গুরুদুয়ারা নানকশাহী | ঢাকায় শিখদের বৃহত্তম উপাসনালয়। Biggest Sikh Temple in Bangladesh |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • গুরুদুয়ারা নানকশাহী হল, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত শিখ ধর্মের একটি উপাসনালয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবনের ঠিক পাশেই অবস্থিত। বাংলাদেশে অবস্থিত ৯-১০ টি গুরুদুয়ারার মধ্যে বৃহত্তম এই গুরুদুয়ারাটি।
    কথিত আছে যে, এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত, সেই স্থানে ষোড়শ শতকে শিখ ধর্মের প্রবর্তক, গুরু নানক অবস্থান করেছিলেন অল্প সময়ের জন্য। এই স্থানে থাকাকালীন তিনি - শিখ ধর্মের একেশ্বরবাদ এবং - ভ্রাতৃত্ববোধের কথা প্রচার করেন, এবং ধর্মের আচার-অনুষ্ঠান পালনের শিক্ষা প্রদান করেন।

ความคิดเห็น • 1