ভালোবাসার এই সিরিজটা(প্রেম....) যেন কোনো কাল্পনিক কিছু নয়, যেন আমাদের জীবনে প্রেমের এক জলজ্যান্ত প্রতিচ্ছবি।তাই প্রেমের সিঁড়ি বেয়ে উঠে দেখতে ইচ্ছে করে,কী অপেক্ষা করছে সবচেয়ে উপরের ধাপে
*_এই season এর প্রত্যেকটা গল্প যেনো জীবন্ত অসাধারণ এক একটা অভিজ্ঞতা। অনেক পরিস্থিতির সাথে পরিচয় হল 😅। যেদিন প্রেম আসবে দেখি কোন গল্প হয়ে আসে😌❤️। Thank you team mirchi🎉_*
গল্পে কলিদি , শ্যামাঙ্গিনী আর নীল মাফলার কে যেমন নায়কের হয়তো বলতে ইচ্ছে করেছিল " আরেকটু থাকো, যেয়ো না" ।। আজ আমার মতো এক সিঙ্গেল কলেজ ছাত্রের যেন সেটাই বলতে ইচ্ছে করছে প্রেমডটকম কে।। কারন প্রেমের অভাব যে বুঝতে দেয় না সেই তো প্রেমিকা,তাকে কি যেতে দিতে ইচ্ছে করে!!
Assignment লিখতে লিখতে এই গল্পঃ সোনার এক নতুন অভিগতা অর্জন করতে চলেছি।। আবার ফিরে আসুক নতুন নতুন প্রেম আর আমরা সবাই অপেক্ষায় থাকবো তোমাদের।। এর মধ্যেই কত জনের হার্ড ব্রেক আর অনেকের লাইফ ব্রেক ও হতে পারে ❤❤❤❤
✨চাঁদ আর ছাদ দুটোই খুব প্রিয়❤️ মন খারাপে ছাদ ই তো সেই জায়গা যেখানে লুকিয়ে গেলে মনে হয় ব্যাস আর কেউ লুকিয়ে রাখা কান্না দেখতে পাবে না ..আর চাঁদ সেই মন খারাপ দিন গুলোর সাথী যার দিকে তাকালেই সব মন খারাপ মিটে যায় আর সারা রাত দেখতে থাকলেও আশ মেটেনা❤️
হাসি , কান্না , মজা , আনন্দ , দুঃখ , অভিমান , বন্ধুত্ব , সম্মান , বোঝাপড়া এগুলো মিলিয়ে প্রেম জমে ওঠে গল্পের মাধ্যমে এই প্রেম ডট কম সিরিজে।। তবে কখনো নিরুদ্দেশ কখনো অবহেলা সবকিছু মিলিয়ে সুন্দর সুন্দর গল্পগুলোর উপস্থাপন এর জন্য টিম প্রেম ডট কম কে অসংখ্য ধন্যবাদ ❤❤
খুব মিস করবো এটা কিন্তু সত্যি ...😐🥹খুব জলদি আবার ফিরে এসো।..🎉🔥💯 শুক্রবার সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরি পুরো সপ্তাহটার কাজ করে ...🥺🙃তখন এটাই হলো স্বতঃস্ফূর্তি ভাব এনে দেয়।...❤️😍...
গল্পের শুরুটা শ্যামা মায়ের গান দিয়ে শুরু হল.. বেশ ইন্টারেস্টিং.. 🎉❤🎉 "ভালবাসা মিস and মিসেস দিয়ে হয় না".. জব্বর কথা কিন্তু.. বাহ্, গোধূলির লেখা গল্প খুব সুন্দর হয়েছে.. 👍🙏👍 এই ছোট্ট এক টুকরো গান কথায় সাজানো গল্পটা, বেশ মনের মত.. এতগুলো mirchibangla and mirchi team এর সদস্যরা আছে বলেই, সময়োপযোগী লাগলো গল্প শুনে.. 🤗 🤗 🎉অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ তোমাদের প্রেম ডট কম এর পরিবার কে.. 👍 👍 👍 🙏🌹🙏💕💕💕
Become a fan of Godhuli Di's writing ❤ how can she write such type of story with such raw emotions 🎉, I loved the way she juggling with words❤ And Congratulations mirchi bangla, magnificent presentation 😊
অর্ঘ্য- কমল এর 'কৃষ্ণকলি আমি তারে বলি ' গানটা শুনে season 2 এর ' বন্ধু হে আমার ' গল্পে সৌমক দার কণ্ঠে সেই একই গানটা যেন একাই কানে বেজে উঠলো .... এখনো পর্যন্ত season 2 & 4.... Best ছিল...... মনের মণিকোঠায় তুলে রাখার মতো কিছু গল্প উপহার দেওয়ার জন্য Team Mirchi Bangla অনেক অনেক ধন্যবাদ..... আর হ্যাঁ Season 5 এর অপেক্ষায় রইলাম 😌
Notification ta peye sotti mon ta valo hoye gechilo .........tarpor poster ta dekhlam season final lakha mon ta jno kmn kore utlo ,,,,,akdike golpo ta sune jamon moja lagchilo temon e Mona hocchilo ses na hoy jeno ses holei to abr opeakha korte hobe next season r......kintu sob golper e to akta end hoy tarpor suru hoy notun magic notun golpo .....waiting for season 5 ....totodin r jonno purono golpo gulo songi thakuk
এই সিরিজের এমন একটা গল্প যেটা নতুন না, কিন্তু এমন দিনে এমনভাবে শুনলাম আমি মুগ্ধ হলাম। এই প্রথমবার অনেক কষ্ট করে এমন একজনকে ভালোবাসি বল্লাম যে না বলত ভেবেছিলাম, কিন্তু যেন না বলে সেটাই চাইতাম। না বলল। আমার একবছরের বেশি সময় ধরে একটা বানানো গল্পে আজ দড়াম করে পলেস্তারা ভেঙে পড়ল, একেবারে সিমেন্টের চাঙড় সমেত। আজ মন খারাপের জন্যই গল্প শুনতে এলাম, আর আমারও মনে হচ্ছে শীতের সন্ধ্যে আমাকে আরও একবার ভেঙে দিল।
It felt like this last story of this season represents how people will come and go from our life like seasons of premdotcom until someone will be there for you permanently.😅
প্রতি শুক্রবার এই সিঙ্গুলার মন নিয়ে এই ভালোবাসার গল্পঃ গুলো শোনার অপেক্ষায় থাকি! আমারও সেই হারিয়ে যাওয়া মানুষটার না না স্মৃতি মনে করতে! তাড়াতাড়ি আবার ফিরে আসুক নতুন সিজেন ❤ অসংখ্য ধন্যবাদ mirchi Bangla!
সন্ধের অন্ধকার আকাশ, এক আকাশ তারা, একলা ছাদ -এই introvert মানুষ গুলোর কাছে একটা নিজের দুনিয়ার মতো,নিজের রাজত্ব সেখানে......বাইরের মানুষ গুলো কে না বলতে পারা কথা গুলো ও সেই নিজের দুনিয়া টায় ভেসে বেড়ায়.....যেগুলো একান্তই নিজের শুধু.....🌈✨☄️🌑
এই Season এ অনেক রকম নতুন নতুন প্রেমের গল্পের সাথে পরিচয় হয়েছে, জীবনে প্রেম না থাকলেও প্রেমের গল্প শুনেও শান্তি হতো যদি আমার গল্প টা এইরকম হয় কেমন হবে, যাই হোক অসংখ্য ধন্যবাদ মিরচি বাংলা টিম কে ❣️❣️ আবার ও অপেক্ষায় রইলাম পরের সীজনের🌻❣️
For me, this is the most compact one from all 4 seasons. তাই বলে এমন নয় যে প্রথম তিনটে সিজন্ ভালো ছিলো না। কিন্তু এই season ভীষণ consistent ছিলো গল্পের চয়েসে। প্রতিটি গল্পের Presentation খুবই সুন্দর। আর ১৬টি গল্পই কোনো না কোনো দিক দিয়ে অনন্য। শুরুটা সোমকদা কে দিয়ে হয়েছিলো; শেষটা হলো গোধূলির লেখা দিয়ে। সত্যি বলতে গোধূলির লেখা একটা গল্প অন্তত হোক এটা আমার খুব ইচ্ছে ছিলো। শেষপাতে এলো গোধূলির লেখা অনেকটা emotion নিয়ে। অপেক্ষায় রইলাম পরের season-এর। ❤
সত্যিই এই প্রতি শুক্রবার এর রাত্রিবেলা টা বড্ড মিস করবো এবার !! গল্পগুলো শোনার পরে সত্যিই একটা অন্যরকম অনুভূতি হতো যেটা বলে বোঝানো যাবে না !! এই গল্পগুলো শোনার পরে একবারও নিজেকে এক মুহূর্তের জন্যও সিঙ্গেল বলে মনে হতো না !! আর আমি নিজেও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট !! নিজেকে অনেকটাই এই গল্পের সঙ্গে সম্পর্কিত করতে পারলাম !! আবার অপেক্ষায় রইলাম নতুন সিজনের জন্য !! খুব তাড়াতাড়ি ফিরে এসো প্রেম ডট কম !! ❤❤😊
😢😢😢😢😢😢😢😢😢😢😢 মনটা কেমন যেন খারাপ হয়ে গেল, সারা সপ্তাহে শুধু এই দিনটা এবং এই series টার জন্য অপেক্ষা করে থাকি, এবার অপেক্ষা হয়তো একটু বেশিই করতে হবে, তাড়াতাড়ি ফিরে এসো please, অপেক্ষায় রইলাম❤❤❤
ভালোবাসায় শুধু Mr আর Ms হয় না..!! কিন্তু এইটা সবাই বুঝতেই চায় না..! দুটো মেয়ে বা দুটো ছেলে যদি একে অপরকে ভালবাসে সমাজ তখন তাদের লেশবি/হোমো আক্ষা দেয়..!! কবে যে এই চিরাচরিত ভাবনা থেকে মানুষ বেরিয়ে এসে এদের ভালোবাসা কে সন্মান দেবে কে জানে.!❤❤❤
Ei sesh golper opekkha tar resh theke jabe jotokhon na porer season ta asche... ❤❤❤ Anek anek valobasha suveccha dilm ei barer season ta ke... Ar opekkha roilo porer season tar jnno...
Team mirchi, We are deeply requesting to you plz don't stop to give this medicine which is like oxygen for us...plz come back to season 5 as soon as possible... From Your loving listeners🥰🥰
শুরু টা যেমন হয়েছিল শেষ টা আরো ভালো।।তবে যার শেষ ভালো তার সব খুব ভালো হয়। অপেক্ষা করবো তারাতারি ফিরে এসো আমার pre❤. Lots of ❤ khub miss 😢😢😢 korbo tomai.
Atobhalo lagto ai series gulo..... Sotti bolar moton kichu nei......... Khub e kosto hocche....... Akdino miss jayna golpo shunte...... Next season onek din por ashbe abr monehoy....... Ato taratari sesh hoye jabe bhabte parini..... Akdom bhalo lagje na..... Kano ato taratari season ta sesh hocche bolte paro?.... ❤
It's beyond all my imagination. ❤ Season finale টা এভাবে হবে ভাবিইনি। নতুন কিছু শিখলাম, মন ভারাক্রান্ত, আনন্দ সব হলো। ধন্যবাদ গোধূলি দি এমন একটা ভালোবাসার জন্য। আর শেষ টা প্রিয় দের কন্ঠে হলে অনেকদিন অবধি মনে থাকে।
প্রতি season র মতো এই season টা আসার পরেই আমার কাছে Friday র name alterate হয়ে গেসল Friday মানেই তো Prem Dot Com র new episode Miss you Prem Dot Com. Prem Dot com you back among us as soon as possible i will be there waiting for you
Ajke last episode shuney abar ektai request korbo prottek bar er moto je ei series ta jeno konodin sesh na hoy. Abar arekta season er opekhay thakbo. Asha korbo khub taratari e comeback hbe. Best Wishes and Love for Team Mirchi❤️❤️
সত্যি আজকের মতো জটকা আমি খুব কম খেয়েছি। আমার নাম আকাশ যেমন টা প্রোফাইল নামে a দেখাচ্ছে। র আমি সত্যি ই Sodepur এ থাকি CSE te B tech করছি আমি ও পরে IT JOB ই করবো। বাকি গল্প টা আমার life এর সঙ্গে কোনো মিল ই নেই । ওই ছাদ নামক entity টা ছাড়া 😂।
Season 😢4 শুরু হওয়ার পর পর তার সাথে পরিচয় হয়েছিলো, প্রেম চলছিল, এই না না situationship চলছিলো, কয়েক সপ্তাহ আগে তিনি ও ওই koli di, shayama, Debosmita র মতো হঠাৎ করে চলে গেলেন। prem dot kom এর season যেমন হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে শেষ হয়ে গেলো, উনি ও হঠাৎ এসে হঠাৎ করে চলে গেলেন। 😂😂শেষমেশ এই মন আমার আবার singular হয়ে গেলো 😅😅😅। অপেক্ষায় থাকবো শুধু prem dot kom এর নতুন season এর , কারণ তার অপেক্ষা করে আর লাভ নেই 😅😅😅
আবার হয়ত কেউ আসবে নতুন সিজেনের মত, হালকা আবির ছড়িয়ে দেবে বাতাসে, এখন আবার শীতের শুরু আর আবির মাখলে স্নান করতে হবে, যেটা এই সময়ে আমি মোটেই রেকমেন্ড করছি না, তাই ঘুমিয়ে পড়ুন লেপের আদরে!😉
Pls prem dot kom ta chalu rakho boroncho oi new short horror story ta bondho koro sotti ato choto horror story posay na kintu prem dot kom akta aladai emotion proti week e Friday te opekkhay thaki ki j valo lage sunte😢tobe abaro opekkhay roilam joldi firo❤❤❤❤
the bestest season it was!!! Every story doesn't have a happy ending seta aei season ta bujhiya galo!! prochondo realistic story diya sajano akta season!.....❤ waiting for the next season!
সত্যি বলতে শীত হুম..... শীত কালের একটা আলাদাই মজা আছে। ঘন কুয়াশার মাঝে মনের মানুষ কে পাশে নিয়ে কাপা কাপা হাতে হাত রেখে বা জড়িয়ে ধরে একে উপরের উত্তাপ নিতে নিতে সার জীবন এমনভাবেই পাশে থাকার কথা ভাবতে ভাবতেঘন কুয়াশা র মাঝে সুমদ্রর অতল গভীরে তলিয়ে যাবার যে একটা আলাদাই মজা আছে তা আমরা শীতকালেই পাই.......... ইতি সেই তুমি 🌼
Hero Banerjee, ঝড়ফড়িং, Ziziphus ziziphus, আমি আছি তো, খিচুড়ি, Friendzone, Heartquake, রইলো ফেরার নিমন্ত্রণ, দুগ্গা দুগ্গা, Namak ishq ka, পুষ্পাঞ্জলি, Mutual friend, Switch Hit, শীতকাঁদুনে, ভালোবাসার জলছাদ...... Ultimately amazing Series...... Thank you Team mirchi bangla ❤❤
Sotti darun...
❤
"নীল রং ছিল ভীষণ প্ৰিয়" বলার আগেই না "ফসিলস" হয়ে যায়.... This line, এটা just দারুন ছিলো ll 😅💙
"বর্ষা, শরৎ, শীত পেরিয়ে আকাশে এখন বসন্ত চলছে তবু মনটা আমার এখনও Singular ই রয়ে গেছে " লাইনটা সত্যি হৃদয় ছুঁয়ে গেল।❤
ভালোবাসার এই সিরিজটা(প্রেম....) যেন কোনো কাল্পনিক কিছু নয়, যেন আমাদের জীবনে প্রেমের এক জলজ্যান্ত প্রতিচ্ছবি।তাই প্রেমের সিঁড়ি বেয়ে উঠে দেখতে ইচ্ছে করে,কী অপেক্ষা করছে সবচেয়ে উপরের ধাপে
Exactly ❤️
Ja bolecho 😇💗😊
Akdmm
Khub miss korbo 😢Prem dot com ke
পৃথিবীর সব নেশা একদিকে আর অগ্নি দার voice এর নেশা আরেকদিকে🔥একটা অদ্ভুত মাদকতা মিশে আছে তার গলার স্বরে😌❤️
👍
*_এই season এর প্রত্যেকটা গল্প যেনো জীবন্ত অসাধারণ এক একটা অভিজ্ঞতা। অনেক পরিস্থিতির সাথে পরিচয় হল 😅। যেদিন প্রেম আসবে দেখি কোন গল্প হয়ে আসে😌❤️। Thank you team mirchi🎉_*
গল্পে কলিদি , শ্যামাঙ্গিনী আর নীল মাফলার কে যেমন নায়কের হয়তো বলতে ইচ্ছে করেছিল " আরেকটু থাকো, যেয়ো না" ।। আজ আমার মতো এক সিঙ্গেল কলেজ ছাত্রের যেন সেটাই বলতে ইচ্ছে করছে প্রেমডটকম কে।। কারন প্রেমের অভাব যে বুঝতে দেয় না সেই তো প্রেমিকা,তাকে কি যেতে দিতে ইচ্ছে করে!!
Assignment লিখতে লিখতে এই গল্পঃ সোনার এক নতুন অভিগতা অর্জন করতে চলেছি।। আবার ফিরে আসুক নতুন নতুন প্রেম আর আমরা সবাই অপেক্ষায় থাকবো তোমাদের।। এর মধ্যেই কত জনের হার্ড ব্রেক আর অনেকের লাইফ ব্রেক ও হতে পারে ❤❤❤❤
Ai song ta arghyakamal ar voice a asadharon sonache.... song ta sonar jonno bar bar valobasar jolchad story ta kete kete sunte hochhe....
✨চাঁদ আর ছাদ দুটোই খুব প্রিয়❤️ মন খারাপে ছাদ ই তো সেই জায়গা যেখানে লুকিয়ে গেলে মনে হয় ব্যাস আর কেউ লুকিয়ে রাখা কান্না দেখতে পাবে না ..আর চাঁদ সেই মন খারাপ দিন গুলোর সাথী যার দিকে তাকালেই সব মন খারাপ মিটে যায় আর সারা রাত দেখতে থাকলেও আশ মেটেনা❤️
❤
Sam❤
Petni😂😂😂
Sorry
Sotti ❤
হাসি , কান্না , মজা , আনন্দ , দুঃখ , অভিমান , বন্ধুত্ব , সম্মান , বোঝাপড়া এগুলো মিলিয়ে প্রেম জমে ওঠে গল্পের মাধ্যমে এই প্রেম ডট কম সিরিজে।। তবে কখনো নিরুদ্দেশ কখনো অবহেলা সবকিছু মিলিয়ে সুন্দর সুন্দর গল্পগুলোর উপস্থাপন এর জন্য টিম প্রেম ডট কম কে অসংখ্য ধন্যবাদ ❤❤
One of the best story line প্রেমের চেয়ে বড়ো অসুখ সত্যি নেই জীবনে ❤️🙂🥀
তা বলে এইভাবে last ep এ ধামাকা দিয়ে যাবে তোমরা !!!?🥺🥺 দারুণ ছিলো.. 🥰
Season 5 এর অপেক্ষায় থাকবো। ।তাড়াতাড়ি এসো আবার.. ❤❤
ছাদ,আর তার সাথে কাটানো একান্ত মুহুর্ত গুলো বড্ডো বেশি হৃদয় ঘেঁষা হয়।। প্রেম ভালো লাগে,সুন্দর মুহুর্ত গুলো শুনতে ভালোবাসি,ব্যস এইটুকুই।। 🫶🌸
Golpo porjontoii prem ar hobena bodh hoy e jibon e
এতটুকুতেই তো জীবনের প্রাণ...
এতটুকুতেই তো জীবনের প্রাণ...
আবারও অপেক্ষায় থাকব 😢
সানডে সাসপেন্সের পর এই সিরিজটাকে এত ভালোবাসি ❤❤❤❤❤❤❤❤❤
Please come back soon ❤❤❤❤❤❤
ছাদ আমাদের গোপন বন্ধু ।। সারাদিনের যত আনন্দ, কষ্ট... সব এসে উজাড় করে দিই ঐ জলছাদে.....!!❤
খুব মিস করবো এটা কিন্তু সত্যি ...😐🥹খুব জলদি আবার ফিরে এসো।..🎉🔥💯 শুক্রবার সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরি পুরো সপ্তাহটার কাজ করে ...🥺🙃তখন এটাই হলো স্বতঃস্ফূর্তি ভাব এনে দেয়।...❤️😍...
গল্পের শুরুটা শ্যামা মায়ের গান দিয়ে শুরু হল.. বেশ ইন্টারেস্টিং.. 🎉❤🎉 "ভালবাসা মিস and মিসেস দিয়ে হয় না".. জব্বর কথা কিন্তু.. বাহ্, গোধূলির লেখা গল্প খুব সুন্দর হয়েছে.. 👍🙏👍 এই ছোট্ট এক টুকরো গান কথায় সাজানো গল্পটা, বেশ মনের মত.. এতগুলো mirchibangla and mirchi team এর সদস্যরা আছে বলেই, সময়োপযোগী লাগলো গল্প শুনে.. 🤗 🤗 🎉অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ তোমাদের প্রেম ডট কম এর পরিবার কে.. 👍 👍 👍 🙏🌹🙏💕💕💕
Become a fan of Godhuli Di's writing ❤ how can she write such type of story with such raw emotions 🎉, I loved the way she juggling with words❤
And Congratulations mirchi bangla, magnificent presentation 😊
Gonna miss this series so much
প্রতি শুক্রবার অপেক্ষায় থাকতাম ❤
তবে হ্যাঁ খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো পরের season এর।
অর্ঘ্য- কমল এর 'কৃষ্ণকলি আমি তারে বলি ' গানটা শুনে season 2 এর ' বন্ধু হে আমার ' গল্পে সৌমক দার কণ্ঠে সেই একই গানটা যেন একাই কানে বেজে উঠলো ....
এখনো পর্যন্ত season 2 & 4.... Best ছিল...... মনের মণিকোঠায় তুলে রাখার মতো কিছু গল্প উপহার দেওয়ার জন্য Team Mirchi Bangla অনেক অনেক ধন্যবাদ.....
আর হ্যাঁ Season 5 এর অপেক্ষায় রইলাম 😌
"ভালোবাসায় শুধু Mr. আর Miss. হয়না"
Kothata besh mone dhoreche.....
Thank you so much ❤
প্রেমের চেয়ে বড় অসুখ আর নেই
সত্যিই নেই 🌸🐚
Notification ta peye sotti mon ta valo hoye gechilo .........tarpor poster ta dekhlam season final lakha mon ta jno kmn kore utlo ,,,,,akdike golpo ta sune jamon moja lagchilo temon e Mona hocchilo ses na hoy jeno ses holei to abr opeakha korte hobe next season r......kintu sob golper e to akta end hoy tarpor suru hoy notun magic notun golpo .....waiting for season 5 ....totodin r jonno purono golpo gulo songi thakuk
নিজের নামটা শুনে ভালো লাগলো... আমিও কল্যাণীর বাসিন্দা
বেশ ভালো লাগলো ❤🌸🌼
এই সিরিজের এমন একটা গল্প যেটা নতুন না, কিন্তু এমন দিনে এমনভাবে শুনলাম আমি মুগ্ধ হলাম। এই প্রথমবার অনেক কষ্ট করে এমন একজনকে ভালোবাসি বল্লাম যে না বলত ভেবেছিলাম, কিন্তু যেন না বলে সেটাই চাইতাম। না বলল। আমার একবছরের বেশি সময় ধরে একটা বানানো গল্পে আজ দড়াম করে পলেস্তারা ভেঙে পড়ল, একেবারে সিমেন্টের চাঙড় সমেত। আজ মন খারাপের জন্যই গল্প শুনতে এলাম, আর আমারও মনে হচ্ছে শীতের সন্ধ্যে আমাকে আরও একবার ভেঙে দিল।
It felt like this last story of this season represents how people will come and go from our life like seasons of premdotcom until someone will be there for you permanently.😅
ওফ্ফ অসাধারণ! পুরো টা না শুনে ই কমেন্ট লিখে ফেললাম। শরৎ এর রাতে ঝুম বৃষ্টি কানে হেডফোন আর প্রেম ডট কমে " ভালোবাসার জলছাদ " জাস্ট অসাধারণ! ❤
'কৃষ্ণকলি আমি তারেই বলি'❤.... অদ্ভুত সুন্দর একটা লাইন ❤. . .
কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো কিন্তু এই ক্ষেত্রে বলা যায় প্রেম ডটকম এর শুরু থেকে শেষ সবটাই ভালো।
Waiting for next season ❤😌
ভালোবাসায় শুধু Mr. and Miss হয় না। ❤ this line
শেষের গানটা just সেরা ছিলো ❤❤❤😅❤❤❤
প্রতি শুক্রবার এই সিঙ্গুলার মন নিয়ে এই ভালোবাসার গল্পঃ গুলো শোনার অপেক্ষায় থাকি! আমারও সেই হারিয়ে যাওয়া মানুষটার না না স্মৃতি মনে করতে! তাড়াতাড়ি আবার ফিরে আসুক নতুন সিজেন ❤ অসংখ্য ধন্যবাদ mirchi Bangla!
Hiii
সন্ধের অন্ধকার আকাশ, এক আকাশ তারা, একলা ছাদ -এই introvert মানুষ গুলোর কাছে একটা নিজের দুনিয়ার মতো,নিজের রাজত্ব সেখানে......বাইরের মানুষ গুলো কে না বলতে পারা কথা গুলো ও সেই নিজের দুনিয়া টায় ভেসে বেড়ায়.....যেগুলো একান্তই নিজের শুধু.....🌈✨☄️🌑
এই Season এ অনেক রকম নতুন নতুন প্রেমের গল্পের সাথে পরিচয় হয়েছে, জীবনে প্রেম না থাকলেও প্রেমের গল্প শুনেও শান্তি হতো যদি আমার গল্প টা এইরকম হয় কেমন হবে, যাই হোক অসংখ্য ধন্যবাদ মিরচি বাংলা টিম কে ❣️❣️ আবার ও অপেক্ষায় রইলাম পরের সীজনের🌻❣️
"বড়ো হওয়ার 2 টান"..... মন ছুঁয়ে গেলো কথাটা 😊😊❤
পোস্টার ডিজাইনটা অপূর্ব সুন্দর ❤। গল্পটাও অসম্ভব ভালো 🥰❣।
অপেক্ষায় রইলাম পরের সিজনের জন্য 😊😊
প্রতি শুক্রবার অঅপেক্ষায় থাকি এই সিরজটার জন্য,জীবনের কাহিনী গুলো খুঁজে পাই, শুনে খারাপ লাগল আজ শেষ, অঅপেক্ষায় থাকব😥😥
For me, this is the most compact one from all 4 seasons. তাই বলে এমন নয় যে প্রথম তিনটে সিজন্ ভালো ছিলো না। কিন্তু এই season ভীষণ consistent ছিলো গল্পের চয়েসে। প্রতিটি গল্পের Presentation খুবই সুন্দর। আর ১৬টি গল্পই কোনো না কোনো দিক দিয়ে অনন্য। শুরুটা সোমকদা কে দিয়ে হয়েছিলো; শেষটা হলো গোধূলির লেখা দিয়ে। সত্যি বলতে গোধূলির লেখা একটা গল্প অন্তত হোক এটা আমার খুব ইচ্ছে ছিলো। শেষপাতে এলো গোধূলির লেখা অনেকটা emotion নিয়ে। অপেক্ষায় রইলাম পরের season-এর। ❤
সত্যিই এই প্রতি শুক্রবার এর রাত্রিবেলা টা বড্ড মিস করবো এবার !! গল্পগুলো শোনার পরে সত্যিই একটা অন্যরকম অনুভূতি হতো যেটা বলে বোঝানো যাবে না !! এই গল্পগুলো শোনার পরে একবারও নিজেকে এক মুহূর্তের জন্যও সিঙ্গেল বলে মনে হতো না !! আর আমি নিজেও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট !! নিজেকে অনেকটাই এই গল্পের সঙ্গে সম্পর্কিত করতে পারলাম !! আবার অপেক্ষায় রইলাম নতুন সিজনের জন্য !! খুব তাড়াতাড়ি ফিরে এসো প্রেম ডট কম !! ❤❤😊
এতটা সুন্দর গল্প দিয়ে journey টা নাই শেষ করতে পারতেন।🙃
এই ধর হয় না মানুষ প্রথম দেখাতেই প্রেমে পরে, তেমনি তোমার প্রথম গলার আওয়াজ শুনেই তার প্রেমে পরে গেছি মোহর। যেখানেই থাক ভাল থাক মোহর।
আসলেই ছাদের সাথে ছেলেদের আলাদা একটা সম্পর্ক আছে। ঘুড়ির মতোই কতো দুঃখ যে আকাশে উড়িয়ে দিয়েছি হিসাব ছাড়া।আমার বাসার ছাদটাই আমার সব থেকে কাছের বন্ধু
😢😢😢😢😢😢😢😢😢😢😢
মনটা কেমন যেন খারাপ হয়ে গেল, সারা সপ্তাহে শুধু এই দিনটা এবং এই series টার জন্য অপেক্ষা করে থাকি, এবার অপেক্ষা হয়তো একটু বেশিই করতে হবে, তাড়াতাড়ি ফিরে এসো please, অপেক্ষায় রইলাম❤❤❤
Mis korbo i waiting for next sision
Many many love mirchi bangla.
❤❤❤❤❤
প্রতিটা গল্পে "ছলাত" এর উল্লেখ টা ভালোই লাগলো বেশ❤️👀
Darun just darun.. 🌻মনটা ছুঁয়ে গেলো just. ♥️ Ato golpar modha ata best just best. 💥♥️
ভীষন ভালো লাগলো। ভালোবাসা র মানে বুঝতে পারলাম । ভালো লাগলো "" ভালোবাসার জলছআদ "" ।
ভালোবাসায় শুধু Mr আর Ms হয় না..!!
কিন্তু এইটা সবাই বুঝতেই চায় না..!
দুটো মেয়ে বা দুটো ছেলে যদি একে অপরকে ভালবাসে সমাজ তখন তাদের লেশবি/হোমো আক্ষা দেয়..!!
কবে যে এই চিরাচরিত ভাবনা থেকে মানুষ বেরিয়ে এসে এদের ভালোবাসা কে সন্মান দেবে কে জানে.!❤❤❤
অপেক্ষা.... আবার ও ভালোবাসার নতুন রূপে ধরা দেওয়ার অপেক্ষায় থাকলাম .... ❤
কৃষ্ণকলি, শ্যামাঙ্গিনী, নীল মাফলার আর খোলা ছাদ সব মিলিয়ে গল্পটা দারূণ। ☺🤭
তবে মাঝের গানগুলো শুনে যেন মনটা জুড়িয়ে গেল.....! ✨
অসাধারণ একটা লেখা ,,অসাধারণ কিছু মনের কথা,গল্পে ফুটেছে ,😍😍 Thanks mirchi Bangal.......
Khub taratari jno sesh hoyegelo ei season ta abar porer boccher er wait kore thakhte hbe
Ei sesh golper opekkha tar resh theke jabe jotokhon na porer season ta asche... ❤❤❤ Anek anek valobasha suveccha dilm ei barer season ta ke... Ar opekkha roilo porer season tar jnno...
Team mirchi,
We are deeply requesting to you plz don't stop to give this medicine which is like oxygen for us...plz come back to season 5 as soon as possible...
From
Your loving listeners🥰🥰
Moner kotha bole dile
Kobe j suru hobe k jane ??
What an amazingly fitting end to the season ❤
শুরু টা যেমন হয়েছিল শেষ টা আরো ভালো।।তবে যার শেষ ভালো তার সব খুব ভালো হয়। অপেক্ষা করবো তারাতারি ফিরে এসো আমার pre❤. Lots of ❤ khub miss 😢😢😢 korbo tomai.
Atobhalo lagto ai series gulo..... Sotti bolar moton kichu nei......... Khub e kosto hocche....... Akdino miss jayna golpo shunte...... Next season onek din por ashbe abr monehoy....... Ato taratari sesh hoye jabe bhabte parini..... Akdom bhalo lagje na..... Kano ato taratari season ta sesh hocche bolte paro?.... ❤
It's beyond all my imagination. ❤ Season finale টা এভাবে হবে ভাবিইনি। নতুন কিছু শিখলাম, মন ভারাক্রান্ত, আনন্দ সব হলো। ধন্যবাদ গোধূলি দি এমন একটা ভালোবাসার জন্য। আর শেষ টা প্রিয় দের কন্ঠে হলে অনেকদিন অবধি মনে থাকে।
জীবনের একটা অংশ হয়ে গেছিলো এই season র stroy গুলো!😊প্রতি শুক্রবার অপেক্ষা করে থাকতাম!😌খুব মিস করবো 🥹💖
কয়েক মাস আগে আমার মন ভেঙেছিল এই সিরিজটার প্রতি গল্পেই যেনো তাকে খুঁজেছি কিন্তু আজ সেটারও সমাপ্তি ঘটলো ।।।
বর্ষা, শরৎ , শীত পেরিয়ে আকাশে এখন বসন্ত চলছে ...
তবু মনটা...
মনটা আমার এখনও Singular ই রয়ে গেছে .... 😍😍😍😍
আমিও সোদপুর থেকেই ইঞ্জিনিয়ারিং করেছি ❤ জায়গাটা বডড প্রিয় আমার আর প্রেম ডট কম ও ❤ আবার নতুন Season এর অপেক্ষায় থাকলাম 😊✨
Hey amio sodepur a thaki
আবার তাড়াতাড়ি ফিরে এসো অপেক্ষাই রইলাম ❤❤❤❤❤
প্রতি season র মতো এই season টা আসার পরেই আমার কাছে Friday র name alterate হয়ে গেসল
Friday মানেই তো Prem Dot Com র new episode
Miss you Prem Dot Com.
Prem Dot com you back among us as soon as possible i will be there waiting for you
Ei golpo gulo sotti sera hoy....
Thanks team mirchi ❤
Next season er oppekhai roilam... 😊
Ajke last episode shuney abar ektai request korbo prottek bar er moto je ei series ta jeno konodin sesh na hoy. Abar arekta season er opekhay thakbo. Asha korbo khub taratari e comeback hbe. Best Wishes and Love for Team Mirchi❤️❤️
অপেক্ষায় রইলাম। ❤❤❤
আবার ফিরে এসো খুব তাড়াতাড়ি🥺🥺❤🤍🤍
নতুন সিজন এর নতুন সিরিজের জন্য গভীর অপেক্ষায় থাকবো❤
Noo Please No ... Don't End The Series Too Fast ...😭😭😭😭
শেষটা এরকম হলে আর কী চাই?
আবার এক নতুন শুরুর অপেক্ষা❤
অপেক্ষায় থাকব পরের সিরিজের 😢😢
Please come back soon এই গল্প গুলো ছাড়া জীবন অসম্পূর্ণ😢😢😢
Akdom thik ❤️😥
সত্যি আজকের মতো জটকা আমি খুব কম খেয়েছি। আমার নাম আকাশ যেমন টা প্রোফাইল নামে a দেখাচ্ছে। র আমি সত্যি ই Sodepur এ থাকি CSE te B tech করছি আমি ও পরে IT JOB ই করবো। বাকি গল্প টা আমার life এর সঙ্গে কোনো মিল ই নেই । ওই ছাদ নামক entity টা ছাড়া 😂।
সোদপুর এর বাসিন্দা হয়ে সোদপুর এর Sunday Suspense একবারে জমে ক্ষীর ❤❤
প্রথমেই মন খারাপ নিয়ে শুরু, কিন্তু কোনো ব্যাপার না অপেক্ষায় থাকলাম আরো ভালো কিছুর। 😊❤❤
Already waiting for season 5
Season 😢4 শুরু হওয়ার পর পর তার সাথে পরিচয় হয়েছিলো, প্রেম চলছিল, এই না না situationship চলছিলো, কয়েক সপ্তাহ আগে তিনি ও ওই koli di, shayama, Debosmita র মতো হঠাৎ করে চলে গেলেন। prem dot kom এর season যেমন হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে শেষ হয়ে গেলো, উনি ও হঠাৎ এসে হঠাৎ করে চলে গেলেন। 😂😂শেষমেশ এই মন আমার আবার singular হয়ে গেলো 😅😅😅।
অপেক্ষায় থাকবো শুধু prem dot kom এর নতুন season এর , কারণ তার অপেক্ষা করে আর লাভ নেই 😅😅😅
আবার হয়ত কেউ আসবে নতুন সিজেনের মত,
হালকা আবির ছড়িয়ে দেবে বাতাসে,
এখন আবার শীতের শুরু
আর আবির মাখলে স্নান করতে হবে,
যেটা এই সময়ে আমি মোটেই রেকমেন্ড করছি না,
তাই ঘুমিয়ে পড়ুন লেপের আদরে!😉
লাস্ট এর গানটা just seraaaaa... Eki loop e sunei cholechi...😊😊😊
"Prem dot come season 4 er season of lover ajge holo iti "........surutei eta sune monta kharap hoye gelo seriously💔😓 ......
Uf কি গাইলো অর্ককোমল...❤️।শেষটা ভালো ছিলো ভিষণ❤️❤️
Pls prem dot kom ta chalu rakho boroncho oi new short horror story ta bondho koro sotti ato choto horror story posay na kintu prem dot kom akta aladai emotion proti week e Friday te opekkhay thaki ki j valo lage sunte😢tobe abaro opekkhay roilam joldi firo❤❤❤❤
আজকের গল্প টা সাংঘাতিক সুন্দর , এক এক টা গান মন ছুঁয়ে গেলো আর চরিত্র টা খুবই সুন্দর করে দিলো গান গুলো ❤
অপেক্ষায় রইলাম ❤। ভালোবাসার এই সিরিজ টার জন্য ❣️।
Poster design gulo sotyiii khub sundor
কথা মাঝে র গানগুলো শুনে বেশ ভালো লাগলো ... Waiting for the next season❤
Jha !!! Ato taratari season ta ses hye gelo!! 😢ae to koden agae suru holo ..... Opekkhae thakbo abr 😊
অপেক্ষায় থাকবো আবার এইতো কদিন আগে শুরু হলো এখনই শেষ হয়ে গেল😊❤
আমারা অপেক্ষায় থাকবো!🌻
the bestest season it was!!! Every story doesn't have a happy ending seta aei season ta bujhiya galo!! prochondo realistic story diya sajano akta season!.....❤ waiting for the next season!
খুব তাড়াতাড়ি আসুক অপেক্ষায় থাকলাম 😢😢
সত্যি বলতে শীত হুম..... শীত কালের একটা আলাদাই মজা আছে। ঘন কুয়াশার মাঝে মনের মানুষ কে পাশে নিয়ে কাপা কাপা হাতে হাত রেখে বা জড়িয়ে ধরে একে উপরের উত্তাপ নিতে নিতে সার জীবন এমনভাবেই পাশে থাকার কথা ভাবতে ভাবতেঘন কুয়াশা র মাঝে সুমদ্রর অতল গভীরে তলিয়ে যাবার যে একটা আলাদাই মজা আছে তা আমরা শীতকালেই পাই..........
ইতি
সেই তুমি 🌼
Ei je jei barta ta akdom shuru te dilo, ei tar e bhoy pachhilam. Jaihok ebarer iti, notun er shuru. Opekkhaye roilam, taratari firo. 🧿❤️
Ki sundor ek ek season e special manusher arrival gulo ek ek rokom significance rekhe geche,khub sundor laglo!❤
খুব শীঘ্রই এসো আবার অপেক্ষায় থাকলাম ❤
এই তো শুরু হলো🙄,
আবার কতদিনের অপেক্ষা শুনি?
Premer cheye boro osuk aar nei ❤❤
This episode ends with a small note of sadness..🙂.. and it's true that the days of every winter are much more surprising and too much hurting also☺️
Darun laglo golpo ta❤❤✨🔥🥰! Singular imon gaan ta sotti darun! Next season r jonno wait kore roilam❤❤
Bhalobashar jinis gulo eto taratari kno sesh hoye jai 🥹❤️ Eagerly waiting for season 5 🫶🏻
আমার গভীর মন খারাপে ছাদ সঙ্গ দিয়েছে।
আমি একা আজও ঘরবন্দী মন খারাপ এ হাঁপিয়ে উঠলে ছাদে যাই