সম্পর্কের চ্যালেঞ্জ: বোঝাপড়া কিভাবে সম্ভব? Borderline Personality Disorder | Dr. Munmun Jahan
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- সম্পর্কের চ্যালেঞ্জ: বোঝাপড়া কিভাবে সম্ভব? | Borderline Personality Disorder (BPD)
বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার (BPD) থাকলে সম্পর্কে অতিরিক্ত সংবেদনশীলতা, হুটহাট মুড পরিবর্তন আর অবিশ্বাস দেখা দিতে পারে। এতে দুজনেরই মানসিক চাপ বাড়ে, সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। কিন্তু বোঝাপড়া আর সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব!
এই ভিডিওতে আলোচনা করেছি-
✅ BPD কীভাবে সম্পর্ককে প্রভাবিত করে?
✅ সঙ্গীর আচরণ বুঝতে হলে কী করতে হবে?
✅ ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক কীভাবে সুস্থ রাখা যায়?
আপনি বা আপনার কাছের কেউ যদি BPD-এর চ্যালেঞ্জের মধ্যে থাকেন, এই ভিডিওটি তাঁদের জন্য হতে পারে সহায়ক। সম্পর্কে ভালোবাসা আর মানসিক শান্তি ফিরিয়ে আনতে জেনে নিন করণীয়! ❤️
🩺 Speaker:
Dr. Munmun Jahan
MBBS, MCPS, MSc (UK)
Consultant Psychiatrist
💬সুস্থ সম্পর্ক একটি স্বাভাবিক জীবনের প্রধান শর্ত, আর সেই সম্পর্ককে সুন্দর করতে প্রয়োজন সঠিক কমিউনিকেশন। এই সম্পর্কের উপরে আমাদের মানসিক সুস্থতাও নির্ভর করে। Communication Gap কমিয়ে সম্পর্কগুলো আরও বেশী কিভাবে মজবুত হতে পারে, এছাড়াও Healthy Diet, বিভিন্ন Relationship, Nutrition, Psychiatric Disorder সহ নানাবিধ সমস্যায় প্রতিনিয়ত আমি থাকবো আপনাদের সাথে।
👍 Like | 💬 Comment | 🔄 Share | 🔔 Subscribe
📞 অ্যাপয়েন্টমেন্ট বা তথ্যের জন্য কল করুন:
📱 09638 505 505 / 01763 438 148
🕘 সময়: সকাল ৯টা - রাত ১০টা
💬 WhatsApp: 01763-438148
➡️ আপনার মানসিক সুস্থতায় আজই উদ্যোগ নিন! 🌟
#drmunmunjahan #relationship #psychology #relationshipadvice #love
Impressive ❤❤❤.
ধন্যবাদ ❤️
Own family life personal life since childhood does matter.
Thanks for your opinion ❤️
আমি BPD পেশেন্ট। জ্ঞান হওয়ার পর থেকে আমার স্বপ্ন ছিলো, আমি ভালো পার্টনার ও বেস্ট মম হবো। কিন্তু নিজের মানসিক অবস্থা বিবেচনায় বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। নিজের শখ পূরণ এর জন্য অন্য কারো লাইফ খারাপ করার রাইট তো আমার নেই। আর এক্সেপশনাল কে এক্সাম্পল হিসেবে না নেয়াই ভালো। কিন্তু আমার পুরো লাইফ ডেস্ট্রয় হয়ে গেছে
আপু আপনার মেসেজটি পড়েছি।
আসলে এভাবে মেসেজের ভিত্তিতে কোনো কার্যকরী সমাধান দেয়া সম্ভব নয়।
দু;খিত, ইনবক্সে এ সংক্রান্ত পরামর্শ দেওয়া সম্ভব নয়।
একজন ক্লায়েন্টকে নিরাপদ ও কার্যকরী চিকিৎসা/সমাধান দিতে যে বিস্তারিত তথ্য ও পরীক্ষার দরকার হয় তা এখানে নেই। তাই এটুকু তথ্যের উপর ভিত্তি করে উত্তর দিলে আপনার উপকার করতে যেয়ে আমরা হয়তো অপকার করে ফেলতে পারি।
আশা করি আপনি আমার অপারগতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার সমস্যাটির জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন
Amio decision nisi school a thaktei coz I was damaged ruined self no life since little so never wrong wth anyone in d name of love/bia
@BlueSky-l7f স্কুলে থাকতে কিভাবে সিওর হলেন? ১৮ বছরের আগে সাইকোলজিস্টরা তো পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোস করে না বলে আমি জানি।
ঠিক ম্যাম এমন হয় প্রচুর ছেলেদের সাথে। এমন হলে তাকে ছেড়ে দেওয়া উচিত। আমার মতে
Thanks for your opinion.
@@MDArifulIslam-x9p ছেড়ে দিতে চাইলে যে কোনো কারণ এই ছেড়ে দেয়া যায়। বাট কাল আপনি অসুস্থ হয়েছেন বলে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেলে, আপনার কেমন লাগবে!! বর্ডারলাইন প্রোপার থেরাপি (CBT, DBT) তে ঠিক হয়। আমি অনেক ইন্টারন্যাশনাল ডক্টর, কাউন্সিলর, সাইকোলজিস্টদের কাছে শুনেছি৷ এক বছর প্রোপার ট্রিটমেন্ট নিলে বিপিডি পেশেন্ট রা সুস্থ হয়ে যায় এবং হ্যাপি লাইফ লিড করে। তবে আপনার পার্টনার এর এই সমস্যা থাকলে, আমি বলবো, বাচ্চা নেয়ার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না,ঠিক হওয়ার আগে। আর যদি এটা আপনার গার্লফ্রেন্ড এর সমস্যা হয়, তাহলে জা ইচ্ছা করতে পারেন।
Ma'am..... Amr ptner o amr sathe emn kore.. Ek din vlo arek din kharap..... Se 2din er modde full cng hoye gese.. Ekhn se amk sere chole gese.. Ekhn ami ki krbo 😭😭plz hlp me 🙏🙏
আপনার বিষয়টি জানতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন, আপনি উপকৃত হবেন আশা করি।
আপনি আরও সাহায্য ও পরামর্শের জন্য Appointment সেকশনে যোগাযোগ করতে পারেন:
09638505505
অথবা, আপনার যোগাযোগ নম্বরটি কমেন্টে রিপ্লাই হিসেবে জানালে আমাদের টীম থেকে আপনাকে যোগাযোগ করবে।
ধন্যবাদ,
চ্যানেল মডারেটর
Etar therapy r jonno kemon cost hote pare?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে আপনার যোগাযোগ নম্বরটি আমাদের সাথে শেয়ার করুন।
আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।
অথবা সরাসরি কল করুন:
09638 505 505
01763-438148
২ হাত অনুরোধ করে বলছি,,, আপু আমাকে সাহায্য করুন,, আমার স্বামী পরকীয়ায় আসক্ত,,এখন আমি কি করে তাকে আমার কাছে ফিরাবো,,, আমার বিয়ের আগে থেকেই তার এই প্রেম ভালোবাসা সম্পর্ক আছে ,,থাকতে থাকতে আমাকে বিয়ে করছে, এখন আমি বুঝতে পারছি,,, আবার সে কিন্তু সব মৌলিক চাহিদা অধিকার আমার পুরোন করে ,,,আমি এই সংসার নষ্ট করতে চাই না,,আপু প্লিজ প্লিজ প্লিজ প্লিজ উপায় দেন কি করবো আমি আমি দিন দিন ডিপ্রেশন ইমোশনাল আবেগ এ জীবন কাটছে,,,
আপনার বিষয়টি জানতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আপনার নিকটস্থ একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।
ম্যাম এই রকমের রিলেশনশিপ এ করণীয় কী?
আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন।
আশা করি,আপনি উপকৃত হবেন।
আপনি আরও সাহায্য ও পরামর্শের জন্য Appointment সেকশনে যোগাযোগ করতে পারেন:
09638505505
অথবা, আপনার যোগাযোগ নম্বরটি জানালে আমাদের টীম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ,
চ্যানেল মডারেটর
@DrMunmunJahan আমি নিয়মিত দেখি আপনার ফেসবুক চ্যানেলে।আপনার কথা ভালো লাগে। 😊বিষয় গুলো সুন্দর করে বুঝতে পারা যায়। ম্যাম আপনি এই টপিক এর করণীয় নিয়ে একটি ভিডিও বানালে উপকৃত হবে।✨
❤@@DrMunmunJahan
Ami apnar shate aktu kotha bolte chai mam. Plz bolben kivabe apnar shate kotha bolte pari?
আপু,
আপনি আমার এপয়েন্টমেন্ট নিতে পাারেন।
আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অনুগ্রহ করে আপনার যোগাযোগের নাম্বার প্রদান করুন। লাইফস্প্রিং থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
অথবা সরাসরি কল করুন:
09638 505 505
01763-438148
ধন্যবাদ,
চ্যানেল মডারেটর
Mam apnar shate ki kono vabe ami aktu phone contact ba online contact korte pari. Actually mam amar mental condition khub baje obostha ami kau k kisu bolte parsina bozate o parsina. Amr ki kora uchit ba ki korbo ami buzte parsina. Plz jodi contact shomvob hoy to amk aktu janaben apnar jodi kono Facebook page ba id thake tao. Plz mam amar apnar moto karo shate kotha bola vishon dorkar
Mam ami amr life er amon ak situation a asi akhon jekhane kono akta vul decision amar puro life ta shesh kore dite pare. But ami kono right decision o nite parsina
@@MunnaLoskar-l6c safety goodness fr all, that's main
Kotha bolte pari kivabe?
অনুগ্রহ করে আপনার কনটাক্ট নম্বরটি শেয়ার করবেন। লাইফস্প্রিং থেকে আপনার সাথে যোগাযোগ করে কীভাবে আমার এপয়েন্টমেন্ট বুক করবেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জানাবে।