‘পরিব্রাজকের কাছে গন্তব্য নয়, বরং পথটাই লক্ষ্য’- কথাসাহিত্যিক শাহাদুজ্জামান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2023
  • ‘পরিব্রাজকের কাছে গন্তব্য নয়, বরং পথটাই লক্ষ্য’
    ৮ জুলাই, ২০২৩ মুক্ত আলোচনার ১১৭ তম পর্বে একথা বলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, চিকিৎসা নৃ-বিজ্ঞানী ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক-অধ্যাপক ডা. শাহাদুজ্জামান।
    তিনি কলোনিয়ালিজম ও কলোনিয়ালিটি সম্পর্কে কথা বলেন। পশ্চিমারা যখন সশরীরে উপনিবেশ স্থাপন করেছিল, সেটি কলোনিয়ালিজম। কিন্তু তারা চলে যাওয়ার পরেও যখন মানুষের মনোজগতে প্রভাব বিস্তার করে থাকে, সেটি কলোনিয়ালিটি।
    দেশের অনেক মানুষ শারীরিকভাবে দেশে থাকলেও তাদের মন পড়ে থাকে বিদেশে। এর কারণ হিসেবে তিনি বলেন, ছোটবেলা থেকেই ‘আমাদের কী নেই’ এটা দেখতে আমাদেরকে অভ্যস্ত করানো হয়েছে। এখন আমাদেরকে এর বাইরে গিয়ে ভাবতে হবে যে, আমাদের কত কী আছে।
    আর আমাদের ‘নেই’-এর তালিকার জন্যে নিজেদের অভিযুক্ত করারও কিছু নেই। কারণ এটা শুধু আমাদের একার দোষে ঘটে নি। পশ্চিমাদের শোষণের ফলে হয়েছে।
    তারা শুধু নিজেদের ভালো দিকগুলোই দেখায়। ফলে মানুষ নিজের দেশ ত্যাগ করে কোনোরকমে বেঁচে থাকার জন্যে হলেও উন্নত দেশে চলে যেতে প্রলুব্ধ হয়। অর্থাৎ সরাসরি না হলেও আমাদের মনোজগতে এখনো তারা উপনিবেশ তৈরি করে রেখেছে।
    বাস্তবতা হলো, ওসব দেশে সমস্যা কোনো অংশে কম না। ওখানে মানুষ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ সেবন করে। আবার তাদের ব্যক্তিস্বাতন্ত্র্য ও ব্যক্তিকেন্দ্রিক চিন্তা-ভাবনার বিপদ অনেক। কারণ একজন মানুষের ‘মানুষ’ হয়ে ওঠার পেছনে বহু মানুষের অবদান থাকে, যেটাকে অস্বীকার করে ভালো থাকা যায় না। ইউরোপে বসবাসের সূত্রে তিনি উপলব্ধি করেছেন - একক ব্যক্তির যন্ত্রণা কত বেশি!
    পশ্চিমা বিশ্বের অর্জন দেখে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। তাদের প্রতিটি ইটের পেছনে আছে আমাদের অবদান। আক্ষরিক অর্থেই সারা পৃথিবীকে ৩০০ বছর লুণ্ঠন করে গড়ে উঠেছে আজকের লন্ডন শহর।
    আমাদের বুঝতে হবে কতভাবে শোষিত বঞ্চিত হওয়ার পরও আমরা ভালোভাবে বেঁচে আছি; বরং কিছু কিছু ক্ষেত্রে মাথা উঁচু করে চলছি। নিজেদের এই শক্তিগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে।
    ***********************************************
    মেডিটেশন বিষয়ক বিশ্বের সমৃদ্ধতম ওয়েবসাইট- কোয়ান্টাম মেথড : quantummethod.org.bd/
    আমাদের সকল কার্যালয়ের ঠিকানা : qm.org.bd/findus
    মোবাইল নম্বর: +88 01714 974333
    ই-মেইল : webmaster@quantummethod.org.bd

ความคิดเห็น • 23

  • @paribahanjagot9284
    @paribahanjagot9284 8 หลายเดือนก่อน +3

    অসাধারণ আলোচনা। এতো দীর্ঘ বক্তব্য মোটেও বোরিং মনে হয়নি। খুবই তথ্যবহুল এবং সময়োপযোগী। এই অনন্য আয়োজনের জন্য কোয়ান্টামকে ধন্যবাদ।

    • @masudkhan482
      @masudkhan482 8 หลายเดือนก่อน

      😊😊😊😊

  • @lutfasanjeda1540
    @lutfasanjeda1540 4 หลายเดือนก่อน +1

    অসাধরণ আপনার জীবনবোধ,অসাধরণ আপনার উপস্হাপনা,সাবলীল,আন্তরিক।

  • @aminurrashid8581
    @aminurrashid8581 4 หลายเดือนก่อน

    Excellent speech, well explained

  • @Organicsourceinfo
    @Organicsourceinfo 8 หลายเดือนก่อน +2

    এত সুন্দর উপস্থাপনা স্যার কে অসংখ্য ধন্যবাদ সেই সংগে ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশন কে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

  • @sumaiyaborsha451
    @sumaiyaborsha451 8 หลายเดือนก่อน +2

    আচ্ছা আমি নাফিস ভাইয়া র ক্লাসে ১ম জীবনে ১ম ভিডিও দেখে ফেলেছি,খুবই ইফেক্ট!যাইহোক আমি নিয়মিত মেডিটেশন করছি, শিক্ষার্থীর নিমগ্ন পড়ালেখা মেডিটেশন টি তে গুরুজি যে বলে প্রতি অধ্যায় ভাবতে ঐ মুহুর্তে যেভাবে ভাবতে হবে সারঃক্ষেপন করে বললে বিয়ষটা বোঝতে সহজ হত।আরো নাফিস ভাইয়া শিক্ষার্থী র মনছবি কিভাবে করতে হয় বোঝিয়ে বলেছেন এইটা খুবই সহজে বোঝছি।তাই❤
    আপনাদের কাজের জন্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত দোয়া 💙

  • @i-xplain
    @i-xplain 3 หลายเดือนก่อน

    রিকশাঅয়ালা আর গ্যারেজ এর পোলাপাইন যে একটা সরলতা থেকে তাদের ক্লদিং সিলেক্ট করে এটা আপনার কাছ থেকে জানসিলাম, তখন থেকে আপনার প্রতি একটা শ্রদ্বাবোধ কাজ করে। আশা করি আপনার থেকে অনেক ভাল গল্প আর চিত্র নাট্য পাওয়া যাবে।

  • @MamunRazzak
    @MamunRazzak 8 หลายเดือนก่อน

    সুন্দর, তথ্যবহুল ও সাবলীল আলোচনা।ভাববার মতো অনেক অনেক রসদ আছে। অনেক অনেক ধন্যবাদ।

  • @syedmanzur4042
    @syedmanzur4042 8 หลายเดือนก่อน +1

    Thanks, Sir

  • @sayedularefin
    @sayedularefin 8 หลายเดือนก่อน

    Excellent discussion

  • @user-yz5kr7vm6l
    @user-yz5kr7vm6l 7 หลายเดือนก่อน

    মুগ্ধ হয়ে শুনলাম । অসাধারণ ।

    • @QuantumMethod
      @QuantumMethod  7 หลายเดือนก่อน

      ভিডিওটি আপনার ভালো লেগেছে জেনে আমরা আনন্দিত। ধন্যবাদ!

  • @shorot3717
    @shorot3717 8 หลายเดือนก่อน +1

    Please bring Dr.Salimullah Khan

  • @munshianisulislam4923
    @munshianisulislam4923 8 หลายเดือนก่อน

    What a great observations and analysis!

  • @optusharyt4242
    @optusharyt4242 8 หลายเดือนก่อน

    অসাধারণ আলোচনা। কয়েকবার শুনেছি ,আরো শুনব।

    • @QuantumMethod
      @QuantumMethod  8 หลายเดือนก่อน

      ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য শুভকামনা ।

  • @amitbhaumik6047
    @amitbhaumik6047 4 หลายเดือนก่อน +1

    বৈদগ্ধের প্রতিমূর্তি!

  • @saifurrahman2085
    @saifurrahman2085 8 หลายเดือนก่อน

    Nice Topics, Thank you

  • @smilecreativeworld7882
    @smilecreativeworld7882 8 หลายเดือนก่อน

    Nice

  • @user-pb4cn9ym8d
    @user-pb4cn9ym8d 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @niluferfouzy3252
    @niluferfouzy3252 8 หลายเดือนก่อน +1

    কি পরিচ্ছন্ন জীবনবোধ !!!

  • @afrozapervin7250
    @afrozapervin7250 8 หลายเดือนก่อน

    So kichui apekkhik sara prithibi amar