ঢাকার সব‌চে‌য়ে সুন্দর দর্শনীয় স্থান|বঙ্গবন্ধু সাম‌রিক জাদুঘর|Bangabandhu Military Museum@Tothefocus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • বঙ্গবন্ধু সাম‌রিক জাদুঘর।Bangabandhu military Meusume‪@ToTheFocus‬
    ঢাকার তেজগাঁও এর বিজয় স্মরনীতে অবস্থিত সামরিক জাদুঘর যা বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা অজানা এক তথ্য ভাণ্ডার।
    ১৯৮৭ সালে ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশ পথে সর্বপ্রথম সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হলেও দর্শনার্থীদের কথা বিবেচনা করে ১৯৯৯ সালে বিজয় সরণিতে জাদুঘরটিকে স্থায়ীভাবে স্থানান্তর করা হয় এবং বাংলাদেশ সামরিক জাদুঘর হিসাবে নামকরণ করা হয়। ২০২০ সালে সশস্ত্র বাহিনী বিভাগ জাদুঘরটি সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগ নেয়। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমিতে নির্মিত হয়েছে। যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ ছয়টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার।এখানে থ্রিডি আর্ট গ্যালারিসহ মাল্টিপারপাস এক্সিবিশন গ্যালারি, ব্রিফিং রুম, স্যুভেনির শপ, ফাস্ট এইড কর্নার, মুক্তমঞ্চ, থ্রিডি সিনেমা হল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, লাইব্রেরি, আর্কাইভ, ভাস্কর্য, মুর‍্যাল, ক্যাফেটারিয়া, আলোকোজ্জ্বল ঝর্ণা ও বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর সবকিছু মিলে একটি চমৎকার দৃষ্টি নন্দন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।এই জাদুঘর কমপ্লেক্সের পাশে “তোশাখানা জাদুঘর” নামে একটি পৃথক যাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে প্রধানমন্ত্রী, রাস্ট্রপ্রতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয়।
    জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয় না। এছাড়া সার্কভুক্ত দেশ গুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকেট ৩০০ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শনার্থীদের জন্যে প্রবেশ ফি ৫০০ টাকা। টিকেট অনলাইনেও পাওয়া যাবে। ডিসক্রিপশন বক্সে লিংক এবং ফোন দেয়া আছে দরকার হলে দেখতে পারেন।
    টিকেট কেটে ওইদিন মিস করলে পরে ওই টিকেট দিয়ে অন্যদিন দেখা যাবে?
    প্রবেশ টিকিট শুধুমাত্র নির্দিষ্ট তারিখ এবং সময়ের জন্য প্রযোজ্য। অন্যদিন দেখতে চাইলে পুনরায় টিকেট কাটতে হবে।
    একদিনে সর্বোচ্চ ৩০০০ দর্শনার্থী সামরিক জাদুঘর ভ্রমণের টিকেট ক্রয় করতে পারবেন।
    বুধবার এবং শুক্রবার বাদে জাদুঘরটির সকালের প্রদর্শনী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের প্রদর্শনী বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার সাপ্তাহিক বন্ধ এছাড়া যে কোন জাতীয় ছুটির দিন গুলোতে জাদুঘর বন্ধ থাকে।
    যারা ঢাকার উত্তরা থেকে আসবেন তারা উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রোতে চেপে আগারগাও স্টেশনে নেমে রিক্সা নিয়ে বিজয় স্মরনীতে অবস্থিত সামরিক জাদুঘরে চলে যেতে পারেন। এছাড়া সায়দাবাদ যাত্রাবাড়ি এসব জায়গা থেকে খুব সহজেই বাসে ফার্মগেট নেমে রিক্সা নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর চলে আসতে পারবেন।
    ঠিকানা এবং ফোন নাম্বার
    01769-017770
    বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বিজয় স্মরণী
    তেজগাঁও, ঢাকা, ১২১৫ বাংলাদেশ।
    --------------------------------
    Online Ticket Link:
    www.bangabandh...
    ---------------------------------
    Bangabandhu military museum ticket price, Bangabandhu military museum location, Bangabandhu military museum dhaka, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায়, dhaka military museum, bangabandhu military museum, military museum, bangabandhu military museum new update, সামরিক, জাদুঘর, সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু, Museum, Bangabandhu, Military Museum, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, Bangabandhu Military Museum,bangabandhu military museum new update, military museum, bangabandhu military museum, dhaka military museum, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায়, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকিট, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচী, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকা, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, open time, museum, vromon guide, ভ্রমণ গাইড,bangabandhu military museum bijoy sarani dhaka, bangabandhu military museum location, bangabandhu military museum review, bangabandhu military museum star cineplex, bangabandhu military museum off day, military museum vlog 2022, bangabandhu military museum, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বাংলাদেশ সামরিক যাদুঘর কোথায়, samorik jadughor, সামরিক জাদুঘর, মিলিটারি মিউজিয়াম, military museum dhaka, bangabandhu military museum vlog, military museum,dhaka tour, dhaka tourist places, বিজয় সরণি, মিলিটারি মিউজিয়াম, সামরিক জাদুঘর, samorik jadughor, বাংলাদেশ সামরিক যাদুঘর কোথায়, military museum vlog 2023, bangabandhu military museum location, bangabandhu military museum dhaka, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত, সামরিক জাদুঘর কোথায়, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, dhaka military museum, bangabandhu military museum, military museum, bangabandhu military museum new update‪@ToTheFocus‬
    ---------------
    #Bangabandhumilitarymuseum
    #বঙ্গবন্ধুসাম‌রিকজাদুঘর
    #বঙ্গবন্ধুসাম‌রিকজাদুঘর‌কোথায়অব‌স্থিত
    #Bangabandhumilitarymuseumticketprice

ความคิดเห็น • 9

  • @MediaExpertbd
    @MediaExpertbd 9 หลายเดือนก่อน +1

    Very nice museum.

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      Thanks.

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 10 หลายเดือนก่อน +1

    Very nice place.

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      Thanks.

  • @abrarzawad2722
    @abrarzawad2722 10 หลายเดือนก่อน

    Very nice museam in bangladesh.

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      Thank for your comments.

  • @LikhonSarkerHimel
    @LikhonSarkerHimel 10 หลายเดือนก่อน

    অনেক সুন্দর,

    • @ToTheFocus
      @ToTheFocus  10 หลายเดือนก่อน

      ধন‌্যবাদ।

  • @masudalam3521
    @masudalam3521 9 หลายเดือนก่อน

    🇧🇩🇧🇩🐈👎😁😜