বাংলাদেশের লোকরা ভারতকে ইন্ডিয়া বলতে অভ্যস্হ । কারণ ভারত বল্লে অখন্ড ভারত কথাটা এসে যায় । ১৯৪৭ সালে ব্রিটিশদের শাসন করা দক্ষিণ এশিয় এলাকার বিভক্তিকরণকে দেশ ভাগ বলে অভিহিত করা হয় বাংলাদেশে । কারণ ব্রিটিশ আমলে দেশ বলতে দক্ষিণ এশিয়ায় ব্রিটিশদের শাসন করা সম্পূর্ণ এলাকাটাকেই বোঝানো হতো । বাংলাদেশের লোকরা বাংলাদেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে । কারণ বাংলাদেশের ভূখন্ডে বসবাসকারী সব জাতি-উপজাতি-নৃগোষ্ঠীর লোকরা বাংলাদেশি । বাংলাদেশিদের ২% -এর কাছাকাছি লোক বাঙ্গালী নয় । তারা সাওতাল, চাকমা, মারমা, মুরং, ত্রিপুরা .... ইত্যাদি ।
আমাকে ৩টা প্রশ্নের উত্তর দিন? ১) বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করসে? টাকা বা ডলার এর বেপারে কিছু বলসে? ২) ইন্ডিয়ান ইমিগ্রেশন এ কি কি জিজ্ঞেস করসে? ৩)টাকার রেট কত?
১. বাংলাদেশের ইমিগ্রেশন : কি করেন, কেন যাচ্ছেন? এনওসি আছে কিনা? ২. ভারতের ইমিগ্রেশন: কোথায় থাকবেন, হোটেল বুকিং আছে কিনা? ৩. আমি টাকা থেকে ডলার করে ভারতে গিয়ে রুপি করেছি। প্রতিমুহূর্তে রেট চেঞ্জ হয়।
পরিস্কার উচ্চারণ
তথ্যবহুল
Thanks.
আমি গিয়েছিলাম গেল নভেম্বরের শেষ দিকে। আমি কতকিছু দেখবো ভাবছিলাম, কিন্তু সব গুরে বালি। শীতের ঠেলায় পাগল হয়ে গেলাম।
shate koto lac tk neya jai..kono prblm hoi naki 3\4 lac niye gele cash tk shahte
এন্ডোর্স করে নিলে সমস্যা নাই।
আপু মার্চ মাসে গেলে গ্যাংটক সিকিম এ বরফ দেখতে পাব?
সম্ভাবনা কম ভাইয়া।
পাবেন
মিতালী এক্সপ্রেস ট্রেন এর জানালা খোলা যাবে? আসলে আমার একটু ফোবিয়া আছে।
জানালা খোলা যাবে না। কারণ প্রতিটা বগি এসি।
Very nice,
Ticket cost
৩২০০ থেকে ৬০০০। সিট অনুযায়ী। ধন্যবাদ।
বাংলাদেশে প্ল্যাটফর্ম এতোটা নীচু কেনো?
এগুলো আগের মডেলের ট্রেনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা।
১. একজনের পাসপোর্ট দিয়ে পরিচিত অন্য কারো মাধ্যমে কি টিকেট কেনা যায়?
২. টিকেট কাটা গেলে একসাথে ২ জনের টিকেট কি পরিচিত কেউ কিনতে পারে?
একজন চারটা পাসপোর্ট দেখিয়ে টিকিট কাটতে পারবেন।
কতো তারিখ গিয়ে ছিলেন??
ডিসেম্বরের শেষ দিকে।
Ami December er 26 e jacchi . Changu lake e ki snow pabo?
Mitali express e immigration ki ki paper lage?
আপনারা বাঙালি । তবে কেন "ভারত"-কে India বলেন ?? ইংরেজিতে "ভারত"-কে India বলে । আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন নিশ্চয়ই India বলবেন ।
বাংলাদেশের লোকরা ভারতকে ইন্ডিয়া বলতে অভ্যস্হ । কারণ ভারত বল্লে অখন্ড ভারত কথাটা এসে যায় । ১৯৪৭ সালে ব্রিটিশদের শাসন করা দক্ষিণ এশিয় এলাকার বিভক্তিকরণকে দেশ ভাগ বলে অভিহিত করা হয় বাংলাদেশে । কারণ ব্রিটিশ আমলে দেশ বলতে দক্ষিণ এশিয়ায় ব্রিটিশদের শাসন করা সম্পূর্ণ এলাকাটাকেই বোঝানো হতো । বাংলাদেশের লোকরা বাংলাদেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে । কারণ বাংলাদেশের ভূখন্ডে বসবাসকারী সব জাতি-উপজাতি-নৃগোষ্ঠীর লোকরা বাংলাদেশি । বাংলাদেশিদের ২% -এর কাছাকাছি লোক বাঙ্গালী নয় । তারা সাওতাল, চাকমা, মারমা, মুরং, ত্রিপুরা .... ইত্যাদি ।
আমাদের কাছে যাহা ভারত তাহাই ইন্ডিয়া। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমাকে ৩টা প্রশ্নের উত্তর দিন?
১) বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করসে?
টাকা বা ডলার এর বেপারে কিছু বলসে?
২) ইন্ডিয়ান ইমিগ্রেশন এ কি কি জিজ্ঞেস করসে?
৩)টাকার রেট কত?
১. বাংলাদেশের ইমিগ্রেশন : কি করেন, কেন যাচ্ছেন? এনওসি আছে কিনা?
২. ভারতের ইমিগ্রেশন: কোথায় থাকবেন, হোটেল বুকিং আছে কিনা?
৩. আমি টাকা থেকে ডলার করে ভারতে গিয়ে রুপি করেছি। প্রতিমুহূর্তে রেট চেঞ্জ হয়।