মাস খানেক আগে নিজ চোখে পদ্মাসেতু দেখে এসেছি। মন চাইতেছিল পিলার কে জড়িয়ে ধরে কান্না করি। এই কান্না স্বপ্ন পূরণের, এই কান্না আত্মসম্মান নিয়ে মাতা তুলে দাড়ানোর কান্না। এই কান্না মাতৃভূমির সক্ষমতা অর্জনের কান্না। মহান আল্লাহ্ তালার নিকট শুকরিয়া আদায় করি যেন আমার প্রাণের মাতৃভূমিকে এ ভাবে সম্মানের সহিত এগিয়ে নেওয়ার জন্য। এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ঋনী।
16000 টাকা গাড়ি ভাড়া করে.পদ্মা সেতু দেখতে গিয়েছি পদ্মার পাড়ের মানুষের উন্নতি দেখতে গিয়েছি আসলে বলতে হয় পদ্মাসেতুর বদলে দিয়েছে আপনাদের জীবনযাত্রা পদ্মা সেতু কে ঘিরে যে রাস্তা এক্সপ্রেস গুলি বানিয়েছে সেগুলির বাংলাদেশের আর কোথাও হয়নি কোনো সরকারই বানাতে পারেনি ধন্যবাদ আপনাদের কে!! শেখ হাসিনা
খালেদা জিয়া যেখানে বলেছেন পদ্মা সেতু করা অসম্ভব। সেখানে বিনপি শেখ হাসিনার এই পদ্মা সেতু কমপ্লিট করাটা ভাল চোখে দেখছে না। বিনপির এই অসভ্যদের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।
ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি গঠিত হয়েছিল সেনানিবাসে ১৯৭৭ সালে পাকিস্তান পন্থী এবং স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস এবং আর এক পাকিস্তান পন্থী এবং স্বাধীনতা বিরোধী লোকজনদেরকে নিয়ে হযবরল হিসাবে বাংলার ইতিহাসে দ্বিতীয় মীর জাফর, বিশ্বাসঘাতক পাকিস্তান ভেঙে আলাদা করে বাংলাদেশ গড়ার রুপকার বাংগালী জাতির পিতা বংগ বন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা কান্ডের মূল নেপথ্য সহযোগী খুনি জিয়া কতৃক। এই দলের মীর জাফর হচ্ছে জিয়া। ঘষেটি বেগম হচ্ছে খালেদা এবং মীর মিরন হচ্ছে তারেক। এই দলের রাজনীতি হচ্ছে সত্যকে মিথ্যায় পরিনত করে সহজ সরল সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করা। অর্থাৎ এই দলের রাজনীতিই হচ্ছে সম্পূর্ণই মিথ্যার উপর নির্ভর করে। এই দলের লোকজন হচ্ছে ইতিহাস বিকৃতিকারী, ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী, গুজব সৃষ্টিকারী, মিথ্যাবাদী, অকৃতজ্ঞ এবং বেঈমান।
এই প্রতিবেদন কি মিথ্যা? সরকার ভবিষ্যৎ পরিকল্পনা করেই সেতু বানিয়েছে। যমুনা সেতু থেকে শিক্ষা নিয়েছে। গোঁজামিল দিয়ে সেতু বানালে কেমন হতো? টাকা বেশি খরচ হলেও ব্রিজ টেকসই হয়েছে।
জীবনের প্রথম ভোট দিবো নৌকায়,দীর্ঘ ১১ টি বছর ঢাকায় আশা যাওয়া অনেক সময়ই গাড়িতেই,ফেড়ির কারনে এক্সাম দিতে পারি নি,ফেরী ঘাটে এসে ফিরে যাওয়া,আমি যানি আমার কাছে পদ্মা সেতু কতোটা উপকারী,ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ❤️
৮৯৭২ কোটি টাকা ১৬ কিমি নদী শাসন করার জন্য... ৫০০ কোটি ১কিমি এর জন্য।। আরাফাত সাহেব টাকা গুনতে জানেনা মনে হয়।। তারপরও যাই হউক, দূর্ণীতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ও কিছু অসৎ নাগরিকদের শিরায় শিরায় মিশে আছে-দূণীতি যতই হউক, পদ্মা সেতুর সুফল আমরা জনগণের জন্য -এটাই তৃপ্তি।।
ধন্যবাদ জানাই এত সুন্দর একটি তথ্যবহুল নিউজ এর জন্য, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বুঝবে এই সেতুর গুরুত্ব। ওনার চাকরি হচ্ছে বিএনপি প্রধান কে খুশি করা আর উনি ওনার চাকরি করেন উনার মতে বিএনপি হল ধোয়া তুলসীপাতা যাদের কোনো দুর্নীতি নাই সেগুলো বললে রুমিন ফারহানার বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাকরি থাকবে না
আপনারা খমতার দাপট নিয়ে যা খুসি কোরতেছেন, নিরপরাধ মানুষদের জেলে বোরে রেখছেন, হক কথা যেই বলে তারা বাহিরে গুরতে পারে না, যেই সরকার ওয়াজ মাহফিলে ১৪৪ দারা যারি করে সে যত যাই করুক না কেন, সাধারণ মানুষ কখনো ক্ষমা করবে না।
দুর্নীতি কমবেশি বাংলাদেশের যে সরকার আসুক না কেন হয় কারণ এটা বাংলাদেশ কিন্তু পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চল মানুষের জন্য সোনার হরিণ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ
সংসদে রুমিন ফারহানার বক্তব্য শুনে আমরা কতই না বাহবা দিসিলাম । সরকারের সমালোচনা করেছিলাম। গভীরে যে এতো জন তাতো জানতাম না । জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নৌকার কান্ডারী শেখ হাসিনার
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতু করা অসম্বব, কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন ।
ধন্যবাদ সময় টিভি ও সাংবাদিক ভাই কে--। বিরোধীরা শেখ হাসিনার বিরোধিতা করে যাবে আর অদম্য শেখ হাসিনা বাংলাদেশ কে নিয়ে যাবে উন্নয়নেের সর্বোচ শিখরে- ইনশাআল্লাহ। জয়তু শেখ হাসিনা, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা কে আল্লাহ দীর্ঘজীবি করুন আমিন।
ভাই আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এক ঘণ্টার মধ্যে যে ঢাকা পৌঁছে যাবো সেইটা ঐ দিগের জেলার মানুষ চায় না আর আমাদের সাথে পাঙ্গা নিও পারবেনা সেটা তারা ভালো করেই জানে তাই পদ্মাসেতু শুরু হতে শেষ পর্যন্ত তাদের খারাপ মন্তব্য এখন পর্যন্ত শেষ হয়নি তারাও কিন্তু ক্ষমতায় অনেক বছর ছিল কি করে গিয়েছে দেশের মানুষের জন্য আর তারা মরার আগ পর্যন্ত কু মন্তব্য করেই যাবে পাকিস্তানের দালালেরা
তাজমহল এ-র সাথে তুলনায় আমলে বুজা যাবে তাজমহল নয়নসুক আর পদ্মা সেতু বহু মুখি যা জনগনভোগ করবে নয়নসুক তো রয়েছে। যাহা একসময় ইতিহাসঐতিহ্য ষহ গিনেস বুক এ জায়গা করে নিবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সহ।
ভালো বা মন্দ কাজের সমালোচনা বা আলোচনা করার লোকের অভাব হয়না কিন্তু কাজ করার লোকের অভাব সব সময়ে দেখা যায়।তবে এতো বড়ো কাজটি হয়েছে, হতে পেরেছে ইহাতেই আমরা গর্ববোধ করি এবং জাতির জন্য অবিশ্যই শুভলক্ষণ। আগামীতে যারা আরও করতো পারবেন উনাদের জন্য আগাম ধন্যবাদ রইলো।
আঙ্গুর ফল টক ? মনে হয়েছে আঙ্গুরতো সবসময় মিষ্টি হয় তাহলে টক বলছে কেন? পরবর্তীতে বাক্যটির অর্থ যা বুঝলাম এক শিয়াল আঙ্গুর খাওয়ার আশায় বাগানের কাছে যায় এবং আঙ্গুরের খুব প্রশংসা করে। কিন্তু কারণবশত গাছ থেকে আঙ্গুর পেড়ে খেতে অসমর্থ হয়। ফলশ্রুতিতে আঙ্গুর খেতে না পারার দুঃখে সে সকলের কাছে প্রচার করে আঙ্গুর ফল টক।
ভূপেন হাজারিকা সেতু তৈরির সময়ের দ্রব্যমুল্য এবং শ্রমের মূল্য আর এখনকার দ্রব্য ও শ্রমের মূল্য অনেক বেশী সেটাও দেখতে ফবে। বিরোধিতার কারনে বিরোধিতা করা এবং ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা উচিত নয়। তাছাড়া পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী এটাও মাথায় রাখতে হবে।
জন নেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ।আর যারা সমালোচনা করতেই থাকে করতেই থাকে নিজেদের পরিবর্তন করে না,তারা দেশের জন্য কিছু করতে পারবে নাহ!!!!তীব্র নিন্দা তারেদ প্রতি।
রুমিন ফারহানা একজন ব্যারিস্টার উনি বাংলাদেশের একজন বড় রাজনৈতিক দলে উচ্চপদস্থ নেত্রী আমি ওনাকে সম্মান করি পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক মন্তব্য করে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা দেশের সর্বোচ্চ মেগা প্রকল্প পদ্মা সেতু কে নিয়ে তুলনা করার জন্য শিবের বাস্তবায়িত একটা টয়লেট কে নিয়ে এসেছি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি হয়তো বুঝতেই পারেননি আপনি কি বলেছেন আপনার কাছ থেকে জাতি এত নিম্নমানের বক্তব্য আশা করে না মিডিয়াতে বা পার্লামেন্টে কথা বলার সময় তে কমপক্ষে 10 বার ভাবতে হয় আমি কে আমি কি বলছি কোথায় বলছি এটা রাস্তার কোন চায়ের দোকানের আড্ডা নয়
আঙ্গুর ফল না খেতে পেয়ে বলেছিল টক শিয়ালের মতো অবস্থা হয়েছে এদের। যখন দেখল ব্রিজ তো বানিয়েই ফেলল তখন বহূভাবে চেষ্টা করে আটকাতে পারে নাই তাই এখন নতুন করে চুকলামি করছে।
দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু কতটা জরুরি তা পথ চলা অভিজ্ঞতা ছাড়া তা আসলে বোঝা খুবই কঠিন। আমিও ৮বার পদ্মা পাড়ি দিয়েছি দীর্ঘ অপেক্ষা ও কষ্টের মধ্যে দিয়ে তাছাড়াও এই দ্বীপ হাতিয়া বসবাস করছি বলে আরো বেশি বুঝাতে পারছি। কোটি মানুষের স্বপ্ন, আমাদের পদ্মা সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই করেছেন। ১০/১২ ঘন্টা পাটুরিয়া ফেরিঘাট বসে থাকলে বকবক করা বন্ধ হয়ে যেতো। আল্লাহ তায়ালা শেখ হাসিনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।
এদেরকে দিয়ে দেশের ভাল কিছু আশা করা যাবে না যে সব কর্মচারী কাজে জড়িত ছিল তাদেরকে জানাই হাজারো সালাম পদ্মা সেতুকে টাকা দিয়ে পরিমাপ করা যাবে না যাদের বাড়ী দক্ষিন অঙ্চলে তারা জানে এই সেতু কত দরকার যারা এই সেতু নিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিব্ভান্ত করছে তাদেরকে আইনের আওযাতায় নিয়ে আসা উচিত
Please ask bnp experts what is the difference between bottom conditions of upper part of a river in Indian and lower level of same river at bangladesh? The bottom of Indian river is with hard Rock and does not require deep Pilling where padma bridge Pilling is done upto 2oo ft .so cost of construction of padma bridge with any similar length of bridge of India should not be compared as bnp leaders are staying. They may be challenged to sit for debate on any level. Joy bangla joy bangabandhu Md obaidullah bir Mukhtijudda
মুর্খরা আবোল তাবোল বলবেই। মানুষ এখন সব বোঝে। দেশের গৌরব পদ্মা সেতু কারিগরি দিক দিয়ে অনন্য পৃথিবীতে। এর কারিগরী বিষয় এখন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে আশা করি।
এটা বাংলাদেশ এখানে দূর্নীতি থাকাটা স্বাভাবিক,না থাকাটা অস্বাভাবিক।বাংলাদেশের অগ্রগতিতে এই সেতুর গুরুত্ব কতটুকু তা BNP বুঝবে না।এটা জনগন ও আওয়ামী লীগ realize করছে।
যারা করতে জানেনা তারা শুধু অভিযোগে করতে পারে এত দুর্নীতি হয়েছে এটা সবাই জানে বাংলাদেশের কোন দলের এমপি-মন্ত্রী দুর্নীতিমুক্ত না সাধু সাজার কোনো সুযোগ নেই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ
৮ম শ্রেণী ফেইল যাদের আইডল, তাদের শিষ্যদের থেকে এমন কথা শোনা অস্বাভাবিক কিছু না। কিছুদিন আগে ফাক্রুল সাহেব ভিত্তিস্তর নিয়ে বলল, এর মধ্যে রুমিন আপা।আমি চিন্তা করি, বি এন পি নামে দলটা না থাকলে বড়সড় বিনোদন মিস করতাম আমার জীবদ্দশায় 😅
মাস খানেক আগে নিজ চোখে পদ্মাসেতু দেখে এসেছি। মন চাইতেছিল পিলার কে জড়িয়ে ধরে কান্না করি। এই কান্না স্বপ্ন পূরণের, এই কান্না আত্মসম্মান নিয়ে মাতা তুলে দাড়ানোর কান্না। এই কান্না মাতৃভূমির সক্ষমতা অর্জনের কান্না। মহান আল্লাহ্ তালার নিকট শুকরিয়া আদায় করি যেন আমার প্রাণের মাতৃভূমিকে এ ভাবে সম্মানের সহিত এগিয়ে নেওয়ার জন্য। এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ঋনী।
আমারো একই অনুভূতি হয়েছিলো৷ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
✌
অসংখ্য ধন্যবাদ।
রুমিন ফারহানাকে পদ্মার নিছে গিয়ে একটা ডুব দিয়ে আসতে বলেন
16000 টাকা গাড়ি ভাড়া করে.পদ্মা সেতু দেখতে গিয়েছি পদ্মার পাড়ের মানুষের উন্নতি দেখতে গিয়েছি আসলে বলতে হয় পদ্মাসেতুর বদলে দিয়েছে আপনাদের জীবনযাত্রা পদ্মা সেতু কে ঘিরে যে রাস্তা এক্সপ্রেস গুলি বানিয়েছে সেগুলির বাংলাদেশের আর কোথাও হয়নি কোনো সরকারই বানাতে পারেনি ধন্যবাদ আপনাদের কে!! শেখ হাসিনা
সরকার অাওয়ামী লীগ বিনপি কোন চুল দিয়া সেতু বানাবো..?
অত্যন্ত তথ্যবহুল রিপোর্ট। ধন্যবাদ জানাই সময় টেলিভিশন কে।
Thanks brother👍😊
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
6.15-5.8=1 kilo miter ??????
পদ্মা সেতু নিয়ে যেমন বিএনপির চেয়ারপার্সেনর মন্তব্য ছিলো, আবার তেমনি তার কর্মিদের মন্তব্য। এই রকম মিথ্যা তথ্য ছড়ানোই এখন এদের কাজ।
অসাধারণ উপস্থাপন 💞
জে জাই বলুক আমি প্রোথমত আল্লাহ দিতিয়তো প্রোধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই পদ্ধা সেতুর জন্য আল্লাহ সর্ব শক্তি মান
There is no Allah. You must thank Sheikh Hasina, who actually built this bridge.
সত্য গোপন থাকেনা। আরাফাত সাহেব আপনি সুন্দর ভাবে সত্য তুলে ধরেছেন
BNP hocche chorbatparer dol oder kotha gurutto deyar kono mane hoyna
এক মাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হবে ✌ জয় বাংলা
খালেদা জিয়া যেখানে বলেছেন পদ্মা সেতু করা অসম্ভব। সেখানে বিনপি শেখ হাসিনার এই পদ্মা সেতু কমপ্লিট করাটা ভাল চোখে দেখছে না। বিনপির এই অসভ্যদের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।
😊🤍
বিএনপি'র মত রাজনৈতিক দল যে দেশে থাকবে,সে দেশের মানুষ বড়ই হতভাগা।
Thikh... Thank you so much
রাইট
অসাধারণ বক্তব্য
ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি গঠিত হয়েছিল সেনানিবাসে ১৯৭৭ সালে পাকিস্তান পন্থী এবং স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস এবং আর এক পাকিস্তান পন্থী এবং স্বাধীনতা বিরোধী লোকজনদেরকে নিয়ে হযবরল হিসাবে বাংলার ইতিহাসে দ্বিতীয় মীর জাফর, বিশ্বাসঘাতক পাকিস্তান ভেঙে আলাদা করে বাংলাদেশ গড়ার রুপকার বাংগালী জাতির পিতা বংগ বন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা কান্ডের মূল নেপথ্য সহযোগী খুনি জিয়া কতৃক। এই দলের মীর জাফর হচ্ছে জিয়া। ঘষেটি বেগম হচ্ছে খালেদা এবং মীর মিরন হচ্ছে তারেক। এই দলের রাজনীতি হচ্ছে সত্যকে মিথ্যায় পরিনত করে সহজ সরল সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করা। অর্থাৎ এই দলের রাজনীতিই হচ্ছে সম্পূর্ণই মিথ্যার উপর নির্ভর করে। এই দলের লোকজন হচ্ছে ইতিহাস বিকৃতিকারী, ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী, গুজব সৃষ্টিকারী, মিথ্যাবাদী, অকৃতজ্ঞ এবং বেঈমান।
এই প্রতিবেদন কি মিথ্যা? সরকার ভবিষ্যৎ পরিকল্পনা করেই সেতু বানিয়েছে। যমুনা সেতু থেকে শিক্ষা নিয়েছে। গোঁজামিল দিয়ে সেতু বানালে কেমন হতো? টাকা বেশি খরচ হলেও ব্রিজ টেকসই হয়েছে।
একদম ঠিক
শতভাগ খাঁটি কথা বলেছেন
সঠিক
সঠিক।
জীবনের প্রথম ভোট দিবো নৌকায়,দীর্ঘ ১১ টি বছর ঢাকায় আশা যাওয়া অনেক সময়ই গাড়িতেই,ফেড়ির কারনে এক্সাম দিতে পারি নি,ফেরী ঘাটে এসে ফিরে যাওয়া,আমি যানি আমার কাছে পদ্মা সেতু কতোটা উপকারী,ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ❤️
এভাবে সঠিক তথ্য সামনে আসলে আমাদের মত সাধারণ জনগণের ভুলভ্রান্তি দূর হবে। আরাফাত সাহেবকে ধন্যবাদ সঠিক ভাবে তথ্য তুলে ধরার জন্য।
৮৯৭২ কোটি টাকা ১৬ কিমি নদী শাসন করার জন্য... ৫০০ কোটি ১কিমি এর জন্য।। আরাফাত সাহেব টাকা গুনতে জানেনা মনে হয়।।
তারপরও যাই হউক, দূর্ণীতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ও কিছু অসৎ নাগরিকদের শিরায় শিরায় মিশে আছে-দূণীতি যতই হউক, পদ্মা সেতুর সুফল আমরা জনগণের জন্য -এটাই তৃপ্তি।।
সঠিক বলেছেন
যখন পদ্মা সেতুর শেষ হয়ে গেছে এখন বিএনপি'র এত অভিযোগ কেন মনে হচ্ছে এতে বিএনপি খুশি নয়
Right
আপনার সংবাদ উপস্থাপনা সত্যি দেশে সকল সাংবাদিকদের হার মানাবে।স্যালুট জানাই ভাই।আপনি আরো সুনাম অর্জন করেন এই কামনাই করি।
ধন্যবাদ জানাই এত সুন্দর একটি তথ্যবহুল নিউজ এর জন্য, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বুঝবে এই সেতুর গুরুত্ব। ওনার চাকরি হচ্ছে বিএনপি প্রধান কে খুশি করা আর উনি ওনার চাকরি করেন উনার মতে বিএনপি হল ধোয়া তুলসীপাতা যাদের কোনো দুর্নীতি নাই সেগুলো বললে রুমিন ফারহানার বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাকরি থাকবে না
B n.p manei binudon b n p manei rupchoca bn p manei mittha.badi allah toder ochirei dhongsh korbe amin
Right 200%
আপনারা খমতার দাপট নিয়ে যা খুসি কোরতেছেন, নিরপরাধ মানুষদের জেলে বোরে রেখছেন, হক কথা যেই বলে তারা বাহিরে গুরতে পারে না, যেই সরকার ওয়াজ মাহফিলে ১৪৪ দারা যারি করে সে যত যাই করুক না কেন, সাধারণ মানুষ কখনো ক্ষমা করবে না।
রুমিন পারহানা ব্যারিষ্টার না হয়ে ইন্জিনিয়ার হইতেন, তাইলে বুজতেন ভারতের বুপেন হাজারিকা সেতু আর পদ্মা বহুমুখী সেতু আকাশ পাতাল পরাক
সেইসাথে তারেক-জিয়ার-বউ হলে ভালো হতো
100% Right
রুমিন ফারহানা হচ্ছেন সবজান্তা। উনি একাধারে সিভিল ইঞ্জিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কুটনৈতিক বিশেষজ্ঞ, অর্থনীতি বিশেষজ্ঞ, আইনজীবী, সায়েন্টিস্ট, বায়োলজিস্ট, ডাক্তার, রাজনীতিবিদ, চামার, কুমার, মুচি, দর্জি, ফেরিওয়ালা... অষ্টধাতু যে জায়গায় গিয়া পঁচে গেছে সেই জায়গার মাটি দিয়া আল্লায় উনারে বানাইছে! 🥴
সঠিক
ওকে দুবাই পাঠিয়ে দেন।
দুর্নীতি কমবেশি বাংলাদেশের যে সরকার আসুক না কেন হয় কারণ এটা বাংলাদেশ কিন্তু পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চল মানুষের জন্য সোনার হরিণ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ
R8
❤️
0h))LlL)!¡!¡!!¡¡!!
না
ধন্যবাদ সময় টিভিকে সঠিক ও বাস্তব তথ্য তুলে ধরার জন্য
সংসদে রুমিন ফারহানার বক্তব্য শুনে আমরা কতই না বাহবা দিসিলাম । সরকারের সমালোচনা করেছিলাম। গভীরে যে এতো জন তাতো জানতাম না । জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নৌকার কান্ডারী শেখ হাসিনার
সঠিক বলেছেন। এই রুমিনরা হলো তাদের নেতার খাট কাঁপানো সংরক্ষিত এমপি। এদের কাজ হলো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মিথ্যা গুজব আর অপপ্রচার ছড়িয়ে।
অসাধারণ উপস্থাপনা
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
আমাদের দেশের টাকায় হয়েছে মেগা প্রজেক্ট, এই রকম ৫-৬ হইলে এই দেশ জাপানের মত হবে। পিছনে টানেন কেন,
সামনে এগিয়ে যান।
ঠিক বলেছেন
ভাই আমরা বড় অকৃতজ্ঞের জাত, বর্তমান সরকারের দেশের প্রতি যে টান, সেটা মানুষ ১০বছর পর ঠিকই বুঝবে।
খু্ব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য
ধন্যবাদ সময় টিভি কে
Right
Joy Bangla joy bongobondhu
অসাধারণ ও তথ্যবহুল নিউজ। সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
Right
Joy Bangla joy bongobondhu
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
6.15-5.8=1 kilo miter ?????? 0.35 kilo miter ke 1kilo miter bole chaliye deyar jonno
I said to Shirin Farhana went you that toilet?
সুন্দর ভাবে তথ্য ও যুক্তি দিয়ে পদ্মা সেতুর বাস্তবিক চিত্র সবার সামনে তুলে ধরার জন্য আরাফাত ভাইকে ধন্যবাদ।
পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতা দের রাজনৈতিক বক্তব্য চলতে থাকবে।
ড দিপুমনির যুক্তি সঠিক।
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
জয় বাংলা
Joy Bangabandu
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ,
যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতু করা অসম্বব,
কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন ।
ধন্যবাদ সময় টিভি ও সাংবাদিক ভাই কে--।
বিরোধীরা শেখ হাসিনার বিরোধিতা করে যাবে আর অদম্য শেখ হাসিনা বাংলাদেশ কে নিয়ে যাবে উন্নয়নেের সর্বোচ শিখরে- ইনশাআল্লাহ।
জয়তু শেখ হাসিনা,
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
শেখ হাসিনা কে আল্লাহ দীর্ঘজীবি করুন আমিন।
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
জয় বাংলা
জয় বাংলা।
ভাই এগুলো বুঝায়ে লাভ নাই । এখনও পৃথিবীতে অনেক মানুষ বিশ্বাস করে পৃথিবী সমতল । তাদের পরিবর্তন করা সম্ভাব না ।
🤣🤣
Bolod
@@aurongojebrahel5583 কিছু মানুষ অনেক বোকা তাই না। প্রমাণের চেয়ে মুখের কথা বেশি বিশ্বাস করে ।
আমরা যারা দক্ষিনাঞ্চলের মানুষ তাদের কাছে পদ্মা সেতু মানে অনেক কিছু। ধন্যবাদ শেখ হাসিনাকে।
যে যাই বলুক অনেক স্বপ্নের পদ্মা সেতু আমাদের। পদ্মা সেতু তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে।
যারা কিছু করতে পারে না তারা সমালোচনায় করতে পারে।
ঠিক বলেছেন
Great report
Thanks somoy tv
ধন্যবাদ সময় টিভিকে।
সুন্দর ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ
পদ্মা সেতু আমাদের দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু। যার গুরুত্ব শুধু আমরা বুঝি। এটা ফখরুল রুমিন বুঝবে না। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে
রাইট
Wow
ভাই আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এক ঘণ্টার মধ্যে যে ঢাকা পৌঁছে যাবো সেইটা ঐ দিগের জেলার মানুষ চায় না আর আমাদের সাথে পাঙ্গা নিও পারবেনা সেটা তারা ভালো করেই জানে তাই পদ্মাসেতু শুরু হতে শেষ পর্যন্ত তাদের খারাপ মন্তব্য এখন পর্যন্ত শেষ হয়নি তারাও কিন্তু ক্ষমতায় অনেক বছর ছিল কি করে গিয়েছে দেশের মানুষের জন্য আর তারা মরার আগ পর্যন্ত কু মন্তব্য করেই যাবে পাকিস্তানের দালালেরা
write
আবে সেতু নিয়া কি কিছু বলছে । এত টাকা লুটপাট করল ব্রিজ থেকে। আশাকরি বুঝতে পেরেছিস
সত্যিই পদ্মা সেতু একটি গোল্ডেন ব্রিজ যা কিনা বিশ্ব অন্য কোন দেশে আরেকটা নেই😍🥰
ধন্যবাদ সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য 😎
রুমিন হাম্বা ফারহানার সামনে কয়েকটা খাম্বা লাগানোর প্রকল্প নেয়া হউক। এত কা কা কা করে। কোন লজিক ছাড়া। ধন্যবাদ সময় টিভি। একদম সেরা একটা রিপোর্ট হয়েছে।
পদ্মা সেতু নিয়ে মির্জা ফখরুলের উক্তি
গত কয়েক দশকের সেরা চুটকি(কৌতুক, মিথ্যা)।
কোথায় বরকির লাদি/আর কোথায় সেগ সাদি/কোথায় ভূপেন হাজারিকা/আর কোথায় কোটি মানুষের স্বপ্নেরপদ্মা সেতু/পদ্মা সেতুর বিরুদ্ধে বুঝে শুনে কথা বলুন/রবি ফাররররররাহেনা ।
ধন্যবাদ, মনে হচ্ছে তোমরা হামার অম্পুীয়া, নোয়াল বাহে?
বিম্পি মানেই বিনোদন।
জিয়ার সৈনিক মাল খায় দৈনিক।
বিম্পি - জামতিদের ২ কোটি লোককে দেশ থেকে বের করে দিতে পারলে।
আমাদের দেশ দুবাই থেকে উন্নত হয়ে যাবে।
Harmjadar bacha
জয় বাংলা
গরিব মানুষের বাঁশ দেওয়াই হচ্ছে আওয়ামীলীগের কাজ।
অসাধারণ
😆😆😆
ভাল কাজ কে ভাল বলতে শিখুন। দেশের জনগণ পদ্মা সেতু নির্মানে খুশি হলেও খুশি হতে পারেনী বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
তারেক, জিয়া, করলে,রুমিন,খুসি,হইতে, কুছি,পাইতে,,রুমিন,পালকি,,,ছি,ছি,ছি
কিসের সাথে কিসের তুলনা বাস্তব চিন্তা করতে হবে এই সেতু অন্য সেতুর তুলনায় অনেক শক্তিশালী....
তাজমহল এ-র সাথে তুলনায় আমলে বুজা যাবে তাজমহল নয়নসুক আর পদ্মা সেতু বহু মুখি যা জনগনভোগ করবে নয়নসুক তো রয়েছে। যাহা একসময় ইতিহাসঐতিহ্য ষহ গিনেস বুক এ জায়গা করে নিবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সহ।
ভালো বা মন্দ কাজের সমালোচনা বা আলোচনা করার লোকের অভাব হয়না কিন্তু কাজ করার লোকের অভাব সব সময়ে দেখা যায়।তবে এতো বড়ো কাজটি হয়েছে, হতে পেরেছে ইহাতেই আমরা গর্ববোধ করি এবং জাতির জন্য অবিশ্যই শুভলক্ষণ। আগামীতে যারা আরও করতো পারবেন উনাদের জন্য আগাম ধন্যবাদ রইলো।
হুম দেশ দিন দিন ভারতের গোলাম হচ্ছে, আপনাদের জন্য এটা তো শুভলক্ষণই৷ অঙ্গরাজ্য বানাতে হবে যে!
পদ্মা সেতুতে এত টোল কেনো সইটা বলেন ব্যাবসা তাইনা
বিএনপির নৈতিকতার এতো অধপতন!!!
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
তারেক রহমানেরও (বিএনপি) এত টাকা। নিজের টাকায় আরও ১টি সেতু নির্মাণ করুক। বিএনপির সামর্থ্য দেখান। বেশি কথা বলার দরকার নেই।
U right brother 👍😊
right
ঠিক বলেছেন
সত্য ধরে তুলার দরার জন্য ধন্যবাদ জানাই
তারেক জিয়ার রক্ষিতার গলায় জোর আচ ভালো এগিয়ে যাও রক্ষিতা
মজা মজা কত মজা পাকিস্তানি সেনাবাহিনীর অনেক মজা নিবি নাকি লাল গোলাপি আরো মজা নিলে আয় আমাদের পীরগঞ্জের ছেলের মজা ঠেলায় ঠেলায় পাবি মজা মজার চোটে ভাববি বসে কেন খাইলাম এতিমের টাকারে এতিমের টাকা খাইয়া বাড়াইলাম সৌন্দর্য সুন্দর্যের জন্য পীরগঞ্জের ছেলের মিলনে হইলাম গর্ভবতী তাইতো আজকে আমি হাজতবাঁশি
তারেক রহমানের কোলে উঠতে চাইলে রুমিন ফারহানার এমন বিরোধীতাই করতে হবে।
আর গাঁজাখুরি কথা যদি মির্জা না বলে তাহলে দেশের মানুষ বিনোদন কেমনে পাবে😄
🤣
😆😆😆😆
🤣🤣
Good job somoy tv❤️
আঙ্গুর ফল টক ?
মনে হয়েছে আঙ্গুরতো সবসময় মিষ্টি হয় তাহলে টক বলছে কেন? পরবর্তীতে বাক্যটির অর্থ যা বুঝলাম এক শিয়াল আঙ্গুর খাওয়ার আশায় বাগানের কাছে যায় এবং আঙ্গুরের খুব প্রশংসা করে। কিন্তু কারণবশত গাছ থেকে আঙ্গুর পেড়ে খেতে অসমর্থ হয়। ফলশ্রুতিতে আঙ্গুর খেতে না পারার দুঃখে সে সকলের কাছে প্রচার করে আঙ্গুর ফল টক।
ভূপেন হাজারিকা সেতু তৈরির সময়ের দ্রব্যমুল্য এবং শ্রমের মূল্য আর এখনকার দ্রব্য ও শ্রমের মূল্য অনেক বেশী সেটাও দেখতে ফবে। বিরোধিতার কারনে বিরোধিতা করা এবং ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা উচিত নয়। তাছাড়া পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী এটাও মাথায় রাখতে হবে।
আপনি সঠিক তথ্য... দেন দেখি....???
@@sahabibjewel1970 a..bal animal.....
@@sinbadshagor669 পাগল না কি...???
বি এন পি কয় টা সেতু বানাতে পারবে
U right bro 👍
মুলা ঝুলিয়ে রাখে ওরা
ফাকাবুলি দিয়ে সারা দেশেই তো ওরা সেতু বানিয়ে রাখবে! আপনার মনের চোখ না থাকলে কিভাবে দেখবেন মিয়া! 😏
সুন্দর উপস্থাপনা সময় টিভি কে ধন্যবাদ।
জন নেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ।আর যারা সমালোচনা করতেই থাকে করতেই থাকে নিজেদের পরিবর্তন করে না,তারা দেশের জন্য কিছু করতে পারবে নাহ!!!!তীব্র নিন্দা তারেদ প্রতি।
রুমিন ফারহানা একজন ব্যারিস্টার উনি বাংলাদেশের একজন বড় রাজনৈতিক দলে উচ্চপদস্থ নেত্রী আমি ওনাকে সম্মান করি পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক মন্তব্য করে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা দেশের সর্বোচ্চ মেগা প্রকল্প পদ্মা সেতু কে নিয়ে তুলনা করার জন্য শিবের বাস্তবায়িত একটা টয়লেট কে নিয়ে এসেছি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি হয়তো বুঝতেই পারেননি আপনি কি বলেছেন আপনার কাছ থেকে জাতি এত নিম্নমানের বক্তব্য আশা করে না মিডিয়াতে বা পার্লামেন্টে কথা বলার সময় তে কমপক্ষে 10 বার ভাবতে হয় আমি কে আমি কি বলছি কোথায় বলছি এটা রাস্তার কোন চায়ের দোকানের আড্ডা নয়
শত বাধা পেরিয়ে, এগিয়ে যাক প্রানের বাংলাদেশ। 💗💗
আঙ্গুর ফল না খেতে পেয়ে বলেছিল টক শিয়ালের মতো অবস্থা হয়েছে এদের। যখন দেখল ব্রিজ তো বানিয়েই ফেলল তখন বহূভাবে চেষ্টা করে আটকাতে পারে নাই তাই এখন নতুন করে চুকলামি করছে।
Right
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
😆আপনাদের কমেন্ট গুলোই মূল বিনোদন
R8...
জ্বালা রে জ্বালা
পদ্মা সেতু হয়েই গেল ।
শুভ কামনা রইল বাংলাদেশের জন্য।
Very perfect & timely report.thanks for analysis of padma bridge expenditure.
6.15-5.8=1 kilo miter ??????
Onno kicu Bad dilam ai ongkota bujte parlei hoto
6.15-5.8=1 kilo miter ??????
ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনাকে ❤️
মত প্রকাশের স্বাধীনতা সবার আছে তার মানি এই নয় যে যা খুশি তাই বলবো এসব মিথ্যা কথা বলার জন্য গ্রেফতার করা হোক রুমিন ফারহানাকে
R8 boleco bhai
রাইট
ঠিক। রুমি ফারহানা কে গেফতার করা হোক
অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য।
রুমিন সাহেবা,যতো জোরে চিললান আসলে আপনাদের বলারকিছু নাই,শুধু ই গলারজোর বারানো।
দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু কতটা জরুরি তা পথ চলা অভিজ্ঞতা ছাড়া তা আসলে বোঝা খুবই কঠিন। আমিও ৮বার পদ্মা পাড়ি দিয়েছি দীর্ঘ অপেক্ষা ও কষ্টের মধ্যে দিয়ে তাছাড়াও এই দ্বীপ হাতিয়া বসবাস করছি বলে আরো বেশি বুঝাতে পারছি।
কোটি মানুষের স্বপ্ন, আমাদের পদ্মা সেতু।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ.......
6.15-5.8=1 kilo miter ?????? 0.35 kilo miter ke 1kilo miter bole chaliye deyar jonno
অসাধারণ উপস্থাপন 💞
এটা একটা চপেটাঘাত।
Excellent presentation.
খুব সুন্দর বলেছেন আরাফাত ভাই।
পদ্মা সেতু দিয়ে যারা পারাপার হবেন যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপকারে আসবে তাদের দোয়া নেত্রীর জন্য থাকবে ইনশাআল্লাহ।
বিএনপি'র কারণে পদ্মা সেতুতে বেশি খরচ হয়েছে । ওদের থেকে ঐ টাকা আদায় করা উচিত।আমি মনে করি, আপনি?????
বিএনপির পা চাটা পাতি নেতারা কোথায়?
তাদের মাথায় কি এসব ঢোকে না।
ধন্যবাদ সময় টিভি কে
একমত
ঠিক।
সঠিক
Right
মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই করেছেন। ১০/১২ ঘন্টা পাটুরিয়া ফেরিঘাট বসে থাকলে বকবক করা বন্ধ হয়ে যেতো।
আল্লাহ তায়ালা শেখ হাসিনাকে সুস্থতা ও
নেক হায়াত দান করুন।
এদেরকে দিয়ে দেশের ভাল কিছু আশা করা যাবে না যে সব কর্মচারী কাজে জড়িত ছিল তাদেরকে জানাই হাজারো সালাম পদ্মা সেতুকে টাকা দিয়ে পরিমাপ করা যাবে না যাদের বাড়ী দক্ষিন অঙ্চলে তারা জানে এই সেতু কত দরকার যারা এই সেতু নিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিব্ভান্ত করছে তাদেরকে আইনের আওযাতায় নিয়ে আসা উচিত
অসাধারন
বিএনপি মানেই দুর্নিতি আর অজ্ঞতার বহিঃপ্রকাশ!! জনগণ সব বুঝে!! জয় বাংলা।।। 🥰🥰😍😍😍✌️✌️✌️
Right
৫ কিলোমিটারের পদ্মা সেতু ৬.১ কিলোমিটার হইসে, বাড়বে নাকি কমবে?
জনাব আরাফাত ও মন্ত্রী দীপু মনিকে ধন্যবাদ ✌️
যাদের পদ্মা সেতু নিয়ে চুলকানি তাদের এই ভিডিও টা দেখা উচিত।
সঠিক তথ্য সময়ে সাথে জানা যাবে।
Please ask bnp experts what is the difference between bottom conditions of upper part of a river in Indian and lower level of same river at bangladesh? The bottom of Indian river is with hard Rock and does not require deep Pilling where padma bridge Pilling is done upto 2oo ft .so cost of construction of padma bridge with any similar length of bridge of India should not be compared as bnp leaders are staying. They may be challenged to sit for debate on any level. Joy bangla joy bangabandhu Md obaidullah bir Mukhtijudda
U r right bro. Thanks
মুর্খরা আবোল তাবোল বলবেই। মানুষ এখন সব বোঝে। দেশের গৌরব পদ্মা সেতু কারিগরি দিক দিয়ে অনন্য পৃথিবীতে। এর কারিগরী বিষয় এখন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে আশা করি।
নিজে তারেক কোটায় এমপি হয়ে এখন ভোটের রাজনীতি কেমন হবে সেটা নিয়ে বয়ান দেয় রুমিন ফারহানা। কি আজিব ক্যারেক্টার!
Dhonnobad priyo pm 🙏💕🇧🇩
জে ভালো কাজ করতে না পারে সে সমালোচনা করতে পারে এটাই বিএনপির চরিত্রেরো
এটা বাংলাদেশ এখানে দূর্নীতি থাকাটা স্বাভাবিক,না থাকাটা অস্বাভাবিক।বাংলাদেশের অগ্রগতিতে এই সেতুর গুরুত্ব কতটুকু তা BNP বুঝবে না।এটা জনগন ও আওয়ামী লীগ realize করছে।
রুমিন ফারহানা সুদু চাপাবাজী শিখেছে
মন্তব্য করা সহজ একটা সেতু করা কঠিন
যারা করতে জানেনা তারা শুধু অভিযোগে করতে পারে এত দুর্নীতি হয়েছে এটা সবাই জানে বাংলাদেশের কোন দলের এমপি-মন্ত্রী দুর্নীতিমুক্ত না সাধু সাজার কোনো সুযোগ নেই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ
আহা কি মধুর কন্ঠে উপস্থাপনা
চামচামি কমান, ৫.৮ কি.মি. থেকে ৬.১৫ কি.মি করা হলে ১ কি.মি বাড়ে কিভাবে!!
আবাল সব খানেই থাকে
ডাঃ দিপুমনি ও আরাফাত ভাইয়ের যুক্তি যুক্ত বিশ্লেষণের সাতে একমত,ধন্যবাদ সময় টেলিভিশন কে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
৮ম শ্রেণী ফেইল যাদের আইডল, তাদের শিষ্যদের থেকে এমন কথা শোনা অস্বাভাবিক কিছু না।
কিছুদিন আগে ফাক্রুল সাহেব ভিত্তিস্তর নিয়ে বলল, এর মধ্যে রুমিন আপা।আমি চিন্তা করি, বি এন পি নামে দলটা না থাকলে বড়সড় বিনোদন মিস করতাম আমার জীবদ্দশায় 😅
রুমিন ফারহানা দেশ থেকে দলকে প্রাধান্য দিচ্ছেন বেশি!!
ওনার মানসিক বিশ্রাম প্রয়োজন ###
দারুণ প্রতিবেদন। এত তথ্যবহুল একটা প্রতিবেদন তৈরি করে মানুষের বিভ্রান্তি দূর করার জন্য ধন্যবাদ সময় টিভিকে।
ভ চ
& হ
; উদ্য
।এক্সস
সুন্দর এবং তথ্যবহুল রিপোর্ট
This is the very first report that summarises why the budget is high. Thank you this team to clarify this critical issue.
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
আমাদের দেশ, আমাদের গর্ব
আপনার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ