'ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান দুর্বল করে, এমন এক ব্যবস্থা চালু ছিল' | Ali Riaz | Jamuna TV
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্ন্যান্স
আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সেমিনার।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশঃ সুশাসন ও গণতন্ত্র
আলী রিয়াজঃ বাংলাদেশে যাতে আর স্বৈরতন্ত্র না আছে এ বিষয়ে ঐক্যমত আছে। জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে।
২০১১ সাল থেকেই কেবল এক নেতার এক দেশ প্রতিষ্ঠা করা হয়েছে এমন নয়, ১৯৭৩ সালেও এক ব্যক্তির এক দেশ এমন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিলো।
৯০ এর পরে যে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ছিলো সেটাও ধ্বংস হয়েছে ২০০৯ সালের পরে এসে।
প্রধানমন্ত্রীর ক্ষমতা অভাবনীয় করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়েছে, নিয়ন্ত্রিত করা হয়েছে। ব্যক্তির হাতে ক্ষমতা প্রতিষ্ঠান দুর্বল এমন এক ব্যবস্থা চালু ছিলো। নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের ক্ষমতাও সীমিত করা হয়েছে । দলীয়করনের কোন জায়গায় যেতে পারে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতিকে করা হয়েছে।
৭২ এর সংবিধানে গণভোট ছিল না, পরবর্তীতে যুক্ত হয় কিন্তু সেটাও তুলে দেয়া হয়েছে সংবিধান থেকে।
দেশ পরিচালনার ম্যান্জেট নিয়ে বিগত সরকার তাকে যে পরিমাণ এভিউজ করেছে, তারা মনে করেছে এটা লাইসেন্স টু রুল। দেশ পরিচালনার ম্যান্ডেন্ট মানে শাসন নয়।
জনগনের ইচ্ছার বিরুদ্ধে এবং ব্যবস্থাপ বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান দুইবার পুনলিখন হয়েছে। একবার ৭৫ এ আরেকবার পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে।
অনেক বিষয়ে ভিন্নমত থাকবে কিন্তু যে বিষয়ে ঐক্যমত সেই কাঠামোগত পরিবর্তনগুলোর প্রশ্নে এক থাকার আহ্বান রাজনৈতিক দলগুলোর কাছে। সংকট অনেক বড়, পরিবতর্ন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে হতে হবে।
'ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান দুর্বল করে, এমন এক ব্যবস্থা চালু ছিল' | Ali Riaz | Jamuna TV
⨳𝗔𝗯𝗼𝘂𝘁 𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗧𝗲𝗹𝗲𝘃𝗶𝘀𝗶𝗼𝗻⨳
Jamuna Television Limited is a privately owned news and current affairs television channel in Bangladesh, Jamuna Television is also known as Jamuna TV. Founded in 2014, it is owned by the Jamuna Group. Jamuna Television strives to evolve into a truly national television network for the nation, a full national and international television network for the people of Bangladesh, not just those in urban areas and the suburbs, but for all people, in every part of the nation.
⨳𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 & 𝗣𝗲𝗿𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻𝘀⨳
JAMUNA TV retains exclusive rights to all content featured on this channel. JAMUNA TV maintains exclusive ownership of all content and extends no authorization for its use to any commercial entity or individual, except with express permission granted by JAMUNA TV (JAMUNA Television Limited).
© All rights reserved to Jamuna Television LTD, 2024.
⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸⨳
Jamuna Television ► / jamunatelevision
Jamuna TV ► / jamunatvglobal
Jamuna Television (Group) ► / jamunatelevisionofficial
Jamuna Sports ► / jamunasportsworld
Jamuna Entertainment ► / jamunaentertainment
⨳𝗠𝗼𝗿𝗲 𝗼𝗻 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲⨳
Jamuna TV Plus ► / @jamunatvplus
Jamuna Sports ► / @jamunasport
Jamuna Entertainment ► / @jamunaentertain
Probashey Bangladesh ► / @probasheybangladesh
Jamuna TV Bulletin ► / @jamunatvfullbulletin
⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲⨳
website ► www.jamuna.tv
Instagram ► / jamunatv
Telegram ► t.me/JamunaTel...
WhatsApp ► whatsapp.com/c...
Tiktok ► / jamunatelevisionofficial
Twitter ► x.com/JamunaTV
Thread ► www.threads.ne...
⨳𝗛𝗮𝘀𝗵𝘁𝗮𝗴𝘀⨳
#jamunatv #news #নিউজ #যমুনা #যমুনা_টিভি #jamunanews #banglanews #newsbangla #bdnews #jamunatv_youtube
⨳𝗞𝗲𝘆𝘄𝗼𝗿𝗱𝘀⨳
latest bangladeshi news | যমুনা টিভি | bangla tv news | Jamuna TV | Jamuna news | আজকের খবর | Jamuna Television | bangla songbad | বাংলা সংবাদ | news | news today | খবর | নিউজ | Bangla News | Jamuna TV BD | Bangladeshi television | Live News | Live TV | TV |
নতুন করে সংবিধান লিখা হোক,যেখানে জনগণ ও দেশের স্বার্থ প্রতিফলিত হবে
দূরদান্ত বক্তব্য এবং যুক্তি, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
সুন্দর কথা বলেছেন
সংবিধান পরিবর্তন চাই
প্রধানমন্ত্রী ও প্রসিডেন্ট ক্ষমতা সমান থাকলে দেশ ভালো চলবে
ভোটের মাধ্যমে প্রসিডেন্ট নির্বাচিত হলে কোন দলের কথায় চলবে না
তাহলে প্রেসিডেন্ট যদি শৈরাচার হয় তাহলে তাকে কিভাবে সরাবেন? আবার গণঅভ্যুত্থান? আরো জীবন দিয়ে? তাহলে তো ঐ এক ব্যক্তির ক্ষমতায় হয়ে যায়।
100 percent agreed
কথা ঠিক
এক জন দেশ প্রেমিক বাঙালীর মত কথা বলেছেন
আমরা জাতি হিসেবে এতো নিম্ন যে ভিনদেশী লোক আমাদের উপদেশ দেয়
কে ভিনদেশী লোক?
রাষ্ট্রপতি কে কেনা যাবে না এমন আইন করে দেন।
Right ❤❤❤
সঠিক কথা ❤
খুব সুন্দর বিশ্লেষণ
সব গুলো কথা সঠিক বলেছেন স্যার।
রিয়াজ কি বাংলাদেশের না? আমার দেশ ও দেশের সংবিধান বিষয়ে কথা বললে বরদাস্ত করা হবে না।
❤❤❤❤❤❤❤❤১০০% ঠিক।
Ali Riaz 100% 😊
❤
ধন্যবাদ স্যার, সুন্দর বিশ্লেষণ করেছেন, জানতে পেরেছি অনেক কিছু
Well said
প্রধানমন্ত্রী বা রাস্ট্রপতি সরাসরি জনগণের ভোটে চাই
❤❤❤❤❤
সঠিক
সহমত
PM এর ইমপিসমেনট আইন করা হোক
❤❤❤
ঠিক আছে, সংবিধান সংশোধন করা যেতে পারে তাই বলে পূর্ন পরিবর্তন বা বাতিল করতে হবে কেন? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল থেকে হবে সুতরাং ক্ষমতা ভাগাভাগি করে কোন লাভ নেই। বরংচ ঝামেলা হতে পারে।
সুন্দর কথা
👍👍
Great speech
জনগণ নতুন সংবিধান চায় যেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে
WE ARE AGREE TO YOUR OPINION.
উনি কোন দেশের লোক? আপনি কে আগে পরিচয় দেন...? ওটা তো চুরি করা সংবিধান, ওই সংবিধান ফেলে দিতে হবে, জনগণের মতামত নিয়ে নতুন করে সংবিধান রচনা করতে হবে..
মুনি ইসলাম ভাই তুমি একটা সংবিধানের লেখা দাও তো ভাই দেখি কিরকম
ভোদাই কয় কি? ওই কোন দেশের নাগরিক জানিস না? বাংলাদেশের নাগরিক। তোমার আব্বু হয়।
সংবিধান এর অবশ্যই পরিবর্তন প্রয়োজন,
দরকার হলে সংবিধান বাতিল করা হোক। নতুন করে সংবিধান লিখা হোক, বর্তমান ও আগামীর প্রেক্ষাপটকে সামনে রেখে।
মিস্টার আমেরিকান, ট্রাম্পের ক্ষমতা কেমন এ বিষয়ে একটু বলবেন।
ভদ্রলোক থাকেন আমেরিকায়, পূর্ণভাবে ধর্মনিরপেক্ষতা উপভোগ করেন অথচ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হোক ও বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা থাকুক তা চাননা। অদ্ভূত হিপোক্রেসি।
100% right...
We Bangladeshi people want to balance the power of prime minister
পুরো সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরী করিতে হবে সংশোধন করিলে নতুন সরকার এসেই তা আনার আগের পর্যায়ে নিয়ে আসবে।
,এটা ছিলো প্রধানমন্ত্রীতন্ত্র, এক ব্যাক্তিতন্ত্র, স্বৈরতন্ত্র।
এবারও যদি অামরা মৌলিক পরিবর্তন না অানতে পারি, ধরে নেন বাংলাদেশ ভারতের অঙ্গ রাজ্যে পরিবর্তন হবে।
লিখে রাখতে পারেন।😢
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না।
এবং সরকারের বাহিরে ছায়া সরকার ব্যবস্থা গঠন করা হোক।
কোন সরকারি অফিসে আর প্রধানমন্ত্রী ও তার ছেলের বা মেয়ের ছবি টাঙানো যাবেনা। বিএনপি ও আওয়ামিলীগ দুই দলই একই
চট্টগ্রাম হাটহাজারী থেকে বর্তমান ৭২ সংবিধান চাই না এইকারনে নতুন সংবিধান চাই
অনেক জ্ঞান শুনলামএখন প্রশ্নের উত্তর দেন আপনার একাত্তরে বয়স কত ছিল?আপনি যুদ্ধের পক্ষে ছিলেন নাকি ছিলেন না? আপনি কেন মুক্তিযোদ্ধা নয়?
উনি একাত্তরে কি করেছেন না করেছেন এইটা গুরুত্বপূর্ণ; নাকি উনি এখন যে কথা বলছেন সেটা সঠিক বলছেন নাকি বেঠিক বলছেন সেইটা বিবেচনা করা বেশি গুরুত্বপূর্ণ? একাত্তরে হাসিনার অবদান কি ছিল? নয় মাস মুজিবের কি অবদান ছিলো? একাত্তরে কারো অবদান থাকলেই তিনি যা বলবেন তাই ঠিক? ব্যাপারটা কি এমন?
১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে বাহাত্তরের সংবিধান তৈরি হয়েছে আপনি এত পন্ডি তখন কোথায় ছিলেন এত নাতো জ্ঞানী হোক কেমনে হয়ে গেলেন সংবিধান সংশোধন পুণ্য লেখন এটা হচ্ছে রাজনীতিক নেতাদের কাজ এমপি মন্ত্রীদের কাজ সংসদের কাজ আপনাদের না
সংসদ আবার কি জিনিস???!!!
নতুন সংবিদান চাই, ৭২ সংবিদান ডাস্টবিনে পেলতে হবে।
এইগুলা অন্যায়। এটা কখনো সংবিধান হতে পারে না
এই লোক কে?
এতদিন কই ছিলেন? আপনার দল তো অনেক বছর ক্ষমতায় ছিল ওই সময় বোবা ছিলেন কেন? উত্তর দিবেন কি?
Still akhon toh boltese. Onno kew toh esob niye kotha bolei na
এ সকল লোকের কথা আর শুনতে ইচ্ছে হয়না।
& bnp dying for this constitution ! So they can start fascism as well !
বেশী পাখনামী না করে যে কাজের জন্য নিয়ে আসা হয়েছে সেটা করেন। কে দেশে আসবে কে আসবে না সেটা দেশের জনগণ ঠিক করবে আপনি না।
Deep study reflected by the presentation. Thank you Mr. Ali Riaz Sir... We need such intelligent reform advisors in the government
আপনি বাংলাদেশি নাগরিক না!
A shepherd is necessary to look after a sheep's democratic system to rescue sheep from wolf, and i think you know, who is the wolf here!
Mojib Baddd Sogbidan batil Ceii
উনি কোন দেশের লোক
উনি এমেরিকান।
দেখেন না ইংরেজিতে কথা বলছে,,!!!
😢😢😢😢 pagol 😅😅😅😅
72 এর সংবিধান ডাস্টবিনে ফেলা হোক
We do not want back old fashioned politics and Systems
ভগবান আল্লার আবার exit থাকে না-কি? 😂
th-cam.com/video/OWPAH6wCIKk/w-d-xo.htmlsi=kHudbOxHjEsZqLjX
দূরদান্ত বক্তব্য এবং যুক্তি, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
সুন্দর কথা বলেছেন
সংবিধান পরিবর্তন চাই
❤❤
❤❤❤