নলছিটির মানুষগুলো অনক ভালো, আমি রংপুর থেকে সেখানে গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে, সত্যি বলতে অসাধারণ একটা জায়গা ধন্যবাদ নলছিটি বাসী তোমাদের কথা আমি সারাজীবন মনে রাখবো
আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে। যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু। নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে। পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা। এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে।।।
কাউকে কিছু মিন করে বলবো না, আমাদের দেশের উন্নয়নটা বিকলাঙ্গ শিশুর মতো হচ্ছে, এর একটি কারন নীতি গত ভাবে আমার অনেক পিছিয়ে, যে জাতির শিক্ষাই শুরু হয় দুর্নীতি দিয়ে, সে জাতির কাছে কিছুই আসা করা যায় না। Best of luck Bangladesh 😢
আহারে সোনার বাংলাদেশ। আল্লাহ্ তুমি এই মানুষ গুলিকে দেখনা?একটা মানুষ কত গুলি মানুষকে কষ্ট দেয়। আমরা সাধারণ মানুষ তোমার কাছে বিচার দেয়া চাড়া আর কিছু করার নাই।
How horrible corrupted Bangladesh's 2nd municipality according to established? Shame on M/S Khondokar Enterprise, Mr. Mayor. Thanks Jamuna Television form bottom of our hearts. ❣️
সরুপকাঠিতে এরকম একটা তদন্ত করা দরকার আমাদের এখানে আরো বেশি কারচুপি হচ্ছে যমুনা টেলিভিশনের সবার কাছে এটা আমার অনুরোধ থাকবে আমাদের সরুপকাঠিতেও এরকম একটা তদন্ত করা হোক ধন্যবাদ যমুনা টেলিভিশন
উন্নয়নের লীলা খেলা। এখন নৌকার নমিনেশন মানেই জিতে যাওয়া। দুই কোটি টাকা দিয়ে নমিনেশন কিনলে সে 2 কোটি টাকা উঠাতে হবে সুতরাং পৌরসভার উন্নয়ন পরে আগে আমলিকের উন্নয়ন দরকার।
যমুনা টিভিকে অনুরোধ জানাই রাজশাহীর পুঠিয়া পৌরসভা নিয়ে একটি প্রতিবেদন করার জন্য। ঐতিহাসিক এই পৌরসভা দূর্নীতি ও অনিয়মের দোযখে পরিণত হয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
নলছিটি পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর চেয়ারম্যান এসব দুর্নীতির সাথে জড়িত এদের দ্রুত বিচারের আওতায় আনার দরকার আমাদের দেশ বলে এগুলা সুযোগ পাচ্ছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে টাকাগুলা গেল কোথায় জবাব চাই
বাংলাদেশের দ্বিতীয় পৌরসভার ১ নং ওয়ার্ড তো বাদ ই দিয়েছেন। লুটপাটের হাতুরেঘর ১ নং ওয়ার্ড, প্রতিটা রাস্তার জন্য ৩/৪ বার করে বরাদ্দ হলেও একবার ও রাস্তার এক বিন্দুও রাস্তায় পড়েনাই।
অনেক পৌরসভারই একই অবস্থা । কটা তুলে ধরবেন। এরা উর্ধ্বতনদের ম্যানেজ করে আর নিজেদের পকেট ভারী করে আখের গোছাতে ব্যস্ত থাকে। সকল পৌরসভা নিয়েই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রচার করা উচিত। ধন্যবাদ।
জমুনা টেলিভিশন কে আর একটি অনু সন্ধানের জন্য অনুরোধ করা হল আমাদের গ্যাম উওর চরকলমী থান দখিন আইচা জেলা ভোলা আমাদের ইউনিয়ন অদক্ষ নজরুল নগর ১৫ নং ইউনিয়ন বাবুর হাট বাজারের পাশে বেরিবাঁধ নির্মানের দুনিতি
ধন্যবাদ সময়টিভিকে বিষয়টা তুলে ধরার জন্য 🖤। আমি যমুনার আইডেক্সটা নিয়মিত দেখি।গতপরশুদিন এই ভিডিওটা সামনে আসলো। অর্ধেক দেখার পর ডাউনলোড করে রাখলাম। এই ভিডিওটা আজ আমার নানি,প্রতিবেশী,আমার বাবা সবশেষে আমার মা'কেও দেখিয়েছি। মানুষ কিভাবে পারে অন্যের টাকা লুটপাট করতে...??? কিভাবে..!!!! আহ আমাদের সোনার বাংলাদেশ 💔 স্বাধীনতার ৫১ বছর চলছে তবুও দুর্নীতি থামছে না। এইজন্যই কি বাংলাদেশ সারাবিশ্বে দুর্নীতিতে ২৬ তম..???? 23/12/2022
নলছিটি থেকে বলছি ।
ধন্যবাদ টিম ৩৬০° কে সবকিছু তুলে ধরার জন্য। স্থাপত্যের দিক দিয়ে ২য় পৌরসভা হয়েও এত অনুন্নত যা যথারীতি লজ্জাজনক ।
স্থাপত্য কী কী আছে ওখানে
@@123gramen স্থাপত্যের কিছুই নেই, এটা দ্বিতীয় তম পৌরসভা এটা বুঝাইছে
টাকা দিয়ে নির্বাচন করেছে না কি?
নলছিটি পৌরসভার টিউবওয়েল রাস্তাঘাটের দুর্নীতি নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য যমুনা টিভি ৩৬০ ডিগ্রির সকল সাংবাদিক ভাইদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহু যমুনা টিভির ক্রাইম সাংবাদিক ভাইদের ভাল রাখুন আমিন তাওয়াক্কালতু আল্লাহ
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে সত্য ঘটনা তুলে দরবার জন্যে
নলছিটির মানুষগুলো অনক ভালো, আমি রংপুর থেকে সেখানে গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে, সত্যি বলতে অসাধারণ একটা জায়গা
ধন্যবাদ নলছিটি বাসী তোমাদের কথা আমি সারাজীবন মনে রাখবো
আসলেই তারা ভালমানুষ, আমি ঢাকা থেকে ১৯৯৬ এ বেড়াতে গিয়েছিলাম,,,, ❤
Not only ঝালকাঠি,, পুরো বাংলাদেশের একই অবস্থা 😞চারোপাশেই লুটপাট 😞সবই কিন্তু আমাদের সাধারণ মানুষের টাকা 😞
Tik Bhai
Right 👍
তোরা সাধারণ না। তোরা অসাধারন,অমানুষ।
ঠিক বলছেন ভাই
100%সতত
ধন্যবাদ জানাই জমুনা টিভির সকল কর্মোকরতা ও করম চারি ভাই বোনদেরকে । সাধারন জনগনের পাশে থাকার জন্য ।
আপনাদের এপিসোডের আশায় থাকি
বাংলাদেশের ইনভেস্টিগেশন অনুষ্ঠানগুলোর মধ্যে আপনাদের টা সবার সেরা
সহমত
Era j kmn investigation kore tar bastob ovighota ache amr
@@moshahidurrahman5588 কেমন শেয়ার করা যায় নাকি
আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা।
এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে।।।
হাইরে দুর্নীতি কাকে বলে। অনেক ধন্যবাদ যমুনা টিভি কে
কাউকে কিছু মিন করে বলবো না, আমাদের দেশের উন্নয়নটা বিকলাঙ্গ শিশুর মতো হচ্ছে, এর একটি কারন নীতি গত ভাবে আমার অনেক পিছিয়ে, যে জাতির শিক্ষাই শুরু হয় দুর্নীতি দিয়ে, সে জাতির কাছে কিছুই আসা করা যায় না। Best of luck Bangladesh 😢
ধন্যবাদ আপনাদের।
বাস্তব সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য ❤️❤️
জমুনা টেলিভিসনকে অনেক অনেক ধন্যবাদ। মিডিয়ার তৎপরতা আরও বারাতে হবে।
ভাই প্রতিবেদনটি দেখে অনেক ভাল লাগল। আপনাদেরকে অনেক ধন্যবাদ
দাদার কথায় আমি একমত।।
বর্তমানে মুক্তিযোদ্ধার থেকে রাজাকারদের সন্মান বেশি বাংলাদেশে।।
অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশকে এবং সাংবাদিক ভাইদের কে । আপনাদের investation গুলো নিয়মিত চালিয়ে জান এতে করে দেশের জনগণ অনেক উপকৃত হবে 👍👍👍👍👍
অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনের সবাইকে।
আহারে সোনার বাংলাদেশ। আল্লাহ্ তুমি এই মানুষ গুলিকে দেখনা?একটা মানুষ কত গুলি মানুষকে কষ্ট দেয়। আমরা সাধারণ মানুষ তোমার কাছে বিচার দেয়া চাড়া আর কিছু করার নাই।
দুর্নীতি মুক্ত দল জামায়াতে ইসলামী বাংলাদেশ আলহামদুলিল্লাহ।
ছিল আছে থাকে ইনশাআল্লাহ
ধন্যবাদ যমুনা টিভি এসকল সত্য প্রতিবেদন করার জন্য
বাংলাদেশের প্রতিটি জায়গাই নৌকার জয় জয় ক্ষমতায় থাকলে নেই কোন চোরে ভয়। অসংখ্য ধন্যবাদ ❤ যমুনা টেলিভিশন কে পূংখানু পূংখানু ভাবে চিহ্নিত করার জন্য
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাহসী সাংবাদিক ভাই যমুনা টেলিভিশন
নলছিটি পৌরসভার ৮ নং ওয়াড এর রাস্তা ঘাট এর খুবি বেহাল অবস্থা!
ধন্যবাদ জমুনা টেলিভিশন কে
Thanks to Jamuna TV for broadcasting the actual corruption news of Nalcity Municipality .
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে,,সত্য টা তুলে ধরার জন্য
যমুনা নিউজ রিপোর্টারকে ধন্যবাদ
ভাই রাজাপুর উপজেলার একটা প্রতিবেদন প্রকাশ করেন
রায়হান ফেরদাউস ভাই অনেক ভালো মনের মানুষ সাংবাদিক জগতে যা বিরল *আল্লাহপাক যেন তাকে নেক হায়াত দারাজ করেন *
ধন্যবাদ যমুনা টিভিকে এরকম মানুষের পাসেথাকারজনো
How horrible corrupted Bangladesh's 2nd municipality according to established? Shame on M/S Khondokar Enterprise, Mr. Mayor. Thanks Jamuna Television form bottom of our hearts. ❣️
ধন্যবাদ
টিম ৩৬০° আপনারা যদি আর একটু গভীরে যেতেন তাহলে আরো ভালো হতো
সাংবাদিক ভাই রা অনেক কষ্ট করে,আপনাদের অনেক অনেক ধন্যবাদ 🥰💗
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে এতোটা শ্রম সময় দিয়ে অনুসন্ধান মুলক প্রতিবেদন তৈরী করার জন্য কিন্তু মনে হয় না কোনো সুফল আসবে
অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশন কে
সাংবাদিকরা কষ্ট করে সব বের করে আনেন,আর প্রশাসন বসে বসে বেতন খান দুর্নীতে চ্যাম্পিয়ন আমাদের ৯৯% সরকারি মানুষ
হাম
সরুপকাঠিতে এরকম একটা তদন্ত করা দরকার আমাদের এখানে আরো বেশি কারচুপি হচ্ছে
যমুনা টেলিভিশনের সবার কাছে এটা আমার অনুরোধ থাকবে আমাদের সরুপকাঠিতেও এরকম একটা তদন্ত করা হোক ধন্যবাদ যমুনা টেলিভিশন
দেশটাকে যে যেমনে পারে লুটেপুটে খায়। আল্লাহ এদের বিচার তোমার কাছে।
ভাইজান জদি পারেন ঝালকাঠী জান।।আমার ভারি পোরসভায় ৭নং ওয়াড রাস্তা নায় পানির দিন আসলে সাতার কেটে ভারি জেতে হয়
অনেক অনেক ধন্যবাদ জমুনা টিভি চ্যানেল কে
উন্নয়নের লীলা খেলা। এখন নৌকার নমিনেশন মানেই জিতে যাওয়া। দুই কোটি টাকা দিয়ে নমিনেশন কিনলে সে 2 কোটি টাকা উঠাতে হবে সুতরাং পৌরসভার উন্নয়ন পরে আগে আমলিকের উন্নয়ন দরকার।
সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখলাম, কথা একটাই ভালো রাখবেন ভালো থাকবেন।
ধন্যবাদ টিম ৩৬০ ডিগ্রি যমুনা টেলিভিশনকে
ভাইয়া বাকেরগঞ্জ উপজেলা একই অবস্থা এই দিকটা একটু দেখুন বরিশাল বিভাগ টা দুর্নীতি আর জঘন্য রাজনীতিতে শেষ !
আমাদের লালমনিরহাটের মেয়র পেয়ে আমরা গর্বিত❤️❤️
মেয়র;জনাব রেজাউল করিম স্বপন
সে একজন সফল মেয়র সে এসে উন্নয়নের জোয়ারে ভাসছে লালমনি পৌরসভা 😍
ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সত্য ঘটনা তুলে ধরবার জন্য 🤝🇧🇩
ধন্যবাদ যমুনা টিভি।।
নতুন করে সরকার গঠন করতে হবে। এই সরকার যতদিন পর্যন্ত থাকবে দূরনিতি আরো বাড়বে।
নলছিটি থেকে বলছি
টিম ৩৬০° সংবাদ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
ছোট কাল থেকেই কোনো উন্নয়নের কিছুই দেখতাছি না নলছিটি পৌরসভায়
যমুনা টিভিকে অনুরোধ জানাই রাজশাহীর পুঠিয়া পৌরসভা নিয়ে একটি প্রতিবেদন করার জন্য। ঐতিহাসিক এই পৌরসভা দূর্নীতি ও অনিয়মের দোযখে পরিণত হয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
সাংবাদিক ভাই নল সিটি পৌরসভায় বছরে কত হাজার কোটি টাকা আয় হয় একটু জানাবেন কি আর কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়?
ঝালকাঠির থেকে বলছি ধন্যবাদ যমুনা টিবিকে
ধন্যবাদ যমুনা টেলিভিশনের কে
একদম সত্য কথা,
আমি নলছিটির একজন বাসিন্দা ভাই কোনো উন্নতি নাই এইখানে। কোনো সুযোগ সুবিধা নাই😭
Very 😢😢
উন্নতী হচ্ছে যারা দলিও তাদের।
সাধারণ শ্রমজীবী মানুষের কথা খুব স্মার্ট
বাকেরগঞ্জ থানার ও একই অবস্থা যমুনা টিভিকে আশার জন্য আমন্ত্রণ জানাচ্ছি
ধন্যবাদ যমুনা টিভিকে।
ধন্যবাদ আপনাদের রিপোর্ট এর জন্য
এর ব্যতিক্রম রয়েছে পটুয়াখালী পৌরসভা।
পটুয়াখালী পৌরসভা উন্নয়নের রুপকার মেয়র মহিউদ্দিন আহমেদের রূপায়নে বদলে যাচ্ছে পটুয়াখালী পৌরসভা।
ধন্যবাদ মেয়র মহিউদ্দিন ভাই💝
নলছিটি পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর চেয়ারম্যান এসব দুর্নীতির সাথে জড়িত এদের দ্রুত বিচারের আওতায় আনার দরকার আমাদের দেশ বলে এগুলা সুযোগ পাচ্ছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে টাকাগুলা গেল কোথায় জবাব চাই
বাংলাদেশের দ্বিতীয় পৌরসভার ১ নং ওয়ার্ড তো বাদ ই দিয়েছেন।
লুটপাটের হাতুরেঘর ১ নং ওয়ার্ড,
প্রতিটা রাস্তার জন্য ৩/৪ বার করে বরাদ্দ হলেও একবার ও রাস্তার এক বিন্দুও রাস্তায় পড়েনাই।
বাংলাদেশের সব জায়গায় এরকম দুর্নীতি ঝালকাঠি ছাড়াও আরো অন্যান্য জেলাগুলোতে একটু খোঁজ নিলে উপকৃত হতাম ,,বিশেষ করে দৌলতখান
অবৈধভাবে যাঁরা টাকা উত্তোলন করেছন তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
খুলনা, বাগেরহাট, মোড়েলগঞ্জ,১১নং বহড়বুনিয়া ইউনিয়ন এলাকা সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত। এদের নিয়ে একটা প্রতিবেদন করুন।
ভাই অনেক সুন্দর ভাবে তথ্য গুলো বের করার চেষ্টা করছেন তার জন্য অনেক ধন্যবাদ
অনেক পৌরসভারই একই অবস্থা । কটা তুলে ধরবেন। এরা উর্ধ্বতনদের ম্যানেজ করে আর নিজেদের পকেট ভারী করে আখের গোছাতে ব্যস্ত থাকে। সকল পৌরসভা নিয়েই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রচার করা উচিত। ধন্যবাদ।
ধন্যবাদ যমুনা টিভি
পার্শ্ববর্তী জেলা বরগুনার বেতাগী পৌরসভায় আমন্ত্রণ রইলো!
Thanks for team... 360
ধন্যবাদ যমুনা টেলিভিশন
Jamuna television📺 great job👍👍
এমন উন্নয়ন নলছিটি বেশি আগে কোন দিন দেখে নেই।
আপনাদের ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য।
ধন্যবাদ যমুনা টেলিভিশন, আমার বাড়ি নলছিঠি, নলছিঠিরঅপরাধে ভরা
আমার সোনার বাংলা দেশ
আপনারা রিপোর্ট করেন কিন্তু তার ফলাফল কি ভালোকিছু হয়? ঠিক তারা আড়ালে থেকে সব কাজ করে যায়
ধন্যবাদ যমুনা টিবি
ধন্যবাদ যানাই টিম ৩৬০ ডিগ্রি কে সত্যতা তুলে ধরার জন্য
ভাই ভাল লাগল তুলে দরার জন্য। নলছিটি থানার। ৬ নং কুশন্গল ইউনিয়ান এর চাইতেও বেসি লুট পাট করতেছে। জদি পারেন একবার দেখবেন। দাবি রইল
একবার কাউন্সিলর হতে পারলেই কোন প্রকার কাজকর্ম ছাড়াই জীবনটা রাজকীয়ভাবে পার।
আমাদের ফরিদগঞ্জ উপজেলার মধ্যে একই অবস্থা। ১৫নং,রুপসা ইউনিয়নের পকলপ গুলি।
Thank you JAMUNA TV …
প্রতিটি জেলায় একই অবস্থা।
এই জনপ্রতিনিধিরা কেউই জনগণের ভোটে নির্বাচিত নয়। নমিনেশন টিকেট টাকা দিয়ে কিনে আনে আর সেই টাকা তুলতে তুলতেই উন্নয়ন হাওয়া হয়ে যায়।
Thanks Jamuna
কিছু মানুষ আছে সিলেট
আমি টিউবওয়েল কাজ করি আমার কাছে কিছু গোপন খবর আছে
গাইবান্ধা জেলায় পলাশবাড়ী পৌরসভায় এভাবে
দূননিতি চলতিছে।।এখানে অপারেশন
চালানোর জন্য অনুরোধ করা হলো
সাংবাদিক ভাইদের
এই অনুষ্ঠানটির সপ্তাহে কোন দিন হয়
জমুনা টেলিভিশন কে আর একটি অনু সন্ধানের জন্য অনুরোধ করা হল আমাদের গ্যাম উওর চরকলমী
থান দখিন আইচা জেলা ভোলা
আমাদের ইউনিয়ন অদক্ষ নজরুল নগর ১৫ নং ইউনিয়ন বাবুর হাট বাজারের পাশে বেরিবাঁধ নির্মানের দুনিতি
dakkhinkhan alakar obosthar jonno erkm episode chai jamuna tv
আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় লুটপাট হয় তার অর্ধেকও অন্যকোথাও হয় কি না সন্দেহ। আদিকাল থেকে মাত্র কয়েকটি পরিবার লুটেপুটে খাচ্ছে।
ধন্যবাদ
প্রত্যেকটা পৌরসভার একই অবস্থা । কয়টা নিয়ে প্রতিবেদন করবেন???
Tik
চাঁদপুর হাইমচরের একটা অনুসন্ধানের বিষয়ে আপনাদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি
সাবাস জমুনা টিভি
যমুনা টিভি বরিশালের মুলাদী উপজেলা নিয়ে একটি প্রতিবেদন করেন।
ধন্যবাদ সংবাদিক ভাই
ধন্যবাদ সময়টিভিকে বিষয়টা তুলে ধরার জন্য 🖤। আমি যমুনার আইডেক্সটা নিয়মিত দেখি।গতপরশুদিন এই ভিডিওটা সামনে আসলো। অর্ধেক দেখার পর ডাউনলোড করে রাখলাম। এই ভিডিওটা আজ আমার নানি,প্রতিবেশী,আমার বাবা সবশেষে আমার মা'কেও দেখিয়েছি। মানুষ কিভাবে পারে অন্যের টাকা লুটপাট করতে...??? কিভাবে..!!!! আহ আমাদের সোনার বাংলাদেশ 💔
স্বাধীনতার ৫১ বছর চলছে তবুও দুর্নীতি থামছে না। এইজন্যই কি বাংলাদেশ সারাবিশ্বে দুর্নীতিতে ২৬ তম..????
23/12/2022
১২ বছর ধরে লুটপাটের কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেলাম দেশের মধ্যে লুটপাটে রাজত্ব চলতাছে
সরকারি দলীয় মেয়র হলে এটা হবে স্বাভাবিক।।।
ব্যবসা করা কঠিন, চুরি করা সহজ
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় উন্নয়ন।।
আমাদের শরিয়তপুরের পদ্ধা সৈতুর রাস্তারও দুনিতি হয়েছে আপনারা তার অনুসন্ধান করুন