কর্ণফুলী টানেলের ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা! | Karnaphuli Tunnel | Mega Project | Channel 24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 411

  • @Abunaser-x8t
    @Abunaser-x8t หลายเดือนก่อน +191

    টাকা লুটপাট করার জন্য এই টানেল করেছিলো।ওদের সময়ে কোন প্রকল্প মানেই তো লুটপাটের পকেট ভর্তি টাকা আর বিদেশে পাচার।

    • @enayethossain3003
      @enayethossain3003 หลายเดือนก่อน

      আওয়ামীলিগ আর কিছু বুঝ তো বা না বুঝতো মিথ্যা কথা, ইসলাম বিরোধী কথা এবং লুটপাট করা এটা খুব ভাল বুঝতো

    • @Saidialifestyle
      @Saidialifestyle หลายเดือนก่อน

      আপনি এটার সম্বন্ধে কতটুকু বোঝেন কতটুকু জানেন একটা মন্তব্য করে ফেললেন।বাংলাদেশের একটি মাত্র সমুদ্র বন্দর চট্টগ্রাম, ওখান দিয়ে বড় বড় জাহাজ আসতে পারে না যদি ব্রিজ করে তাহলে তো আসবেই না, এইজন্য টানেল রা করছে
      এটা যদি আপনি বুঝতে না পারেন বোকার স্বর্গে বাস করেন

    • @RaziyaBegum-g5s
      @RaziyaBegum-g5s 2 วันที่ผ่านมา

      Lupater ekti .maddom

  • @logictouch3
    @logictouch3 หลายเดือนก่อน +78

    উন্নয়ন.!!

  • @md.arifulislamabir2982
    @md.arifulislamabir2982 หลายเดือนก่อน +152

    উন্নয়নের স্লোগান কারীরা কোথায়??
    আওয়াজ দেন

    • @maskman3875
      @maskman3875 หลายเดือนก่อน

      পাডা

    • @jahangirsiddique9522
      @jahangirsiddique9522 หลายเดือนก่อน

      অবশ্যই উন্নয়ন হয়েছে ⁉️
      স্বৈরাচারী হাসিনার এবং তার সহযোগীদের‼️

    • @travelandmotofun
      @travelandmotofun หลายเดือนก่อน +3

      Ora akn kota bolbena. Sudu matro maj raat a aktu aktu michil korbe😅😅😅

    • @jahangirsiddique9522
      @jahangirsiddique9522 หลายเดือนก่อน

      @@travelandmotofun দীর্ঘ সাড়ে পনেরো বছর বিএনপি কিছু ফটো সাংবাদিক এবং ইউটিউবার ভাড়া করে কয়েক ডজনে মিছিল করে প্রচার করতো,
      এখন সেই একই পন্থা আওয়ামী লীগ গ্রহণ করেছে❗

  • @adnansami4229
    @adnansami4229 หลายเดือนก่อน +50

    রাজশাহীতে করা ফ্লাইওভার গুলোরো একি অবস্থা। কোনো রকম যানযট ছাড়াই করা হয়েছে ফ্লাই ওভার। এদিকে অন্যান্য বিভাগীয় শহর গুলোতে প্রধান সড়কেই ঘণ্টার পর ঘণ্টা জ্যাম

    • @ferduskhan-w1f
      @ferduskhan-w1f หลายเดือนก่อน +1

      একদম ঠিক ভাই

  • @kafilchowdhury336
    @kafilchowdhury336 หลายเดือนก่อน +25

    উন্নয়নের নামে পকেট ভারী!

  • @ZakirAlam-nh2rt
    @ZakirAlam-nh2rt หลายเดือนก่อน +20

    এর অন্যতম প্রধান কারণ আপনারা মিডিয়ারা আপনারা তো তখন অনেক কথা বলেছিলেন উন্নয়নের গাল গল্প আপনারা কম শুনেন নাই তখন আমাদেরকে

  • @johaerislam
    @johaerislam หลายเดือนก่อน +34

    সবই শুভঙ্করের ফাঁকি।

  • @jahidhasansony5182
    @jahidhasansony5182 หลายเดือนก่อน +32

    শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন

  • @DigismartAcademy
    @DigismartAcademy หลายเดือนก่อน +13

    অপরিকল্পিত উন্নয়ন কখনোই কাজে আসেনা। ঢাকার বেশির ভাগ উড়াল সেতু অপরিকল্পিত।

  • @daudsh5734
    @daudsh5734 หลายเดือนก่อน +10

    ৮০০ কোটি টাকা খরচ করলে ব্রিজ তৈরি করা যেত,, এতে টাকা খরচ কম হতো,, দেনা পরিশোধ করা যেত সহজে।

    • @RiponAhamed-d4n
      @RiponAhamed-d4n หลายเดือนก่อน +1

      তাহলে দুর্নীতি কি করত

  • @andolan-24-tv
    @andolan-24-tv หลายเดือนก่อน +35

    বাইক চালাতে সুযোগ দিতে হবে তাহলে আরও কিছু টোল বাড়বে।

    • @najimahmed
      @najimahmed หลายเดือนก่อน +2

      বাইক চালানোর নির্দেশ দিলে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ও কার্যকারী ভূমিকা পালন হবে

  • @bobomode8513
    @bobomode8513 หลายเดือนก่อน +3

    অথচ কালুরঘাট ব্রিজ করতে টানেলের ৩৬ ভাগের ১ ভাগ খরচ হতো, আর লাভ হতো অনেকগুণ বেশি।

  • @Jahidul-Islam-Zoy
    @Jahidul-Islam-Zoy หลายเดือนก่อน +17

    এটা অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত। এটা এখন কাজে না লাগলেও খুব অচিরেই এই ট্যানেলটি কাজে লাগবে। ❤❤❤❤

    • @hossainrana5125
      @hossainrana5125 หลายเดือนก่อน +17

      apnar baby girl er jonno akhon pill kine rakhen, খুব অচিরেই কাজে লাগবে।

    • @mrshowkot1465
      @mrshowkot1465 หลายเดือนก่อน +10

      ওপারে ধানক্ষেত দেখতে যাবেন টানেল দিয়ে??

    • @Jahidul-Islam-Zoy
      @Jahidul-Islam-Zoy หลายเดือนก่อน +1

      @@mrshowkot1465 থাকিস তো মনে হয় চর এলাকায় তাই কোন জায়গার কেমন কদর তা বুঝবি কি করে। ওপারের ধান ক্ষেত তোর সদর শহরের চেয়ে মূল্যবান। কিছু দিন আগেও ঢাকার পূর্বাচলও পরিত্যক্ত ডোবা ছিল।

    • @mohammadanowar7452
      @mohammadanowar7452 หลายเดือนก่อน +5

      ঋণ এগুন হনে দিবো কাক্কু?

    • @Jahidul-Islam-Zoy
      @Jahidul-Islam-Zoy หลายเดือนก่อน

      @@mohammadanowar7452 আরে নাদান নাবালক তুই দিবি, আমি দিমু৷ সমস্যা নাই তো। ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলা মন্ত্রীদের যদি ঋণ কইরা আমেরিকা কানাডায় বাড়ি কইরা দিতে পারি, তাহলে ঋণ কইরা কি একটা জাতীয় সম্পদ তৈরি করতে পারমু না। কিছু দিন যাইতে দে পাগলা এই ট্যানেল ধইরাই পূর্বাচলের মত একটা নিউ টাউন তৈরি হইবো। ধৈর্য ধর, কমেন্ট সেকশনে আইসা হুটহাট অর্গাজম করিস না।

  • @MdShafiullah-g6s
    @MdShafiullah-g6s หลายเดือนก่อน +4

    শুধু লুটপাট করাই ছিল উদ্দেশ্য সেটা সফল হয়েছে বাহ্

  • @MahmudulHassanRiYad098
    @MahmudulHassanRiYad098 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ এরকম নিউজ করার জন্য

  • @MdFeroz-eb9mu
    @MdFeroz-eb9mu หลายเดือนก่อน +2

    টানেলের ছেয়ে বেশি প্রয়োজন ছিল কালূর ঘাট সেতু

  • @populartvbd
    @populartvbd หลายเดือนก่อน +3

    সাধারণ মানুষদের কর্মসংস্থান না দিয়ে অযথা অযথা টাকা শেষ করে টানেল তৈরি করে ভোগান্তি এনেছে বাংলাদেশের মানুষের

  • @hasibulehsan1585
    @hasibulehsan1585 หลายเดือนก่อน +1

    ঢাকা সহ সকল মেট্ৰো এরিয়ায় যানজট নিরসনে প্রাথমিক ভাবে এই পদক্ষেপ নেয়া যেতে পারে :
    ১.সকল বেসরকারি লোকাল বাস বাদ দিয়ে সেই জায়গায় সরকারি সিটি বাস চালু করতে হবে।
    ২. বাস স্টপেজ ছাড়া কোথাও বাস দাঁড়াতে পারবে না।
    ৩. বাস চলাচল করা রাস্তায় রিক্সা, ভ্যান এই ধরণের কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
    ৪. ফুটপাত দখল মুক্ত করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাত প্রসস্থ করতে হবে।
    এই পদক্ষেপ গুলো নেয়া গেলে প্রাথমিক ভাবে যানজট কমতে বাধ্য।
    এখন এগুলো বাস্তবায়ন না করা গেলে তা কখনোই করা যাবে না। হাজার কোটি টাকার সিন্ডিকেট এখানে।

  • @mdzahedulanwer7852
    @mdzahedulanwer7852 หลายเดือนก่อน +6

    জনগণের করের টাকার কি বীভৎস অপচয়! লুটপাটের জন্য এই সব উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে।আমি চট্টগ্রাম বাসিন্দা হয়েও এই প্রকল্পের বিরুদ্ধে ছিলাম।

  • @nandonik5933
    @nandonik5933 หลายเดือนก่อน

    যা হবার হয়েছে... এখন কিভাবে খরচ কমিয়ে আনা যায় সেদিকে নজর দেওয়া দরকার..... এটা দেখাশুনা করার জন্য ২০ জন কর্মী নিয়োগ দিন.....২০০০০টাকা মাসিক বেতনে,আর ২জন সরকারি প্রকৌশলী রাখুন এনাফ..... আর যে কর্মীগুলিকে নিয়োগ দিবেন অবশ্যই ওই স্থানীয় এলাকার হতে হবে.....আশা করি

  • @tjtara7082
    @tjtara7082 หลายเดือนก่อน +1

    সিএনজি মোটরবাইক ঢোকার অনুমতি দিলে হয়তোবা আয় বাড়তে পারে

  • @Maya-hg5fp
    @Maya-hg5fp หลายเดือนก่อน +2

    টাকা লোটপাট করার জন্য এত প্রকল্প, টাকা গুলো লোট পাট করে নিয়ে গেছে, তাদের কে দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক

  • @mrmasudalam4986
    @mrmasudalam4986 หลายเดือนก่อน +1

    একটা সমপদ হয়ে গেছে। সবাই মিলে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করি।

  • @mdsuhel4399
    @mdsuhel4399 หลายเดือนก่อน +1

    বড় ভাই আগে কোথায় ছিলেন ভাইয়া

  • @SaikatCox-n4n
    @SaikatCox-n4n หลายเดือนก่อน +1

    আমি নিজেও একবার দেখতে গিয়েছিলাম এবং সরে জামিনে দেখে অবাক, কোন কাজে আসে নাই এই প্রকল্প,

  • @md.nazrulislammd.nazrulisl1526
    @md.nazrulislammd.nazrulisl1526 24 วันที่ผ่านมา

    রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আজাবান্নার।
    অর্থ : হে আমার প্রভু!
    আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও🤲🤲

  • @MdEmon-bd1br
    @MdEmon-bd1br หลายเดือนก่อน

    যেহেতু বর্তমানে টানেল লসে যাচ্ছে। এই মুহূর্তে কিছু সময়ের জন্য টানেল বন্ধ করে দেওয়া উচিত।

  • @asadulislam4965
    @asadulislam4965 หลายเดือนก่อน +1

    Tnx 24

  • @timepasstv294
    @timepasstv294 หลายเดือนก่อน +1

    বাইকার দের চলাচলের অনুমতি দেওয়া হোক

  • @djhelalremixbangladeshidjy924
    @djhelalremixbangladeshidjy924 หลายเดือนก่อน

    ভাই এত টাকা কোন কোন খাতে খরচ হচ্ছে একটু বিস্তারিত জানাবেন পরের প্রতিবেদনে। ❤

  • @bdsadikff6561
    @bdsadikff6561 หลายเดือนก่อน

    ভাই এখন বানানো হইছে এখন তো আর একবারে বন্ধ করা যায় না।।।।২ পারে ইন্ডাস্ট্রিয়াল area তৈরি করুন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করুন তাহলেই এর থেকে সুফল সম্ভব

  • @hazratbapari4664
    @hazratbapari4664 หลายเดือนก่อน +1

    এই ট্যানেল এখন লোকসান হইতেছে কিন্তু আগামীতে অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ কারণ আশেপাশে যখন বাড়িঘর হয়ে যাবে তখন এটা আয় বাড়তে থাকবে

    • @mrshowkot1465
      @mrshowkot1465 หลายเดือนก่อน +5

      এটা কবে হবে??
      ১০ বছর কি লস দিবেন তাহলে??

    • @abdullahalmamun3902
      @abdullahalmamun3902 หลายเดือนก่อน +2

      মুরব্বি মুরব্বি হু হু হু উহু
      ডাক্তার আসিবার আগে রুগি মরিয়া গেলো😂

    • @alihasan-qc1wy
      @alihasan-qc1wy หลายเดือนก่อน +1

      আশেপাশে কিসের বাড়ি ঘর হবে পাগল নাকি????

  • @RahatTalukder-w8p
    @RahatTalukder-w8p หลายเดือนก่อน +2

    সর্বোচ্চ ১০জন লোক রেখে বাকি সবাইকে অন্য কোথাও সমন্বয় করেন। খরচ কমে আসবে।

  • @digital365degree5
    @digital365degree5 หลายเดือนก่อน +1

    উন্নয়ন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন

  • @mdhridoyhasan3944
    @mdhridoyhasan3944 หลายเดือนก่อน +2

    আমি মনে করি পর্যটনের জন্য হলেও এমন কিছু দরকার আছে।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এটার সুফল দেশবাসী পেতো,কিন্তু এখন বিরোধিরা এটাকে ব্যার্থ প্রজেক্ট হিসেবে প্রমান করার জন্য বিভিন্ন উদ্যোগ নিবে।আর এসব বুদ্ধিজীবীরা আগে কেন সরকারকে সঠিক পরামর্শ দেন নি..?এখন আসছে.!!এখন চিন্তা করা উচিত,কিভাবে দেশের মানুষ এটা থেকে সুফল পেতে পারে।

    • @mohammadrofiq2167
      @mohammadrofiq2167 หลายเดือนก่อน +1

      হুম এই জন্য হাছিনাকে দেশে আসতে বলেন

    • @sabihasuchi8554
      @sabihasuchi8554 หลายเดือนก่อน +1

    • @StudentkhairulIslam
      @StudentkhairulIslam หลายเดือนก่อน +1

      আফসোস লীগ

    • @UNAS2000
      @UNAS2000 หลายเดือนก่อน

      ভারত বয়কট করা ব্যক্তিরা আসল দেশপ্রেমিক।

    • @mdhridoyhasan3944
      @mdhridoyhasan3944 หลายเดือนก่อน

      @@StudentkhairulIslam হ্যা,আপনার কোন সমস্যা..?

  • @monoara2862
    @monoara2862 29 วันที่ผ่านมา +1

    সব গাড়ি চলাচল অনুমতি দেয়া হোক অপরিক্লপিত ব‍্যবস্থা য় জাতীর জন্য র্দুভোগ

  • @mdrahmansaikh6348
    @mdrahmansaikh6348 หลายเดือนก่อน +2

    টানেল প্রকল্পটি আমাদের উত্তর বঙ্গে দিলে অনেক লাভ হতো,যমুনা সেতু এখন নরবরে প্রায়

  • @muhammadabdulkader1722
    @muhammadabdulkader1722 หลายเดือนก่อน +1

    বাসে ৫০টাকা ভাড়া নেয়, অথচ একটা বাস পুরাতে ৪০-৫০ মিনিট সময় লাগে, তিন চাকাট গাড়ি চালু করা হোক।

  • @MoniruzzamanMonir-r6e
    @MoniruzzamanMonir-r6e หลายเดือนก่อน

    টানেল প্রকল্প হাতে নেবার পর থেকে ৫আগস্ট এর আগে পর্যন্ত কখনো নেগেটিভ নিউজ দেখি এখন ভিউ এর জন্য করতেছেন। তবুও আশা করবো ভালো রেজাল্টের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আপডেট দিবেন

  • @UNAS2000
    @UNAS2000 หลายเดือนก่อน +1

    কলিকাতায় গঙ্গা নদীর নিচে একরকম একটি টানেল বানানোর প্রক্রিয়া চলছে।

  • @mdkasemhossen-kk7te
    @mdkasemhossen-kk7te หลายเดือนก่อน +10

    বাংলাদেশের গর্বের নাম কর্ণফুলী টানেল, এবং পদ্মা সেতু,,

    • @mahbubaislam3071
      @mahbubaislam3071 หลายเดือนก่อน +11

      গর্বে গর্ভবতী হইছে।

    • @mohammadrofiq2167
      @mohammadrofiq2167 หลายเดือนก่อน

      আপনাদের মতো গর্ভবতিদের পকেট থেকে কিস্তি পরিষোদ করেন

    • @riponhossen7131
      @riponhossen7131 หลายเดือนก่อน +4

      গর্ভবতী আর ডেলিভারি করতে পারছে না।সুস্থ ডেলিভারি ও আর হবে না। ভারত ইঞ্জি মিসকেরেজ হয় গিয়েছে😂

    • @coral_candy-c2b
      @coral_candy-c2b หลายเดือนก่อน +4

      আপনার আমার মাথায় মাথাপিছু ঋণের বোঝাটাও আপনার সেই "গর্বের" কর্ণফুলী টানেল এবং পদ্মাসেতু সহ হাজারো অপরিকল্পিত "উন্নয়ন" প্রজেক্টের কারণে

    • @Julián_Alvarez_9
      @Julián_Alvarez_9 หลายเดือนก่อน

      আপনার আম্মা এখন ভারতে মুদির থেকে সোদা নিচ্ছে
      তাড়াতাড়ি আপনার আরেকটা ভাই আসবে😂😂😂

  • @truenews9826
    @truenews9826 หลายเดือนก่อน

    বংগবন্ধু সেটেলাইট আকাশে জ্বলজ্বল করছে আর অনেক লাভ হচ্ছে। লুটপাট করার উন্নয়ন।

  • @MohammadArifUddin-l8c
    @MohammadArifUddin-l8c 26 วันที่ผ่านมา

    খালাম্মার উন্নয়ন!!!!

  • @mohammadsahidulislam8679
    @mohammadsahidulislam8679 หลายเดือนก่อน +1

    সব গণপরিবহন চলাচল করতে দিলে ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে।

  • @Dreambangladesh01
    @Dreambangladesh01 26 วันที่ผ่านมา

    কক্সবাজার লাইনের সাথে যোগ করে দিন তাহলে ঠিক হয়ে যাবে।

  • @MimMim-q9f
    @MimMim-q9f หลายเดือนก่อน +1

    আমরা অতীতকে বার্থ প্রমাণ করতে মরিয়া। বাবা দাদার রেখে যাওয়া সম্পদ মুল্যহিন হতে পারে না। সঠিকভাবে পরিচালনা করেন। দুর্নীতি মুক্ত সমাজ গড়েন। আসে পাসে বিনোদন প্যয়টোন কিংবা শিল্প এলাকা গড়ে তুলুন।

  • @aliahammad6472
    @aliahammad6472 หลายเดือนก่อน

    এখন কর্ণফুলী এপার এবং উপারে ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হোক

  • @MOHAMMADHASAN-v4n
    @MOHAMMADHASAN-v4n หลายเดือนก่อน

    কিছু গাড়ী 'কে এই টানেলে যাওয়ার বাধ্য করা হোক

  • @arifhosen5746
    @arifhosen5746 หลายเดือนก่อน

    আর এই টিভি চ্যানেলগুলো টানেলের খবর এমন ভাবে প্রচার করতো মনে হচ্ছে টানেন হয়ে গেলে বাংলাদেশ সিঙ্গাপুরের মত উন্নত হবে।

  • @shihabuddin1730
    @shihabuddin1730 หลายเดือนก่อน

    উন্নয়ন আর উন্নয়ন

  • @MizanurRahman-bo3oh
    @MizanurRahman-bo3oh 29 วันที่ผ่านมา

    যা করেছে আমাদের টাকাই করেছে,, ঋণের বোঝাও আমাদের টানতে হবে,,
    তাই এটা কিভাবে আয়ের রাস্তায় নিয়ে আসা যায় সেই পরিকল্পনা গ্রহন করার আহবান জানাচ্ছি।

  • @naserfaruk5077
    @naserfaruk5077 หลายเดือนก่อน +1

    একটি বিশেষজ্ঞ টিম গঠন করে টোল কমিয়ে যান চলা চল বৃদ্ধি করা যায় কিনা আওয়ামী খরচের হিসাবতো ৬০/৭০ % বেশী থাকবে এটি ও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

  • @kamrulislam-fb5he
    @kamrulislam-fb5he หลายเดือนก่อน +2

    কর্ণফুলী টার্নেল হয়েই গেল 😂

  • @imranmamun7324
    @imranmamun7324 หลายเดือนก่อน

    যে এই প্ল্যান আনছে, যে পাস করেছে, এর সম্ভাবতা যে যাচাই করেছে, তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে যত্রতত্র সরকারী টাকার অপচয় বন্ধ হবে।

  • @TahfimAhmed-qn7de
    @TahfimAhmed-qn7de หลายเดือนก่อน +1

    এরকম উন্নয়নের জন্য দরকার শেখ হাসিনা সরকার।😶

  • @dreamlesschild2856
    @dreamlesschild2856 หลายเดือนก่อน +1

    বাগানে গাছ লাগালেই ফল পাওয়া যায় না, গাছের পরিচর্যাও করতে হয়।😅

  • @mdrana-wo9xz
    @mdrana-wo9xz หลายเดือนก่อน +1

    চট্টগ্রাম শহরের গাড়িগুলা বাইপাস করে কর্ণফুলী দিয়া পারাপারের সিদ্ধান্ত নে

  • @AffectionateDodoBird-qq3le
    @AffectionateDodoBird-qq3le หลายเดือนก่อน +1

    বাংলাদেশের ভালো ইঞ্জিনিয়ার আর ভালো architec নাই বলে এরকম অবস্থা হয়েছি।।

    • @abidhasan3240
      @abidhasan3240 หลายเดือนก่อน

      তোমার আব্বারা চায়না থেকে এসে করে দিয়েছে

  • @TuinkenBoy
    @TuinkenBoy หลายเดือนก่อน

    মোটাসাইকেল চালাচল করতে দেওয়া হুখ, সরকারের উচিত

  • @SaifulSaiful-z9y
    @SaifulSaiful-z9y หลายเดือนก่อน +1

    টোল নেওয়া বন্ধ করে দিলে ভালো হবে।

    • @ahmedali-s4z
      @ahmedali-s4z หลายเดือนก่อน

      এত টাকা ঋণ তাহলে কিভাবে দিবে ট্যাক্স বাড়িয়ে দিলে নিত্য পণ্যের দাম আরো বেড়ে যাবে।আওয়ামী জালিমরা আর রাজনীতি করার অধিকারই রাখে না।

  • @mdhamid6746
    @mdhamid6746 หลายเดือนก่อน

    শাহ আমানত সেতুর টোল এর সমান টোল নির্ধারন করা হোক এবং মোটরসাইকেল সিএনজি চলতে দিলে অনেক গাড়ি বাড়বে আশা করা যায়। ব্রিজ দিয়া গেলে টোল কম দিতে পারলে ট্যানেল ব্যবহার এর দরকার কি।

  • @musafirrumi
    @musafirrumi หลายเดือนก่อน +1

    আমি একটা বিষয় জানতে চাই,, প্রতিদিন এতো টাকা কেনো করচা হয় কি করে এটাই সঠিক কেউ জানান?

    • @UNAS2000
      @UNAS2000 หลายเดือนก่อน +1

      এর বেশিরভাগই বৈদেশিক ঋণের প্রতিদিনের সুদ।

    • @ratulhasan292
      @ratulhasan292 21 วันที่ผ่านมา

      ​@@UNAS2000না ফ্যানের বিল।

  • @kalammj
    @kalammj หลายเดือนก่อน

    Stop complaining about the loss and reduce the price of tools instead, the new government is just finding new excuses to not lessen the price, if it’s posing such an issue then just reduce the price.

  • @hazratbapari4664
    @hazratbapari4664 หลายเดือนก่อน +1

    সব যানবাহন চলাচলের জন্য সুযোগ করে দেন তাহলেই তো আয় বাড়বে

  • @MdArman-mx8xy
    @MdArman-mx8xy 29 วันที่ผ่านมา

    সি এন জি ও মোটরসাইকেল চলতে দিলে কিছু টা সুফল মিলবে.

  • @sonarmodinawala4227
    @sonarmodinawala4227 หลายเดือนก่อน

    এটা থেকে অতি জরুরী ছিল কালুরঘাট ব্রিজ কিন্তু তা না করে এটি করানো হয়েছে টাকা লুটপাটের জন্য

  • @MatiurRahman-ki8lh
    @MatiurRahman-ki8lh หลายเดือนก่อน

    মেগা প্রকল্প, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন

  • @mamunmia-ig2dr
    @mamunmia-ig2dr หลายเดือนก่อน +1

    জয় বাংলা জয় বঙগবল্টু

  • @animalsworld2219
    @animalsworld2219 หลายเดือนก่อน

    উন্নয়ন 🚨'উন্নয়ন 🚨'উন্নয়ন 🚨

  • @Jahed_vlogs
    @Jahed_vlogs หลายเดือนก่อน +1

    সিএনজি বাইক,চলাচল করতে দিলে, তাহলে অনেক আয় হবে

  • @MdIqbal-gw4ey
    @MdIqbal-gw4ey หลายเดือนก่อน

    দূর্নীতি কাকে বলে শেখ হাসিনাকে না দেখলে বুঝতে পারতাম না

  • @AmanEyes
    @AmanEyes หลายเดือนก่อน

    পাশাপাশি দুইটা মাধ্যমের টোলের পার্থক্য যদি এতো হয়, মানুষ টানেল ব্যবহার করবে কেন?

  • @enamulmajumder9282
    @enamulmajumder9282 หลายเดือนก่อน

    আগাগোড়াই বাটপারি - উন্নয়ন দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে

  • @Activerefrigeration
    @Activerefrigeration หลายเดือนก่อน

    বাইক & অন্যান্য পরিবহন চালু করা প্রয়োজন

  • @MominullahBablu-ww5ft
    @MominullahBablu-ww5ft หลายเดือนก่อน

    আপসোস লীগ কোথায়।

  • @mdpalashali590
    @mdpalashali590 หลายเดือนก่อน

    হাসুর অপরিকল্পিত উন্নয়নের ফাঁকা বুলিতে দেশের এই মুদ্রাস্ফীতি 😡

  • @AhBabu-w3k
    @AhBabu-w3k หลายเดือนก่อน

    দেশের প্রথম ফ্লাইওভার করে বিএনপি এবং তারা সফল অপরদিকে প্রথম টানেল করে আওয়ামী লীগ এখানে পুরো দেশটাই ব্যর্থ।

  • @amazingshortvideo1280
    @amazingshortvideo1280 หลายเดือนก่อน

    উন্নয়ন

  • @MahadiHasan-hx7jf
    @MahadiHasan-hx7jf หลายเดือนก่อน

    বাংলাদেশ রেলওয়ে আয়ের থেকে ব্যয় বেশি তাহলে কি রেলওয়ে বন্ধ করে দেয়া উচিত?

  • @helalbhat7176
    @helalbhat7176 หลายเดือนก่อน

    এর পেছনে এতো ব্যায় না করে টোল উঠানো বন্ধ করে সাধারণের জন্য খুলে দেয়া হোক ব্যয় কমে যাবে।

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 หลายเดือนก่อน +1

    ঢাকার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কোনো গাড়ী উঠে না।

    • @hasan_0.0.7
      @hasan_0.0.7 หลายเดือนก่อน

      ajaira kotha,,,daily jaia deikha ashen koto gula gari uthe,,,bijoy sarani te protidin lomba serial lege jae toll deoar shomeo

  • @KobirKhan-rt3hv
    @KobirKhan-rt3hv หลายเดือนก่อน +2

    Jalemder ke Allah pak posonda koren na

  • @khasekurrahmanpranto8427
    @khasekurrahmanpranto8427 หลายเดือนก่อน +1

    বন্ধ করে দিলে কি সমস্যা বন্ধ করে দিক

  • @MustafijurRahman-r4i
    @MustafijurRahman-r4i หลายเดือนก่อน

    এখানকার দিনে যে ঘাড়তি কুওালীগ কর্মীদের কাছ থেকে নেওয়া হোক

  • @fajalkarim7728
    @fajalkarim7728 หลายเดือนก่อน

    বাইক এবং ত্রি হুইলার সিএনজি অনুমোদন করেন

  • @imdadulhaquechowdhury9363
    @imdadulhaquechowdhury9363 26 วันที่ผ่านมา

    ফুটাংগী দেখাতে গিয়ে আজ এই অবস্থা

  • @madyady2906
    @madyady2906 หลายเดือนก่อน

    সমিক্ষা যারা করছিল ওদের ধরেন।

  • @hasanahmad8932
    @hasanahmad8932 หลายเดือนก่อน +1

    এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা নিতে হবে হাজার কোটি টাকা তো নষ্ট করা যাবে না

  • @nabidislam
    @nabidislam หลายเดือนก่อน

    ভাই, হিসাবের ভুল আছে। ডেইলি এতটাকা আয়ও হয়না আবার এত টাকা খরচও হয়না। হিসাবটা মাসিক হবে।

  • @mdsohid609
    @mdsohid609 หลายเดือนก่อน

    Smart joy bangi bijoy

  • @saifdoula8827
    @saifdoula8827 หลายเดือนก่อน +1

    তাদের উদ্দেশ্যে ছিল টাকা পাচার

  • @arifislam8626
    @arifislam8626 หลายเดือนก่อน +1

    CNG bike salite dele taka otbe

  • @armansheikh3893
    @armansheikh3893 หลายเดือนก่อน

    নির্বোধের মতো সংবাদ পরিবেশন থেকে বিরত থাকো, আগে ভালো করে জানো তারপর মন্তব্য করো। ভবিষ্যতের কথা চিন্তা করে কর্ণফুলী টানেল করা হয়েছে, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা পরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

  • @mrahman3788
    @mrahman3788 หลายเดือนก่อน

    শেখ হাসিনা সরকার বারবার দরকার।

  • @momeenahmed7325
    @momeenahmed7325 หลายเดือนก่อน +1

    তুমি যদি খেতে পারো না ওই জিনিসটা টক লাগে সব সময়

  • @md.alamgirsikder1263
    @md.alamgirsikder1263 หลายเดือนก่อน

    আওয়ামী লীগ সরকারের অধীনে যারা সরকারের দায়িত্বে ছিলেন,
    তাদের সম্পদ বিক্রি করে কিস্তি দেয়া হোক

  • @md.saifsheikh7562
    @md.saifsheikh7562 หลายเดือนก่อน

    Good 👍 news

  • @GK-ow2wn
    @GK-ow2wn หลายเดือนก่อน

    মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলে ব্যয় মিটিয়ে আয় করা সম্ভব

  • @ajmaeenmahtab8456
    @ajmaeenmahtab8456 หลายเดือนก่อน +2

    Eta ekhon na shamne kajer lagbe.

  • @tariquemahmudasad9318
    @tariquemahmudasad9318 หลายเดือนก่อน

    কর্ণফুলী টানেল অবহেলায় ফালায় রাখা হোক। একটা পয়সাও তার পিছনে ব্যায় করা উচিৎ হবে না। এটা কোনো কাজেরই না। কর্ণফুলি ব্রীজ থাকতে আমি কেনো ২০০ টাকা টোল দিয়ে কর্ণফুলী টানেল ব্যবহার করবো??