যারা দূরে থেকে আমার ভিডিও দেখে আমার ক্লাশ করতে ইচ্ছুক কিন্তু দূরত্বের কারণে করতে পারে না। তাদের জন্যই আমার লেখা বই চলতি মাসেই প্রকাশিত হচ্ছে। আপনি চাইলে বইটা কিনে উপকৃত হতে পারেন।
জনাব, আমার দাদা ৮.২৫ শতক জমি ক্রয় করেন ১৯৫৬ সালে। তিনি মারা যান ১৯৭০ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে তার ৫ ছেলে, ২ কন্যা এবং ১ স্ত্রী। ১৯৭৮ সালে ওয়ারিশ দের নামে নাম্পর্তন করা হয় এবং ১৯৯৭ সালে আর এস এ শরিকদের অংশ মোতাবেক রেকর্ড হয়। কিন্তূ জমির কোনো ভাগ বাটোয়ারা হয়নি। আমার পিতা (অর্থাৎ আমার দাদার ১ ছেলে) মারা যান ২০০৪ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে ২ পুত্র, ১ কন্যা এবং ১ স্ত্রী। আমার দাদী ২০০৭ সালে মারা যান। ২০২১ সালে সম্পর্টির ভাগ বাটোয়ারা জন্য বাটোয়ারা কেস করা হয়েছে। আমার প্রশ্ন হল যে, যেহেতু আমার বাবা তার মার আগে মারা গেছে সেই ক্ষেত্রে কি আমরা আমার বাবার প্রাপ্য সম্প্রতি পাবো না কি আমাদের অংশ কমবে? আর দাদী অংশ থেকে পাবো কি?
আপনার বাবার কাছে থেকে আপনার দাদী পাবে। তারপর আপনার দাদী মারা গেলে, আপনারা পাবেন। ওয়ারিশ মোতাবেক ফারায়েজ করে জমি ভাগ বাটোয়ারা করে কলমি নকশা এবং ওয়ারিশ বন্টন নামা দেওয়া হয়। যদি তা করে নিতে চান যোগাযোগ করুন ০১৭৮৫৯৩৫১৮৭
অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ
দাদা আমি উত্তরদিনাজপুর জেলা থেকে আপনার ভিডিও দেখছি। অনেক সুন্দর তবে এই আইন কি এই জেলাই কি প্রচলিত আছে জানালে অনেক উপকার হবে।
।
সারা বাংলাদেশেই এই আইন প্রচলিত। তাই 64 টি জেলাতেই এই আইন চলে।
যারা দূরে থেকে আমার ভিডিও দেখে আমার ক্লাশ করতে ইচ্ছুক কিন্তু দূরত্বের কারণে করতে পারে না। তাদের জন্যই আমার লেখা বই চলতি মাসেই প্রকাশিত হচ্ছে। আপনি চাইলে বইটা কিনে উপকৃত হতে পারেন।
জনাব,
আমার দাদা ৮.২৫ শতক জমি ক্রয় করেন ১৯৫৬ সালে। তিনি মারা যান ১৯৭০ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে তার ৫ ছেলে, ২ কন্যা এবং ১ স্ত্রী। ১৯৭৮ সালে ওয়ারিশ দের নামে নাম্পর্তন করা হয় এবং ১৯৯৭ সালে আর এস এ শরিকদের অংশ মোতাবেক রেকর্ড হয়। কিন্তূ জমির কোনো ভাগ বাটোয়ারা হয়নি। আমার পিতা (অর্থাৎ আমার দাদার ১ ছেলে) মারা যান ২০০৪ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে ২ পুত্র, ১ কন্যা এবং ১ স্ত্রী। আমার দাদী ২০০৭ সালে মারা যান। ২০২১ সালে সম্পর্টির ভাগ বাটোয়ারা জন্য বাটোয়ারা কেস করা হয়েছে। আমার প্রশ্ন হল যে, যেহেতু আমার বাবা তার মার আগে মারা গেছে সেই ক্ষেত্রে কি আমরা আমার বাবার প্রাপ্য সম্প্রতি পাবো না কি আমাদের অংশ কমবে? আর দাদী অংশ থেকে পাবো কি?
উত্তর টা দিলে উপকৃত হতাম।
আপনার বাবার কাছে থেকে আপনার দাদী পাবে। তারপর আপনার দাদী মারা গেলে, আপনারা পাবেন। ওয়ারিশ মোতাবেক ফারায়েজ করে জমি ভাগ বাটোয়ারা করে কলমি নকশা এবং ওয়ারিশ বন্টন নামা দেওয়া হয়। যদি তা করে নিতে চান যোগাযোগ করুন ০১৭৮৫৯৩৫১৮৭
এভাবে প্যাড খাতায় ফারায়েজ করে দেওয়া হয়
th-cam.com/video/T2qDXMvOf9w/w-d-xo.html
Thanks
আপনার সিট টা দিলে উপকৃত হতাম।
all sheet price 150/-
01745471330
aktu wait koren
vai email id ta den
একই আইন কী ভারতের জন্য হবে
না,,, এই আইন দেশ ভিত্তিক। ভারতে এই আইন আছে কিনা জানি না ভাই।
মৃত ব্যক্তির আপন ভাই অংশ পাবে না???
পারিবারিক আইনে পাবে না,,,,,,ভাইয়ের জমি ভাইয়ের ছেলে/মেয়ে প্রতিনিধি হিসেবে পাবে।
১৯৫৫ সালে বাবার আগে ছেলে মারা গেলে তার উপর আগের আইন ই বহাল থাকবে নাকি ১৯৬১ এর পর নতুন আইন বহাল হবে
আগের আইন বহাল থাকবে।
@@surveyorschool98 ধন্যবাদ আপনাকে
বাবার পরে ছেলে মারা গেছে সে খেতে কি হবে
ভাই ফারায়েজ PDF টা দেওয়া যাবে
মোট আমিন ট্রেনিং শীট ৮ টা,, মূল্য ২৫/-