যারা বলছেন মাছের দাম বেশি তারা ঠিক। আসলে মাছের দাম নির্ভর করে এলাকার উপর। আমাদের এলাকায় নদীর বেশীরভাগ অংশ শুকিয়ে গেছে তাই এইসময় নদীর মাছ খুব কম পাওয়া যায়। তাই দামও বেড়ে যায়। তবে এটা ঠিক এই মাছের ন্যায্য মূল্য ছিল ১০ থেকে ১২ হাজার টাকা। আর আমি কিন্তু এমন মাছ প্রতিদিন কিনিনা। বছরে হয়ত এক দুই বার। আর যারা আমার থেকে দাম বেশি পেল তারা কিন্তু গরীব মানুষ। আমার বাড়িতে এসে কত টাউট বাটপার আমার থেকে মিথ্যা বলেও টাকা নেয় সেই তুলনায় উনারা আর যাই হোক চুরি বাটপারি বা প্রতারণা করতেছে না। আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন। ধন্যবাদ।
ভাই! বিক্রেতাকে তাঁর পণ্যের মূল্য দেওয়া আর কোন ব্যক্তি কে সাহায্য করা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। বিক্রেতা আপনার কাছ থেকে সাহায্য নেয়নি, নিয়েছে মাছের মূল্য যা ন্যায্য মূল্য থেকে কয়েক গুন বেশি। আপনি যদি মাছ বিক্রেতা কে বলতেন আপনার মাছের মূল্য ৫০০০-৬০০০ টাকা, বাকি টাকা আপনাকে সাহায্য বা হাদিয়া দিলাম তাইলে ব্যাপারটা ভিন্ন হতো।
আপনারাই মাছের দাম বারিয়ে দিচ্ছেন, এই মাছ ১৫০০০ টাকা দিয়ে কেন কিনতে হবে,গরিব মানুষের কি হবে যাদের ইনকাম মাসে ১০০০০ থেকে ১২০০০ হাজার টাকা, টাকার সঠিক ব্যবহার করতে শিখুন,
ভাই, বেয়াদবী মাফ করবেন। ভাই, টাকা থাকলেই তা অতি মুল্যায়িত করে দেখানোর মধ্যে কোন বাহাদুরী নাই। মাছের দাম ৭০০০ থেকে ৮০০০ সর্বোচ্চ। তাও অতি দামের মধ্যে পড়ে। দোয়া রইল। জাযাকাল্লাহু খাইর।
ভাই আপনাদের নদীর পাড়ে যদি এত দাম দিয়ে খেতে হয় তাহলে ঢাকা শহরের পাওয়া মাছি তো সস্তা, আপনাদের ঐ দিকের সাধারণ জনতা কেমন করে মাছ কিনে খাবে বলেন, মাছে কেনার চিন্তা করতেই তো কেমন জানি মনে হচ্ছে
অতিরিক্ত টাকা হলে মানুষ যা করে ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে আমি খুব জ্ঞানী লোক ভাবতাম এত অতিরিক্ত টাকা দাম দিয় মাছ কিনলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করবেন না
ভাইয়া নদীর মাছে অবসই অনেক ভালো খেতে । কিন্তু , নিজেদের বাড়ির পুকুর থেকে মাছ ধরার এবং খাওয়ার মজাই আলাদা । তাই আমরা চাই বাড়ির কাজের শেষে , একটি পুকুর কাটবেন😊। এটি দোয়েল এগ্রোকে পরিপূর্ণ খামার বাড়িতে রুপ দিবে।❤❤
আয়াত এখন আর তাতা আন্টি আন্টি করে না😢😢😢, আয়াত যদি মানিয়ে নিতে পারছে আমরাও পারবো ব্যাপার না, যাইহোক সামনে আর কোন ভিডিওতে তারাকে আনার দরকার নেই ভাইয়া 😅😅😅😅 একবারে ওর বিয়ার সময়ে ভিডিও দিয়েন সেই পর্যন্ত ওর মুড সুইং সহ্য করতে থাকেন দোয়া রইল সবার জন্য ❤
বিদেশ এসে ভুল করছি এর থেকে ভাল ছিলো আপনার এলাকায় মাছ বিক্রি করা,,, এক বছরেই মাছ ওয়ালা থেকে টাকাওয়ালা হয়ে যেতাম😂😂😂 মাশা আল্লাহ মাছগুলো অনেক সুন্দর,,, ❤❤
৩,০০০ টাকা হলে ভারতে ঐ ঝাকা টা ভর্তি হয়ে যেত ভাই,আমি দাম শুনে তো অবাক ঐ জন্য কমেন্ট করলাম,আমি প্রথমে ভাবলাম ২০০০ টাকা নিবে ,বলে কি না ২৫০০০ পুকুরের দাম কতো ভাই ১০০ কোটি কম মনে হয় এই লোক গুলো কলকাতা এসে মাছের ঐরকম দাম বললে পিঠে মারাই দেবে।।
এই জন্যই সালাম ভাই আপনাকে এতো ভালো লাগে।কে কি বলে সেটা বিষয় না মাছ ওয়ালা যে আজকে একটু বেশি দাম পেয়ে খুশি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরও ধনসম্পদ বারিয়ে দিন যাতে এরকম মানুষদের সাহায্য করে খুশি করতে পারেন।
ভাইয়া আপনাকে দেখি মাঝে মাঝে অনেক বেশি দাম দিয়ে মাছ কিনেন😢😢😢আমার মনে হয় ওনারা ই আপনার থেকে দাম বেশি নেয়😞😞😞 হয়তো বা ওনারা অন্যান্য মানুষের কাছে এত দাম দিয়ে মাছ বিক্রি করতে পারেনা।
@@DoyelAgroসত্যি ভাইয়া মাছওয়ালা রা আপনার থেকে অনেক বেশি দাম নেয়😞আজকে আমার হাজব্যান্ড বিকাশে কিছু টাকা দিছে মাছ কিনার জন্য,বাজারে গিয়ে দেখি মোটামুটি সব মাছেরই দাম, যেমন বাইলা মাছ বড় সাইজের ১২০০ টাকা কেজি , চিংড়ি মাছ বড় সাইজের ১০০০ টাকা আর ছোট সাইজের ৮০০ টাকা কেজি, ইলিশ মাছ মাঝারি সাইজের ১০০০ টাকা কেজি, আর বাকি অন্যান্য মাছ মোটামুটি দাম ভালোই আছে, কিন্তু ভাইয়া আপনাদের এলাকায় মাছ ওয়ালারা আপনার থেকে গলাকাটা দাম নেই, এগুলা ঠিক না😓😓😓😓
ভাই আপনি টাকা দান করেন এটাই অনেক ভালো। আপনার মাছ কেনার সাথে টাকা দান করার তুলনা হয় না। মাছ কেনা আর দান করা দুইটা ভিন্ন। আর আপনি বেশী টাকা দিয়ে মাছ কেনার কারণে সাধারণ মানুষের কতি হয়। আসা করি ভাই আপনি এগুলো একটু খেয়াল করে দেখবেন ইনশা আল্লাহ।
আমি এই জিনিসটা আগে থেকেই খেয়াল করতেছি যে ওই এলাকায় মাছের দাম এতো চায়।প্রশ্ন এটাই যে সবার কাছেই ওনারা এই দাম চায় নাকি শুধু এই পরিবারের কাছেই।আমার তো মনে হয় শুধু সালাম ভাইদের কাছেই চায় আর সালাম ভাইরও কি মাছের দাম সম্পর্কে ধারনা নাই নাকি সেটাও বুঝে আসে না।যাই হোক তারা যে পরিমান টাকা কামায় তাতে এই দামও তাদের কাছে কিছুই না🙂
আমাদের সিলেটে মাছের দাম এতো না, আর আমি ইংল্যান্ডে থাকি আর এখানে বাংলাদেশ থেকে মাছ আসে প্রতি মাসে আমি মাছ কিনি, অথচ সেই বাংলাদেশ থেকে আসা ইংল্যান্ডে ও মাছের দাম এতো না
আঙ্কেল আপনার ভিডিও অনেক ভালো লাগে আমিও সিংগাই মানিকগঞ্জ থাকি বর্তমানে সাভারে ❤❤❤একটা লাইক দিয়েন আঙ্কেল আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আল্লাহ এই ইচ্ছাটাকে পূরণ করে দেন।আঙ্কেল আপনি সাটুরিয়ার কোথায় থাকেন ❤❤❤দয়া করে বলেন ❤❤❤
চিংড়ি সহ ছোট মাছ যদি ৯ কেজি হয় , আর বড় মাছ যদি ৭ কেজি হয় , তাহলে মাছের দাম আনুমানিক ৮ হাজার টাকা হবে , বড় জোর আর ৫০০ টাকা বেশি হতে পারে। সালাম ভাই আপনার এলাকার মাছের ব্যবসায়ী গুলো আপনাকে সবসময় ঠকায়। মিলনি কাকী যদি মাছের দাম বেশি নেয় ,তবে সেটা সহ্য হয়, কিন্তু এছাড়া অন্য যারা আছে সবাই মাছের দাম অনেক বেশি নেয়। এ যাবৎ কাল আপনি মাত্র একবার মাছ কিনে জিতেছিলেন। অন্য সবসময় আপনাকে ঠকানো হয়। একটু চালক হন ভাই, আপনি ঠকলে গরীব মানুষও ঠকে যায়, কারণ আপনার টাকা গরীব মানুষ পায়। আর আমি টুকটাক আড়ৎ থেকে মাছ কিনি, তাই কোন মাছ কত দাম যায় আড়ৎ এ আমার জানা আছে । ভালো থাকবেন প্রিয় মানবিক সালাম ভাই ❤❤
এদের বাসা এতো এলোমেলো কেনো ভাই,কেমনে থাকে এখানে,আমার মা জব করে হাইস্কুলে তাও এতো গোছানো গ্রামের বাড়ি,আর এ বাসায় থেকে এতো মানুষ দিয়ে কাজ করাই কোন কিছু গোছানো না।
সংসার সুখী হয় রমনীর গুনে। এ কথা টা বাস্তব মনে হয় সম্পা আপুকে দেখে।আল্লাহ তায়ালা আপনাদের পরিবারে আরও সুখ ও শান্তি দেখ। আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা। পাশাপাশি সালাম ভাইয়ের পরিশ্রম, চেষ্টা ও সততা।
উনি সারাদিন কাজ করে কিন্তু আসলে একজন অগোছালো মহিলা কোন কিছু নিজে থেকে সামলাইতে পারেন এমন মনে হয় আজ একটা না এত বছর ধরে ভিডিও দেখতেছি সেই একই ভাব ঘর দরজা অগোছানো আমাদের বাড়িতে বারো মাসে তেরো ফসল তবুও আমাদের বাড়িতে ঘর দরজা সবসময় চকচক করে কোন কিছু এলোমেলো রাখি না আর ইনি সেই একই রকম রয়ে গেল
তারাকে ছাড়াই ভিডিও অনেক সুন্দর ছিলো এখনও সুন্দর লাগে আর ভবিষ্যতে ও সুন্দর লাগবে। লিমা কেও অনেকের ভালো লাগতো সে নাই এখন কেউ লিমাকে চিনেনা। তেমন তারা কেও কেউ মনে রাখবে না।
আপনাদের সব গুলো ভিডিও আমি সব সময় দেখি খুব ভালো লাগে আয়াতের মতো আমার একটা ছেলে আছে বর্তমানে খুব অসুস্থ দোয়া করবেন আমার ছেলে জন্য। আর আয়াতের জন্য ও মন থেকে দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক।
শম্পা ভাবির পক্ষে আজকে একটা কথা বলতে চাই- " শম্পা ভাবি খুবই যৌক্তিক একটা কথা বলেছে।সালাম ভাইকে বলবো মাঝে মাঝে শম্পা ভাবিকে ঘরের কাজে সহযোগিতা করার জন্য।
তারা কোথায় সালাম ভাই তারাকে তো আজকে ভিডিওতে দেখলাম না কত টাকার মাছ কিনলেন তাও তার আগে দেখলাম না তারা কি দেখান তারা কি না দেখলে ভালো লাগে না ভিডিওতে সুন্দর সুন্দর লাগে তারা কি কালকে ভিডিওতে দেখায়েন
যারা বলছেন মাছের দাম বেশি তারা ঠিক। আসলে মাছের দাম নির্ভর করে এলাকার উপর। আমাদের এলাকায় নদীর বেশীরভাগ অংশ শুকিয়ে গেছে তাই এইসময় নদীর মাছ খুব কম পাওয়া যায়। তাই দামও বেড়ে যায়। তবে এটা ঠিক এই মাছের ন্যায্য মূল্য ছিল ১০ থেকে ১২ হাজার টাকা। আর আমি কিন্তু এমন মাছ প্রতিদিন কিনিনা। বছরে হয়ত এক দুই বার। আর যারা আমার থেকে দাম বেশি পেল তারা কিন্তু গরীব মানুষ। আমার বাড়িতে এসে কত টাউট বাটপার আমার থেকে মিথ্যা বলেও টাকা নেয় সেই তুলনায় উনারা আর যাই হোক চুরি বাটপারি বা প্রতারণা করতেছে না। আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন। ধন্যবাদ।
এই জায়গার কোন মাছটার দাম ৫০০ টাকার উপরে কেজি আছে? খুব রাগ উঠলো, টাকা আছে দেখে ঢেলে দিতে হবে! এতে সাধারণ মানুষের সমস্যা হয়, এগুলো মাথায় রাখবেন।
ভাই! বিক্রেতাকে তাঁর পণ্যের মূল্য দেওয়া আর কোন ব্যক্তি কে সাহায্য করা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে।
বিক্রেতা আপনার কাছ থেকে সাহায্য নেয়নি, নিয়েছে মাছের মূল্য যা ন্যায্য মূল্য থেকে কয়েক গুন বেশি।
আপনি যদি মাছ বিক্রেতা কে বলতেন আপনার মাছের মূল্য ৫০০০-৬০০০ টাকা, বাকি টাকা আপনাকে সাহায্য বা হাদিয়া দিলাম তাইলে ব্যাপারটা ভিন্ন হতো।
আপনি একদিনের জন্য কিনবেন এত দাম দিয়া। কিন্তু এরা সবার কাছেই বেশি দাম চাইবে। কারণ একবার যে বেশি দামে বিক্রি করতে পারছে।
@@villageviewinbangladesh7291সঠিক ভাইয়া আমিও একমত কারণ সবাই উনার মত বেশি দাম দিয়ে মাছ কিনতে পারে না। এতে মধ্যবিত্ত পরিবারের রিজিক নষ্ট হয়।
@@villageviewinbangladesh7291বহু বহু মাছের দাম ৫০০ টাকার উপরে আছে।মাছের দাম সব জায়গায় এক নয়।যার থেকে যত নিয়ে পারে।আবার সবাই এত বেশি দামাদামি করেও না।
আপনারাই মাছের দাম বারিয়ে দিচ্ছেন, এই মাছ ১৫০০০ টাকা দিয়ে কেন কিনতে হবে,গরিব মানুষের কি হবে যাদের ইনকাম মাসে ১০০০০ থেকে ১২০০০ হাজার টাকা, টাকার সঠিক ব্যবহার করতে শিখুন,
Uni to tara k niye video baniye prochur taka uparjon koreche segulo to furate hobe....sei jonno oto opochoy korche uni.
Tk thaklei ki evabe emn dame mach kinte hoi!!!!? Abar eta bapok prochar o pacchhe...eta Onnai
Njjl://❤😈😈🐈🙀💔😊@@shawdagharhut8190
অপচই কারি সইতানের ভাই
আল্লাহ হিসাব নিবে
নিজের কে বর দেকানুর জন্য
এত দাম দিলেন
ভাই, বেয়াদবী মাফ করবেন। ভাই, টাকা থাকলেই তা অতি মুল্যায়িত করে দেখানোর মধ্যে কোন বাহাদুরী নাই। মাছের দাম ৭০০০ থেকে ৮০০০ সর্বোচ্চ। তাও অতি দামের মধ্যে পড়ে। দোয়া রইল। জাযাকাল্লাহু খাইর।
Thik bolcen😊
Tara k niye video baniye prochur taka uparjon koreche segulo to furate hobe naki...seii jonno oto opochoy korche..
thik.bolsen.
Thik
@@MijanurRahman-p5u ayta bojhano hosse j amar onek taka. Showoff sara r kisui na
ভাই আপনারা মাছের দাম বাড়ায় কিনে সাধারণ মানুষের ক্ষতি করেন।
দেশে ১২০০/- টাকা কোন মাছের কেজি আছে নাকি??
ইলিশের কেজি ২০০০ টাকা।এছাড়াও বাঘা আইড় সহ আরো অনেক মাছের কেজি ১২০০ এর বেশি আছে
উনি বাড়তি টাকা আলাদা ভাবে বলে দিতে পারতো,,মাছের দাম এতো বলছে উনারা এখন সবার কাছে দাম চাইবে😅
রাইট
Akhane air nai ilish nai
Gadha@@rounakjahan4627
Ei macher kg average 600 taka Dhaka, Abdullahpur
এই রমজানে রোজা রেখে আমরা যারা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ
ভাই আপনাদের নদীর পাড়ে যদি এত দাম দিয়ে খেতে হয় তাহলে ঢাকা শহরের পাওয়া মাছি তো সস্তা, আপনাদের ঐ দিকের সাধারণ জনতা কেমন করে মাছ কিনে খাবে বলেন, মাছে কেনার চিন্তা করতেই তো কেমন জানি মনে হচ্ছে
30টি রোজা রাখার নিয়ত আছে কার ❤❤❤👍👍
Apni roja Koyta korcen ?
যারা সুস্থ আছি এবং যারা অসুস্থ আছেন তারাও বলি আলহামদুলিল্লাহ 🥰🤲🥰
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
আমার দেখা সবচেয়ে বেস্ট মহিলা শম্পা আপু😊😊 কে কে একমত??
I agree,,,,
তেল বাজ
আর আপনার মা,বোন এনারা?
পরের পিডা লাগে মিডা।
আপনার মা কি আপনার চোখে খারাপ,
মাছের দাম গুলো খুবই বেশি হয়ে গেছে 😥
আল্লাহ গো এত টাকার মাছ দাম অনেক বেশি নিছে 6000 টাকা এটার দাম
অতিরিক্ত টাকা হলে মানুষ যা করে ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে আমি খুব জ্ঞানী লোক ভাবতাম এত অতিরিক্ত টাকা দাম দিয় মাছ কিনলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করবেন না
Genetically criticised others...... Bangali..
এগুলা ভিউ বিজনেস
ভাইয়া নদীর মাছে অবসই অনেক ভালো খেতে । কিন্তু , নিজেদের বাড়ির পুকুর থেকে মাছ ধরার এবং খাওয়ার মজাই আলাদা । তাই আমরা চাই বাড়ির কাজের শেষে , একটি পুকুর কাটবেন😊। এটি দোয়েল এগ্রোকে পরিপূর্ণ খামার বাড়িতে রুপ দিবে।❤❤
এ কয়েক টা মাছ ওরা কিভাবে পঁচিশ হাজার টাকা চাইল আমার মাথায় দরেনা
মাছের দাম টা বেশি হইয়া গেছে
২০০ টাকা পুটি মাছ তা ১৫০০ টাকা কেজিতে কিনছেন
গুগল থেকে টাকা হয় তাই
টাকার অভাব না থাকলে এমনই হয়
ভাই আপনার মতো লোক যদি এরকম ভুল করেন, এতো টাকা দেয়া উচিৎ হয়নি আপনিতো বেশি দিলেন গরিব লোকেরা দাম করতে গেলে ওনারা বেশি দাম চাইবে
ভাইয়ের টাকা খরচ করার জাগা নেই বুজা গেছে তা নাহলে এই মাছ কে কিনে এত টাকা দিয়ে 😅
আমাদের এই হাকালুকি হাওরে বেশি হলে এই মাছ বেশি হলে ৪/৫ হাজার টাকা হবে🤣🤣
আপনার কথা ঠিক বলছেন আপনি নাম্বার টা দিবেন আমার বাড়ি সিলেটে।
25 হাজার টাকা দিয়ে একটা গরু কেনা যায় এত খাওয়া ভালো না আল্লাহর কাছে হিসাব দিতে হবে
আমারে একটা গরু ২৫ হাজারে কিন্না দেন ভাই!
আসাম আসেন নিয়া জান ২৫০০০ এই দিমু
হিংশা হয়??
আমাদের ডাকায় এই মাছ গুলু ৪ থেকে৫ হাজার টাকা
আয়াত এখন আর তাতা আন্টি আন্টি করে না😢😢😢, আয়াত যদি মানিয়ে নিতে পারছে আমরাও পারবো ব্যাপার না, যাইহোক সামনে আর কোন ভিডিওতে তারাকে আনার দরকার নেই ভাইয়া 😅😅😅😅 একবারে ওর বিয়ার সময়ে ভিডিও দিয়েন সেই পর্যন্ত ওর মুড সুইং সহ্য করতে থাকেন দোয়া রইল সবার জন্য ❤
তারাকে ভিডিওতে আনবেন ভালো লাগে তারাকে। তারা ছোট মানুষ ভুল করতেই পারে।
right vi
এই সব মাছ রাখার ভিডিও গুলো বেশি ভাল লাগে😊
Right
বিদেশ এসে ভুল করছি এর থেকে ভাল ছিলো আপনার এলাকায় মাছ বিক্রি করা,,, এক বছরেই মাছ ওয়ালা থেকে টাকাওয়ালা হয়ে যেতাম😂😂😂 মাশা আল্লাহ মাছগুলো অনেক সুন্দর,,, ❤❤
৩,০০০ টাকা হলে ভারতে ঐ ঝাকা টা ভর্তি হয়ে যেত ভাই,আমি দাম শুনে তো অবাক ঐ জন্য কমেন্ট করলাম,আমি প্রথমে ভাবলাম ২০০০ টাকা নিবে ,বলে কি না ২৫০০০ পুকুরের দাম কতো ভাই ১০০ কোটি কম মনে হয় এই লোক গুলো কলকাতা এসে মাছের ঐরকম দাম বললে পিঠে মারাই দেবে।।
আসসালামু আলাইকুম নদীর মাছ গুলো অনেক সুন্দর ভিডিওটা অনেক ভালো লাগলো ❤
এই জন্যই সালাম ভাই আপনাকে এতো ভালো লাগে।কে কি বলে সেটা বিষয় না মাছ ওয়ালা যে আজকে একটু বেশি দাম পেয়ে খুশি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরও ধনসম্পদ বারিয়ে দিন যাতে এরকম মানুষদের সাহায্য করে খুশি করতে পারেন।
ভাই মাছ নেওয়া বাদ দিয়ে ২৫ হাজার টাকা দিয়ে একটা গরু পাওয়া যাবে
Md Motiar Rahman MasAllaha vai vabe vlo thaken Sobai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ー👍༊-Doyel Agro সব সময় ভিডিও পাওয়ার অপেক্ষায় কে কে থাকেন "'༉
আমার মতো কে কে তারা কে চান ভিডিও তে
আমি চাই না তারা কে ভিডিও তে 🙏
আমি অপেক্ষায় থাকি না
নদীর মাছ এর স্বাদ আলাদা 😊 চাষের মাছ যতই ভালো করে রান্না করা হোক না কেনো কেমন জানি গন্ধ আসে😒😒
ভাইয়া আপনাকে দেখি মাঝে মাঝে অনেক বেশি দাম দিয়ে মাছ কিনেন😢😢😢আমার মনে হয় ওনারা ই আপনার থেকে দাম বেশি নেয়😞😞😞 হয়তো বা ওনারা অন্যান্য মানুষের কাছে এত দাম দিয়ে মাছ বিক্রি করতে পারেনা।
দাম বেশি নেয়
@@DoyelAgroসত্যি ভাইয়া মাছওয়ালা রা আপনার থেকে অনেক বেশি দাম নেয়😞আজকে আমার হাজব্যান্ড বিকাশে কিছু টাকা দিছে মাছ কিনার জন্য,বাজারে গিয়ে দেখি মোটামুটি সব মাছেরই দাম, যেমন বাইলা মাছ বড় সাইজের ১২০০ টাকা কেজি , চিংড়ি মাছ বড় সাইজের ১০০০ টাকা আর ছোট সাইজের ৮০০ টাকা কেজি, ইলিশ মাছ মাঝারি সাইজের ১০০০ টাকা কেজি, আর বাকি অন্যান্য মাছ মোটামুটি দাম ভালোই আছে, কিন্তু ভাইয়া আপনাদের এলাকায় মাছ ওয়ালারা আপনার থেকে গলাকাটা দাম নেই, এগুলা ঠিক না😓😓😓😓
মাশাআল্লাহ মাছ গুলো দেখে অনেক ভালো লাগলো নদীর ফ্রেশ মাছ❤❤❤❤❤❤
ভাই মাছ গুলো কি আপনি কিনছেন, ২৫হাজার দাম চাইলো আপনি এই মাছ এতো দামে কিনলে টাকার অপমান হবে
ভাই আপনি টাকা দান করেন এটাই অনেক ভালো। আপনার মাছ কেনার সাথে টাকা দান করার তুলনা হয় না। মাছ কেনা আর দান করা দুইটা ভিন্ন। আর আপনি বেশী টাকা দিয়ে মাছ কেনার কারণে সাধারণ মানুষের কতি হয়। আসা করি ভাই আপনি এগুলো একটু খেয়াল করে দেখবেন ইনশা আল্লাহ।
এরা মাছ ব্যবসায়ী না ডাকাত। এই কয়েকটা মাছের দাম 25 হাজার টাকা।
আমি এই জিনিসটা আগে থেকেই খেয়াল করতেছি যে ওই এলাকায় মাছের দাম এতো চায়।প্রশ্ন এটাই যে সবার কাছেই ওনারা এই দাম চায় নাকি শুধু এই পরিবারের কাছেই।আমার তো মনে হয় শুধু সালাম ভাইদের কাছেই চায় আর সালাম ভাইরও কি মাছের দাম সম্পর্কে ধারনা নাই নাকি সেটাও বুঝে আসে না।যাই হোক তারা যে পরিমান টাকা কামায় তাতে এই দামও তাদের কাছে কিছুই না🙂
আমাদের সিলেটে মাছের দাম এতো না, আর আমি ইংল্যান্ডে থাকি আর এখানে বাংলাদেশ থেকে মাছ আসে প্রতি মাসে আমি মাছ কিনি, অথচ সেই বাংলাদেশ থেকে আসা ইংল্যান্ডে ও মাছের দাম এতো না
আঙ্কেল আপনার ভিডিও অনেক ভালো লাগে আমিও সিংগাই মানিকগঞ্জ থাকি বর্তমানে সাভারে ❤❤❤একটা লাইক দিয়েন আঙ্কেল আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আল্লাহ এই ইচ্ছাটাকে পূরণ করে দেন।আঙ্কেল আপনি সাটুরিয়ার কোথায় থাকেন ❤❤❤দয়া করে বলেন ❤❤❤
আমার বাড়ি ও সিংগাইর
@@shirinbakul8558সিঙ্গারে কোথায় আমি বলদারা ইউনিয়নের পারিলে থাকি
@@shirinbakul8558 ভাই আপনি সিঙ্গারের কোথায় থাকেন আমি বল ধরা ইউনিয় পারিলে বড়নগরে থাকি।
Ami o Manikgonj er. Shador-Beautha
ভাই আপনি অনেক সুখী মানুষ আপনাকে দেখে হিংসা হয় 😂😂
আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে।
আমার মনে হয় ৫০০০ হলে ঠিক ছিল,কারন সব মাছ ছোট
মানুষের শান্তি হলেও বড় শান্তি আর সেই শান্তি আছে নামাজে ❤❤
Vai pni online ar namaji naki 😮😮😮
বাংলাদেশের সকল আলেমদের মুক্তি চাই
আমাদের এলাকায় হলে এই মাছগুলোর দাম হতো 25 শো টাকা
আপনি কোন জেলায় থাকেন , ঢাকা থেকে মাছ কিনতে আসব ।
Tumar manger ros khabo Go Sundori My Dear Lover ❤❤❤❤❤❤
মাছের অনেক দাম চাচ্ছে জেলেরা,সর্বোচ্চ ৮০০টাকা কেজি আছে
আমাদের এখানে কালিবাউশ মাছ 300/= কেজি।
গড হিসাবে এই মাছ ৫০০-৫৫০ কেজি
প্রবাসে থাকি ভাই এই সব ভিডিও দেখলে ভালো লাগে❤❤❤❤❤❤❤❤❤
ভাই মাছের দাম অনেক বেশি মনে হলো নদী এলাকায় তো কম হয়ার কথা
ভাই মাছ গুলো সুন্দর কিন্তু
দাম অনেক বেশি বলেছে।
সম্পা আপু যে ভালো মনের সহজ সরল দেখেই বোজা যায়
ভাই এবার ঈদে কিন্তু নিজের শ্বশুর বাড়িতে যাবেন.আপুর বাবার বাড়ি দেখতে চাই
আয়াত মামুনি নদীর তাজা মাছ দেখে মনের আনন্দে অনেক কথা বলতেছে❤❤❤❤
তোমাদের ভালোবাসা এভাবে যেন সারাজীবন থাকে,, ভাইয়া আপু❤
তারাকে ছাড়া ভালো লাগেনা কেন মেয়ে টা এমন হল
আমার তো দেখলেই তারারে রাগ উঠে। চেহারা টি মিনা কার্টুনের রিতার মত।আর কথা কেমনে বলে।তার ছেঁড়া।ভাবের চেয়ে ভঙ্গি বেশি।
Thik bolsen Bhai. Apnader akhane. Maser onek dam bhai apnader 🇮🇳🇮🇳. Saser dam ato noya bhai 💖💖
মাছের দাম টা বেশি হইয়া গেছে । সব মাছ 8000 টাকা দাম আছে
আপনার ভিডিওতে মিস করি খুব তারা আপুকে 😢😢। তারা আপুকে ছাড়া আপনার ভিডিও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে😢😢। আবার ফিরে আসো তারা আপু
মাশাল্লাহ খুব দোয়া করি আপু তোমার জন্য ❤❤❤❤
ও এলাকাই মাছের দাম বেশি আমার মনে হয়।
ওই এলাকায় বেশি না। শুধু উনি নিজে বেশি দিয়ে কেনেন।।
@@Avijit.mondol2012 হতে পারে।
চিংড়ি সহ ছোট মাছ যদি ৯ কেজি হয় ,
আর বড় মাছ যদি ৭ কেজি হয় ,
তাহলে মাছের দাম আনুমানিক ৮ হাজার টাকা হবে , বড় জোর আর ৫০০ টাকা বেশি হতে পারে।
সালাম ভাই আপনার এলাকার মাছের ব্যবসায়ী গুলো আপনাকে সবসময় ঠকায়।
মিলনি কাকী যদি মাছের দাম বেশি নেয় ,তবে সেটা সহ্য হয়, কিন্তু এছাড়া অন্য যারা আছে সবাই মাছের দাম অনেক বেশি নেয়।
এ যাবৎ কাল আপনি মাত্র একবার মাছ কিনে জিতেছিলেন। অন্য সবসময় আপনাকে ঠকানো হয়।
একটু চালক হন ভাই,
আপনি ঠকলে গরীব মানুষও ঠকে যায়, কারণ আপনার টাকা গরীব মানুষ পায়।
আর আমি টুকটাক আড়ৎ থেকে মাছ কিনি, তাই কোন মাছ কত দাম যায় আড়ৎ এ আমার জানা আছে ।
ভালো থাকবেন প্রিয় মানবিক সালাম ভাই ❤❤
আসলে তারা চারা বিডিও কেমন জানি খুব মিচ করি তারাকে
আমি সৌদি থেকে দেখি তারা যেখানে এসেছিল না আবার চলে গেছে মরার আগ পর্যন্ত এমন পরিবেশের ধারেও যাতে পারবেন না ফালতু মেয়ে বুঝলা না সুখ কি জিনিস
❤❤❤❤❤
তারার ভিডিও চাই ভাই তারাকে মিছ করি😢😢
আপনাদের ভিডিওগুলো দেখতাম খালি শুধু তার জন্য আপনারা তারার অনেক ভালবাসতেন সেই জন্য
স্বামী কে এভাবেই যত্ন ও আদর করে খাওয়াবেন। আললাহ এতে অনেক বেশী খুশি হয়। আসসালামু আলাইকুম।
Lovely, delicious all the fish you guys are so lucky missing Bangladeshi fish ❤
শুখে থাকতে ভুতে কিলাই তারার হইছে এমন
Love from India Assam barpeta ❤❤❤❤❤
Wow amio barpeta
এদের বাসা এতো এলোমেলো কেনো ভাই,কেমনে থাকে এখানে,আমার মা জব করে হাইস্কুলে তাও এতো গোছানো গ্রামের বাড়ি,আর এ বাসায় থেকে এতো মানুষ দিয়ে কাজ করাই কোন কিছু গোছানো না।
All time &everyplace
বৌদি অপেক্ষা করাস 1:12 1:14 1:16 1:16 1:17 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 1:44 😮😮😮😮😮😮
আল্লাহ তায়ালার কত সুন্দর নেয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ❤🤲♥️🤲
মাছের দাম শুনে আমার মাথা গুরে গেল ভাই😇😇😇😇😇😇
আমার মনটা অনেক খারাপ ছিলো আয়াত কে দেখে মনটা ভালো হয়ে গেলো লাভ ইউ ❤️ 4:28
Right
বাংলাদেশের কোথাও এই মাছ 600 টাকার কেজি বেশি না সব লিলিয়ে,,
সংসার সুখী হয় রমনীর গুনে। এ কথা টা বাস্তব মনে হয় সম্পা আপুকে দেখে।আল্লাহ তায়ালা আপনাদের পরিবারে আরও সুখ ও শান্তি দেখ। আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা। পাশাপাশি সালাম ভাইয়ের পরিশ্রম, চেষ্টা ও সততা।
মাছের দাম অত্যাধিক বেশি।খাগড়াছড়িতে ও মাছের আকাল সেখানে ও অত দাম না। হবে কি এই ভিডিও দেখে অন্য এলাকায় মাছের দাম বেড়ে যাবে।তাছাড়া মাছের আকার ও অনেক ছোট।
উনি সারাদিন কাজ করে কিন্তু আসলে একজন অগোছালো মহিলা কোন কিছু নিজে থেকে সামলাইতে পারেন এমন মনে হয় আজ একটা না এত বছর ধরে ভিডিও দেখতেছি সেই একই ভাব ঘর দরজা অগোছানো আমাদের বাড়িতে বারো মাসে তেরো ফসল তবুও আমাদের বাড়িতে ঘর দরজা সবসময় চকচক করে কোন কিছু এলোমেলো রাখি না আর ইনি সেই একই রকম রয়ে গেল
ঠিক বলছেন উনারা টিনের ২/৩ টা রুম গুছিয়ে রাখতে পারে না আবার বিশাল বড় বিল্ডিং করতেছে সেটার টাইলস না জানি কেমন করে রাখে।
শম্পা আপুর সাথে কারো তুলনা হয় না
মাশাআল্লাহ খুব মজাদার মাছ।তবে মনে হচ্ছে দামটা একটু বেশি নিয়েছে।
ভাইয়া মাছের দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে মাছের দাম 8 টি থেকে 9টাকা ঠিক আছে
আসসালামু আলাইকুম ভাই আপনাদের ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে। ❤❤
এই ফুল গুলো আর দেখা যায় না গাছগুলো বিরল হয়ে যাচ্ছে প্রায়
তারা ছাড়া ভিডিও দেখলে মনে হয় কি যেন নেই,,,,আল্লাহ্ তারার মনটাকে ভালো করে দিন
তারাকে ছাড়াই ভিডিও অনেক সুন্দর ছিলো এখনও সুন্দর লাগে আর ভবিষ্যতে ও সুন্দর লাগবে। লিমা কেও অনেকের ভালো লাগতো সে নাই এখন কেউ লিমাকে চিনেনা। তেমন তারা কেও কেউ মনে রাখবে না।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালা আপনার ওপর আরো বরকত সময় হোন এবং আমাদের ওপর ও আরো বরকত করুন আমিন🤲🤲
আপনাদের সব গুলো ভিডিও আমি সব সময় দেখি খুব ভালো লাগে আয়াতের মতো আমার একটা ছেলে আছে বর্তমানে খুব অসুস্থ দোয়া করবেন আমার ছেলে জন্য। আর আয়াতের জন্য ও মন থেকে দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক।
এতো দাম মাছের আল্লাহ গো😄😄😄আমি হলে মাছের কাটাও ফেলতাম না🥰এতো দামের মাছ😁
অতিরিক্ত টাকা হলে মানুষ যা করে
ঠিক বলছেন টাকাই সবকিছু টাকা হলে জীবনকে উপভোগ করা যায়
আপনি সবসময় সাবস্ক্রাইব এবং লাইক এর আশা করেন কিন্তু কোন সময় আমরা পাইলাম না লাইক এবং সাবস্ক্রাইব 😂😂😂😂😂😂😂
তারা যেখানে ছিল সালাম ভাইয়ের না নিলে তারা কে কেউ চিনতো না সালাম ভাইকে মূল্য দিতে পারল না ভবিষ্যৎতে কাঁদতে হবে তারাকে
Right
কালি বস ৩৫০ টাকা কেজি।
চিংড়ি মাছ ৭০০ টাকা কেজি।
বোয়াল মাছ ৩৫০ টাকা কেজি।
এখন আপনার কাছে আপনি জিজ্ঞেস করেন কত টাকা জিতেছেন।
ভাই আপনি যত দাম দিয়ে কিনছেন মাছ কত দাম সর্বোচ্চ 600 টাকা থেকে 800 টাকা কেজি
নদী শুকিরে গেছে বুজলাম মাছের দাম ২৫হাজারটাকা😮😮😮😮
কেনেও জানিনা এখন আর ভিডিও গুলো আর দেখতে ইচ্ছে করে না
তারা নাই আমার মনে হয় থাকলে পাইতাম ভিডিওতে তারার বদলে জান্নাত কে আনছেন ভালো হয়েছে
শম্পা ভাবির পক্ষে আজকে একটা কথা বলতে চাই- " শম্পা ভাবি খুবই যৌক্তিক একটা কথা বলেছে।সালাম ভাইকে বলবো মাঝে মাঝে শম্পা ভাবিকে ঘরের কাজে সহযোগিতা করার জন্য।
কেমন আছেন সবাই সব কিছু
ই দাম এখন অনেক বেশি এগুলো তো তাজা মাছ ইনশা আল্লাহ্ দোয়া করি সবার জন্য
তারা কোথায় সালাম ভাই তারাকে তো আজকে ভিডিওতে দেখলাম না কত টাকার মাছ কিনলেন তাও তার আগে দেখলাম না তারা কি দেখান তারা কি না দেখলে ভালো লাগে না ভিডিওতে সুন্দর সুন্দর লাগে তারা কি কালকে ভিডিওতে দেখায়েন
আমাদের সুনামগঞ্জ এলাকায় এই ইচা,কালিবাউশ, সব মিলিয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা এর উপরে হবে না
টোটাল দাম আসবে 10 হাজার
মাছ ধরার দৃশ্য টা মাশাআল্লাহ খুবই ভালো লাগলো ভাই আলহামদুলিল্লাহ
আপনাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগে