অ্যান্টার্কটিকা অভিযানে যা যা দেখলেন বাংলাদেশি নারী | Bangladeshi Explorer in Antarctica
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024
- মহুয়া রউফ বাংলাদেশি পর্যটক, সম্প্রতি ভ্রমণে গিয়েছিলেন পৃথিবীর দুর্গমতম মহাদেশ অ্যান্টার্কটিকায়। ভিসা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পা রেখেছেন বরফরাজ্যে। অবলোকন করেছেন অ্যান্টার্কটিকার অপার্থিব সৌন্দর্য। সব মিলিয়ে ছিল ১২ দিনের অভিযান। মহুয়া রউফ জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি
SUBSCRIBE NOW!
For more updates TURN the Notification BELL 🔔 ON AND 👉 don’t forget to Subscribe, Follow, Share, Comment & Like to stay with us. Find more of PROTHOM ALO TH-cam:
Prothom Alo:
Chorki:
Prothom Alo Entertainment:
Prothom Alo Music:
Prothom Alo Recipes: www.t.ly/fxDm
Prothom Alo Beauty & Style: www.t.ly/qWZl
ProCric:
---------------------------------------
#ProthomAlo
#ProthomAloNews
---------------------------------------
You can find us here below,
Official site: www.prothomalo...
Facebook Page: / dailyprothomalo
Twitter Official: / prothomalo
Pinterest: / prothomalo
Instagram : / prothomalo
Also to you can get 24 hours updated news in social apps here,
Prothom Alo Viber:
Prothom Alo IMO: imo://channel_post/72801135
---------------------------------------
A B O U T U S
Prothom Alo (Owned by Mediastar Limited) is the highest circulated and most read newspaper in Bangladesh. The online portal of Prothom Alo is the most visited Bangladeshi and Bengali website in the world. Prothom Alo has readership from 200 countries around the world. Prothoma Prokashon (Book Publisher), Protichinta (Quarterly Magazine), Kishor Alo, Bigganchinta, Prothom Alo Trust and ABC Radio are other concerns of Prothom Alo.
---------------------------------------
A N T I P I R A C Y W A R N I N G
---------------------------------------
This content's Copyright is reserved for Prothom Alo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.
---------------------------------------
সত্যিই খুব ভালো লাগলো। পৃথিবীর সৌন্দর্য যদি এত হয়, তাহলে জান্নাতের সৌন্দর্য কেমন...?আল্লাহ পাক ই ভালো জানেন...!
Allah taratari mdali re jannat niye ja......or pritibite thakar kono zoggo nai....halar bulod
এক কথায় অসাধারণ, আল্লাহ চাইলে নিজে একদিন যাব, অপরূপ সৌন্দর্যের মুগ্ধতা স্পর্শ করতে।
আপনি অনেক ভাগ্যবান কারন আমরা যেসব প্রানী ও পরিবেশ মোবাইল নয়তো টিভির পর্দায় দেখি আপনি সেগুলি স্বচক্ষে দেখেছেন।এই অভিজ্ঞতা ও অসাধারণ পরিবেশ আসলে বর্ণনা করে বোঝানো যায় না।
এটা তার রাজত্ব, আমারা সেখানে অতিথি।আপনার এই কথাটা চমৎকার লেগেছে। চমৎকার অনুভূতি, ভালো লাগলো।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বাঙালি হিসেবে আপনি এন্টার্কটিকায় গিয়ে আমাদেরকে এত সুন্দর ও সাবলীল ভাবে বোঝাতে পেরেছেন। ধন্যবাদ সাংবাদিককে এত সুন্দর একটা প্রতিবেদন করার জন্য।
0:14
,দরদরদদবথথথদথথথথথথদবথদদদদদদরররররদথদদরযদদথথদ্মদ্মদ্মদ্মবথদথরবদদদদথরদদদথথথথদথথথথথথথদযদযদরররথথথররররথররথরররররযযথররযদথযদদদদরথয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বথদথদরথথথদ্মযযদদদদদথদদদদরযযযররযদযযযরররযযযদ্মযরদদদদ্মদ্মরযযযরররথথর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষথথথযরয্বথথথররযযযযযযরররথরর্ষর্ষতথথদদযযদথথদ যদদযথযদযযথযদয দদদদটদদই
,দরদরদদবথথথদথথথথথথদবথদদদদদদরররররদথদদরযদদথথদ্মদ্মদ্মদ্মবথদথরবদদদদথরদদদথথথথদথথথথথথথদযদযদরররথথথররররথররথরররররযযথররযদথযদদদদরথয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বয্বথদথদরথথথদ্মযযদদদদদথদদদদরযযযররযদযযযরররযযযদ্মযরদদদদ্মদ্মরযযযরররথথর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষর্ষথথথযরয্বথথথররযযযযযযরররথরর্ষর্ষতথথদদযযদথথদ যদদযথযদযযথযদ দ্মদ্ধদ্ম যদদযথযদযযথযদয দদদদটদদই
কথাগুলা শুনে কল্পনার রাজ্যে চলে যাচ্ছিলাম। যাস্ট অসাধারণ 😍😍
খুবই ভালো লাগলো।এরকম একটি দূর্গম জায়গা আমাদের দেশের মানুষ গিয়েছে। গর্ব করার মতন।
খুব ভালো লাগলো যে একজন বাঙালী নারী এমন একটা ভিন্ন ধরনের ভ্রমণ করলেন।
আমাদের পরিচয় বাংলাদেশী🇧🇩
@@sdshifatdewan3102 বাঙালি আমাদের জাতীয়তা এবং তারপর বাংলাদেশী কারণ আমরা বাংলাদেশের নাগরিক
@@Jack-anonymous-1but.sob bangladeshe banggale jate noy. Jamon ame bangla deshe .banggali noy
@@abdullahmamunmamun2429 adibashi chara sobai bengali... apni ki pahari?
বাংলাদেশের বাঙালিদের কাছ থেকে প্রণাম ও শুভেচ্ছা রইল দাদা
আল্লাহ মহান! এই পৃথিবীতে কত সুন্দর করে সাজিয়েছেন মহান আল্লাহতালা তা কল্পনার বাহুল্য! ❤
মহুয়া, খুব ভালো লাগলো ♥️ একেকটা দেশ ঘুরবি আর আমরা তোর মুগ্ধতা মাখানো কন্ঠে তার অপূর্ব বর্ণনা শুনবো ♥️অনেক শুভকামনা বন্ধু ♥️
ইনি আপনার বোন,,ম্যাম।
আপনার কথার মধ্যে মধুর এক ধরনের মুগ্ধতা আছে
সুবহানাল্লাহ! ছোট্ট একটা পৃথিবীতে সৌন্দর্যের শেষ নাই! আর বাকি সব গ্রহ নক্ষত্র গ্যালাক্সিতে কি জানি আছে আল্লাহ পাক জানে! জান্নাতে কি আছে তা তো চিন্তা করাই যায় না!
ভিডিও দেখার থেকে আপনার সাবলীল ভাষায় কথা বলা বেশি ভালো লাগলো।খুব সুন্দর করে কথা বলেন আপনি।শুভ কামনা।
আল্লাহ আপনাকে তার সৃষ্টির এতো সুন্দর সুন্দর দৃশ্য দেখার তৌফিক দিয়েছে আলহামদুল্লিলাহ
আল্লাহ এই জায়গার কথা জানেনও না।
@@anonymoussoul3343 তোর কয়লা মা আর হাতি আব্বা বানাইছে এগুলো তাইনা? অবশ্য গরুর মুত খাওয়া ধর্মের কাছে আর কি ই বা আশা করা যায়।
@@anonymoussoul3343 জানোয়ার তুই কি মোনাফেক নাকি
@@Jack-anonymous-1 অমানুষ
আল্লাহর সৃষ্টি কত সুন্দর।❤❤
কত কত গভীরতা আল্লাহর সৃষ্টির
আল্লাহর সৃষ্টি কতো সুন্দর,, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ❤❤❤❤
আপনি অনেক ভাগ্যবান
মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর
আহ জিবন😢
এগুলো দেখে আকাংকা আশে মনে যে আমার রবের জান্নাত কেমন সুন্দর হবে!। আহ👌☝️🤲।আল্লাহ আমাদের সবাই কে পরকালে জান্নাত এর বাসিন্দা করবেন। আমিন 😭☝️🤲🤝🕋
ভিডিওটা দেখেই মন বরফ শীতল হয়ে গেছে,বাস্তবে দেখলে না জানি কি অনুভুতি হতো,আপনি অনেক ভাগ্যবান, অভিনন্দন
আপনি একজন সুখী মানুষ।
যত ভ্রমণ করা যায় মানুষের বয়স তত কমে বলে আমার বিশ্বাস। গায়ে শক্তি থাকতেই যা দেখার দেখে নিতে হয়।
salam bhai, manusher ekta dik deke bolben na ,tini shuki
@@alamgirchow.4438 ঠিক বলেছেন। তবে উনার জায়গায় নিজেকে কল্পনা করে নিজেকে বেশ সুখী মনে হয়েছে। উনাকে সুখী মনে করার কারণটা ভিন্ন। সমস্ত আকাঙ্ক্ষা দুরে ফেলে জীবনটাকে উপভোগ করাকেই উনার চাহিদা বানিয়েছেন বলে মনে হয়েছে। তাই বলেছি সুখী মানুষ।
অপূর্ব! দেখছি আর মুগ্ধতায় নিমজ্জিত হচ্ছি! ❤
অসাধারন, প্রাঞ্জল এক আলোচনা। অ্যান্টার্কটিকা বিষয়ে এতো সুন্দর আলোচনা এর আগে শুনিনি।
হে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আপনার পৃথিবীকে ভালোভাবে দেখতে, যাতে করে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।
🤲
lol 😂😂😂😂🖕🖕👉
ইনশাআল্লাহ
মাশাল্লাহ পৃথিবী কত সুন্দর কত কিছু দেখার বাকি 😊
দারুন একটা Expedition এর গল্প শুনলাম বাংলাদেশি কারোর মুখে।
খুব ভালো লেগেছে। ধন্যবাদ Prothom Alo
এরকম সব তথ্য আমরা ইংলিশ চ্যানেল গুলোতে দেখতে পাই ,এই প্রথম দেখতে পেলাম বাংলা কোন প্রতিবেদন। ধন্যবাদ প্রথম আলো কে, ধন্যবাদ আপুকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য,স্যতিই আপনি খুব ভাগ্যবান আল্লাহ দেয়া এমন নেয়ামত দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ দুনিয়া কত সুন্দর না জানি বেহেস্ত কত সুন্দর
আল্লাহ এই জায়গার কথা জানেনও না।
@anonymous Soul 😡😡😡👊👊👊
আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। আপনার কথা বলার রুচি বোধ অসাধারণ।।
প্রথম আলোর কিছু প্রতিবেদন, সত্যিই মনোমুগ্ধকর 💕💕
বেশ মনোরম। পরমসোন্দর্য্যের লীলাক্ষেত্র যেনো এই আন্টার্টিকা। পরমেশ্বর জাগতিক ভালোলাগার রসদটুকু যেনো রেখেছেন আন্টার্টিকায়। 💝
আল্লাহ মহান......,
কি কি আজিব জিনিস আল্লাহ উনার জগতে বানাইয়া রাখছেন, সুব হান আল্লাহ
খুব ভালো লাগল। অচেনা, অদেখা, অজানা বিষয়ে জানতে পেরে হৃদয়ে প্রশান্তির দোলা দিল। আগামীতে এরকম তথ্যবহুল ভিডিও দেখতে চাই। ধন্যবাদ মহুয়া রউফ ম্যাভামকে।
কত বিচিত্র আমাদের এই পৃথিবী।।খুব ভালো লাগলো।।
ভিডিওটা যদি আরো ছয়-সাত ঘণ্টা হতো মনে হয় না আমি বিরক্ত হতাম। সত্যি খুবই অসাধারণ ছিল
রাইট
আপনার গল্পের মাঝে যা খুঁজে পেয়েছি যা একজন মা ঐখানে তার সন্তানের কথাই মনে পরেছে
সত্যি চমৎকার লাগলো। আপনার জীবন আরও দীর্ঘায়ু হোক।
Motu
ধন্যবাদ আপু তোমাকে ❤
অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখে খুবই মুগ্ধ হলাম ❤❤
এত স্নিগ্ধ আর সাবলীল বর্ণনা সত্যিই আমাকে মোহিত করেছে আপু
আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে....
খুব সুন্দর করে গুছিয়ে বর্ণনা করেছেন...
বাংলাদেশী নারী হিসাবে এন্টারটিকা অভিযান করেছেন জেনে বিমোহিত হয়েছি। ভ্রমণ বা অভিযান সত্যিই লোমহর্ষক বটে যাহা শুনলে শ্রোতা তাজ্জব বনে যায়। আমার বেলায় তাই হয়েছে। অভিনন্দন মহাখুশি 👍👍🌹🌺🤲🤲🇧🇩🇧🇩🇧🇩
মাশাল্লাহ আল্লাহ ছারা দুনিয়াতে মহান কেউ তিনিই সব শক্তিমান
আল্লাহ এই জায়গার কথা জানেনও না। এটা জানতেন আগে?
আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির অপূর্ব সুন্দর দৃশ্য, তাইতো আমার মহান রাব্বুল আলামীন গোটা জগতের একছত্র মালিক একমত্র অধিপত্য তাঁরই আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এতো সুন্দর দৃশ্য ভিডিও ধারণ করে দেখানোর জন্যে।
কী দারুণ দৃশ্য অবলোকন করছি , চোখ জুড়িয়ে গেলো । সুন্দর পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ 😊
আল্লাহ পাকের সৌন্দর্য দেখে শেষ করা অসম্ভব
Vison valo laglo amader Bangladesh er ekti meye ei durgom ovijan er songi hoyechhe. God bless you with❤.
ইল্মের ফযীলাত
আল্লাহ তা‘আলার বাণীঃ “তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তা‘আলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও (বাড়িয়ে দিবেন) যাদেরকে ইল্ম দেয়া হয়েছে। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন”-(সূরা আল-মুজাদালাহ্ ৫৮/১১)।
মহান আল্লাহর বাণীঃ رَبِّ زِدْنِيْ عِلْمًا “হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বাড়িয়ে দাও।” (সূরা তোয়াহা ২০/১১৪)
🌹❤️👍
চমৎকার
মুগ্ধতায় ডুবে ছিলাম কিছুক্ষণ ।
সব মিলিয়ে এটা এক দারুন অভিজ্ঞতা ।
এন্টার্কটিকার বরফ তো গলে যাচ্ছে😢😢।
আল্লাহ পৃথিবীকে রক্ষা করো
নারী তুমি নিরভিক।এগিয়ে জাও।
২০০২ সালে আমিও আর্জেন্টিনা থেকে এনট্রকটিকাতে ভ্রমণ করে ছিলাম। দিয়েগো আমার সফর সংগীদের একজন ছিলেন। খুবই ভালো লাগছে ভেবে তুমি বাইশটা বছর আগে গেলে আমাদের সংগী হতে পারতে।বার্যাখের ঠেউয়ের দৃশ্য গুলো অভাবনীয় অভিযান এবং ভয়ংকরী ছিলো।
আল্লাহ দুনিয়া অনেক সুন্দর। ভালো লাগলো আপনাকে দেখে। আপনার মত ঘুরতে আমার ও ভালো লাগে কিন্তু আল্লাহ আমাকে সেই তৌফিক এখন ও দেয় নাই। যদি কখন আল্লাহ সেই সুযোগ দেন তাহলে আমি ও এই দুনিয়া ঘুরে দেখবো।ইনশাল্লাহ ❤
আল্লাহ এই জায়গার কথা জানেনও না।
@@anonymoussoul3343সত্যি কথা 😂😂
@@anonymoussoul3343Allah janeina?sagol
২০৫০ সালের কমেন্ট করে গেলাম এই ভিডিও টা যারা দেখবে তাদের জন্য, মাশা আল্লাহ পৃথিবী কত চমৎকার তাহলে আল্লাহর জান্নাত কতটা সুন্দর হতে পারে ধারনার বাইরে
এত সুন্দর ভ্রমন উপস্থাপনা ।
অনেক সুন্দর একটা ডকুমেন্টারি। বেসিক্যালি আপনার ভ্রমণটা আমার কাছে খুব ভালো লেগেছে। মোর ওভার আপু আপনি খুব সাহসী
পৃথিবীর সব খানে আল্লাহর রাজত্ব
Allah sudo toder deshe thake bhalo kore khabar nao
একদম সত্যি কথা বলেছেন।
Allah is all mighty:আল্লাহ্ সদা সবদা বিরাজমান ।
পৃথিবীর ৮০% এরও বেশি মানুষ প্রমাণহীন আরবী ভাষী ইশ্বর আল্লাহ ফাক কে ঘোড়ার ডিম মনে করে
খুব ভালো লাগলো। এত সুন্দর একটা ভিডিও upload দেওয়া জন্য ধন্যবাদ
বাংলাদেশের সাংবাদিক বা উপস্থাপন কারিরা জেভাবে সুন্দর করা বুজিয়ে বলতে পারে আমার মোনে এইভাবে এই দুনিয়াতে আর কোথাও কেউ পারবেনা
অশেষ ধন্যবাদ, চোখ জুড়ানো।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর,
আল্লাহর সব সৃষ্টি
খুবই ভাল লাগলো উনার সাহসীকতা দেখে ।
আহা! কি অসাধারণ!! আপনি সৌভাগ্যবতী
আপুটা এত সুন্দর করে কথা বলে মুগ্ধ হয়ে গেলাম ❤😇🥰
খুব ভালো লাগলো, মনে হলো খুব তারাতাড়ি ভিডিওটা শেষ হয়ে গেলো, আরও বেশি জানতে ইচ্ছে করছিল।
অসাধারণ বাচনভঙ্গি ও শ্রুতিমধুর বর্ণনা।।।।
খুবি অসাধারণ লাগছে জায়গাটা, এবং সাথে আপনার উপস্থাপনা টা ও অসাধারণ লাগছে ❤
আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি করা দুনিয়া কতই না সুন্দর আল্লাহ বলেন হে বনি আদম ভ্রমণ কর আমার এই পৃথিবী দেখো কত সুন্দর নাজ নেয়ামত সৃষ্টি করে রেখেছি তোমাদের জন্য
মাশাল্লাহ কতো সুন্দর আমার আল্লাহর সৃষ্টি
আপনার এতো সুন্দর বর্ণনা শুনেই এন্টার্কটিকায় হারিয়ে গেছি।❤
চমৎকার বচনশৈলী!❤
খুব সুন্দর ধন্যবাদ আপনাকে মদিনা থেকে সবাই জন্য দোয়া রইলো
আসলে আপনি খুবই ভাগ্যবান
অসাধারণ একটি অভিজ্ঞতা!!
অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিব্যক্তি
অজানা অনেক কিছুই জানতে পেরেছি ।
কল্পনায় হারিয়ে গেছিলাম
সমস্ত পরিবেশ টা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন
আপনার মাধ্যমে ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। বাস্তবে দেখলে না জানি কতো ভালো লাগতো
সুবাহান আল্লাহ না জানি জান্নাত কত সুন্দর 🥰🥰🥰
অসাধারণ অসাধারণ অসাধারণ খুব সুন্দর খুব ভালো লাগলো 👌❤👌
মাশা আল্লাহ ,আল্লাহ পাকের সুন্দরের শেষ নাই ❤❤❤
It was great experience for me also. Last December i was there.
আপনার জীবনের সর্বোচ্চ সুখ কাটিয়েছেন যাকে বলে স্বর্গের সুখ
অসম্ভব ভয়ংকর সুন্দর সুন্দর জাস্ট সুন্দর।অনেক ভালো লাগলো ফোনে দেখে যদিও কখনও বাস্তবে দেখতে পারবো না তবে ভিডিওতে দেখে সত্যি যেতে ঘুরে আসতে ইচ্ছে করে।
মাশা-আল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার সৃষ্টি কতইনা সুন্দর।
মহুয়া আপু আমার পার্শ্ববর্তী গ্রামের এবং আত্মীয় হন। চট্টগ্রামের রাংগুনিয়ার সরফভাটায় গ্রামের বাড়ি।
উনার বলার ধরণ চমৎকার।
সাবলীল প্রেজেন্টেশন। অভিনন্দন ও শুভকামনা
আপা আপনার কথাগুলো অসাধারণ ভালো লেগেছে,ভালো লেগেছে সেই জায়গাটিও,
আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর,,, ❤❤❤❤
আহ আমাদের জান্নাত যে কত সুন্দর,
Khub e valo laglo onar oviggotar kotha sune❤
প্রতিদিন যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে।তত বেশি পাপ থেকে বিরত থাকবে। আল্লাহ সবাইকে পাপ মুক্ত করুক
আমিন।
হুম
@@harunbinabdul391 আল্লাহ যেন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন
মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ম বেচার দিন শেষ। মানুষ আর বলদ নাই
কিসের মধ্যে কি?
যত্তসব পাগল।
অসাধারণ ! ভিডিওটা আমার কাছে অনেক ভাল লাগছে । Thanks
মাশাআল্লাহ্ পৃথিবী অনেক সুন্দর৷
আপনি খুব ভাগ্যবান আপু।
মাশাল্লাহ খুব অপরুপ সিস্টি খুব ভালো লাগলো
Shotti valo lagche akjon Bangladeshi ke Antarctica te dekhe...apni khub lucky ar abossoi apni eta deserve koren...
আল্লাহ মহান।আল্লাহ সর্বশক্তিমান আমিন।
সাবাস বাংলার নারী 🇧🇩
উনার ভ্রমণ তা সত্যিই প্রশংসনীয় 🎉
খুব ভালো লাগলো। ধন্যবাদ।