আপনি যদি ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, মূলত ইন্টারনেট ব্যবহার করে আয় রোজগারে আগ্রহী হন - আমাদের কোর্স টা আছে এখানেঃ passivejournal.com এই একটা কোর্স ছাড়া আপনার আর কিছুই লাগবে না অনলাইনে ক্যারিয়ার দাঁড় করাতে কারণ এই এক কোর্স এর ভেতরেই সব কিছু আছে। অন্যান্য প্ল্যাটফর্মের মত আমরা আলাদা আলাদা কোর্স বিক্রি করি না। একবার ই টাকা নেয়া হয় এবং তারপর থেকে আপনি আমাদের সব বর্তমান কোর্স + ভবিষ্যৎ কোর্স পেতে থাকবেন সারাজীবন ফ্রি তেই। বিস্তারিত এখানেঃ passivejournal.com
আল্লাহর কসম ভাই, এই ২ দিনে বড়োলোক হওয়া লোক গুলোরে পাইলে আগে থাপড়াইতে থাপড়াইতে হুশ নাই করে ফেলতাম। বুঝলাম নাহ আপনি একটা গালি দেওয়া ছারাই কিভাবে ১৩ মিনিট কথা বললেন😑😑
১৩ মিনিটের ভিডিও টা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রচার করানো দরকার। এবং এই ভিডিও জাতীয় ভাবে নেক্সট জেনারেশনের জন্য রেখে জোর করে হলেও দেখানো উচিৎ। যেনো আর কেউ প্রতারিত না হয়। লোভে না পরে।
কথা গুলো 100% সঠিক ... online -এ যে কোন লেনদেন/কাজ করতে হলে এই বিষয় গুলো জানা খুবই জরুরি। সেটা যেকোনো ধরনের চাকরি বা অন্যান্য কিছু হতে পারে। বিশেষ করে কখনও ধার/সুদে টাকা আনতে যাবেন না।
ধন্যবাদ, খালিদ ফারহান !!! বর্তমান মানুষ খুবই উচ্চাকাঙ্খী হওয়ায় এই সমস্যা গুলো তৈরি হচ্ছে। মানুষের লোভী মানসিকতাকে কাজে লাগিয়ে ছোট বড় মেক্সিমাম কোম্পানি বিজনেস করছে।
freelancing খারাপ নয়! freelancing কোন investment নয়! investment হয় চুক্তি অনুসারে! আসলে এ করোনা সব কিছু উলোটপালট করে ফেলছে! আসলে কিছু মানুষ freelancing সম্পর্কে পুরোপুরি ধারনা নেই।
ভাই আপনার ভিডিও রিতীমত দেখি। কিন্তু দেখলেও আমি কাজ শুরু করতে পারচিনা আমার ল্যাপ্টপ নেই বলে। তায় আপনার কাছে অনুরোধ করবো! মোবাইল দিয়ে কাজ শুরু করা যায় এমন একটা টিউটোরিয়াল ভিডিও বানান।যাতে আমরা যারা গরিব কিন্তু কাজকরতে আগ্রহী। আমাদের যেন উপকারে আসে।
অনলাইনে কাজ করা এতো সহজ নাহ, ২বছর ধরে চেষ্টা করছি তাও পারছি নাহ, ২টা অনলাইন পেজ থেকে কোর্স করছি ওয়েব ডিজাইনের শুধু বেসিক কিছু শিখিয়ে শেষ করে দেয়, টাকা নেওয়া সময় বলে লাইফ টাইম সাপোর্টের কথা, পরে ইনবক্স করলে কোনো রিপ্লে দেয় নাহ, খালিদ ভাই আপনার কথাগুলো বাস্তব ও ভালো লাগে, কিন্তু আপনার কোর্স ফি টা একটু বেশি যদিও ভালো সব কিছুর দাম বেশি, আর আপনার পেকেজে সব পাওয়া যায়, কিন্তু আমরা যারা নতুন সত্যি বলতে সবাই শূন্য থেকে শুরু করি, তাদের এতো কাটা দিয়ে কোর্স করাটা একটু কস্ট হয় যায়। তাই নতুনদের জন্য কম খরচের কোনো ছোট কোর্স করালে খুব উপকার হতো।
I got admitted for a cpa marketing course where they said "they will give me job after the course". But later I found out they promote their website through people like us. The job wasn't related to cpa marketing at all. Their criteria was that course fee was 10k bdt. At first I had to pay 3k bdt. When I would get paid for the job at the end of the course, they will deduct that money every month. But later on they did not pay any more for my job.
আপনা ভিডিও বেশীদিন ধরে দেখি না।খুব সম্ভবত ১ মাস হবে হয়তো।কিন্তু আপনার ভিডিওতে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে,যা আমাকে অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম হেল্পফুল ভিডিও তৈরি করার জন্য।আপনার জন্য অনেক দোয়া রইল।আর আপনার কোর্সটি করতে আমি অনেক আগ্রহী।😇😇এই করোনাকালীন সময়ে অর্থনৈতিক মন্দায় ভোগার কারনে কোর্সটি করতে পারছি না।😔😔 মন্দা কাটিয়ে ওঠার পর অবস্যই আপনার কোর্সে আমি জয়েন হবো।🙂🙂 দোয়া করবেন আমার জন্য।😇😇
ভিডিও দেখে খুব কষ্ট লাগলো, যে ইনভেস্ট করে সব সম্পদ হারায়, তারপর মারা ও গেল৷ এখন বিপদে পরে গেল স্ত্রী, সন্তান। কিন্তু এর থেকেও বড় কষ্টের বেপার হল এই ভিডিওতে যারা " Dislike " দিলেন। ভিডিওতে "Dislike" দেওয়া মানুষের জন্য দোয়া রইল, আপনারা ইনভেস্ট করেন এবং মরে যান।
ভাই আপনাকে অনেক দিন ধরে দেখি কিন্তু স্বভাবগতভাবেই কখনো কমেন্ট করি না। তবে আপনার মুছ (দাড়ি) টা দেখে আমার কাছে অনেক খারাপ লাগে তাই কমেন্ট না করে পারলাম না। যদিও আমি আপনাকে অনেক ভালো করেই বুঝি যে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেন না তাও অনুরোধ করবো যে মুছ গুলোর কিছু একটা করুন। অনেক ভালোবাসা রইলো 💗💗💗
আসলে সবার ফ্যামিলি ওদের ভালো financial support dete pare nah Ty loan naoa Ami problem Mone Kori nah but loan nea loan deoa top priority থাকতে হবে। আমার ছোট কথা বিগ fan vai Apner kotha onek valo Lage Amar
আপনার কাছে আমার একটা রিকুয়েষ্ট ভাই, আপনি সিগন্যাচার মাইন্ড প্রতিষ্ঠান এর স্ক্যাম গুলো সবার সামনে তুলে ধরেন এতে অনেক ছেলে মেয়ে বেচে যাবে এদের খপ্পর থেকে।
যখন ওটা বুঝায় যে কি কারণ এ ব্যাক আসবে, কিভাবে কি! (বলে রাখি, আমি ও CSE নিয়ে আছি) তখন অমন ভাবে আপনাকে যুক্তি দেখাবে যে! সত্যি ভাইয়া, ধরতে পারা অনেক দায়!🌚
@zakir jaigirder আপনার মহা মূল্যমান কমেন্ট এর জন্য আপনাকে ধন্যবাদ🙂 আমি কি করব না করব সেইটা একান্ত আমার ব্যাক্তিগত ব্যাপার🙂সেই ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। আপনি আপনার ঘরের মা বোনদের দিকে নজর রাখুন। মেয়েদের কুৎসিত কথা না বলে তাদের সম্মান দিন তাতে আল্লাহ তায়ালা বেশি খুশি হবেন। 🙂
Want to know your valuable advices. I'm a Mechanical Engineering students of CUET. Just want to Start a Business on Paper plate manufacturing. Will it'be a good startup? Please Reply🥺
একটা ড্যাফোডিলে পড়া ছেলে ৫১ হাজার টাকা ইনভেস্ট করার মতন সামর্থ্য আসে কইত থাইকা ছাত্র অবস্থায়। আমার তো সেই কথা জানতে মন চায়।১০০০ থাইকা এক লাফে ৫১ হাজার।ওর তো ভাই এসব করার দরকার ছিলো না,আমাদের দেশে যে কোন প্রিমিয়াম ব্যবসা দাড় করানো যাইতো এ টাকায়।
অনেকেই বলে রিস্ক নিতে, রিস্ক না নিলে জীবনে উন্নতি সম্ভব নয়, আমি ও বলি জীবনে রিস্ক নেওয়া উচিত কিন্তু কি বিষয়ে আমি রিস্ক নিচ্ছি সেটা সম্পর্কে আমার পূর্ণাঙ্গ নলেজ থাকা উচিত।
কিছু কনটেন্ট জনস্বার্থেও বানাতে হয় ;) আর ফ্রিল্যান্সিং নিয়ে এটা আসলে আমার গত দেড় মাস এ বানানো প্রথম ভিডিও। এম এল এম আর ফ্রিল্যান্সিং মিলিয়ে ফেলেন নি তো? :)
ভাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি Nation it limited এই কোম্পানিতে প্রথমে ২০০০ টাকা নিবে এবং পরবর্তীতে আমি যখন কোস কমপ্লিট করবো তাঁর পর কাজ করে আমি আমার ছেলারি পাবো তখন তাঁরা পরবর্তী ৩০০০ টাকা ছেলারি থেকে কেটে নিবে
স্যার আমার একটা ফ্রেন্ড সিগনেচার মাইন্ড নামক একটা প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেমট কোর্স করার জন্য ভর্তি হয়েছে,সেটা সমস্যা না সমস্যা হলো সে এখনো কিছুই শিখে নাই,এমনকি এইচটিএমএল টাও শিখে নাই কিন্তু সে ইনকাম করে ফেলেছে,তাকে আমি অনেক বুঝিয়েছি এখনই যাতে সাবধান হয়,কিন্তু সে বুঝতে চায় না কাজ না শিখেই টাকা ইনকাম করে,আমি ওকে অনেক বুঝালাম যে এটা নিশ্চিত বাটপারি কিন্তু বুঝাতে ব্যর্থ আমি ওকে ঝংকার মাহবুব ভাই এর কোর্স সাজেস্ট করলাম,বললাম যদি তোর স্কিল অর্জন করার হয় দেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে অনেক ভালো ভালো ফ্রী টিউটোরিয়াল আছে সেগুলো দেখ সত্যিকার অর্থে কাজে আসবে কিন্তু কে শুনে কার কথা
আপনার কথাগুলো খুবই অসাধারণ। কিন্তু, ভাইয়া একটা আর্জী রয়েছে আপনার কাছে । জানিনা ইউটিউবের এই কমেন্টি আপনি দেখবেন কিনা! যদি দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার মত যারা এখনো ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখে, স্পেশালি রেক্স আইটি ইনস্টিটিউটের যে সমস্ত ভাইরা আজ সর্বস্বান্ত হারিয়ে পথে বসে আছে, এটলিস্ট তাদের জন্য আপনার কোর্সটি উন্মুক্ত করে দিন। দয়া করে, ভাইয়া আমাদের পাশে একটু দাঁড়ান। ধন্যবাদ ভাইয়া।
ভাই রেই বিষয় টা এমন ছিল না।এটা অনেক বড় একটা প্লানিং ছিল।মানুষ এতো বোকা না।সবাইকে ব্রেইন ওয়াশ করা হয়েছিল।আমাদের একজন ভাই ও নরমাল শিক্ষিত ছিল না সবাই হাইলি এজুকেইটেড ছিল।সেখানে আপনি হলেও আপনিও করতেন।আর আমরা লোভে পড়েছিলাম সেটাও সত্যি যার কারণে আজকে আমরা ভুক্তভোগী। আমরা হাজারো ভাই ব্রাদার্স আজ জিন্দা লাশ হয়ে বেঁচে আছি😭😭😭😭😭😭
Thanks vi ,,, most important akta topic share korar jonno,,, kintu vi apnar jonno akta sotto poramorsho silo,,, Apnr topic & environment undoubtedly best, But apnar microphone er sound ta ar ektu sundor hole amader shunte aro beshi valo lagto ami apnar regular viewer, jodi duita microphone use korten tahole, akta stereo output ashto (L) (R)seta shunte aro beshi attractive lage... Janina vi bola ta thik holo kina. Akjon regular listener hisebe share korlam
আমার নিজের কলেজের নাম ভাঙিয়ে কয়েকদিন আগে এরকম একটা স্ক্যাম হয়েছে।যেহেতু অনলাইনেই সব হচ্ছে এই সময়ে,তাই আমাদের অফলাইনে কানেক্ট হওয়ার সুযোগ নেই।এরকম মুহূর্তে এক দল প্রতারক একটা রুমার ছড়ায় যে কলেজের কিসের ফান্ডের জন্য টাকা দিতে হবে অথচ আমাদের কলেজ সরকারি এরকম এক্সট্রা টাকা ওরা নেয় না।কারন হিসেবে বলা হয় এটা কলেজের আদেশ,না দিলে হবে না।আমরা তো বুঝে যাই কিন্তু আমাদের অনেক ফ্র্যান্ড আর সিনিয়ররা এর খপ্পরে পড়ে যায়।কলেজ এসব জানার পর তাড়াতাড়ি সবাইকে এলার্ট করে। ওই চক্র এত বড় এমাউনট মারতে পারে নি তবুও যা করেছে তা নিয়ে কিছু বলার নেই।
আসসালামু আলাইকুম ভাইয়া আমি কিছুদিন পর আপনার ফ্রিল্যান্সিং এর কোর্সে ভর্তি হবো ভাবছিলাম। কিন্তু হঠাৎ একটি ফেসবুক পোস্ট দেখলাম যেখানে কোর্স নিয়ে নেগেটিভ কথাবার্তা বলা হয়ছে। যার কারণে কোর্স নিয়ে একটু ভয় কাজ করছে। ভাইয়া আপনার কাছে আবেদন আপনি কোর্সের কয়েকটি ফ্রি ডেমো ক্লাস যদি সংযুক্ত করতেন তাহলে সকলের সুবিধা হতো কোর্স সম্পর্কে কিছুটা ধারণা পেতো। ধন্যবাদ
আপনি যদি ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, মূলত ইন্টারনেট ব্যবহার করে আয় রোজগারে আগ্রহী হন - আমাদের কোর্স টা আছে এখানেঃ passivejournal.com
এই একটা কোর্স ছাড়া আপনার আর কিছুই লাগবে না অনলাইনে ক্যারিয়ার দাঁড় করাতে কারণ এই এক কোর্স এর ভেতরেই সব কিছু আছে।
অন্যান্য প্ল্যাটফর্মের মত আমরা আলাদা আলাদা কোর্স বিক্রি করি না। একবার ই টাকা নেয়া হয় এবং তারপর থেকে আপনি আমাদের সব বর্তমান কোর্স + ভবিষ্যৎ কোর্স পেতে থাকবেন সারাজীবন ফ্রি তেই।
বিস্তারিত এখানেঃ passivejournal.com
আপনাদের র্কোসটি করতে কত টাকা লাগবে
That is why Warren Buffet said,
"Never invest in a business you cannot understand."
ফারহান ভাইকে কখনো এত ইমোশনাল হতে দেখিনি। 😔। ইমোশনাললিও তিনি একটা অহেতুক কথাও বলেননি। ধন্যবাদ ভাইয়া।
যাক, কেউ একজন অন্তত এইসব লোভী অন্ধ মানুষদের ফাদ থেকে সরে আসার জন্য পথ দেখানোর চেষ্টা করছে !!
ভালোবাসা রইল ভাই!
প্রশ্ন একটাই কেন টাকা দিবে?
কাজের বিনিময়ে পয়সা খুঁজুন, পয়সার বিনিময়ে পয়সা না💪
৫ মিনিটেই হাজির ভালোবাসা নিয়েন ব্রো🥰🥰 আপনার মত একজন বড় ভাই পেয়ে আমি ধন্য,দুয়া করি আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখেন❣️❣️
সেই পুরোনো ডায়লগ মনে পড়ে গেলো "পাচ্চিশ দিন পে প্যায়সা ডাবল" 😀😀
Exactly, amar o
Babu row Ganpati Ha ha ha
ভাই আমার তো মিউজিক টা বাজতেসে
Hera feri🤣🤣🤣
21 din me paisa double re baba
Never invest in a Business you don't understand- warren Buffet
"Never invest in a business you don't understand "--warren Buffet
আল্লাহর কসম ভাই, এই ২ দিনে বড়োলোক হওয়া লোক গুলোরে পাইলে আগে থাপড়াইতে থাপড়াইতে হুশ নাই করে ফেলতাম।
বুঝলাম নাহ আপনি একটা গালি দেওয়া ছারাই কিভাবে ১৩ মিনিট কথা বললেন😑😑
haha
প্রথমে ভাবলাম লোকটা ৫০০+ লাইকের পরও গোফ কাটলোনা, পরে বুঝলাম লোকটা একদিনে একাধিক ভিডিও শ্যুট করে
ভাই আমি অনলাইনে আমি দুইবার ইনভেস্ট করে ধোঁকা খেয়েছি। কিন্তু এখন সচেতন। অসাধারণ ভাই
100% right brother
পাপের বাপের নাম কি? সেটা লোভ, যে মানুষ লোভ করে তারা বিপদে পরে ! ধন্যবাদ ভাই আপনার মূলবান কথা গুলো বলার জন্য
১৩ মিনিটের ভিডিও টা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রচার করানো দরকার। এবং এই ভিডিও জাতীয় ভাবে নেক্সট জেনারেশনের জন্য রেখে জোর করে হলেও দেখানো উচিৎ।
যেনো আর কেউ প্রতারিত না হয়।
লোভে না পরে।
দুঃখিত ভাই ভিডিওটা পুরো পুরি দেখতে পারলাম না।ভিসন রাগ হচ্ছে 🤬তবে আপনার কথাগুলো খুবি মূলবান।
🤣🤣
😱🤣🤣🤣🤣🤣🤣🤣🤣bole kiii
🙄🙄🙄🙄🙄
Apni sey😲
Vai moch katen
এটা আসলেই দারুণ ভিডিও এই ধকাবাজদের বিষয়ে জতো মানুষ জানবে তত ভাল,,
অক্ষয় কুমার স্যারের উক্তিটা মনে পরে গেলো ''আমিরো কি স্কিম" 😁😁😁
🙏🙏🙏
আশা করি আপনারা ফ্রিলান্সিং এর প্রতারনা গুলো আর ও বেশি বেশি তুলে ধরবেন,,,,অনেক ভালবাসা রইল ভাই।
এটা নিয়ে অনেক হৈয় চৈয় হয়ছে । শেষে আপনি এসে ধরছেন যাক,,,,,
khalid vai apnar ei vdo ta asholey valueable
ইনভেস্ট ৫২০০০ ডলার।লস ৫০২০০ ডলার! কত বোকা মানুষ আমাদের দেশে আছে......
কথা গুলো 100% সঠিক ... online -এ যে কোন লেনদেন/কাজ করতে হলে এই বিষয় গুলো জানা খুবই জরুরি। সেটা যেকোনো ধরনের চাকরি বা অন্যান্য কিছু হতে পারে। বিশেষ করে কখনও ধার/সুদে টাকা আনতে যাবেন না।
ভাইয়ের যুক্তিগুলা এক কথায় অসাধারণ❤️❤️
Ami jokon study break nei! Apnder video dhaki ..
Farhan vhaia
Anayat vhaia
Sadman vhaia
Preo manush❤️
Knowledge best for time pass with learning 😍
অসাধারণ! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন!
Sotti dada bole bhojano jabe na je apni koto valo explain koren 💯 ek ekta kotha mon diye suni apnr r i hope ekdin ei tips guloi kaaj debe
মজার ব্যাপার হলো যে ভিডিও তে যখন ক্লিক করলাম তখন 10minute স্কুল এর ফ্রিল্যান্সিং ক্লাশ এর advertisment show করছিল।😂।
Yt algorithm goes brrrrrr xD
২০০৬-২০০৭ এর দিকে আমি তখন ক্লাস নাইনে পড়ি, ডেস্টিনির এক এজেন্ট আমাকে তার অফিসে নিয়ে গিয়ে ১০ মিনিটের মধ্যে কোটিপতি বানায় দিছিল।
ধন্যবাদ, খালিদ ফারহান !!!
বর্তমান মানুষ খুবই উচ্চাকাঙ্খী হওয়ায় এই সমস্যা গুলো তৈরি হচ্ছে।
মানুষের লোভী মানসিকতাকে কাজে লাগিয়ে ছোট বড় মেক্সিমাম কোম্পানি বিজনেস করছে।
গুরুত্বপুর্ন ভিডিও সবার দেখা উচিৎ।
ধন্যবাদ খালিদ ভাই বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য
ভাইয়া।। আপনার প্রতিটি ভিডিও খুবই অসাধারণ।। আপনার সবকথা কাজ এবং চিন্তাধারা সবই আমি নিজেকে খুঁজে পাই।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Can you make a video on EVALY? I don't understand their business strategy and module properly. Same goes for Aleshamart, dalalplus, prime bazar etc
freelancing খারাপ নয়! freelancing কোন investment নয়! investment হয় চুক্তি অনুসারে! আসলে এ করোনা সব কিছু উলোটপালট করে ফেলছে! আসলে কিছু মানুষ freelancing সম্পর্কে পুরোপুরি ধারনা নেই।
Vai apnr motivational speech & apnr clear talking style really awesome ❤️❤️
ভাই আপনার ভিডিও রিতীমত দেখি। কিন্তু দেখলেও আমি কাজ শুরু করতে পারচিনা আমার ল্যাপ্টপ নেই বলে।
তায় আপনার কাছে অনুরোধ করবো! মোবাইল দিয়ে কাজ শুরু করা যায় এমন একটা টিউটোরিয়াল ভিডিও বানান।যাতে আমরা যারা গরিব কিন্তু কাজকরতে আগ্রহী। আমাদের যেন উপকারে আসে।
Thanks, Most of the people are fall in love in Dhandabaji, and some training center is taking the chance.
অনলাইনে কাজ করা এতো সহজ নাহ, ২বছর ধরে চেষ্টা করছি তাও পারছি নাহ, ২টা অনলাইন পেজ থেকে কোর্স করছি ওয়েব ডিজাইনের শুধু বেসিক কিছু শিখিয়ে শেষ করে দেয়, টাকা নেওয়া সময় বলে লাইফ টাইম সাপোর্টের কথা, পরে ইনবক্স করলে কোনো রিপ্লে দেয় নাহ, খালিদ ভাই আপনার কথাগুলো বাস্তব ও ভালো লাগে, কিন্তু আপনার কোর্স ফি টা একটু বেশি যদিও ভালো সব কিছুর দাম বেশি, আর আপনার পেকেজে সব পাওয়া যায়, কিন্তু আমরা যারা নতুন সত্যি বলতে সবাই শূন্য থেকে শুরু করি, তাদের এতো কাটা দিয়ে কোর্স করাটা একটু কস্ট হয় যায়। তাই নতুনদের জন্য কম খরচের কোনো ছোট কোর্স করালে খুব উপকার হতো।
You are doing a great job.Mashallah
May Allah Bless You. 😇
ভাই, অদ্ভুত ভাল্লাগছে। অনেকরে বাচাইলেন।অনেক ধন্যবাদ।
ভাই আপনার চেহারা তামিল ভিলেনদের মত বিশেষ করে মোচ।😅
স্ক্যাম টাইপ ভিডিওর জন্য স্ক্যাম টাইপ লুক :D
@@iamkhalidfarhan Thik Vaiya
@@iamkhalidfarhan 😁😁😅😅😂😂
@@iamkhalidfarhan 🤣🤣🤣🤣🤣
@@iamkhalidfarhan vul val kothay kan diyen na professor farhan. Apnake Einstein er moto lagtese.
আপনার এই ভিডিও থেকে আমি সচেতন হলাম..!!!
খুব উপকারী ভিডিও..!!!
ধন্যবাদ..! চালিয়ে যান ভাই..!!
আমাদের উপকার হচ্ছে.!
যেই 51 হাজার ডলার ছিলো সেটা দিয়েই তো ওই পাগলার সারা জিবন চলে যেতো খেয়ে শেষ করতে পারতো না!
50/60/60 বসরের জীবন এতো টাকা লাগে নি একজনের জীবনে!
Lage re vai ora 10 koti o khaite pare besi din lagena ogo🤣
টাকা সব তার না।। ধার কর্য করে জোগাড় করেছে।।
৫১ হাজার ডলার না, ৫১ হাজার টাকা।
@@rajkumari-the0princess ডলার ৷
টাকা না রে ভাই ৷ ভিডিওটি আবার দেখুন বুছতে পারবেন ৷
I got admitted for a cpa marketing course where they said "they will give me job after the course". But later I found out they promote their website through people like us. The job wasn't related to cpa marketing at all. Their criteria was that course fee was 10k bdt. At first I had to pay 3k bdt. When I would get paid for the job at the end of the course, they will deduct that money every month. But later on they did not pay any more for my job.
এসব ধান্দাবাজি ভাই,
Apu Institute tar nam ki? Amio ashole admission nisi same condition e.
@@ishratjahan6897 I can't recall actually. It's been few years I enrolled there
To zarin Islam how come u can't recall the name of the institution you be enrolled for a few year that sound strange what u think zarin islam
আপনা ভিডিও বেশীদিন ধরে দেখি না।খুব সম্ভবত ১ মাস হবে হয়তো।কিন্তু আপনার ভিডিওতে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে,যা আমাকে অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম হেল্পফুল ভিডিও তৈরি করার জন্য।আপনার জন্য অনেক দোয়া রইল।আর আপনার কোর্সটি করতে আমি অনেক আগ্রহী।😇😇এই করোনাকালীন সময়ে অর্থনৈতিক মন্দায় ভোগার কারনে কোর্সটি করতে পারছি না।😔😔 মন্দা কাটিয়ে ওঠার পর অবস্যই আপনার কোর্সে আমি জয়েন হবো।🙂🙂 দোয়া করবেন আমার জন্য।😇😇
Being human can do these things with other people, tooo much.I have learned graphic design (t-shirts). Pray for me thanks brother.
amio sikhte cài vai but how?
Vaia apni kothai job koren.?
আপনার প্রতিটি ভিডিও জন্য আমি অপেক্ষা করি।
Still, more things to learn from you.. must say you have a great ethics..❤
ভিডিও দেখে খুব কষ্ট লাগলো, যে ইনভেস্ট করে সব সম্পদ হারায়, তারপর মারা ও গেল৷ এখন বিপদে পরে গেল স্ত্রী, সন্তান। কিন্তু এর থেকেও বড় কষ্টের বেপার হল এই ভিডিওতে যারা " Dislike " দিলেন।
ভিডিওতে "Dislike" দেওয়া মানুষের জন্য দোয়া রইল, আপনারা ইনভেস্ট করেন এবং মরে যান।
ভাই মোছ রাখিয়েন না 😊
এমনি ভালো লাগে❤️ যাই হোক ভালো লাগলো😊
Tini eta age shoot korechen
@@shif8063 হ্যাঁ ভাই এখন বুঝলাম❤️
ভাই আপনাকে অনেক দিন ধরে দেখি কিন্তু স্বভাবগতভাবেই কখনো কমেন্ট করি না। তবে আপনার মুছ (দাড়ি) টা দেখে আমার কাছে অনেক খারাপ লাগে তাই কমেন্ট না করে পারলাম না। যদিও আমি আপনাকে অনেক ভালো করেই বুঝি যে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেন না তাও অনুরোধ করবো যে মুছ গুলোর কিছু একটা করুন। অনেক ভালোবাসা রইলো 💗💗💗
আপনি কি কুরআনের তিলাওয়াত শুনতে চান বাংলা অর্থ ও সুন্দর সব ব্যাকগ্রাউন্ড সহ? 😊
Hmmm
@@dewanmazharul ধন্যবাদ🥰
রেক্স আইটি এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হোক।
Vaiar Mose ta kinto onkkkk jossss,....tik Charlie Chaplin er Moto lagee😂😂❤️🤗🤗
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার অনেক দিন ফলো করি আপনার কথা গুলো আজ মানুষ কে বুঝা দরকার
ভাই আপনাকে দারি মোছ ভালো লাগে না। কিন্তু দারি রাখলে আরকি একটু অভিজ্ঞ মনে হয় দেখতে। আর মোছের কথা বলসি গত ভিডিওতে।
ঠিক।
আসলে সবার ফ্যামিলি ওদের ভালো financial support dete pare nah
Ty loan naoa Ami problem Mone Kori nah but loan nea loan deoa top priority থাকতে হবে। আমার ছোট কথা
বিগ fan vai
Apner kotha onek valo Lage Amar
Your positivity is infectious, u r a true gift to the people in your life & I really appreciate everything that you do.
আপনার কাছে আমার একটা রিকুয়েষ্ট ভাই,
আপনি সিগন্যাচার মাইন্ড প্রতিষ্ঠান এর স্ক্যাম গুলো সবার সামনে তুলে ধরেন এতে অনেক ছেলে মেয়ে বেচে যাবে এদের খপ্পর থেকে।
আপনার নতুন লুক কি কোনো মার্কেটিং ট্রিক্স :-{ ভিডিওটা অনেক ভালো হয়েছে :-)
এই প্রথম স্কিপ করা ছাড়া অ্যাড দেখলাম🙂
ধন্যবাদ দাদা🙂
ভাইয়া আপনাকে
গোফ এর সাথে মনে হয় মানাচ্ছে না। কেন যেন বয়োষ্ক মনে হচ্ছে 😔😔😔
খালেদ ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাই তবে কিভাবে শুরু করবো যদি একটু পরামর্শ দিতেন...
Brother, can you make a video on Signature Mind Institute and Annex Worldwide Limited? It will help so many people..
Following vai, ami already farhan vai k mail o korechi! Uni ey topic e ekta video banale ank upokar hbe! ❤
@@labib_ahsan Yes, cause already ami ekjon student Signature Mind er, agey Bhaiya ke chinle Bhaiya r course tai nitam..
আমিও এই কনসেপ্টে বিশ্বাসী,, দরকার পড়লে খাবনা, কিন্তু ঝণ করব না 😥😥
লোভে পাপ আর পাপে মৃত্যু --- প্রবাদ আসলেই এমনি এমনি আসে নাই
ভাই আপনার ব্যাক্তিগত একটা প্রশ্ন করলাম মোছ রাখলে আপনাকে ভালো লাগছে না। দাড়ি রেখে দেন
যখন ওটা বুঝায় যে কি কারণ এ ব্যাক আসবে, কিভাবে কি! (বলে রাখি, আমি ও CSE নিয়ে আছি) তখন অমন ভাবে আপনাকে যুক্তি দেখাবে যে! সত্যি ভাইয়া, ধরতে পারা অনেক দায়!🌚
ভাই প্লিজ মোছ গুলা কেটে ফেলেন🙃🙃. মোছ ছাড়া আপনাকে অনেক handsome লাগে 😘😘
@zakir jaigirder আপনার মহা মূল্যমান কমেন্ট এর জন্য আপনাকে ধন্যবাদ🙂 আমি কি করব না করব সেইটা একান্ত আমার ব্যাক্তিগত ব্যাপার🙂সেই ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। আপনি আপনার ঘরের মা বোনদের দিকে নজর রাখুন। মেয়েদের কুৎসিত কথা না বলে তাদের সম্মান দিন তাতে আল্লাহ তায়ালা বেশি খুশি হবেন। 🙂
@@taslimatabassum6601 একদম উচিত জবাব দিয়েছেন আপু। কিছু কিছু লোকের কাজই অন্যকে অপমান করা।
ঝুঁকি যত বেশি, আয় তত বেশী।
যখনই আপনাকে কেউ প্রস্তাব দেয় যে, সে আপনাকে কম ঝুঁকিতে বা কোন ঝুঁকি ছাড়াই অধিক লাভ এনে দিবে, তখনই বুঝে নিবেন এতে ঘাপলা আছে।
ভাইরে আপনার নূরানী মুখটারে চুইল্লা মুরগী বানাই রাখলেন কেন??আগেইতো অনেক ভাল লাগতো
নতুন এলাম আপনার কথাগুলো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ।
Want to know your valuable advices. I'm a Mechanical Engineering students of CUET. Just want to Start a Business on Paper plate manufacturing. Will it'be a good startup?
Please Reply🥺
ধন্যবাদ আপনাকে খুব খুব খুব উপকার হয়েছে ❤
Great! vai❤️
সত্য কথা গুলো বলার জন্য ধন্যবাদ।ভাই
ভাই আমার একটা বিষয়ে মিনিমাম কতটুকু দক্ষ হওয়া দরকার ফ্রিল্যান্সিং করার জন্য?
আমারো একই প্রশ্ন
আমারো।
একটা ড্যাফোডিলে পড়া ছেলে ৫১ হাজার টাকা ইনভেস্ট করার মতন সামর্থ্য আসে কইত থাইকা ছাত্র অবস্থায়। আমার তো সেই কথা জানতে মন চায়।১০০০ থাইকা এক লাফে ৫১ হাজার।ওর তো ভাই এসব করার দরকার ছিলো না,আমাদের দেশে যে কোন প্রিমিয়াম ব্যবসা দাড় করানো যাইতো এ টাকায়।
পাচ্চিছ দিনমে প্যায়সা ডাবল 😂
অনেকেই বলে রিস্ক নিতে, রিস্ক না নিলে জীবনে উন্নতি সম্ভব নয়, আমি ও বলি জীবনে রিস্ক নেওয়া উচিত কিন্তু কি বিষয়ে আমি রিস্ক নিচ্ছি সেটা সম্পর্কে আমার পূর্ণাঙ্গ নলেজ থাকা উচিত।
নো অফেন্স বাট কন্টেট গুলা এক।টাইপের হয়ে যাচ্ছে
আপনি ফ্রীল্যান্সিং মিথ বাস্টার টাইপ কিছু একটা হই যাচ্ছেন ...।
জিনিস টা বোরিং
কিছু কনটেন্ট জনস্বার্থেও বানাতে হয় ;) আর ফ্রিল্যান্সিং নিয়ে এটা আসলে আমার গত দেড় মাস এ বানানো প্রথম ভিডিও। এম এল এম আর ফ্রিল্যান্সিং মিলিয়ে ফেলেন নি তো? :)
@@iamkhalidfarhan ক্ষমা চাই
আসলে প্রথম দিকের কিছু অংশ দেখেই ধরে নেই এম এল এম টাইপ কিছু হবে
আপনি বললে কমেন্ট টা ডিলিট করতে পারি
@zakir jaigirder টিপিকাল ইন্টোলারেন্ট বাঙালি। বলতে থাকেন সমস্যা নাই
ধন্যবাদ সচেতনতা মুলক ভিডিও দেওয়ার জন্য।
☞ ভাই ফ্রিল্যান্সিং করতে তো, ইনভেস্ট করতে হয় না।
ভাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি Nation it limited এই কোম্পানিতে প্রথমে ২০০০ টাকা নিবে এবং পরবর্তীতে আমি যখন কোস কমপ্লিট করবো তাঁর পর কাজ করে আমি আমার ছেলারি পাবো তখন তাঁরা পরবর্তী ৩০০০ টাকা ছেলারি থেকে কেটে নিবে
ভাই মোঁচ কি এমন সিরিয়াস ভিডিওর জন্য রেখেছেন? 😅
😅
স্যার আমার একটা ফ্রেন্ড সিগনেচার মাইন্ড নামক একটা প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেমট কোর্স করার জন্য ভর্তি হয়েছে,সেটা সমস্যা না
সমস্যা হলো সে এখনো কিছুই শিখে নাই,এমনকি এইচটিএমএল টাও শিখে নাই
কিন্তু সে ইনকাম করে ফেলেছে,তাকে আমি অনেক বুঝিয়েছি এখনই যাতে সাবধান হয়,কিন্তু সে বুঝতে চায় না
কাজ না শিখেই টাকা ইনকাম করে,আমি ওকে অনেক বুঝালাম যে এটা নিশ্চিত বাটপারি
কিন্তু বুঝাতে ব্যর্থ
আমি ওকে ঝংকার মাহবুব ভাই এর কোর্স সাজেস্ট করলাম,বললাম যদি তোর স্কিল অর্জন করার হয় দেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে অনেক ভালো ভালো ফ্রী টিউটোরিয়াল আছে সেগুলো দেখ সত্যিকার অর্থে কাজে আসবে
কিন্তু কে শুনে কার কথা
ভাইয়া প্রথম কথা হচ্ছে আপনি আপনার হেয়ার স্টাইল আগের টা আনেন 😞
পরের কথা হচ্ছে - পরের কথা পরে আগের টা আগে 😁
আপনার কথাগুলো খুবই অসাধারণ।
কিন্তু, ভাইয়া একটা আর্জী রয়েছে আপনার কাছে ।
জানিনা ইউটিউবের এই কমেন্টি আপনি দেখবেন কিনা!
যদি দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার মত যারা এখনো ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখে, স্পেশালি রেক্স আইটি ইনস্টিটিউটের যে সমস্ত ভাইরা আজ সর্বস্বান্ত হারিয়ে পথে বসে আছে, এটলিস্ট তাদের জন্য আপনার কোর্সটি উন্মুক্ত করে দিন।
দয়া করে, ভাইয়া আমাদের পাশে একটু দাঁড়ান।
ধন্যবাদ ভাইয়া।
ভাই মোচ রাইখেন না.🌚
খোচা দাড়ি ই ভাল্লাগে
ভাই রেই বিষয় টা এমন ছিল না।এটা অনেক বড় একটা প্লানিং ছিল।মানুষ এতো বোকা না।সবাইকে ব্রেইন ওয়াশ করা হয়েছিল।আমাদের একজন ভাই ও নরমাল শিক্ষিত ছিল না সবাই হাইলি এজুকেইটেড ছিল।সেখানে আপনি হলেও আপনিও করতেন।আর আমরা লোভে পড়েছিলাম সেটাও সত্যি যার কারণে আজকে আমরা ভুক্তভোগী। আমরা হাজারো ভাই ব্রাদার্স আজ জিন্দা লাশ হয়ে বেঁচে আছি😭😭😭😭😭😭
ভাইয়া সালাম দিয়ে ভিডিও শুরু করলে অনেক ভালো লাগবে।।
Thanks vi ,,, most important akta topic share korar jonno,,, kintu vi apnar jonno akta sotto poramorsho silo,,,
Apnr topic & environment undoubtedly best,
But apnar microphone er sound ta ar ektu sundor hole amader shunte aro beshi valo lagto ami apnar regular viewer, jodi duita microphone use korten tahole, akta stereo output ashto (L) (R)seta shunte aro beshi attractive lage... Janina vi bola ta thik holo kina. Akjon regular listener hisebe share korlam
*_মুখে গোফ রেখে ভালো লাগছে না বস😘_*
বুদ্ধিমান,জ্ঞানী এবং সৎ একজন মানুষ 😊❤️আল্লাহ আপনাকে হেফাজত করুক ভাই🤲
গোঁফ।❤️
আমার নিজের কলেজের নাম ভাঙিয়ে কয়েকদিন আগে এরকম একটা স্ক্যাম হয়েছে।যেহেতু অনলাইনেই সব হচ্ছে এই সময়ে,তাই আমাদের অফলাইনে কানেক্ট হওয়ার সুযোগ নেই।এরকম মুহূর্তে এক দল প্রতারক একটা রুমার ছড়ায় যে কলেজের কিসের ফান্ডের জন্য টাকা দিতে হবে অথচ আমাদের কলেজ সরকারি এরকম এক্সট্রা টাকা ওরা নেয় না।কারন হিসেবে বলা হয় এটা কলেজের আদেশ,না দিলে হবে না।আমরা তো বুঝে যাই কিন্তু আমাদের অনেক ফ্র্যান্ড আর সিনিয়ররা এর খপ্পরে পড়ে যায়।কলেজ এসব জানার পর তাড়াতাড়ি সবাইকে এলার্ট করে।
ওই চক্র এত বড় এমাউনট মারতে পারে নি তবুও যা করেছে তা নিয়ে কিছু বলার নেই।
ভাই খুব ভালো লেগেছে যুগউপযোগী ভিডিও ❤️
সুইসাইড করা ভাইরে নিয়া এদিকে আমাদের দেশে রাজনীতি চলছে। আজকে আপনার কাছ থেকে জানতে পারলাম আসল ঘটনা।
ভাই ধার করে বিরিয়ানি খাইতে গিয়েছিলাম😢😢, ৭০ ডলার শেষ😢😢
Flexi Future নামক ধান্দাবাজদের কাছে😢😢
apnar & Jhangkaar Mahbub bhai er kotha gulo onek valo lage,,,a jonnoe bole valo manuser sathe thakleo valo thaka jay
আসসালামু আলাইকুম ভাইয়া
আমি কিছুদিন পর আপনার ফ্রিল্যান্সিং এর কোর্সে ভর্তি হবো ভাবছিলাম। কিন্তু হঠাৎ একটি ফেসবুক পোস্ট দেখলাম যেখানে কোর্স নিয়ে নেগেটিভ কথাবার্তা বলা হয়ছে। যার কারণে কোর্স নিয়ে একটু ভয় কাজ করছে।
ভাইয়া আপনার কাছে আবেদন আপনি কোর্সের কয়েকটি ফ্রি ডেমো ক্লাস যদি সংযুক্ত করতেন তাহলে সকলের সুবিধা হতো কোর্স সম্পর্কে কিছুটা ধারণা পেতো।
ধন্যবাদ