এগারোজনের ইস্টবেঙ্গলের চেয়ে দশজনের ইস্টবেঙ্গল অনেক ভালো খেলেছে। তবে ইস্টবেঙ্গলের কপাল ভালো। প্রথমার্ধেই দু-দুবার বল ক্রশবারে না লাগলে ওড়িশা দুগোল পেয়েই যেত, আর দ্বিতীয়ার্ধে আনোয়ারের ভুলে ওড়িশা একটা পেনাল্টিও পেতে পারত। রেফারি অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে যা দুই দলের বিপক্ষেই গেছে। তবে, সব মিলিয়ে এই অপেক্ষাকৃত ম্রিয়মাণ ওড়িশারই ডমিনেন্স ছিল অনেক বেশি, প্রথম থেকেই। মাস্তানিটা মুখে নয়, মাঠেই সারতে হবে।
Thanks
এগারোজনের ইস্টবেঙ্গলের চেয়ে দশজনের ইস্টবেঙ্গল অনেক ভালো খেলেছে। তবে ইস্টবেঙ্গলের কপাল ভালো। প্রথমার্ধেই দু-দুবার বল ক্রশবারে না লাগলে ওড়িশা দুগোল পেয়েই যেত, আর দ্বিতীয়ার্ধে আনোয়ারের ভুলে ওড়িশা একটা পেনাল্টিও পেতে পারত। রেফারি অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে যা দুই দলের বিপক্ষেই গেছে। তবে, সব মিলিয়ে এই অপেক্ষাকৃত ম্রিয়মাণ ওড়িশারই ডমিনেন্স ছিল অনেক বেশি, প্রথম থেকেই।
মাস্তানিটা মুখে নয়, মাঠেই সারতে হবে।