বাপরে বাপ এতো অসাধারণ লেখা❤। একদিনে পুরো গল্পটা শুনলাম। আলেকজান্ডার দুমা এতো বড়ো মাপের লেখক তাকে প্রনাম করা ছাড়া কিই বা করি!! 🙏🏼এতোগুলো চরিত্রকে নিয়ে উনি নিখুঁত ভাবে খেলা করেন। আর টিম সানডে সাসপেন্সের উপস্থাপন গল্পকে একটা আলাদা মাত্রা দেয়। তাদের প্রতিভা বলে ষোলো আনা পূর্ণ হয় যেন❤🙏🏼🤍। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আমি একজন ইতিহাসের উচ্চশিক্ষা প্রাপ্ত ছাত্র, ডিউক অফ অর্লিয়ানস ফিলিপ, এবং রাজা চতুর্দশ লুই এর কাহিনী, ফরাসি বিপ্লব, ব্যস্তিল দুর্গের পতন, গভীরভাবে অধ্যয়ন করেছি। কিন্তু এরকম রোমহর্ষক উত্তেজনা আর স্নায়ুর ওপর চাপ কখনো অনুভব করিনি। মিরদাকে অসংখ্য ধন্যবাদ, ইতিহাসকে মানুষের সামনে জীবন্তভাবে উপস্থাপনের জন্য।
Thik ache tobe Dip joto ta kacher, Mir o tototai kacher... Amra aro bhalo kichu pabo ba pacchi already.... mir er thek is doing good.... baki sunday suspense is emotion... oi awaz ta sunday suspense... choto theke Boro hoe gelam sunte sunte... 😂
শ্রোতাভক্তদের মনের কথা পড়ে ফেলার ক্ষমতাটা বোধহয় শুধু টিম মির্চির পক্ষেই ধারণ করা সম্ভব। দীর্ঘ ৬ ঘণ্টার এই complete saga র জন্য গত সপ্তাহ থেকেই অপেক্ষা করছিলাম। 💙💚🧡♥️💛
The Three Musketeers , the man in the iron marks আর, the count of Monty Cristo, এই গল্পগুলি যতবারই শুনি ততই যেন আরো নতুন করে অনুভূতি করতে পারি ,তাই আজকে আবার শুনে নিলাম the man in the iron marks, আশা করব এরকম ভালো গল্প যেন আরো শুনতে পাই.❤❤❤
এই ঐতিহাসিক কালজয়ী চরিত্র গুলি এক এবং একমাত্র গৌরব চক্রবর্তী ই পারেন রন্ধ্রে রন্ধ্রে তার ছাপ ছেড়ে যেতে।। কি অসম্ভব সুন্দর তার বাচনভঙ্গি।। ❤❤ অসম্ভব শান্ত ভঙ্গিতে ,দৃড় অথচ এত গভীর ভাবে মনকে ছুঁয়ে যাওয়ার মত কন্ঠ ❤️❤️ অনন্য অনবদ্য প্রাপ্তি 😍😍
এই একজন ই hero আর villen এর dauble রোল করেছেন সেটা গল্পে বোঝাই যাচ্ছিল না,লুই কে মনে হচ্ছিল এতো শয়তান ও মানুষ হয়?আর Philip কে শোনার পর মনে হচ্ছিল এতো ভালো মানুষ হয়?
শেষেরটুকু একদম হৃদয় ছিঁড়ে গেলো! জাস্ট অনবদ্য। মহাকালের হাত ধরে চলতে থাকুক "সানডে সাসপেন্স"। ওহ শুধু প্রশংসা করতে ইচ্ছে করছে। ধন্যবাদ আলেকজান্ডার ডুমা।
আলেকজান্ডার দূমার গল্লে কি নেই!! Adventure, action, politics, romance, emotion... এমন লেখকের গল্প আমরা পড়ি নি, এটাই অবাক!! এই লেখকের সত্যি।ভক্ত হয়ে গেলাম। তার সাথে mirchi টিমের অতুলনীয় উপস্থাপনা। ❤❤❤❤
কতজন ই বা এই গল্প গুলো পড়েছে বা কোথাও শুনেছে,, সান্ডে সাসপেন্স না থাকলে এই বিশ্ব বিখ্যাত গল্প গুলো হয়তো না শোনাই বা অজানা থেকে যেত 🌻🌚✨ Love you mirchi Sunday suspense team ❤❤
গৌরব চক্রবর্তীর গল্পপাঠ মুগ্ধতা ছড়িয়েছে। এই গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রনীতি, সন্তানস্নেহ, প্রতিশোধ এবং আরো অনেক কিছু। আর মনে পড়ছে সেই বিখ্যাত লাইন: "One For All and All for One!!"
মাঝে মাঝে রক্ত গরম হয়ে যায়, আবার কখনো গাল বেয়ে নোনাজল নেমে আসে চোখ থেকে। আবার কখনোবা প্রচন্ড উত্তেজনায় ফেটে পড়ার অবস্থা হয়...!!!! এরকম শত অনুভূতির মধ্য দিয়ে শেষ করলাম মাস্কেটিয়ার দের শেষ জীবন পর্যন্ত🥹🖤 আমি এদের প্রেমে, বিশেষ করে ডাটানিয়্যন এর প্রেমে পড়ে গেছি❤
সবমিলিয়ে অসাধারণ বললেও কম বলা হবে। সমগ্র Mirchi Team কে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর ভাবে গল্প বলার এবং এত সুন্দর গল্প বেছে নেওয়ার জন্য। ❤❤❤ ছোটবেলায় ইতিহাস পড়তে ভীষণ বাজে লাগত। কিন্তু এখন ইতিহাসের প্রতি ভালবাসা এবং ঐতিহাসিক গল্পের প্রতি ভালবাসা শুধুমাত্র Mirchi Team এর জন্য। "Thank you" again . সাথে অনেক অনেক ভালবাসা ❤❤❤
Having undergone eye surgery last to last week, I have started listening to Sunday Suspense ,as I'm unable to watch tv or phn (before that I had heard it only twice or thrice🤦♀️🤦♀️) , now Sunday Suspense has become my newfound addiction.........and this Gentleman Gaurav Chakrabarty , from Pradipto in Gaaner Oparey to Laptop to Byomkesh to Monte Cristo to Athos to Louis XIV/ Philip.......Ek hi Dil kitne baar jeetoge!!! ❤❤❤
এরপর Alexander Duma er The Black Tulip ar Captain Pamphille হলে খুব ভালো হয়। আশা করি team mirchi সেইটারো ব্যবস্থাপনা করবে আমাদের মত অপেক্ষারত আগ্রহী শ্রোতাদের জন্য। সবশেষে team mirchi ke amader sokoler torof theke onek onek ভালোবাসা জানাই।
ভবিষ্যতেও আমরা "Alexander Dumas" এর আরো গল্পঃ চাই ! 🖤🥺 1. Count of monte Cristo 2. The Three Musketeers 3. The iron musk . . .বাকি গূলোর জন্য অপেক্ষা সইছে না !
Sob Story guloi jodi pore ai bhave AK SONGE PURO ta repeat telecast hoy.... ta hola khub bhalo hobe. Thanks to Team Sunday Suspense for Uploading the Complete Story in a Single Episode ❤🙏
ঠিক কতটা অসাধারণ বললে এ গল্পের অসাধারণত্যকে ব্যাখ্যা করা যায় তা বলতে পারবো না। Three Musketeers ২ বছর আগে শুনেছিলাম কিন্তু শুধু মনে হচ্ছিল আরও একটু বাকি রয়ে গেল, মনের কোথায় যেন মুগ্ধতার অভাব ছিল,,,,, সেই অভাব টুকু iron mask আজ পুর্ণ করলো। মুগ্ধ হলাম সাথে চোখে জলও আসলো বন্ধুত্বের এক অপুর্ব বন্ধনে🫂 one for all,,,, all for one
আগের সপ্তাহে গল্পটি শোনা শেষ করে বলেছিলাম খুব তাড়াতাড়ি গল্পটির complete saga চাই । আর এই সপ্তাহেই mirchi bangla complete saga দিয়ে দিল 😍😍 আর কি চাই❤❤
01:05:03 🔥 "সব ইতিহাস বইতে লেখা থাকে না, যেটুকু ক্ষমতায় থাকা লোকেরা মানুষকে জানতে দেয় ঠিক সেইটুকু-ই থাকে! বাকীটা সত্যি হলেও গল্প হয়ে হাওয়ায় মিলিয়ে যায়!"
অসাধারণ ভাবে শেষ হলো গল্প টা। একটা একটা করে জট খুলে সুন্দর ভাবে সাজানো হয়েছে গল্প টি কে।টিম মির্চি কে অসংখ্য ধন্যবাদ এরকম উপস্থাপনার জন্য। ❤❤এরকম আরো এডভেঞ্চার এর অপেক্ষায় রইলাম ❤
এই জন্যই Sunday Suspense is the best.... আনন্দ, দুঃখ, ভয়, উত্তেজনা, রহস্য এবং শেষ পর্যন্ত চোখের জল সব কিছু আনিয়ে ছেড়েছে। উফ্ এই চক্করে একটা গোটা রাতের ঘুম ছুটিয়ে শুনেছি। কোনো মন্তব্য ই যথেষ্ট নয়।
The Musketeers Complete Saga by Alexandre Dumas: - [1] The Three Musketeers (1625-28) - [2] Twenty Years After (1648-49) - [3] The Vicomte de Bragelonne (1660) - [3.1] Ten Years Later (1660-1661) - [3.2] Louise de la Valliere (1661) - [3.3] The Man in the Iron Mask (1661-1673) The major part of the first novel has been covered as “The Three Musketeers” by Sunday Suspense. The rest of the two major novels and the sub novels have been covered brilliantly together by Rajarshi Gupta and presented in Sunday Suspense as “The Man in the Iron Mask” সানডে সাসপেন্স কে এবং বিশেষ করে রাজর্ষি গুপ্তকে অনেক ধন্যবাদ এই পুরো ঐতিহাসিক উপন্যাসটাকে এরকম সুন্দর ভাবে অনুবাদ করে একসাথে প্রকাশ করার জন্য।
গায়ে কাঁটা দেওয়ার মত একটা স্টোরি। কি অসাধারণ লেখকের কলমের ক্ষমতা😮। চোখের সামনে যেনো ঘটনা গুলো দেখতে পাচ্ছিলাম। আর অভিনয় উফফ ভাষায় বর্ণনা করার সাধ্য আমার নেই। অনেক ধন্যবাদ রেডিও মির্চি র প্রতি টি মানুষ কে এমন একটা উপহার দেয়ার জন্য 🙏🙏🙏🙏
আমার শোনা প্রিয় গল্পঃ 1) Iron mask❤ 2) Dracula❤ 3) count of monte cristo❤ 4) 3muskreteers❤ 5)Sherlok holmes❤ আর, ❤তারানাথ ত্রানতিক❤, আরো এই রকম গল্প দাউ MIRCHE❤❤
আলেকজান্ডার দূমার গল্লে কি নেই!! Adventure, action, politics, romance, emotion... এমন লেখকের গল্প আমরা পড়ি নি, এটাই অবাক!! এই লেখকের সত্যি।ভক্ত হয়ে গেলাম। তার সাথে mirchi টিমের অতুলনীয় উপস্থাপনা। ❤❤❤❤
আবারো ধন্যবাদ টিম Sunday Suspense.... কে.. গল্প নয় পুরো চলচ্চিত্র টা দেখলাম চোখ বন্ধ করে... বেঁচে থাকার জন্য অক্সিজেন আর ভালো থাকার জন্য Sunday Suspense.. One For All... All For One... ❤️
এক কথায় অনবদ্য কোনো প্রসংশা এই যথেষ্ট নয়....সবাই এত সুন্দর চরিত্র গুলোর সঙ্গে মিশে গেছে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না...এই গল্পগুলো ছোটবেলায় অনেক পড়েছিলাম, তখন একরকম লেগেছিলো এখন সম্পুর্ন অন্য মাত্রায় অনুভব করলাম.....খুব ভালো লাগলো মনে হলো চোখের সামনে ঘটনা গুলো ঘটে যাচ্ছে...সবার কন্ঠাভিনয়ে অসাধারণ...
দারুন, অনবদ্য, ধন্যবাদ Team Sunday suspense কে The Count Of Monte Cristo,The Three Musketeers, The man in the iron mask এর মতো কালজয়ী গল্প পরিবেশনার জন্য ।
সেরার সেরা গল্পঃ, রেডিও মিরচি কে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গল্পঃ উপস্থাপনা করার জন্য, গল্পের শেষে পর্থোস ওর এথোস এর মৃত্যুতে চোখে জল এসেছে, এত ভালো গল্পঃ আগে শুনিনি, অনবদ্য, অতুলনীয়। ❤❤❤ কাউন্ট মন্টিক্রিস্ত থেকে আজকের দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক এর গৌরব চক্রবর্তী ,আপনার ভয়েস সেরার সেরা❤❤
Onek boro bole etodin sona hoye otheni tobe sesh mesh sunei nilam😅 Oshadharon laglo❤😍kichu kichu golpo ba uponyas etotai bhalo lage je bhasay bojhano jaina... Sudhu etai bolbo the three musketeers er moto durdanto uponyas er jothajoto sequel the man in the iron mask❤ Sunte sunte the three musketeers uponyas er onek smriti mone aschilo Alexandre dumas er lekhoni ar rajarshi sirer anubad er bhokto hoe gechi😇... Gourav dada duto biporit character e soman bhabe onoboddo 💞💥 Bar bar dadar performance mon jite nicche..😍😍 Ar baki sobar alada kore ki prosongsha korbo...sob prosongshai kom porbe🙌 Biswasahityer uponyas er moto bangla sahityer kono uponyas eo konodin jodi dada er voice sunte pai khub khusi hobo😊
এক অসাধরণ উপস্থাপনা, আলেকজান্ডার দুমা বিশ্ব সাহিত্যের এক কিংবদন্তী,তার প্রতিটা গল্পঃ সোনার পর এক অন্য দুনিয়ায় হারিয়ে যাই,টীম মির্চি কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গল্পটাকে আমাদের কাছে তুলে ধরার জন্য,আমরা আসা করবো ভবিষ্যতে আমরা আরো এই ধরনের গল্পঃ উপহার পাবো আপনাদের থেকে❤...."ONE FOR ALL AND ALL FOR ONE"
এক কথায় অনবদ্য বললেও অনেক অনেক কম বলা হবে। কিছু Comment করার মতো ভাষা আমার diction এ নেই । ❤❤❤❤❤❤❤❤ অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে গল্পটা উপস্থাপন করার জন্য। বাংলা সাহিত্যকে এত জীবন্ত করে তোলার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।।
অসাধারণ,অনবদ্য,অতুলনীয়...3 musketeers আর এই golpo ta না শুনলে জীবন অপূর্ণ...count of monte cristo শোনার পর Alexander Duma কে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Gaurav Chakraborty প্রতিটি গল্পের সেই চরিত্র টা হয়ে ওঠার ক্ষমতা রাখেন ❤❤❤
THE COUNT OF MONTE CRISTO -র Edmond Dantés থেকে শুরু করে THE THREE MUSKETEERS -র Athos এবং THE MAN IN THE IRON MASK -এ Louis/philippe এর চরিত্রে গৌরব চক্রবর্তী -র কন্ঠের প্রেমে পরে গেছি ❤️❤️
A whole bunch of thanks to team Mirchi Bangla for fulfilling my wish of listening to this particular story and also for hearing the desires of your audiences and loving them so much. I know that thankx is a very tiny or small word to express my feelings and gratitude towards the entire team of Sunday Suspense still once again thank you a lot Sunday Suspense and All the Best Mirchi Bangla. ❤️🧡💛💚💙💜🤎🖤🤍♥️
মনের ভাব প্রকাশ করার মত ভাষা নেই । টিম সানডে সাসপেন্স বেতার নাট্য নির্মাণে বিশ্ব সেরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই আর। গৌরব চক্রবর্তীর সবচেয়ে সেরা পারফরম্যান্স মনে হয় এটাই। এতটা নৈপুণ্য দেখতে পেলাম আজ, কাউন্ট অফ মন্টে ক্রিস্টোই এতদিন ওনার বেস্ট মনে হতো। আজ সে মত বদলাছি ।
লাস্ট মোমেন্টে চোখে জল এসে গেল কেন লেখ কেমন হাসি দিয়ে শেষ করতে পারলেন না শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা আর হোটেল স্মৃতি যে স্মৃতি মানুষকে তাড়িয়ে বেড়ায় সারা জীবন ভর মৃত্যু পর্যন্ত
This audio story is another gem to me after ' Tumi Sandhyaro megh'. I got hooked on Gourav Chakrabarty 's voice ! Everyone's Hard work really pays off. Looking forward to more Awesome works. Hope I'll get to listen more Gaurav chakrabarty's voice in future.😊
অনন্যসাধারণ, অনবদ্য production!! যেমন performance সেরকম সুন্দর অনুবাদ! যে পারদর্শিতার সাথে Mirchi radio all time classics গুলো কে represent করছে, তাতে Deep দার কণ্ঠে introduction টি একটু change করে 'বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প...' দিয়ে শুরু করা suggest করছি.... I think you've earned it! Respect!!! ❤
Ajibon kal.. grismo hok ba borsha Sunday suspense e vorsha🙏🙏 Anil Bhoumik er Francis Samagra series gulo anle khub valo hoy . Chotobelay portam khub valo lagto.. ❤❤❤ apnader golper choice gulo sottie valo ...😊
Durdanto poribeshon, jibonto itihash upobhog korlam ❤. Kintu ektai akhhep roye gelo. Twenty years after and Viscomt of bragelone ei duto alada bhabe uposthapon kora hole better hoto. Onek interesting plot points bad gechey. Raul er itihash, Milady r legacy egulo ke arektu explore kora jeto. Nonetheless, Team Mirchi ke sadhubad janai ek legendary uposthapona r jonno. ❤
"ভয়ের সামনে নির্ভয়ে দাঁড়াও দেখবে, ভয়-ই তোমাকে ভয় পাচ্ছে।"
উফফফ প্রতিটা মুহূর্তে রোমাঞ্চ।।❤❤
বাপরে বাপ এতো অসাধারণ লেখা❤। একদিনে পুরো গল্পটা শুনলাম। আলেকজান্ডার দুমা এতো বড়ো মাপের লেখক তাকে প্রনাম করা ছাড়া কিই বা করি!! 🙏🏼এতোগুলো চরিত্রকে নিয়ে উনি নিখুঁত ভাবে খেলা করেন। আর টিম সানডে সাসপেন্সের উপস্থাপন গল্পকে একটা আলাদা মাত্রা দেয়। তাদের প্রতিভা বলে ষোলো আনা পূর্ণ হয় যেন❤🙏🏼🤍।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আমি একজন ইতিহাসের উচ্চশিক্ষা প্রাপ্ত ছাত্র, ডিউক অফ অর্লিয়ানস ফিলিপ, এবং রাজা চতুর্দশ লুই এর কাহিনী, ফরাসি বিপ্লব, ব্যস্তিল দুর্গের পতন, গভীরভাবে অধ্যয়ন করেছি। কিন্তু এরকম রোমহর্ষক উত্তেজনা আর স্নায়ুর ওপর চাপ কখনো অনুভব করিনি। মিরদাকে অসংখ্য ধন্যবাদ, ইতিহাসকে মানুষের সামনে জীবন্তভাবে উপস্থাপনের জন্য।
মির তো মির্চিতে আর নেই।দীপ দা পরিচালনা করেছে পর্বটি
এখানে মীর বাবুর কোনো ভূমিকা নেই।
উনি আর Sunday Suspense এর সাথে যুক্ত নন।
Thik ache tobe Dip joto ta kacher, Mir o tototai kacher... Amra aro bhalo kichu pabo ba pacchi already.... mir er thek is doing good.... baki sunday suspense is emotion... oi awaz ta sunday suspense... choto theke Boro hoe gelam sunte sunte... 😂
Alexander Dumas =(Politics + adventure + thelrill+ action + love + emotions)
all in one.
গৌরব চক্রবর্তী না এখন গুরুদেব চক্রবর্তী হয়ে গেছে 😍❤
সেই দ্য কাউন্ট অফ মন্টিক্রিস্টো থেকে শুরু হয়েছিল 🔥🔥❤ দুর্দান্ত অভিনয় অনবদ্য কন্ঠস্বর 😌❤...
A Special Voice For Special Stories ❤️❤️
*দার্জিলিং জমজমাট* এ প্রথমবার এসেছিলো।
@@garhwalinmyvains7494ঠিক
@@garhwalinmyvains7494iilwiwiwfufgwyffisd
@@garhwalinmyvains7494thik bolechen❤
শ্রোতাভক্তদের মনের কথা পড়ে ফেলার ক্ষমতাটা বোধহয় শুধু টিম মির্চির পক্ষেই ধারণ করা সম্ভব। দীর্ঘ ৬ ঘণ্টার এই complete saga র জন্য গত সপ্তাহ থেকেই অপেক্ষা করছিলাম। 💙💚🧡♥️💛
একদম
😂😂😮😂😮😂😮😮😮, ., 😄😄😄😍😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
The Three Musketeers , the man in the iron marks আর, the count of Monty Cristo, এই গল্পগুলি যতবারই শুনি ততই যেন আরো নতুন করে অনুভূতি করতে পারি ,তাই আজকে আবার শুনে নিলাম the man in the iron marks, আশা করব এরকম ভালো গল্প যেন আরো শুনতে পাই.❤❤❤
" Ami Porthos.. , Ami porthos
Amake atkabi tora , Ato khomota toder " - asadharon lagche 🥺🥺♥️
5:44:37
..
.
😢😢😢😢
এই ঐতিহাসিক কালজয়ী চরিত্র গুলি এক এবং একমাত্র গৌরব চক্রবর্তী ই পারেন রন্ধ্রে রন্ধ্রে তার ছাপ ছেড়ে যেতে।। কি অসম্ভব সুন্দর তার বাচনভঙ্গি।। ❤❤ অসম্ভব শান্ত ভঙ্গিতে ,দৃড় অথচ এত গভীর ভাবে মনকে ছুঁয়ে যাওয়ার মত কন্ঠ ❤️❤️ অনন্য অনবদ্য প্রাপ্তি 😍😍
এই একজন ই hero আর villen এর dauble রোল করেছেন সেটা গল্পে বোঝাই যাচ্ছিল না,লুই কে মনে হচ্ছিল এতো শয়তান ও মানুষ হয়?আর Philip কে শোনার পর মনে হচ্ছিল এতো ভালো মানুষ হয়?
শেষেরটুকু একদম হৃদয় ছিঁড়ে গেলো! জাস্ট অনবদ্য। মহাকালের হাত ধরে চলতে থাকুক "সানডে সাসপেন্স"। ওহ শুধু প্রশংসা করতে ইচ্ছে করছে। ধন্যবাদ আলেকজান্ডার ডুমা।
😊
সবলেখা ইতিহাস বইয়ে থাকেনা যেটুকু ক্ষমতায় থাকা লোকেরা মানুষকে জানতে দেয় ঠিক সেই টুকুই থাকে--- এই লাইনটি সত্যিই অসাধারণ 👍
একদমই তাই।
Mm,
আলেকজান্ডার দূমার গল্লে কি নেই!! Adventure, action, politics, romance, emotion... এমন লেখকের গল্প আমরা পড়ি নি, এটাই অবাক!! এই লেখকের সত্যি।ভক্ত হয়ে গেলাম। তার সাথে mirchi টিমের অতুলনীয় উপস্থাপনা। ❤❤❤❤
⁹
Îÿ4į. কেও কী এটা type করবেন ?🎉🎉
@@sanavkids4790 Îÿ4į
এটা আসল গল্প নয়। রেডিও মির্চি নিজের মত করে গল্প বানিয়েছে।
এটা আসল গল্প নয়। রেডিও মির্চি নিজের মত করে গল্প বানিয়েছে।
কতজন ই বা এই গল্প গুলো পড়েছে বা কোথাও শুনেছে,, সান্ডে সাসপেন্স না থাকলে এই বিশ্ব বিখ্যাত গল্প গুলো হয়তো না শোনাই বা অজানা থেকে যেত 🌻🌚✨
Love you mirchi Sunday suspense team ❤❤
Akdom
গৌরব চক্রবর্তীর গল্পপাঠ মুগ্ধতা ছড়িয়েছে। এই গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রনীতি, সন্তানস্নেহ, প্রতিশোধ এবং আরো অনেক কিছু।
আর মনে পড়ছে সেই বিখ্যাত লাইন:
"One For All and All for One!!"
শুনে হতবাক হলাম। One of the finest stories 🙏❤️ ইতিহাস অবিকৃত রেখেও এই রকম রোমাঞ্চ আর অমীমাংসিত একটা ধোঁয়া থেকে গেল।অসাধারণ
মাঝে মাঝে রক্ত গরম হয়ে যায়, আবার কখনো গাল বেয়ে নোনাজল নেমে আসে চোখ থেকে। আবার কখনোবা প্রচন্ড উত্তেজনায় ফেটে পড়ার অবস্থা হয়...!!!!
এরকম শত অনুভূতির মধ্য দিয়ে শেষ করলাম মাস্কেটিয়ার দের শেষ জীবন পর্যন্ত🥹🖤
আমি এদের প্রেমে, বিশেষ করে ডাটানিয়্যন এর প্রেমে পড়ে গেছি❤
সবমিলিয়ে অসাধারণ বললেও কম বলা হবে। সমগ্র Mirchi Team কে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর ভাবে গল্প বলার এবং এত সুন্দর গল্প বেছে নেওয়ার জন্য। ❤❤❤
ছোটবেলায় ইতিহাস পড়তে ভীষণ বাজে লাগত। কিন্তু এখন ইতিহাসের প্রতি ভালবাসা এবং ঐতিহাসিক গল্পের প্রতি ভালবাসা শুধুমাত্র Mirchi Team এর জন্য। "Thank you" again . সাথে অনেক অনেক ভালবাসা ❤❤❤
Having undergone eye surgery last to last week, I have started listening to Sunday Suspense ,as I'm unable to watch tv or phn (before that I had heard it only twice or thrice🤦♀️🤦♀️) , now Sunday Suspense has become my newfound addiction.........and this Gentleman Gaurav Chakrabarty , from Pradipto in Gaaner Oparey to Laptop to Byomkesh to Monte Cristo to Athos to Louis XIV/ Philip.......Ek hi Dil kitne baar jeetoge!!! ❤❤❤
এরপর Alexander Duma er The Black Tulip ar Captain Pamphille হলে খুব ভালো হয়। আশা করি team mirchi সেইটারো ব্যবস্থাপনা করবে আমাদের মত অপেক্ষারত আগ্রহী শ্রোতাদের জন্য।
সবশেষে team mirchi ke amader sokoler torof theke onek onek ভালোবাসা জানাই।
যদি বেচে থাকি শেষ বয়সে ও গিয়ে বলবো এক সময় উপন্যাস শুনেছিলাম রাজা লুই এর গল্প ফ্রান্সের গল্প 🌸
অসাধারণ গল্প সঙ্গে অসাধারণ উপস্থাপনা........প্রতিটা চরিত্র অসাধারণ.......গৌরব কে যতই ভাল বলি না কেন কম বলা হবে। আথোস ও লুইস ও মনে বেশ দাগ কেটেছেন.
"One for all , All for one" আবারও। কল্পনার চরিত্র গুলোকেও কি অসম্ভব শ্রদ্ধা ও সম্মান করতে ইচ্ছে করে!! অসাধারণ এই গল্প ও তার লেখক 🙏♥️
Choritrogulo kalponik na
Ashole kichu character Jemon d'Artagnan aar Athos egulo fictional. Kichu kichu ashol jemon louis xiv , Nicolaus Fouquét, Jean-Baptiste Colbert . Bolte gele eta ekta historical fiction novel. Shotyi awesome ❤
Ki re 😅
ভবিষ্যতেও আমরা "Alexander Dumas" এর আরো গল্পঃ চাই ! 🖤🥺
1. Count of monte Cristo
2. The Three Musketeers
3. The iron musk
.
.
.বাকি গূলোর জন্য অপেক্ষা সইছে না !
Sottie tai
এটার আগে *Twenty Years After* করলে ক্রমটা ঠিক থাকতো। সব মিলিয়ে Diarthaghana Romance Series.
D'Artagnan . Jodio pronunciation Dartanian
@@ikay1966 ফরাসি ভাষা সাংঘাতিক 😊😊
Dracula o enar i lekha❤
যে ভয় পায় ভয় কে জয় করার ক্ষমতা ও তারই থাকে.....what a story,what a creator....Alexandre Dumas the legend 🙏🏻🙏🏻
Sob Story guloi jodi pore ai bhave AK SONGE PURO ta repeat telecast hoy.... ta hola khub bhalo hobe. Thanks to Team Sunday Suspense for Uploading the Complete Story in a Single Episode ❤🙏
ঠিক কতটা অসাধারণ বললে এ গল্পের অসাধারণত্যকে ব্যাখ্যা করা যায়
তা বলতে পারবো না।
Three Musketeers
২ বছর আগে শুনেছিলাম কিন্তু শুধু
মনে হচ্ছিল আরও একটু বাকি রয়ে গেল, মনের কোথায় যেন মুগ্ধতার অভাব ছিল,,,,, সেই অভাব টুকু iron mask আজ পুর্ণ করলো।
মুগ্ধ হলাম সাথে চোখে জলও আসলো বন্ধুত্বের এক অপুর্ব বন্ধনে🫂 one for all,,,, all for one
শুধু নামগুলি বাদ দিলে এত সুন্দর অনুবাদ যা বাঙালি আবেগকে সম্পুর্ন ধারণ করেছে। আপনাকে ধন্যবাদ। রেডিও মিরচি যথার্থ মানুষটিকেই অনুবাদের দায়িত্ব দিয়েছে। ❤❤
আগের সপ্তাহে গল্পটি শোনা শেষ করে বলেছিলাম খুব তাড়াতাড়ি গল্পটির complete saga চাই । আর এই সপ্তাহেই mirchi bangla complete saga দিয়ে দিল 😍😍 আর কি চাই❤❤
Sattie ami obak holam, ki kore janlen
"...যে ভয় পায় ভয় কে জয় করার ক্ষমতা তারই থাকে..."
লাইন টা দারুন সুন্দর
01:05:03 🔥
"সব ইতিহাস বইতে লেখা থাকে না,
যেটুকু ক্ষমতায় থাকা লোকেরা মানুষকে
জানতে দেয় ঠিক সেইটুকু-ই থাকে!
বাকীটা সত্যি হলেও
গল্প হয়ে হাওয়ায় মিলিয়ে যায়!"
এই Complete Saga টাই ভালো লাগে, part by part শোনার থেকে। টিম সানডে সাসপেন্স কে ধন্যবাদ এই complete saga প্রকাশ করতে জন্য।
Ekdm ... Part part sune feel pelam nah 😢😢😢😢
Ekdom Complete saga tai valo lage 🎉
হান্টিং হাউজের সেই যুদ্ধের মুহূর্তটা এতো সুন্দর করে উপস্থাপন করেছেন যে সেসময় লোম দাঁড়িয়ে গিয়েছে
অসাধারণ ভাবে শেষ হলো গল্প টা। একটা একটা করে জট খুলে সুন্দর ভাবে সাজানো হয়েছে গল্প টি কে।টিম মির্চি কে অসংখ্য ধন্যবাদ এরকম উপস্থাপনার জন্য। ❤❤এরকম আরো এডভেঞ্চার এর অপেক্ষায় রইলাম ❤
এই জন্যই Sunday Suspense is the best.... আনন্দ, দুঃখ, ভয়, উত্তেজনা, রহস্য এবং শেষ পর্যন্ত চোখের জল সব কিছু আনিয়ে ছেড়েছে। উফ্ এই চক্করে একটা গোটা রাতের ঘুম ছুটিয়ে শুনেছি। কোনো মন্তব্য ই যথেষ্ট নয়।
Same here
The Musketeers Complete Saga by Alexandre Dumas:
- [1] The Three Musketeers (1625-28)
- [2] Twenty Years After (1648-49)
- [3] The Vicomte de Bragelonne (1660)
- [3.1] Ten Years Later (1660-1661)
- [3.2] Louise de la Valliere (1661)
- [3.3] The Man in the Iron Mask (1661-1673)
The major part of the first novel has been covered as “The Three Musketeers” by Sunday Suspense.
The rest of the two major novels and the sub novels have been covered brilliantly together by Rajarshi Gupta and presented in Sunday Suspense as “The Man in the Iron Mask”
সানডে সাসপেন্স কে এবং বিশেষ করে রাজর্ষি গুপ্তকে অনেক ধন্যবাদ এই পুরো ঐতিহাসিক উপন্যাসটাকে এরকম সুন্দর ভাবে অনুবাদ করে একসাথে প্রকাশ করার জন্য।
গায়ে কাঁটা দেওয়ার মত একটা স্টোরি। কি অসাধারণ লেখকের কলমের ক্ষমতা😮। চোখের সামনে যেনো ঘটনা গুলো দেখতে পাচ্ছিলাম। আর অভিনয় উফফ ভাষায় বর্ণনা করার সাধ্য আমার নেই। অনেক ধন্যবাদ রেডিও মির্চি র প্রতি টি মানুষ কে এমন একটা উপহার দেয়ার জন্য 🙏🙏🙏🙏
এতো সুন্দর উপস্থাপনা, যতই শুনেছি ততোই অবাক হয়েছি❤
আমার শোনা প্রিয় গল্পঃ
1) Iron mask❤
2) Dracula❤
3) count of monte cristo❤
4) 3muskreteers❤
5)Sherlok holmes❤
আর, ❤তারানাথ ত্রানতিক❤, আরো এই রকম গল্প দাউ MIRCHE❤❤
চাঁদের পাহাড়??
আলেকজান্ডার দূমার গল্লে কি নেই!! Adventure, action, politics, romance, emotion... এমন লেখকের গল্প আমরা পড়ি নি, এটাই অবাক!! এই লেখকের সত্যি।ভক্ত হয়ে গেলাম। তার সাথে mirchi টিমের অতুলনীয় উপস্থাপনা। ❤❤❤❤
Ben Hur
এক কথায় অসাধারণ। ডাটানিয়ন, অ্যাথস,প্রোথস,অ্যারামিয়ানস এদের নাম কখনোই ভুলবো না।❤❤
চোখে জল চলে এল, এ যেনো জীবন্ত চোখের সামনে দেখলম সবটা, কী যেনো হয়ে গেলো❤️❤️❤️❤️❤️❤️❤️ অসাধারণ অসাধারণ অসাধারণ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আবারো ধন্যবাদ টিম Sunday Suspense.... কে.. গল্প নয় পুরো চলচ্চিত্র টা দেখলাম চোখ বন্ধ করে... বেঁচে থাকার জন্য অক্সিজেন আর ভালো থাকার জন্য Sunday Suspense.. One For All... All For One... ❤️
Big fan
The Man In The Iron Mask গল্পটির সম্পূর্ণ সময়সীমা : 6:10:52 😊❤
😮😮 What . Ato akebare ses kora impossible 😮
Dubare hoye jabe thik
এক কথায় অনবদ্য কোনো প্রসংশা এই যথেষ্ট নয়....সবাই এত সুন্দর চরিত্র গুলোর সঙ্গে মিশে গেছে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না...এই গল্পগুলো ছোটবেলায় অনেক পড়েছিলাম, তখন একরকম লেগেছিলো এখন সম্পুর্ন অন্য মাত্রায় অনুভব করলাম.....খুব ভালো লাগলো মনে হলো চোখের সামনে ঘটনা গুলো ঘটে যাচ্ছে...সবার কন্ঠাভিনয়ে অসাধারণ...
আরও একবার শুনলাম 💗
এই নিয়ে 4 বার শোনা হলো 😌❤️
তবে যতবার শুনি ততবারই এই শেষ টুকুতে নিজেকে আর ধরে রাখতে পারি না 😢
দারুন, অনবদ্য, ধন্যবাদ Team Sunday suspense কে The Count Of Monte Cristo,The Three Musketeers, The man in the iron mask এর মতো কালজয়ী গল্প পরিবেশনার জন্য ।
শেষের টা সেরা সেরা সেরা......কোনো তুলনা নেই, অসাধারণ♥️ দারুন❤️
I often get bored while watching 2 hour long films, but enjoyed an audio book of 6 hours better than any movie ive ever seen.
Thankyou team mirchi.
সেরার সেরা গল্পঃ, রেডিও মিরচি কে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গল্পঃ উপস্থাপনা করার জন্য, গল্পের শেষে পর্থোস ওর এথোস এর মৃত্যুতে চোখে জল এসেছে, এত ভালো গল্পঃ আগে শুনিনি, অনবদ্য, অতুলনীয়।
❤❤❤
কাউন্ট মন্টিক্রিস্ত থেকে আজকের দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক এর গৌরব চক্রবর্তী ,আপনার ভয়েস সেরার সেরা❤❤
গল্প শুনিয়েও চোখে জল আনা যায়
সত্যিই শেষ টা কাদিয়ে দিল 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Aramis চরিত্রে রাজীব চ্যাটার্জী এবং D'Artagnan এর চরিত্রে অংশুমান পাল দারুণ অভিনয় করেছেন।
Onek boro bole etodin sona hoye otheni tobe sesh mesh sunei nilam😅
Oshadharon laglo❤😍kichu kichu golpo ba uponyas etotai bhalo lage je bhasay bojhano jaina...
Sudhu etai bolbo the three musketeers er moto durdanto uponyas er jothajoto sequel the man in the iron mask❤
Sunte sunte the three musketeers uponyas er onek smriti mone aschilo
Alexandre dumas er lekhoni ar rajarshi sirer anubad er bhokto hoe gechi😇...
Gourav dada duto biporit character e soman bhabe onoboddo 💞💥
Bar bar dadar performance mon jite nicche..😍😍
Ar baki sobar alada kore ki prosongsha korbo...sob prosongshai kom porbe🙌
Biswasahityer uponyas er moto bangla sahityer kono uponyas eo konodin jodi dada er voice sunte pai khub khusi hobo😊
Ei sona sesh holo...❤❤mon ta bhalo hoye gelo ❤❤❤...
Kintu d'artagnan,athos,porthos,ar aramis er chotobelake khub mone porchilo...
এক অসাধরণ উপস্থাপনা, আলেকজান্ডার দুমা বিশ্ব সাহিত্যের এক কিংবদন্তী,তার প্রতিটা গল্পঃ সোনার পর এক অন্য দুনিয়ায় হারিয়ে যাই,টীম মির্চি কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গল্পটাকে আমাদের কাছে তুলে ধরার জন্য,আমরা আসা করবো ভবিষ্যতে আমরা আরো এই ধরনের গল্পঃ উপহার পাবো আপনাদের থেকে❤...."ONE FOR ALL AND ALL FOR ONE"
My God! I have never felt so much thrilled by listening to any audio stories in my life!
Great job
And hats off to Gourv Chakraborty for his marvelous acts! 😮
Absolutely amazing presentation of this Legendary Story. Congrats to Team Mirchi.
Background music just oshadharon Gaye kata deoar moto.....sob miliye samne dekha jachhe byaparta....❤ Just osadharon 💖💖
পুরো টা ডাউনলোড করে শুনবো।😍
What a presentation and what a emotional ending.
শেষ টা চোখ ভিজিয়ে দিলো আর গৌরব চক্রবর্তীর কণ্ঠস্বর তো আবারও মন ছুয়ে গেল....!! 🌸💜
তবে মূল উপন্যাসে কিন্তু শেষটা অন্যরকম ছিল।
বাপরে বাপ!!!! কি অসাধারণ background music ❤❤❤❤❤❤
এক কথায় অনবদ্য বললেও অনেক অনেক কম বলা হবে। কিছু Comment করার মতো ভাষা আমার diction এ নেই । ❤❤❤❤❤❤❤❤ অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে গল্পটা উপস্থাপন করার জন্য। বাংলা সাহিত্যকে এত জীবন্ত করে তোলার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।।
সকাল ৬.৩৮ সারারাত ধরে গল্পটা শুনলাম।
রাতজাগা ব্যর্থ হয়নি
সত্যিই অপূর্ব😊😊
অসাধারণ,অনবদ্য,অতুলনীয়...3 musketeers আর এই golpo ta না শুনলে জীবন অপূর্ণ...count of monte cristo শোনার পর Alexander Duma কে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Gaurav Chakraborty প্রতিটি গল্পের সেই চরিত্র টা হয়ে ওঠার ক্ষমতা রাখেন ❤❤❤
হাজারো ধন্যবাদ দিলেও যে কম পড়ে যাবে! এত অসাধারণ উপস্থাপনার জন্য অন্তরের অন্তস্থঃতল থেকে শুভকামনা রইল ❤
THE COUNT OF MONTE CRISTO -র Edmond Dantés থেকে শুরু করে THE THREE MUSKETEERS -র Athos এবং THE MAN IN THE IRON MASK -এ Louis/philippe এর চরিত্রে গৌরব চক্রবর্তী -র কন্ঠের প্রেমে পরে গেছি ❤️❤️
Same!
The count of Monte Cristo and The three musketeers এর পরে The man in the Iron Mask জাস্ট ফাটাফাটি ❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
A whole bunch of thanks to team Mirchi Bangla for fulfilling my wish of listening to this particular story and also for hearing the desires of your audiences and loving them so much.
I know that thankx is a very tiny or small word to express my feelings and gratitude towards the entire team of Sunday Suspense still once again thank you a lot Sunday Suspense and All the Best Mirchi Bangla.
❤️🧡💛💚💙💜🤎🖤🤍♥️
কাজ , পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন গল্প শুনে গেলাম ❤❤❤
Kise poro tumi?
কি অদ্ভুত এই সাহিত্য জগৎ!!! কি তাই না 😊❤
Gourav chakraborty❤️....mirchi team keo onk dhonnobaad eto sundor vabe golpo ta upohar deoar jonne❤️❤️❤️❤️
আমি যদি একটা মুভি দেখতাম তাহলে হয়তো এতো রোমাঞ্চ অনুভব করতাম না যতোটা সানডে suspence গল্পটা শুনে অনুভব করলাম। I have heard best stroy ever❤
What a story..ga e kata dia othe... hats off Sunday suspense..n anek dhonyobad ato sundor sundor golpo upohar dewar jonno....❤️
এ কি শুনিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না❤❤❤
মনের ভাব প্রকাশ করার মত ভাষা নেই । টিম সানডে সাসপেন্স বেতার নাট্য নির্মাণে বিশ্ব সেরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই আর। গৌরব চক্রবর্তীর সবচেয়ে সেরা পারফরম্যান্স মনে হয় এটাই। এতটা নৈপুণ্য দেখতে পেলাম আজ, কাউন্ট অফ মন্টে ক্রিস্টোই এতদিন ওনার বেস্ট মনে হতো। আজ সে মত বদলাছি ।
Sob kichu jeno chokher samne dekhte pacchi bishesh kore sesher অংশ টা । Eto sundor kore poribeshon kora holo
পুরো জীবনে বন্ধুতের জন্য শোনা সেরা গল্প ❤😢
গল্প টা যতবার শুনি ততটাই কান্না পেয়ে যায় ❤❤
Great voice of Gourav ❤
Gaurav voice chara mirchi mone hoy akhon ar sompunno noi 🥺❤️
ঠিক।
6 ghontar golpo tumi kobar sunecho
@@World_champion_8bdor_Messi এটা এখনো পর্যন্ত চারবার আর Montecristo একশো বারের বেশি Musketeers পঞ্চাশ বারের বেশি।
@@World_champion_8bdor_Messi 3 bar
শেষ টা শুনতে শুনতে আবেগ প্রবন হয়ে চোখে জল চলেএলো !
কি অসাধারণ উপন্যাস। কি অসাধারণ লেখনী!!
র্মির্চি বাংলার এক অন্যতম শ্রেষ্ঠ পরিবেশন!❤
এবং একই সাথে আমার মতো তোমারও রাতের ঘুমটা হলো না 😅😅
লাস্ট মোমেন্টে চোখে জল এসে গেল
কেন লেখ কেমন হাসি দিয়ে শেষ করতে পারলেন না শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা আর হোটেল স্মৃতি যে স্মৃতি মানুষকে তাড়িয়ে বেড়ায় সারা জীবন ভর মৃত্যু পর্যন্ত
Sad ending aamr edkm e valo lage na
ekei jibone onek kichu cholche taropor sad ending!!! Thakk golpo ta akhn sunbo na. Thank you 🙏
just mesmerized....Gourav can be the next big thing in Radio....loved it...❤❤❤
শুনতে অনেক দেরি হয়ে গেলেও সুযোগ হারিয়ে যায়নি।সানডে সাসপেন্স না থাকলে ইতিহাসের এত বড় সত্যি অজানাই থেকে যেত। অনেক ধন্যবাদ সানডে সাসপেন্স টিমকে 🙏
কি অসাধারণ উপস্থাপনা ভাষায় প্রকাশ করতে পারছিনা। অনেক ভালবাসা ❤️ মনটা একদম ভালো হয়ে গেলো 😇
This audio story is another gem to me after ' Tumi Sandhyaro megh'. I got hooked on Gourav Chakrabarty 's voice ! Everyone's Hard work really pays off. Looking forward to more Awesome works. Hope I'll get to listen more Gaurav chakrabarty's voice in future.😊
Ki bolen after tumi sandhyaro megh ??? Tahole count of Monte Cristo ta ki chilo????
Believe it or not, the story just made me cry. Without any doubt, I can declare this as Radio Mirchis best work till today.....❤❤❤
The count of Monte Cristo sune dekbe
আবার এলাম শুনতে ❤❤❤❤❤
Still now ঘোর কাটিয়ে উঠতে পারছি না ❤️❤️❤️❤️❤️❤️
Lots of love to all of you 💞💞
What a presentation 🔥🔥
And what a emotional end 🥹🥹😭
🥹🥹🥹🥹 ses ta mon theke kanna paeye gelo 😭😭
অনন্যসাধারণ, অনবদ্য production!! যেমন performance সেরকম সুন্দর অনুবাদ! যে পারদর্শিতার সাথে Mirchi radio all time classics গুলো কে represent করছে, তাতে Deep দার কণ্ঠে introduction টি একটু change করে 'বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প...' দিয়ে শুরু করা suggest করছি.... I think you've earned it! Respect!!! ❤
Ajibon kal.. grismo hok ba borsha Sunday suspense e vorsha🙏🙏
Anil Bhoumik er Francis Samagra series gulo anle khub valo hoy . Chotobelay portam khub valo lagto.. ❤❤❤ apnader golper choice gulo sottie valo ...😊
সাহিত্য এমন একটা মেশিন যা মানুষকে বেচেঁ থাকার রসদ জুগিয়ে যায় ❤❤❤❤
You have said an eternal truth 👍👍
অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনাদের কণ্ঠধ্বনিগুলো অমর হোক। ONE FOR ALL AND ALL FOR ONE...
এক কথায় অনবদ্য!!! সানডে সাসপেন্স না থাকলে হয়তো এইসব কালজয়ী উপন্যাস ও তার স্রষ্টা দের কুইজ প্রতিযোগিতা প্রশ্নোত্তর এই হারিয়ে ফেলতাম!
এরপর যেনো Sir Charles Dickens এর "The tale of two cities" টা হলে খুব ভালো হয়। ফরাসী বিপ্লবের রেশ টা থেকে যাবে তাহলে❤
পুরো গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন movie দেখছি অপূর্ব সুন্দর লাগলো অনেক ধন্যবাদ এই উপস্থাপনার জন্য 👏👏
What a story, what a presentation and what a team. Sunday Suspense peak performance. Gaurav is a new voice star, father will be proud.
ul
Chokher samne erkm movie dakhate sudhu Sunday suspense y pare.. one of the best presentation by ss❤
এই ভাবে পুরো গল্প একসাথে দিয়ে আমার মত অনেক শ্রোতার উপকার হয় ❤❤
অসাধারণ বললেও কম বলা হবে,অসাধারণ পরিচালনা, উপস্থাপনা,তেমনি অভিনয়, আর মিউজিক মনে হচ্ছিল চোখের সামনে ওই সময় টা ভেসে উঠছিল
"আমি বাবা, অভিনেতা না..আমি বাবা, অভিনেতা না..." শুনতে শুনতে মনে হচ্ছিল সামনেই দাঁড়িয়ে আছি...❤❤ অতি অসাধারন। 👌🏽👌🏽
Musketeers দের প্রত্যেক টা গল্পই শুনেছি কিন্তু এই শেষ গল্পটা চোখের জল ফেলতে বাধ্য করেছে।। One for all And All for One 🥺🤧🫂🤝...
Durdanto poribeshon, jibonto itihash upobhog korlam ❤. Kintu ektai akhhep roye gelo. Twenty years after and Viscomt of bragelone ei duto alada bhabe uposthapon kora hole better hoto. Onek interesting plot points bad gechey. Raul er itihash, Milady r legacy egulo ke arektu explore kora jeto.
Nonetheless, Team Mirchi ke sadhubad janai ek legendary uposthapona r jonno. ❤
Ato din por pelam golpo ta puro 1 year ...khub valo laglo 🎉🎉