এদের দুধ কম হয় নাকি? নাইজেরিয়ান একটা সিমিলার ব্রিড আছে শহরেই ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু দুধ খুব কম হয়। এগুলোর শিং ওতো মনে হয় হারভেস্ট করা যাবে। ভাই আপনার ফার্ম করেন, ইনশা আল্লাহ একবার যাবার চেষ্টা করব। স্বপ্ন স্বপ্ন মনে হয় আল্লাহ আপনাকে সফলতা দিক।❤❤❤❤
@@touhidtushar4794 ভাই ব্রিডটা ঠিক বলতে পারলাম না। একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম। দেখতে, এই শিং ওয়ালা গুলোর মতো, রাস্তা ঘাটে চড়ে বেড়াচ্ছে, তবে সাথে রাখালও থাকে, তারা দুধও দোয়ায় । ইন্ডিয়াতেও গরুর এই অভ্যাসটা চোখে পড়েছে। দিল্লির বড় বড় শহুরে রাস্তায়ও রাজার মত দাপটে গরু ঘুরে বেড়ায়, এটার অবশ্য কারন আলাদা। তাদের দেখলে, গাড়ি সব থেমে যায়। হাহাহা
সম্ভবত এদের শিং হাতির দাঁতের মতো পৃথক বাণিজ্যিক গুরুত্ব আছে,আর এগুলো সৌন্দর্য গুরুত্ব আলাদা, বাংলাদেশের জন্য দ্রুত মাংস উৎপাদনশীল ও অধিক দুধ উৎপাদনকারী জাত বেশি উপযোগী।
যদি দুধ উৎপাদনের জন্য হয় তাহলে অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের গরু পালন করায় ভালো হবে। মাংসের জন্য যদি গরুর খামার করেন তাহলে বেলজিয়াম বুলের খামার করলে ভালো হবে। এটা দেখতে অনেক সুন্দর তবে বাণিজ্যিকভাবে করলে সবচেয়ে ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না
পরিশ্রমী শিক্ষত পাশাপাশি ধান লাগানো কাটা গরু পালনে সক্ষম অবিবাহিত যুবককে কর্ম সংস্থানের জন্যে আপনার এই যায়গায় নেয়ার ব্যবস্থা করতে পারবেন কি ? কত টাকা মাসিক বেতন ? উত্তরের অপেক্ষায় রইলাম !????
ভাই পুরাই শান্তি আপনার মাধ্যমে আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে
মাশাআল্লাহ সেই সুন্দর ।
আশা করি উগান্ডাতে আপনার ফার্মেও ঠিক এমনই দৃশ্য একদিন দেখবো।
মাসাআল্লাহ, গরুগুলো অনেক সুন্দর
মাশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর গরু গুলো দেখতে অনেক ভালো লাগলো ধন্যবাদ জাহিদ ভাই চালিয়ে যান ইনশাল্লাহ সফল আসবো
ভাই, জবাই করে কিভাবে এই গরু? এত বড় বড় শিং সহ মাটিতে শুয়ালে ত মাথা এবং গলা অনেক উপরে উঠে যাওয়ার কথা।
অনেক সন্দর জাঈয়গা
গরুর চাইতে সিংয়ের শারীরিক অবস্থা খুবই নাদুস
এদের দুধ কম হয় নাকি? নাইজেরিয়ান একটা সিমিলার ব্রিড আছে শহরেই ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু দুধ খুব কম হয়। এগুলোর শিং ওতো মনে হয় হারভেস্ট করা যাবে। ভাই আপনার ফার্ম করেন, ইনশা আল্লাহ একবার যাবার চেষ্টা করব। স্বপ্ন স্বপ্ন মনে হয় আল্লাহ আপনাকে সফলতা দিক।❤❤❤❤
নাইজেরিয়াতে অনেক জাতের গরু আছে।
আপনি বোরান বা গোদালি ব্রীডের কথা বলছেন?
@@touhidtushar4794 ভাই ব্রিডটা ঠিক বলতে পারলাম না। একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম। দেখতে, এই শিং ওয়ালা গুলোর মতো, রাস্তা ঘাটে চড়ে বেড়াচ্ছে, তবে সাথে রাখালও থাকে, তারা দুধও দোয়ায় । ইন্ডিয়াতেও গরুর এই অভ্যাসটা চোখে পড়েছে। দিল্লির বড় বড় শহুরে রাস্তায়ও রাজার মত দাপটে গরু ঘুরে বেড়ায়, এটার অবশ্য কারন আলাদা। তাদের দেখলে, গাড়ি সব থেমে যায়। হাহাহা
মাশাআল্লাহ খুব সুন্দর
সম্ভবত এদের শিং হাতির দাঁতের মতো পৃথক বাণিজ্যিক গুরুত্ব আছে,আর এগুলো সৌন্দর্য গুরুত্ব আলাদা, বাংলাদেশের জন্য দ্রুত মাংস উৎপাদনশীল ও অধিক দুধ উৎপাদনকারী জাত বেশি উপযোগী।
মাশা-আল্লাহ
বাহ্... ভাই শিং কি দেশে আনা যাবে?
ভাই সব গরুর কানে কি নাম্বার কার্ড ঝুলানো নাকি?
ji
যদি দুধ উৎপাদনের জন্য হয় তাহলে অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের গরু পালন করায় ভালো হবে। মাংসের জন্য যদি গরুর খামার করেন তাহলে বেলজিয়াম বুলের খামার করলে ভালো হবে। এটা দেখতে অনেক সুন্দর তবে বাণিজ্যিকভাবে করলে সবচেয়ে ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না
রাতে এই গুলো রাখে কোথায়
খোলা মাঠেই ঘুরে বেড়ায়
@@freshiefarm বৃষ্টির সময় বা শীতে কোথায় রাখবেন ?
@@TrueFact-Bd same, they are free range cow.
সপ্ন আছে কিন্তু টাকা নেই😢😢😢
ওইখানে কি ন্যাচারাল ভাবে গরু পালে দানাদার ছাড়া নাকি
দানাদার ছাড়া
vaijan apni regularly video denna keno??apnar video dekhar jonno bar bar channel check kori 😢
সারাদিন ভিডিও করলে আর এডিটিং করে বেড়ালে আসল কাজ কখন করব ভাই ?
কাজ করতে আসছি, ফার্ম করব !
@freshiefarm tarporeo amader jonno majhe majhe kichu video upload diyen please
এগুলোর দুধ কেমন হয়?
উগান্ডায় এসব গরুর মাংসের কেজি প্রতি দাম কত?
৪৫০-৪৮০ টাকা কেজি
পরিশ্রমী শিক্ষত পাশাপাশি ধান লাগানো কাটা গরু পালনে সক্ষম অবিবাহিত যুবককে কর্ম সংস্থানের জন্যে আপনার এই যায়গায় নেয়ার ব্যবস্থা করতে পারবেন কি ? কত টাকা মাসিক বেতন ? উত্তরের অপেক্ষায় রইলাম !????
এখাণে এসে পোষাবে না ভাই, মাসে ৬০০০ টাকায় এখানে লোক পাওয়া যায়।।
মাশাআল্লাহ সেই সুন্দর ।
আশা করি উগান্ডাতে আপনার ফার্মেও ঠিক এমনই দৃশ্য একদিন দেখবো।