সরিষার নতুন দুইটি আধুনিক জাত বারি সরিষা২০ এবং বারি সরিষা১৯

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
  • বারি সরিষা-১৯
    ১. বারি সরিষা-১৯ জাতের জীবনকাল ৯০-১০৫ দিন।
    ২. আমন ধান-সরিষা-পাট/আউশ/ডাল জাতীয় ফসল/অন্যান্য ফসল শস্য বিন্যাসে চাষের উপযোগী।
    ৩.বারি সরিষা-১৯ জাতের গাছের উচ্চতা ১২০-১৩০ সে. মি.। (বারি সরিষা-১৭ জাতের উচ্চতা ৯৫-৯৭ সেঃ মি) (বারি সরিষা-১৪ জাতের উচ্চতা ৭৫-৮৫ সেঃ মি)
    ৪. বারি সরিষা-১৯ জাতের পাতা হালকা সবুজ রংয়ের, অমসৃন। লোম এবং বোটা যুক্ত। শাখার সংখ্যা সাধারণত: ৩-৫টি। শাখা থেকে প্রশাখা বের হয়।
    ৫. বারি সরিষা-১৯ জাতে প্রতি গাছে শুঁটির সংখ্যা ২৬৪-৪৭৪টি। শুঁটি দুই কক্ষ বশিষ্ট।
    ৬. বারি সরিষা-১৯ জাতের প্রত্যেক শুঁটিতে বীজের সংখ্যা ১৬-১৯টি। বীজের রং পিঙ্গল বর্ণের। এই জাতটি লবণাক্ততা ও খরা সহিষ্ণু।
    উপযোগী এলাকা: বাংলাদেশের সর্বত্রই এ সরিষার চাষ করা যায়।
    বপনের সময়: ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর মাড়াইয়ের সময়: বারি সরিষা-১৯ জাতের সরিষার পরিপক্কতার সময় ৯০-১০৫ দিন। যখন গাছের শতকরা ৭৫-৮০ ভাগ শুটি খড়ের রং ধারণ করে তখনই সরিষা কাটতে হবে।
    বীজ/চারার হার: প্রতি হেক্টরে ৬-৭ কেজি, প্রতি একরে ২.১-২.৪ কেজি ও বিঘা প্রতি ৭০০-৮০০ গ্রাম বীজ প্রয়োজন।
    ফলন: বারি সরিষা-১৯ এর শস্যদানা পাওয়া যায় ১৭০০-২৫০০ কেজি/হেক্টর এবং লাকড়ি: ৩-৩.৫ টন/হেক্টর। (বারি সরিষা-১৭ প্রতি হেক্টরে ১.৭-১.৮ টন এবং বারি সরিষা-১৪ প্রতি হেক্টরে ১.৪০-১.৬০ টন ফলন)
    বারি সরিষা-২০
    ১. বারি সরিষা-২০ জাতের জীবনকাল ৮০-৮৫ দিন।
    (বারি সরিষা-১৪ জাতের জীবন কাল ৭৫-৮০ দিন)
    ২. বারি সরিষা-২০ জাতটি আমন ধান-সরিষা-পাট/ আউশ/ ডাল জাতীয় ফসল/অন্যান্য ফসল শস্যবিন্যাসে চাষের উপযোগী;
    ৩. বারি সরিষা-২০ গাছের উচ্চতা ১২০-১৩০ সে. মি.; (বারি সরিষা-১৪ জাতের উচ্চতা ৭৫-৮৫ সেঃমি)
    ৪. বারি সরিষা-২০ জাতের পাতা হালকা সবুজ রংয়ের, অমসৃন। লোম এবং বোটা যুক্ত। শাখার সংখ্যা সাধারণত: ৩-৫টি। শাখা থেকে প্রশাখা বের হয়।
    ৫. বারি সরিষা-২০ জাতে প্রতি গাছে শুঁটির সংখ্যা ২৬৪-৪৭৪ টি। শুঁটি দুই প্রকোষ্ট বিশিষ্ট। (বারি সরিষা-১৪ জাতের প্রতি গাছে শুটির সংখ্যা ৮০-১০০টি শুটি) শুঁটি দুই প্রকোষ্ট বিশিষ্ট।
    ৬. বারি সরিষা-২০ জাতে প্রত্যেক শুঁটিতে বীজের সংখ্যা ১৬-১৯টি। বীজের রং পিঙ্গল বর্ণের। এই জাতটি লবণাক্ততা ও খড়া সহিষ্ণু।
    উপযোগী এলাকাঃ বারি সরিষা-২০ জাতটি বাংলাদেশের সর্বত্রই এ সরিষার চাষ করা যায়। (বারি সরিষা-১৪ বেলে দোআাঁশ মাটিতে ভাল জন্মে। মাঝারি ও মাঝারি উঁচু জমি এ সরিষার জাতের জন্য নির্বাচন করা উচিত।)
    বপনের সময়ঃ ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ।
    ফলনঃ বারি সরিষা-২০ এর ফলন ১৭০০-২৫০০ কেজি/হেক্টর (বিঘাতে প্রায় ৭-৮ মন) এবং লাকড়ি পাওয়া যায়ঃ ৩-৩.৫ টন/হেক্টর। (বারি সরিষা-১৪ জাতে প্রতি হেক্টরে ১.৪০-১.৬০ টন)

ความคิดเห็น •