ঐকতান কবিতা ----রবীন্দ্রনাথঠাকুর বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। দেশে দেশে কত-না নগর রাজধানী- মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন; মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে- যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াই আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পানি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি, এই স্বরসাধণায় পৌঁছিল না বহুতর ডাক- রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতানস্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে; তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ- সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ, পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল- বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্জে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা, জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির-বাণী-লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাতজনের নির্বাক মনের। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার- প্রাণীহন এ দেশেতে গানহীন যেথা চারি ধান, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরু ভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারি সাহিত্যের ঐকতানসংগীতসভায় একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়- মূক যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি
Apnar class amar khub valo lage sir,,, Sir ami ekta soto khato job kori,,,tai temon vabe porasuna korte pari nai,,,akhn ami ki korle mota muti valo kisu korte parbo,,ei bisoye ektu bolben plz sir,,
ঐকতান কবিতা
----রবীন্দ্রনাথঠাকুর
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী-
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে-
যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াই আনি।
জ্ঞানের দীনতা এই আপনার মনে
পূরণ করিয়া লই যত পানি ভিক্ষালব্ধ ধনে।
আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি
আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি,
এই স্বরসাধণায় পৌঁছিল না বহুতর ডাক-
রয়ে গেছে ফাঁক।
প্রকৃতির ঐকতানস্রোতে
নানা কবি ঢালে গান নানা দিক হতে;
তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ-
সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ,
পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার,
বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।
চাষি খেতে চালাইছে হাল,
তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল-
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার
তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
সমাজের উচ্চ মঞ্জে বসেছি সংকীর্ণ বাতায়নে।
মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে,
ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
জীবনে জীবন যোগ করা
না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
তাই আমি মেনে নিই সে নিন্দার কথা
আমার সুরের অপূর্ণতা।
আমার কবিতা, জানি আমি,
গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।
কৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি,
সে কবির-বাণী-লাগি কান পেতে আছি।
এসো কবি অখ্যাতজনের
নির্বাক মনের।
মর্মের বেদনা যত করিয়া উদ্ধার-
প্রাণীহন এ দেশেতে গানহীন যেথা চারি ধান,
অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরু ভূমি
রসে পূর্ণ করি দাও তুমি।
অন্তরে যে উৎস তার আছে আপনারি
সাহিত্যের ঐকতানসংগীতসভায়
একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়-
মূক যারা দুঃখে সুখে,
নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে,
ওগো গুণী,
কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি
পিন করে রাখলাম
এটা তো ইন্টার পড়ছি,
ইন্টারে সংক্ষিপ্ত পরিসরে আছে
মেইন বইটা কোন প্রকাশনির ভালো, একটু বলবেন প্লিজ
জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত "বাংলা সাহিত্য সংগ্রহ পরিষদ" কর্তৃক সম্পাদিত "বাংলা জাতীয় ভাষা" বইটি সংগ্রহ করুন।
রবীন্দ্রনাথের জীবনটাই যেন একটি জীবন্ত কাব্য। 😇 আলহামদুলিল্লাহ্..... আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন 😊
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ সব লেকচারটা খুবই ভালো লাগলো, এবং অল্প সময়ের মধ্যে কবিতার মূলভাবটাও বুঝতে পারলাম
ধন্যবাদ এবং শুভকামনা
অসাধারণ ব্যাখ্যা স্যার! সেলুট❤️
thank you
Onk Sundor kore bujlam alhamdullah
স্যার আপনার সব ক্লাস আমি করি অনেক সুন্দর করে ব্যাখ্য করেন বুঝতে একদম সহজ হয় আমার অসংখ্য ধন্যবাদ স্যার
শুভকামনা
আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে স্যার জাযাকাল্লাহ খায়ের
ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ স্যার।খুব সহজে কবিতাটি বুঝতে পারছি
শুভকামনা
স্যার আপনি অনেক ভালো। আপনার জন্য দোয়া রইল।
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ভাল
ধন্যবাদ
অসাধারন হয়ছে! ধন্যবাদ আপনাকে
শুভকামনা
Cox’s bazar theke dekteci sir..❤
ধন্যবাদ
অনেক সুন্দর করে বলেছেন,স্যার। অনেক সুন্দর হয়েছে।।।
ধন্যবাদ
খুব ভালো লাগলো।
ধন্যবাদ
👌👌👌👌👌👌অসাধারণ সার খুব ভালো বুঝিয়েছেন, ধন্যবাদ সার🥰🥰🥰
welcome
অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। ❤
অনেক অনেক ধন্যবাদ স্যার❤
অসাধারণ স্যার
ধন্যবাদ
Anek upokar holo sir
শুভকামনা
অনেক অনেক ধন্যবাদ খুব উপকৃত হলাম❤
শুভকামনা
খুব সুন্দর
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ স্যর খু্ব ভালো লাগলো
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Mon theke donnovad sir
শুভকামনা
অসাধারন স্যার
thanks
Oshadharon...💗
Eto shundor kore bujlam....🥰
শুভকামনা
Wondarful.
Many thanks!
অসংখ্য ধন্যবাদ স্যার
শুভকামনা
Onk upokarita hoilm, salam sir❤
শুভকামনা
All the best. Sir .
ধন্যবাদ
অনেক ভালো লেগেছে
ধন্যবাদ
Sir onek onek tnx🥰🥰..onek help hoyce sir..
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
sir apnar class gulo xm er jonno onk kaje asbe asa kori .thanks sir etto shundor class dewar jonno
শুভকামনা
Wow 😍
Thank you
Thank you so much
welcome
স্যার অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা
Thanks sir💝💝💝
welcome
Nice
thank you sir
welcome
tnx...sir......
welcome
Thank u Sir
welcome
thank you
Thank you sir onk valo bojai bolcan
welcome
ভালোই বুঝিয়েছেন
ধন্যবাদ
Thank you so much sir
Most welcome
Tnxx sir
welcome
❤❤
ধন্যবাদ
Tnx.sir
welcome
❤
ধন্যবাদ
Sir nibondhon notun syllabus er class o jodi avabe niten,,,,,,khub valo hoto
Apnar class amar khub valo lage sir,,,
Sir ami ekta soto khato job kori,,,tai temon vabe porasuna korte pari nai,,,akhn ami ki korle mota muti valo kisu korte parbo,,ei bisoye ektu bolben plz sir,,
✌️✌️✌️🥰🥰🥰💪💪💪
thanks a lot
স্যার অাপনার কবিতার বইটির নাম কী?? কোথায় পাওয়া,যাবে
আমার নিজের লেখা কোনো বই নেই। এটা ডিগ্রি ২য় বর্ষের 'বাংলা জাতীয় ভাষা' বই থেকে নেয়া ঐকতান কবিতা।
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
ধন্যবাদ
কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলে? শ্রমজীবীদের নাকি নবীন কবিদের উপর ভর দিয়ে? কোনটা সঠিক হবে?
শ্রমজীবীদের
রবীন্দ্রনাথ নোবেল পাইছেন কত সালে?
1913
ধন্যবাদ
শুভকামনা
Wlc
শুভকামনা
Plz sir goddogulo o den., 13 tarikh exam
প্রবন্ধ কয়েকটি দেওয়া আছে। এটা একরাত্রি গল্পের লিংক th-cam.com/video/1YA1EYJU4GE/w-d-xo.html
tmi kon clz
স্যার এই গল্পটি ফাযিল সম্মান 1বর্ষে ও আছে
তাই? আমার জানা ছিল না।
স্যার আপনি কী অনলাইনে প্রাইভেট পড়ান???
না
notun kobider opor vor diye somusto songshar chole
Dhakil silebaj a silo
হুম
Kire lallu aisb ki
কবিতার বিশ্লেষণ
কাজের থেকে অকাজের কথা বেশি বলে
Sir aktu common den
দুঃখিত, এবার সম্ভব হচ্ছে না
অসাধারণ ব্যাখ্যা স্যার! সেলুট❤️
অসংখ্য ধন্যবাদ
অনেক ভালো
Sir nibondhon notun syllabus er class o jodi avabe niten,,,,,,khub valo hoto
অনেক অনেক ধন্যবাদ স্যার
শুভকামনা
❤❤❤
ধন্যবাদ
Thank you sir
welcome
❤
ধন্যবাদ
❤❤❤
Thank you sir
Welcome