দাদা আমার একটা বড়ো বালতি তে এই টগর গাছ লাগানো আছে ডাল ভেঙে লাগানো হয়েছে, আমার সেইরকম জায়গা নেই মাটিতে বসানোর মতো, খুব সুন্দর পাতা বেরিয়েছে, আপনি শুধু বলুন আমার কি করনীয়,গাছে ফুল হবার জন্য কি সাড় দেওয়া উচিৎ আপনি আমাকে বলুন ।
পিঁপড়ে Citrus পচ্ছন্দ করে না। লেবুর খোসা জলে ১৫ মিনিট সিদ্ধ করে সেই জল স্প্রে করে দিন টবের মাটিতে। সাবান জল স্প্রে করেও দেখতে পারেন। তবে পিঁপড়ে খাবার না থাকলে আসবে না। সেই খাবারের উৎসকে বন্ধ করুন। গাছে মিলি বাগস বা পাওডারি মিলির আক্রমণ হলে পিঁপড়ের খাবার জুটে যায়। এ ব্যাপারটা লক্ষ রাখুন।
Je tob a lagaben seta minimum 1month polythene diye dheke rakhben. Jeno vitore temperature balance thake r batash na dhuke. Leaf jokhnon boro hoye jabe tokhon polythene khule 1week shadow te rekhe diben.
মাটি অতিরিক্ত জল জমলে এরকম হতে পারে। অন্য কারণও থাকতে পারে। গাছের গোড়া শুকনো রাখুন। গোড়ার মাটি কিছুটা ফেলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেখতে পারেন।
প্রায় মাস দুই হলো, আর বড় টবেই লাগিয়েছি, আর পাতাও বার হয়নি, এক ই রকম আছে, খুব রোদ আসে সেই বারান্দায় রেখেছিলাম, আজ দুপুরে ছায়া হয় সেই বারান্দায় রেখেছি, কি করবো?
হালকা রোদে রাখবেন যতদিন পর্যন্ত পাতা না বার হচ্ছে। জল দেওয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। মাটি যেন একেবারে শুকিয়ে না যায় আবার অতিরিক্ত জলও দেওয়া যাবে না, শিকড় পচে যেতে পারে।
দাদা, ১) ডাল বসাবার ৬ ইঞ্চি টবে ড্রেনেজ ব্যবস্থা লাগবে না? ২) আমার ৪০:৩০:৩০ (মাটি:বালি:ভার্মিকম্পোষ্ট) তৈরী আছে। এটা ডাল বসানোর টবে ব্যবহার করা যাবে? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
@@barundebgupta4025 ড্রেনেজ অবশ্যই করতে হবে, দাদা। সেটা ৬ ইঞ্চি টবেই হোক বা ১০ ইঞ্চি। ৬ ইঞ্চির ড্রেনেজটা আমার দেখানো হয়নি। আপনার পটিং মিক্স একদম ঠিক আছে। শুরু করে দিন। আর ডালে পাতা গজানোর পর অবশ্যই জানাবেন। শুভকামনা রইলো।আপডেট এর অপেক্ষায় রইলাম।
খুব ভালো লাগলো 👍
অনেক ধন্যবাদ।
আপনি মাটিতে হলুদ দিন , দেখবেন সব পিঁপড়ে চলে যাবে
@@growgreengrowhealthy 😎 hi
U ☀️
@@growgreengrowhealthy you have
ধন্যবাদ দাদা,,
আপনার tricks গুলা ফলো করে ৮ দিন আগে টগর ফুলের ডাল লাগিয়েছিলাম আজকে সকালে দেখি ডাল থেকে পাতা বের হচ্ছে মনটা খুশি হয়ে গেলো🥰🥰
অনেক ধন্যবাদ।🙏🙏🙏
Ami gach lagaile hoy na keno
আপনার বলার ভঙ্গিমা খুব ভালো , এভাবে আরো ভিডিও করুন ।
ধন্যবাদ, নিশ্চয়ই চেষ্টা করবো।
অনেক উপকারি একটি ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।
আপনার বর্ণনা খুব সুন্দর,, ধন্যবাদ
অনেক ধন্যবাদ, আপনাকেও।
11.10 k hoye puro video watch kore friend holam apnar ...amar gaan poribare amantron roilo friend ❤
Thanks
@@growgreengrowhealthy
Amar friend r jonno ami wait kore achi
খুব সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ
ভিডিওটা অনেক ভালো লাগলো।
🙏🙏🙏
খুব ভালো লাগলো।
আপনাকে অভিনন্দন জানাই।
অসংখ্য ধন্যবাদ, আপনাকেও।
@@growgreengrowhealthyu -
খুব সুন্দর❤❤❤
ধন্যবাদ
Khuv valo sharing 🙏🏻
Thank you 🙏🙏🙏
60 din e chara ti chaya jukto jaygay rakhte hobe? Nki 15 din por rod e bar kore debo.. kindly jodi janan. Agam dhonnyobad
15-20 din por rode rakhle asubidha nei. Tobe mati jeno ekebare dry na hoye jai seta dekhte hobe.
দাদা আপনি কি বর্ষাকালে ডালডা লাগিয়েছেন নাকি গ্রীষ্মকালে ডালটা লাগিয়েছেন😊😊😊
গ্রীষ্মকালেই কলম করেছি। তবে সবচেয়ে ভালো হয় বর্ষাকালে।
Thanks 👍 amio krbo,ai ful গাছ আমার খুব ভাল লাগে
ধন্যবাদ।
Khuv vhalo laglo
Onek dhanyabad🙏🙏🙏
Nice information 👍🌿
Thanks
খুব সুন্দর, খুব ভালো লাগলো 🎉🎉🎉
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
Darun darun....
Thanks
Rut hormon chara r ki deya jaye?
খুব ভালো লাগল।
অনেক ধন্যবাদ।
রুট হরমোট এর বদলে কি দেওয়া যাবে, প্লিজ বলে প্লিজ প্লিজ
এলোভেরা। কিছু না দিলেও হবে।
Great i diya🥰🥰🥰🥰
Thanks a lot🙏🙏🙏
Gondhoraj er khetrao ki same jinis kora jabe
যাবে।
রুপার মুন্না দিয়ে অ্যালোভেরা দিলে হবে না
khub valo laglo
Dhanyabad
আমি ও ও-ই ভাবে একটি করেছি,,,,👌👌👌🌺🌺🌺
❤️❤️❤️🙏🙏🙏
হইছে আপু?
Chemical chara Jodi lagan tahole vedio dekhaben
Ok
Khub valo
Onek dhanyabad
Dada kolom ta kon time a korte hoi mane kon mash a ???
দাদা গাছের শিকড় হওয়ার জন্য কি ওষুধ ব্যবহার করলেন ? এটা কোন দোকানে গেলে পাওয়া যেতে পারে ? সব ধরনের গাছে দেওয়া যাবে ? জানালে ভীষণ উপকৃত হব ধন্যবাদ।
রুট হরমোন। যে কোন নার্সারিতে পাবেন। আলোভেরা দিয়ে করতে পারেন। সব ধরনের গাছেই দেওয়া যাবে।
Side er dal gulo na chatle kono asubide hobe? Ami 5 din age togor er daal kete bosiye diyechi
asubidha nei. Dal thakle o hobe.
Grow green chanel. Very good.
Thanks for your support 🙏🙏🙏
অসাধারণ
ধন্যবাদ।
বছরের কোন মাসে কাটিং করলে ভালো গাছ পাওয়া যাবে
খুব সুন্দর এই টগরের পাপড়ি বেশি।
মাশাআল্লাহ চমৎকার
অনেক ধন্যবাদ, আপনাকে।
Amr togor ga6 ta pry 6mas holo kintu ga6 bar6ena please ektu bolben
গোবর সার দিন।
Dada apni kon company r root hormone use kore6en ?
একটা নার্সারি থেকে এনেছিলাম। কোন কোম্পানি লেখা ছিল না। যে কোন নার্সারি থেকে নিয়ে নিন।
Plz kaku ektu bolen eta ki borsha te kora jabe
Summer theke sept oct porjonto kora jabe
দাদা ডিসেম্বর মাসের মাঝামাঝি কি এই গাছ লাগালে তার থেকে শিকড় বের হবে
Na howyar chance e besi. Best barsha..tobe garom kale o hobe.
আমি টবে লাগাবো😮😮😮
রুট হরমোন আর বদল এ যদি আলোবেরা জেল দাই হবে?
Hobe
Amader tagor fuler hace ful aena ki korbo
গোবর সার আর সুপার ফসফেটের কয়েকটা দানা কান্ড থেকে দূর দিয়ে ছড়িয়ে দিন।
নুরি পাথর কোথাই পাব
লাল বালির মধ্যেই পাবেন।
ডাল থেকে চারা তৈরি হয়ে প্রথমবার ফুল ধরতে কত মাস সময় লাগে?
সাধারণত ২য় বছর থেকে ফুল আসে।
Bai kiser rut hormon use krce
Bajar theke kena
আমিও করবো দাদা 😊
🙏🙏🙏
এই সময় ভারমি কম্পস দিয়ে গাছ বসানো যাবে।
যাবে।
Apnr Chanel to r kono update dekhlm na koi togor gach a ful dhorse kina process ta dekhailen na to
আমি যদি শুরুতেই ১০ ইঞ্চি সাইজের টবে ডালটা লাগাই তাহলে কি আর রিপটিং করা লাগবে?
না। তবে রিপটিং কিছু দিন পরেও করতে হবে। শিকড় বড় হলে লাগবে।
Root hormone kothai pabo r konta valo hobe
Je kono bhalo nursery te paben.
১ -২ মাস বয়সী ডাল চারা গাছে কি কোনো তরল সার বা অন্য কোন সার ব্যবহার করা যায় ? ঐ সময় পানি ছাড়া আর কিছু দিয়েছেন?
না দেওয়ায় ভালো। আমি অন্য কিছু দিই নি।
দাদা আমার একটা বড়ো বালতি তে এই টগর গাছ লাগানো আছে ডাল ভেঙে লাগানো হয়েছে, আমার সেইরকম জায়গা নেই মাটিতে বসানোর মতো, খুব সুন্দর পাতা বেরিয়েছে, আপনি শুধু বলুন আমার কি করনীয়,গাছে ফুল হবার জন্য কি সাড় দেওয়া উচিৎ আপনি আমাকে বলুন ।
ফুল আসতে কম/বেশি এক বছর সময় লাগবে। আপাতত গোবর সাব বা ভার্মি কম্পোস্ট দিন।
ধন্যবাদ
ঝুরঝুরে মাটিতে পিঁপড়ার উৎপাত থেকে কোনো ভাবেই রক্ষা পাচ্ছিনা।কি করা যায় জানালে উপকৃত হব।
পিঁপড়ে Citrus পচ্ছন্দ করে না। লেবুর খোসা জলে ১৫ মিনিট সিদ্ধ করে সেই জল স্প্রে করে দিন টবের মাটিতে। সাবান জল স্প্রে করেও দেখতে পারেন। তবে পিঁপড়ে খাবার না থাকলে আসবে না। সেই খাবারের উৎসকে বন্ধ করুন। গাছে মিলি বাগস বা পাওডারি মিলির আক্রমণ হলে পিঁপড়ের খাবার জুটে যায়। এ ব্যাপারটা লক্ষ রাখুন।
Ja bole6en amio ai jalate jol6i
লক্ষণ রেখা গুঁড়ো করে টবে দিন, মাঝে মাঝে গ্যামাক্সিন পাওডার দিন
Thoka togor kuri hoye pore jay..holud hoye..ki korbo plz bolun..
সরষের খোল গুঁড়ো আর হাড় গুঁড়ো এক চামচ করে মিশিয়ে গাছের গোড়া থেকে দূরে মাটিতে ছড়িয়ে দিন।
দাদা আমার টগর ফুল গাছে ফুল ফুটছে না কি করবো বললে ভালো হতো
গোবর সার আর সুপার ফসফেটের কয়েকটা দানা কান্ড থেকে দূর দিয়ে ছড়িয়ে দিন।
compalsary 45fegs ditei hobe.Ami jadi 180 degs te cut
Kori plant hobe na.
45 degree te cutting korle bhalo hoy.
সার গুলো কোথা থেকে সংগ্রহ করবো সেটার লিংক অবশ্যই দিবেন😊🙏
নার্সরীতে পাবেন।
@@growgreengrowhealthy ধন্যবাদ 🥰
Well done
Thanks
So beautiful
Thank you so muvh
ডাল থেকে চারা করলে কতদিন পর গাছে ফুল ধরবে
খুব বেশি হলে ১ বছর।
১ বছর এর মধ্যেই ধরবে।
Dada amati te mini tohgor bosate parbo ki ?
Ha paren. Mini togor o tagor er e ekta projati.
1st ei ki boro tob a bosano jabe na ???
ছোট টবে চারা তৈরি করে নেওয়াই ভালো।
👍👍🌿🌱
🙏🙏🙏
root hormone kiser dokane pabo.?
Nursary te paben ba sar/ krishi bij er dokane paben.
আমি টগর গাছের ডাল থেকে, গাছ করার চেষ্টা করছি কিন্তু, কাটিঙ এর কুসি বার হয় কিন্তু কছু দীন পর শুকিয়ে যায় কুসি। কি করলে পুরন গাছ করা যায় যানাবেন?
ভিডিও তে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
দেখার পরি চেসটা করছি কিন্তু টার পর ও কাজ না ভাই
@@nasirahmed-xf4oyml
Je tob a lagaben seta minimum 1month polythene diye dheke rakhben. Jeno vitore temperature balance thake r batash na dhuke. Leaf jokhnon boro hoye jabe tokhon polythene khule 1week shadow te rekhe diben.
আর দাদা যে কোন সিজনে লাগালে হবে😮😮😮
Barsha ba garom kal
Thank you Dada😊😊😊
❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏
আমার টগর গাছটা হয়েছে দু দিন আগে পুতেছি😊
শুনে খুব ভালো লাগলো
টগর গাছ বা জবা গাছ কি যে কোন রিতুতে লাগান যেতে পারে
পারে। তবে গ্রীষ্ম থেকে বর্ষার শেষ একেবারে উপযুক্ত।
rut harmon kothai pab0
Je kono nursery te.
রুট হরমোন কোথায়া পাবো??
যে কোন নার্সারিতে বা বীজ/সারের দোকানে।
ফাঙ্গিসাইড & রুট হরমোনের প্রাইস কত
খুব বেশি না। স্থানীয় নার্সারিতে দেখুন।
আমার থোকা টগর গাছের পাতা গুলি কালো হয়ে পচে যাচ্ছে। কি করবো।
মাটি অতিরিক্ত জল জমলে এরকম হতে পারে। অন্য কারণও থাকতে পারে। গাছের গোড়া শুকনো রাখুন। গোড়ার মাটি কিছুটা ফেলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেখতে পারেন।
দাদা আমি অনেক বার বসিয়েছি। কিন্তু বারবার মারা যায়।
এ রকম হওয়ার কথা নয়। ভিডিও টা ভালো করে দেখুন।
Cutting Korbo Kon Mase.
Sara bochor e kora jai tobe sit kalta bad dile.bhalo hoy
কাটিং ছাড়া দারচিনির গুঁড়ো দিলে হবে
এলোভেরা দিলেও হবে। শুধু কাটিং লাগালেও হবে।
আমি থোকা টগরের ডাল লাগিয়েছি, তাতে গুনে গুনে দশ টা পাতা বেরিয়েছে, বেশ অনেক দিন ই হলো, আর কিছু হচ্ছেনা, আর পাতাও বেরোচ্ছে না, কি করবো এবার যদি বলেন?
কতদিন হল? গাছ কি সাইজের পাত্রে আছে?
প্রায় মাস দুই হলো, আর বড় টবেই লাগিয়েছি, আর পাতাও বার হয়নি, এক ই রকম আছে, খুব রোদ আসে সেই বারান্দায় রেখেছিলাম, আজ দুপুরে ছায়া হয় সেই বারান্দায় রেখেছি, কি করবো?
ওপরের মাটি ৬ ইঞ্চি তুলে ফেলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর মাটি সম পরিমানে মিশিয়ে দিন।
চড়া রোদ্দুরে রাখবো নাকি ছায়ায় রাখবো?
সেম ভাবেই আমিও অনেক বার লাগিয়েছি কিন্তু আমার হচ্ছে না কেনো ???
ভিডিও টা বারবার দেখুন। না হবার কোন কারণ নেই।
Superb video❤
Thank you 🙏🙏🙏
টগর গাছ লাগাতে কি কি লাগছে একবার আমার comment এর উত্তরে জানালে খুব ভাল হয় please
ভিডিও টা ভালো করে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। সব দেখানো আছে।
thank you
You area most welcome.
টগর গাছের বনসাই কি হয়?
হয়।
টগর কি অল্প রোদে হবে ভাই?
হবে, তবে বেশি রোদে বেশি ফুল দেবে।
0:57
রুট হরমোন এর বদলে ঘরোয়া কি লাগানো যেতে পারে?
এলোভেরার নির্যাস।
৫:১০😊
👍
Ato dhorjo niye video korsen comment na kore parlma na🥰
Dhanyabad
দাদা, ভাল বসাবার সাত দিন পর থেকে কি রৌদ্রে রাখব এবং নিয়মিত জল দেব?
হালকা রোদে রাখবেন যতদিন পর্যন্ত পাতা না বার হচ্ছে। জল দেওয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। মাটি যেন একেবারে শুকিয়ে না যায় আবার অতিরিক্ত জলও দেওয়া যাবে না, শিকড় পচে যেতে পারে।
@@growgreengrowhealthy দাদা, অনেক ধন্যবাদ।
🙏🙏🙏
দাদা,
১) ডাল বসাবার ৬ ইঞ্চি টবে ড্রেনেজ ব্যবস্থা লাগবে না?
২) আমার ৪০:৩০:৩০ (মাটি:বালি:ভার্মিকম্পোষ্ট) তৈরী আছে। এটা ডাল বসানোর টবে ব্যবহার করা যাবে?
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
@@barundebgupta4025 ড্রেনেজ অবশ্যই করতে হবে, দাদা। সেটা ৬ ইঞ্চি টবেই হোক বা ১০ ইঞ্চি। ৬ ইঞ্চির ড্রেনেজটা আমার দেখানো হয়নি।
আপনার পটিং মিক্স একদম ঠিক আছে। শুরু করে দিন। আর ডালে পাতা গজানোর পর অবশ্যই জানাবেন। শুভকামনা রইলো।আপডেট এর অপেক্ষায় রইলাম।
সব ভালো কিন্তু র্যাদাদিয়ে ফুটো?
আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন।
আমি এভাবে বসিয়েছি ডাল শুকিয়ে যায়
আবার ভিডিও দেখুন আর চেষ্টা করুন।
♥️♥️♥️♥️♥️
🙏🙏🙏
Flower Hunt
🙏🙏🙏
মাটিতে হলুদ দিন পিঁপড়ে চলে যাবে
👍👍👍
পাশে ওটা কী ফুল
Bugenvilia
আমাদেরমত মানুষের জন্য একটা গাছের জন্য ঢাকের দয়ে মনসা বিক্রি।
কেন?
আমি ও টগর গাছ বাঁচাতে পারছিনা।অনেক চেষ্টা করলাম।
ভিডিও তে দেখানো পদ্ধতি অনুসারে করুন, বাঁচবে।
Ok,,jp
👍
2024 me w
আমিও করবো দাদা 😊😊
🙏
Thank you
🙏🙏🙏