিজের সেরাটা দেওয়া-এটাই আসল জয়। শ্রাবণ শুধু এক ক্যারাম খেলোয়াড় নয়, সে এক অনুপ্রেরণা, যে দেখিয়ে দেয় কীভাবে ভালোবাসা আর পরিশ্রম মিলে জীবনের বোর্ডে বিজয়ী হওয়া যায়।
শুভকামনায়,
মহিউদ্দিন ,কেপটাউন , দক্ষিণ আফ্রিকা
অনেকদিন পর মহিউদ্দিন ভাইয়ের বিশ্লেষণ দেখলাম অনেক ভালো লাগলো ❤
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য।
@@sinhastvThnx bhai. Keep me in your daily prayers.. Amin🤲
@@sadiaafrin-su2wvW, Assalam. Alhamdulillah ami valo achi, Apni kmn achen?
ভায়োজিদ ভাই বেশী চিন্তা করার কারনে চুল সব পড়ে গেছে। জখনই দেখবেন অতি সহজ গুটি রয়েছে। তখন তিনি গুটির দিকে তাকিয়ে খুব চিন্তা করেন। এই চিন্তার পরই তিনি হেরে জান।
হা হা হা হা