#bhalobasarmorshum
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
- Welcome to our channel! In this video, we present "Bhalobasa Bhalobasa", a captivating story of love, passion, and the journey of two souls coming together. Join us as we dive deep into the enchanting world of emotions, where friendship blossoms into a beautiful love story. Watch as our talented cast brings this heartwarming narrative to life, evoking a range of emotions that will keep you engaged till the very end.
With riveting performances, picturesque locations, and soul-stirring music, "Bhalobasa Bhalobasa" is a must-watch for all romance enthusiasts. This mesmerizing film takes you on an unforgettable ride filled with laughter, tears, and moments that will tug at your heartstrings.
Explore the complexities of relationships, the power of love, and the importance of true companionship through the characters in "Bhalobasa Bhalobasa". Immerse yourself in this tale of love's triumphs and tribulations, beautifully portrayed by our talented actors and actresses.
Don't miss this beautiful love story that unfolds with surprises at every turn. Join us on this emotional rollercoaster that celebrates the magic of love. Subscribe to our channel to stay updated with more captivating content like this.
#BhalobasaBhalobasa #LoveAndRomance #HeartwarmingTale #SoulStirringFilm #RelationshipComplexities #TrueCompanionship #EmotionalRollercoaster #CaptivatingContent
#TH-cam #Video #Unveiling #BhalobasaBhalobasa #Heartwarming #Tale #LoveStory #RomanticMovie #BengaliMovie #IndianCinema #Drama #Family #Entertainment #Emotional #MustWatch #CinematicExperience #Storytelling #NewRelease #FeelGood #Inspiring #bhalobasarmorshum #E14
খুব ভালো লাগলো❤❤❤❤❤
খুবই সুন্দর ❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর গল্প ❤❤❤
অনেক ধন্যবাদ।
Khub valo laglo golpota ❤✨
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর খুব ভালো লাগলো গল্পটা।
দারুন গল্প
অনেক ধন্যবাদ আপনাকে।
Khub sundor laglo.....!
অনেক ধন্যবাদ আপনাকে।
Nice story..❤❤
Many many thanks
Khub sundor
অনেক ধন্যবাদ।
Darun laglo
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো
অনেক ধন্যবাদ আপনাকে।
Khub valo laglo ai rokom golpo I to amra chay❤
আপনারা চাইলে নিশ্চয়ই এ ধরনের গল্প আসবে আরো অনেক।
Khub valo laglo
অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো 🎉
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটা গল্প
অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে।
Valo laglo
অনেক ধন্যবাদ আপনাকে।
একজন সাইক্রেটিস্ট
সঠিক উত্তর।
আমি এক গৃহবধূ। বাড়িতে প্রায় একাই থাকি। সময় কাটানোর জন্য বাড়িতেই এক কুটির শিল্পের কাজ করি। হাতের কাজ আর আপনাদের গল্প। একঘেয়েমি সময় টা যে কখন আস্তে আস্তে কেটে যায় বুঝতেই পারি না। ধন্যবাদ আপনাদের সকল কে আমার একাকী সময়টার সাথে যুক্ত থাকার জন্য।
আপনারা যে ভালবাসার মরসুমকে এতটা কাছের করে রেখেছেন এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি।
রেডিও মিলন ও রেডিও মির্চি এর গল্প খুজতে খুজতে হঠাৎ করেই পেয়ে গিয়েছিলাম এই চ্যানেল টা। প্রথম বার ইগনোর করেছিলাম। বাট দ্বিতীয়বার একটা গল্প শুনেই ফেললাম।
কোচিং, backlogs, Peer pressure আর কোটার বহুতল হোস্টেলের একাকী কামরা এর মাঝে মঙ্গলবার টা কেমন প্রিয় হয়ে উঠেছে সেই থেকে ভালোবাসার মরশুম এর জন্য।
Thank you Team Bhalobasar Morshum
*Btw, অন্তরাদি এর গানের গলা কিন্তু দারুন।
তোমার কোটার প্রিপারেশন থেকে আইআইটির জার্নিটা আরো অনেক সহজ হয়ে উঠুক এই কামনাই করব। আর মোটেই ভেবোনা ওই একলা ঘর তোমার দেশ। এখন তো পুরো বিশ্ব টাই হাতের মুঠোয়। তাই ভালোবাসার মরশুমে সব সময় সঙ্গে থেকো। মন দিয়ে পড়াশোনা কর আর খুব ভালোভাবে নিজের লক্ষ্যে পৌঁছে যাও। অনেক শুভকামনা তোমার জন্য আর অনেক ধন্যবাদ।
@@bhalobasarmorshum thank you 😊
Most welcome 🤗
Onek sundor ❤ aj theke apnader notun srota 😊😊😊
আমাদের পরিবারে আপনাকেও স্বাগত। আমাদের এই ছোট্ট পরিবারে এমন অনেকগুলো গল্প রয়েছে সেগুলো শুনেও জানাবেন কিন্তু কেমন লাগলো। ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।
সাইক্রাটিস,,,আর একটা কথা এমন হাসব্যান পাওয়া যায় না খুবই সুন্দর লাগল
অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার উত্তরটা সঠিক।
Ai golper motoi sobar jibone abhiman, bhul bojhabujhi ai gulo khub taratari mitia gia, bhalobasar akti notun addhai suru hok❤❤, sobai tader nijeder bhalobhasa ke fire pai ar usno bondhone agle rakte pare, ai golpota aknonker society te r songe khub realistic❤❤, ai bhul bhajhobujhi r jonno koto gobhir bhalobasar somporko nosto hoa jache, ami chai tader akta kore Dr. Anupar Mukherjee asuk jate tarao tader bhalobasar khub taratari fite pai❤❤, ai sotti bhalobasar morshum a arokom akta golpo dewat jonno @bhalobasarmorshum gota team ke anek dhonobad janai😊😊❤❤.
একদম ঠিক বলেছেন স্নেহা। আসলে সবকিছুই ডিপেন্ড করছে আমাদের নিজেদের উপর। খুব ভালো লাগলো কমেন্ট করে। এভাবেই সঙ্গে থাকতে হবে কিন্তু।
Ami proti Tuesday te apekkha kore thaki golpo jonno r premiere ho bar songhe i sunte thaki, kintu sob somoi too oi akai somoi hoa othe na.. Ami college 3rd sem er chatri, tobe seidinei thik aktu somoi ber sune ni ❤❤🥰🥰 karon opekkha 🥰ta borou koster, ami chirokal i ai channel er sathei thakbo❤❤..
স্নেহা তোমাদের এই অ্যাপ্রিসিয়েশন আমাদের যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তোমাদের অপেক্ষা করাই কারণ চেষ্টা করি নতুন নতুন গল্প নিয়ে আসতে। জানো তো আমরা চেষ্টা করছি যদি ফেব্রুয়ারি মাস থেকে সপ্তাহে দুটো করে গল্প দেওয়া যায়। কেমন হবে বলতো? আর হ্যাঁ চেনা পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের চ্যানেলটা কিন্তু একটু শেয়ার করো তাহলে আমাদের চ্যানেলটাও একটু গ্রো করবে।
Just love it❤❤❤ 🥰🥰
❤❤❤❤
শব্দ নেই ধন্যবাদ দেওয়ার দারুন গল্প❤❤❤.....
আপনাদের এই কমেন্ট গুলো না আমাদেরকে নতুন নতুন কাজ করতে আরো উৎসাহ যোগায়। তাই ধন্যবাদ আমাদের নয় আপনারই প্রাপ্য। এভাবেই সঙ্গে থাকবেন।
Golpo ta sune khub valo laglo ❤ ajker golpo ta sune Amra atai bujhlam ja amader nijeder jonno amader modhur somporko ta ses hoye jai.... Amra aktu kotha bolar somoyer jonno opekkha korte korte kokhon ja sei somoy ta paria jai sata bujtei parina.... Er fola dujoner vul bojha bojhir srishti hoi..... Tai somoyer sathe sathei dujoner kotha boltata khub important 🙂.....
Thank you for bhalobasa morsum,
ঠিক বলেছেন কোয়েল। নিজেদের ভুল বোঝাবুঝির জন্যই সম্পর্ক গুলো নষ্ট হয়। খুব ভালো থাকবেন। আর ভালবাসার মরশুমের সঙ্গে থাকবেন।
@@bhalobasarmorshum akdom pase achi ar thakbo,agia jak bhalobasar morsum ❤️
অনেক ধন্যবাদ আপনাকে।
ডঃ অনুপম মানষিক ডাকতার ছিলেন আর গল্প টা খুব ই সুন্দর লাগলো
একদম ঠিক। অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো ❤️ keep going ❤️
অনেক ধন্যবাদ আপনাকে।
Opurbo sundor mishti golpo❤ ei jonno kichu hole Kotha bola khub khub dorkar kotha bolle onek bhulbhabna mite jaye..... sotti karer bhalobasa pawa jemon bhagyer bepar temon e pele take dhore rakhatao dorkar bhalobasa je pobitro❤
Khub bhalo laglo last e nijer comment sune Thanku so much❤😊
ভালোবাসার মানুষটা ভালো থাকুক এটা সব সময় আমাদের প্রার্থনা। খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। ভালো থাকবেন কিন্তু আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।
@@bhalobasarmorshum ami to sobsomoye tomader Sathe achi bolechi na ager din tomader channel onek onek boro hobe ekdin❤️ tomrao tomader bhalobashar manushtar sathe khub bhalo theko khub bhalo rekho....... onek bhalobasa roilo tomader jonno😊❤️
অনেক ধন্যবাদ আপনাকে।
আমি একজন স্বর্ণ অলঙ্কারের কারিগর। গল্প গুলো শুনতে শুনতে কাজ করতে বেশ লাগে। সত্যি বলতে ভালোবাসার মরশুমের গল্প গুলো এতো সুন্দর পরিবেশন করা হয়, যেনো কোনো অডিও শুনছি না, গল্পের ঘটনার ভিডিও দেখতে পায়।
আপনাদের এই মন্তব্যগুলো পেয়ে আমাদের এতই ভালো লাগে যে আমাদের নতুন নতুন কাজ করতে আরো অনেক উৎসাহ জাগে। আপনার কাজের সঙ্গী আমরা হতে পেরেছি এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। সঙ্গে থাকবেন কিন্তু এভাবেই। আর যারা পরিচিত পরিজন আছেন তাদেরকে অবশ্যই বলবেন আমাদের চ্যানেলটা যেন তারাও সাবস্ক্রাইব করেন। ছোট্ট চ্যানেল তো আপনাদের সমর্থন না পেলে এগোতে পারবো না।
হাতে চিমটি আর কানে হেডফোনে অডিও স্টোরি, কাজ করতে করতে কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারিনা।❤❤❤❤
আপনাদের এই কমেন্ট গুলো না আমাদের জন্য সত্যি সত্যিই এক একটা সোনার টুকরো। আপনারা স্বর্ণকার। আর আমরা আপনাদের কাজের ভার সামান্য লঘু করার চেষ্টা করছি যাতে আপনারা সত্যি সত্যিই আনন্দ পান। খুব ভালো লাগলো এমন একটা মূল্যবান কমেন্ট পেয়ে।
আজ ভালো লাগলো বলবো না। সুধু তোমাকে বলছি ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে কঠিন সমস্যা থেকে বের করার জন্য ধন্যবাদ তোমাকে ❤❤❤❤❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রইলাম আপনাদের কঠিন সময় পাশে থাকার জন্য সাধ্যমত চেষ্টা করতে। ভালো থাকবেন ভালবাসার মরশুমের সঙ্গে থাকবেন। আর সম্ভব হলে নিজেদের পরিচিত পরিজনদের মধ্যে আমাদের চ্যানেলটাকে একটু ছড়িয়ে দেবেন যাতে আমরাও গ্রো করতে পারি।
Khoob bhalo golpo hoyeche..... Ato sundor kore apnara narrate koren amra sotti ak ak bar confuse hoye jai tomar dui antora r pritam team ya real couple ki sundor dojone onscreen audio chemistry....
আপনাদেরই কমেন্ট গুলো দেখলে না আরো নতুন নতুন কাজ করার জন্য বড্ড উৎসাহ জাগে। এভাবেই পাশে থাকবেন অনেক ধন্যবাদ।
Golpo ta darun chilo❤❤, Dr. Anupam Mukherjee psychiatrist chilen.
আজ তুমি দশম সঠিক উত্তরদাতা
Bhalobasha sothik hole sob abiman vule jawa jai....karon seta opor pokkho k na bujhei kore feli amra,,
Tamon tai hoyeche ai golpo tai,,,
Je obhiman....dur hoye gelo....nimesher modheyi,,, atai to bhalobasha,,
Bhalobashar morshum ro onk agiye jak...amra achi sob somoi pase,,,onk bhalobasha ai channel take,,, khub valo Lage apnader golpo...jeta apnara sadharon jiboner story niye create koren. Onk onk ❤❤❤❤
একদম ঠিক বলেছেন। আমাদের একটু ভুল বোঝাবুঝি অনেক বড় দূরত্ব বাড়িয়ে দেয়। আপনাদেরই মন্তব্য গুলো আমাদের সত্যিই নতুন কাজ করতে উৎসাহ যোগায়। খুব ভালো থাকবেন আর ভালবাসার মোরসুমের সঙ্গে থাকবেন।
@@bhalobasarmorshum sob somoi pase achi....mon theke chai ai channel ta onk boro hok....onk onk bhalobasha ❤️
অনেক ধন্যবাদ আপনাকে।
গল্প খুব সুন্দর এবং বাস্তবের একটা গল্প। না গল্প বলা চলেনা একটা সুন্দর মুভি দেখলাম। ডা মুখাজী সাইকোআটিস ছিলেন ❤❤❤
আপনাদের এই কমেন্টগুলো আমাদের যে কত বড় প্রাপ্তি সেটা বলে বোঝাতে পারবো না। এভাবেই ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ উত্তরটাও একদম সঠিক।
Psychiatrist chilen doctor Anupam Mukharji... Darun story.. ❤❤
অষ্টম সঠিক উত্তর দাতা আপনি।
1 st time amar opkha sarthok 🎉🎉
এবার থেকে রোজ কিন্তু সাথে থাকতে হবে।
Sob somoy somoy hoi naa lokar kacha kaj kori to 😊
ডা অনুপম মুখাজি সাইএেটিসট ছিলেন গল্প টা অনেক সুন্দর হয়েছে 😊
আজ কিন্তু অনেক দেরি হলো উত্তর দিতে। আজ আপনি দশম সঠিক উত্তরদাতা।
অনেক ভালোবাসায় ভুল বোঝাবুঝি হতে পারে তবে উভয়ের উচিত দুজনে মিলে বসে সেই বিষয়ে কথা বলে ভুল ভাঙানোর তবেই পুনরায় মিলিত হবে দুটি মন।
এবং সকল ভালোবাসার মানুষের উচিত একে অপরকে বোঝার ও সময় দেওয়ার তবেই সেই। ভালোবাসা এক সুন্দর পূর্ণতা পাবে আর হয়ে থাকবে এক সুন্দর নিদর্শন ❤
গল্পটা অসাধারণ হয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প😊
একদম ঠিক বলেছেন আমাদের উচিত ভালোবাসার মানুষদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়া। আপনাদের এই মন্তব্য গুলো আমাদের নতুন কাজ করতে উৎসাহ যোগায়। সঙ্গে থাকবেন কিন্তু।
অনুপম মুখার্জি সাইকোআটির্স ছিলেন,গল্পটা অনেকে ভালো লাগলো,, ❤❤❤🥰
এইতো আজ আপনি চতুর্থ সঠিক উত্তরদাতা।
আমি ও❤❤
ডঃ অনুপম মুখার্জী ছিলেন একজন সাইক্রেটিস্ট।
একদম ঠিক।আজ আপনি সঠিক উত্তরদাতা।
অসংখ্য ধন্যবাদ আপনাদের টিমকে এতো সুন্দর একটি বাস্তব জীবনের গল্প পরিচালিত করার জন্য 🙏🏼🙏🏼
অনেক ধন্যবাদ আপনাকেও।
Upnader background music ar links ta pls upnader comment box a diye deben
কেন বলুন তো?
Psychiatrist chilo , gift of Magi concept ta jato Tai purono hok , jekono poristhite Amara Bhebe ba kore thaki , amader bhalobasar joner proti, setai to bhalobasa, amara mone kori amra bujhechi amar bhalobasar Jon ki chay, kintu eta khayal rakhi na tara amar theke ki chay
একদম ঠিক। ভালো থাকবেন। আর ভালবাসার মরশুমের গল্প শুনতে থাকবেন।
Khud valo
অনেক ধন্যবাদ আপনাকে।
psychiatrist doctor chilan Anupam Mukherjee
একদম ঠিক উত্তর। আপনি দ্বিতীয় আজ।আপনার নাম টা অবশ্যই জানাবেন। পরের দিন ঘোষণা করা হবে।
Biswajit patra
গল্পটা সত্যি অসাধারণ হয়েছে, কিন্তু গল্প আর বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, গল্পের মত যদি বাস্তব জীবনটা হতো তাহলে অনেক সুন্দর হতো,যাই হোক আপনাদের উপস্থাপনা বেশ ভালো লাগলো,আশা করছি আপনাদের আগামী উপস্থাপনা আরো ভালো হবে, আরো এগিয়ে যাওয়ার শুভকামনা রইল,আপনাদের আগামী পথ শুভ হোক ❤❤
অনেক ধন্যবাদ আপনাকে।
Psychiatrist
আপনি আজ ষষ্ঠ সঠিক উত্তর দাতা।
গল্পটা সত্যি খুব দারুণ❤❤ Dr. Anupam Mukherjee Psychiatrists ছিলেন
আপনি আজ পঞ্চম সঠিক উত্তরদাতা।
গল্পের সবটাই ভালো। কিন্ত পুরুষ কন্ঠস্বর টা পুরো নেকা নেকা মতন । একটু অন্যরকম হলে ভালো হতো 😮
আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ।
Psychiatrist doctor
আজ আপনি সপ্তম সঠিক উত্তর দাতা।
Dr Anupam mukharji chilen psychiatrist.
আপনি তৃতীয় সঠিক উত্তরদাতা।
@@bhalobasarmorshum ❤️❤️
Psychiatrist
আজ আপনি নবম সঠিক উত্তরদাতা।
Psychiatrist
Psychiatrist
একদম ঠিক উত্তর।