সরকারি চাকরিতে কোটা বাতিল করতে আইনের বাধা কোথায়?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • সরকারি চাকরিতে কোটা সিস্টেম বাতিল করতে সমস্যা কোথায়?
    ইকোয়ালিটি এবং নন-ডিসক্রিমিনেশন সংবিধানের একটি মূলনীতি। কোটাব্যবস্থা এই নীতির ব্যতিক্রম। তবে সংবিধানে ব্যতিক্রমী ক্ষেত্রে বিশেষ বিধানের আওতায় কোটা রাখার সুযোগ আছে। সংবিধানের ২৯(৩) আর্টিকেল মতে, এই কোটা থাকতে পারে কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য।
    যেহেতু কোটা রাখা সংবিধানের মূলনীতির ব্যতিক্রম, তাই কাউকে কোটা সুবিধা দেওয়া যাবে কিনা তা নিয়ে সাংবিধানিক বৈধতার প্রশ্ন উঠতে পারে। সংবিধান যেহেতু কাউকে বাধ্যতামূলকভাবে কোটা সুবিধা দিতে বলেনি তাই কোটা সিস্টেম বাতিল করলে সেখানে কীভাবে সাংবিধানিক বৈধতার প্রশ্ন ওঠে? কোটা বাতিলের ক্ষেত্রে সাংবিধানিক বৈধতার প্রশ্ন তোলার সুযোগ নাই। কারণ সংবিধান কাউকে অধিকার হিসেবে কোটা দেয়নি।
    #কোটা_বাতিল #কোটা_সংস্কার #কোটা_আন্দোলন

ความคิดเห็น • 3

  • @billgalib7359
    @billgalib7359 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @osmangoni6797
    @osmangoni6797 2 หลายเดือนก่อน

    অসাধারণ আলোচনা, ভাইয়া।❤️💝