The Untold Story of - Goynar Gram Bhakurta। ভাকুর্তা গয়নার গ্রাম ভ্রমণ।। Aminbajar, Savar। VLOG 34
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- ♣️ THE UNTOLD STORY OF Bhakurta - গয়নার গ্রাম
♣️ গহনা বা গয়না বা অলঙ্কার যে নামেই ডাকি সবাই চিনে। আমাদের আশেপাশের কিংবা মার্কেটের জুয়েলারী দোকানে সাজানো ঝলমলে গয়না গুলো চোখ জুড়িয়ে দেয়। এই গহনা গুলোর শিকড় খুঁজতে গিয়ে পেয়ে গেলাম এক প্রাচীন ঐতিহ্য ঘেরা গ্রাম, যারা আনুমানিক ৩০০ বছর ধরে এই কাজে জড়িত। সাভারের আমিনবাজারের ভাকুর্তা গ্রাম। গহনা বা গয়নার গ্রাম বলে যাকে সবাই চিনে।
ঐতিহ্য ঘেরা গ্রাম ভাকুর্তা। গয়নার গ্রাম বলেই চিনে সবাই। খুব ইচ্ছে ছিলো এখানে আসার,, কাছ থেকে এই প্রাচীন ঐতিহ্য দেখার। সময় করে ঘুরে আসলাম ঐতিহ্য ঘেরা ভাকুর্তা গ্রাম।। খুব কাছ থেকে দেখলাম গহনা বানানোর ব্যবস্থা এবং শুনলাম এর কারিগরদের কিছু অব্যক্ত কথা।
এবারের ট্যুরে করা আমার ভিডিওটি কোনো ভ্লগ না, এটি হয়ে গেছে ভাকুর্তার গয়নার গ্রাম এবং এর কারিগরিদের Untold Story.
♣️ ** যেভাবে গেলামঃ সাভারের আমিনবাজার ব্রীজ পার হলেই রয়েছে বিলামালিয়া বাস স্ট্যান্ড, সেখানে নেমে দেখা যাবে একটা সরু ব্রীজ। ব্রীজের এখান দিয়ে প্রাইভেট কার যায়, এগুলায় করে চলে আসুন মোগড়াকান্দা মোড়। এখান থেকে অটো নিয়ে সরাসরি সোলাই মার্কেট, এখান থেকেই মূলত গয়নার গ্রাম শুরু। এখানেই পাবেন গয়নার দোকান গুলো পাশাপাশি দেখতে পাবেন বানানোসহ। এইখান থেকে সামনের দিকে আগাতে থাকলে রাস্তার দু পাশে চোখে শত শত গয়নার দোকান।
♣️ ** গ্রামে ঢুকতেই দেখলাম মানুষজনের ব্যস্ততা এবং গহনার দোকান গুলো থেকে ভেসে আসা হাতুড়ির ঠুকঠাক শব্দ, মহাজনদের ব্যস্ততা, কারিগরদের মন দিয়ে কাজ করা, তাদের গল্প আড্ডার শব্দ সব কিছু মিলে যেন অন্য রকম এক পরিবেশ।
তাদের সাথে কথা বলে জানলাম তাদের এই ব্যবসা প্রাচীন সময় থেকে চলে আসছে। এই গ্রামের ছেলে বুড়ো প্রায় সবাই এবং প্রায় সব ঘরেই গহনা বানানোর কাজ চলে। আগে এক সময় শুধু হিন্দুরা এই কাজ করলেও এখন মুসলমানরাও এই কাজ করছে। একটা সময় অনেক উচু এবং ভালো ইনকামের উৎস ছিল এই ব্যবসা কিন্তু বর্তমানে কারিগরদের আক্ষেপ রয়েছে যে ভারত থেকে চোরাই পথে আসা অপেক্ষাকৃত কম মানের এবং কম দামের পণ্যের কারনে তাদের চাহিদা একটু হলেও কমে যাচ্ছে। কিন্তু এদের বানানো গুলোই ঐতিহ্যবাহী গহনা। রুপা, তামা, কাসা এবং পিতল ইত্যাদি উপাদান দিয়ে বানানো এই গহনা গুলো দেশের বিভিন্ন স্থান থেকে দোকানীরা বা ব্যবসায়ীরা অর্ডার করে বানিয়ে নিয়ে যায়।
ডিজাইন এবং উপাদান ভেদে দাম কম বেশি হয়ে থাকে। এখান থেকে যেমন গহনা কেনা যাবে তেমনি চাইলে নিজেদের ডিজাইন দিয়েও বানিয়ে নেয়া যাবে।
** গহনা গ্রাম ঘুরে আমরা কাছেই অবস্থিত একটি বিশাল ফসলি জমিতে চলে আসি। মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এই রুপ দেখে। চোখ জুড়ানো এই দৃশ্য রেখে শহরের ব্যস্ততায় আসতে ইচ্ছে না করলেও ফিরে আসতে হয়। শুধু মনের কোঠায় জায়গা করে নেয় এই স্নিগ্ধতা, এই মুগ্ধতা, আর ইচ্ছে বাড়িয়ে দেয় আবারো যাওয়ার।।
♣️ কারিগরদের সাথে অথবা দোকানে যোগাযোগ করতে চাইলে-
১. সুমি জুয়েলারী এন্ড ওয়ার্কশপ - 01829675367, 01732771062
২. বাবা-মার দোয়া জুয়েলারী এন্ড ওয়ার্কশপ - 01719210736
-------
**Content: © 2020 - Ar Rafi Hassan
Collab with @History place BD
--------
**Facebook Page: / travellingwithhomeboxp...
**Facebook Group: / 1734209386822042
**TH-cam History Place BD - / @mdmohsinranaofficial
**Cover Music Credit: Bony Bonzy
আমি অনেক দিন ধরে আপনার ভিডিও লক্ষ করে দেখছি, আপনি প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে ভালো ভিডিও করেন। তাই আমি আমার গ্রুপে ও শেয়ার করার চেষ্টা করি। কারন প্রাচীন বাংলার ইতিহাস ও সবার মাঝে তুলে ধরার দরকার। আপনি এই ভাবে কাজ করে যান৷ সব প্রাচীন বাংলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন। আপনাকে মানুষ একদিন চিনবে। এই ভাবে এক দিন বলবে যে, যদি কেউ বাংলার প্রাচীন নিদেশনা নিয়ে ভিডিও দেখতে চাও তা হলে Home Box Production e Jao সব পাবে৷।। চালিয়ে যান। এক এর পর এক ভিডিও দিতে থাকেন। ইউটিউব এক দিন না এক দিন আপনার একটা ভিডিও ভাইরাল করবে। এবং ওইটাতেই আপনার লাক খুলে যাবে।।।
আমার মামাতো বোনের শশুর বাড়ি এই গ্রামে
Tai naki vai
ভাই আমি কিন্তু ভাকুর্তারই একজন কারিগর☺️
@@homeboxproduction07 na vhai
Valo laglo purota dekhlam.
অনেক সুন্দর গ্রামটি।জেনে উপকার হলো।
Onk valo !!
Vaiya apner rainy day vs normal day video ta joss chilo❤❤
Vaiya ami akta gaming channel start korechi kivabe grow korbo aktu tips dile bhalo hote😇😇
Ji vaiya thanks! A lot❤
Amader gram bhakurta
Onek donnobat amader gram take ai vabe tole dorar jonno
How to buy this jewellery
Please contact with them. I've given their numbers in the description box.. Please check
দেখতেছি😍😍😍😍
ভাই কেমন হলো জানাবেন কিন্তু।
ভাইয়া এগুলা কালার কোথায় করে ও কত টাকা করে নেয়া হয়,, এটা যদি ভিডিও করে দেখান তবে অনেক ভালো হতো
Okahnei unara color kore dey...
আমি কলকাতায় থাকি আমি কিভাবে গয়না পাব একটু বলতে পারবেন?
Amar garam💖💖💖💖🙋🙋🙋
আপনার Vlog গুলি আমার খুব ভালো লাগে ❣❣❣❣
আপনার পাসেই আছি। ❣❣আশাকরি আমার Travel Vlog গুলি আপনার ভালো লাগবে |
গ্রামের যে পরিবেশ তার সম্পূর্ণ ই এই ভাকুর্তা গ্রামে আসলে অনুভব করা যায়। খুবই চমৎকার সুন্দর একটি গ্রাম। গহনা তৈরির সাথে প্রায় এই গ্রামের সবাই জড়িত যা সত্যিই চমকপ্রদ। তাদের আচার আচরণ ব্যবহার খুবই মনোমুগ্ধকর।
দারুণ একটি ভ্লগ উপভোগ করলাম।
খুবই ভালো লাগলো প্রগ্রামটা, গয়নার গ্রামের মানুষগুলোকে দেখেও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ তথ্যচিত্রটির জন্য।
কালার করবে কখন?
@@homeboxproduction07 thanks
ভালো লাগলো 👍
Wow
tomar gramer pothe hete jawa ta.... 😍😍 darun lagchilo... sathe music ta... shorisha ful...
Great
গহনার প্রাইস এখানে কত করে?
@@homeboxproduction07 link dn
এখান থেকে নিয়ে কি আবার রং করা লাগবে নাকি রেডি টা ই পাবো
Onek kichu janlam ar dekhlam. Arek vai er video dekhlam. 2tai valo hoyeche. Great 👍
Ei jaygay ami custom made jewelry banaite parbo?
@@homeboxproduction07 thank you vaia
@@homeboxproduction07 korsi vaia
full ready jewellery ki powa jai?
কোথায় দোকানের কার্ড দেখিয়েছেন আমি খুঁজে পেলাম না।
প্রায় বোঝাই যায় না। আরেকটু স্পষ্ট করে দেখালে ভালো হতো।
Kichu sample er price janale valo lgto
chomotkar....
i love the way u write description... it gives a complete sense...
এই বাজার কি বারে বন্ধ থাকে??
দাদা আমার বা লা লাগতো
Aita kutay?
Savar
এখানকার কোন দোকানের নাম্বার কি দেয়া যাবে
@@homeboxproduction07 ধন্যবাদ ভাইয়া😊😊
গহনা গুলোর দাম কত করে তা বললে ভালো হতো
Ai gram a jabar addrs bolen
আমার পরিবারের জন্য চাইলে এখান থেকে খুচরা কেনা জায় নাকি প্লিজ?
2 দেশে কাচামালের একই দাম।
১০০ গ্রাম পিতলের দাম ৪০ টাকা ২ দেশেই।
সেইম বালা ২ দেশে বানাইলে বাংলাদেশে খরচ পড়ে মালসহ ২৫০ টাকা। ভারতে ৭০ টাকা।
তাহলে কেন মানুষ ভারত থেকে আনবে না? ডাকাতির লিমিট থাকা উচিৎ
Please contact me 9679638009
Ha
Ami India thike ,,amake gather toiri Bala chai
assalamu alaikum vai jara goynar bananor karigar oder mobile nambar dile khoshi hobo
@@homeboxproduction07 jodi paren nambar ta diyen vai
@@homeboxproduction07 vai amar fecebook somonde idiya nai nambar ta dile valo hoto
Amk akta contact number dewa jabe ei gram er akjon karighor er..
ভাইয়া আমি বিজনেস এর জন্য পাইকারি ভাবে কি নিতে পারবো? আর কিভাবে নিতে পারবো প্লিজ জানাবেন
Vai tadar contact num thkla din Ami ki matel anbo
ধন্যবাদ ভাই ভাল লাগছে ভিডিও টা