মাশাআল্লাহ।আপনাদের লাউগাছের ফলন দেখে আবেগাপ্লুত হয়ে যাই 😢আমার বাবার মৃত্যুর আগে শেষবার লাউ হয়েছিল দেখার মত।ছোট্ট আমি রোজ লাউ ধরে নিয়ে আশেপাশের সবাইকে সেঁধে দিয়ে আসতাম।আম্মা বলে দিত বলে আসবি যেনো লাগলে আরও নিয়ে যায়।জানিনা কেনো বাবার মৃত্যুর পর ওইরকম ফলন আর কোনদিন কেন হয়নি ।বিলেত বিলাসের এলটমেন্ট দেখে সেই ভাইবটা পাচ্ছি❤দোয়া করি আপনারা সুস্থ্য থাকুন আর আমিও আমার ফেলে আসা শৈশবের মেমোরিকে আপনাদের বাগানেই বারবার দেখে তৃপ্ত হই😊
আপু আপনার কথাগুলো সত্যি বলতে মনে অনেক আলোড়ন তৈরী করলো, ঠিক কোথায় বা কত বছর আগের কথা জানিনা। দোয়া করি আল্লাহ্ পাক আংকেল কে বেহেস্তের সুউচ্চ স্থানে অধিষ্টিত করেন যেনো।
ঝড়ের পরবর্তী বাগানের অবস্থা কেমন দেখার ইচ্ছা ছিলো। বেশ তচ নচ করেছে। তার মধ্যে ও লাউ এর ফলন বেশ হয়েছে। ওইআপনারা যেমন সুন্দর সজ্জিত বাগান করেন সেটা আবহাওয়া নষ্ট করে দিয়েছে। প্রথম বার সব বুঝে গেলেন সামনের বার একেবারে ঠিক ঠিক আসলি বিলেত বিলাস এর বাগান হবে। এই আশা রাখছি, ভালো থাকবেন সবাই 🙏🤗
দিদি কেনো যেনো ইদানিং খুব ঝর হয়, এদেশে আগে হালকা বৃষ্টি সবসময় লেগে থাকতো কিন্তু ঝর হতে সেভাবে দেখা যেতোনা। হ্যা এবার অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে যেটা দিয়ে ডসিশন নিতে পরের বার সুবিধা হবে।😊
@@bgreenfamily দিন দিন তো সারা দুনিয়া তে আবহাওয়া পাগল পর্যায়ে চলে গেছে। কিছুই সময় মতো, নিয়ম মত হয় না। যারা মাঠে চাষ করে, এতো ফসল নষ্ট হয়, খুব কষ্ট লাগে। আপ্রাণ চেষ্টার পর তোমাদের কি কষ্ট হয়! যাক যা উপর ওয়ালার ইচ্ছা, সবাই ভালো থেকো 🙏❤️❤️❤️
মাশাআল্লাহ।আপনাদের লাউগাছের ফলন দেখে আবেগাপ্লুত হয়ে যাই 😢আমার বাবার মৃত্যুর আগে শেষবার লাউ হয়েছিল দেখার মত।ছোট্ট আমি রোজ লাউ ধরে নিয়ে আশেপাশের সবাইকে সেঁধে দিয়ে আসতাম।আম্মা বলে দিত বলে আসবি যেনো লাগলে আরও নিয়ে যায়।জানিনা কেনো বাবার মৃত্যুর পর ওইরকম ফলন আর কোনদিন কেন হয়নি ।বিলেত বিলাসের এলটমেন্ট দেখে সেই ভাইবটা পাচ্ছি❤দোয়া করি আপনারা সুস্থ্য থাকুন আর আমিও আমার ফেলে আসা শৈশবের মেমোরিকে আপনাদের বাগানেই বারবার দেখে তৃপ্ত হই😊
আপু আপনার কথাগুলো সত্যি বলতে মনে অনেক আলোড়ন তৈরী করলো, ঠিক কোথায় বা কত বছর আগের কথা জানিনা। দোয়া করি আল্লাহ্ পাক আংকেল কে বেহেস্তের সুউচ্চ স্থানে অধিষ্টিত করেন যেনো।
১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর আমার বাবা মারা গেছেন ।ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
আপনি তো অনেক ছোট তাহলে তখন মনে হয় 🥺আল্লাহ্ পাক আংকেল কে তার কাছে ভালো রাখুন। 🤲আমীন
আপনি যদি ব্লুটুথ মাইক বা হেডফোন লাগিয়ে ভিডিও করতেন ভাইয়া আওয়াজ ভালো শুনতাম।
ইনশাআল্লাহ আপু শব্দের ব্যাপারটা গুরুত্ব দিয়ে খেয়াল রাখবো। আপনাকে ধন্যবাদ।
Assalamualaikum
Ma sha Allah great upload 👍
Walaikum Salam thank you 😊
Mashallah!oshadharon ❤️
Alhamdulillah Apu
Mashallah!allotment khub shundor kore gusiesen
এবছর আর এলোটমেন্ট যাইনি 😭
Age nijeder allotment gusie, pore konnadan korle, thiki parten.
মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ ।
অনেক ধন্যবাদ 😍😍😍
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো তবে সাদা করলা ও লম্বা লাউর বিচি যদি পাইতাম আমার অনেক দিনের ইচ্ছে 😢
আলহামদুলিল্লাহ্ কোথায় থাকেন আপনি
Bhia jokhon agula tulben please video korben
ইনশা আল্লাহ হারভেস্টের ভিডিও আমাদের বিলেত বিলাস চ্যানেলে দেয়া আছে আরও কিছু ভিডিও ভবিষ্যৎ এ দিবো
হামার উত্তর বঙের ছোল ভালোই অবাদ করবো পারে। দেখি মোর মন ভরি গোল বাহে।দোয়া করি ভালো থাকেন বাহে সক সময়।হামার জন্য ও এনা দোয়া করেন বাহে।
অবশ্যই দোয়া এবং ভালোবাসা থাকবে সবসময় আপু 😍আপনিও আমাদের জন্য দোয়া করবেন
এতো লাউগাছ কেন? অনেক লাউ। আরো অনেক রকম সবজি লাগানো যেত।
যাঁদের লাউগাছ নেই তাদেরকে লাউ ও শাক দেওয়ার জন্য। অন্য সব্জী তেমন হয়না
Season sheshe eto lauer kora ashe, gas katte khub kosto hoe😭😭😭
Thik bokechen apu
ঝড়ের পরবর্তী বাগানের অবস্থা কেমন দেখার ইচ্ছা ছিলো। বেশ তচ নচ করেছে। তার মধ্যে ও লাউ এর ফলন বেশ হয়েছে। ওইআপনারা যেমন সুন্দর সজ্জিত বাগান করেন সেটা আবহাওয়া নষ্ট করে দিয়েছে। প্রথম বার সব বুঝে গেলেন সামনের বার একেবারে ঠিক ঠিক আসলি বিলেত বিলাস এর বাগান হবে। এই আশা রাখছি, ভালো থাকবেন সবাই 🙏🤗
দিদি কেনো যেনো ইদানিং খুব ঝর হয়, এদেশে আগে হালকা বৃষ্টি সবসময় লেগে থাকতো কিন্তু ঝর হতে সেভাবে দেখা যেতোনা। হ্যা এবার অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে যেটা দিয়ে ডসিশন নিতে পরের বার সুবিধা হবে।😊
@@bgreenfamily দিন দিন তো সারা দুনিয়া তে আবহাওয়া পাগল পর্যায়ে চলে গেছে। কিছুই সময় মতো, নিয়ম মত হয় না। যারা মাঠে চাষ করে, এতো ফসল নষ্ট হয়, খুব কষ্ট লাগে। আপ্রাণ চেষ্টার পর তোমাদের কি কষ্ট হয়! যাক যা উপর ওয়ালার ইচ্ছা, সবাই ভালো থেকো 🙏❤️❤️❤️