আমি গত তিন বছর আগে ছয়টি এই জাতের কাটিমন আমের চারা রোপন করেছিলাম। 4 মাস আগে থেকে আমার গাছে আম ধরতে শুরু করেছে, এবছরই প্রথম আম ধরেছে। ভিডিওটিতে সঠিক তথ্য এবং সত্যি কথা তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাই আমি গত আড়াই বছর আগে আমার দুই বিঘা জমিতে এই থাই কাটিমন আমের চারা রোপন করেছিলাম। এখন পর্যন্ত কোন মুকুলের দেখা পাইনি। আপনার কথা শুনে আমি অনেকটা ভরসা পেলাম। তাহলে বোধহয় আমারও তিন বৎসর লাগবে এই গাছে ফল ফুল আসতে। ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইজান আর কয়েকটা মাস অপেক্ষা করুন। দেখবেন আপনার প্রতিটি গাছে মুকুল আসবে এবং আমের ফলন অনেক বেশি হবে। মাটির কিছু গুণগত মানের জন্য এমন অবস্থা বিভিন্ন জায়গায় হয়। কোথাও কোথাও 6 মাসের মধ্যে এই জাতের আম গাছে মুকুল লক্ষ্য করা যায় আবার কোথাও কোথাও তিন বছর লেগে যায়। তাই অযথা চিন্তা করবেন।
আমি নার্সারি থেকে আনার ছয় সাত মাসের মধ্যেই আম ধরেছ ,যতো আমগাছ আছে তার মধ্যে কাটিমন আম গাছ চেনা সহজ। কাটিমন আম পাতার ডগাটা খুব সরু হয় মানে অশথ্ব গাছের পাতা যেমন চ ওড়া থেকে হঠাৎ সরু হয়ে একদম সুচের মতো চোখা হয়ে যায় কাটিমন আমগাছের পাতাও সেরকম হয়।
Bhai, amar katimon er char boyos der bochor, bar bar ful astese, fuler gora theke kete dile , side die abar ful asche, ete gacher growth kome jacche, protikar ki
এই সময় কাটিমন আম গাছে ফুল পর্যাপ্ত পরিমাণে আসে। আপনি ফুলগুলি ভেঙে দেন। কিছুদিন বাদে দেখবেন কচি পাতা বেরিয়েছে। আপনি যখন মনে করবেন গাছ ফল নেওয়ার মতো উপযুক্ত শক্তপোক্ত হয়েছে। তখন আপনি ফুলগুলি রেখে দেবেন। আর এই বর্ষাকালে গাছের গোড়ায় কোন খাবার দেবেন।
আমি মার্চ মাসের 10 তারিখ 2024 কাটিমন চারা লাগিয়েছি আজ 25/06/2024 এ বলছি। মাস খানেক আগে থেকেই মুকুল আসতে শুরু করেছে । যদিও মুকুল গুলো আমি রাখি নাই ভেঙ্গে দিয়েছি তবে এখন ভেবেছি বৃষ্টি হলে পর মুকুল ভাঙবো না রাখব।
আমি এক বিঘা জমিতে গত আড়াই বছর আগে থাই কাটিমন আম গাছ লাগিয়েছিলাম। এবারই প্রথম দেখছি গাছে মুকুল আসতে শুরু করেছে। নার্সারি থেকে বলেছিল এক বছরের মধ্যে আসবে কিন্তু আড়াই বছরের পরে এই কাটিমন আম গাছে আম ধরতে শুরু করেছে।
আমার বাড়িতে একটি থাই কাটিমন আমের গাছ আছে। গাছটির বয়স এখন তিন বছর। এবারে সর্বপ্রথম গাছটিতে ফুল এসেছে এবং আমও ধরেছে। বিগত দু'বছর ধরে আমি খুব আশায় ছিলাম কিন্তু তিন বছর পরেই ফুল ফল আসলো। আপনি একদম সঠিক বলেছেন।
সব গাছে দেরি করে আসবে এমন কোন বিষয় নয় তবে সাধারণত দেরি হয়ে এই কাটিমন আম গাছে ফল আসে। অনেক ভাগ্যবান মানুষ হলেই, তবে কাটিমন আম গাছে এক বছরের মাথায় ফল পাওয়া সম্ভব হয়।
আমার একবছরের গাছে সব ডালে মুকুল এসেছিল। আমি অনেক চেষ্টা করেও গুটি মটর দানার মত ধরে রাখতে পারলাম না।কেন গুটি ঝড়ে যায় জানাবেন প্লিজ। আমি এবার বারি- ১৩ আম গাছ ( অনেক বেশি দাম ) নামি নার্সারি থেকে এনে লাগিয়ে ছি। আপনি এই গাছের quality কেমন জানাবেন প্লিজ।
আমি বাড়িতে একটি থাই কাটিমন আম গাছ রোপণ করেছিলাম তিন বছরের কাছাকাছি হলো এখনো আম অথবা মুকুল আসেনি। দাদা কি পরিচর্যা করলে আমার এই গাছে মুকুল ও আম আসবে একটু জানাবেন। অগ্রিম ধন্যবাদ।
প্রথমত আপনাকে দেখতে হবে সারাদিনে আপনার গাছের উপর সূর্যের আলো ঠিকঠাক ভাবে পরে কিনা। গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেওয়া যাবে না। গাছে মাকড়সার জাল বাধলে সেই জাল কোন একটি পাটকাঠি দিয়ে মাঝে মধ্যে ভেঙে দিতে হবে। গাছে 6 মাস বাদে বাদে ভিটামিন স্প্রে করতে হবে (মোবোমিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে)। সর্বশেষ আমি বলবো কাটিমন আম গাছে সাধারণত ফল আসতে একটু দেরি হয়। অপেক্ষা করুন সব সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে। ভিডিওটা বিস্তারিত বলা আছে সেই মতে আপনি পরিচর্যা করতে পারেন।
আপনার এলাকায় বড় বিশ্বস্ত নার্সারিতে গিয়ে আপনি এই কাটিমন জাতের আম চারা সংগ্রহ করবেন। ছোটখাটো জায়গা থেকে সংগ্রহ করলে আপনার ঠকবার সম্ভাবনা অনেকটা বেশি থাকে।
আর যদি জমিতে রোপণ করার জন্য বেশি চারা নিতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার বাড়িতে চারা পৌঁছে দিয়ে আসবো। তবে অবশ্যই 50 টি আপনার কমপক্ষে নিতে হবে।
আমি গত তিন বছর আগে ছয়টি এই জাতের কাটিমন আমের চারা রোপন করেছিলাম। 4 মাস আগে থেকে আমার গাছে আম ধরতে শুরু করেছে, এবছরই প্রথম আম ধরেছে। ভিডিওটিতে সঠিক তথ্য এবং সত্যি কথা তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ । খুব ভালো
❤️❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো দাদাভাই
ধন্যবাদ
ভাই আমি গত আড়াই বছর আগে আমার দুই বিঘা জমিতে এই থাই কাটিমন আমের চারা রোপন করেছিলাম। এখন পর্যন্ত কোন মুকুলের দেখা পাইনি। আপনার কথা শুনে আমি অনেকটা ভরসা পেলাম। তাহলে বোধহয় আমারও তিন বৎসর লাগবে এই গাছে ফল ফুল আসতে। ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইজান আর কয়েকটা মাস অপেক্ষা করুন। দেখবেন আপনার প্রতিটি গাছে মুকুল আসবে এবং আমের ফলন অনেক বেশি হবে। মাটির কিছু গুণগত মানের জন্য এমন অবস্থা বিভিন্ন জায়গায় হয়। কোথাও কোথাও 6 মাসের মধ্যে এই জাতের আম গাছে মুকুল লক্ষ্য করা যায় আবার কোথাও কোথাও তিন বছর লেগে যায়। তাই অযথা চিন্তা করবেন।
অনেক ধন্যবাদ
আমি নার্সারি থেকে আনার ছয় সাত মাসের মধ্যেই আম ধরেছ ,যতো আমগাছ আছে তার মধ্যে কাটিমন আম গাছ চেনা সহজ। কাটিমন আম পাতার ডগাটা খুব সরু হয় মানে অশথ্ব গাছের পাতা যেমন চ ওড়া থেকে হঠাৎ সরু হয়ে একদম সুচের মতো চোখা হয়ে যায় কাটিমন আমগাছের পাতাও সেরকম হয়।
Bari 11 video chai
আমার বাড়িতে ১টা কাটিমন আমগাছ , বয়স একবছর তিনবার ফুল ফল এসেছে।
সাবস্ক্রাইব করলাম
আপনাকে জানাই গাছ প্রেমী চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏
Valo Kitnashok rChotak nashok er nam bolun please
জৈব কীটনাশক কাকা এবং ছত্রাক নাশক বিলাইটক্স
Best n best 😊
❤️❤️❤️
দাদা এই টিয়া পাখির মত আম গুলো আমাদের এলাকায় বলে প্রতিবন্ধী কাটিমন আম,দামও কম। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ।
বহুদূর থেকে আপনি আমার ভিডিও দেখছেন; আপনার প্রতি আমার বুক ভরা ভালবাসা জানাই।
Thanks
আমার বাড়িতে 6 মাস আগে আমি দুটো কাটিমন গাছ লাগিয়ে ছিলাম প্রায় ছোটই ছিল কিন্তু এই বছরই আম পেয়েছি প্রায় দুটো গাছ মিলে বারোটা আম আছে
বক্তব্য সত্য।
❤️❤️❤️
Bhai, amar katimon er char boyos der bochor, bar bar ful astese, fuler gora theke kete dile , side die abar ful asche, ete gacher growth kome jacche, protikar ki
এই সময় কাটিমন আম গাছে ফুল পর্যাপ্ত পরিমাণে আসে। আপনি ফুলগুলি ভেঙে দেন। কিছুদিন বাদে দেখবেন কচি পাতা বেরিয়েছে। আপনি যখন মনে করবেন গাছ ফল নেওয়ার মতো উপযুক্ত শক্তপোক্ত হয়েছে। তখন আপনি ফুলগুলি রেখে দেবেন। আর এই বর্ষাকালে গাছের গোড়ায় কোন খাবার দেবেন।
বিচ থেকে চারা হলে কতো বছর সময় লাগবে ফলন পেতে? বিচি থেকে গাছ কি ১২ মাসি আম হবে?
মোটামুটি আপনি ধরে রাখুন ৫-৬ বছর। হ্যাঁ বারোমাসি হবে।
আমি মার্চ মাসের 10 তারিখ 2024 কাটিমন চারা লাগিয়েছি আজ 25/06/2024 এ বলছি। মাস খানেক আগে থেকেই মুকুল আসতে শুরু করেছে । যদিও মুকুল গুলো আমি রাখি নাই ভেঙ্গে দিয়েছি তবে এখন ভেবেছি বৃষ্টি হলে পর মুকুল ভাঙবো না রাখব।
দাদা মুকুলগুলি কম করে দুই বছর পর্যন্ত রাখবেন না। আর আপনি মুকুল রাখলেও গাছে আম দাঁড়ানো সম্ভাবনা খুবই কম থাকবে।
চারা কিভাবে সংগ্রহ করবো 15 পিস দরকার
@@RambooArtCrafts95পশ্চিম বাংলার বেশিরভাগ নার্সারির থেকেই সংগ্রহ করতে পারবেন।
Jor kolom er gach amar ..1 year ei fruit peyechi
ভাই আম গাছে কোন সময় কি কি সার প্রয়োগ করবো বলেন প্লিজ
Ami 1 bochor por theke amm paisi
3 Maser modhe fol pechi
প্রথম বছরেই ফল ফুল আসে
আমি এক বিঘা জমিতে গত আড়াই বছর আগে থাই কাটিমন আম গাছ লাগিয়েছিলাম। এবারই প্রথম দেখছি গাছে মুকুল আসতে শুরু করেছে। নার্সারি থেকে বলেছিল এক বছরের মধ্যে আসবে কিন্তু আড়াই বছরের পরে এই কাটিমন আম গাছে আম ধরতে শুরু করেছে।
প্রথম কয়েক বছর আপনার গাছে ফলনের হার কম থাকবে গাছের বয়স যখন একটু বেশি হবে তখন এই জাতের আম গাছে অর্থাৎ কাটিমন আম গাছে আম বেশি হয়।
Kachai mishti noy, aamar aache.
যে গাছ দেখালেন ভাই। সেটা কাটে মারামগাছ মনে হয় না। মনে হয় চায়না ডুয়ার ভ্যারাইটি 😂
আমার বাড়িতে একটি থাই কাটিমন আমের গাছ আছে। গাছটির বয়স এখন তিন বছর। এবারে সর্বপ্রথম গাছটিতে ফুল এসেছে এবং আমও ধরেছে। বিগত দু'বছর ধরে আমি খুব আশায় ছিলাম কিন্তু তিন বছর পরেই ফুল ফল আসলো। আপনি একদম সঠিক বলেছেন।
ভিডিওটি শেয়ার করে সবার কাছে সত্যটা তুলে ধরবেন জানো মানুষকে কোন গাছ বিক্রেতা ঠকাতে না পারে।
মাটির গাছ আর টবের গাছের। মধ্যে অনেক তফাৎ আছে সেটা আগে বুঝতে হবে
ঠিক বলেছেন দাদা@@lifeisbeauty9840
কাটিমন আম দাদা আমার ছয়টি এক ডালের গাছ কোনো টাই ছয় মাস লাগেনি ফুল ফল আসতে।
আমি তো একবছরে ফল পেয়েছি
সব গাছে দেরি করে আসবে এমন কোন বিষয় নয় তবে সাধারণত দেরি হয়ে এই কাটিমন আম গাছে ফল আসে। অনেক ভাগ্যবান মানুষ হলেই, তবে কাটিমন আম গাছে এক বছরের মাথায় ফল পাওয়া সম্ভব হয়।
আমার একবছরের গাছে সব ডালে মুকুল এসেছিল। আমি অনেক চেষ্টা করেও গুটি মটর দানার মত ধরে রাখতে পারলাম না।কেন গুটি ঝড়ে যায় জানাবেন প্লিজ। আমি এবার বারি- ১৩ আম গাছ ( অনেক বেশি দাম ) নামি নার্সারি থেকে এনে লাগিয়ে ছি। আপনি এই গাছের quality কেমন জানাবেন প্লিজ।
@@Kamal_Das46 গুটি টিকিয়ে রাখার জন্য বরণ একবার অর্গানিক ভিটামিন স্প্রে করুন
@@Kamal_Das46 যত বড় নার্সারী তত দাম একটু খোজ খবর করে কিনুন নার্সারী ওয়ালা আর এখন কার dr এর মধ্যে কোন তফাৎ নেই
@@Gach-premi আপনাকে আমি ফোট দিতে পারি দেখতে চাইলে
আমি বাড়িতে একটি থাই কাটিমন আম গাছ রোপণ করেছিলাম তিন বছরের কাছাকাছি হলো এখনো আম অথবা মুকুল আসেনি। দাদা কি পরিচর্যা করলে আমার এই গাছে মুকুল ও আম আসবে একটু জানাবেন। অগ্রিম ধন্যবাদ।
আর কিছুদিন অপেক্ষা করুন আপনার গাছে ফুল ফল এসে যাবে। আর পারলে একবার ভিটামিন মোবোমিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন।
দাদা আমার কাটিমন আম গাছে মুকুল আসে কিন্তু ঝরে যায়, গাছের বয়স প্রায় তিন বছর, কোন ধরনের পরিচর্যা করলে মুকুল ঝরবে না?
প্রথমত আপনাকে দেখতে হবে সারাদিনে আপনার গাছের উপর সূর্যের আলো ঠিকঠাক ভাবে পরে কিনা। গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেওয়া যাবে না। গাছে মাকড়সার জাল বাধলে সেই জাল কোন একটি পাটকাঠি দিয়ে মাঝে মধ্যে ভেঙে দিতে হবে। গাছে 6 মাস বাদে বাদে ভিটামিন স্প্রে করতে হবে (মোবোমিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে)। সর্বশেষ আমি বলবো কাটিমন আম গাছে সাধারণত ফল আসতে একটু দেরি হয়। অপেক্ষা করুন সব সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে। ভিডিওটা বিস্তারিত বলা আছে সেই মতে আপনি পরিচর্যা করতে পারেন।
@@Gach-premi ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে দিলাম❤❤❤
আমার গাছে মুকুল আসছে না
তিন বছর পর্যন্ত দেরি হতে পারে। অপেক্ষা করো ঠিক আসবে। আর গাছটিতে যাতে সারাদিনে কমপক্ষে চার-পাঁচ ঘণ্টা সূর্যের কেমন ব্যবস্থা করে দিতে হবে।
@@Gach-premi 4 বছর হতে চললো
দাদা আমি বোলপুর বীরভূম থেকে। থাইকাঠি মন আমের চারা কিভাবে পাবো??
আপনার এলাকায় বড় বিশ্বস্ত নার্সারিতে গিয়ে আপনি এই কাটিমন জাতের আম চারা সংগ্রহ করবেন। ছোটখাটো জায়গা থেকে সংগ্রহ করলে আপনার ঠকবার সম্ভাবনা অনেকটা বেশি থাকে।
আর যদি জমিতে রোপণ করার জন্য বেশি চারা নিতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার বাড়িতে চারা পৌঁছে দিয়ে আসবো। তবে অবশ্যই 50 টি আপনার কমপক্ষে নিতে হবে।
@@Gach-premiOk দাদা