জিয়া ভাই রয়েল টিউলিপ নিয়ে আপনার যে উপলব্ধি সেটার সাথে আমি পুরোপুরি ভাবে এক মত। আমি দুবার থেকেছি ওখানে অফিসের কাজে কখনো পেশাগত আচরন পাইনি। এমনকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে নিয়ে ও ভালো আচরণ পাইনি। আমি তাদের আচরণ বিষয়ে অভিযোগ করেছিলাম কিন্তু কতৃপক্ষ সেটা আমলে নেয়নি। আমি ফেমিলি ট্রিপে কখনও রয়েল টিউলিপ এ যাবনা অন্য দের ও যেতেবলবো না। বিবি ট্রাভেলারসের জন্য ধন্যবাদ এ অসংগতি তুলে ধরার জন্য। অন্যান্য ভ্রমণ কারীদের জন্য এ ভিডিওটি খুব ই সহায়ক হবে। অনেক অনেক শুভকামনা।
আপনার প্রায় সব ভ্লগই আমার দেখা হয়েছে।বেশীরভাগ ব্লগে হোটেল/এয়ারলাইন্সের সুনাম দেখেছি।তবে এখানে একদম অনেস্ট রিভিউ দিয়েছেন।৩মাস আগে আমার এখানে থাকার অভিজ্ঞতার সাথে প্রায় মিলে গেছে।
এক পরিচিত ভাই হানিমুনে আসার জন্য টিউপিলে ফোন দিয়ে ছিলেন। উনি ডিসকাউন্ট চাওয়া ফোনের অপাস থেকে বলা হয়েছে সরি স্যার এটা ৫ স্টার ভাতের হুটেল না। এখন আপনার ভিডিও দেখার সব ক্লিয়ার। আজ কাল বেসির ভাগ ইউটিউভ ব্লগারা পেইড রিভিউ করেন। সেই জায়গায় ভালো রুম পেয়েও সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ❤️
ভালো লাগলো অভিজ্ঞার কথা শুনে। যাওয়ার ইচ্ছে আর নাই। তবে আপনাকে সিলেটের গ্রান্ড সুলতানে যাওয়ার কথা বলবো। আমি দুদিন থেকে আজও ভুলতে পারছি না। খুবই ভালো লাগবে গ্যারান্টি দিলাম।
এর আগে সাইমন,লং-বীচ এবং সী-গার্লে ছিলাম সবাই খুব প্রফেশনাল এবং রেষ্টুরেন্টের খাবার মান খুবই ভালো ছিল।ভেবেছিলাম এরপর টিউলিপে থাকবো যাহোক ভিডিওতে যা দেখলাম আর চিন্তাও করবো না। ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান পোস্ট শেয়ারের জন্য।
আমার এক কাজিন ভাই কাজ করে সেখানে ফ্রন্ট অফিসে.. খুব খারাফ লাগলো আপনার ভিডিও টা দেখে.. আমি নিজে ও দুবাইতে একটি হোটেলে কাজ করি.. অতিথি দের সন্তুষ্ট করাই আমাদের একমাত্র লক্ষ্য..
প্রবাসে (লন্ডনে) থাকি দীর্ঘদিন যাবৎ, দেশে যাই মাঝে মধ্যে হাতে অল্প সময় নিয়ে , কিন্তু আমাদের দেশের নৈসর্গিক স্থান সমূহ যেমন, সুন্দরবন, কক্সবাজার, রাঙামাটি ইত্যাদি স্থানসমূহে বেড়ানোর সুযোগ হয়ে ওঠেনা অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও, ব্যস্ততায় সময় চলে যায় ঢাকাতেই । প্রযুক্তির কল্যানে এই জাতীয় ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলো দেখে আবেগে আপলিত হয়ে যাই মাঝে মধ্যে সময়ের বিবর্তনে আমাদের পর্যটন শিল্পে এ জাতীয় পরিবর্তন লক্ষ্য করে। মুহূর্তে ইচ্ছে হয় পরিবারের সবাইকে নিয়ে ছুটে যাই নিজ দেশের ওই প্রাকৃতিক ঐশর্যগুলো উপভোগ করতে। কিন্তু এ জাতীয় ফিডব্যাক পাওয়ার পর মুহূর্তেই তা বিলীন হয়ে যায় সব পরিকল্পনা। তখন মনে হয় তথাকথিত পাঁচ তারকা তকমাযুক্ত ওই টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক, প্রসাশনিক ব্যবস্থাপনার চিত্রের বাইরে অন্য কিছু নয়, যেখানে 'ঘুষ' বিহীন কোনো পাবলিক সার্ভিস মেলেনা।....!! তথাকথিত ওই টিউলিপ হোটেলে যাওয়ার পরিকল্পনা মন থেকে ঝেড়ে ফেলে দিলাম ।
আপনি সাধারণত কখনই কোনো কিছু নিয়ে সহজে নেগেটিভ বলেন না। কিন্তু সেই আপনিই যেহেতু রয়াল টিউলিপে নিয়োগ পাওয়া বস্তির ছেলেদের নিয়ে বলেছেন, সেহেতু কোনো ভদ্র লোকের সেখানে যাওয়া উচিৎ হবেনা।
অনেক ভ্লগার আছেন যারা এসব সত্য বলতে ভয় পান, কিন্তু আপনি বলতে পারছেন কারন আপনি একজন সাংবাদিকও তাই। আপনাকে অনেক ধন্যবাদ এদের ধান্দাবাজি ও বাজে আচরন গুলোর কথা ভিডিওতে তুলে ধরার জন্য। কক্সবাজার আমার অনেক প্রিয় একটি জায়গা কিন্তু হোটেল গুলোতে এমন বাজে অভিজ্ঞতার শিকার হয়ে কক্সবাজার যাওয়া ছেড়ে দিয়েছি।
ভাইজান শিক্ষা পরে আগে প্রকৃত মানুষের পরিচয় দিতে হবে।আমাদের দেশের বেশীর ভাগ মানুষের জন্ম বস্তিতে।আর বস্তিতে জন্মে এরা কোনরকম নকল করে পাশটাশ করেছে তারপর একটা চাকরি পেয়ে তা সোনার হরিনে পরিনত হয়েছে।
ইনশাআল্লাহ ,, আল্লাহ রহমতে ফুল ফ্যামিলি গেছি,,২০২৪ সালের ২২ তারিখে হোটেলে থেকে ২৩ তারিখে চলে আসছি,, আমার কাছে খুবই ভালো লাগছে শুধু বিনোদন আর বিনোদন অনেক ভালো লাগছে অনেক আনন্দ উপভোগ করে আসছি,, এই একটা অসাধারণ জায়গা
facebook.com/labellaresortofficial th-cam.com/video/HCde6jG6cSc/w-d-xo.html কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত থেকে ২৩ কিলোমিটার দূরে ইনানী বিচ পয়েন্ট "লা বেলা রিসোর্ট"। শত শত বছরের পুরাতন পাথর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো প্রকৃতীর এই অপার সৌন্দর্য উপভোগ করতে আমাদের সাথে কথা বলুন বা হোয়াটস্যাপ করুন ০১৮৪২-৪৮৮৮৭৪ এই নাম্বার এ !
ভাইয়া ইচ্ছা থাকলেও উপায় নেই। আপনার ভিডিও দেখে মনটা কে শান্তনা দিয়ে মাই। আল্লাহ তায়ালা আপনাদের সুস্থ রাখেন । আরো বেশি বেশি ভিডিও দেন দেখে মনটা কে শান্তনা দেই। ধন্যবাদ ভাইয়া।
Khubi baje hotel..baire theke dekhle to bhako lage khub shundor..kintu amra thekechi 3 mash age..Shobchey faltu hotel aita..shudhu shudhu taka noshto korben ken
আপনার ভিডিওটি ভালো লাগলো। আমার খুব ইচ্ছা ছিল এই হোটেলে একরাত্রি জাপন করব কিন্তু আপনার কথা শুনে মনে হলো এই হোটেলে থাকা যাবে না। ধন্যবাদ তথ্য শেয়ার করার জন্য।
1. রয়াল টিউলিপের শাটল(মিনি বাস) ভাড়াটা অনেক বেশি। ২ জন যেতেই ৬০০ টাকা লাগে ! অথচ দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। যাওয়ার পথেও ওদের বুকিং প্যাসেঞ্জার থাকে, আসার পথেও থাকে। ব্যাপারটা এমন নয় যে গাড়ি খালি আসে। 2. ঐখানে চেক ইন টাইম বেলা ২ টা তে। আমরা হোটেল রুমের চাবি পেয়েছিলাম ঐ দুইটাতেই। বিরক্তি নিয়ে ৩ ঘন্টা রিসপশনে বসে থাকতে হয়েছিল। যদিও এদের চেক আউট টাইম বেলা ১১ টা। এত দেরি লাগে ক্লিন করতে। 3. অতিরিক্ত ভাব দেখাতে গিয়ে সব কিছুর দাম অনেক অনেক বেশি। হোটেলের বাহিরেও কিছু রেস্তরা আছে, তবে ভাল মানের নয়। 4. হোটেলের অপজিট সাইডে যে নিজস্ব সিবিচ আছে ঐখানে ফটোগ্রাফার গুলো থেকে সাবধান। আপনি ৩০ টা ছবি তুলতে বলবেন, ওরা ৩০০ টা ছবি ১৫ মিনিটে তুলে ১২০০ টাকা দাবি করবে। সবগুলো ফটোগ্রাফার সিন্ডিকেটের মত থাকবে।
একেবারে সত্যি রিভিউ। কানে ধরেছি আর কখনো যাবোনা। রাত ১ টায় হঠাৎ আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে জানতে পারি তথাকথিত এই পাঁচ তারকা হোটেলে কোন ইন হাউস ডাক্তার নেই। একজন নার্স আছেন কিন্তু ম্যাডাম আসতে পারবেন না। বরং বললেন অনেক দূরের শহরের হাসপাতালে নিয়ে যেতে। আতিথেয়তার মান জঘন্য।
I was so sad that couldn't visit this Hotel. After watching this video now don't want to go. Thank you very much and may Allah bless you for sharing this information. By the way, Vabi is a pretty woman. Give my love to her.
We went there last month. We also noticed that bathroom shower was old and bathroom wasn’t that clean. Stuffs weren’t that much welcoming in the check in counter.
এই রকম বাজেট থাকলে রয়েল টিউলিপ কেন ? বালি বিচ থেকে ঘুরে আসব। আমাদের দেশের এইসব ফাইযলামি দেখে আমরা অভ্যস্ত। কক্সবাজার এ সায়মন অথবা কক্স টুডে এ থাকবেন, বাইরে খাবেন, ১০০০ টাকা দিয়ে বারগার খাওয়া লাগবে না। আপনাকে থ্যাংকস যে এই ইনফর্মেশন শেয়ার করলেন, আমাদের প্লান ছিল টিউলিপ এ যাবার, ক্যানসেল করলাম।
জিয়া ভাই রয়েল টিউলিপ নিয়ে আপনার যে উপলব্ধি সেটার সাথে আমি পুরোপুরি ভাবে এক মত।
আমি দুবার থেকেছি ওখানে অফিসের কাজে কখনো পেশাগত আচরন পাইনি। এমনকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে নিয়ে ও ভালো আচরণ পাইনি। আমি তাদের আচরণ বিষয়ে অভিযোগ করেছিলাম কিন্তু কতৃপক্ষ সেটা আমলে নেয়নি। আমি ফেমিলি ট্রিপে কখনও রয়েল টিউলিপ এ যাবনা অন্য দের ও যেতেবলবো না।
বিবি ট্রাভেলারসের জন্য ধন্যবাদ এ অসংগতি তুলে ধরার জন্য। অন্যান্য ভ্রমণ কারীদের জন্য এ ভিডিওটি খুব ই সহায়ক হবে।
অনেক অনেক শুভকামনা।
ভাইয়া,
এইটা কি পাঁচ তারকামানের হোটেল?
নাকি সাততারকা?
আপনার প্রায় সব ভ্লগই আমার দেখা হয়েছে।বেশীরভাগ ব্লগে হোটেল/এয়ারলাইন্সের সুনাম দেখেছি।তবে এখানে একদম অনেস্ট রিভিউ দিয়েছেন।৩মাস আগে আমার এখানে থাকার অভিজ্ঞতার সাথে প্রায় মিলে গেছে।
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
This man is a gem..
too honest, clam and classy...
best travel blog in bd for sure...
এক পরিচিত ভাই হানিমুনে আসার জন্য টিউপিলে ফোন দিয়ে ছিলেন।
উনি ডিসকাউন্ট চাওয়া ফোনের অপাস থেকে বলা হয়েছে সরি স্যার এটা ৫ স্টার ভাতের হুটেল না।
এখন আপনার ভিডিও দেখার সব ক্লিয়ার। আজ কাল বেসির ভাগ ইউটিউভ ব্লগারা পেইড রিভিউ করেন। সেই জায়গায় ভালো রুম পেয়েও সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ❤️
ভালো লাগলো অভিজ্ঞার কথা শুনে। যাওয়ার ইচ্ছে আর নাই। তবে আপনাকে সিলেটের গ্রান্ড সুলতানে যাওয়ার কথা বলবো। আমি দুদিন থেকে আজও ভুলতে পারছি না। খুবই ভালো লাগবে গ্যারান্টি দিলাম।
হোটেলের অবকাঠামো সৌন্দর্য্যে মুগ্ধ হলাম। কিন্তু তাদের ব্যবহার সম্পর্কে যা জানলাম, সত্যি অপেশাদার।
আমাদের ইচ্ছে ছিল এবারের ট্যুরে রয়েল টিউলিপে ২ রাত থাকবো। আপনার ব্লগটা দেখার পর, ইনশাআল্লাহ আর যাচ্ছিনা।
1rat koto 4jon er and couple er tah
Ami o vabse dashe jaiya famaly neya jabo kinto r Jawa hobe na
😂😂😂😂😂😂
Same Ami o vabesi
Vai chapa to baloi marlen🤣😂🤣😂
এর আগে সাইমন,লং-বীচ এবং সী-গার্লে ছিলাম সবাই খুব প্রফেশনাল এবং রেষ্টুরেন্টের খাবার মান খুবই ভালো ছিল।ভেবেছিলাম এরপর টিউলিপে থাকবো যাহোক ভিডিওতে যা দেখলাম আর চিন্তাও করবো না।
ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান পোস্ট শেয়ারের জন্য।
আমাদের মতো যারা গরিব তারা দেখেই সন্তূষ্ট😥😥😥😥
Bhai apnader doshei apnara gorib.ekjon manush jodi tar mon pran die cheshta kore borolok bote tahole she hoe.. Apnara boshe thaken dekhe apnara gorib
@@bobogaga8583 বলতে যত সোজা কাজে ততটাই কঠিন 😏
Sohomot vai
খুব ভাল করেছেন এই হোটেলের রিভিউ দিয়ে। যাওয়ার ইচ্ছে পুরো পুরি শেষ ।আর যাচ্ছিনা ওটাতে
osan pradice best
right
Amio jabo na r
@@rushingx-1008 7up
ঠিক বলেছেন ভাইয়া
আমার এক কাজিন ভাই কাজ করে সেখানে ফ্রন্ট অফিসে..
খুব খারাফ লাগলো আপনার ভিডিও টা দেখে..
আমি নিজে ও দুবাইতে একটি হোটেলে কাজ করি..
অতিথি দের সন্তুষ্ট করাই আমাদের একমাত্র লক্ষ্য..
আলহামদুলিল্লাহ,,,
কখনো যাওয়ার তৌফিক হলেও আর যাবো না,,ধন্যবাদ বিডি ট্রাভেলার্স
প্রবাসে (লন্ডনে) থাকি দীর্ঘদিন যাবৎ, দেশে যাই মাঝে মধ্যে হাতে অল্প সময় নিয়ে , কিন্তু আমাদের দেশের নৈসর্গিক স্থান সমূহ যেমন, সুন্দরবন, কক্সবাজার, রাঙামাটি ইত্যাদি স্থানসমূহে বেড়ানোর সুযোগ হয়ে ওঠেনা অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও, ব্যস্ততায় সময় চলে যায় ঢাকাতেই । প্রযুক্তির কল্যানে এই জাতীয় ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলো দেখে আবেগে আপলিত হয়ে যাই মাঝে মধ্যে সময়ের বিবর্তনে আমাদের পর্যটন শিল্পে এ জাতীয় পরিবর্তন লক্ষ্য করে। মুহূর্তে ইচ্ছে হয় পরিবারের সবাইকে নিয়ে ছুটে যাই নিজ দেশের ওই প্রাকৃতিক ঐশর্যগুলো উপভোগ করতে। কিন্তু এ জাতীয় ফিডব্যাক পাওয়ার পর মুহূর্তেই তা বিলীন হয়ে যায় সব পরিকল্পনা। তখন মনে হয় তথাকথিত পাঁচ তারকা তকমাযুক্ত ওই টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক, প্রসাশনিক ব্যবস্থাপনার চিত্রের বাইরে অন্য কিছু নয়, যেখানে 'ঘুষ' বিহীন কোনো পাবলিক সার্ভিস মেলেনা।....!! তথাকথিত ওই টিউলিপ হোটেলে যাওয়ার পরিকল্পনা মন থেকে ঝেড়ে ফেলে দিলাম ।
আমাদের একটি টুর প্লান ছিল কক্সবাজার। যেখানে হোটেল রয়েল টিউলিফে থাকার ইচ্ছা ছিল কিন্তুু সে ইচ্ছা টুকু অনিচ্ছায় পরিণত হলো। ধন্যবাদ আপনাকে
Ocean paradise hote থাকতে পারেন আমি পরিবার নিয়ে থেকেছি তিনবার।সবকিছুই ভালো ছিল।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই হোটেল এর information দেওয়া জন্য।একটা বড় ঝামেলার হাত থেকে বেচে গেলাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। 💙💙💙💙
Um
আপনি সাধারণত কখনই কোনো কিছু নিয়ে সহজে নেগেটিভ বলেন না। কিন্তু সেই আপনিই যেহেতু রয়াল টিউলিপে নিয়োগ পাওয়া বস্তির ছেলেদের নিয়ে বলেছেন, সেহেতু কোনো ভদ্র লোকের সেখানে যাওয়া উচিৎ হবেনা।
right
যাওয়ার ইচ্ছে ছিল আর যাব না
Er theke mermaid e jan
Amazing service and environment
Tachara sylhet er grand sultan ar the palace o bhalo legeche amar
জিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগ টার জন্য। ভেবেছিলাম যাবো কিন্তু এখন আর যাচ্ছিনা..
অনেক ভ্লগার আছেন যারা এসব সত্য বলতে ভয় পান, কিন্তু আপনি বলতে পারছেন কারন আপনি একজন সাংবাদিকও তাই। আপনাকে অনেক ধন্যবাদ এদের ধান্দাবাজি ও বাজে আচরন গুলোর কথা ভিডিওতে তুলে ধরার জন্য। কক্সবাজার আমার অনেক প্রিয় একটি জায়গা কিন্তু হোটেল গুলোতে এমন বাজে অভিজ্ঞতার শিকার হয়ে কক্সবাজার যাওয়া ছেড়ে দিয়েছি।
Amiu bugantir shikar hoyesi ai hotele
Manush sudhu sudhu bola na cox a jawar cheya pasher country ta tour dawa vlo
এইটা বাংলাদেশ এইখানে ভালো আচরণ পাওয়া অসম্ভব... আমাদের দেশের মানুষের শিক্ষার অনেক অভাব
Plz subscribed my youtube channel
ভাইজান শিক্ষা পরে আগে প্রকৃত মানুষের পরিচয় দিতে হবে।আমাদের দেশের বেশীর ভাগ মানুষের জন্ম বস্তিতে।আর বস্তিতে জন্মে এরা কোনরকম নকল করে পাশটাশ করেছে তারপর একটা চাকরি পেয়ে তা সোনার হরিনে পরিনত হয়েছে।
@@HisamEditzAndCreations ঠিকই বলেছেন ভাই,,
Hotel mgt.kora ekhon graduate nila beshi salary dite hoy Tai olpo takay unprofessional lokjon niye kaj chalacche Bangladesh er manushtu bahire chakchikko dekhei paghol hoye Jay..!!!
@@HisamEditzAndCreations ভাইজান, আপনার জন্ম কোন বস্তিতে?
রয়েল টিউলিপে থাকার ইচ্ছেটি উবে গেল ভাই। শুভেচ্ছা।
ভাই সবাই vloge করে কিন্তু আপনার মতো কেউ করতে পারেনা। তাই আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে ধন্যবাদ
আমি আমার বন্ধু সহ গিয়েছিলাম অভিজ্ঞতা আপনার সঙ্গে একমত।
bahi rume bada koto
Room Bara koto kore
এই হোটেলের অাততায়িতায় খবর শুনে হোটেল বিষ্মিত হলাম, ধন্যবাদ বিডি ট্রাভেলস কে সত্যি খবর তুলে ধরার জন্য।
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে Saymon Beach Resort এ।
তাদের সার্ভিস খুব ভালো।
ভাই আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ আমি আপনার সবগুলো ব্লক দেখেছি খুব ভালো লাগে আপনার ব্লক গুলো দেখতে Love You ❤️❤️❤️
ফ্যামিলি সহ রয়েল টিউলিপে যাওয়ার প্ল্যান ছিলো জানুয়ারি তে! ক্যান্সেল করে দিলাম প্ল্যান! ধন্যবাদ ভাই..আপনার জন্য ভালোবাসা অবিরাম।
খুটিনাটি তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ
ইনশাআল্লাহ ,, আল্লাহ রহমতে ফুল ফ্যামিলি গেছি,,২০২৪ সালের ২২ তারিখে হোটেলে থেকে ২৩ তারিখে চলে আসছি,, আমার কাছে খুবই ভালো লাগছে শুধু বিনোদন আর বিনোদন অনেক ভালো লাগছে অনেক আনন্দ উপভোগ করে আসছি,, এই একটা অসাধারণ জায়গা
অনেক ইচ্ছা ছিল রয়েল টিউলিপে যাওয়ার আপনাকে অনেক ধন্যবাদ এখন আর ঐ হোটেলে যাবোনা।
কক্সবাজার আমার খুবই পছন্দের একটি যায়গা,ভিডিও টি খুবই ভালো লাগলো 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
Just cancelled my trip after I have watched your video! Thanks
Informative Video...Wanted to visit there...but after watching this...changed our plan.
রয়েল টিউলিপের একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন যা ভ্রমণপিপাসুদের অনেক উপকারে আসবে।
ধন্যবাদ।
facebook.com/labellaresortofficial
th-cam.com/video/HCde6jG6cSc/w-d-xo.html
কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত থেকে ২৩ কিলোমিটার দূরে ইনানী বিচ পয়েন্ট "লা বেলা রিসোর্ট"। শত শত বছরের পুরাতন পাথর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো প্রকৃতীর এই অপার সৌন্দর্য উপভোগ করতে আমাদের সাথে কথা বলুন বা হোয়াটস্যাপ করুন ০১৮৪২-৪৮৮৮৭৪ এই নাম্বার এ !
আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি ভাই। আপনাদের জন্য শুভ কামনা রইলো।💕💕💕
ভাইয়া ইচ্ছা থাকলেও উপায় নেই। আপনার ভিডিও দেখে মনটা কে শান্তনা দিয়ে মাই। আল্লাহ তায়ালা আপনাদের সুস্থ রাখেন । আরো বেশি বেশি ভিডিও দেন দেখে মনটা কে শান্তনা দেই। ধন্যবাদ ভাইয়া।
Very nice sharing beautiful jagha ❤️❤️❤️❤️
মেলিনার আগের পুতুলটা মিস করলাম! তবে, নতুন খেলনাটাও ভালো!
আমি এক বার Hotel #Seagull এ গেছি ওদে ব্যবহার অনেক ভাল। সারাজীবন মনে রাখার মত
seagull er sobai onk valo
রয়েল টিউলিপ থেকে ৫০ টাকা টমটম ভাড়া দিয়ে ১০ মিনিটে একটা রেস্টুরেন্ট আছে "pirates dine" নামে। খাবারের দাম অনেক কম ও সাশ্রয়ী।
ধন্যবাদ ভাই।আপনার গুরুত্বপুর্ন তথ্যে আমাদের অনেক উপকার হলো।
হাতির দুইধরনের দাত একটা চিবানোর আরেকটি দেখানোর। বাংলাদেশে এটাকে বলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট।।
Thnx. Vaiya for v important infos.... started hating ROYAL TULIP
ধন্যবাদ ভাই! একদম সত্য ভাবে হটেল টার আমাদের কাছে তুলে ধরার জন্য 💚
Khubi baje hotel..baire theke dekhle to bhako lage khub shundor..kintu amra thekechi 3 mash age..Shobchey faltu hotel aita..shudhu shudhu taka noshto korben ken
Nice one..Always eagerly wait for the new vlog from your channel.
অনেকের কাছ থেকেই এই হোটেলের bad রিভিউ পেয়েছি। বিশ্বাস করিনি।আজ আপনার টা দেখে বিশ্বাস করলাম।
ধন্যবাদ ভাই
অনেক ধন্যবাদ বিডি ট্রাভেলার্সকে সুন্দর ভাবে সত্যি কথা তুলে ধরার জন্য
তথ্য বহুল উপস্থাপনা।
vai eca celo gabo kento apnar bolog dekh mon boragassa thanks
Thanks a lot mr. Ziaul haque bro for ur awesome information
ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনার জন্য শুভকামনা রইল 👍🎉
আপনাকে ধন্যবাদ, সত্যটা তুলে ধরার জন্য।
অনেকেই দেখা যায় স্পনসর করে টাকা খেয়ে সব ভালো ভালো করে।
তার জন্যই আপনাকে ভালোবাসি।
Onk er moddhe dalal afridi free peye onk valo bolsilo
মাশা আল্লাহ্ দেখতে দেখতে বাবু বড় হয়ে গেছে 😘😘😘😘😘😘
তথ্য বহুল উপস্থাপনা। আগামীতে যারা যাবেন তারা তাদের সারভিস মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
ধন্যবাদ ভাই.. পরিবার নিয়ে যাওয়ার চিন্তা চিলো..কিন্তু আর নয় এমন হোটেলে.. 🖤
Nice Information. Big fan of BD Travellers. Best Wishes in future
অসংখ্য ধন্যবাদ
Excellent! Wow! bravo!!! That is called fair review. Excellent. মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য।
আজকে ১০ দিনের জন্য বুকিং দিতে যাচ্ছিলাম।ভিডিও দেখে ক্যান্সেল করলাম
যেতে ত কোনো দিনও পারব না আপনার ভিডিও দেখেই না হয় মনটা জুড়াই
অনেক সুন্দর ও মনোরম পরিবেশ,ভালো লাগলো
কক্সবাজারের মধ্যে "সায়েমান হোটেল" আর সিলেটের মধ্যে "দ্যা প্যালেসের" আতিথিয়েতা অনেক অনেএএএক ভালো মনে হয়েছে।
Saymen r buffet r meal ank baje😒👎
সায়েমান হোটেল ঠিকানা টা দেন
Amar kacha royal tulip is the best hotel bole mona hoaca
ভাই আনেক বড় উপকার করলেন।আমরাও সবাই মিলে যাওয়ার প্লান করছিলাম।আপনার থেকে অনেক কিছু জানলাম...🥰🥰🥰
অবশেষে আপনার নতুন ভিডিও পেয়ে ভালো লাগলো,কিন্তু রয়েল টিউলিপ এ আর যাওয়ার চিন্তা করবো না
ধন্যবাদ ভাই এই ভিডিওটার মাধ্যমে আপনি আমাদের সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ
যারা আনলাইক দিলো তারা নিশ্চয় ওখানের কর্মচারীরী😂
🙄😊😂
আপনার কথা গুলো একদম সঠিক। আর আমাদের সোনার বাংলার কিছু দুর্নীতির চিত্র এ হোটেলে দেখা যায়।
আপনার ভিডিও দেখে প্লান ক্যান্সেল করলাম।
Amar Favourite akta Channel...
এই আন্ডার ফাইভ স্টার থেকে আমাদের সিলেটের অনেক হোটেল আছে যা হাজার গুনে ভালো, কারণ এদের ব্যবহার খুব ই ভালো
Thanks for your enriched VLOG , won't look further to book at R.Tulip .
very straight forward reviews! (y)
যি ভাই এই হোটেল এর ওখানে গিয়েছিলাম৷ ওনেক ভালো লাগছে। যাগা টা অসাধারন
কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ ভাই কুমিল্লা ভিডিও চাই
Ay hotel a theke ashechi ..khub e shundar .....khub valo legechilo
আপনার ভিডিওটি ভালো লাগলো। আমার খুব ইচ্ছা ছিল এই হোটেলে একরাত্রি জাপন করব কিন্তু আপনার কথা শুনে মনে হলো এই হোটেলে থাকা যাবে না। ধন্যবাদ তথ্য শেয়ার করার জন্য।
Thank you.
videoti khub upobhog korlam. ekdin CoxsBajar saikate jawaro icche roilo.
ওশান প্যারাডাইজে ছিলাম ২ দিন। যথেষ্ট ভাল সার্ভিস পেয়েছি ওখানে।
Nice presentation. Never will go Royal Tulip. Thanks for ur cautious.
শুধু একটা রাত্রি থাকার জন্য যদি ২১,৫০০ টাকা খরচ করতে হয়, এরচেয়ে অর্ধেক টাকায় কলকাতার জেনুইন পাঁচতারা হোটেল ITC Royel Bengol এ থাকা যাবে।
Dada ai takay dhaka theke kolkata by air ghure asa jabe😆
thanks vai.. ekkere vore disen
Thanks brother for your kind information.
ধন্যবাদ ভাই, গুরুত্বপূর্ণ তথ্যের জন্য!!
ভাই আমার খুব ইচ্ছে ছিল! রয়েল টিউলিপে একরাত থাকতে! But, আপনার কথা শুনে আমি আর এই হোটেলে যাবো না!
অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ
ছোট বাবুটা কে ছোট বেলা থেকে দেখছি। অনেক দিন পরের ভিডিও অনেক বড় হয়ে গেছে।দোআ করি ভাল থাকুন সব সময়🌷🌷🌷
Doa Korben Please.
আসসালামুয়ালাইকুম সবাইকে
অনেক ভালো লাগলো আরো বেশি ভাল লাগলো কারণ আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন এজন্য
অনেক ধন্যবাদ ভাই,
This is your best review ever Ziya bhai.
1. রয়াল টিউলিপের শাটল(মিনি বাস) ভাড়াটা অনেক বেশি। ২ জন যেতেই ৬০০ টাকা লাগে ! অথচ দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। যাওয়ার পথেও ওদের বুকিং প্যাসেঞ্জার থাকে, আসার পথেও থাকে। ব্যাপারটা এমন নয় যে গাড়ি খালি আসে।
2. ঐখানে চেক ইন টাইম বেলা ২ টা তে। আমরা হোটেল রুমের চাবি পেয়েছিলাম ঐ দুইটাতেই। বিরক্তি নিয়ে ৩ ঘন্টা রিসপশনে বসে থাকতে হয়েছিল। যদিও এদের চেক আউট টাইম বেলা ১১ টা। এত দেরি লাগে ক্লিন করতে।
3. অতিরিক্ত ভাব দেখাতে গিয়ে সব কিছুর দাম অনেক অনেক বেশি। হোটেলের বাহিরেও কিছু রেস্তরা আছে, তবে ভাল মানের নয়।
4. হোটেলের অপজিট সাইডে যে নিজস্ব সিবিচ আছে ঐখানে ফটোগ্রাফার গুলো থেকে সাবধান। আপনি ৩০ টা ছবি তুলতে বলবেন, ওরা ৩০০ টা ছবি ১৫ মিনিটে তুলে ১২০০ টাকা দাবি করবে। সবগুলো ফটোগ্রাফার সিন্ডিকেটের মত থাকবে।
Thanks 😊 for the review . Very detailed and honest one. And Your baby is very cute Masha Allah.
একেবারে সত্যি রিভিউ। কানে ধরেছি আর কখনো যাবোনা। রাত ১ টায় হঠাৎ আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে জানতে পারি তথাকথিত এই পাঁচ তারকা হোটেলে কোন ইন হাউস ডাক্তার নেই। একজন নার্স আছেন কিন্তু ম্যাডাম আসতে পারবেন না। বরং বললেন অনেক দূরের শহরের হাসপাতালে নিয়ে যেতে। আতিথেয়তার মান জঘন্য।
ধন্যবাদ ভাইয়া।।।🤩🤩🤩 যাব না রয়েল টিউলিপ এ।।। হোটেল টা খুব একটা ভাল লাগে নি আমার কাছে।।। ধন্যবাদ ভাইয়া সত্যিটা তুলে ধরার জন্য।। 🤩🤩
thank you bro... আমাদের প্লান ছিল সামনের সপ্তাহে এখানে যাওয়ার। আপনার কাছে জানতে পেরে খুব উপকার হল। এখানে উঠবো না।
I was so sad that couldn't visit this Hotel. After watching this video now don't want to go. Thank you very much and may Allah bless you for sharing this information. By the way, Vabi is a pretty woman. Give my love to her.
We went there last month. We also noticed that bathroom shower was old and bathroom wasn’t that clean. Stuffs weren’t that much welcoming in the check in counter.
মাশাল্লাহ খুব সুন্দর,,,,,, ধন্যবাদ ভাই,,,,,, 💝
Thanks for informs us
Assalamualaikum vaiya khub valo laglo so cute baby mashaallah dakta dakta baby ta boro hoia jasce mashaallah ❤️❤️,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤
এই রকম বাজেট থাকলে রয়েল টিউলিপ কেন ? বালি বিচ থেকে ঘুরে আসব। আমাদের দেশের এইসব ফাইযলামি দেখে আমরা অভ্যস্ত। কক্সবাজার এ সায়মন অথবা কক্স টুডে এ থাকবেন, বাইরে খাবেন, ১০০০ টাকা দিয়ে বারগার খাওয়া লাগবে না। আপনাকে থ্যাংকস যে এই ইনফর্মেশন শেয়ার করলেন, আমাদের প্লান ছিল টিউলিপ এ যাবার, ক্যানসেল করলাম।
Thank you for this video. It helps me to choose wisely.