Only 4999/- Shimla Tour Plan | Shimla Tour Guide | Shimla Tourist Places | Shimla Tour from Kolkata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Only 4999/- Fooding + Lodging + Sightseeing 7 Days and 7 Night Shimla Tour from Kolkata. Kolkata to Shimla Tour by Train. Without any tour operator in January 2022. Total 7 days 7 night tour. We covered Shimla and Kufri. Our journey started on 9th January, 2022 and finished on 16th January, 2022. On 9th January at night 21:25 pm. we started it with Howrah - Kalka Netaji Express then Kalka to Shimla we reached by toy train. We stayed 3 nights at Hotel Atithi in Shimla. In this mean time we explored near by Jakhoo temple by walk and also visited local market, mall, the ridge and near by places. On day three we visited Kufri and Himalayan Nature Park by taxi and enjoyed whole day there and played with lot of snow. Although in winter at about whole Shimla city covered with a white snow sheet but in Kufri in winter you can find some extreme snows. Jakhoo temple park also can compete with Kufri a little bit when the subject is snow.
    On the way to Kalka to Shimla you can also witness the snow covered pine forest, mountain and rail line at both side of your window after Summer Hill Railway station. Even if you are lucky then snowfall also possible in this time in Shimla. Which we got by luck.
    After 3 days in Shimla we back home by same way like we reached. I mean first Shimla to Kalka by Toy Train and then Kalka to Shimla by Netaji Express.
    Check Newly Uploaded Video:
    Only 3999/- Lava Lolegaon Rishop Tour Plan - • Lava Lolegaon Rishop K...
    #netajiexpress #kalkashimlatoytrain #shimla #kufrishimla #shimlamallroad #jakhootemple #shimlavlog

ความคิดเห็น • 981

  • @Vrammoman
    @Vrammoman  2 ปีที่แล้ว

    মাত্র 3999/- টাকায় লাভা লোলেগাঁও রিশপ ট্যুর প্ল্যান - th-cam.com/video/HATrpSxmXv4/w-d-xo.html

    • @skbanti7927
      @skbanti7927 2 ปีที่แล้ว +1

      Total korcha ta koto holo. Simala 2 jone go a

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      আমরা দুজনে গিয়েছিলাম দাদা। আমাদের দুজনের মিলিয়ে দশ হাজারে পুরো ঘোরা হয়ে গিয়েছিল। যাতায়াত, হোটেল, খাওয়া খরচা, সাইটসিইং সব মিলিয়ে।

    • @sre1606
      @sre1606 2 ปีที่แล้ว +2

      @@Vrammoman
      দাদা আপনি যদি হোটেলের নাম্বারটা দিতেন খুবই ভালো হতো 🙏
      বা হোটেলের লিঙ্কটা

    • @sre1606
      @sre1606 2 ปีที่แล้ว +1

      এবং ভিডিওটি অসাধারণ হয়েছে
      আপনার ভিডিও থেকে অনেক কিছুই তথ্য পেয়েছি খুব নিখুঁত ভাবে সবচেয়ে ভালো লেগেছে আপনি জলের বিষয়টি জানিয়ে অনেক অনেক উপকার করেছেন আগামী দিনে আমরা গেলে অবশ্যই হিটার নিয়ে যাবো।
      সব মিলিয়ে ধন্যবাদ দাদা
      এরম ভিডিও অনেক অনেক করুন এগিয়ে যান।
      শুভ কামনা 🙏

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      সিমলার হোটেলের নাম হোটেল অতিথি। নম্বর +917018387891. আমরা যদিও Agoda অ্যাপের মাধ্যমে বুক করেছিলাম হোটেলটি। তবে ইদানিং হোটেলটির ভাড়া অনেক বেড়ে গেছে। আমার মতে যদি 700-1000/- টাকার মধ্যে হয় তবেই বুক করুন।

  • @mimizcuisinea0888
    @mimizcuisinea0888 2 ปีที่แล้ว +8

    প্রথমেই বলি দাদা নমস্কার আর #ধন্যবাদ। ।
    এত কম খরচের মধ্যেই সুন্দর Arrengment করেছেন। সাধারণ মানুষের অনেক উপকার হবে আর inspired হবে যে এত Chepst rate ও ঘুরে বেরিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করা যায়।। 💚💛🧡❤💚💛🧡❤

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দিদি অনুরোধ রইলো চ্যানেলটির সঙ্গে থাকবেন। আগামী দিনে খুব সস্তায় সমগ্র ভারত ভ্রমনে সাহায্য করবো।🙏

  • @saswatihalder4392
    @saswatihalder4392 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤

    • @Vrammoman
      @Vrammoman  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ।🙏

  • @sumantasaha2153
    @sumantasaha2153 2 ปีที่แล้ว +3

    Tomar presentation ta khub sundor. keep going and growing.,👍🏻👍🏻👍🏻

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা এই ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

  • @romabhattacharya9018
    @romabhattacharya9018 ปีที่แล้ว +1

    Khoob sundor video ta aar onek kichhu jana galo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      Onek dhonyobad janai apnake. Bhalo thakben🙏

  • @sajari2679
    @sajari2679 ปีที่แล้ว +3

    Hi dada , I am from Bangladesh and really liked it. You showed it nicely. Definitely I will go to shimla. Thanks again

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      নমস্কার। দাদা। আপনাকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের কমেন্ট গুলো আমার মনোবল অনেক বাড়িয়ে তোলে এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরো বানানোর জন্য। ভালো থাকবেন দাদা।♥️🙏

  • @তারামাশিল্পালয়
    @তারামাশিল্পালয় ปีที่แล้ว +1

    দাদা তোমার ক্যামেরা টা দারুন গোঁফের একটা চুল সাদা দেখা যাচ্ছে।ধন্যবাদ ভিডিওটা খুব সুন্দর করেছো

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      🤣😂 আপনার অবজারভেশনের প্রশংসা না করে পারলাম না। ঠিকই দেখেছেন। অনেক কটা চুলও পাকা আছে দাদা। তবে আমি রং করি না। 😁। ধন্যবাদ দাদা। ভাল থাকবেন। আর কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন কমেন্টে।

  • @ASMIs-ANURANANN
    @ASMIs-ANURANANN 2 ปีที่แล้ว +3

    আমি আগে ঘুরেছি সিমলা ,কুলু, মানালি, কিন্তু বিয়ের পর দুজনে যাইনি। তাই যাবো।
    আর আপনার এত নিখুঁত বর্ণনা দেখে ভালো লাগলো খুব। দারুণ ভিডিও, সুন্দর করে সাবলীল ভাবে বলেন। অনেক শুভেচ্ছা আগামীর জন্য 🙏🏻

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দিদি। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। কথা দিচ্ছি আগামী দিনে আরো অনেক সস্তায় ভ্রমণের তথ্য দিয়ে সাহায্য করবো। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।

    • @ASMIs-ANURANANN
      @ASMIs-ANURANANN 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman hya, ভাই, subscribe করেছি 👍

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      🙏 ধন্যবাদ দিদি।

    • @bollywoodlofysongs359
      @bollywoodlofysongs359 2 ปีที่แล้ว +1

      Kbe jaben?

  • @ganeshdhanuk3227
    @ganeshdhanuk3227 ปีที่แล้ว +1

    Kolkata to Shimla

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। তবে কেবল মাত্র শিমলা এবং কুফরী ঘুরেছিলাম আমরা। মানালি কুলু মনিকরন এইগুলো কিন্তু সব একসাথে ঘুরতে যাইনি।

  • @rajaniprosad3879
    @rajaniprosad3879 2 ปีที่แล้ว +4

    U deserve more subscriber ❤️❤️

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দিদি। পাশে থাকবেন ❤️🙏

  • @SAisBackshANto
    @SAisBackshANto ปีที่แล้ว +1

    বাংলাদেশ থেকে ব্রো

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনাদের কমেন্ট গুলো পড়ে অনেক উৎসাহ পাই। ভালো থাকবেন।♥️🙏

  • @milibiswas4417
    @milibiswas4417 2 ปีที่แล้ว +3

    A great Experience thanks 👍

  • @minajurishanvlog
    @minajurishanvlog 10 หลายเดือนก่อน +1

    Khub sundor hoyeche bhai❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍superr bolchi aar akta kotha toy train toylet babosta ache karon 5-6 ghonta rasta

    • @Vrammoman
      @Vrammoman  10 หลายเดือนก่อน

      টয় ট্রেনে টয়লেট রয়েছে তবে 2S এবং FC কোচে। CC তে ছিলনা 2021 সালে। বর্তমানে থাকলেও থাকতে পারে VS নামক কোচে। ট্রেন স্টেশনে দাড়ালে পাশের কামরায় গিয়ে টয়লেট করা ছাড়া উপায় ছিল না আমাদের CC কোচের যাত্রীদের কাছে।

  • @mukherjee4515
    @mukherjee4515 2 ปีที่แล้ว +4

    Your's videos are wonderful. Carry on bro.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😁😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে ভাইটার পাশে থাকার। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।🙏

  • @তারামাশিল্পালয়
    @তারামাশিল্পালয় ปีที่แล้ว +1

    আমরা ও যাবো

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      বাহ দারুন। ঘুরে এসে অভিজ্ঞতা শেয়ার করবেন দাদা।

  • @nittyagopalbose7913
    @nittyagopalbose7913 2 ปีที่แล้ว +3

    আপনার tour date কত তারিখ ছিল?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      জানুয়ারি মাসের 11 থেকে 14 তারিখ অব্দি আমরা সিমলায় ছিলাম দাদা।

  • @sumitmaity4196
    @sumitmaity4196 3 หลายเดือนก่อน +1

    Dada onek shimla trip you tube dekhar por apnr ta অসাধারণ laglo.
    Dada vista coach 1 ac sob troy train ki washroom bebostha ache

    • @Vrammoman
      @Vrammoman  3 หลายเดือนก่อน +1

      হ্যাঁ রয়েছে তবে আমরা যেটায় গিয়েছিলাম সি সি সেটায় কিন্তু টয়লেট ছিল না। সেইক্ষেত্রে ট্রেন দাড়ালে পাশের কোচে গিয়ে সারতে হচ্ছিল।

    • @sumitmaity4196
      @sumitmaity4196 3 หลายเดือนก่อน +1

      @@Vrammoman pasher coach mne oita ki 1 ac

    • @Vrammoman
      @Vrammoman  3 หลายเดือนก่อน +1

      @sumitmaity4196 না। দাদা। কোনো এসি কোচ নেই।

  • @mohunbaganisukamalnaskar3466
    @mohunbaganisukamalnaskar3466 ปีที่แล้ว +3

    দাদা সত্যি দারুন উপভোগ করলাম,
    আমার একটা জিনিস জানার আছে, টয় ট্রেন ভাড়া কি সিমলা নেমেই সাথে সাথে করা সম্ভব???
    প্লিজ জানাবেন 🙏

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা অনলাইন অ্যাপ IRCTC থেকে 30 দিন আগে সকাল 8 টার সময় টিকিট করতে হবে। একটা ট্রেন আছে প্যাসেঞ্জার ট্রেন। সেইটার টিকিট কাউন্টার থেকে পাওয়া যায়। তবে খুব সীমিত সংখ্যক সিট সেটার। ওটার ভরসায় না থাকাই ভালো।

  • @mintuhawlader8806
    @mintuhawlader8806 ปีที่แล้ว +1

    Bro vabir sate porichoy kara lena

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      Agami video te koriye debo dada. 👍🏻 bhalo thakben❤️🙏

  • @sknazimali4246
    @sknazimali4246 ปีที่แล้ว +1

    New subscriber ok

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা ভ্রাম্যমাণ পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। ভিডিও গুলোতে আর কি যোগ করা যায় বা বাদ দিলে ভিডিও গুলোর মান আরো বাড়বে এই বিষয়ে নিজের মতামত জানালে অনেক উপকৃত হব। এছাড়াও ভ্রমণ সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন দাদা।♥️🙏

  • @royseries2008
    @royseries2008 9 หลายเดือนก่อน +1

    Ami shyamnagar thaki

    • @Vrammoman
      @Vrammoman  9 หลายเดือนก่อน +1

      আমি আপনার পরের স্টেশনেই অর্থাৎ জগদ্দল। ভালো থাকবেন🤗❤️

    • @royseries2008
      @royseries2008 9 หลายเดือนก่อน +1

      @@Vrammoman jani dada Apnar video khub khub valo lage amr onek vlobasa roilo aro egiye jaoo pasee achii ❤️🫡

    • @Vrammoman
      @Vrammoman  9 หลายเดือนก่อน +1

      ❤️🙏❤️🙏

  • @travelwithtanmoy2789
    @travelwithtanmoy2789 ปีที่แล้ว +1

    Thakur taxi te kore ami 2013 te giye chillam

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      বাহ। জেনে ভালো লাগলো। ওই দাদার ব্যবহার ভালই ছিল।

  • @samarjitbhowmik9820
    @samarjitbhowmik9820 2 ปีที่แล้ว +1

    Dada nie cholun na amader.
    Aneke mile jabo.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আপনি নিজেই পারবেন। কোনো অসুবিধা হলে আমায় সরাসরি ফোন করে জিজ্ঞেস করবেন। 8697049412 এই নম্বরে।

  • @Siddharthadrs
    @Siddharthadrs ปีที่แล้ว +1

    Puro video tai dekhlam..khub valo vabe explain kora..
    Sudhu akta jinis janta chaichi... j 2 joner TOTAL khoroch koto porlo?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। দুজনের টোটাল এক্সপেন্স যদি আমাদের মতোই কেবল মাত্র সিমলা ঘোরেন তবে ১০-১২ হাজার টাকা দাড়াবে।

    • @Siddharthadrs
      @Siddharthadrs ปีที่แล้ว +1

      @@Vrammoman apnake onek dhonnobad...kamona kori apnar channel ta onek boro hok r amra emon vabei aro video pete thaki.

  • @WestBengalRajmistri037
    @WestBengalRajmistri037 ปีที่แล้ว +1

    Date ta bolar jonno thanks January te Ami jabo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      বাহ। আগে থেকে টিকিট কেটে রাখবেন। নেতাজি এক্সপ্রেস অ্যাডভান্স টিকিট ১২০ দিন আগে দেওয়া শুরু হয় আর টয় ট্রেনের টিকিট ঠিক 30 দিন আগে থেকে বুকিং উইন্ডো খোলে। আর আমরা তুষারপাত অতিরিক্ত হওয়ার জন্য যেতে পারিনি তবে আপনারা অবশ্যই নারকান্ডা ঘুরে আসবেন। দারুন জায়গা।

    • @WestBengalRajmistri037
      @WestBengalRajmistri037 ปีที่แล้ว +1

      Thank you,, thank you so much reply korar jonno

  • @mampidas8403
    @mampidas8403 ปีที่แล้ว +1

    Voice ta loud deben

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      হ্যাঁ। দিদি এই ভিডিওটা তে সাউন্ডের প্রচুর সমস্যা রয়েছে জানি। আসলে এই ভিডিও টা যখন বানাই তখন এক্সটার্নাল মাইক ছিল না এবং আমার সাউন্ড এডিটিংয়ের জ্ঞানও ছিল সীমিত। আন্তরিক ভাবে দুঃখিত অসুবিধার জন্য। পরের ভিডিও গুলোতে এই সমস্যা আর নেই। অনুরোধ রইলো সাথে থাকার। ধন্যবাদ। ভালো থাকবেন।🙏

  • @FMSanatan
    @FMSanatan ปีที่แล้ว +1

    খুব সুন্দর, সব মিলিয়ে কত খরচ পড়বে একটু জানান, বাংলাদেশ থেকে বলছি।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা আমরা শিমলা এবং কুফরী ঘুরেছিলাম। তাতে আমাদের সবমিলিয়ে মাথাপিছু ৫০০০/- টাকা মতোই খরচ হয়েছিল। এরসাথে সাথে মানালি এবং কুলু যোগ করলে খরচ টা বারে। আসলে আমাদের কুলু, মানালি এবং কাসল আগেই ঘোরা ছিল। এছাড়াও শিমলা থেকে মানালি প্রায় 300 কিমি দূরত্ব।

    • @FMSanatan
      @FMSanatan ปีที่แล้ว +1

      @@Vrammoman আপনার ফোন নং টা পাওয়া যাবে?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। নিশ্চই। আমায় প্রয়োজনে +918697049412 এই নম্বরে যোগাযোগ করবেন দাদা।

    • @FMSanatan
      @FMSanatan ปีที่แล้ว +1

      @@Vrammoman ধন্যবাদ কাল কল করবো আপনাকে💓

  • @barunpiu2898
    @barunpiu2898 2 ปีที่แล้ว

    Dada apnaka bola reall TH-camr

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার।🙏❤️

  • @rajroy659
    @rajroy659 ปีที่แล้ว +1

    October a gele rotangpass r borof dhakte pabo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অক্টোবর মাসে হয়তো রোটাং পাসে বরফ পাবেন না দাদা। মে থেকে জুলাই মাস অব্দি বরফ দেখা যায় তারপর আসতে আসতে গলতে থাকে এবং অক্টোবর নভেম্বরের মধ্যে সম্পূর্ন গোলে যায় আবার ডিসেম্বর থেকে ফ্রেশ স্নো ফল শুরু হয়ে যায়।

  • @rd6redwantraveller274
    @rd6redwantraveller274 2 ปีที่แล้ว +1

    Message er notification sound ta biroktikor

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      আজ্ঞে। হ্যাঁ। দাদা। আসলে দাদা এটা ছিল আমার দ্বিতীয় ভিডিও। অত টা সাউন্ড এডিটিং এর অভিজ্ঞতা না থাকায় এমন টা হয়ে গিয়েছে। এখন কার ভিডিও গুলোতে সেই সমস্যা গুলো আর নেই। অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। 🙏

    • @rd6redwantraveller274
      @rd6redwantraveller274 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman 👍👍

  • @intensieveprosenjitdas
    @intensieveprosenjitdas 2 ปีที่แล้ว +1

    bhalo laglo. egiea chalo.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের কমেন্ট গুলো পড়ে বেশ ভরসা পাই। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। 🙏❤️

    • @intensieveprosenjitdas
      @intensieveprosenjitdas 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman aboshoi. theme jaben na. agea chalun. ar aktu jore katha balun. sange achi amra .

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +2

      দাদা আসলে ওটা ছিল দ্বিতীয়ই ভিডিও তখনও এক্সটার্নাল মাইক টা কেনা হয়ে ওঠেনি আর সাউন্ড এডিটিং এর জ্ঞানও ছিল খুব সীমিত। এখনকার ভিডিও গুলো তে এই সমস্যা আর নেই। চেষ্টা চালিয়ে যাবো.....পাশে আছেন জেনে ভালো লাগলো....❤️❤️❤️❤️

    • @intensieveprosenjitdas
      @intensieveprosenjitdas 2 ปีที่แล้ว +1

      natun video chai kintu

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      নিশ্চই দাদা। ❤️

  • @ranjanpradhan4663
    @ranjanpradhan4663 ปีที่แล้ว +1

    amio simla jawar plan korchhi.....jodi jaai tahole apnar theke kichhu information nibo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      নিশ্চই দাদা। যেকোনো রকম তথ্যের প্রয়োজন হলে আমায় জানাবেন চাইলে আমায় সরাসরি ফোনও করে নিতে পারেন। +918697049412 এই নম্বরে।

  • @arup1475
    @arup1475 25 วันที่ผ่านมา +1

    dada last onekdin apni video uplod koren ni

    • @Vrammoman
      @Vrammoman  25 วันที่ผ่านมา

      হ্যাঁ। দাদা জানি। অনেক ভিডিও এডিটিংয়ের অভাবে পড়ে রয়েছে। সময় যে পাচ্ছিনা এমনও নয়। সত্যি কথা বলতে ইচ্ছে করছে না কিছুদিন। আবার যখন ইচ্ছে হবে আপলোড করবো। এটাকে আমি কাজ হিসেবে নিই না। ইচ্ছের উপড় ছেড়ে দিই।

  • @rajroy659
    @rajroy659 ปีที่แล้ว +1

    December a rotangpass khola thake

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      না দাদা। থাকে না। সম্ভবত নভেম্বর এই বন্ধ হয়ে যায়।

    • @rajroy659
      @rajroy659 ปีที่แล้ว +1

      Tahole best time konta jokhon borof r rotangpass aksathei dhakte pabo plz bolben apnar kach theke ans pelam tai apnar chanel ta suscribe korlam

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা মে মাসের দ্বিতীয় সপ্তাহে যান। তখন দুটোই পাবেন। সেরা সময় ওটাই মানালির।

  • @kuhelichakrabortymusic9393
    @kuhelichakrabortymusic9393 2 ปีที่แล้ว +1

    Amra jachhi January 8th e simla reach korbo...asha korchi snow fall pabo

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ওই সময়ে স্নো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে ব্যাপার টা কি জানেন দিদি কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করে। যেমন দেখুন আমরা কিন্তু স্নো ফল পেয়েছিলাম ঠিকই তবে অনেক রাত্রি বেলা। তাই একটু জেগে থাকবেন স্নো ফল হবে বুঝলে।

    • @kuhelichakrabortymusic9393
      @kuhelichakrabortymusic9393 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman ok ektu hotel er contact no din pls

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      হোটেলের নম্বর 7018387891. হোটেলের নাম হোটেল অতিথি। আমাদের সেই সময় লেগেছিল প্রতিদিন 789/- টাকা করে। আমরা মোট 3 দিন ছিলাম। আমরা হোটেলটি অনলাইন অ্যাপ Agoda থেকে বুক করেছিল। Goibibo তেও এভলেবেল ছিল হোটেলটি।

  • @biswajitmondal2358
    @biswajitmondal2358 2 ปีที่แล้ว +1

    Den karjabe

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      কাটা যায় তবে পাবেন কিনা সেটা জানিনা। কারণ খুব সীমিত সংখ্যক টিকিটই থাকে স্টেশন থেকে সরাসরি বুকিংয়ের জন্য। তাই আগে থেকে অনলাইনে টিকিট বুক করে যাওয়াই ভালো।

  • @priyankasardar6961
    @priyankasardar6961 ปีที่แล้ว +1

    Ajj etai 1st video dekhlam aapnar r dekhei subscribe kore nilam...Toy train booking ki age theke korte hobe? Naki kalka pouchanor por toy train book korte hoy??Kalka theke nichar baba nagar kivabe kom khorchay pouchano jabe please help korben..khub dorkar🙏🏻

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। টয় ট্রেনের টিকিট আগে থেকে করে রাখতে হবে। যেই দিন যাবেন মনে করছেন টয় ট্রেনে তার ঠিক 30 দিন আগে সকাল 8 টায় উঠে টয় ট্রেনের সিট বুকিং সেরে রাখুন। ঘণ্টা খানেক লেট হলেই কিন্তু টিকিট ওয়েটিং এ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাবা নগর জায়গা টা কোথায় ঠিক জানা নেই যে।

  • @jijodas8493
    @jijodas8493 2 ปีที่แล้ว +1

    Chorom detailed video

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইলো পাশে থাকার❤️

    • @jijodas8493
      @jijodas8493 2 ปีที่แล้ว

      @@Vrammoman obossoi 👍❤️

    • @jijodas8493
      @jijodas8493 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman accha 10:40 shimla to kalka jetay esechen ota ki himalayn queen e chilo? Karon akhon ami oi 10:40 er 2s er seat dakhachena online ticket booking a.. sb ac chair and 1st class

    • @jijodas8493
      @jijodas8493 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman sei bikel 6:35 a sudhu 2s er shimla kalka express er ticket pachi 65 er kintu ota dhukbe rat 11.35 dakhache r 11.55 a train kalka theke howrah er

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      হ্যাঁ তাই তো দেখছি এখন। আমরা ৫২৪৫৪ করে ফিরে ছিলাম যেটা SML KLK Exp নাম ছিল। এখন টো ওটা দেখাছেই না দেখছি। দেখুন ওই ট্রেন টা ৫২৪৫৩ যাওয়ার টা দেখাচ্ছে ৬:২০ তে কালকা থেকে। তবে ওটা ফেরা আর দেখাচ্ছে না। আমরা তো 2S এ মাত্র ৬৫/- টাকা টিকিট কেটে ফিরেছিলাম। এখন তো একটা ওই রাতের ট্রেন টা ছাড়া অন্য কোনো ট্রেনে 2S দেখাচ্ছেই না।😟

  • @sarminakter9557
    @sarminakter9557 ปีที่แล้ว +1

    May June mase okhane kmn shit thake dada? Oi somoy ki amader শীতের পোশাক নিয়ে যেতে হবে

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      সেরকম শীত ওইসময় থাকে না। তবে ফুল হাতা কিছু জামা কাপড় নিয়ে যাবেন। সাথে কিছু হাল্কা সোয়েটশার্ট। সন্ধের দিকে লাগতে পারে তবে দিনের বেলায় হাফ হাতা গেঞ্জি কিংবা শার্ট যথেষ্ট। জ্যাকেট কিংবা মোটা উলের সোয়েটার নেওয়ার দরকার নেই মে জুন মাসে। পারলে সঙ্গে একটা ছাতা ক্যারি করবেন।

  • @biswajitmondal2358
    @biswajitmondal2358 2 ปีที่แล้ว +2

    Tane gabo Dinar Tane Paboto Da

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      কোলকাতা থেকে সরাসরি একটাই ট্রেন আছে দাদা। রাত 9:55 এর হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। টয় ট্রেন লিংক আছে চিন্তা নেই। অপেক্ষা করবে। পেয়ে যাবেন। চিন্তা নেই।❤️

  • @Sizukas-io3kt
    @Sizukas-io3kt ปีที่แล้ว +1

    Khub valo laglo.. Onek suggestions pelam j ta obossoi kaj a lagbe.. kintu please hotel er contact details ba nam ta share krte parben?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। নিশ্চই দাদা। আমরা শিমলাতে ছিলাম হোটেল অতিথি তে। হোটেলের ফোন নম্বর হলো +৯১ ৭০১৮ ৩৮৭ ৮৯১

  • @subhodas9660
    @subhodas9660 2 ปีที่แล้ว +1

    Vai golar awaj ta bar kor

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      এক্সট্রিমলি সরি দাদা। কি যে বলবো। তখন একদম নতুন নতুন এডিট করতে শিখেছি। আরেক ব্লগার দেখলাম বেশ সাউন্ড নোটিফিকেশন দিয়েছে। তাই আমি ভাবলাম আমিও দিই। আর ব্যাপারটা যে এত বেকার হয়ে যাবে ভাবতে পারিনি। আমি যখন টেস্টিং এর জন্য শুনলাম তখন ব্যাপার টা বোঝা যায় নি। আপলোডিং এর পর নিজের খুব লজ্জা লাগছে। তখন এক্সটার্নাল মাইকও ছিল না তাই গলার আওয়াজও খুব ধীরে শোনা গেছে দাদা। এর জন্যও আন্তরিক ভাবে দুঃখিত। তবে এখন এক্সটার্নাল মাইক নিয়ে নিয়েছি। দামের সাউন্ড নোটিফিকেশনও আর দিই না। এখন ধীরে ধীরে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি দাদা। ভুল গুলো ক্ষমা করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো দাদা। এখন কার নতুন ভিডিও গুলো দেখবেন। আগের মতন ভুল গুলো আর নেই। আগামী দিনে কিভাবে আরো ভিডিও গুলোর মান বাড়ানো যায় সেই বিষয়ে কিছু মন্তব্য জানালে খুব খুশি হব দাদা।

  • @swpnasrannagharandmoushree8770
    @swpnasrannagharandmoushree8770 ปีที่แล้ว +1

    Kon time gala valo hoba go dada mana sob dakhta pabi

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      জানুয়ারি মাসে গেলে বরফ এবং তুষারপাত দেখতে পাবেন। তাছারাও সব জায়গাতেই পৌঁছতে পারবেন। শিমলা তে বরফ কাটার গাড়ি দিয়ে রাস্তা রাতারাতি পরিষ্কার করে দেওয়া হয়।

  • @sksarfaraszhen2000
    @sksarfaraszhen2000 ปีที่แล้ว +1

    Train ar live location dakar jonno kon app use korlan name bolban??

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অ্যাপটির নাম হচ্ছে দাদা 'Where is my Train'.অ্যাপটি প্লে স্টোরে এভলেবেল রয়েছে তবে দাদা এই অ্যাপটি কেবল মাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্যেই রয়েছে। আইফোনের জন্য অ্যাপ স্টোরে এই অ্যাপ টি নেই।

  • @malasaha6071
    @malasaha6071 ปีที่แล้ว +1

    Ei toy train er ticket katadin age paoa jai

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      যেদিন মনে করছেন টয় ট্রেনে চড়বেন তার ঠিক ৩০ দিন আগে সকাল ৮ টায় বুকিং উইন্ডো খোলে অর্থাৎ IRCTC অ্যাপ থেকেও তখনই বুক করতে পারবেন। ধরুন আপনি জানুয়ারি মাসের ১৫ তারিখ যেতে চাইছেন, তাহলে আপনাকে ডিসেম্বরের ১৫ তারিখ সকাল ঠিক ৮ টার সময় অ্যালার্ম দিয়ে রাখতে হবে টিকিট কাটার জন্য। এমনকি যদি ঘণ্টা খানেকও লেট করে ফেলেন তাহলেও টিকিট ওয়েটিং এ চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

  • @Ankitapaul122
    @Ankitapaul122 ปีที่แล้ว +1

    Dada tomadr dakha amdr o khub valo laga6a r sotti bolta tomr video dakha amra plan kora6e amra o simla jabo..but ki vaba jabo sa sob ki6u to jana nai jode tumi aktu details a bolo ...r plz ki6u Mona koro na ..ask kor6e bola.....
    Dada hotel book aga thka kora 6ela naki jadin ga6o sadin kora6o..
    Ki vaba kora6o jode aktu bolta amdr khub vlo hoto

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      হোটেল আগে থেকেই বুক করে গিয়েছিলাম। Agoda অ্যাপ থেকে বুক করেছিলাম অনলাইনে। হোটেলের নাম গুগল ম্যাপে দিয়ে লোকেশন দেখে নিয়েছিলাম ম্যাল রোড থেকে কতটা দূরে অবস্থিত। আর রিভিউ গুলো আগের একটু চেক করে বুক করে দিয়েছিলাম। বুক হয়ে যাওয়ার পর যেই ফোন নম্বর দিয়েছিল সেইখানে ফোন করে বুকিং কনফার্ম কিনা সেটা জিজ্ঞেস করে নিয়েছিলাম। ব্যাস। বোন। এটুকুই। আর আপনি Goibibo অ্যাপেও দেখতে পারেন হোটেল Agoda অ্যাপের পাশাপাশি।

    • @Ankitapaul122
      @Ankitapaul122 ปีที่แล้ว +2

      Tq dada. R bol6e ..troytren টিকিট kotha thka kata 6ela?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      ওটাও অনলাইনেই কাটতে পারবেন। IRCTC Rail Connect অ্যাপ থেকে। ঠিক ৩০ দিন আগে থেকে সকাল ৮ টার সময় টিকিট দেওয়া শুরু হয়। চেষ্টা করবেন ঠিক এই সময় টা হিসেব করে টিকিট কেটে নেওয়ার। নইলে ওয়েটিং লিস্টে চলে যায়।

    • @Ankitapaul122
      @Ankitapaul122 ปีที่แล้ว +1

      Oh okay

  • @Noobriii
    @Noobriii ปีที่แล้ว +1

    Toy train er tickets kalka diye on the spot kata jabe na aagey karte hoy jodi bolen

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আগেই করে যাওয়া ভালো হবে দিদি। Irctc অ্যাপ থেকে ঠিক ৩০ দিন আগে থেকে বুকিং করতে দেয়। কাউন্টারের জন্যেও কিছু টিকিট রাখা থাকে তবে সেই ক্ষেত্রে পাবেন কি পাবেন না একটা অনিশ্চয়তা নিয়ে না যাওয়াই ভালো। প্রচুর লাইন পড়ে যায়। কি দরকার, আগে থেকেই কেটে চলুন। চিন্তা নেই টয় ট্রেন গুলো নেতাজি এক্সপ্রেসের সাথে কানেক্টিং অর্থাৎ নেতাজি এক্সপ্রেস লেট করে এলে তার জন্য অপেক্ষা করে 4 ঘণ্টা পর্যন্ত। আর খুবই দুঃখিত দিদি একটু দেরিতে রিপ্লাই করার জন্য। আজ নবমীর রাত বুঝতেই পারছেন। ভাল করে ঘুরে আসুন। আরো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন দিদি। ভালো থাকবেন।🙏♥️

  • @vaisuva
    @vaisuva 2 ปีที่แล้ว +1

    ট্রেন টিকেট কাটলে কি ভাবে

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ITCTC অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছিলাম দাদা। এটা রেলের অফিসিয়াল অ্যাপ।

  • @samirrajbanshi6568
    @samirrajbanshi6568 2 ปีที่แล้ว +1

    Bro kon mase giyechho

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম।

  • @soumyajitghosh941
    @soumyajitghosh941 ปีที่แล้ว +1

    November e ei rokom snow pabo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      না পাওয়ার সম্ভাবনাই বেশি দাদা নভেম্বর মাসে এরকম বরফ। এটা মিড জানুয়ারীর ভিডিও। আপনি জানুয়ারি এর 3rd কিংবা 4th উইক প্ল্যান করুন দাদা। ওটা সেরা সময়। তবে নভেম্বরে হটাৎ করে ফ্রেশ স্নো ফল পেয়ে যাওয়ার সম্ভাবনাও এক্কে বারে উড়িয়ে দেওয়া যায় না।

    • @soumyajitghosh941
      @soumyajitghosh941 ปีที่แล้ว +1

      ​@@Vrammoman Thank you ❤

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আরো কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন। ভালো থাকবেন দাদা।🙏♥️

  • @minajurishanvlog
    @minajurishanvlog 10 หลายเดือนก่อน +1

    Bolchi bhai khorch koto holo bolle na to aar bolchi gorom kale ki borof dekha jabe

    • @Vrammoman
      @Vrammoman  10 หลายเดือนก่อน

      খরচ দাদা আমাদের 2021 সালে মাথাপিছু 5000/- টাকা মতো দাড়িয়েছিল। আমরা দুজনে গিয়েছিলাম।
      গরম কালে বরফ দেখতে চাইলে মানালি যেতে হবে। শিমলার কুফরী তে মার্চ মাস পর্যন্ত বরফ থাকে তারপর আস্তে আস্তে গোলে যায়। কিন্তু মানালির মারহি তে আমরা 2019 এর মে মাসে গিয়েও ভরপুর বরফ পেয়েছিলাম।

  • @armandress7697
    @armandress7697 2 ปีที่แล้ว +2

    Khub valo legeche aapnar video..........
    💖💖❤️

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। দাদা। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আরো অনেক সস্তার ভ্রমণের ভিডিও নিয়ে হাজির হব। 🙏

  • @subhajitnandi7106
    @subhajitnandi7106 ปีที่แล้ว

    Dada ekta bepar janar ache,
    1.thik kon timr er toy train er ticket kate kalka pouche smoothly simlar toy train dhorte parbo.
    2. R toy train to onek gulo , kon train er ticket katle valo enjoy kora jabe. Family trip.

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা আমার মতে 52453 কালকা শিমলা এক্সপ্রেস টা বেশ ভালো সময়ে (সকাল 6:20 am) এবং টিকিটের মূল্যও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। আমরা ওটা তেই গিয়েছিলাম। তবে অনেকে বলে শিবালিক এক্সপ্রেস টাও ভালো তবে টিকিটের মূল্য অনেক টাই বেশি।

  • @rafiqulmolla5371
    @rafiqulmolla5371 2 ปีที่แล้ว +1

    March মাসে সিমলা কাছে বরফ দেখতে পাবো?মেলের আসে পাশে

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      মার্চ মাসে সিমলার কুফরীতে বরফ দেখতে পাবেন।

  • @ranjanpradhan4663
    @ranjanpradhan4663 ปีที่แล้ว +1

    dada darun laglo.......
    apni je details a information dilen aro bhalo laglo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ দাদা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। জানি একটু সাউন্ডের সমস্যা রয়েছে ভিডিওটি তে। তার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা পার্থি। ভালো থাকবেন দাদা। আর অনুরোধ রইলো এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টির পাশে থাকার।♥️🙏

  • @sonysony-cp5vq
    @sonysony-cp5vq 2 ปีที่แล้ว +1

    Dada mot kos koto pls jana ben

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      দাদা আমরা খালি সিমলা এবং কুফরী ঘুরেছিলাম। ইচ্ছে ছিলো স্নো ফল এবং বরফ দেখতে যাওয়া। যা পূর্ণ হয়েছিল🌨️। খুব বেশি হেক্টিক ট্যুর পছন্দ হয় না। এতে আমাদের কোলকাতা থেকে কোলকাতা যাতায়াত, 3 দিনের হোটেল, সাইটসিইং খাওয়া দাওয়া ইত্যাদি সব মিলিয়ে মাত্র মাথাপিছু 5 হাজার করে অর্থাৎ যেহেতু আমরা দুজন ছিলাম আমাদের মোট খরচ হয়েছিল 10 হাজার টাকা। আরো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। আর অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার।❤️🙏

  • @pujamahendra3600
    @pujamahendra3600 ปีที่แล้ว +1

    Dadavai
    Desember a gele ki normal je jacket gulo amra kolkata havvy winter a pori segulo niye gele hobe naki minus ডিগ্রি তে je jacket gulo pawa jaye segulo nite hobe????

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      আমরা সাধারনত যেই উলের সোয়েটার কিংবা সোয়েটশার্ট এইখানে কার শীতে ব্যবহার করি সেইগুলো দিয়ে কিন্তু ওই ঠান্ডায় কাজ চলবে না বোন ডিসেম্বর মাসে। প্রথমেই বলে রাখি একটি কটস উলের ইনার ওয়ার কিনে নিন। তার উপর দিয়ে মোটা জিন্সের প্যান্ট এবং একটি পাতলা সোয়েটশার্ট এবং তার উপর একটি জ্যাকেট পড়েন তবে ঠান্ডা কে হার মানতে পারবেন এবং সন্ধ্যে বেলাতেও স্বাচ্ছন্দে ম্যালে হেঁটে ঘুরে বেড়াতে পারবেন। আর অবশ্যই পায়ে উলের মোজা এবং হাতে গ্লাভস থাকা বাঞ্ছনীয়।

    • @pujamahendra3600
      @pujamahendra3600 ปีที่แล้ว +1

      Dhanyavaad davai❤

  • @travelwithswapnamay254
    @travelwithswapnamay254 ปีที่แล้ว +1

    DADA HOWRAH THEKE KALKA SLEEPER E JETE KONO ASUBIDHE HOBE KI?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমরা তো এই বছরই জানুয়ারি মাস নাগাদ গিয়েছিলাম। আর তখন কিছুটা কোভিড রেস্টির্কশন ছিল মানে পুরো পুরি উঠে যায় নি। তাই তখন সেরকম কাউকে বিনা টিকিটে বা জেনারেল টিকিটে স্লিপারে চড়তে দেখিনি। তখন তো জেনারেল টিকিট বিক্রিই বন্ধ ছিল যদিও। তবে দাদা এখন বিভিন্ন ভাবে ফেসবুক এর গ্রুপ গুলো থেকে যা খবর পাচ্ছি তা সত্যিই ভাবাচ্ছে স্লিপারে যাতায়াত করার বিষয়ে।

  • @knightfury8716
    @knightfury8716 ปีที่แล้ว +1

    Dada.. ekhane ki shara bochor erokom ice thake ? February- march eo ki erokom weather pawa jabe ?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      না দাদা। সারা বছর তো এরকম বরফ শিমলা শহরে থাকে না। কেবল মাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস টা বরফ থাকে দাদা।

  • @arup1475
    @arup1475 25 วันที่ผ่านมา +1

    dada kon somai gele borof pabo

    • @Vrammoman
      @Vrammoman  25 วันที่ผ่านมา

      তুষারপাত দেখার বেষ্ট সময় তো মিড জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তবে ইদানিং ওয়েদার প্রেডিক্ট করা বড্ড কঠিন।

    • @arup1475
      @arup1475 25 วันที่ผ่านมา +1

      jodi february 13 tarik kore jai borof pabo

    • @Vrammoman
      @Vrammoman  25 วันที่ผ่านมา

      @arup1475 ওই সময় বরফ পাওয়ার সম্ভাবনা প্রবল। কোথাও না পান কুফরী তে তো ওই সময় বরফ পাবেনই।

  • @debkumarmukherjee7263
    @debkumarmukherjee7263 ปีที่แล้ว +1

    Sound problem

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। জানি সেটা কিছুটা রয়েছে সম্পূর্ন ভিডিওটিতে। আসলে এটা বেশ প্রথম দিকের ভিডিও এই চ্যানেলের। তখনও এক্সটার্নাল মাইক কেনা হয়ে ওঠেনি। এছাড়াও সাউন্ড এডিটিং এর খুব স্বল্প জ্ঞান নিয়েই ভিডিওটি এডিট করতে বসে গিয়েছিলাম। তবে এখনকার ভিডিও গুলো দেখার অনুরোধ করবো দাদার কাছে। যেগুলোতে আগের সমস্যা গুলো আর নেই।

    • @debkumarmukherjee7263
      @debkumarmukherjee7263 ปีที่แล้ว

      @@Vrammoman ok

  • @rajupaul7268
    @rajupaul7268 ปีที่แล้ว +1

    দাদা ট্রয় ট্রেনের আপ ডাউন টিকিট কাটার সিস্টেম কেমন?এটা কি সঙ্গে সঙ্গে কাটা জায় না আগের থেকে কাটতে হয়।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ঠিক 30 দিন আগে অ্যাডভান্স টিকিট কাটা যায়। সকাল 8 টা থেকে শুরু হয় টিকিট দেওয়া। আপ ডাউন একসাথে কাটা যায় না দাদা। এক এক করে করতে হয়। প্রথমে যাওয়ার টিকিট করুন তারপর ফেরার। আলাদা আলাদা ভাবে করতে হবে।

  • @amitabhachattopadhyay4075
    @amitabhachattopadhyay4075 2 ปีที่แล้ว +1

    আপনাকে অনেক ধন্যবাদ একটা সুন্দর তথ্য সমৃদ্ধ ভিডিও দেবার জন্য

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ❤️ দাদার কাছে অনুরোধ রইলো এই ছোট্ট ভ্রমণের চ্যানেলটির পাশে থাকার। ভালো থাকবেন দাদা।❤️🙏

  • @payelghosh9366
    @payelghosh9366 11 หลายเดือนก่อน +1

    Dada apnar hotel teke mall road koto km 6ilo

    • @Vrammoman
      @Vrammoman  11 หลายเดือนก่อน +1

      300-400 মিটার মতো রাস্তা ছিল। যেটা আমরা হেঁটেই যাতায়াত করছিলাম।

  • @shreyasidasgupta7457
    @shreyasidasgupta7457 2 ปีที่แล้ว +1

    Onek information pelm dada thnq

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      অনুরোধ রইলো দি। সাবস্ক্রাইব করে পাশে থাকার।❤️

  • @sahidafridi815
    @sahidafridi815 2 ปีที่แล้ว +1

    দাদা মার্চ মাসে গেলে বরফ দেখতে পাবো প্লীজ একটু বলবেন

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      মার্চের প্রথম সপ্তাহ অব্দি কুফরী তে বরফ পাবেন। কিন্তু স্নো ফল পাওয়ার সম্ভাবনা কম।

  • @biswajitmondal2358
    @biswajitmondal2358 2 ปีที่แล้ว +1

    Klika Teson Tikit katagabe Da

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      দাদা কালকা থেকে টয় ট্রেনের টিকিট কাটার রিস্ক নেবেন না। ৩০ দিন আগে বুকিং শুরু হয় অনলাইনে irctc অ্যাপ এর মাধ্যমে আগেই টিকিট কেটে রাখুন। চিন্তা নেই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ট্রেন লেট করলেও টয় ট্রেন ছেড়ে যাবে না। কারণ ট্রেনগুলো লিংক ট্রেন। নেতাজি এক্সপ্রেস কালকা তে ঢুকলে তারও আধা ঘণ্টা বাদে টয় ট্রেন ছাড়বে। তাই চিন্তার কোনো কারণ নেই। আরো কোনো প্রশ্ন থাকলে জানাবেন।

  • @LETSSTARTARUP
    @LETSSTARTARUP ปีที่แล้ว +2

    ভীষণ ভীষন ভালো লাগলো ভিডিও টা ❤️
    এগিয়ে যাও পাশে আছি ❤️

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      ধন্যবাদ। দাদা। আপনাদের এই ধরনের কমেন্ট গুলো পরেই নতুন ভিডিও এই ধরনের আরো বানানোর অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন দাদা।♥️🙏

    • @LETSSTARTARUP
      @LETSSTARTARUP ปีที่แล้ว +2

      @@Vrammoman Ami nijeo ekjon Travel TH-camr , tai jani ei dharoner video banate katota porisrom hoy ☺️💕

  • @swarupdas8938
    @swarupdas8938 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর। পুরো টা continue দেখলাম। ভীষন ইনফরমেটিভ

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।

  • @rafiqulmolla5371
    @rafiqulmolla5371 2 ปีที่แล้ว +1

    টয় ট্রেন টিকিট online e কিভাবে কাটা যায় বলবেন please

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ। দাদা। নিশ্চই। আপনি প্রথমে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে IRCTC অ্যাপ টি ডাউনলোড করুন। তারপর নাম, ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে রেজিষ্টার করুন। ওয়ান টাইম পাসওয়ার্ড এর মাধ্যমে ভেরিফাই করে একাউন্ট এ লগ ইন করুন। এর পর FROM এ KALKA এবং TO তে SIMLA লিখে খুঁজুন। এরপর পছন্দ মত সময়ে বুক করুন। মনে রাখবেন টয় ট্রেনের অ্যাডভান্স বুকিং উইন্ডো 30 দিন আগে খোলে সকাল 8 টার সময়।

    • @rafiqulmolla5371
      @rafiqulmolla5371 2 ปีที่แล้ว +1

      Ok, দেখে নিয়েছি। একটা বিষয় ওখানে কোনো ভয়ের বিষয় বা বিপদ জনক কিছু হতে পারে কি,?please বলবেন

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      না। না। দাদা। ওটা হিমাচল প্রদেশের রাজধানী। কোনো বিপদের আশঙ্কা নেই। নিশ্চিন্তে ঘুরে আসুন দাদা।

  • @anjanaghosh9509
    @anjanaghosh9509 2 ปีที่แล้ว +1

    Hotel bhara kamon r kolkata thekei book korte hoi naki giyeo kora jai

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আমরা তো দি বাড়ি থেকেই অনলাইন অ্যাপ Agoda এর মাধ্যমে বুক করেছিলাম। আমরা মোট ৩ দিন ছিলাম ভাড়া লেগেছিল মোট ২৩৬৮/- টাকা অর্থাৎ ওই ৭৮৯/- টাকা করে প্রতি দিন। তবে এই হোটেল টার ভাড়া ইদানিং খুব বাড়িয়ে দিয়েছে। অনলাইন অ্যাপ Goibibo, Make my Trip, Agoda এই গুলো থেকে হোটেল বুক করে যেতে পারেন। তবে অবশ্যই হোটেলের নাম গুগল ম্যাপে দিয়ে সিমলা ম্যাক থেকে দূরত্ব দেখে নেবেন। মোটামুটি ৫০০-৭০০ মিটারের মধ্যেই থাকার চেষ্টা করবেন। তাহলে পায়ে হেঁটেই যাতায়াত সম্ভব হবে। আরো কোনো জিজ্ঞেসা থাকলে দিদি বিনা দ্বিধায় জানাবেন। আর অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার।

  • @tamalikachatterjee6265
    @tamalikachatterjee6265 2 ปีที่แล้ว +1

    Video shots darun laglo 💖 notification sound ta boddo kaane lagche, chomke jachhi 😀 seriously..

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      😂 সরি দিদি চমকিয়ে দেওয়ার জন্য। আসলে এটা দ্বিতীয় ভিডিও তো খুব একটা এডিটিং এর জ্ঞান ছিল না। এখনকার ভিডিও গুলোতে সেই সমস্যা আর নেই। এক্সটার্নাল মাইক ও নিয়েছি এখন অডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে। ধন্যবাদ জানাই আপনাকে ভিডিওটি দেখার জন্য। অনুরোধ রইলো দিদি সাবস্ক্রাইব করে পাশে থাকার।❤️

  • @travelwithtanmoy2789
    @travelwithtanmoy2789 ปีที่แล้ว +1

    Apnara kufri te mahasu peak e othen ni ..jeta kufri er Main attraction

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      যা😥। কত দূর ঐখানে থেকে? আমরা জিজ্ঞেস করেছিলাম আশপাশের স্থানীয় দোকানে ওরা বললো আর সেরকম কিছু নেই। আর বললো গাড়ি করে দূরে নিয়ে যাবে যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্ট আর রাইড রয়েছে।

    • @travelwithtanmoy2789
      @travelwithtanmoy2789 ปีที่แล้ว +1

      @@Vrammoman apnader niye geche kufri fun World...
      Oi jaya gay ta tao kufri te...nich theke opore 45 mints lage opore ut te ghora kore..otha nama 500 Taka..opore Apple orchard ache...ar onanno activity zip line ar onnanoo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ওহ....না আমরা ফান ওয়ার্ল্ড জাই নি। আমরা জু এবং আশপাশ টা ঘুরেছি। আমরা যেইখানে গিয়েছিলাম ওটা সম্ভবত দেশু পিক ঐখান থেকে মাহাসু পিক আরো খানিক টা দূরে ফান ওয়ার্ল্ড এর কাছে। ওইখানে আমরা জাই নি।

    • @travelwithtanmoy2789
      @travelwithtanmoy2789 ปีที่แล้ว +1

      @@Vrammoman oi jaygay te tei shobai jay...

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      ওহ...পরের বার নিশ্চই যাবো দাদা। মাথায় থাকবে। 👍

  • @arundhatibhattacharjee8512
    @arundhatibhattacharjee8512 2 ปีที่แล้ว +1

    Thank you,apnar video ta khubi helpful

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। জানি একটু সাউন্ডের সমস্যা রয়েছে। কিন্তু এখনকার ভিডিও গুলোতে সেই সমস্যা গুলি আর নেই। অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার🙏❤️

  • @subhadraghosal7378
    @subhadraghosal7378 ปีที่แล้ว +1

    Khub bhalo presentation dada....👍👍👍

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভিডিওটি দেখার জন্য এবং শেষে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। ভালো থাকবেন 🙏।

  • @ankitsaha3682
    @ankitsaha3682 ปีที่แล้ว +1

    Toy train er ticket gulo ki advance book korte hoy naki kalka station theke easily collect kora jay??? Apnara je coach e gelen setar fare koto ??

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      দাদা টয় ট্রেনের টিকিট অ্যাডভান্স বুক করতে হয়। কাউন্টার থেকে একটা প্যাসেঞ্জার ট্রেন চলে সেটার টিকিট কেবল মাত্র দেওয়া হয়। অ্যাডভান্স বুকিং উইন্ডো ঠিক ৩০ দিন আগে সকাল ৮ টার সময় থেকে খুলে যায়। আপনি অনলাইনে IRCTC অ্যাপ থেকে বুক করতে পারবেন। আমরা যেই কোচ টায় গিয়েছিলাম সেটা ৫২৪৫৩ কালকা শিমলা এক্সপ্রেসের CC কোচ তবে এখন ওই কোচ টার নাম পরিবর্তন করে VS কোচ করে দিয়েছে। ভাড়া ১৩০/- টাকা। ট্রেনের সময় ছিল কালকা থেকে সকাল ৬:২০ মিনিটের। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।🙏♥️

  • @kaushikyadav7258
    @kaushikyadav7258 2 ปีที่แล้ว +1

    Hotel ta to oyo te show korche na.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      হোটেল টা আমরা agoda অ্যাপের মাধ্যমে বুক করেছিলাম। Goibibo তেও রয়েছে তবে OYO তে আছে কিনা জানিনা। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে হোটেলের রিসেপশন থেকে একজন oyo থেকে বুক করেছিল বলে তাকে ফিরিয়ে দিল। বললো oyo ছাড়া সব জায়গা থেকে বুকিং অ্যাকসেপ্ট হবে। হয়তো ওদের oyo এর সাথে কোনো ঝামেলা চলছে। আপনি অন্য অ্যাপ দিয়ে ট্রাই করুন দাদা।

  • @Play4idea
    @Play4idea 2 ปีที่แล้ว +1

    Dada ami eto video dakhi. Kintu tomar moto erkom sob bistarito kau bole na

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা। যদিও এই ভিডিওটিতে একটু সাউন্ডের সমস্যা আছে জানি। এখনকার ভিডিও গুলোতে সেই সমস্যা আর নেই। অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার।❤️🙏

  • @travelwithswapnamay254
    @travelwithswapnamay254 ปีที่แล้ว +1

    Dada january 13 tarikh gele ki snowfall dekhte pabo?
    Ami oi date e ticket korlam ajkei.

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      বাহ। দারুন ব্যাপার। তবে জানেন স্নো ফল টা খানিক টা বৃষ্টির মতো ব্যাপার মানে যেমন বর্ষা কালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও রোজ যেমন বৃষ্টি হয় না ঠিক তেমনই স্নো ফল টাও। তবে আমরা এই বছরই ১১-১৪ তারিখ শিমলা তে ছিলাম এবং ১১ তারিখ রাত্রেই সৌভাগ্য বশত স্নো ফল পেয়েছিলাম। সেই সময় স্নো ফল দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়াও পুরো শিমলা শহর তখন বরফের সাদা চাদরে মোড়া থাকবে সেটার সৌন্দর্যতাও কোনো অংশে কম নয়। তাই যদি স্নো ফল বাইচান্স নাও পান, আশা করি নিরাশ হবেন না।

    • @travelwithswapnamay254
      @travelwithswapnamay254 ปีที่แล้ว +1

      Onek onek dhanybad dada.....♡

  • @prasenjitkhara5702
    @prasenjitkhara5702 ปีที่แล้ว +1

    ডিসেম্বর এর last উইক গেলে বরফ কি দেখতে পাবো দাদা?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      চান্স তো প্রবল ওই সময় স্নো ফল হওয়ার এবং বরফ পাওয়ার। তবে সেই সময় যেহেতু ছুটি থাকে তাই কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা কম। একদম মনে করে যেই দিন কালকা পৌঁছচ্ছেন তার ঠিক 30 দিন আগে সকাল 8 টার সময় টিকিট কাটবেন। এরপরেও ঠিক নেই টিকিট পাবেন কি না ওইসময়। শিমলা ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 1 পর্যন্ত খুব ভিড় থাকে।

  • @sayelpaul8519
    @sayelpaul8519 ปีที่แล้ว +1

    Dada Shimla Mane kii shudhu jei ei Mall, Hanuman Mandir r Khupri? Kotodin lagbe total Shimla te? Ami jodi 7-8 din er tour korte chaii..Mane shudhu ghurbo...rest nebo na 1 din o..tahole kii Manali Tao okhan thek jawa jabe ei 7 din er bhitore?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা আমি এর আগে 2019 সালে মানালি গিয়েছিলাম তাই এবার আর ওদিকে যাই নি। সেইবার আমি মানালি, কুলু এবং কাসল ঘূরেছিলাম। আসলে এই তিন টে জায়গা একই রাস্তায় পড়ে। শিমলা থেকে মানালি প্রায় 300 কিমি রাস্তা। আমার মনে হয়েছিল এক সাথে দুটো ঘুরলে অনেক বেশি ক্লান্ত হয়ে যাবো এবং ঘোরার আনন্দ কিছুই থাকবে না। আপনি চাইলে শিমলায় দুই দিন এবং মানালি তে দুই দিন থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে শিমলা তে দ্বিতীয় দিন রাতের বাস করে মনালির দিকে রওনা দিতে হবে। খুব হেকটিক হয়ে যাবে কিন্তু ব্যাপার টা দাদা। তার চেয়ে আপনি শিমলার সাথে নারকাণ্ডা ঘুরে আসুন। সেইখানে এক দুই দিন থেকে আসুন। দারুন জায়গা এবং শিমলা থেকে দূরত্ব মাত্র 60 কিমি। বেশি জার্নি হবে না দাদা তাহলে।

  • @SamirDas-lq8ve
    @SamirDas-lq8ve ปีที่แล้ว +1

    ধরুন আমি ৬-২০ সকালে ট্রেনের টিকিট কাটলাম অথচ নেতাজি এক্সপ্রেস লেটে ৭-৩০ টায় কালকা পৌঁছালো তাহলে ঐ টিকিটে পরের ট্রেনে যেতে পারবো ? জানালে উপকৃত হব ধন্যবাদ।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      চিন্তা নেই দাদা। নেতাজি এক্সপ্রেস লেট করলে ওই ট্রেন টাও 4 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করবে। লিংক ট্রেন আছে ওটা। তবে 4 ঘণ্টার বেশি লেট থাকলে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার ওই টিকিট দিয়ে আপনি অন্য ট্রেনে যেতে পারবেন না। আপনাকে বাস করে শিমলা পৌঁছতে হতে পারে।

  • @rudrajitroy543
    @rudrajitroy543 2 ปีที่แล้ว +1

    Ghare bose valo enjoy korlam.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। কথা দিচ্ছি আগামী দিনে আরো অনেক সস্তায় সুন্দর ভ্রমণের তথ্য এবং ভিডিও নিয়ে হাজির হব।

  • @riyadutta4180
    @riyadutta4180 ปีที่แล้ว +1

    My dream destination. Thank u 🙏. Don't know why my eyes in tears

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হতে পারে কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে আপনার জায়গাটির সাথে। হয়তো সেইখানে গিয়ে কিংবা সেইখানে যাওয়ার ইচ্ছে কোনো প্রিয় মানুষের সাথে। ভালো থাকবেন দিদি।♥️🙏

  • @souvikdas4833
    @souvikdas4833 2 ปีที่แล้ว +1

    Khub bhalo hoachhe presentation r vedio.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। সাথে থাকবেন।

  • @arijitkar9456
    @arijitkar9456 2 ปีที่แล้ว +1

    ato video dakhar modhha tomar video ta Sera dada...god bless u dada❤
    aivabai video baniya jao

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। দাদা। আপনাদের এই কমেন্ট গুলো থেকে প্রচুর উৎসাহ পাই জানেন নতুন ভিডিও বানানোর জন্য। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার।❤️🙏

    • @arijitkar9456
      @arijitkar9456 2 ปีที่แล้ว +1

      akdom❤

  • @ranjanroychowdhury8301
    @ranjanroychowdhury8301 2 ปีที่แล้ว +1

    আপনার কথা খুবই আসতে সোনা যাচ্ছে, সাউন্ড টা ঠিক করুন

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। আসলে এটা ছিল আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তখনও আর্থিক কিছুটা সমস্যা থাকায় এক্সটার্নাল মাইক টা কেনা হয়ে ওঠেনি। তাই সাউন্ডের সমস্যা আছে। এছাড়াও নোটিফিকেশন সাউন্ড টাও বড্ডো জোরে হয়ে গেছে আমি জানি। আসলে তখন এডিটিং এর জ্ঞান টাও ছিল খুবই সামান্য। এখনকার ভিডিও গুলোতে সেই সমস্যা আর নেই। আর কথা দিচ্ছি ভবিষ্যতের ভিডিও গুলিতে এরকম সমস্যা আর হবেনা। অনুরোধ করবো দাদাকে চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।🙏

  • @pujapradhan421
    @pujapradhan421 ปีที่แล้ว +1

    Shoes ki neoa uchit?? Bolle vlo hoy

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমার স্ত্রী 3 বার পড়ে গেছিলো ভাড়া নেওয়া জুতো পড়ে। কারণ ওই জুতো গুলোতে ভালো রবারের গ্রিপ না থাকায় খুব সহজেই পিছলে যায়। তবে জুতো ভাড়া নেওয়ার প্রয়োজন আছে নইলে নিজের জুতো খুবই নোংরা হয়। ভিজে যাওয়ার ভয় নেই কারণ খুব ড্রাই ওয়েদার হওয়ায় কিছুক্ষনের মধ্যেই শুকিয়ে যায়। তবে কুফরী যাওয়ার রাস্তা টা খুবই নোংরা। বরফ কাদা মিশে। তবে ঘোরায় আর জীবনে চরবো না আমি। পাহাড়ি খাড়া রাস্তায় ঘোড়ার পিঠে উঠে রাস্তা চরার থেকেও খাড়া রাস্তা নামার সময় খুবই ভয় লাগে। ঘোরার পা মাঝে মধ্যেই বরফে ঢুকে যায় এবং যে বসে আছে সে ডিস ব্যালান্স হয়ে যায়। নিজের চোখে দুইজন কে পড়ে যেতে দেখেছি রাস্তার কাদার মধ্যে ঘোরা সমেত। ভাগ্যিস আমি পড়ি নি। নিচ থেকে জুতো ভাড়া নিয়ে ওই 1 কিমি রাস্তা হেঁটেই যান। ঘোরা আমি তো বলবো এভয়েড করুন।

  • @deepop1287
    @deepop1287 ปีที่แล้ว +1

    December er 2nd week e Jacchi ! Snowfall ki paoa jete pare ?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      পাওয়ার সম্ভাবনা তো প্রবল দাদা ওই সময় তবে জানেন তো স্নো ফল ব্যাপার টা খানিক টা বৃষ্টির মতন। মানে ধরুন বর্ষা কালে যেমন রোজ বৃষ্টি হয় না ঠিক তেমনই। খানিক টা ভাগ্যের উপর নির্ভর করে ব্যাপার টা। ফ্রেশ স্নো ফল সিমলায় অলরেডি শুরু হয়ে গেছে তাই আশা করা যায় আপনারা স্নো ফল পাচ্ছেন। 👍

  • @reshmigupta6374
    @reshmigupta6374 ปีที่แล้ว +1

    Toy train kaise book karege

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      IRCTC app se hi book hoga. Kalka (KLK) to Simla (SML). Advance booking 30 din pehle suru hota hai thik shubha 8:00 am baje se.

    • @reshmigupta6374
      @reshmigupta6374 ปีที่แล้ว +1

      @@Vrammoman thank you

  • @sumanvlogs5571
    @sumanvlogs5571 2 ปีที่แล้ว +1

    Dada 1ta kotha janar ache jokhon train kalka jacchilen sleeper class bogi te kono problem hoechilo like apaner nicher berth e ashe onno lokjon boshe thaka diner dike ba shondher dike ba oi nicher berth tai apni dupure ghumate perechen ki?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      না দাদা। আসলে তখন সবে সবে কোরোণার প্রকোপ কেটেছে। সিমলা তে তখনও নাইট কার্ফু ছিল। সন্ধ্যে 7 টার পর সব দোকান পাট প্রশাসন থেকে নির্দেশ দিয়ে বন্ধ করে দিচ্ছিল। আমাদের কিন্তু ইদানিং যেমন টা খুব শুনছি যে বাইরের যাত্রী এসে স্লিপার কিংবা 3এসি তে উঠে যাচ্ছে এমন টার মুখোমুখি হতে হয় নি।

    • @sumanvlogs5571
      @sumanvlogs5571 2 ปีที่แล้ว +1

      Dada apni Shimla te je hotel tai chilen tar booking system ba ph no. Ta ki pawa jabe?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আমরা তো দাদা অনলাইন অ্যাপ agoda এর মাধ্যমে বুক করেছিলাম। ফোন নম্বর টা সেখান থেকেই পরে পেয়েছি। ফোন নম্বর হলো 7018387891. তবে দাদা পরে এদের ডিমান্ড অনেক বেড়ে গেছে। এক দাদা আমার থেকে নম্বর নিয়ে বুকিং করতে গেলে প্রতি দিন 3500/- টাকা চেয়ে বসে। সত্যি কথা বলছি আমি এই হোটেল টা বেশ সস্তা ডিল এ পেয়েছিলাম বলেই বুক করেছিলাম। 3500/- টাকায় বুকিংয়ের সাজেশন আমি কখনোই দেবো না এই হোটেল টা। আমি নিজে 789/- টাকা করে থেকেছি ট্যাক্স বাবদ। আরো অনেক ভালো হোটেল রয়েছে এর চাইতে অনেক কম দামে।

    • @sumanvlogs5571
      @sumanvlogs5571 2 ปีที่แล้ว +1

      Thanks dada knowledge ta dewar jonno. jodi apnar knowledge aro kono cheap hotels sondhan theke thake tale aktu janaben plz.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আপনি অনলাইন অ্যাপে খুঁজুন। Goibibo, MMT, AGODA ইত্যাদি অ্যাপে দেখুন। প্রাইস লো টু হাই করে নিন। এরপর হোটেল গুলোর নাম গুগল ম্যাপে খুঁজুন এবং ডিরেকশন এ গিয়ে খ্রিস্ট চার্চ লিখে দূরত্ব দেখুন। মোটামুটি 700 মিটার অব্দি দূরত্ব থাকলে ঠিক আছে। হেঁটেই ম্যাল যাতায়াত করতে পারবেন এবং অবশ্যই রিভিউ দেখবেন একটু। আমি এই ভাবেই হোটেল অতিথি টা খুঁজেছিলাম। এছাড়াও সিমলা কালীবাড়ি তে খুব অল্প খরচে থাকা যায়। তবে ঘর গুলো কিন্তু হোটেলের মতন নয়।

  • @suprajeetmaji8531
    @suprajeetmaji8531 ปีที่แล้ว +1

    dada hotel ta kon app takhe book korachilen ? jio, Airtel sim ar network takhe ?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হোটেল টা Agoda অ্যাপ থেকে বুক করেছিলাম। হ্যাঁ। দাদা এয়ারটেলের নেটওয়ার্ক তো ছিল দেখেছিলাম। জিওর টা সঠিক জন নেই।

  • @rajroy659
    @rajroy659 ปีที่แล้ว +1

    Apnara kon month a gechen

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমরা দাদা এই বছরেরই জানুয়ারি মাসের 11 থেকে 14 তারিখ সিমলায় ছিলাম।

  • @WithKayesh
    @WithKayesh ปีที่แล้ว +1

    very informative brother

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      Thanks brother for your encouraging comment. ♥️🙏

  • @gujubaba3725
    @gujubaba3725 ปีที่แล้ว +1

    Kon month e giyechen dada

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমরা ২০২২ এর জানুয়ারি মাসে গিয়েছিলাম।

  • @Guddu12329
    @Guddu12329 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo apnar video 🙏🙏

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভিডিওটি দেখার জন্য এবং তারপরে মতামত প্রদানের জন্য। অনুরোধ রইল এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টির পাশে থাকার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।♥️🙏

  • @biswajitmondal2358
    @biswajitmondal2358 2 ปีที่แล้ว +2

    Vedo to veri nice

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। 🙏

  • @imtiazmitul
    @imtiazmitul ปีที่แล้ว +1

    Dada Toy Train er ticket ta ki kalka jeye instant kena jabe? Ami bangladesh theke jete caichi. tai train er ticket gulo koto din age booking kora jay ba kena jay janaben please

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      ইনস্ট্যান্ট কাটা যায় একটা ট্রেন আছে কেবল মাত্র সেটার। তবে যেকটা সিট সে কটা টিকিটই দেয়। অনিশ্চয়তা থেকে যায় টিকিট পাওয়া নিয়ে। আপনি বাংলাদেশ থেকেই IRCTC অ্যাপ ডাউনলোড করে টিকিট কাটতে পারবেন যাবতীয় তথ্য দিয়ে রেজিষ্টার করে। এই টয় ট্রেনের অ্যাডভান্স বুকিং ঠিক 30 দিন আগে সকাল 8 টার সময় কাটা যায়। অর্থাৎ যেই দিন কালকা গিয়ে পৌঁছচ্ছেন তার থেকে ঠিক 30 দিন আগে সকাল 8 টায় টিকিট কাটুন সেই দিনের। আরো কিছু জিজ্ঞেসা থাকলে নির্দিধায় জানাবেন। ভালো থাকবেন।🙏

    • @imtiazmitul
      @imtiazmitul ปีที่แล้ว +1

      @@Vrammoman thanks dada. ❤️

  • @arindamroy263
    @arindamroy263 ปีที่แล้ว +1

    Dada 2 jon travel kore koto খরচ পড়ে ছিল তোমাদের?? Actu আনুমানিক vabe bolo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      আমরা খালি শিমলা এবং কুফরী গিয়েছিলাম এই ট্যুর টায় দাদা। মানালি কুলু এবং কাসল একই রুটে পড়ে। ওটা আগেই ঘোরা ছিল আমাদের। এইবার কেবল মাত্র সাদা চাদরে মোড়া শিমলা এবং তুষারপাত দেখার ইচ্ছে নিয়ে বেড়িয়েছিলাম তাই। আমাদের দুজনের মিলিয়ে কোলকাতা থেকে কোলকাতা পর্যন্ত খরচ হয়েছিল ১০ হাজার টাকা মতো। অর্থাৎ মাথাপিছু 5 হাজার টাকা। খানিক টা অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি দাদা। আমরা স্লিপার ক্লাসে জার্নি করেছিলাম। দরাদরি করে সাইটসিয়িং এর গাড়ি ভারা করে কম খরচে ঘুরেছি। টয় ট্রেনে ৫২৪৫৩ ট্রেনের সস্তায় সুন্দর সব চাইতে কোচ টা বুক করেছিলাম। মাত্র ১৩০/- টাকায় ভিস্তাডোম। খাওয়া দাওয়া মোটামুটি ভেজ খেয়েছিলাম এবং পিজা মেনিয়া পিজা। এইসব ভাবে কম খরচে ঘুরেছিলাম দাদা। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের মতন করে ঘুরতে পারেন। তবে যদি মিনিমাম টা জিজ্ঞেস করেন তাহলে বলবো দুজনের মিলিয়ে ওই ১০ হাজার খরচ তো হবেই দাদা। ভিডিওটি সময় বের করতে পারলে দেখতে পারেন সম্পূর্ণ টা। সব ডিটেল দিয়েছিলাম। একটু সাউন্ডের সমস্যা আছে জানি।

    • @arindamroy263
      @arindamroy263 ปีที่แล้ว +1

      @@Vrammoman ধন্যবাদ দাদা ❤️

  • @debabratadeb2244
    @debabratadeb2244 2 ปีที่แล้ว +1

    Ghurte jawar video anek e dekhi but atto sundor details diye video banano khub kom e dekhe6i ....next year amar r tar jawar janno video ta enough ...thanks brother for sharing..best wishes..

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। ভিডিওটি দেখার জন্য। অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার।❤️