রামপুরহাটে একটি জাগ্রত মন্দিরের আশ্চর্য ইতিহাস । আকালিপুর গুহ্য কালী মন্দির

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • বীরভূমের আকালি কালী সম্পর্কে বহু কথা প্রচলিত রয়েছে। কালীপুজর রাতে এই মন্দিরে বিশেষ পুজয় না।। ওই দিন নাকি গভীর রাতে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশলীলা করেন।
    তারাপীঠ, নলহাটেশ্বরী, কঙ্কালিতলা মন্দিরের পাশাপাশি বীরভূমের (Birbhum) আকালি কালী মা বিশেষ প্রসিদ্ধ। তবে এই মন্দিরে বিগ্রহ মা কালী হলেও কালীপুজোর দিন কোনও বিশেষ পুজো হয় না। নিত্যদিনের মতোই পুজো করে শয়ন দেওয়া হয় আকালি মা গুহ্য কালীকে। জনশ্রুতি আছে, কালীপুজোর অমাবস্যার নিশি রাতে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশলীলা করেন। সেজন্য ওই দিন ভক্ত সমাগম হলে মায়ের নৈশলীলায় বাধা পড়বে। তাই কালীপুজোর রাতে আকালি গুহ্য কালী মায়ের বিশেষ কোনও পুজো হয় না।
    বীরভূমের নলহাটি শহর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে আকালিপুরের (Akalipur) মা গুহ্য কালীর মন্দির। ১৭৭৫ সালে মহারাজ নন্দকুমার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পোড়ো বাড়ির মতো দেখতে সেই মন্দির চত্বরে গেলেই যেন গা ছমছম করে। এলাকার নাম থেকে দেবী আকালি কালী নামে পরিচিত। আকালি কালী নিয়ে অনেক কথা প্রচলিত রয়েছে। শোনা যায়, ডাকাতেরা আকালি মা-কে পুজো করে ডাকাতি করতে বেরোতেন। ভক্তদের বিশ্বাস, কোনও মনস্কামনা নিয়ে আকালি মায়ের পুজো দিয়ে গেলে সেই কাজ সফল হয়। তাই দূর-দূরান্ত থেকে ভক্তরা আকালি কালী মন্দিরে মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন।
    প্রতিদিন নিত্য পুজো হয় মায়ের। তবে কার্তিক মাসে কালীপুজোর অমাবস্যা নিশিতে সর্বত্র কালী মায়ের বিশেষ পুজো হলেও আকালি মায়ের কোনও পুজো হয় না। নিত্যদিন যেভাবে পূজো করা হয়ে থাকে মাকে, সেভাবেই এদিনও পুজো করে সন্ধ্যারতির পর মাকে শয়নে দেওয়া হয়। তারপর গভীর রাতে মা গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে নৈশলীলা করেন বলে কথিত আছে।
    কালীপুজোর দিন কোনও বিশেষ পুজোর আয়োজন না হলেও দুর্গাপূজার পর চতুর্দশীর দিন ও পৌষ সংক্রান্তির দিন আকালি মা (Akalipur Kali) গুহ্য কালীর বিশেষ পুজো হয়। সেই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে আগত লাখ-লাখ দর্শনার্থীর ভিড় জমে মন্দির চত্বরে। ভক্তদের বিশ্বাস, মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রাহ্মণী নদীতে স্নান করে ওই দু-দিন আকালি মায়ের পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। এই দু-দিন ছাড়াও মাঘ মাসে রতনতি কালী পুজার দিন মায়ের প্রতিষ্ঠা দিবস। ফলে সেই দিনও গুহ্য কালী মায়ের বিশেষ পুজো হয় এবং মন্দিরে হাজার-হাজার দর্শনার্থীর ভিড় জমে। এই দিনগুলিতে মায়ের বিশেষ পুজোর পাশাপাশি ভক্তদের ভোগ দেওয়া হয়।
    #kali #akali #kalipuja #rampurhat

ความคิดเห็น • 14

  • @umasankardas1623
    @umasankardas1623 9 หลายเดือนก่อน +2

    অসাধারণ পরিবেশ🙏🙏🙏 সাবলীল সংলাপ ধারা
    সার্বিক সুন্দর❤

  • @premerkobitashudhutomarjan5812
    @premerkobitashudhutomarjan5812 9 หลายเดือนก่อน +2

    তথ্য সমৃদ্ধ। সার্বিক পরিবেশন খুব সুন্দর।❤

  • @tigerkhan2521
    @tigerkhan2521 9 หลายเดือนก่อน +2

    Khub sundor 🙏

    • @digitalsmayan
      @digitalsmayan  9 หลายเดือนก่อน

      Thank you ☺️

  • @roniberaroll-7849
    @roniberaroll-7849 9 หลายเดือนก่อน +2

    জয় মা 🙏🏻❤️🌺🌼

  • @bijaydas4228
    @bijaydas4228 หลายเดือนก่อน +1

    Maa 🙏🙏🙏🙏

  • @anirbanmitra351
    @anirbanmitra351 9 หลายเดือนก่อน +2

    🕉🙏🏻🌺🙏🏻🕉

  • @cookingkitchen098
    @cookingkitchen098 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @sanatmazumder7369
    @sanatmazumder7369 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🌺🌺🙏🙏