বাহ্! অর্জুন বিজয় নাটকের গানটি সঠিক সুরে গেয়েছেন শিল্পী। এটাই এ গানের প্রকৃত সুর। সুরের মধ্যে কবির সুর রচনার সহজাত ছোঁয়া আছে। শিল্পীরা সচরাচর তুষারকণা পালের রেকর্ডের সুর (নিতাই ঘটক সুরারোপিত) অনুসরণ করে গানটি গেয়ে থাকেন। প্রকৃত সুরটি উপহার দেয়ার জন্য শিল্পীকে এবং কল্পনা আপাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তোমারি আঁখির মত আকাশের দুটি তারা ... গানটির সুর নিয়েও অনুরূপ বিভ্রান্তি রয়ে গেছে। আশা করি আগামীতে আপনাদের সহযোগিতায় এই গানটির ক্ষেত্রে বিদ্যমান বিভ্রান্তিও দূর হবে। শুভ কামনা উভয়ের জন্য।
এই সুরটি কাজী নজরুল ইসলামের নিজের করা আদি সুর। এই গানের যে সুরটি প্রচলিত সেটি পরবর্তী সময়ে নিতাই ঘটক করেছিলেন। নজরুল সঙ্গীত বিষয়ে অনেক তথ্য সমৃদ্ধ বই আছে, স্বরলিপি আছে। জেনে শুনে মন্তব্য করার বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।
নজরুল-সংগীতের সুরের শুদ্ধতার বিষয়ে আপনার সচেতনতা দেখে মুগ্ধ হলাম। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, এটাই এ গানের প্রকৃত সুর। কুমারী রত্নমালা সেনের কণ্ঠে এই সুরেই কবি গানটি রেকর্ড করেছিলেন। সে রেকর্ড অনুযায়ী স্বরলিপি করা হয়েছে এবং এ গানের শিল্পী আদি স্বরলিপি অনুযায়ী গানটি গেয়েছেন। তবে অপ্রিয় হলেও একটা কথা বলার প্রয়োজনবোধ করছি যে, কবির অসুস্থাবস্থার সুযোগে কবি সহচরগণ কবির বেশ কিছু গানের সুর পরিবর্তন করে পুনরায় রেকর্ড করেছেন। সে সুরগুলোকে আমরা সচরাচর বিকৃত/পরিবর্তিত সুর বলে থাকি। সে অনুযায়ী তুষারকণা পালের গাওয়া গানটিই বিকৃত সুরের। কবির সংগীত জীবনের ঘনিষ্ঠ সঙ্গী নিতাই ঘটক এই বিকৃতি সাধন করেছিলেন।
অসাধারন কণ্ঠস্বর ও গায়কী। খুব ভালো লাগলো।
🥀 কত সুন্দর গানের বাণী! সুর ও কন্ঠ! এই তিনের মিলনে! গানটি অসাধারণ! অপূর্ব! শুনতে লাগছে!🥀
বাহ্! অর্জুন বিজয় নাটকের গানটি সঠিক সুরে গেয়েছেন শিল্পী। এটাই এ গানের প্রকৃত সুর। সুরের মধ্যে কবির সুর রচনার সহজাত ছোঁয়া আছে। শিল্পীরা সচরাচর তুষারকণা পালের রেকর্ডের সুর (নিতাই ঘটক সুরারোপিত) অনুসরণ করে গানটি গেয়ে থাকেন। প্রকৃত সুরটি উপহার দেয়ার জন্য শিল্পীকে এবং কল্পনা আপাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তোমারি আঁখির মত আকাশের দুটি তারা ... গানটির সুর নিয়েও অনুরূপ বিভ্রান্তি রয়ে গেছে। আশা করি আগামীতে আপনাদের সহযোগিতায় এই গানটির ক্ষেত্রে বিদ্যমান বিভ্রান্তিও দূর হবে। শুভ কামনা উভয়ের জন্য।
অসংখ্য ধন্যবাদ 🎶
অসাধারণ
ম্যাডামের গান বেশ ভালো লাগে শুনতে।
অসাধারণ গাইলেন দিদি
অনেক সুন্দর, অশুভকামনা
Oshadharon didi💝💝
অতুলনীয়৷
মানব বাবু গেয়ে গেছেন। হিম্মৎ থাকতে হবে।
Heart touching
Extremely beautiful
খুব ভালো লাগে ।
অসাধারণ 😍 MaM
ভাল গেয়েছেন
গানে আদি রেকর্ড দেখেন নাই, শুনেন নাই, এই শিল্পী, বিকরিত সুরে গান টি শুনে মনটা খারাপ হয়ে গেল
এই সুরটি কাজী নজরুল ইসলামের নিজের করা আদি সুর। এই গানের যে সুরটি প্রচলিত সেটি পরবর্তী সময়ে নিতাই ঘটক করেছিলেন। নজরুল সঙ্গীত বিষয়ে অনেক তথ্য সমৃদ্ধ বই আছে, স্বরলিপি আছে। জেনে শুনে মন্তব্য করার বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।
নজরুল-সংগীতের সুরের শুদ্ধতার বিষয়ে আপনার সচেতনতা দেখে মুগ্ধ হলাম। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, এটাই এ গানের প্রকৃত সুর। কুমারী রত্নমালা সেনের কণ্ঠে এই সুরেই কবি গানটি রেকর্ড করেছিলেন। সে রেকর্ড অনুযায়ী স্বরলিপি করা হয়েছে এবং এ গানের শিল্পী আদি স্বরলিপি অনুযায়ী গানটি গেয়েছেন। তবে অপ্রিয় হলেও একটা কথা বলার প্রয়োজনবোধ করছি যে, কবির অসুস্থাবস্থার সুযোগে কবি সহচরগণ কবির বেশ কিছু গানের সুর পরিবর্তন করে পুনরায় রেকর্ড করেছেন। সে সুরগুলোকে আমরা সচরাচর বিকৃত/পরিবর্তিত সুর বলে থাকি। সে অনুযায়ী তুষারকণা পালের গাওয়া গানটিই বিকৃত সুরের। কবির সংগীত জীবনের ঘনিষ্ঠ সঙ্গী নিতাই ঘটক এই বিকৃতি সাধন করেছিলেন।