#নারাচ
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
- @গল্পকথায় সোমা @golpokothay_soma
#নারাচ-৪০ (উপন্যাসঃ #দেবারতি মুখোপাধ্যায়), উপস্থাপনায় @golpokothay_soma , পাঠ ও সম্পাদনাঃ সোমা বোস
#গল্পকথা,#গল্প কথা,#গল্প পাঠ,#bengali audiobook,#galpo anukalpo,#galpa anukalpo,#নারাচ,#বাণ,#লোহার বাণ,#তীর #লৌহশলাকা, #শলাকা, #নারক, #নারকীয়,#নারকেল,#নারকোল,#নারঙ্গ,#ঐতিহাসিক কাহিনী,#ঐতিহাসিক স্থান,#ঐতিহাসিক গল্প,#নারাজ,#দেবারতি,#ডাকাত রাজা,#ঈশ্বর যকখন বন্দী#গল্প কথা উন্মাদ সহোদরা,#গল্প কথার কল্পলোকে,#গল্প কথা দুই বোন
১৮৮৭ সালের ২৫শে মে হাওড়া থেকে বিশাল এক জাহাজ তীর্থযাত্রীদের নিয়ে রওনা হয় পুরীর দিকে। কিন্তু প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে জাহাজডুবি হয়। মৃত্যু হয় সাড়ে সাতশো মানুষের, যাদের অধিকাংশই দেশি মহিলা। মর্মান্তিক ঘটনাটি হারিয়ে যায় কালের গর্ভে।
সাক্ষী শুধু জগন্নাথ ঘাটের এক বিবর্ণ ফলক। এই সেই ঊনবিংশ শতক, যকখন নবজাগরণের আলোয় উদ্ভাসিত হচ্ছে বঙ্গদেশ। আবির্ভূত হচ্ছেন জ্যোতিষ্করা। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেয়েদের অধিকারের জন্য লড়াই করছেন। নবাব ওয়াজেদ আলি শাহ মেটিয়াবুরুজে একটুকরো লক্ষ্ণৌ গড়ে তুলছেন। আবার এই সময়েই হাজার হাজার অসহায় প্রান্তিক মানুষ চালান হয়ে যাচ্ছে ল্যাটিন আমেরিকার নানা দেশে।
বিস্তীরর্ণ ক্যানভাসে রচিত উপ্ন্যাস #নারাচ চছড়িয়ে আচছে সেই বর্ণময় সময়ের পটভূমিতে। লেকখলের টানটান কলমের মুন্সিয়ানায় উটঠে আসে অত্যুজ্জ্বল আলোর ঠিক নীচে অন্ধকারে পড়ে থাকা বঞ্চিত অভাগা মানুষেরা, যাদের কথা কেউ বলে না। কৃষ্ণসুন্দর, ভুবনমণির মতো আরও কিচছু প্রান্তজনের আজীবন লড়াইই এই কাহিনীর প্রাণবায়ু।
#নারাচ ঘটনার ঘনঘটায় আলোড়িত এক সুবিশাল উপন্যাস, যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্তঃসলিলার মতো বয়ে চলেচছে মানবতার জয়গান।
@golpokothay_soma সম্পূর্ণ একক উদ্যোগে, একক প্রচেষ্টায় বাংলা গল্প ও উপন্যাসের সম্ভার নিয়ে এসেছি সকলের জন্যে। সাথে থাকছে ভ্রমণের সামান্য কিছু গল্পও।
বাংলায় গল্প শুনতে ইচ্ছুক শ্রোতাদের কাছে অনুরোধ, ভুলত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, পরামর্শ দেবেন এবং আমার চ্যানেলের সমস্ত গল্পগুলি শুনবেন। জানাবেন গল্পগুলি কেমন লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।
কথা দিচ্ছি আগামীতে ভুলত্রুটিগুলি সংশোধনের মাধ্যমে আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের মন জয় করতে।
সুন্দর গলা দারুন অভিব্যক্তি
@@swapanmajumder1496 অনুপ্রানিত হলাম, অসংখ্য ধন্যবাদ 🙏☺️