তিন কবির গান l Luva Nahid Choudhury । ‍Songs of Atulprasad, Rajanikanta & Dwijendralal Roy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 179

  • @shanumazumder80
    @shanumazumder80 ปีที่แล้ว +1

    চমৎকার গায়কী। আমি মুগ্ধ হয়েছি।

  • @ranjithore3811
    @ranjithore3811 ปีที่แล้ว +1

    খুব সুন্দর পরিবেশনা। অত্যনত সাবলীল। বারবার শুনতে ইচ্ছে করে। মন। ভরে যায়।

  • @sheelsanjay3148
    @sheelsanjay3148 ปีที่แล้ว +1

    অতুলনীয়, অপ্রতীম.... তুলনা রহিত।

  • @umachakraborty8463
    @umachakraborty8463 ปีที่แล้ว +1

    অসাধারণ সুরের সাগরে অবগাহন করলাম।

  • @ACDas-bt8rw
    @ACDas-bt8rw 10 หลายเดือนก่อน +1

    Apurba Melodious God gifted outstanding voice, always wish to hear, god is with always with you. Thank you
    🎉🎉

  • @krishnendudas2713
    @krishnendudas2713 ปีที่แล้ว +1

    অপূর্ব, অপূর্ব ও অপূর্ব!

  • @santomitra8702
    @santomitra8702 ปีที่แล้ว +1

    খুব সুন্দর করে গেয়েছেন। হৃদয় স্পর্শ করা গান গুলি গেয়ে মন ভরিয়ে দিয়েছেন। এভাবেই গেয়ে চলুন আপনি। নমস্কার জানাই আপনাকে।

  • @chittaranjanbaidya951
    @chittaranjanbaidya951 11 หลายเดือนก่อน +1

    পূর্বে আপনার নামে এবং এইরূপ অপূর্ব সৃষ্টি সমন্ধে আমি অবগত ছিলাম না । ভীষণ ভালো লাগছে এই গানগুলো । ঋদয় ছুঁয়ে যায় সুরের মাদাকাতায় ।

  • @ujjalsingha7798
    @ujjalsingha7798 2 ปีที่แล้ว +3

    অসাধারণ দিদিমনি

  • @swapnakumar5350
    @swapnakumar5350 4 ปีที่แล้ว +26

    লুভা আপনার নামের সঙ্গে আমার এতোদিন পরিচিতি ছিল না।আপনার গান গুলো শুনে আমি অত্যন্ত মুগ্ধ।আপনার গায়কী আপনার কণ্ঠ স্বর অসাধারণ।এই ধরনের গান আরো অনেক উপহার দিন

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 ปีที่แล้ว +1

    এমন পরিস্কার উচ্চারণ কমই শোনা যায়। খুবই মিষ্টি গলা ।তুমি অমর হয়ে থাক শিল্পী।

  • @sanchitasarker3856
    @sanchitasarker3856 ปีที่แล้ว +1

    আপনার গান আগে শুনিনি ! আপনার অপুর্ব গায়কী, শ্রুতিমধুর কন্ঠস্বরের নিগুঢ় কাজ সত্যি মুগ্ধ আমি, হৃদয় মন ছুঁয়ে গেলো আপা ! অসংখ্য ধন্যবাদ 🙏❤️

  • @arundhatidaschandra2877
    @arundhatidaschandra2877 ปีที่แล้ว +1

    কি অপূর্ব পরিবেশনা..
    মুগ্ধ হয়ে শুনছি,😌😌❤

  • @ACDas-bt8rw
    @ACDas-bt8rw ปีที่แล้ว +1

    Osadharan, apurba, clear pronunciation, god gifted wonderful sweet voice, first time hearing you. Thank you

  • @ardhendusekhardutta2181
    @ardhendusekhardutta2181 4 ปีที่แล้ว +13

    অপূর্ব! এমন গলায় এমন সুন্দর গান ই মানায়

  • @amalandagoswami9367
    @amalandagoswami9367 3 ปีที่แล้ว +17

    আমি অসুস্থ বৃদ্ধা। আপনার গান শুনে আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অশেষ ধন্যবাদ।
    শুক্লা গোস্বামী।

  • @susmitadas4413
    @susmitadas4413 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo tomar sundor gola monvore ghol

  • @prasantagupta2369
    @prasantagupta2369 ปีที่แล้ว +1

    কি অসাধারণ কন্ঠস্বর,গায়কী।মন,প্রাণকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে গেল।হে ভগবান এতদিন কেন শুনতে পাই নি এই শ্রুতিমধুর কন্ঠস্বরের গান।
    "করব তোমায় কী সম্ভাষণ, কোথায় তোমার পাতব আসন",,,,,
    আপনার আসন সকলের মনের মন্দিরে।শুধুই মুগ্ধতা।

  • @sanjoyadhikary1915
    @sanjoyadhikary1915 3 ปีที่แล้ว +29

    পরিচ্ছন্ন উচ্চারণ, মন ছুঁয়ে যাওয়া গায়কী, আকর্ষণীয় কন্ঠ। আমার বাংলা মা এত সম্পদে ভরপুর ভাবতে ভালো লাগছে, গর্বে মনটা ভরে উঠছে।

    • @Dipankar-b5i
      @Dipankar-b5i 18 วันที่ผ่านมา

      ইদানীং বাংলাদেশে মুসলিম মৌলবাদীরা যেভাবে শরীযত শাসন কায়েম করতে চলেছে আশংকা হয় আগামীতে এমন গুণী সঙ্গীত শিল্পীদের মধুর গান আর শুনতে পারবো কিনা। বাংলাদেশীদের সুমতি হোক। ইসলামিক বর্বরদের আধিপত্য বিনষ্ট হোক।

  • @tapandey7135
    @tapandey7135 ปีที่แล้ว +1

    অনবদ্য । অপুর্ব । চমৎকার কন্ঠ । 🙏🏼

  • @zohorahasin2251
    @zohorahasin2251 ปีที่แล้ว +2

    চমৎকার!

  • @syedaishratnajia685
    @syedaishratnajia685 3 ปีที่แล้ว +14

    কী অপরূপ সৃষ্টি! এতসুন্দর করে গেয়েছেন লুভা! অসীম শ্রদ্ধা তিন কবির প্রতি, লুভা আপনার প্রতিও।

  • @rajatkantinath7715
    @rajatkantinath7715 ปีที่แล้ว +1

    খুব খুব ভালো লাগলো

  • @nanditaray182
    @nanditaray182 4 ปีที่แล้ว +20

    বাংলাদেশে আর কত মণিমাণিক্য আছে ! আমাদের শোনানোর জন্য অশেষ ধন্যবাদ।

  • @nandakumardey5128
    @nandakumardey5128 ปีที่แล้ว +1

    অপূর্ব।
    কেন জানি না, কতবার যে ঐ গানগুলো শুনি মনের অজান্তেই,তা বলে বুঝাতে পারব না।
    মধু মাখা কণ্ঠস্বর।
    ঈশ্বর কর্তৃক প্রদত্ত এই কণ্ঠস্বর।
    **********************&*********

  • @ranjitghoshal5439
    @ranjitghoshal5439 ปีที่แล้ว +2

    আমি পশ্চিমবঙ্গবাসী একজন সঙ্গীত প্রেমিক । প্রথমেই বলি লুভা নাহিদ চৌধুরী আপনার নামটি ভারি সুন্দর আর পরিবেশিত সঙ্গীত ততোধিক সুন্দর । আমার এই বৃদ্ধ বয়সে আপনারাই সহায় । ধন্যবাদ ।

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 ปีที่แล้ว +1

    লুভা কে ধন্যবাদ জানাই। বিরল কন্ঠের অধিকারি তিনি ।সুস্থ শরীর দীর্ঘ আযু কামনা করি

  • @tathagatasen7136
    @tathagatasen7136 5 ปีที่แล้ว +29

    লাইসা আহমেদ লিসা, মিতা হক, অদিতি মহসিনের পর আবার এত সমৃদ্ধ কন্ঠে এসব কাব্যগীতি শুনে অত্যন্ত আনন্দিত হলাম।

  • @shuklahalderofficial605
    @shuklahalderofficial605 3 ปีที่แล้ว +7

    শুধুই মুগ্ধতা প্রিয় লুভা আপা

  • @artinpoetsoulnature
    @artinpoetsoulnature 3 ปีที่แล้ว +5

    Wonderful songs 💕💚💜💟🏵️🍀
    Thanks for beautiful sharing 🌿🌹🌻

  • @podatikopathak5362
    @podatikopathak5362 ปีที่แล้ว +1

    কী উচ্চমানের গায়কী! স্বচ্ছ সাবলীল উচ্চারণ, সুরেলা মধুর কণ্ঠ, কত মসৃণ কারুকাজ --- এমন গান বহুদিন পর শুনলাম। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলা গানে এমন সহজভাবে গভীর ভাবকে প্রতিমায়িত করতে দেখিনি। পঞ্চকবির মধ্যে এই তিন উপেক্ষিত কবির গানকে লুভা নাহিদ চৌধুরী যেভাবে পরিবশন করলেন, আমার দৃঢ় বিশ্বাস এই প্রজন্মকে আকৃষ্ট করবে। তাঁর গান বাংলা গানের জগতে ঐতিহাসিক অবদান বলেই মনে করি। কৃষ্ণা চট্টোপাধ্যায়কে মাথায় রেখেই কথাগুলো বললাম। মন খারাপের অপূর্ব চিকিৎসা এই গানগুলি। এ এক অপূর্ব আবিষ্কার। না শুনে থাকলে আপনিও আবিষ্কার করতে পারেন। আমার খারাপ লাগছে ইউটিউবে তিন বছর আগে এলেও আমি এতদিন বাদে শুনলাম।

  • @gitanandi5393
    @gitanandi5393 4 ปีที่แล้ว +8

    আমি বত্রিশ নং রে লিখতে বোসলাম।আগের গুলি পড়লাম।শ্রদ্ধেয়া,কদিনের ব‍্যবধানে দ্বিতীয় টি পেয়ে আপ্লুত।লুভা,আপনি লোভ বাড়িয়ে দিয়েছেন।প্রায় ছমাস পরবাসে থেকে প্রায় হতাশা আক্রান্ত।এই সময় আপনার আবির্ভাব ।শীতল বাতাস এসময়ে হরির আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে।আপনি এনে দিয়েছেন।

  • @sumonkabir6841
    @sumonkabir6841 4 ปีที่แล้ว +8

    অাবার তুই বাঁধবি বাসা...অসাধারণ গায়কী।

  • @golamali2149
    @golamali2149 4 ปีที่แล้ว +8

    আপনি আসলেন, লক্ষ শ্রোতার মন জয় করলেন। বেশ কয়েকটি গান অশ্রুত ছিল। আর এমন সহজ প্রকাশ ইংরেজিতে যাকে বলে effortless, সত্যিই অবিশ্বাস্য। ভালো থাকুন। আপনাকে আরো শুনতে চাই।

  • @jalalchowdhury6137
    @jalalchowdhury6137 ปีที่แล้ว +2

    এতদিন শুধু রবীন্দ্রনাথ এর গান শুনেছি। আপনার কন্ঠে তিন কবির গান মনে হল অনেক কিছু মিস করেছি।

  • @dipankargupta550
    @dipankargupta550 ปีที่แล้ว +3

    সত্যিই আজ রত্নের খোঁজ পেলাম। লুভা আপনি এলেন, আর জয় করলেন, সবার মন ।মা সরস্বতীর বরকন্যা আপনি।

    • @tapandey7135
      @tapandey7135 ปีที่แล้ว

      সতি্য তাই । সরস্বতী মা বিরাজ করছেন ।

  • @chandankumarray697
    @chandankumarray697 ปีที่แล้ว +1

    আপনার গান শুনে আমি অভিভূত, আপ্লুত। যেমনি সুমিষ্ট আপনার কণ্ঠস্বর তেমনি আপনার গায়কী। বিনম্র শ্রদ্ধার সঙ্গে আপনার আরও পরিবেশনার জন্য আবদার রইলো 🙏🙏🙏।

  • @mesbahhaq4719
    @mesbahhaq4719 2 ปีที่แล้ว +2

    অসাধারণ!

  • @golaknathdawn4943
    @golaknathdawn4943 2 ปีที่แล้ว +5

    লুভা দিদি, তোমার এই সুরের নৈবেদ্য উপভোগ করতে করতে অনুভব করছিলাম যেন শান্ত সরোবরে স্নান করে শুচি স্নিগ্ধ হয়ে মন্দিরে চলেছি হৃদয় দেবতাকে সর্বস্ব সমর্পণ করতে। সত্যিই ধন্য গীতিকার, ধন্য সুরকার এবং ধন্য শিল্পী। প্রণাম প্রণাম এবং প্রণাম।

    • @tapandey7135
      @tapandey7135 ปีที่แล้ว

      আপনার সাথে আমি ও একমত।

  • @parthaganguly4984
    @parthaganguly4984 3 ปีที่แล้ว +6

    বাকহীন এক স্তব্ধতা নিয়ে মুগ্ধ হল এ হৃদয়,কে এদেশের কে বিদেশের কিবা আসে যায়/অনেক টেনেছি কাঁটাতার বেড়া অনেক দিয়েছি প্রাণ, দুই বাংলা মিশে যাক আজ সেতু হোক এই গান/দেওয়াল ভেঙে জার্মান পারে হয়ে যেতে এক জাতি
    আমরা পারি না এক হয়ে গিয়ে জ্বালাতে মিলন বাতি।.. পশ্চিমবাংলা থেকে।

    • @prabirkumarbhattacharjee8850
      @prabirkumarbhattacharjee8850 3 ปีที่แล้ว +1

      না একেবারে নয়। সাময়িক আবেগ নিয়ে রাষ্ট্র গঠন করা যায়না। জার্মান জাতির ভাষা, সন্স্কৃতি, ধর্ম সব‌ই এক হ‌ওয়ায় মিলিত হ‌ওয়া সম্ভব। বাংলাদেশে মৌলবাদ ক্রমশঃ যেভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে একদিন এঁরা আদৌ গান গাইতে পারেন কিনা সেটাই দেখার।

    • @leelachatterjee4610
      @leelachatterjee4610 2 ปีที่แล้ว

      Ar milan hobe na.UK and USA are two different countries despite having almost same culture and religion. Only history is different.

    • @shamimkarim2567
      @shamimkarim2567 ปีที่แล้ว

      Probirkumar bhattcharjee, Be assured that Bangladesh will savour its sovereignty till eternity and please look at the rise of Hindu fundamentalism in India. Bangladesh will evolve its own distinctive culture and Bengalis of West Bengal will be embraced in that cultural confluence. Syed Rezaul Karim

    • @shamimkarim2567
      @shamimkarim2567 ปีที่แล้ว

      Further, it is the narrow minded racial prejudice and fear of Muslim majority rule in Bengal that had driven the Hindu leadership to demand the partition of Bengal. Syed Rezaul Karim

    • @md.a.b.siddique7196
      @md.a.b.siddique7196 10 หลายเดือนก่อน

      I'm in cc on my in cc is is it at

  • @parimaldey2187
    @parimaldey2187 4 ปีที่แล้ว +11

    এ গান গুলো বাঁচিয়ে রাখতে এ মূহর্থে আপনার মত এমন একজন গুণী শিল্পীর ভীষণ প্রয়োজন ছিল; প্রবাসে থেকেও গান গুলো শুনে প্রাণ জুড়িয়ে গেল। Wish you best !

  • @sonalidatta4566
    @sonalidatta4566 4 ปีที่แล้ว +6

    Luva aapnar ei moromi nibedon praan chhuye gelo 🙏

  • @firoznoor5086
    @firoznoor5086 2 ปีที่แล้ว +5

    আমি প্রথমবারের মত এই শিল্পীর গান শুনলাম , কি সুরেলা এবং সুমিষ্ট ! জানিনা ,তিনি কি বাংলাদেশের ? আমাদের জাতি প্রতিভার খনি ।

  • @waziullah747
    @waziullah747 3 ปีที่แล้ว +8

    কন্ঠশিল্পি লুভার কন্ঠে পরিবেশিত গানগুলো সত্যিই প্রাণ ছুঁয়ে যায়। তাঁর গায়কির তুলনা হয় না।

  • @gitanandi5393
    @gitanandi5393 4 ปีที่แล้ว +15

    আর Bengal Foundation সম্পর্কে নাকিছু বললে হয়?আপনারা তো মশাই রত্ন কুড়িয়ে এনে দিয়ে ছেন।অনেক অনেক ধন্যবাদ। পিকে.নন্দী।কোলকাতা/camp পাটনা।

  • @anupamachakrabartti7428
    @anupamachakrabartti7428 4 ปีที่แล้ว +10

    প্রাণ জুড়িয়ে গেলো।ভুলে যাই দুখের দহন

  • @manikdas7200
    @manikdas7200 4 ปีที่แล้ว +11

    সত্যিই অসাধারণ সব গান এবং গায়কী। খুবই সুন্দর। অনেক ধন্যবাদ জানাই শিল্পীকে।

  • @shibaprasaddutta2550
    @shibaprasaddutta2550 2 ปีที่แล้ว +2

    Pronam pronam pronam to teen Kabi and many many thanks to Luva Nahid DIDI.Ranaghat Nadia.W.B.

  • @amitbhaumik6047
    @amitbhaumik6047 3 ปีที่แล้ว +5

    কী অসাধারণ রম্য ও শিক্ষিত পরিবেশনা!

  • @shamimkarim2567
    @shamimkarim2567 4 ปีที่แล้ว +7

    Luva, Apni chomotcar geyechen.Asoft and serene voice.wish you a healthy and happy life.Syed Rezaul Karim

  • @waliulmukti7847
    @waliulmukti7847 5 ปีที่แล้ว +12

    হৃদয় ক্ষতে শান্তির মলম প্রলেপ। খুব মিষ্টি গলা।

  • @madhurirana7686
    @madhurirana7686 3 ปีที่แล้ว +5

    লুভা আপা, আপনার গানের সাথে আমার প্রাণের সখ্যতা এমনি যে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনতে না পেলে ভীষণ অতৃপ্তি, শূন্যতা বোধ করি। আপনার গায়কী, আপনার কণ্ঠ অপূর্ব, অসাধারণ-...!!!!!"আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @asitjoardar7408
    @asitjoardar7408 ปีที่แล้ว +1

    Salute to you and salute to your guru. I found a renewed revolution in Bengali music. Superb tuneful singing, Luva, you are great.

  • @polichatterjee5760
    @polichatterjee5760 3 ปีที่แล้ว +3

    দিদি আপনার গান এই প্রথম শুনলাম। এতো সুন্দর মিষ্টি আপনার গায়কী। যতো শুনছি ততই মুগ্ধ হচ্ছি। হার্দিক শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকুন আরো আরো অনেক গান শুনতে চাই আপনার সুরেলা কণ্ঠে। 🌹🌹💕💕🌹🌹

  • @ashokdasgupta3289
    @ashokdasgupta3289 ปีที่แล้ว +1

    আজকে সকালের মনটা ভরে গেল এত সুন্দর গান হৃদয় জুড়িয়ে গেল ভালো থাকবেন শুভেচ্ছা রইল

  • @kalyanisengupta6973
    @kalyanisengupta6973 3 ปีที่แล้ว +7

    সব গানের গীতিকারদের নাম অবশ্যই উল্লেখ করা প্রয়োজন। কেননা দ্বিজেন্দ্রলাল ও রজনীকান্ত এদের সব গানের সংকলন নেই। 🙏🙏🙏

  • @himansubhushanghosh6311
    @himansubhushanghosh6311 3 ปีที่แล้ว +5

    অপূর্ব মিষ্টি ও পটু পরিবেশন। মন শান্ত হয়ে গেলো। Bravo !!

  • @purabibiswas7042
    @purabibiswas7042 2 ปีที่แล้ว +2

    অসীম শ্রদ্ধা জানাই লুভা আপুকে।

  • @spdas6731
    @spdas6731 3 ปีที่แล้ว +9

    মা সরস্বতী গাইছেন। বলার কিছু নেই। আমি বাক্যহারা।

  • @034489
    @034489 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @amareshbanerjee4874
    @amareshbanerjee4874 2 ปีที่แล้ว +2

    অসাধারণ, মন ভরে গেলো। সুস্থতা কামনা করি।

  • @MahendraDasMB
    @MahendraDasMB 4 ปีที่แล้ว +9

    Very impressive presentation.

  • @sambhubhattacharjee5785
    @sambhubhattacharjee5785 ปีที่แล้ว +1

    অসীম শ্রদ্ধা জানাচ্ছি মহৎ শিল্পীর প্রতি ।

  • @DrUdayadityaBasu
    @DrUdayadityaBasu 2 ปีที่แล้ว +2

    এত ভালো গায়কী,মন ভরে যায়।

  • @susmitaraychaudhuri213
    @susmitaraychaudhuri213 ปีที่แล้ว +1

    What a melodious rendition! Superb!

  • @litonkumarmodak4479
    @litonkumarmodak4479 4 ปีที่แล้ว +10

    ম্যাম, আপনার এই নিবেদন প্রসাদ তুল্য.... ভালো থাকবেন।

  • @chandrabanerjee4952
    @chandrabanerjee4952 4 ปีที่แล้ว +7

    দারুণ লাগল আপনার গায়কী ।

  • @md.mamunquader5515
    @md.mamunquader5515 4 ปีที่แล้ว +14

    আহা!!! কি অসাধারণ সুন্দর গায়কী।
    প্রাণ জুড়িয়ে যায়। ❤💙💚💛💜
    আমাদের এই প্রতিভাবান শিল্পীর জন্য অনেক শুভকামনা।
    Bengal Foundation এর জন্য অনেক শুভকামনা।

  • @ACDas-bt8rw
    @ACDas-bt8rw ปีที่แล้ว +1

    Splendid, no language to express my wonderful feeling after hearing all the songs from your god gifted so sweet voice. God is always with you. Thann you🎉

  • @sudhangshuranjanpaul2966
    @sudhangshuranjanpaul2966 10 หลายเดือนก่อน +1

    এত সুন্দর মিষ্টি গলা

  • @bishnupadamajumder5893
    @bishnupadamajumder5893 3 ปีที่แล้ว +6

    অপূর্ব গান ও গাওয়া !🔥

  • @tapantalukdar4551
    @tapantalukdar4551 2 ปีที่แล้ว +2

    আপনি একজন বহু মেধার গুণী মানুষ এবং উচ্চ মানের কণ্ঠশিল্পীও বটে ! শুভেচ্ছা গ্রহণ করবেন !🌷🌷🌷

  • @golokenathdan8969
    @golokenathdan8969 3 ปีที่แล้ว +10

    বাংলা মায়ের আঁচলে আরও কত মণি মাণিক্য যে আছে আপনার মতো দিদি, ভাবলেও গর্বে বুক ভরে যায়! আপনার কণ্ঠ, গায়কী ও নিবেদনে অন্তর আমার ধন্য হল পূর্ণতার ছোঁয়া পেয়ে। আরও আরও চাই।

  • @subhasishdigboi
    @subhasishdigboi 3 ปีที่แล้ว +3

    পরিচ্ছন্ন পরিবেশনা, অসাধারণ লাগলো..

  • @jayantachatterjee4863
    @jayantachatterjee4863 3 ปีที่แล้ว +2

    Prano bhoriye Trisha horiye tumi ebhabei amader gan shuniye jai Lubha..

  • @samirbhattacharjee9535
    @samirbhattacharjee9535 3 ปีที่แล้ว +4

    এই গান সারারাত জেগে শোনা যায়

  • @KumkumBanerjee-p7n
    @KumkumBanerjee-p7n หลายเดือนก่อน +1

    দিদি প্রণাম নেবেন। একটা কথা বলতেই হয় আপনি এই তিন কবির গানের একজন এবং একমাত্র মন জয় করা শিল্পী। আমি নিজে ও শিক্ষা নিচ্ছি এই ধারা র গানের। আমি কিন্তু আপনার গায়কী follow করতে চেষ্টা করেছি। আপনার সাথে একবার কথা বলার খুব ইচ্ছা থাকল

  • @sauravdhrubotta8352
    @sauravdhrubotta8352 3 ปีที่แล้ว +5

    এতো অপূর্ব কন্ঠ, এতো মাদকতা, এতো শুদ্ধতা!!! অন্তরস্থ পরম শ্রদ্ধা নিবেন 🙏

  • @purnachandrabanerjee4472
    @purnachandrabanerjee4472 3 ปีที่แล้ว +7

    Very much different, mysterious and superb voice. So good to listen.

  • @learningfromlife6992
    @learningfromlife6992 4 ปีที่แล้ว +5

    অসাধারণ কন্ঠ , গায়কী, !!

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 3 ปีที่แล้ว +1

    অসাধারণ বললেও কম বলা হবে। সত্যি অসাধারণের অসাধারণ। ধন্যবাদ শিল্পী ধন্যবাদ বেঙ্গল ফাউন্ডেশন।

  • @biswajitroy3447
    @biswajitroy3447 5 หลายเดือนก่อน

    লুভা ম্যাডাম আপনার কন্ঠে গানগুলো এই প্রথমবার শুনলাম। আমি মিতা হকের কন্ঠে গানগুলো প্রায়শই শুনি। এই তিজনের গানই আমার খুবই প্রিয়। আপনার অপূর্ব কন্ঠে গানগুলো নতুন করে শুনে মন ভরে গেল। এখন মনে হচ্ছে আরও আগে আপনার এই দরদভরা কন্ঠের গান শুনতে পেলাম না কেন! ভাল থাকুন, সুস্থ থাকুন। আমাদের অবসরকালটুকু আপনার দরদভরা কন্ঠের গানে ভরে তুলুন।🙏

  • @SwapanRoy-ff6tl
    @SwapanRoy-ff6tl ปีที่แล้ว +1

    You are perfect Bengali.

  • @soniaamin2966
    @soniaamin2966 9 หลายเดือนก่อน

    সুদূর বিদেশে এ গানগুলি শুনছি স্নিগ্ধ হয়ে যাচ্ছে মন গর্ভ হচ্ছে লুভা আমার বোন এভাবে

  • @shadhanchandromodok5806
    @shadhanchandromodok5806 ปีที่แล้ว +1

    এই গান গুলো দিনে তিন চার বার শুনতেই হবে

  • @gautamgupta5511
    @gautamgupta5511 4 ปีที่แล้ว +15

    লুভা ম্যাডাম আপনার গানগুলো অসাধারণ.অতুল প্রসাদেরগান আমি পশ্চিম বাংলার অনেক প্রতিষ্ঠিত শিল্পীর
    গলায় শুনেছি কিন্তু সেগুলো সব কালোয়াতী ঢঙ্গের. আমাদের মত সাধারণ লোকের মন ভরে না.তাই আপনার গান শুনে আমি ধন্য

    • @gonitayon
      @gonitayon ปีที่แล้ว

      কালোয়াতি ঢং টা কেমন?

  • @akmenamulhaque7215
    @akmenamulhaque7215 5 หลายเดือนก่อน

    Architect লুভা নাহিদ চৌধুরী আমার সমসাময়িক সময়ে সথপতি অধিদপ্তরের কাজ করতেন। গনপূর্তের প্রকৌশলী হিসেবে কাজ করার সুবাদে তাকে চিনতাম কিন্তু তিনি এত ভাল গান করেন তা আমার জানা ছিলনা। প্রায় বিশ বছর প্রবাসী তাই অনেক গানই শোনা হয়নি। তাঁর এ এ্যালবামটির গান শুনে ভীষন ভাল লাগলো, মুগ্ধ হলাম। আপনার সাফল্য ও শুভ কামনা করছি।

  • @keshablal1132
    @keshablal1132 4 ปีที่แล้ว +6

    Osadharon presentation.stay well

  • @abusaud4255
    @abusaud4255 3 ปีที่แล้ว +3

    🔴 মনভোরে গেলো ... অপূর্ব

  • @najmaakther1131
    @najmaakther1131 2 ปีที่แล้ว +2

    লুভা আপা তোমার গান বারে বার শুনি

  • @subhrajitmazumder9421
    @subhrajitmazumder9421 3 ปีที่แล้ว +7

    Beautiful voice , never heard her voice, magical, stay blessed

  • @ujjwalmitra2510
    @ujjwalmitra2510 3 ปีที่แล้ว +4

    Really nice, excellent.

  • @nemaimukherjee6303
    @nemaimukherjee6303 3 ปีที่แล้ว +4

    Amazing voice and lyrics.

  • @mr.wazedkhan4529
    @mr.wazedkhan4529 5 ปีที่แล้ว +13

    Luva apa is so incredible

  • @kazisitan7325
    @kazisitan7325 4 ปีที่แล้ว +5

    একরাশ মুগ্ধতা...

  • @md.mamunquader5515
    @md.mamunquader5515 4 ปีที่แล้ว +12

    আহা!!! কি অসাধারণ সুন্দর গায়কী অসাধারণ উচ্চারণ।
    প্রাণ জুড়িয়ে গেল।❤💙💚💛💜
    শিল্পী জন্য অনেক শুভকামনা।
    Bengal Foundation এর জন্য অনেক শুভকামনা।

  • @suhritkrishnaghosh1399
    @suhritkrishnaghosh1399 10 หลายเดือนก่อน +1

    ভাল ওগো লাগলো। কানে কম শুনি। বিশ্লেষন সম্ভব হলো না।

  • @marzinaanam3303
    @marzinaanam3303 3 ปีที่แล้ว +5

    অসাধারণ!!

  • @suchitrapaul6469
    @suchitrapaul6469 4 ปีที่แล้ว +8

    Really, heart touching.

  • @mohammedislam6230
    @mohammedislam6230 5 ปีที่แล้ว +14

    At last Bengal Foundation has decided to upload music it produces. Thank you B.F.