কি ভীষণ স্বস্তি পেলাম টেলিফিল্মটা দেখে! ঠিক যেন কিছুক্ষণের জন্যে বাংলা টেলিভিশনের স্বর্ণযুগে ফিরে গিয়েছিলাম। এমন সুস্থ বিনোদন আজ পাওয়া দুষ্কর। গতানুগতিক গল্প, অন্দরকলহ, ত্রিকোণ প্রেমের জানা গল্প, পরকীয়া এসবই দেখায় এখনকার টিভি মেগাগুলো। এখন আর টেলিফিল্ম হয় না, যে কটা হয় দেখার মতো নয়।
অসাধারণ! অনন্যা আর মাটির অপেক্ষা শঙ্কা কখন যেন নিজের মধ্যেও চাড়িয়ে গেছে। শেষ মুহূর্তে ওদের সঙ্গে আমারও যেন উৎকণ্ঠার মুক্তি হল। স্তব্ধ হয়ে কাটল কিছুটা সময়। আমার প্রিয় তিন অভিনেত্রীকে একসঙ্গে পেয়ে কি ভাল যে লাগছিল!!!!!
অনেক দিন আগের সেই টেলিভিশন দেখার দিনগুলো ফিরে পেলাম , প্রতিটি চরিত্রের অনুভুতি স্পর্শ করেছে ।শেষে যেন পরিবারটির সাথে নিজেও স্বস্তি পেলাম । অসাধারণ সমাপ্তি ।
Anek din pore Ekta soondor Telefilm dekhay khoob valo Laglo sobar ovinoy apurboo Porichalok Raja Dasgupta Kay N jara ovinoy koraychen sobaike Many many thanks 🙏👍🌷😊
Hoyto aghat keu denna r shojjo korar shakti o keu den na.Shobtai amader nijer upolobdhi.Prithibi prithibi r moto chole r amader jibon nijer moto.Amar o ek obhigotta tai likhlam
কী ভালো লাগলো। অসাধারণ, অনবদ্য। সেই অনুভূতি প্রকাশ করার ভাষা, শব্দ, ধ্বনি আমার নেই। মধুর স্বাদ যে কতটা মধুর তা কি মুখের ভাষায় বলা সম্ভব? সেই মধু আস্বাদনের আনন্দ হৃদয়ের, প্রাণের, মনের নীরব ভাষায় যেন শুধু চোখের জল হয়ে ঝরে পড়ল এইটুকু বলতে পারছি। 👍👍
1983 সালে আমার বাবা একটা সাদা কালো টেলিভিশন বাড়িতে এনেছিলেন । তখন বেশি বাংলা অনুষ্ঠান হতো না । কিন্তু কিছু অনুষ্ঠান এই মাঝবয়সে এসেও দেখতে ইচ্ছা করে । যেমন সোনার মাথাওয়ালা মানুষ, লম্বকর্ন পালা, আদর্শ হিন্দু হোটেল । যদি আপনি এইগুলো upload করেন, তাহলে ছেলেবেলার কিছু মুহূর্ত আবার ফিরে পাব । ধন্যবাদ । ভালো থাকবেন ।
Chatali di jokhon school e portam tomake Tv e dekhe boro hoyechi. Aaj one din por tomar acting dekhe bhison bhalo laglo. Once more went bk to my childhood. Thanks didi. God bless u
Good stories don't need a big budget to convey anything , this movie is more meaningful than entire bollywood crap we get these days ! kudos to the makers ! Chaitali Maa ke dekhe amar bangla beshi improve hoyegyache , onek onek dhonnobad r prenam janai aapnake Maa.
কি ভীষণ স্বস্তি পেলাম টেলিফিল্মটা দেখে! ঠিক যেন কিছুক্ষণের জন্যে বাংলা টেলিভিশনের স্বর্ণযুগে ফিরে গিয়েছিলাম। এমন সুস্থ বিনোদন আজ পাওয়া দুষ্কর। গতানুগতিক গল্প, অন্দরকলহ, ত্রিকোণ প্রেমের জানা গল্প, পরকীয়া এসবই দেখায় এখনকার টিভি মেগাগুলো। এখন আর টেলিফিল্ম হয় না, যে কটা হয় দেখার মতো নয়।
ja bolechen bhai
অসাধারণ! অনন্যা আর মাটির অপেক্ষা শঙ্কা কখন যেন নিজের মধ্যেও চাড়িয়ে গেছে। শেষ মুহূর্তে ওদের সঙ্গে আমারও যেন উৎকণ্ঠার মুক্তি হল। স্তব্ধ হয়ে কাটল কিছুটা সময়। আমার প্রিয় তিন অভিনেত্রীকে একসঙ্গে পেয়ে কি ভাল যে লাগছিল!!!!!
মনে মনে শেষটা এরকমই চাইছিলাম।ভাবছিলাম বার বার এত আঘাত কেনো পাবে একটা পরিবার। খুব ভালো হয়েছে।নারীদের শক্ত হয়ে লড়তে হবে।🙏🙏🌹🌹💝💝
তিন নারী যেন এক মহা শক্তির আধার , মুগ্ধ হয়ে দেখছিলাম !! এক সময় শ্বাস রুদ্ধ হয়ে আসছিল !! 🙏
এক কথায় অপূর্ব !! 🙏
অনেক দিন আগের সেই টেলিভিশন দেখার দিনগুলো ফিরে পেলাম , প্রতিটি চরিত্রের অনুভুতি স্পর্শ করেছে ।শেষে যেন পরিবারটির সাথে নিজেও স্বস্তি পেলাম । অসাধারণ সমাপ্তি ।
অসাধারণ সুন্দর একটা ছবি। চৈতালী দাশগুপ্তকে অভিনন্দন।
অসাধারণ, এক কথায় অপূর্ব, শেষের অংশ দেখে মন ভরে গেলো 👌👌🙏🙏❤
Asadharon .Chaitali Dasgupta Mam anar arekti gun khuge pelam.Apurbo sabar abhinoy.
Anek din pore Ekta soondor
Telefilm dekhay khoob valo
Laglo sobar ovinoy apurboo
Porichalok Raja Dasgupta Kay
N jara ovinoy koraychen sobaike
Many many thanks 🙏👍🌷😊
দারুণ লাগল ।।সকলের অভিনয় খুব ভালো ।। বিরসা দাশগুপ্ত খুব স্পীডে শেষের কথাগুলো বললেন
Ohh,ota Birsha dadar gola chilo?Nice. 🙏💐
Ki asadharan ekta golpo... Temon anobodya protyek er obhinoy... Ar Mrinmoy er konthey Birsa Dasgupta o khub jibonto.
Oshadharon Blockbuster telefilm in Tamil Rommanalla💕💞💓
Asadharon. Expression,ato bhalo laglo j cinema bolay monay holo na,reality monayholo
চোখের পাতা ভিজে উঠল দেখতে দেখতে। আমার জীবনের সাথে অনেক মিল পেলাম। ঈশ্বর আঘাত দেন আবার আঘাত সহ্য করার শক্তি ও দেন।
Hoyto aghat keu denna r shojjo korar shakti o keu den na.Shobtai amader nijer upolobdhi.Prithibi prithibi r moto chole r amader jibon nijer moto.Amar o ek obhigotta tai likhlam
Heart touching.❤️❤️
এককথায় অসাধারণ। ভীষণ ভালো লাগলো।
Oshadharon making, BijayAnand, Thanks Raja❤
Dekhe mon vore galo❤👌❤👌❤👌
অনবদ্য। মুগ্ধ হয়ে দেখছিলাম। রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে গেছে। তিনজন অসামান্য, অভূতপূর্ব,অনন্য অভিনয় করেছেন। চৈতালী দাসগুপ্ত র তুলনা নেই।
ageyo 2 bar dekhechi abaro dekhchi ashadharon darun telefilm 💞🇧🇩 A T B
কী ভালো লাগলো। অসাধারণ, অনবদ্য। সেই অনুভূতি প্রকাশ করার ভাষা, শব্দ, ধ্বনি আমার নেই। মধুর স্বাদ যে কতটা মধুর তা কি মুখের ভাষায় বলা সম্ভব? সেই মধু আস্বাদনের আনন্দ হৃদয়ের, প্রাণের, মনের নীরব ভাষায় যেন শুধু চোখের জল হয়ে ঝরে পড়ল এইটুকু বলতে পারছি। 👍👍
খুবই ভালো লাগলো ।আনেক দিন পর একটা অনবদ্য সুন্দর টেলিফিল্ম দেখলাম খুব খুব ভালো লাগলো ।ভালো থাকবেন
ভীষণ ভালো লাগল, এইরকম টেলিফিল্ম দেখার অপেক্ষায় রইলাম ।
@@kanumukherjee7163 2superb st0ry ।
@@geetabanerjee4741 8
Khub vlo lglo..mon chuye bristi elo chokh e
1983 সালে আমার বাবা একটা সাদা কালো টেলিভিশন বাড়িতে এনেছিলেন । তখন বেশি বাংলা অনুষ্ঠান হতো না । কিন্তু কিছু অনুষ্ঠান এই মাঝবয়সে এসেও দেখতে ইচ্ছা করে । যেমন সোনার মাথাওয়ালা মানুষ, লম্বকর্ন পালা, আদর্শ হিন্দু হোটেল । যদি আপনি এইগুলো upload করেন, তাহলে ছেলেবেলার কিছু মুহূর্ত আবার ফিরে পাব । ধন্যবাদ । ভালো থাকবেন ।
Bah khub call lagchay
😊😅 pp
❤
Chatali di jokhon school e portam tomake Tv e dekhe boro hoyechi.
Aaj one din por tomar acting dekhe bhison bhalo laglo. Once more went bk to my childhood. Thanks didi. God bless u
Valolaglo
Khub sundor telefilm.Sobar acting khub sabolil.🙏💐❤️
Rimjhim mitra er acting always best 💞
Darun!exciting.khub sundar abhinoy
Thanks aunty for uploading this ...pronam.
Onekdin age dekhechilam... osadharon lgechlo
খুব ভালো লাগলো। আশাবাদী মনোভাব অনেক শক্তি জোগায়।
অপূর্ব। কতো এমন ভালো গল্প বাস্তবের কাছাকাছি উঠে আসত এমন telefilm এ। তার সাথে আমাদের মতো নতুন অভিনেতারাও সুযোগ পেত। মর্মস্পর্শী
Excellent acting thanks
Rimjhim mitra er acting ta joss 💞
Abar etodin por dekheo ashadharon laglo...taantaan golpo...o shei sangey ki saboleel abhinoy pratteker...anek dhanyabad
Opurbo laglo ♥️😘
Asadharon jemon golpo temon obhinoy
Khub chaichhilam kono aghatan jeno na ghote .. khub bhalo laglo
Khub sundor galpo ta and also the ending
অনেকদিন বাদে একটি ভালো টেলিফিল্ম দেখা হলো।
বেশ ভালো অভিনয় করেছেন সবাই।
Chaitali di sotti
baba, eker por ek surprise
tomake ovinoy korte
dekhlm, thanks didi
LOVE❤ you
ভীষণ একঘেয়েমি ।আর অসহনীয় ।
Good stories don't need a big budget to convey anything , this movie is more meaningful than entire bollywood crap we get these days ! kudos to the makers !
Chaitali Maa ke dekhe amar bangla beshi improve hoyegyache , onek onek dhonnobad r prenam janai aapnake Maa.
Splendid. Ur acting is such a gift ... So spontaneous
And moreover I love your attire ..
Chitra Sen atto sundor acting koren....
অপূর্ব, যেমন অভিনয় তেমনি কাহিনী
আচ্ছা বাংলা নাটকের কমেন্ট বাংলায় দেওয়া যায় না?
এখনো ইংরেজি না লিখলে বুঝি জাতে ওঠা যায় না 🤔
At last comedy OMG.....jar sesh bhalo tar sab bhalo😍😅🤗💞
Shobdohin protikhar abosan!!!👌🙏🌹
Ajka daklam..2022.30.may..rat..11pm.
Osadharon 👌👌👌
ভাগ্যিস!!!!!!👌👌👌👌👌👌👌👌👌
Asadharon ❤️❤️❤️
Erokom r o purono telefilm er apekhkha e roilam❤️
Ami apnar sathe akmot. 🙏💐
আজ মহাষষ্ঠীর রাতে মনটা এত ভরে গেল....প্রত্যেকের এত শক্তিশালী অভিনয়.....শ্রদ্ধাপূর্ণ নমস্কার নেবেন দিদি....পুজো খুব ভালো কাটুক আপনার
Khub valo laglo sabar avinoy asadharan!
Moving telefilm. Emotional acting.
Khub sundor.purano dingulo phire pai jeno.
তারার এই টেলিফিল্ম গুলোর জন্য অপেক্ষা করতাম। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
Goyenda ginni r sei nanda r maa masima amazing lagachilo
Erkm ro ank telefilm chai...❤❤❤❤❤❤
Heart warming positive story.
অনেক দিন বাদে একটি ভালো telefilm দেখ লাম
খুব ভালো লাগলো, সবার অভিনয় আমার চোখে প্রাণবন্ত হয়ে ধরা দিয়েছে 🌹
ভীষণ সুন্দর একটি উপস্থাপনা।এরকম পুরোনো টেলিফিল্ম থাকলে আরো কিছু পোস্ট করবেন প্লিজ।
এত চমৎকার অভিনয়(আসলে অভিনয় ই নয়)বহুদিন দেখিনি।আপনার গুনমুগ্ধ হয়ে পড়লাম।
Apurbo acting Chaitali Dasgupta
আমার খুবই পরিচিত এক পরিবারের সাথে এই গল্পের চরিত্র গুলির আশ্চর্যজনক ভাবে মিল আছে।।
ami apnake jokhn khub chhoto chhuti chhuti r din tokhn theke dekhi aar apnar shaaj kotha bola shibu khub bhalo lagto .. ei gulo upload kirate khub anondo hoy dekhe .. dekhin na jodi chhuti chhuti kichhhu archives thake .. khub nostalgic bepar ota :)
Dekhechilam age, kintu abar dekhe bhalo laglo !!!
Matir dharun khamota anek 👌👌
Osadharon, 🙏
অপূর্ব , দুর্দান্ত
চোখের জল আটকাতে পারলাম না । অসাধারণ গল্প তেমন ই সকলের অভিনয় । মন ছুঁয়ে গেলো ।
Chokh sarate parini ruddhoswas kahi ni o avinoi
Asadharon laglo
খুব ভালো লাগলো। একটা জীবনমুখি মেসেজ আছে।
very nice -- good old days --
বেশ ভালো লাগলো
প্রতিটা ঘরে ঘরে শাশুড়ি বৌমার সম্পর্ক যেন এরকম হয়
একটা ভালো টেলিফিলম দেখলাম। সবার অভিনয় খুব ভালো লাগলো।
Asadharan khubnbhala laglo
Apurbo👌👌
অসাধারন ।
Khub sundor
অসাধারণ টেলিফিল্ম ছিল।
Durdanto ❤️
Omg ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
khub sundor ekta golpo
মনে আছে গল্পটা । দেখেছিলাম । খুব ভালো ।
সবাই অসাধারণ ঠিক ঠাক অনবদ্য সুন্দর।
খুব সুন্দর। আরও ছবি এরকম দেখার সুযোগ করে দিলে ভালো লাগবে।
Darun laglo akhon 2022 year
অসাধারণ !
অসাধারণ
Osadharon .Monta bhore gelo .,,
Apurbo!
দারুন লাগলো
অপূর্ব
একঘেয়ে বস্তা পঁচা সিলরিয়াল দেখতে দেখতে কাল্নো
অসাধারণ লাগলো ছবিটি ভাষায় প্রকাশ করতে পারবো না।👌
Apurbo!
বর্তমানে প্রেম ভালোবাসা আন্তরিকতা... …! এটা দেখার পর পুরনো দিনের স্মৃতি.....! একঅদভূত আনন্দ মনের মধ্যে পেলাম। সকলকে ধন্যবাদ। 🌷 🙏 🕉️
Mon chuye galo
Khub bhalo laglo.
It's really great
Chitra Sen awesom🙏🌹
Bah khub bhalo laglo
দুর্দান্ত চিত্রনাট্য ও অভিনয়
Superb ❤️👍🙏
If hi in😎😀😀😂😀
খুব ভালো লাগলো ❤️
খুব খুব খুব সুন্দর 🌹🙏🙏🌹🙏💗