স্বরস্বতী পুজো হৃদয় পুর মেজদির বাড়িতে
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- সরস্বতী পূজা
বসন্তকে স্বাগত জানাতে হিন্দুদের অন্যতম উৎসব
ভাষা
PDF ডাউনলোড করুন
নজরে রাখুন
সম্পাদনা
সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলাষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে।
সরস্বতী পূজা
জ্ঞানের দেবী সরস্বতী
রবিবর্মা প্রেসের এই মুদ্রণটি রাজা রবিবর্মার একটি চিত্র থেকে নেওয়া হয়েছে।
আনুষ্ঠানিক নামবসন্ত পঞ্চমী[১]অন্য নামবসন্ত পঞ্চমী, সরস্বতী পূজাপালনকারীভারত, নেপাল, বাংলাদেশ, জাভা এবং বালি (ইন্দোনেশিয়া এবং অন্যান্য অনেক দেশে) হিন্দু, শিখ এবং জৈনরা[২]ধরনসাংস্কৃতিকতাৎপর্যবসন্ত, বিদ্যার দেবী, দেবী সরস্বতী[২]উদযাপনদেবী সরস্বতীর পূজা[২][৩]তারিখ২ ফেব্রুয়ারি ২০২৫সংঘটনবার্ষিক
#স্বরস্বতী পুজো
#বিদ্যার দেবী
#স্বরস্বতী ঠাকুর
#হৃদয় পুর