চোখের যাবতীয় সমস্যার জন্য রুকইয়াহ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @ANDREWBENgk8yi
    @ANDREWBENgk8yi 3 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ভাই, আগামি কাল কোথায় এসে কোন নাম্বারে ফোন করবো তা তো এখনো জানা হয়নি।

    • @QuranicTreatmentBD
      @QuranicTreatmentBD  3 หลายเดือนก่อน

      @ANDREWBENgk8yi ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আগামীকাল শিয়ালবাড়ী, (বিউবিটির কাছে) মিরপুর-২ এর সামনে এসে কল করবেন আগের নাম্বারে অথবা এই নাম্বারে 01833-406-632 ….আর এই ২ দিন যে রুকইয়াহ গুলো দিয়েছিলাম শুনেছেন? রিয়েকশন হয়েছে?

  • @RubelAhmed-k3w
    @RubelAhmed-k3w 3 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম হুজুর আমার সমস্যা হল হুজুর আল্লাহ ৩০ দিন স্বপ্নে দেখি স্বপ্নের মাঝে অনেক ভয়-ভীতি দেখায় এবং খাওয়ায় কষ্ট দিয়ে থাকে কাজকর্ম করায় এতে আমি খুব দুর্বল হয়ে তাকি এবং সমস্যায় ভুগতে থাকি দয়া করে আল্লাহ আস্তে আমারে আমাকে একটু সু পরামর্শ এবং রুকিয়া সোনার একটা লিংক দিবা উত্তরের আশায় থাকলাম আসালামুআলাইকুম

    • @QuranicTreatmentBD
      @QuranicTreatmentBD  3 หลายเดือนก่อน

      @user-rz2fu8qd7j ওআ’লাইকুমুস সালাম ওআ রহমাতুল্লাহ। ভাই আপনি সম্ভব হলে সরাসরি রুকইয়া করুন। 📲 এপয়েন্টমেন্টঃ এর জন্য কল করুন *সকাল ৮ টা থেকে বিকেল ৫ টার* মধ্যে এই নম্বরে। 01833-406-632
      রুকইয়াহ লিংক th-cam.com/users/live6HEZTRuuhTg?si=k7gK7etSoqWwvP71

    • @RubelAhmed-k3w
      @RubelAhmed-k3w 3 หลายเดือนก่อน +1

      আসসালামু আলাইকুম হুজুর চুখের মাঝে পড়া পানি দেওয়ার কথা বলেছিলা কিভাবে পরা পানি পড়বো একটু তা যদি লিখে দিতেন

    • @QuranicTreatmentBD
      @QuranicTreatmentBD  3 หลายเดือนก่อน

      @user-rz2fu8qd7j ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চোখ পড়া পানি দিয়ে ধৌত করবেন কেনো?? জ্বীন যাদুর কারনে কি আপনার চোখে কোনো সমস্যা হয়?? যদি সমস্যা না হয় তাহলে পড়া পানি দিয়ে চোখ ধোওয়ার প্রয়োজন নেই। আর পড়া পানি আপনি তৈরী করার জন্য ১ লিটার বা ২ লিটার পানির বোতল নিবেন। সেখানে সূরা ফাতিহা ৩ বার আয়াতুল কুরসি ১ বার সূরা ইখলাস সূরা ফালাক এবং সূরা নাস পডবেন প্রতিটা ৩ বার। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে এই আয়াতগুলো পড়বেন ১ বার। সূরা বাকারার ১০২ নং আয়াত । সূরা আরাফ, আয়াত: ১০৬ থেকে ১২২। সূরা ইউনুস, আয়াত: ৭৯ থেকে ৮২। সূরা ত্বহা, আয়াত: ৬৫ থেকে ৬৯। এই সব সূরা এবং আয়াত প্রতিবার পড়ার পরপরই ফুঁ দিবেন পড়া পানিতে। তারপর সেটা পান করবেন।

    • @RubelAhmed-k3w
      @RubelAhmed-k3w 3 หลายเดือนก่อน +1

      আসসালামু আলাইকুম হুজুর আমি অনেক হুজুরদের দিয়ে চিকিৎসা করিইয়া আছি উনারা বলছেন জীন জাদু সমস্যা আমার এর কারণে স্বপ্নে দেখি এর জন্য হুজুর আপনাকে বলেছিলাম পড়া পানি তদবির চোখের দেওয়ার জন্য আর আমার বাড়ি অনেক দূরে সিলেট জাফলং হুজুর চুখের পড়া পানির তদবির দিবা এবং একটা রোকিয়া লিংক দিবা ইনশাআল্লাহ আপনার জন্য আমি গুনাহগারে দোয়া করব আসসালামু আলাইকুম

    • @QuranicTreatmentBD
      @QuranicTreatmentBD  3 หลายเดือนก่อน

      @user-rz2fu8qd7j ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে উপরের কমেন্টে রুকইয়াহ লিংক এবং পানি পড়ার নিয়ম দিয়েছি উপরের কমেন্ট গুলো দেখুন। আর সিলেটে রুকইয়াহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। 01785-838385

  • @ClaryLisa-zi1qx
    @ClaryLisa-zi1qx 3 หลายเดือนก่อน +1

    ভাই এটা কেমন ধরনের রুকইয়া?ভিডিওতে দেওয়া চোখের সমস্যা আর হেড লাইনে লেখা পোকামাকড় এর সমস্যা?বিষয়টা কি?

    • @QuranicTreatmentBD
      @QuranicTreatmentBD  3 หลายเดือนก่อน

      এটা চোখের সমস্যার জন্য। টাইটেল ঠিক করে দিয়েছি। জাজাকিল্লাহু খায়রান। চোখের মধ্যে জ্বীন যাদুর সমস্যা যাদের রয়েছে চোখের রুকইয়াহ শুনার পাশাপাশি রুকইয়াহ (পড়া) পানি দিয়ে নিয়মিত চোখ ধোওয়া উপকারী!

    • @ClaryLisa-zi1qx
      @ClaryLisa-zi1qx 3 หลายเดือนก่อน +1

      @@QuranicTreatmentBD এতে চোখের সব ধরণের সমস্যা যেমন চোখে আঘাত পাওয়া বিভিন্ন ধরনের রোগ হওয়া সব সমাধানের জন্য তো?

    • @QuranicTreatmentBD
      @QuranicTreatmentBD  3 หลายเดือนก่อน

      @ClaryLisa-zi1qx আমরা যে রুকইয়াহ দেই সেগুলো মূলত বদনজর কিংবা জ্বীন যাদুর সমস্যার জন্য। চোখে আঘাত পেলে চোখের ডাক্তার দেখানো উচিত। আর পানি নিজে পড়ে অর্থ্যাৎ রুকইয়ার পানি দিয়ে চোখ ধৌত করলে ইন শা আল্লাহ উপকার মিলবে। এছাড়াও শারিরিক সুস্থ্যতার জন্য একটা হাদীসের দোয়া আছে যেটা ভোরে এবং বিকেলে ৩ বার করে পড়তে হয়। এই আমলটিও করতে পারেন। [] সকাল ও বিকালের যিক্‌রসমূহ
      ৩ বার বলবেন,
      اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ
      *হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণশক্তিতে। হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র্য থেকে। আর আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে। আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই।*
      আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী, আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী সাম্‘ঈ আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাসারী। লা ইলা-হা ইল্লা আনতা। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল-ফাক্বরি ওয়া আ‘উযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি, লা ইলাহা ইল্লা আন্‌তা।