ভাইয়া plz reply urgently! DEPZ hospital আশুলিয়ার একটা পোস্টে এপ্লাই করবো,এখন ওরা বলছে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত পাঠাতে(specifically বলে নাই যে ডাকযোগে), আমি কি পোস্টঅফিস থেকে পাঠাবো নাকি কুরিয়ার থেকে পাঠালেও হবে?
ভাইয়া plz reply urgently! DEPZ hospital আশুলিয়ার একটা পোস্টে এপ্লাই করবো,এখন ওরা বলছে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত পাঠাতে(specifically বলে নাই যে ডাকযোগে), আমি কি পোস্টঅফিস থেকে পাঠাবো নাকি কুরিয়ার থেকে পাঠালেও হবে?
মূল খাম এবং ফেরত খামে একই এড্রেস দেওয়া ভালো। যে অ্যাড্রেসে বা পোস্ট অফিস থেকে আপনি ফেরত খামটি রিসিভ করবেন সেই অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট হলে পার্মানেন্ট বর্তমান হলে বর্তমান। Please subscribe and connected ❤️
যে ঠিকানায় আপনি এডমিট কার্ড পেতে চান সেখানে আপনি যেকোন জায়গা ঠিকানা লিখতে পারেন। কিন্তু খামের উপর নিজ জেলা হবে আপনার স্থায়ী ঠিকানা(জয়পুরহাট)। Please subscribe and connected ❤️
ভাই ব্যাংক ড্রাফট করার পরে চেকটা আমি আবেদন ফরমের সাথে পিন মারতে পারি নাই । খামের ভিতর সেপটা আমি দিয়ে দিছি এতে কি কোন সমস্যা হবে ফেরত খাম আসার ক্ষেত্রে
আসসালামুলাইকুম,,, আমার একটা প্রশ্ন উওর দিবেন দয়া করে,,আমি অতিরিক্ত দায়রা জজ আদালতে ডাকযোগে আবেদন করে পাঠায়ছি,,এখন ওনারা কীভাবে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য ডাকবেন
ভাই আবেদন পত্র এর মধ্যে ছবি কোথায় লাগাবো , আবেদন পত্র দরখাস্ত এর মতো করে হাতে লিখেছি, এখন ছবি কোথায় লাগাবো, ডান পাশে নাকি বাম পাশে, একভাই আমাকে বললো বাম পাশে নাকি লাগাতে হবে, যেইখানে বরাবর লিখে শুরু করি তার উপরে নাকি লাগাতে হবে , প্লিজ ভাই সাহায্য করেন, অতি জরুরী, রপ্লাই দিলে উপকার হবো
ভাই নিজ হাতে গিয়ে জমা দিলে যদি মেইন খামে ডাক টিকেট না লাগে, তাহলে ফেরত খামে কি ডাক টিকেট লাগবে??? নাকি নিজ হাতে জমা দিলে এডমিট কাডও কি নিজ হাতে নিতে হবে? নাকি ফেরত খামে পাটাবে ?, কিন্তু ফেরত খামে তো ডাক টিকেট দি নাই তাহলে কিভাবে পাটাবে?
আমি অফিস সহকারে কাম হিসাব সহকারী আবেদন করেছি স্কুল টা আমার বাড়ির পাশে যে ঠিকানায় পাঠাবো সে ক্ষেত্রে কি খামের উপর ডাক টিকেট বা পোস্ট অফিসের সিল লাগবে জানালে খুব উপকৃত হতাম
@@MsTechBanglaOfficial সার্কুলারে কিন্তু 10 টাকার টা দেওয়ার কথা বলছিল,,, আমি কিন্তু ৫ টাকা টা দুইটা লাগিয়ে দিছি,,,,,,,, এতে কি কোন সমস্যা আছে জানাবেন প্লিজ
যখন আবেদনপত্র গুলো পাঠানো হয় তখন পদ অনুযায়ী এগুলো সিরিয়াল করা হয়। পদের নাম লিখে দিলে সুবিধা হয়। পদের নাম না লিখলে এটা খুলে বের করতে হয় কোন পদের দেখার জন্য। এভাবে অনেক সময় আপনার আবেদন পত্রটি হারিয়ে যেতে পারে।
আমাদের পেইজে লাইক অথবা ফলো করে যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন। নিচে ক্লিক করুনঃ facebook.com/MsTechBanglaOfficial?mibextid=ZbWKwL
ভাইয়া plz reply urgently! DEPZ hospital আশুলিয়ার একটা পোস্টে এপ্লাই করবো,এখন ওরা বলছে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত পাঠাতে(specifically বলে নাই যে ডাকযোগে), আমি কি পোস্টঅফিস থেকে পাঠাবো নাকি কুরিয়ার থেকে পাঠালেও হবে?
উপকৃত হলাম ❤❤❤
অনেক উপকার হলো ❤❤❤
অসংখ্য ধন্যবাদ।
Thanks a lot dear brother for your nice arrangement ❤️❤️❤️.Go ahead
Thank you.
Please subscribe and connected ❤️
Vaiya daktikit ki 2ta khame dite hobe .20 tk daktikit chaise.sudu ferot khame ki daktikit lagbe na mul khame o dite hobe.ami 20 tk daktikit nisi
Circular e ki Bola ache?
ডাক টিকিট ফেরত খাম আর বড় খাম দুইটিতেই লাগাতে হয় নাকি শুধু ফেরত খামে?
এইটা জর্জ কোটের আবেদন সরাসরি সাবমিট করব....
২ টায়ই
ভাইয়া, আমি স্থানীয় ঠিকানায় থাকি না, বর্তমানে সদরে ভিতরে থাকি,বাট জেলা একই। এক্ষেত্রে, মূল খামে ও ফেরত খামে কোন ঠিকানা ব্যবহার করবো?
যেখান থেকে এডমিট সংগ্রহ করতে পারবেন এমন একটি ঠিকানা দিলেই হবে।
@@MsTechBanglaOfficial মূল খামে ও কি একই ঠিকানা দিব?
ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই
ফেসবুক পেজে এসএমএস করুন।
thanks vai love form dhaka
❤️
স্যার, খাম গুলো কোথা থেকে নিব..?
নিকটস্থ যে কোন লাইব্রেরীতে পেয়ে যাবেন।
ভাইয়া plz reply urgently! DEPZ hospital আশুলিয়ার একটা পোস্টে এপ্লাই করবো,এখন ওরা বলছে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত পাঠাতে(specifically বলে নাই যে ডাকযোগে), আমি কি পোস্টঅফিস থেকে পাঠাবো নাকি কুরিয়ার থেকে পাঠালেও হবে?
আপনার বেশি জরুরী হলে আপনি নিজে গিয়ে জমা দিয়ে আসেন। অথবা আপনি সার্কুলার টি ফেসবুক পেজে এসএমএস করুন চেক করে জানাচ্ছি।
আসসালামু আলাইকুম স্যার, আবেদন লেখা গুলো হাতে লিখবো নাকি কম্পিউটারে টাইপ করে
সার্কুলারে কি বলা আছে?
@@MsTechBanglaOfficial সার্কুলারে এ বিষয়ে বলা নাই। বলা আছে সাদা কাগজে আপনার নাম, ইত্যাদি ইত্যাদি...
@touhidhasan7011 তাহলে যে কোন এক ভাবে দিলেই হবে।
@@MsTechBanglaOfficial আপনার সাথে যোগাযোগ করতে চাই ভাইয়া
@touhidhasan7011 ফেসবুক পেজে এসএমএস করুন।
Vaiya postal order cacce oita ki stapler diye pin kore dite Hobe?
Ha
Vai photo 4 copy ki সত্যায়িত করে দিতে হবে?
হ্যাঁ, ফটো সবগুলো সত্যায়িত করে দিতে হবে।
Please subscribe and connected ❤️
Abedon potre ki niche
songjukti likte hobe?
Na. Form e ja ache Tai likhle hobe.
Mul kham eaa jeaa address dea hoi ota ki present address dite Hobe naki permanent
মূল খাম এবং ফেরত খামে একই এড্রেস দেওয়া ভালো। যে অ্যাড্রেসে বা পোস্ট অফিস থেকে আপনি ফেরত খামটি রিসিভ করবেন সেই অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট হলে পার্মানেন্ট বর্তমান হলে বর্তমান।
Please subscribe and connected ❤️
Thanks Vai❤️❤️
চারিত্রিক সনদ কি মূল কপি দিতে হবে নাকি সত্যায়িত ফটোকপি দয়া করে জানাবেন প্লিজ।
চারিত্রিক সনদ মুলকপি দেওয়াই ভালো।
ভাইয়া NID কার্ড আর জাতীয়তা সনদপত্রের ফটোকপিও কি সত্যায়িত করা লাগবে?
কোন পদের জন্য? ফেসবুক পেজে ইনবক্স করুন।
@@MsTechBanglaOfficial অফিস সহকারী?
❤❤❤
Thank you ❤️
ভাইয়া আবেদন কারির সত্যিয়ত ছবি কি ফরমের উপর লাগিয়ে দিতে হবে?
সার্কুলারে কি বলা আছে?
সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টস সমূহ কি পিন করে দিবো নাকি এমনি সব একসাথে ভাঁজ করে দিবো?
আর ছবি খামের ভিতর কিভাবে দিবো?
পিন করে দিবেন পেপার গুলো। ছবি কিভাবে দিতে বলা হয়েছে?
@MsTechBanglaOfficial kichu bola ney
আচ্ছা ভাইয়া আবেদন পত্রটা সার্টিফিকেট এর উপরে থাকবে নাকি নিচে?
@mhrc7938 ভিডিওতে সিরিয়াল করা আছে। ধাপে ধাপে।
@mhrc7938 ফেসবুক পেজে এসএমএস করুন।
Sottayon kon jaigai korle valo hy
Facebook page e inbox korun.
স্যার সার্টিফিকেট তো ফটোকপি দেওয়া লাগবে
হ্যাঁ
thanks brother
ভাইয়া আমার নিজ জেলা জয়পুরহাট এ কিন্তু আমি নারায়ণগঞ্জ থাকি, তাহলে আমাকে মূল খামে এবং ফেরত খামে কোন ঠিকানা লিখতে হবে দয়া করে বলবেন🙏
যে ঠিকানায় আপনি এডমিট কার্ড পেতে চান সেখানে আপনি যেকোন জায়গা ঠিকানা লিখতে পারেন। কিন্তু খামের উপর নিজ জেলা হবে আপনার স্থায়ী ঠিকানা(জয়পুরহাট)।
Please subscribe and connected ❤️
ভাই, pay order এর বাম পাশের অংশটি কি কেটে নিজের কাছে রাখতে হবে?
নিজের কাছে রাখা প্রয়োজন নেই।
আপনি চাইলে ফটোকপি করে রাখতে পারেন।
@@MsTechBanglaOfficial Thanks vai
ভাই ডাক টিকেট কই পামু? নাকি পোস্ট অফিস এর থেকেই দিবো?
পোস্ট অফিসে পাবেন।
I see a big envelope on your table, what to do with it?
All papers are store with it. (Personal)
ভাইয়া ৪টা ৫×৫ সে মি এবং ২টা স্ট্যাম্প সাইজের ছবি চেয়েছে, এতোগুলো ছবি কোথায় লাগাবো? আর কী দিয়ে লাগাবো?
ফর্মের সাথে।
@@MsTechBanglaOfficial ফর্মের ডান কোনায় সবগুলো একসাথে পিন মেরে দিলে হবে?
@shehabsani হবে।
@@MsTechBanglaOfficialস্টাম সাইজের ছবি কোথায় দিবো?
@ohoishegaming সার্কুলারে বলা নাই?
ভাই বড় খাম এবং, ফেরত খামের ডাক টিকিট খামের পেছনে লাগালে হবে?
Samne laganoi best
ভাইয়া আবেদন পত্র লিখার জন্য A4, নাকি লিগেল সাইজ কাগজ ব্যবহার করা উচিত?
A4 সাইজের পেপার ব্যবহার করবেন।
Please subscribe and connected
A4 সাইজে এক পেইজে সিভি জায়গা না হলে কি ২য় পেজে লিখা যাবে?তাই লিগেল সাইজ বলছিলাম।
আর আপনার ভিডিও নিয়মিত দেখি ভাইয়া
কোন পোস্টে আবেদন করার জন্য ১ পেইজে হচ্ছে না?
@@MsTechBanglaOfficial হাতে সিভি (একদম সাদা কাগজে) লিখতে হয়,কম্পিউটারে লিখলে হবে না নাকি
তাহলে ১ পেইজ এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সিভি সাজাতে হবে। একাধিক পেজ ব্যবহার করা যাবে না।
ভাই ব্যাংক ড্রাফট করার পরে চেকটা আমি আবেদন ফরমের সাথে পিন মারতে পারি নাই । খামের ভিতর সেপটা আমি দিয়ে দিছি এতে কি কোন সমস্যা হবে ফেরত খাম আসার ক্ষেত্রে
সমস্যা হবে না।
Please subscribe and connected
ভাই আমি ফেরত খামের উপর কিছুই লিখি নি আর ডাকটিকিট দিতে বলছিলো দেইনি।কাগজপত্র সব কিছু ঠিক আছে।সেক্ষেত্রে আমাকে কি ফেরত খাম দিবে??
@allbanglasong3888 ঠিকানা বিহীন কোথায় পাঠাবে?
@@MsTechBanglaOfficial আবেদন টা কি আমি আবার করতে পারবো?তাছাড়া আবেদন ফর্ম এর মধ্যে সব কিছু লেখা আছে।
Vai post office er maddhome kono application pathale koidiner moddhe seta pochai??
1/2 working days er moddhe paoya jay
Vaia apnr sathe aktu inbox e kotha bola jabe
Vaia kivabe inbox e kotha bolte pari?
Kindly Facebook page e inbox korun: facebook.com/sujon.vhoot.page/
Vai perot kam ta ki na caileo dite hobe?onk circular e perot kam cai na .ektu ianaben plz
Na chaile dite Hobe na.
Vaiya shikkagoto jogyota sonod ki ki dibo? Ektu janaben .
Ki post? Details Facebook page e inbox korun.
ভাই পোষ্ট অফিস থানা জেলা এগুলা কি লিখতে হবে...? যদি শুধু বাসার ঠিকানা দেই তাহলে..?
সম্পূর্ণ ঠিকানা ছাড়া চিঠি পাবেন?
৫ × ৫ সেমি আর পাসপোর্ট সাইজের ছবি কি একই?
না। আলাদা।
@@MsTechBanglaOfficial স্টাম সাইজের ছবি কি সত্যয়িত করতে হয়?
@ohoishegaming ফেসবুক পেজে ইনবক্স করুন।
@@MsTechBanglaOfficialচেক করুন এখনি ভাইয়া। নক করেছি পেজের ইনবক্সে
ভাইয়া, আবেদনপত্রে বলা নাই যে, আবদেন হাতে লিখবো নাকি কম্পিউটারে টাইপ করে। এখন আমি কী করতে পারি..?
তাহলে যে কোন একভাবে দিলেই হবে।
@@MsTechBanglaOfficial
আপনার সাথে যোগাযোগ করতে চাই
@touhidhasan7011 ফেসবুক পেইজে এসএমএস করুন।
@@MsTechBanglaOfficial আমি আপাতত ফেসবুক ব্যবহার করছি না। যদি কাইন্ডলি অন্য কোনো মাধ্যম বলতেন।
@touhidhasan7011 আমরা আপাতত অন্য কোন মাধ্যম ব্যবহার করছি না।
ভাই আমি খামের উপরে পদের নাম লিখি নাই এখন আমি কি করতে পারি দয়া করে জানাবপন??
পদের নাম লিখে দেওয়া ভালো না লিখলে আশা করছি সমস্যা হবে না।
আচ্ছা ভাই,,,,ডাক টিকেট কি একটাই দিতে হয়?
10 টাকা মূল্যমানের টিকেট লাগবে। 5 টাকার টিকিট হলে দুইটা, এক টাকা টিকেট হলে দশটা।
Please subscribe and connected ❤️
সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে জমা দিলে কি ডাকটিকিট লাগবে?
না
আসসালামুলাইকুম,,, আমার একটা প্রশ্ন উওর দিবেন দয়া করে,,আমি অতিরিক্ত দায়রা জজ আদালতে ডাকযোগে আবেদন করে পাঠায়ছি,,এখন ওনারা কীভাবে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য ডাকবেন
অপেক্ষা করুন। আশা করছি কর্তৃপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা পাবেন।
ছবি কি আবেদনপত্রের সাথে পিন মেরে দিতে হয়
হ্যা
ভাইয়া, বেসরকারি চাকরিতেও কি ফেরত খাম আছে যেমন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগে?
বেসরকারী চাকরীতে ফেরত খাম খুব একটা থাকে না। আপনি যদি আমাকে আপনার সার্কুলার টা দেন আমি তথ্য জেনে আপনাকে জানাতে পারবো।
@@MsTechBanglaOfficial পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ আবেদনের শেষ তারিখ ছিলো ৩১আগস্ট
যোগাযোগের জন্য মোবাইল নাম্বারসহ , পদের নাম উল্লেখ করে আবেদন করতে হবে। কোন ফেরত খাম দিতে হবে না। মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে।
ডাক বিভাগ থেকে আবেদন করলে কিভাবে বুঝবো আবেদনটা প্রাপক বরাবর পৌঁছেছে কিনা?
এটা বোঝার কোন অপশন নেই। তবে আপনি চাইলে চিঠি রেজিস্টার করে পাঠাতে পারেন। তাহলে নিশ্চিত থাকতে পারবেন।
Please subscribe and connected ❤️
ডাকযোগে আবেদন করলে পরীক্ষার জন্য কল করে জানাবে নাকি ফেরত নামে চিঠি পাঠাবে?
কোন পোস্ট? বিস্তারিত জানাবেন।
ভাইয়া আমি ব্যাংক ড্রাপ নাম্বার এবং তারিখ দিয়েছি কিন্তু শাখা এবং ব্যাংকের নামটা লিখসে ভুলে গেছি,,, আবেদন পত্র গ্রহণযোগ্য হবে????
সমস্যা হবে না আশা করি।
ভাই আবেদন পত্র এর মধ্যে ছবি কোথায় লাগাবো , আবেদন পত্র দরখাস্ত এর মতো করে হাতে লিখেছি, এখন ছবি কোথায় লাগাবো, ডান পাশে নাকি বাম পাশে, একভাই আমাকে বললো বাম পাশে নাকি লাগাতে হবে, যেইখানে বরাবর লিখে শুরু করি তার উপরে নাকি লাগাতে হবে , প্লিজ ভাই সাহায্য করেন, অতি জরুরী, রপ্লাই দিলে উপকার হবো
সরকারি চাকরির আবেদন পত্রে উপরে ডানপাশে ছবি দিতে হয়।
Bank draft na dela kesu hoba
😃😃😃
ভাই ফেরত খাম কী দিতে হবে?
৫*৫ সে.মি বলতে কী পার্সপোর্ড সাইস বুঝায় জানাবেন প্লীজ
৫.৫ সে.মি ছবির জন্য স্টুডিওতে গিয়ে এই মাপ বললে আপনাকে বানিয়ে দিবে।
@@MsTechBanglaOfficial tnx vai
প্রিয় ভাই, ট্রেজারী চালানের পেজটা যদি A4 সাইজের হয়, সেক্ষেত্রে কি সবার প্রথমেই চালানটা আবেদনের উপর রেখে মাজ বরারাবর পিন লাগাতে হবে?
চালান ফরম উপরে রাখতে হবেনা ভিতরে দিলেই হবে।
ভাই ছবি গাম দিয়ে লাগাতে বলেছে এবং ৩ টি সত্যায়িত ছবি দিতে বলেছে। সত্যায়িত ছবি গুলো কিভাবে দিবো?
বাকিগুলো পিন দিয়ে আবেদন ফরমের সাথে দিয়ে দিলেই হবে।
@@MsTechBanglaOfficial ভাইয়া ফেরত খামের কথা যাদি না বলা থাকে তাহলেও কি দিতে হবে?
না
apnar bari ki matlab uttar.
Ha
@@MsTechBanglaOfficial village
ভাই খামের উপর ঠিকানা কোনটা দিব?আমি অন্য জেলায় থাকি।
ভালো হয়, নিজের স্থায়ি ঠিকানা দেওয়া।
ভাই নিজ হাতে গিয়ে জমা দিলে যদি মেইন খামে ডাক টিকেট না লাগে, তাহলে ফেরত খামে কি ডাক টিকেট লাগবে???
নাকি নিজ হাতে জমা দিলে এডমিট কাডও কি নিজ হাতে নিতে হবে? নাকি ফেরত খামে পাটাবে ?, কিন্তু ফেরত খামে তো ডাক টিকেট দি নাই তাহলে কিভাবে পাটাবে?
ফেরত খামে ডাক টিকেট লাগবে।
ভাই চারিএিক সনদ না দিলে কি আবেদন গ্রহন হবে না?
চারিত্রিক সনদপত্র দিতে হবে।
@@MsTechBanglaOfficial ভাই আমি আবেদন আগেই করছি কিন্তুু চারিএিক দেই নাই,আর বাকি সব দিছি
@habibullahhabib4601 চারিত্রিক সনদপত্র অবশ্যই দিতে হবে যদি সার্কুলারে বলা থাকে।
প্রথম শ্রেণির কর্মকর্তা কতৃক চারিত্রিক সনদ এটা কিভাবে সংগ্রহ করব?
কম্পিউটার প্রিন্ট করে সত্যায়িত করলেই হবে।
নিয়োগে দেওয়া আছে খামে মোবাইল নাম্বার দেওয়া যাবে না, তাইলে কি শুধু নাম ঠিকানা দিলেই হবে?
মোবাইল নাম্বার ব্যতীত বাকি ঠিকানা দিন তাহলে।
ভাই সকল কাগজপত্র কি সত্যায়িত করে দিমু নাকি ।
প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে ফটোকপি গুলো সত্যায়িত করতে হবে।
ভাই আমি যদি ছোট খামে দেই তাহলে কোন সমস্যা হবে...?
সমস্যা নেই
vai amar aktu help lagto
Facebook page e inbox korun kindly.
Thanks vai
❤️
Please subscribe and connected
বড় ভাই ডাকযোগে আবেদনপত্র পৌছাতে কত দিন লাগে?
কোথা থেকে কোথায় পাঠাবেন?
ভাই যদি মিরপুর থেকে সাভার পাঠাই…. তাহলে কতদিন লাগবে?@@MsTechBanglaOfficial
@zain_nmn111 এক কর্ম দিবসের মধ্যেই পেয়ে যাওয়ার কথা। তাছাড়া আপনি সংশ্লিষ্ট পোস্ট অফিসে যোগাযোগ করলে তারা সঠিক সময়টা বলতে পারবেন।
ভাই আমি ফেরত খামের উপর কিছুই লিখি নি আর ডাকটিকিট দিতে বলছিলো দেইনি।কাগজপত্র সব কিছু ঠিক আছে।সেক্ষেত্রে আমাকে কি ফেরত খাম দিবে?
ঠিকানা বিহীন কোথায় পাঠাবে।
সবগুলো কাগজ পর্যাক্রমে আলাদা করে ভাজ করে দিতে হবে কি?
দয়া করে জানাবেন
সবগুলো একসাথে করে তারপরে ভাঁজ করে দিলেই হবে।
@@MsTechBanglaOfficial thanks bia
Vaiya Jodi Kota thake tahole likhbe ki kore
আবেদনপত্রে কোটা উল্লেখ করার ঘর আছে সেখানে টিক দিতে হবে এবং কটার স্বপক্ষে কাগজপত্র সাথে দিতে হবে।
Please subscribe and connected ❤️
আমি অফিস সহকারে কাম হিসাব সহকারী আবেদন করেছি স্কুল টা আমার বাড়ির পাশে যে ঠিকানায় পাঠাবো সে ক্ষেত্রে কি খামের উপর ডাক টিকেট বা পোস্ট অফিসের সিল লাগবে জানালে খুব উপকৃত হতাম
ডাক টিকেট লাগবে না। আপনি নিজেই অফিসে পৌঁছে দিতে পারবেন।
@@MsTechBanglaOfficial পোস্ট অফিসে ছিল লাগবে কি
পোস্ট অফিস জমা দিতে হবে নাকি ভাই
হ্যা।
ভাইয়া যারা ডিগ্রি পাস তাদের বিষয়ের ঘরে কি লিখতে হয়??
Course name likhben, jemon B.sc , BBS.
ভাইয়া বিষয়ের ঘরে যদি BSC বা BSS লিখি তাহলে পরীক্ষার নাম এই ঘরে কী লিখতে হয়???
পিনআপ না করে দিলে সমস্যা হবে?
কিভাবে দিতে চাচ্ছেন?
@@MsTechBanglaOfficial আমি তো কাগজ আলাদা করে খামের ভেতর ভরে দিয়েছি, 😑 সমস্যা হবে নাকি?
ফেসবুক পেজে ইনবক্স করুন।
ভাই আমি হাতে না লেখে কম্পিউটারে টাইপ করে ফেলাপ করছিলাম আবেদন, আরো কাগজগুলো সত্যায়িত করেনি,, আমার কি মাঠে যেতে পারবো
নিয়ম বহির্ভূত কাজ কখনো করিনি তাই এ বিষয়ে জানা নেই। নিয়ম হচ্ছে সার্কুলারে যেভাবে বলা থাকে সেভাবে সকল কাজ করা।
@@MsTechBanglaOfficial ভাই সার্কলারে উল্লেখ নেই, যে সত্যায়িত করে দিতে হবে,, এমন কিছু তারা উল্লেখ করে নাই
@@MsTechBanglaOfficial ১ মাস ১২ দিন হলো আবেদন করছি এখনো কোনো মেসেজ বা খাম আসে নাই,, কতদিন পর আসতে পারে,, প্লিজ জানাবেন ভাই
ভাইয়া আপনার মেসেজ কতদিন পর আসছিলো জানাবেন
ভাই আমি তো ৫ টাকার দুইটা ডাকটিকিট লাগিয়ে প্রেরণ করেছি ,,,,, এতে কি কোন সমস্যা হবে জানাবেন প্লিজ ❤❤
না সমস্যা নেই। সর্বমোট মূল্য ১০ টাকা হলেই হবে।
@@MsTechBanglaOfficial সার্কুলারে কিন্তু 10 টাকার টা দেওয়ার কথা বলছিল,,, আমি কিন্তু ৫ টাকা টা দুইটা লাগিয়ে দিছি,,,,,,,, এতে কি কোন সমস্যা আছে জানাবেন প্লিজ
@mdisrafilhossen6226 ৫ টাকা+ ৫ টাকা= ১০ টাকা। কোন সমস্যা নেই। আপনার কথা আমি বুঝতে পেরেছি।
ডাক যোগাযোগ এ চিঠি পেরন করতে কত দিন সময় লাগতে পারে,যদি জানাতেন উপকার হত অনেক💖💖💝
এই বিষয়ে পোস্ট অফিসে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর পাবেন।
@@MsTechBanglaOfficial ধন্যবাদ, ভাই
mobile no ki nijer ta naki babar ta dite hobe
Nij
৫ সেট বা ৮ সেট কিভাবে দিব??
ফটোকপি করে।
ভাই আমি সব ঠিকঠাক পাঠাইছি শুধু ফেরত খাম দেয়নি সেটা দিতে হবে আমি জানতাম না
কোন চাকরির জন্য আবেদন করেছেন? সেখানে কি ফেরত খাম চেয়েছে?
@@MsTechBanglaOfficial না ভাই চায়নি পল্লী বিদুৎ এ
ভাইয়া একটু বলেন খুব চিন্তায় আছি
@@MsTechBanglaOfficial ভাই একটু বলেন প্লিজ
c/o mane ki?
Care of. Babar nam
ভাই যদি কাগজ পত্র দুইজন কর্মকর্তা আলাদা আলাদা সত্যায়িত করে তাহলে কি কোন সমস্যা আছে...? কত গুলা একজনে করছে বাকি গুলা অন্যজন করছে
সবগুলো একজন কে দিয়ে করালে ভালো হয়।
সার্কুলারে খামের যে সাইজ বলা থাকে সেটা কি ফেরৎ খামের সাইজ?
২ টা খামের সাইজ বলা থাকে।
এন আইডি যদি না চায় তবুও দিতে হবে?
সার্কুলারে যা চাইছে তা দিলেই হবে।
ভাই আমি ফেরত খামে ডাক টিকেট লাগানো হয় নি তাহলে কি আমার এডমিড আসবে না আবেদন বাতিল হয়ে যাবে আর ফোনে এসএমএস আসবে বলবেন ভাই
সমস্যা হতে পারে।
2023 সালের পরীক্ষা
Vaiya apnr fb id ta dile onk opokrito hotam. Akta bisoy janar chilo
About option e ache.
১০ টাকার ডাক টিকিট কোথায় পাওয়া যায়
পোস্ট অফিসে পাবেন।
প্রিয় ভাই, ব্যাংক ড্রাফট অথবা, ট্রেজারী চালান এর মূল কপি সত্তাইত করতে হবে?
না
মহানগর দায়রা জজ আদালতের অফিস সহায়ক পদে পরীক্ষা ডেট দিয়েছে ভাই
হম
2023 সালের 8টি পদে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে
পরীক্ষা ডেট দিয়েছে
ডাকটিকিট কোথা থেকে কালেক্ট করবো?
পোস্ট অফিস থেকে পাবেন।
ফেরত খাম আসলে বুঝতে পারবো কি করে ভাই?
পোস্ট অফিসে খোঁজ নিতে হবে।
ভাই, খামের উপর পদের নাম না লিখলে কি আবেদনটি বাতিল করে দিবে
যখন আবেদনপত্র গুলো পাঠানো হয় তখন পদ অনুযায়ী এগুলো সিরিয়াল করা হয়। পদের নাম লিখে দিলে সুবিধা হয়।
পদের নাম না লিখলে এটা খুলে বের করতে হয় কোন পদের দেখার জন্য।
এভাবে অনেক সময় আপনার আবেদন পত্রটি হারিয়ে যেতে পারে।
তাহলে কি আবেদনটি আবার করতে হবে ভাই
ভাইয়া জানান প্লিস
আবার করার প্রয়োজন নেই।
পরবর্তীতে সচেতন থাকলেই হবে।
যদি বাতিল করে দেয়
ফেরত কামে নাম ঠিকানা না দিলে কী আবেদন পএ বাতিল হয়ে যাবে?
তাহলে এডমিট কার্ড টা কার ঠিকানায় পাঠাবে?
Vhul a ami pirot kam a address dei nai.akon tahole amr admit asbe na?
স্টাপ কোথায় পাওয়া যায়
দুঃখিত, আপনার কথা বুঝতে পারিনি।
দয়া করে ফেসবুক পেজে ইনবক্স করুন।
Photo kothay dita hoba
Application form er sathe
তিন ভাজ ক্ষেত্র কিভানে দিবো
খুবই সহজ। চেষ্টা করেন পারবেন।
Please subscribe and connected ❤️
সরাসরি যদি আবেদন পত্র জমা দিতে বলে তাহলে কি ডাকটিকেট লাগবে?তখন কি একটা খামে দিলেই হবে?
সরাসরি জমা দিলে ঢাকটিকেট প্রয়োজন নেই।
ডাকটিকিট কিভাবে পাবো ভাই?
পোস্ট অফিস থেকে পাবেন।
ভাইয়া ফেরত খামের সাইজ কতো?
সারকুলারে সাইজ বলা থাকবে, বলা না থাকলে স্টেশনারি দোকানে গিয়ে বললে সাইজ দিয়ে দিবে।
ছবি খামে কিভাবে জমা দেবো
আবেদন ফর্মের সাথে পিনাপ করে দিতে হবে।
প্রেরকে কি যে পোস্ট অফিস থেকে চিঠি পাঠাবো সেই এলাকার ঠিকানা দিব?
নাকি স্থায়ী ঠিকানা দিব?
বলবেন দয়া করে।
আপনার স্থায়ী ঠিকানা দেন।
Vai farot kham o deta hova
আপনার প্রশ্নটি বুঝতে পারিনি ভাই দয়া করে একটু বিস্তারিত বলুন।
Please subscribe and connected ❤️
ভাই আপনার ফেসবুক লিংক টা দেন আপনার সাথে কিছু শিখার আছে
facebook.com/sujon.vhoot.page
ভাইয়া ফেরত খামে কি কি দিতে হয়
শুধুমাত্র খাম। তারা এটার ভিতরে এডমিট দিয়ে পাঠাবে।
আপনার নামবার দেন
ফেসবুক পেইজে ইনবক্স করুন।
ভাই পরীক্ষার কি পাস দিছেন
বুঝতে পারি নাই
ভাই ছবি কিভবে দেব
সার্কুলারে বলা থাকে।
C/O জায়গায় কার নাম হবে ভাই?
বাবা