যুগের সাথে তাল মিলিয়ে ভালো একটা বাহন ব্যবস্থা। তবে চার্জিং টাইম আরো কমানোর দিকে নজর দিতে হবে। শুভ কামনা রইলো ওয়ালটন এর জন্যে এবং প্রিয় বাইক বিডি টিমের জন্যে।
মাইলেজ+লাইফটাইম বেশি দিতে গেলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা উত্তম যেহেতু ওজন তুলনামূলকভাবে কম এবং লাইফটাইম লিড এসিড ব্যাটারির তুলনায় বেশি। তবে লিথিয়ার ব্যাটারির মূল্য বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি পড়ে যায়। ১৫০ মাইলেজ দিতে গেলে মনে হয় দাম ২ লক্ষের কাছাকাছি চলে যেতে পারে।
ইলেক্ট্রিক বাইকের আসল খরচ নিচে দিচ্ছি, আমি একটা ১৬৫সিসি এর বাইক ২ বছর ধরে চালাচ্ছি, যেটা ঢাকায় ৩৬-৩৮ মাইলেজ দেয় ও হাইওয়েতে ৪৭-৪৮ দেয়। তো ধরে নিলাম আমার গড় মাইলেজ ৪০ কিলো/লিটার। তো এই ২ বছরে আমার ২০ হাজার কিলোমিটার চলতে তেল এর খরচ হইসে প্রায় ৬০ হাজার টাকা(মেস্কিমাম তেল ৮৯ টাকা আমলে নেয়া, তাও ১২০ টাকা দাম ধরে হিসাব করসি) এখন আসি ইলেক্ট্রিক বাইকে,ওয়াল্টনের বাইকে দেখলাম ১৪০০ ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া, যা চার্জ করতে প্রায় ২+ ইউনিট কারেন্ট খরচ হবে, মানে এভারেজে ৫০-৬০ কিলো যাইতে ১২-১৪ টাকা খরচ হবে। সে হিসাবে ২০হাজার কিলো/ ২ বছরে খরচ হবে মাত্র ৬-৭ হাজার টাকা। কিন্তু!!! এই ২০ হাজার কিলোর মাঝে আমাকে ইলেক্ট্রিক বাইকে মাস্ট একবার হইলেও ব্যাটারি চেঞ্জ করা লাগতো, যেটার খরচ ৪০-৫০ হাজার টাকা🤣! ওইদিকে আমার ১৬৫ সিসি বাইকে আমার ২ বছরে পার্টস এর দরকার হইলে সর্বোসাকুল্লে ২ হাজার টাকার মতো । আর দেশে বানানো ইলেক্ট্রিক আদৌ ২ বছর চলবেও কিনা তার কোনো গ্যারান্টি নাই। এমনকি ভিডিওতেও ব্যাটারি ওয়ারেন্টির ব্যাপারে কিছুই বলা নাই, তাইলে নরমাল ওপারেটিং কস্ট ২ বছরে ২বাইকেই সমান। এর মাঝে ১ টা বাইক আরেকটা খেলনা।
@@user-hr9py9ln4u দাদা আমাদেরও সব দেশী জিনিস TVS IQube আমার দিদি ব্যাবহার করে ১লক্ষ ১২ দিয়ে কেনা, এর একটা ১লক্ষ ৬১ হাজারের আছে শুনেছি এবার রুপি থেকে টাকা কনভার্ট করে দেখুন।
ওয়ালটনকে অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য । কিন্তু এর থেকে ভালো কিছু আশা করছি ইন্ডিয়া আমাদের থেকে অনেক এগিয়ে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে । Ola ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় এর মাইলেজ অনেক ভালো এবং টপ স্পিড এরকম বাইক ওয়ালটন আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবে বাংলাদেশের মার্কেটে
যেহেতু ওয়ালটন দেশেই ই বাইক তৈরী করছে , আমার মনে হয় এখানে এমন একটি প্রযুক্তি প্রয়োগ করল যে বাইক চলন্ত অবস্থায় ব্যাটারি চার্জ হতে থাকবে ।এইটা আমার ব্যক্তিগত মতামত ।
আমি 1st ইউজার, আমার সাথে প্রতারনা করছে। গ্রাফিন এর বদলে লেড এসিড ব্যটারি দিছে। যার ফলে কয়েক মাস যেতেই মাইলেজ কমে গেছে, ১ম এ টেনেটুনে পেয়েছি ৬০ কিলো। কয়েক মাস পরেই তা ৪৫-৫০, এখন টেনেটুনে ২০ কিলো যায়। সার্ভিস করার জায়গা নাই, ব্রেক পেড কোথাও পাইনি
পুরো বাইকের গেইমই বদলে দিবে এই অনুমোদন। আর ওয়ালটনের উচিৎ এক্সেলারেশনের রেইট বাড়ানো। ৫০ সর্বোচ্চ স্পীড খারাপ না। কিন্তু ৫০ উঠুক ৪ সেকেন্ডেই। আর পাবলিক রিলিজের আগে ২/৩ বছরের জন্য নিজেদের রাইড শেয়ারিং অ্যাপ নামাতে পারতো এটার জন্য।
বরাবরের মত Walton দেশি কম্পানির সুনাম রাখতেই দাম বেশি ধরেছে , যা প্রত্যাশিত এবং পার্শ্ববর্তী দেশেও যেখানে এর চেয়ে কম দামে 150 কিলো + মাইলেজ ও দামে কম অনেক ইলেকট্রিক বাইক পাওয়া যায় তবে এদেশে দেশি বিদেশি বলে কথা নেই সবাই যতটা লুটপাট করতে পারে তাতেই আগ্রহ যা ওলাটন ও মনযোগের সাথে মেনে চলে এজন্য নর্মল বাইকও যেমন কুয়ালিটি অনুযায়ী বেশি দামে তথা বিদেশী কম্পানির সমান দামে বিক্রি করে টেক্স সহ নানা সুবিধা নিয়েও ইলেকট্রিকেও তার বেতিক্রম করেনি, আশা করি ভবিষ্যৎ এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে
ওয়ালটন এর আগে ফিউশন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছিল, ওটা ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক ও মানসম্পন্ন মোটরসাইকেল। সুতরাং ওয়ালটন এখন আরো আধুনিক কোন কিছু বাজারে আনলে বুকের মধ্যে ধক্ করে ওঠে!
পাবে না মার্কেট পাবে না। দাম অনেক বেশী এই দামে ফুয়েল বাইক কেনা যায়, আর আপতত দৃষ্টিতে এর খরচ কম মনে হলেও আসলে কম নয় কারন ২ বছর পর যখন ব্যাটারী কিনতে হবে তখন ৫টি ব্যাটারীর দাম হিসেব করলে এটা ফুয়েল চালিত বাইকের চেয়ে খরচ বেশী হবে। তাছাড়া এর গতি কম এবং দুরত্ব সীমিত। তাই হবে না হবে না হবে না। এক চার্জে ১২০কিমি চলতে হবে এবং দাম ৮০ হাজারের কাছে নামতে হবে নইলে ওয়ালটনের অন্যান্য বাইকের ভাগ্য বরণ করতে হবে। ওয়ালটন দেশী বাইক না কারন ভারতের তৈরী একটি বাইক কি ভারতে এত দাম হবে? কিন্তু বাংলাদেশে তৈরী বাইক ভারতের বাইকের চেয়েও দামী!
ওয়ালটনের উচিত আগে ব্যাটারী চার্জ নিয়ে গবেষণা করা। তা না পারলে বিদেশী ফাস্ট চার্জ প্রযুক্তি ধার করা। 7 ঘন্টা চার্জ আর 1 ঘন্টা 25 মিনিটে ব্যাটারী ফুল ড্রেইন। কিভাবে?
মানুষ এখন এসব বুঝে, ওয়ালটন এখানে যে দাম রেখেছে তাতে এই ইলেকট্রিক বাইক চলবে না, দাম অনুযায়ী এর মাইলেজ কমপক্ষে 150 কিলোমিটার হওয়া উচিত ছিল, আর চার্জিং টাইম তিন থেকে সাড়ে তিন ঘণ্টা হওয়া উচিত ছিল । এটার যা স্পেসিফিকেশন, তাতে ৬০ থেকে ৭০ হাজার হলে ভালো হতো
মাইলেজটা ১৪০ থেকে ১৫০ কিলোমিটার হওয়া উচিত ছিল। তাহলে মোটামুটি লং ডিস্টেন্সেও এই মোটরসাইকেলটা ব্যবহার করা যেত এবং বলা যেত একটি পারফেক্ট ইলেকট্রিক বাইক।
ব্যটারি বাসায় র্চাজ দেওয়া যাবে এমন কোন স্কুটি আছে বা আসবে দুটা ব্যটারি থাকবে একটা দিয়ে চলবে অন্য টা র্চাজ দিয়ে যাবো বাসায় ঠিক হিরো বিটা ১ এর মত জানাবেন প্লিজ
গাড়ির যে দাম নির্ধারণ করা হয়েছে তা একেবারেই যুক্তিহীন, তার সাথে রয়েছে মাইলেজ Insufficient এবং চার্জিং টাইম কিছুটা বেশিই। যদি মার্কেট রেভুলেসন করতে হয়, তাহলে এর মূল্য অবশ্যই কমাতে হবে
লিথিয়াম টাইটান ব্যাটারির কথা বাদই দিলাম, লিথিয়াম আয়ন ব্যাটারি দিতে পারতো, তাহলে বিক্রি কয়েক গুন বেড়ে যেত, এবং বেটারি অন্তত পাঁচ সাত বছর লাস্টিং করতো। আরে ব্যাটারি ১/২ বছরেই শেষ তাহলে আপনি হিসাব করে দেখুন প্রতি কিলোমিটার কত খরচ পরল।
Price is high and Walton should include lithium iron phosphate battery with this price range or at least they should introduce an option to buy with lithium battery.
ব্যাটারী বাইক হতে খুলে চার্জ দেওয়ার ব্যাবস্থা করতে হবে, ২/৩ বারতি ব্যাটারী রাখার ব্যবস্থা করতে হবে চার্জ ২/৩ ঘন্টার মাঝে হতে হবে ব্যাটারীর ওজন ৫/৭ kg বেশী হবে না, টপ স্পিড ৬০/৭০, আর দাম ৮০k নিচে হলে সফল হবে
চাইনিজ মালের এত দাম ওয়ালটন দেশীয় পণ্য বলা হয় আজও ওয়ালটনের একটি পার্টস বাংলাদেশের উৎপাদন হয়েছে কিনা আমার জানা নেই চায়না থেকে আমদানি করে বাংলাদেশে ফিটিং করে তারপর নাম দেয়া হয় মেড ইন বাংলাদেশ সবকিছুতেই জয় বাংলা
Walton এর ফুয়েল চালিতো বাইক সেকশন বন্ধ করে আগেই একটা ব্যাড়াছেড়া লাগায় রাখসেন, কোন সার্ভিস সেন্টার পার্টস কিছুই আর বেচেন না। ১৫/২০ হাজার টাকায় বেচা লাগে কেজি দরে। কদিন পর যদি ইলেক্ট্রিক সেকশনের বাইকগুলোও একই রকম কাজ করেন, তখন ইউজাররা যাবে কোথায়!!!!!!
যুগের সাথে তাল মিলিয়ে ভালো একটা বাহন ব্যবস্থা। তবে চার্জিং টাইম আরো কমানোর দিকে নজর দিতে হবে। শুভ কামনা রইলো ওয়ালটন এর জন্যে এবং প্রিয় বাইক বিডি টিমের জন্যে।
মাইলেজ মিনিমাম ১৫০ কিঃমিঃ হওয়া উচিৎ ছিল। চার্জিং ৫ ঘন্টার মধ্যে হলে ভালো হতো এবং দাম ১লক্ষের মাঝে রাখলে চমৎকার হতো।।
ছাগলের মত কথা বাজ্ঞালি বলে, এত এত চাই যে বুঝি না নিজেরা এত দূর্বল কেনো,
নতুন হিসাবে ওয়াল্টন অনেক ভালো করেছে
এখানে ব্যাটারির দামটা মেইবি বেশি
Apnar nani re
মাইলেজ+লাইফটাইম বেশি দিতে গেলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা উত্তম যেহেতু ওজন তুলনামূলকভাবে কম এবং লাইফটাইম লিড এসিড ব্যাটারির তুলনায় বেশি।
তবে লিথিয়ার ব্যাটারির মূল্য বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি পড়ে যায়। ১৫০ মাইলেজ দিতে গেলে মনে হয় দাম ২ লক্ষের কাছাকাছি চলে যেতে পারে।
মাইলেজ ২০০ রেখে, ১০ মিনিটে চার্জ দিয়ে, দাম ৫০ হাজার টাকার মধ্যে রাখলে আপনি সেইটা নিয়ে চান্দে চলে যাইতেন
১.ব্যাটারির দাম কত
২.ব্যাটারি লাইফ কতদিন যাবে
৩.এবার ক্যালকুলেশন করুন
৪.ধরুন ব্যাটারির দাম ৪২০০০
৫.যাবে দুই বছর
৬.সেই হিসেবে প্রতিদিন ৫৮ টাকা + ৬ টাকা =৬৪ টাকা প্রতিদিন ভাইজান লাভ টা কোথায়?
Point ☝️
Good point
ব্যটারির দাম ২০ হাজার টাকা
দেশ এর পন্য নিয়ে ভিডিও দেখে ভালো লাগলো,কিন্তু দেশের পন্য হিসেবে দাম অনেক বেশি।
ফালতু কথা, চায়না মালে লেবেল লাগিয়ে দেশি ??
চায়না পন্য দেশে এনে সম্পূর্ণ প্রতারনা
ইলেক্ট্রিক বাইকের আসল খরচ নিচে দিচ্ছি,
আমি একটা ১৬৫সিসি এর বাইক ২ বছর ধরে চালাচ্ছি, যেটা ঢাকায় ৩৬-৩৮ মাইলেজ দেয় ও হাইওয়েতে ৪৭-৪৮ দেয়। তো ধরে নিলাম আমার গড় মাইলেজ ৪০ কিলো/লিটার। তো এই ২ বছরে আমার ২০ হাজার কিলোমিটার চলতে তেল এর খরচ হইসে প্রায় ৬০ হাজার টাকা(মেস্কিমাম তেল ৮৯ টাকা আমলে নেয়া, তাও ১২০ টাকা দাম ধরে হিসাব করসি) এখন আসি ইলেক্ট্রিক বাইকে,ওয়াল্টনের বাইকে দেখলাম ১৪০০ ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া, যা চার্জ করতে প্রায় ২+ ইউনিট কারেন্ট খরচ হবে, মানে এভারেজে ৫০-৬০ কিলো যাইতে ১২-১৪ টাকা খরচ হবে। সে হিসাবে ২০হাজার কিলো/ ২ বছরে খরচ হবে মাত্র ৬-৭ হাজার টাকা। কিন্তু!!! এই ২০ হাজার কিলোর মাঝে আমাকে ইলেক্ট্রিক বাইকে মাস্ট একবার হইলেও ব্যাটারি চেঞ্জ করা লাগতো, যেটার খরচ ৪০-৫০ হাজার টাকা🤣! ওইদিকে আমার ১৬৫ সিসি বাইকে আমার ২ বছরে পার্টস এর দরকার হইলে সর্বোসাকুল্লে ২ হাজার টাকার মতো । আর দেশে বানানো ইলেক্ট্রিক আদৌ ২ বছর চলবেও কিনা তার কোনো গ্যারান্টি নাই। এমনকি ভিডিওতেও ব্যাটারি ওয়ারেন্টির ব্যাপারে কিছুই বলা নাই, তাইলে নরমাল ওপারেটিং কস্ট ২ বছরে ২বাইকেই সমান। এর মাঝে ১ টা বাইক আরেকটা খেলনা।
- মাশাআল্লাহ!- এগিয়ে যাক WALTON 🇧🇩❤️
এর আগেও ওয়ালটন বাইক বাজারে ছেড়েছিল।অল্পদিনেই তা হারিয়ে গেছে।নিম্নমানের কারনে ওয়ালটনের উপর বিন্দুমাত্র আস্হা নেই।
আস্থা রাখা উচিৎ নয়
একমত আপনার সাথে
দাম মোটামুটি ৮০/৯০ এর মতো হইলে ভালো মার্কেট ধরতে পারতো। কিন্তু দাম অনেক বেশি শুরু হিসেবে আর মাইলেজ হিসেবে আরো কম হওয়া উচিত ছিলো।
দাম ৫৫ থেকে৬৫ ঠিক ছিলো
Free te dile aro valo hoto
আমাদের ভারতেও কিছু কিছু দাম একই সেই তুলনায় আপনারা অনেক কমে পাচ্ছেন কারণ দেখেছি সবসময় বাইকের দাম আপনাদের দেশে অতিরিক্ত বেশি।
@@Arveend_Roy hmm but deshi jinish hisebe price aro kom hole valo chilo
@@user-hr9py9ln4u দাদা আমাদেরও সব দেশী জিনিস TVS IQube আমার দিদি ব্যাবহার করে ১লক্ষ ১২ দিয়ে কেনা, এর একটা ১লক্ষ ৬১ হাজারের আছে শুনেছি এবার রুপি থেকে টাকা কনভার্ট করে দেখুন।
আলহামদুলিল্লাহ্ ! আমি যেহেতু এখনও পাগল হইনি তাই এতো দামে ওয়াল্টন ইলেক্ট্রিক বাইক কিনতে যাবো না !!
আপনার ফিচার বুঝেন না😴 গাড়ি হইলে হইলো আপনার,,,,, আপনি চায়না নিয়েন
ওয়ালটনকে অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য ।
কিন্তু এর থেকে ভালো কিছু আশা করছি ইন্ডিয়া আমাদের থেকে অনেক এগিয়ে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ।
Ola ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় এর মাইলেজ অনেক ভালো এবং টপ স্পিড
এরকম বাইক ওয়ালটন আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবে বাংলাদেশের মার্কেটে
যেহেতু ওয়ালটন দেশেই ই বাইক তৈরী করছে , আমার মনে হয় এখানে এমন একটি প্রযুক্তি প্রয়োগ করল যে বাইক চলন্ত অবস্থায় ব্যাটারি চার্জ হতে থাকবে ।এইটা আমার ব্যক্তিগত মতামত ।
Walton এর ইন্জিন চালিত মোটর বাইকগুলো খুব একটা সুখকর নয়, সেক্ষেত্রে এই ইস্কুটার গুলোর গুনগত মানের দিকে কোম্পানিটির লক্ষ্য রাখা উচিত।
ওয়ালটন এর মোটরবাইক এর উৎপাদন বন্ধ বর্তমানে।
বাজারে সুবিধা না করতে পারা।
আমি 1st ইউজার, আমার সাথে প্রতারনা করছে। গ্রাফিন এর বদলে লেড এসিড ব্যটারি দিছে। যার ফলে কয়েক মাস যেতেই মাইলেজ কমে গেছে, ১ম এ টেনেটুনে পেয়েছি ৬০ কিলো। কয়েক মাস পরেই তা ৪৫-৫০, এখন টেনেটুনে ২০ কিলো যায়। সার্ভিস করার জায়গা নাই, ব্রেক পেড কোথাও পাইনি
আমিও ধরা খাইছি
Graffin battery dicche na led acid dicche eta bujhar kono option ache?
@@afridyabir কেনার আগে আছে বলে মনে হয়না
এটা বিক্রি করে Green tiger অথবা Yadea কিনেন।
পুরো বাইকের গেইমই বদলে দিবে এই অনুমোদন।
আর ওয়ালটনের উচিৎ এক্সেলারেশনের রেইট বাড়ানো। ৫০ সর্বোচ্চ স্পীড খারাপ না। কিন্তু ৫০ উঠুক ৪ সেকেন্ডেই।
আর পাবলিক রিলিজের আগে ২/৩ বছরের জন্য নিজেদের রাইড শেয়ারিং অ্যাপ নামাতে পারতো এটার জন্য।
বা* করবে
খুব সুন্দর কিন্তু ফাস্ট চার্জিং এবং মাইলেজ আর একটু বেশি হলে ভালো হত।
ভাল মানের লিথিয়াম ফসফেট বেটারী ইউজ করা উচিত ছিল।
ইন্ডিয়ান ইলেক্ট্রিক বাইক গুলোর অনুকরনে বানানো উচিত ছিল
বরাবরের মত Walton দেশি কম্পানির সুনাম রাখতেই দাম বেশি ধরেছে , যা প্রত্যাশিত এবং পার্শ্ববর্তী দেশেও যেখানে এর চেয়ে কম দামে 150 কিলো + মাইলেজ ও দামে কম অনেক ইলেকট্রিক বাইক পাওয়া যায় তবে এদেশে দেশি বিদেশি বলে কথা নেই সবাই যতটা লুটপাট করতে পারে তাতেই আগ্রহ যা ওলাটন ও মনযোগের সাথে মেনে চলে এজন্য নর্মল বাইকও যেমন কুয়ালিটি অনুযায়ী বেশি দামে তথা বিদেশী কম্পানির সমান দামে বিক্রি করে টেক্স সহ নানা সুবিধা নিয়েও ইলেকট্রিকেও তার বেতিক্রম করেনি, আশা করি ভবিষ্যৎ এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে
ওয়ালটন এর আগে ফিউশন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছিল, ওটা ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক ও মানসম্পন্ন মোটরসাইকেল। সুতরাং ওয়ালটন এখন আরো আধুনিক কোন কিছু বাজারে আনলে বুকের মধ্যে ধক্ করে ওঠে!
হা হা ঃ)
True
Walton good
dam ta 5 lac hole valo hoto, ar full chage a 20 km gele valo hoto, ar charging time 48 hour hole aro besi valo hoto
৭০-৮০ হাজার হলে এই বাইকের দাম জাস্টিফাই হতো। বেশিই দাম আপাতত। ব্যাটারির গ্যারান্টী ৫ বছর আর বিল্ড কোয়ালিটি ভাল করলে তাও মানা যায়।
দাম 80 হাজার এর কম হওয়া উচিত ছিল। দেশি কোম্পানি দেশে উৎপাদিত পণ্যের দাম যদি বিদেশি কোম্পানির চাইতে বেশি হয় । তাহলে কিছু বলার নাই।
মাইলেজ হিসেবে চার্জিং টাইমটা একটু বেশি হয়ে গেছে, ৫ ঘন্টার ফুল চার্জে ৮০ কিমি হলেও ভালো হতো
খেলনা বাইক! 🤓🤓
পাবে না মার্কেট পাবে না। দাম অনেক বেশী এই দামে ফুয়েল বাইক কেনা যায়, আর আপতত দৃষ্টিতে এর খরচ কম মনে হলেও আসলে কম নয় কারন ২ বছর পর যখন ব্যাটারী কিনতে হবে তখন ৫টি ব্যাটারীর দাম হিসেব করলে এটা ফুয়েল চালিত বাইকের চেয়ে খরচ বেশী হবে। তাছাড়া এর গতি কম এবং দুরত্ব সীমিত। তাই হবে না হবে না হবে না। এক চার্জে ১২০কিমি চলতে হবে এবং দাম ৮০ হাজারের কাছে নামতে হবে নইলে ওয়ালটনের অন্যান্য বাইকের ভাগ্য বরণ করতে হবে। ওয়ালটন দেশী বাইক না কারন ভারতের তৈরী একটি বাইক কি ভারতে এত দাম হবে? কিন্তু বাংলাদেশে তৈরী বাইক ভারতের বাইকের চেয়েও দামী!
দাম অনেক অনেক বেশি, দেশে মধ্যে উৎপাদন হচ্ছে কিন্তু দাম আকাশ ছুঁয় ছুঁয়।
ওয়ালটনের উচিত আগে ব্যাটারী চার্জ নিয়ে গবেষণা করা। তা না পারলে বিদেশী ফাস্ট চার্জ প্রযুক্তি ধার করা। 7 ঘন্টা চার্জ আর 1 ঘন্টা 25 মিনিটে ব্যাটারী ফুল ড্রেইন। কিভাবে?
দাম ১লাখ ২৭, সাথে ৭ ঘন্টা লাগে চার্য হইতে আর মাইলেজ মাত্র ৭২ কিলো। দাম ১ লাখ এর মতো আর চার্জ ৪ ঘন্টা হলে নেওয়া যাইতো।
দাম বেশি হয়ে গেছে ৮০ হাজার হেলে ঠিক ছিল দেশি পণ্য বিদেশের চেয়ে দাম বেশি 😀😀
চার্জিং আওয়ার আরেকটু কম হলে ভালো হতো। বেস্ট অফ লাক ওয়ালটন।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ভাই বি আর টি কাগজ করতে,কতো টাকা লাগবে।মিনিমাম দুই বছরের জন্য। জানালে উপকৃত হতাম।
ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর ই bike পাওয়া যায় , আশা করি bike গুলা বাংলাদেশে আসবে।
Best wishes for Walton EV. & Thanks Bike BD.
Pure description and way of talking
মাইলেজ ১০০-১২০ এবং টপ স্পিড
৬০-৭০ দাম ৭৫-৮৫ এর মধ্যে হলে সকলের নাগালের মধ্য হতো। যেহেতু দেশেই তৈরি তাই দাম ৭৫ হাজারের মধ্যে হলে ভালো হতো
চমৎকার অগ্রগতি l ওয়ালটন কে অভিনন্দন l বিদেশি পন্য বর্জন করার অগ্রযাত্রায় আমরা এক ধাপ এগিয়ে গেলাম।
Bike er battery ki rimuvevol naki ??
মানুষ এখন এসব বুঝে, ওয়ালটন এখানে যে দাম রেখেছে তাতে এই ইলেকট্রিক বাইক চলবে না, দাম অনুযায়ী এর মাইলেজ কমপক্ষে 150 কিলোমিটার হওয়া উচিত ছিল, আর চার্জিং টাইম তিন থেকে সাড়ে তিন ঘণ্টা হওয়া উচিত ছিল । এটার যা স্পেসিফিকেশন, তাতে ৬০ থেকে ৭০ হাজার হলে ভালো হতো
এর থেকা ভাল কোয়ালিটির বাইক আছে ৮০ ৯০ হাজারের মধ্যে
ওয়ালটন দেশী কোম্পানি হলেও দামে বিদেশিকেও হার মানায়। উদাহণস্বরূপ Xiaomi, OPPO এর একই মনের ফোন ওয়ালটনের চেয়ে কম দামে পাওয়া যায়।
এটা কি বললেন ভাই জবরদস্ত সত্যি
Nice presentation 👍
চার্জ হতে ৭-৮ ঘন্টা লাগলে কেমনে কী?
ফাস্ট চার্জিং ছাড়া ই-বাইক একটা প্যারা ছাড়া কিছুই না।
আপনাদের তিন চাকার বাইক দেখতে চাই এবং বাংলাদেশের সব জেলা হতে পেতে চাই।
দেশের পন্য হিসেবে দাম অনেক বেশি।
এটা একটা ভালো সংবাদ
কিন্তু চার্জিং স্টেশন বানালে ভালো হতো 😃
মাইলেজটা ১৪০ থেকে ১৫০ কিলোমিটার হওয়া উচিত ছিল। তাহলে মোটামুটি লং ডিস্টেন্সেও এই মোটরসাইকেলটা ব্যবহার করা যেত এবং বলা যেত একটি পারফেক্ট ইলেকট্রিক বাইক।
Akij er e bike...
Price to high
And speed ta minimum 80km dawa uchit
And 150 km run kora uchit
আকিজের বন্ধু মডেলের মতো থ্রি হুইলার আনুন। মা বাচ্চাদের স্কুলে নেয়া আর বয়স্কদের মাঝে পপুলার হবে। অবশ্যই রেজিস্ট্রেশন এর ব্যবস্থা সহ।
ভাই বিআরটিসি তে কাগজ করতে পাঁচ বছরের জন্য কত টাকার প্রয়োজন হবে বললে খুশি হতো-?
ব্যাটারির লাইফ সাইকেল 600 । প্রতি চার্জে 70 কিলোমিটার যাবে । ব্যাটারির অবচয় হিসেব করলে প্রতি কিলোমিটার এভারেজ 1.5 টাকা থেকে 2 টাকা এর অধিক
অবচয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন?
@@-themightyowl3203 অবচয় অর্থ ক্ষয়ের(ব্যাটারির আয়ুস্কাল) মূল্য।
@@abdulalim-dr3ko thanks
এত টাকা দিয়ে একটা বাইক কিনে যখন পরবর্তীতে বিক্রি করতে যাবে কেও সর্বোচ্চ ২০০০০ টাকা হইত পাইতে পারে এই কথা টা ওয়ালটন এর ভাবা উচিত ছিল বলে আমি মনে করি
বড়ো ভাই মাসিক কিস্তি দেওয়া যাবে। জানাবেন
Pahar elakai cholbe ki?
Happy Birthday Dada...❤️🎂❤️
পায়ের ব্রেক প্রয়োজন ছিলো, পায়ের ব্রেক ছাড়া বাইক চালানো নিরাপদ নয়। পায়ের ব্রেক থাকলে খুবই ভালো হইতো।
Dam ta ektu kom hole vlo hoto.. 90,000 er ashe pashe asha kocilam
ভাই এইগুলো কি থ্রি হুইলার আছে ??
great video, thank you
১ লক্ষ ২৭ হাজার টাকা 😯টাকা মানুষরে ছো...
ব্যটারি বাসায় র্চাজ দেওয়া যাবে এমন কোন স্কুটি আছে বা আসবে দুটা ব্যটারি থাকবে একটা দিয়ে চলবে অন্য টা র্চাজ দিয়ে যাবো বাসায় ঠিক হিরো বিটা ১ এর মত জানাবেন প্লিজ
মাইলেজের ওপর আরো গবেষণা করা দরকার।
Happy Birthday Dada 🎂❤️🥀
and love from JRC
গাড়ির যে দাম নির্ধারণ করা হয়েছে তা একেবারেই যুক্তিহীন, তার সাথে রয়েছে মাইলেজ Insufficient এবং চার্জিং টাইম কিছুটা বেশিই। যদি মার্কেট রেভুলেসন করতে হয়, তাহলে এর মূল্য অবশ্যই কমাতে হবে
ব্যাটারি কয়দিন লাস্টিং করবে? ব্যাটারি কি চেঞ্জ করা যাবে?
আরও বেশি ই-বাইকের রিভিউ আশা করছি, প্রতি নিয়ত ই-বাইকের চাহিদা বাড়ছে, আমরাও আগ্রহী হচ্ছি, ই-স্কুটি-এর পাশাপাশি ই-বাইকের ব্যাপারে জানতে চাচ্ছি!
Bhai apnar presentation skill up to the mark na howa porjonto onno presenter ke diye presentation din..
আমরা বুয়েট কে কেমনে স্টান্ডার্ট মানতে পারি।যারা টেসলার সিসি বের করছে ৫০০০ অথচ টেসলার কোন ইন্জিনি হয় না
টেসলার মটোরের পাওয়ার হিসেবে আনুমানিক একটা সংখ্যা দিছে। না হলে টেসলা রেজি করা যেত না।
লিথিয়াম টাইটান ব্যাটারির কথা বাদই দিলাম, লিথিয়াম আয়ন ব্যাটারি দিতে পারতো, তাহলে বিক্রি কয়েক গুন বেড়ে যেত, এবং বেটারি অন্তত পাঁচ সাত বছর লাস্টিং করতো। আরে ব্যাটারি ১/২ বছরেই শেষ তাহলে আপনি হিসাব করে দেখুন প্রতি কিলোমিটার কত খরচ পরল।
Lithium phosphate best
1lakh daam sudhu battery er jonno bemanan . beginning eto daam hoile samne to aro barbe . 🙂
বাই ওয়াল্টন এর সাইকেল নাই। ওয়ালটন এর সাইকেল কবে মার্কেটে আসবে।
Motor from which brand?
চার্জিং টাইম ৪-৫ ঘন্টা হলে ভালো হত। ৭ঘন্টা একটু বেশিই।
এই ধরেন আপনি 90 কিলো গিয়ে। কারো বাসায় একরাত থেকে চার্জ করে পরের দিন রওয়ানা হবেন। 🤠🤠🤠
মূল্য হ্রাস এবং চার্জিং স্টেশন স্থাপনের দিকে জোর দিলে সফল হওয়া সময়ের ব্যাপার মাএ
ভাই তিন চাকা দিয়ে ইলেক্ট্রিক স্কুটার আনেন , এবং ব্যাক গিয়ার দিবেন
Price is high and Walton should include lithium iron phosphate battery with this price range or at least they should introduce an option to buy with lithium battery.
লিথিয়াম থেকে গ্রাফিব্যাটারি বেশি উন্নত
ওয়াল্টন ব্যতীত অন্যান্য ব্র্যান্ড এর ই-বাইক গুলাও কি রেজেস্ট্রেশন করা যাচ্ছে এখন ???
অন্যেরা এত বলদ না। যে বাইক ভূরতকি পাওয়ার কথা সেখানে এরা আসছে রেজিঃ করতে। বাটবপার
দয়া করে জানাবেন কি কিভাবে মোটরসাইকেলের জন্য একটি airbag পেতে পারি প্লিজ প্লিজ প্লিজ
লীড-এসিড ব্যাটারি মানেই অনেক ভারী ব্যাটারি এবং কয়েকমাস পরই দ্রুত ক্যাপাসিটি লস করা
ধন্যবাদ দাদা ইনফরমেশন দেয়ার জন্য
সবই ঠিক আছে, কিন্তু দামটা ১ লাখের নিচে হওয়া উচিত ছিলো। ৮০-৯০ হাজারের আশে-পাশে।
Thik bolchen?
what about battery and motor warranty?
১১০০০০এর ভেতর হলে ভালো হতো। বিআরটিএ থেকে অনুমোদিত ।তাহলে কাগজ কোরতে কত টাকা খরচ হবে?এই বাইক টা কি এখনি কিনতে পাওয়া যাবে?
ওয়ালটন কখন বাইকের বাজার ধরতে পারবেনা কিছু দিন পর হারিয়ে যাবে
ব্যাটারী বাইক হতে খুলে চার্জ দেওয়ার ব্যাবস্থা করতে হবে, ২/৩ বারতি ব্যাটারী রাখার ব্যবস্থা করতে হবে চার্জ ২/৩ ঘন্টার মাঝে হতে হবে ব্যাটারীর ওজন ৫/৭ kg বেশী হবে না, টপ স্পিড ৬০/৭০, আর দাম ৮০k নিচে হলে সফল হবে
ওয়ালটন এর Takyo three wheeler আছে কি?
এই ইলেকট্রিক বাইকের চালাতে কি
বিআরটিএ নাম্বার প্লেট লাগবে?
যে দাম ধরা হয়েছে এর অর্ধেক হলে পাবলিক খাইতো
Nice information
দারুণ সুখবর
দাম খুব সস্তা😁😎
Wow! It's really good package.....
চাইনিজ মালের এত দাম ওয়ালটন দেশীয় পণ্য বলা হয় আজও ওয়ালটনের একটি পার্টস বাংলাদেশের উৎপাদন হয়েছে কিনা আমার জানা নেই চায়না থেকে আমদানি করে বাংলাদেশে ফিটিং করে তারপর নাম দেয়া হয় মেড ইন বাংলাদেশ সবকিছুতেই জয় বাংলা
ভাইজান দোয়া করে যেকোন থ্রী হুইলার বাইক তৈয়ারী করেন
দাদা যেদিন এক চার্জ এ ১৫০ কিলো যাবে সেদিন নিব ইনশাআল্লাহ
What a fucking range with 7-8 hour charging time at fucking 1.28 lakh BDT lol
Thanks
Biker songe blender pawa jabe since Walton banaisey? 🥴
battery price koto
Walton এর ফুয়েল চালিতো বাইক সেকশন বন্ধ করে আগেই একটা ব্যাড়াছেড়া লাগায় রাখসেন, কোন সার্ভিস সেন্টার পার্টস কিছুই আর বেচেন না। ১৫/২০ হাজার টাকায় বেচা লাগে কেজি দরে। কদিন পর যদি ইলেক্ট্রিক সেকশনের বাইকগুলোও একই রকম কাজ করেন, তখন ইউজাররা যাবে কোথায়!!!!!!
খুব ভাল, শুরুটা সুন্দর হোক, কিন্তু বি আর টি এ ল কোন বিশ্বাস নাই