ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Krishno - কৃষ্ণ I Habib Ft. Kaya - হাবিব ফিচারিং কায়া I Arkum Shah I Original Sound Track

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2019
  • Krishno - কৃষ্ণ I Habib Ft. Kaya - হাবিব ফিচারিং কায়া I Arkum Shah - আরকুম শাহ্‌ I Original Sound Track
    Song: Krishno - কৃষ্ণ
    Album: Krishno - কৃষ্ণ
    Singer: Kaya - কায়া
    Lyrics & Tune: Arkum Shah - আরকুম শাহ্‌
    Composition: Habib - হাবিব
    Produced By: Ektaar Music Ltd. - একতার মিউজিক প্রযোজিত।
    Connect With Us -
    ►Subscribe to Ektaar Music: goo.gl/CMunzw
    ►@Facebook: / ektaarmusico. .
    #Krishno
    #Habib
    #Kaya
    #Arkum_Shah
    #Popular_Folk_Song
    Note: If you wish to share this video, please make sure you embed the link and share the original source. Please refrain from copying or duplicating the video, and help us support anti-piracy measures in any way you can. Thank you - Ektaar Music.

ความคิดเห็น • 648

  • @rakib07dark
    @rakib07dark ปีที่แล้ว +80

    ভাবা যায় একটা গান ২১ বছর ধরে এখনো এভারগ্রিন এর মতো আছে।আসলেই হাবিব একটা সেই লেভেলের ✨

  • @TheXuton
    @TheXuton 2 ปีที่แล้ว +143

    হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে যেতাম ২০০৪ সাল চারদিকে শুধু এই গান বাজতেছে । মানুষ জন ও টের পেয়ে গিয়েছিলো মিউজিক ইন্ডাস্ট্রী চেঞ্জ করার জন্য হাবীব নামের কারো একজনের আবির্ভাব হয়েছে, সে জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে । হাবীব ওয়াহিদ
    A legend has Born .... ❤️

    • @maenkarchipay1722
      @maenkarchipay1722 ปีที่แล้ว +8

      also he is the ppioneer of introducing autotune in bangladesh for the very first time in 2003

    • @legendsneverdie9709
      @legendsneverdie9709 ปีที่แล้ว +2

      @@maenkarchipay1722 Exactly 👌

    • @AhsanHabibReaction
      @AhsanHabibReaction 10 หลายเดือนก่อน

      ​@@maenkarchipay1722অটোটিউন খারাপ কিছু নয় যদি অপব্যাবহার না হয়। হাবীব এর মত লিজেন্ডের হাতে অটো টিউন ও দারূন কিছু দিতে পারে। যোগ্য লোকের কাছে পড়লে অটো টিউন দিয়ে দারুন কিছু করা সম্ভব।

    • @KawsarAhmed-yr7gl
      @KawsarAhmed-yr7gl หลายเดือนก่อน

      একদম ব্রো👌👌👌

  • @dildarchoudhury5468
    @dildarchoudhury5468 3 หลายเดือนก่อน +76

    2024 এ কে কে শুনেছেন 👍 দিয়ে যান।

  • @ibrahimkhalil7008
    @ibrahimkhalil7008 2 ปีที่แล้ว +92

    হাবিব ভাই সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন কম্পোজিশনার...♥

  • @nobinrine2586
    @nobinrine2586 2 หลายเดือนก่อน +8

    এই গানটির মাধ‍্যমে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে একটি নতুন যুগের সূচনা হয়েছিল। হাবীব ওয়াহিদের কম্পোজিশনের এই গানটির মাধ‍্যমেই বাংলাদেশে মর্ডান মিউজিকের সূত্রপাত। স্মৃতি রেখে গেলাম ২০২৪ সালে আরেকবার🎵🖤

  • @MrNewaz123
    @MrNewaz123 2 ปีที่แล้ว +331

    এই গানটা যেদিন রিলিজ হলো, সেদিন মৌচাক মোড়ে প্রথম শুনি। রাত ১০টা বড় স্পিকারের ধামাকা। উফ সেই রকম।

    • @monirmonir7003
      @monirmonir7003 ปีที่แล้ว +8

      কত সালে

    • @bosiyarhossainroman4778
      @bosiyarhossainroman4778 ปีที่แล้ว +3

      কত সালে রিলিজ হইছে বলতে পারেন

    • @jannatulnayem4474
      @jannatulnayem4474 ปีที่แล้ว +1

      মনে হয় ৩ কি ৪ এর এদিকে রিলিজ হইছে

    • @Stvillagekitchen923
      @Stvillagekitchen923 ปีที่แล้ว +1

      আহারে হাবিব ❤❤❤❤

    • @Stvillagekitchen923
      @Stvillagekitchen923 ปีที่แล้ว +1

      হাবিব??

  • @hasibwahid8376
    @hasibwahid8376 20 วันที่ผ่านมา +2

    ২১ বছর আগে হাবিব ওয়াহিদ সময়ের থেকে কতটা এগিয়ে ছিলো এই এ্যালবামটাই তার উদাহরণ।
    ২০২৪ সালে এসেও শুনছি।

  • @arafathridom7317
    @arafathridom7317 ปีที่แล้ว +208

    2023 সালে এসে যারা এই মাস্টারপিস গানটি সার্চ দিয়ে শুনছেন,তাহলে আপনি লিজেন্ড।
    লিজেন্ড গুলো অবশ্যই লাইক দিয়ে আপনার স্মৃতি রেখে যাবেন।❤❤

    • @mdrokonahmed4346
      @mdrokonahmed4346 5 หลายเดือนก่อน

      ভাই ওসথির গান ❤

    • @Ragnarsakib
      @Ragnarsakib 4 หลายเดือนก่อน +1

      লাইক ভিক্ষুক

  • @user-jv4db8dp5j
    @user-jv4db8dp5j 5 หลายเดือนก่อน +5

    আমি তখন অনেক ছোট, সম্ভবত ২০০৯ সাল,, আমাদের গ্রামে সিনিয়র ভাই ব্রাদার এই গানটা বাজাচ্ছে আর নিজেদের স্মার্ট মনে করছে,,চোখে দেখা ঐ মুহুর্তটা বলে বুঝানো যাবে না,,তখন গ্রামের আঁকাবাকা মেঠোপথ,,আহ্ কি সোনালী দিন

  • @mddinaj9550
    @mddinaj9550 หลายเดือนก่อน +3

    বাংলাদেশে প্রথম রিমিক্স music সেরা গান,,,,২০০৪ সাল,বহুবার শুনেছি গানটি,,শিল্পী, কায়া।

  • @djjssnjs
    @djjssnjs ปีที่แล้ว +15

    এই এলবাম আমার বাবা আমার জন্য ঢাকা থেকে নিয়ে গেছে। আজকে বাবা নেই সৃতি গুলো আজো অম্লান হয়ে আছে।
    দোয়া করি আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দান কর। বাবার বুল গুলো খমাকরে দিয়।

  • @Sohgatv24
    @Sohgatv24 2 ปีที่แล้ว +78

    সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যতবার গানটা শুনি অতিতে ফিরে যাই...
    প্রায় ২১ বছর পিছনের জীবনে চলে যায় কত মায়া জড়ানো স্মৃতি ছিলো

  • @nizamahmed7435
    @nizamahmed7435 หลายเดือนก่อน +4

    গান ভোকালে- কায়া,
    গানের আসল মালিক- শাহ আবদুল করিম।
    গানের নতুন ভাবে সবার জন্য হাবিব কে অনেক ধন্যবাদ ২০০৩ সালে গানটি প্রথম শুনি।।।

    • @sudiptokarmokar7955
      @sudiptokarmokar7955 หลายเดือนก่อน

      গানের আসল মালিক হিন্দু সমাজের। এই গান হিন্দুদের লোকগিতির গান অবশ্য এটা একটা ভজন ছিলো। যদি এই গানটাতে ইংরেজি বাজে কথা না দিতো তাহলে আরো ভালো হতো

  • @adnanr7308
    @adnanr7308 2 ปีที่แล้ว +16

    গানটা আমার জন্মের আগের হোলেও এখন পর্যন্ত শুনে যাচ্ছি, সবাই এসব গান শুনতে পারেনা কারন, ইউটিউব এটা সাজেস্ট করেনা, আর সবার এমন মাস্টারপিস সার্চ কোরে শোনার মতো কোনো মানুষিকতা নাই
    🖤 ভালোবাসা 🖤

  • @mithunreza
    @mithunreza 2 ปีที่แล้ว +138

    আমি বাংলার লোকগান চিনতে শুরু করেছিলাম এই এলবামটির হাত ধরে। তার আগে লোক কবিদের নামও জানতাম না। হাবিবের কাছে অনুরোধ থাকবে বাংলার মাঠ-ঘাটের গান নিয়ে যেন আবার কাজ করে। ☺️🙂

    • @jantozinok2170
      @jantozinok2170 ปีที่แล้ว +2

      PPP loan on our 0

    • @jantozinok2170
      @jantozinok2170 ปีที่แล้ว +1

      0

    • @ramprosadchanda9977
      @ramprosadchanda9977 ปีที่แล้ว

      এক্স

    • @user-uw7uj1hl8o
      @user-uw7uj1hl8o 11 หลายเดือนก่อน

      এই গানটি মুলত গেয়েছেন, কায়া। ফিচারিং এ ছিলেন হাবিব।

    • @toxicgamelover
      @toxicgamelover 10 หลายเดือนก่อน

      ​@@user-uw7uj1hl8oফ৪চম৩৫চ৫৫ফ৫৫গ৪ল্লল্লল্লল্ল০লচ্চম৫৫ও🎉ক্স,য
      ৩য২ফ২((?****?;(?
      মাঝে

  • @rubelranarubelrana2709
    @rubelranarubelrana2709 2 ปีที่แล้ว +46

    কায়া স্যারের কন্ঠের ভিতরে কেমন যেন আকর্ষণ আছে

  • @mdraihan957
    @mdraihan957 3 ปีที่แล้ว +39

    ছোটবেলায় ক্যাসেটে শুনতাম 💙💙
    ভাল্লাগছে ভাই ভাল্লাগছে 💕💕

  • @kamrulahmmed3167
    @kamrulahmmed3167 ปีที่แล้ว +43

    সৃতি রেখে গেলাম,,যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটি❤️

    • @KawsarAhmed-yr7gl
      @KawsarAhmed-yr7gl หลายเดือนก่อน

      আসেন, শুনে যান

  • @techIT24hrs
    @techIT24hrs ปีที่แล้ว +28

    কমেন্ট করে গেলাম এই কমেন্টে যতবার লাইক নোটিফিকেশন আসবে ততবারই গানটা শুনতে আসব।❤❤

  • @TanvirAhmed-wr8oh
    @TanvirAhmed-wr8oh ปีที่แล้ว +31

    ২০০২ সাল হাবিব ওয়াহিদ পুরা মিউজিক ইন্ডাস্ট্রি বদলায় দিছে

    • @KawsarAhmed-yr7gl
      @KawsarAhmed-yr7gl หลายเดือนก่อน

      একদম

    • @mddinaj9550
      @mddinaj9550 15 วันที่ผ่านมา

      ২০০৪ সালে এই মিউজিক এলবাম টি রেকর্ড হয়,লন্ডন থেকে,, শিল্পী, কায়া,এবং হাবিব ওয়াহিদ

  • @user-mx1ev7tr8f
    @user-mx1ev7tr8f 2 ปีที่แล้ว +157

    কারা কারা আমার মত গান প্লে করে কমেন্ট পড়তে আসছেন
    লাইক দাও🙂🙂🙂

  • @ahmedfoysal7553
    @ahmedfoysal7553 11 หลายเดือนก่อน +19

    সময়টা সম্ভবত ২০০২/২০০৩ সাল ছিলো আহ কি চমৎকার ছিলো তখনকার সময়গুলো ও তার সাথে সবার মুখে মুখে মুখরিত ফিতার ক্যাসেটের গান গুলোও!!! আমাদের সময়ে গান এসব গানগুলোতে আবেগ ভরা ছিলো যা এখনকার ছেলেরা বুঝবেনা!! চোখ বন্ধ করে শুনতে শুনতে কিছু সময়ের জন্য অতীতে চলে গেলাম,

    • @litonvlogs6747
      @litonvlogs6747 9 หลายเดือนก่อน

      Hmm boss

    • @mdrokonahmed4346
      @mdrokonahmed4346 5 หลายเดือนก่อน

      Right bro 😊

    • @Sifat333
      @Sifat333 3 หลายเดือนก่อน

      আমরা এখনের হয়ে ও এই গান গুলোতে আসক্ত 🤗☺️

  • @imran_mahamud.
    @imran_mahamud. 4 หลายเดือนก่อน +6

    ময়ূর বেশেতে সাজন রাধিকা 🖤🌸

  • @RaXeLaLRAHi
    @RaXeLaLRAHi ปีที่แล้ว +5

    কায়া এই এক গানেই বাজিমাৎ!! সেই সময়ের টপ ওয়ান একটা গান। এখনো শুনি। আগের মতো ই লাগে

  • @mahmud3mn
    @mahmud3mn 2 ปีที่แล้ว +17

    এই গান এবং পাশাপাশি এই এলবাম বাংলা গানের ধারায় নতুন জোয়ার এনেছিলো। সেই ক্লাস থ্রি তে থাকাকালীন গানটা রিলিজ করেছিলো। তখন আর আজ ২০ বছর পর একই ধরনের আনন্দানুভূতি ফিল করি এই গানটি শোনার সময়।

  • @nahiaakter550
    @nahiaakter550 3 ปีที่แล้ว +36

    আমি যখন ১ম শ্রেণিতে পড়ি তখন এই গান টা খুব ফেমাস ছিলো।
    আমার খুব প্রিয় গান এটা।

    • @MHJony958
      @MHJony958 2 ปีที่แล้ว

      Hum😪

    • @sofikahmed2717
      @sofikahmed2717 2 ปีที่แล้ว

      @@MHJony958 হাই

    • @MHJony958
      @MHJony958 2 ปีที่แล้ว

      Sofik Ahamed

    • @dalimnuruddin49
      @dalimnuruddin49 2 ปีที่แล้ว

    • @user-ng5ky8kf4z
      @user-ng5ky8kf4z ปีที่แล้ว +1

      আমিও তখন ক্লাস ওয়ানে পড়তাম

  • @rakinbabuny8581
    @rakinbabuny8581 2 ปีที่แล้ว +23

    কিছুক্ষণের জন্য অতীত সৃতিচারণ করে আসলাম❣️

  • @mdasadayub6980
    @mdasadayub6980 ปีที่แล้ว +9

    এই গান টা আমার এতটাই চমৎকার লাগে এতটাই ভীষণ ভালো লাগে বলে বুঝাতে পারবো না দারুণ অনেক সুন্দর অসাধারণ একটা গান। ২০২৩ সালের ১৪ ই জুন গান টা শুনে কমেন্ট বক্সে মূল্যবান বক্তব্য লিখে স্মৃতি রেখে গেলাম।

  • @ashikchowdhury6344
    @ashikchowdhury6344 3 ปีที่แล้ว +194

    ২১ বছর আগের হাবিব ভাইয়ের কম্পজিশন, ভাবা যায়!🤔

    • @mahedihasan-pk2hw
      @mahedihasan-pk2hw 2 ปีที่แล้ว +9

      that's why he is an legend in our music industry

    • @islamariful8081
      @islamariful8081 2 ปีที่แล้ว +4

      2002/2003 release

    • @mdnayeemfuad2886
      @mdnayeemfuad2886 2 ปีที่แล้ว +4

      ২১ বছর কই পাইলেন মিয়া 🐸🙄

    • @galibjahan8509
      @galibjahan8509 2 ปีที่แล้ว +2

      সত্যিই তাই। Awesome song.owaooooooo. 👍👍👍👌👌👌🇧🇩💗💝💞💖💐💐💐💛💛💛🎷🎹🎺🎸🎤🎧🎙🎵🎶🎼📸💫🔥🔥⚡🌟🏆🏅❤🌈🌻🎊🎉🎆🎇✨🎇🎆🎊🎈

    • @unlimitedentertainment7241
      @unlimitedentertainment7241 2 ปีที่แล้ว

      2003 Release korse 21 year koy pailen

  • @mdatikkhan7963
    @mdatikkhan7963 ปีที่แล้ว +11

    কৃষ্ণ ও মায়া আর আসবেনা বাংলার বুকে এমন কিছু একবারই হয়❤️

  • @MahadiHasan-zl1tg
    @MahadiHasan-zl1tg 2 ปีที่แล้ว +62

    অনেক ছোট ছিলাম বয়স ১২ ক্লাস সেভেন এ পরি,২০০২ সাল ভাইয়ার ওয়াকম্যান ছিলো সেটাতে শুনতাম ❤️🥰😍

    • @KbdEngrZiaulHudaDAE
      @KbdEngrZiaulHudaDAE 2 ปีที่แล้ว +1

      Same here my friend

    • @sumonahmedriyen9086
      @sumonahmedriyen9086 ปีที่แล้ว +1

      এটা ২০০৩ সালের হাবিব ভাইয়ের ১ম এ্যালবাম তখন আমি টেপ রেকর্ডার ক্যাসেটে শুনি আমার বয়স ছিল ১৩ বছর আপনি আমার সমবয়সী ভাই

    • @sabbirahmedsar3160
      @sabbirahmedsar3160 10 หลายเดือนก่อน

      @@sumonahmedriyen9086amr age 14 ato tk chilo na Tongi bazzar a Abbu Robi bar r Friday ta jaito bazzar korta Cassette market nicha daraya suntam valoi lagto

    • @litonvlogs6747
      @litonvlogs6747 9 หลายเดือนก่อน

      Ami o boss😊

  • @sadmansaimon2139
    @sadmansaimon2139 6 หลายเดือนก่อน +7

    এই গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই একটা স্মৃতি রেখে গেলাম

  • @durudahmod8288
    @durudahmod8288 8 หลายเดือนก่อน +8

    লন্ডনের অডিও ইনজিনিয়ারিং উপরে পড়ালেখা করে কম্পিজিশন শিখেছেন আমাদের হাবিব ওয়াহিদ ভাই যে কম্পিজিশনের যোগের মাত্রা ছাড়িয়েছে❤️❤️এজন্যই তো বলি বিশ্বের সেরা ইউনিভার্সিটি লন্ডনে কেন??

  • @Omortosif99
    @Omortosif99 ปีที่แล้ว +3

    গানটি যে দিন মুক্তি পেলো আমার বড় ভাই তখন অডিও কাসেটটি কিনে আনলেন তার পরে অনেক সাউন্ড দিয়ে কতো যে শুনেছি হাইরে অতীত মনে পড়ে গেলো 😢

  • @mdatikkhan7963
    @mdatikkhan7963 ปีที่แล้ว +7

    এই মিউজিকে আলাদা একটা ভাব আছে যা শুনলেই নেশা চলে আসে❤

  • @mehedidipu8051
    @mehedidipu8051 8 หลายเดือนก่อน +7

    আহ রে কি নিখুত কম্পজিশন, কি স্পষ্ট তাও আবার এনালক যুগে।
    উফসসসস ভাবলেই মাথা নষ্ট এ শুধু হাবিব দ্বারাই সম্ভব ছিলো🥰 এখনকার ও গান 😟

  • @hasansirenglishzone7061
    @hasansirenglishzone7061 2 ปีที่แล้ว +13

    আমার জীবনের একটা অংশ এই গানটি।

  • @SahedMia-bd
    @SahedMia-bd 5 ปีที่แล้ว +50

    অসাধারণ
    একটা গান। এসব গান শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে।

    • @EktaarMusicOfficial
      @EktaarMusicOfficial  5 ปีที่แล้ว +6

      ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথেই থাকুন

    • @sihshahin2490
      @sihshahin2490 3 ปีที่แล้ว +1

      @@EktaarMusicOfficial nice

    • @isratjahan8078
      @isratjahan8078 2 ปีที่แล้ว

      @@EktaarMusicOfficial আপনাদের ধন্যবাদ পুরোনো দিনের গান আপলোড করার জন্য

  • @yonayedhassan5965
    @yonayedhassan5965 7 หลายเดือนก่อน +1

    এতো বছর আগের কম্পোজিশন অথচ সাউন্ড কোয়ালিটি এবং রিদম শুনে মনে হয় এটা বর্তমান সময়ের চলমান কোন একটা গান।
    এরকম কাজ সবার দ্বারা করা সম্ভব নয়।

  • @dewanshohan9620
    @dewanshohan9620 ปีที่แล้ว +5

    গান শুনে আমার চোখে পানি এসে পড়েছে মনে হল আবার সেই শৈশবে ফিরে এলাম😢😢😢😢

  • @foysal7297
    @foysal7297 3 หลายเดือนก่อน +3

    বাড়ির উঠানে আমরা যখন ক্রিকেট খেলতাম টিটু ভাই তখন এই এলবামটা চালিয়ে দিতো। গান শুনতাম আর খেলতাম।❤❤❤

  • @Sharmin859
    @Sharmin859 ปีที่แล้ว +4

    আমার যতদূর মনে পরে এই গানের মাজে দিয়ে হাবিব এর আত্মপ্রকাশ ঘটেছিল

  • @AsaduzzamanSohel
    @AsaduzzamanSohel 3 ปีที่แล้ว +5

    ক্লাস সিক্স বা সেভেনে পড়তাম। প্রথম শুনেছিলাম স্টীমারের মাইকে ও স্টীমারের চায়ের দোকানে। আমরা স্টীমারের ঢাকা যাচ্ছিলাম। সারারাত এই এ্যালবাম টাই চলেছিলো।

  • @user-wt9go8fm8g
    @user-wt9go8fm8g 8 หลายเดือนก่อน +2

    কায়া ও হাবিব ওয়াহিদের দুটো এ্যালবামই ছিলো আমার কাছে।।❤❤❤❤

  • @nazrulislamnadim9026
    @nazrulislamnadim9026 ปีที่แล้ว +2

    ক্লাস সিক্সের কথা মনে পড়ে যায়, সেই ২০০৪ সালের কথা।
    ফিতার ক্যাসেটে কতবার যে শুনছি বলতে পারবোনা।

  • @ryhanabuabdullahibrahim3969
    @ryhanabuabdullahibrahim3969 2 ปีที่แล้ว +13

    Mr Habib is a mysterious and intelligent singer of Bangladesh.

  • @jh.parvej3
    @jh.parvej3 10 หลายเดือนก่อน +2

    খুব ছোট ছিলাম তখন, প্রাইমারী স্কুলে পরতাম
    স্কুলে যাওয়া আশার পথে বাজারের দোকান গুলোতে শুনতাম।

  • @aneekaneek3584
    @aneekaneek3584 2 ปีที่แล้ว +21

    Ai 1 gaaan e pura music industry dramatically change kore dey ❤️❤️❤️ great composer habib 😍

  • @HR7_LDN
    @HR7_LDN 3 หลายเดือนก่อน +2

    Too certi 🥶🥶🔥🔥

  • @modestlifestyle101
    @modestlifestyle101 3 ปีที่แล้ว +45

    Missing those old days ❤️

    • @MHJony958
      @MHJony958 2 ปีที่แล้ว +1

      Hum😪

    • @aktar7588
      @aktar7588 2 ปีที่แล้ว

      @@MHJony958 good ilke song nice

    • @murshedalom9775
      @murshedalom9775 2 ปีที่แล้ว

      Oy go boin😇

    • @Babu-fz4np
      @Babu-fz4np 2 ปีที่แล้ว

      আমিও

  • @md.asifreza2257
    @md.asifreza2257 ปีที่แล้ว +4

    সেই ২০০৫ সালে কত সিডি তে বাজাতাম এখন সেই একই রকম ফিলিং 🔥

  • @AsifIqbal-ky7up
    @AsifIqbal-ky7up หลายเดือนก่อน

    পৃথিবীর মৃত্যু পর্যন্ত বেঁচে থাকুক। যাতে প্রজন্মের পর প্রজন্মের উপভোগ করুক ❤️Love u BD songs 😘

  • @nirmolsaha7014
    @nirmolsaha7014 8 หลายเดือนก่อน +2

    Uff sei 2004 😢😢2012 pore theke ar valo gan pelamna

  • @TufaayelAhmed
    @TufaayelAhmed 23 วันที่ผ่านมา

    সেই ২০০৪ তখন খুব ছোট ছিলাম গান বুঝতাম না কিন্তু পাড়ার বড় ভাইরা দেখতাম ফুল ভলিউম দিয়ে রাতদিন স্পিকারে ক্যাসেটে বাজাচ্ছে। ❤
    সেই তখন থেকে হাবিব ওয়াহিদ এর ফ্যান।

  • @nityaranjansarkar3279
    @nityaranjansarkar3279 2 ปีที่แล้ว +4

    Bangladesh beather radio today 89.6. radio today তে পরীক্ষামূলক সম্প্রচারে অনেক শুনেছিলাম।অনেক ভালো লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

  • @bangtvworld
    @bangtvworld 22 วันที่ผ่านมา

    ২০২৪ এর কিশোরদের কেমনে বুঝাই, এই গান যখন বের হয় আমরা জাস্ট থ হয়ে গেছিলাম। এরকম সাউন্ড হওয়া সম্ভব তা আমাদের কারো ধারণা ছিল। এমন গান যা শহর থেকে গ্রাম, কর্পোরেট হাউজ থেকে ফুটপাথ, কোথায় চলেনি? হাবিব ❤ শাহ আব্দুল করিম ❤️‍🔥

  • @sujonbhuiyan1490
    @sujonbhuiyan1490 3 ปีที่แล้ว +8

    ছোট বেলার কত স্রিতি
    এই গানটার শাথে জড়ানো

  • @Ankit-kl6ki
    @Ankit-kl6ki 2 ปีที่แล้ว +17

    গানটা যখন শুনি তখন আমার বয়স ২০০৪ এর কথা।অনেক ফেমাস গান ছিল।❣️❣️

  • @foridislamrakib270-gv2fy
    @foridislamrakib270-gv2fy 11 หลายเดือนก่อน +2

    ছোট্ট বেলা কেসেট এই গান টা অনেক শুনতাম 🎉 আজ আবার হঠাৎ করে শুনছি

  • @rajonsharker3257
    @rajonsharker3257 8 หลายเดือนก่อน +3

    স্টিল ফেভারিট ❤❤

  • @raihanShamil_deadman
    @raihanShamil_deadman 10 หลายเดือนก่อน +2

    সেই ২০০২-২০০৩ এ ফিরে গেলাম। এতো নস্টালজিয়া!! হাবিব ভাই মাস্টারপিস

  • @asrafmahmud8513
    @asrafmahmud8513 ปีที่แล้ว +3

    ইউটিউব এ এই হিট গানটার ভিউ এতো কম কেন জানি না।

  • @jonex4175
    @jonex4175 2 ปีที่แล้ว +12

    Singer Habib vai is rocks❤️❤️

  • @heaven6941
    @heaven6941 6 หลายเดือนก่อน +4

    গানেটা শুনি শুধু মিউজিকটার জন্য

  • @marzanabasit6409
    @marzanabasit6409 ปีที่แล้ว +4

    Sweet Krishno

  • @aslammir7402
    @aslammir7402 3 ปีที่แล้ว +6

    গানটা ভালোলাগে আমার কাছে

  • @anikmiazi7971
    @anikmiazi7971 3 ปีที่แล้ว +17

    অসাধারন গানটা।বহু বছর পর শুনছি।

  • @rubinarubisdaily
    @rubinarubisdaily 2 หลายเดือนก่อน

    ২০০৪-৫ সালের দিকে এই ক্যাসেটটা বের হয়েছিলো। সব জায়গাতেই এই গানটা বাজতো। চেঞ্জার নামে অডিও ফ্লেয়ারে এই ক্যাসেট চালানো হতো। ৩০ টাকায় কেনা যেতো। এক জনে কিনলে সবাই পাল্টাপাল্টি করে শুনতো। আমাদের ঘরে বাজানোর পর কাকলি শিউলিদের ঘরে নিয়ে যেতো বিনিময়ে আমরাও ওদের থেকে কুমারশানু , সনু নিগমের ক্যাসেট আনতাম। এমন বিনিময় চালু ছিল তখন। আর ফিরে আসবে না সেই দিনগুলো ❤

  • @marzanabasit6409
    @marzanabasit6409 ปีที่แล้ว +3

    Creative Hasan and Krishno

  • @junayed1
    @junayed1 10 หลายเดือนก่อน

    সবার ঐতিহাসিক কমেন্ট দেখে চুপ থাকতে পারছি না.... খুব সম্ভবত 2003 সাল। দূর্গা পূজায় একটানা কয়েকদিন গানটি বেজে ছিলো। আর মন্দির ছিলো একেবারে আমাদের সরকারি কোয়ার্টারের পাশে (হিন্দু পাড়া মতিঝিল)। তখন থেকেই হাবিব সাহেবের ভক্ত।

  • @ibrahimkhalil768
    @ibrahimkhalil768 23 วันที่ผ่านมา

    Bangla Music Industry Revulsion Hoiche Ei Album Er Gaan Diye❤

  • @a.s.mmusabbir8245
    @a.s.mmusabbir8245 2 ปีที่แล้ว +4

    এখনো অস্থির গান 😁

  • @nishenishe7606
    @nishenishe7606 3 ปีที่แล้ว +5

    Ke ai 2021 year a shunchan gan te.akhono amer favourite

  • @arman_is_doeal
    @arman_is_doeal 5 หลายเดือนก่อน +1

    ২০২৪সালে কমেন্ট করছি।।গানটা প্রথম শোনা ২০/২১বছর আগে।। আশা করি আরো ২০বছর পরেও এই গানের জনপ্রিয়তা থাকবে

  • @ariyanalamgir4401
    @ariyanalamgir4401 2 ปีที่แล้ว +3

    ভাবতে অবাক লাগে এইদিন গুলা আর কখনো পিরত আসবে না
    ২০২২ এসে মনে হলো সেই ছোট বেলায় ফিরে গেলাম

  • @sadmangmx4936
    @sadmangmx4936 2 ปีที่แล้ว +55

    0:20 When you realize that this tune reloads ur nostalgia
    Edit: It was my favorite song back then

  • @nillahusain5962
    @nillahusain5962 3 ปีที่แล้ว +101

    কত বছর পর😎😎যখন ক্লাস 4 পড়তাম তখন কার ফেমাস গান😇😇

    • @rabbani6195
      @rabbani6195 3 ปีที่แล้ว +3

      এখন ইন্টার সেকেন্ড ইয়ারে ঠিক বলছি না

    • @roton7094
      @roton7094 3 ปีที่แล้ว +3

      same class bro,,,,

    • @short-life-status
      @short-life-status 2 ปีที่แล้ว

      Hmm r8... Ami onk soto silam tokn ai gan sunce

    • @Khansalahahmed2343
      @Khansalahahmed2343 2 ปีที่แล้ว +1

      তখন কত সাল??

    • @nillahusain5962
      @nillahusain5962 2 ปีที่แล้ว +2

      @@Khansalahahmed2343 মনে হয় ২০০৪😎

  • @raindrops8093
    @raindrops8093 ปีที่แล้ว

    সাল ২০০৬ । ক্লাস ৮ এ পড়ি। ক্যাসেট, পাড়ার দোকান, রেডিও তে হাবিবের গান শুনি, শুনেই দারুন লাগে, খবরের কাগজে তার ছবি দেখলাম, আর জীবনের ১ম crush সে হলো। আর বান্ধবী দের সাথে কি গল্পঃ হাবিবের গান গুলো নিয়ে 😅😊 আহ! কি সেই দিন, এখন মনে পড়লে কেমন যে লাগে, কি সুন্দর দিনগুলো ছিল 😢

  • @ParthoAlmik
    @ParthoAlmik ปีที่แล้ว +2

    আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আামার বড় দাদার বিয়ে হয়, বিয়ের ভিডিওতে এই গানটি দেওয়া হয়েছিলো😊❤️❤️

  • @mistiakhi7599
    @mistiakhi7599 3 หลายเดือนก่อน +1

    সেই ❤❤❤

  • @mdkhaledul2698
    @mdkhaledul2698 2 ปีที่แล้ว +3

    অসাধারণ

  • @HasanHasan-sg8qf
    @HasanHasan-sg8qf 2 ปีที่แล้ว +3

    ৩১ঃ০৭ঃ২০২২ নোয়াখালী থেকে চট্টগ্রাম যাইতেছি,, বাসে হেডফোন দিয়ে ১০ বারের উপরে শুনতেছি

  • @atikhasan3074
    @atikhasan3074 2 หลายเดือนก่อน

    বাংলাদেশে প্রথম রিমিক্স গান,,করেন হাবিব,,অার ওটাই প্রথম গান,,

  • @MdRasel-zl7gr
    @MdRasel-zl7gr 3 ปีที่แล้ว +5

    অস্থির একটা গান♥♥

  • @XUBAYER965
    @XUBAYER965 4 หลายเดือนก่อน

    2004 সালের গান এটা😢
    2024 এখন প্রায় ২০ বছর হয়ে গেলো গানটার তবুও বাংগালীর মনে উঠে পরে,,, ভালোবাসা অবিরাম habin wahid ভাইকে ❤

  • @habibadnanshakil
    @habibadnanshakil 3 ปีที่แล้ว +29

    ahha my childhood days ❤️
    Habib bhai ❤️

  • @joyahmed5525
    @joyahmed5525 ปีที่แล้ว +1

    সেই ছুট বেলার কতা মনে পরে গেল গানটা হটাত সুনতে পেরে সেই একটা ফিলিংস হয় বিসেস করে টুন্টা ❤❤❤❤😊

  • @marzanabasit6409
    @marzanabasit6409 ปีที่แล้ว +3

    Cute Krishno

  • @user-di2ud3xx5o
    @user-di2ud3xx5o 5 หลายเดือนก่อน

    কোন দিনগুলো ছিল অন্যরকম এই গানগুলো মনে মনে দোলা দিয়ে যেত আজও সেই গানগুলো এখনো শুনি আগের সেই কথাগুলো মনে পড়ে হায় আফসোস সেই দিনগুলো কখনো ফিরে আসবে না যদিও কখন ঐ দিনগুলো ফিরে পাবো না তবে এই গানগুলোই ওই দিনের কথা মনে করে দেয় এই গানগুলো চির অমর

  • @mahadehassan6116
    @mahadehassan6116 11 หลายเดือนก่อน +1

    আজ থেকে ২০/২২ বছর আগে যখন মুসলমানি হয়েছিলো তখন বিছানায় শুয়ে শুয়ে এই গানই শুনতাম সিডি ডিস্কে! 😀 মুসলমানি প্রোগ্রামে গান লিস্টে ১ টা গানই ছিলো এটা। অতীতের কথাগুলো মনে পরে যায়। কত সুন্দর ছিলো দিনগুলো।

  • @fatema-tujjohara8166
    @fatema-tujjohara8166 3 หลายเดือนก่อน

    ঈদ উল ফিতর ২০২৪ এ সার্চ করে শুনলাম গানটি।স্কুল লাইফ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে নিয়মিত বাজানো হতো। নিজেও পারফর্ম করেছি।সেই স্মৃতি মনে পড়ে গেলো 😇😇

  • @salehinahmedrifat7828
    @salehinahmedrifat7828 3 ปีที่แล้ว +3

    ক্লাস১ এ প্রথম গানের সাউন্ড টা শুনে গানটার প্রতি ক্রাস খাইছিলাম।মজার ব্যাপার হচ্ছে গানটা তখন এমনিতেই মুখস্ত হয়ে গেছিলো cause টিভিতে,সিডির দোকানে বাবার কম্পিউটারে যেখানেই বাজতো সবফেলে আগে গানটা শুনতাম। পরে যখন বয়স এর সাথে সাথে গানটার ব্যাপারে বুঝতে পারলাম এখন মনে করছি যে ২০০২ সালে বাংলাদেশে এইরকম নতুন level এর সাউন্ড আর কম্পোজিশন🎸 সত্যই অসাধারণ🔥✌️এখনও নতুন ধারার অনেক গান এরকম কম্পোজিশনের ধারের কাছেও নেই✌️✌️✌️

    • @salehinahmedrifat7828
      @salehinahmedrifat7828 3 ปีที่แล้ว

      by the way এখনকার গানের সাথে মিলায়ে আমাকে আবার অপরাধী পোলা মনে করবেন না প্লিজ🐸🙏😂

  • @rajutalukdar1073
    @rajutalukdar1073 3 ปีที่แล้ว +3

    Onek din por sunlam kub vlo laglo

  • @HeyhcGhrfh
    @HeyhcGhrfh 5 หลายเดือนก่อน +1

    কৃষ্ণ

  • @user-rd4ql1li6h
    @user-rd4ql1li6h 5 หลายเดือนก่อน +1

    বিপিএল ২০২৪ ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছিল। তারপর আমি এখানে....

  • @mdajad2462
    @mdajad2462 2 หลายเดือนก่อน

    আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই গানটা শুনেছিলাম তখনকার দিন থেকে এখন পর্যন্ত গানটা অনেক ফেমাস
    আমি প্রথম প্রথম যখন মোবাইল নিলাম মোবাইল দিয়ে বক্সে শুনতাম গানটা খুব ভালো লাগতো মিউজিকটা অসাধারণ

  • @user-qp8fk6fz1m
    @user-qp8fk6fz1m หลายเดือนก่อน

    আহা 😮কি যে মধুর দিনগুলো ছিলো

  • @SheikhMarufOfficial
    @SheikhMarufOfficial 3 ปีที่แล้ว +14

    সিলেটি গান। আমাদের গর্ব। love u kaya and habib vai

    • @ShonanMirza
      @ShonanMirza 2 ปีที่แล้ว +1

      oi beta syhleti gaan ki ?? ko banglar gaan....

  • @hasanmusanna5866
    @hasanmusanna5866 2 ปีที่แล้ว +8

    0:20 the magic of HW gets started... 🔥