একজন শিল্পীর স্টেজ Presence ভাল হওয়া খুব দরকার, Soft Skills এর গুরুত্ত সব Situation এ খুব দরকার, জোশ স্কিল্স এর সাথে নিজের Soft Skills & Communication Skills কে improve করুন: joshskills.app.link/U9BdatuCdrb
Society কে অস্বীকার করে শান্তিতে বাঁচা যায় না। কাজেই সমাজকে প্রাধান্য দিতেই হয়। না দিলে, তাদের পা মাটিতেই আছে, আকাশে উঠে যায় নি-- একথা বলা যায় না। আর সব গানের ই একটা নির্দিষ্ট পরিবেশ/ পরিস্থিতি র দরকার হয়, আছে, থাকবেও চিরকাল। তেমনি, রবীন্দ্রসঙ্গীত শাড়ি পড়ে গাইলেই মানায়। মাথায় ফুল না থাকলেও। আর শ্রোতা ঠিকই বোঝেন, কে ভালো গাইছে ঠিকঠাক সুরে, আর কে বেসুরে গাইছেন। কিন্তু বেসুরে তিনি গান, তিনি ও কিন্তু মনে অশ্রদ্ধা নিয়ে গান না। এই কথাটি খুব ই অপমানজনক লাগলো আমার। মাথায় ফুল লাগিয়ে, শাড়ি পড়ে তারা রবীন্দ্রসঙ্গীত গান , তারাই অশ্রদ্ধার সাথে বাণীর অর্থ না বুঝে গান করেন, আর যত শ্রদ্ধা দিয়ে বাণীর অর্থ হৃদয়ঙ্গম করে ' রবীন্দ্রনাথের গান ' করেন শুধু জিনিস পরিহিত/ পরিহিতা শিল্পীরা ? ইমনের এই কথাটি আমায় বড় কষ্ট দিলো। আমি ইমনের গান, ওর ব্যাক্তিত্ব তথা সৌন্দর্য্যের এক পরম ভক্ত। তাই কাছের মানুষের থেকে মসৃণ আঘাত পেলে তেমন কষ্ট হয়, তেমনটাই হচ্ছে।
খুব ভালো লাগলো ইমন এর কথা গুলো শুনে, ওর সততা, নিষ্ঠা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, নিয়ে যাবে । এত বড় জায়গায় পৌঁছেও নিজের rout ta ভুলে যায়নি । তোমার জীবনের আরও উন্নতি হোক এই কামনা করি
ইমন ভীষণ ভালো লাগলো তোমার প্রত্যেকটা কথা। কারো কারো জীবনে হটাৎ এমন কিছু ঘটনা ঘটে যে তাকে ও অনেক সময় তার পরিবার কে অতল সমুদ্রে ফেলে দেয় ,সে কোনো কূল কিনারা পায় না। আমি ও এমন একটা সাংঘাতিক সময় এর মধ্যে দিয়ে গেছি। যাদের মনের জোর আছে , ঘুরে দাঁড়ানোর জেদ আছে তারাই বাঁচে আর যারা দুর্বল চরিত্রের তারা একদম হারিয়ে যায়। তোমার আত্মবিশ্বাস আর তোমার প্রতিভা তোমাকে সব বাধা থেকে মুক্ত হতে সাহায্য করেছে। খুব খুব ভালো থেকো, তোমার গান আমাকে অসম্ভব টানে।🙏🙏🙏🙏
প্রত্যেক টি মানুষের ই যারা জীবনের সফলতা অর্জন করেছেন তাদের নিজেদের একটা লড়াই থাকে। সত্যিই আপনার লড়াই আর কাউকে অনুপ্রাণিত করুক চাই না করুক, আমাকে করেছে। জীবনে প্রত্যেকটি মানুষকেই সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু তার জন্য লড়াই থামিয়ে দিলে চলবে না সেটা আপনার কথাতেই স্পষ্ট। খুব ভালো থাকুন, জীবনে আর ও এগিয়ে যান এই কামনা করি।
ইমন, আমি তোমার কথা শুনছি, আর চোখ ভরে যাচ্ছে...! কেন জানি না কোথাও যেন বড্ড মিল। গানকে সঙ্গী করতে চেয়েছি বরাবর, কিন্তু মাঝে বহু টালমাটাল হয়ে গতিপথ বদলে গেছিলো। তবে,দীর্ঘ ঊনিশ বছর পর আবারও শুরু করেছি। যদি, আমার কমেন্ট পড়ে থাকো তবে একটু সাহায্য করো।
ইমন দি তোমার জীবনের কথা শুনে সত্যি চোখে জল এসে গেছে তোমার মতো আমিও জীবনে দাঁড়াতে চাই আমি মধ্যবৃও ফ্যামিলির মেয়ে সত্যি তোমার থেকে অনেক কিছু শিখলাম ধন্যবাদ দিদি তোমাকে।
অসাধারণ। তুমি অনেক বড়ো হও। আরো ছড়িয়ে পড়ুক তোমার নাম। বদলে যেও না। এমনই থেকো মানুষের কাছে মাটির কাছে। অনেক অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো। আর অনেক বড়ো হও।❤️
আমি একজন নৃত্যশিল্পী। আমিও খুব কষ্ট করছি আমার নৃত্যের জন্য। আপ্রাণ চেষ্টা করে চলেছি আমার নৃত্যকে সারাজীবন বাঁচিয়ে রাখার। সীমাহীন কষ্ট, অপমান, স্ট্রাগল কে সঙ্গী করেই করে চলেছি নৃত্য সাধনা। কারণ নৃত্য আমার জীবন। শিল্পীদের জীবন খুবই কষ্টের, শিল্পীদের মর্ম সবাই বোঝেননা সেটা আমি আজ প্রতিনিয়ত উপলব্ধি করছি। তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব শিল্পীর এবং সব মানুষের পাশে যেন ঈশ্বর থাকেন সর্বদা। তবে আমার এই স্ট্রাগলের পথে ঈশ্বর রূপে পাশে পেয়েছি একমাত্র আমার মা, বাবা আর আমার নৃত্য গুরুজীকে। তাছাড়া আর কাউকেই না। আমি মনে করি এটাই আমার জীবনের পরম পাওয়া। 🙏♥️🙏
শুনছিলাম মণ দিয়ে কিন্তু গান টা যেই শুরু করলে তোমার voice টায় গা এ কাঁটা দিলো as usual ❤️anek anek শুভ কামনা আর ভালোবাসা রইলো ইমন দি । কবে তোমায় সামনে থেকে শুনবো❤️
অনেক এগিয়ে যাও ইমন, তোমার গান ও রবীন্দ্রনাথ এই দুটোই একটা জীবনের জন্য যথেষ্ট। অদ্ভুত ভাবে তোমার পছন্দের সঙ্গে আমার গুলো মিলে যায়.. তাই তুমি আমার favourite singer হয়ে উঠেছো.. ভালো থেকো।
খুব ভালো লাগলো দেখে । রবীন্দ্র সংগীত শিল্পী ইমন চক্রবর্তীর জীবনের কথা শুনে । " যদি তোর ডাক শুনে কেউ না আসে , তবে , একলা চলোরে " ( If no one answer your call . Learn ! how to walk alone . )
We should live life in our own way. We should not think in terms of society,what people think orsay about us. Live life in our own way. We should be our own selves and never bother about others or what they say.
ইমন তোমার কথাগুলো ভীষণ ভালো লাগলো,,তোমার গান প্রথম তারা মিউজিকে শুনে আমি মুগ্ধ হয়েছিলাম,,তারপর থেকে তোমার ভক্ত হয়েছি,,,অসাধারণ গান গাও,,,আরো এগিয়ে চলো,,,
প্রত্যেক সফল মানুষেরি একটা লড়াই থাকে। আমিও একজন সঙ্গীত সাধিকা, একটু বড়ো বয়স থেকে গান শেখার জন্য আমাকেও অনেক কিছু শুনতে হয়। তবে আমার মা যেহেতু আমার পাশে থাকেন তাই ওই সব পরোয়া করি না। তোমার মতো আমার ও লোকের কথায় কিছু এসে যায় না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো মানুষ গুলো এভাবেই চিরকাল এগিয়ে যাক।
আমিও লিলুয়া এলাকার বাসিন্দা।খুব ভালো লাগলো আপনার গান শুনে।অসম্ভব সুন্দর। আমিও এক সময় depression এ ছিলাম প্রায় 10 বছর কিন্তু আঁকা আমার জীবনকে নতুন করে বাঁচার আশ্বাস দিয়েছে।এখন আমি আঁকি ও আমার ও এক you tube channel আছে।জানিনা আপনার মতো বড়ো হতে পারব কিনা but focus টা আমার clear।
Ami ekjon Bangladeshi. Amar khub valo lagar ekjon manush hocchen Emon Chakroborthy. Onake mon theke onek beshi sroddha kortam. Ajke ai video ta dekhar por shoddha onek beshi bere giyeche.prottekta manusher success ta dekhi tar pechone je struggle thake ta amra dekhi na.ar nijera success hote na parle hal chere dei vabi amar dara hobe na.But ajke ai video ta khub beshi sahos dilo mone. Nijer proti bissash ta onek bere gelo. Bacte hole nijer jonno bacte hobe societyr jonno na ❤️❤️❤️ Khub beshi valo laglo video ta Thank you Emon Chakroborthy ke ato sundor kothagulo bolar jonno. Onek onek onek valobasha roilo apnar jonno mam.❤️❤️❤️❤️
Thank u Iman di. 💓 ami o ekta somay depression e chole gachilum. Tobe seta khub alpo somay er jonno nijei beriyechi bola valo iswar amay poth dekhiyechen. Ekta dishahara jibon MCA kore bose achi job pacchina, youtube channel khule tate o view nei. Ekta baccha chele amay bollo esob technical channel e kichu hobe na. Tomar instra te gaan er video ta sunlum ota nia egeo. Amar khub raag e hoyechilo. Tar por bhebe o dekhi but gola permit kore na high note e. Tar por o jokhon tumi bolle mon dia gaite..... r o ekbar na bar bar setai kori....society r jonno na nijer jonnoi bacte chai tai nijer paer tolar mati ta sokto kortei hobe.... Amar jibon theke o Amar onek bondhu bhalobasar manus chole gache..... hoyto ami aj sofol noy bolei...... Amar parents r Amar onek onek pakhi oder jonnoi Amar sob bhalobasa..... aber kore notun kore ..... hridoy theke inspired holum...... ❤❤❤❤❤
ইমন , তোমার শেষ কথাটা খুব ভালো লাগলো, নিজের মতো করে বাঁচো , সমাজের ভালো লাগার জন্য নয় , আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো 🎉🎉🎉🎉 আগামী দিনগুলো অনেক অনেক শুভ হোক এই কামনা রইলো।🎉🎉
এতোই জখন মানুষের প্রতি রেসপেক্ট মানুষের প্রতি ভালবাসা তাহোলে আমার প্রতি রেসপেক্ট গেলো কোথায় তোমার ?যা দুবছর ধরে লিখেও কোনো হেলো পেলাম না। এগুলো আর কিছুইনা, এই ইনটারভিউটা হলো মানুষের থেকে ভালোবাসা ও সমবেদনা আদায় করার এক নতুন ফন্দি।
@@mohanroy1 success tomar pa dhowa jol khabe na Tomake tar pichone pode Thake hbe Keu Bina effort e successfull Hoi na Jodi 2 nombori na thake Tahole u will be successfull
ভালেবাসি দিদি... নতুন করে আবার ভালোবাসা শ্রদ্ধা বেড়ে গেলো কথাগুলো শুনে... অনেক কিছু শিখি তোমার কাছে আজও শিখলাম...ভালো থেকো দিদি.. আমার গর্ব হয় এটা ভেবে আমি তোমার সান্নিধ্যে আসতে পেরেছি.. মন ছুঁয়ে গেলো গো.. ❤️ প্রণাম নিও..❤️🌼🙏
take love from Bangladesh ❤️খুব সুন্দর ভাবে কথা বলেন আপনি। একদম ফ্রি ভাবে জীবনের প্রাপ্তি বা কষ্ট গুলো খুব সহজ ভাষায় বলতে পারাটা খুব বড় ব্যপার বর্তমান সময়ে।ভালো থাকবেন এমনই থাকবেন আশা করি।
ইমন দি, আপনার গানের গলা ভারী সুন্দর। আপনার এই ভিডিও টি দেখে ভীষণ ভালো লাগলো। আপনার বলা প্রতিটা কথা ভীষণ অর্থপূর্ণ, যারা জীবনেও সাথে লড়াই করতে হার মেনে এই ডিপ্রেশোনের মত রোগকে নিজের সঙ্গী করে নেন, তারা মনে হয় এই ভিডিও টি দেখে কিছুটা হলেও নিজের মনকে সামান্য হলেও শক্ত করতে পারবেন। আপনার প্রতিটি গান আমার ভীষণ ভালো লাগে। ভগবানের কাছে প্রার্থনা করবো আপনাদের বৈবাহিক জীবন ভীষণ ভালো ও সুখের হয়, আর গানের জগতে আপনার নাম ও যশ চারিদিকে ছড়িয়ে পড়ে,ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। 👍👏👏🙏🙏
খুব ভালো লাগলো ইমন। খুব শিক্ষনীয় কথা বললে। ভালো থেকো সুস্থ থেকো আরো অনেক এগিয়ে চলো। তোমার থেকে আমাদের আরো অনেক কিছু পাওয়ার আছে । তোমার গান ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের।
Didivai aamar to mne hai tmr ai kathaguli young generation ar jnya visan vbe inspiration ar kaj krbe, darun katha blecho pa (পা) সবসময় নীচের দিকে, actually success Pete gele ank besi obidient hte hai jeta tumi tmr baktabyer bhetor diye barbar bughiye diyecho, ami to mne kri jodi young generation tmr kathaguli ke gitarr bani mne kre o pasapasi sincerely je jar kaj ta kre jai success hater mutho te, ata i ami bughechi, ami avivuto, apluto, Hat's off didivai, vlo theko.
জিন্স পরে সিগারেট হতে নিয়ে রবীন্দ্র সংগীত করতে দেখেছি! তারাও সভাই এই জবাবটাই দিয়েছে; " আমার মনে রবীন্দ্র নাথের প্রতি অজ্ঞাত শ্রধ্যা আছে"! সত্যিই কি তাই! নিজের মনের ভেতর তাহলে একটু খচ খচ করে কেনো! কেন ভেবে ভেবে একটা জবাব তৈরি করে নিতে হয়!
দিদি আপনাকে কয়েকবার সামনে থেকে দেখার সুযোগ হয়েছে আপনি অসাধারণ একজন শিল্পী সেইসাথে খুবই ভালো একজন মনের মানুষ ভগবান আপনার মঙ্গল করুক আপনার গান আমি খুব ভালোবাসি ভালো থাকবেন
একজন শিল্পীর স্টেজ Presence ভাল হওয়া খুব দরকার, Soft Skills এর গুরুত্ত সব Situation এ খুব দরকার, জোশ স্কিল্স এর সাথে নিজের Soft Skills & Communication Skills কে improve করুন: joshskills.app.link/U9BdatuCdrb
বানানের দিকে নজর দিন।
Society কে অস্বীকার করে শান্তিতে বাঁচা যায় না। কাজেই সমাজকে প্রাধান্য দিতেই হয়। না দিলে, তাদের পা মাটিতেই আছে, আকাশে উঠে যায় নি-- একথা বলা যায় না।
আর সব গানের ই একটা নির্দিষ্ট পরিবেশ/ পরিস্থিতি র দরকার হয়, আছে, থাকবেও চিরকাল। তেমনি, রবীন্দ্রসঙ্গীত শাড়ি পড়ে গাইলেই মানায়। মাথায় ফুল না থাকলেও। আর শ্রোতা ঠিকই বোঝেন, কে ভালো গাইছে ঠিকঠাক সুরে, আর কে বেসুরে গাইছেন। কিন্তু বেসুরে তিনি গান, তিনি ও কিন্তু মনে অশ্রদ্ধা নিয়ে গান না। এই কথাটি খুব ই অপমানজনক লাগলো আমার। মাথায় ফুল লাগিয়ে, শাড়ি পড়ে তারা রবীন্দ্রসঙ্গীত গান , তারাই অশ্রদ্ধার সাথে বাণীর অর্থ না বুঝে গান করেন, আর যত শ্রদ্ধা দিয়ে বাণীর অর্থ হৃদয়ঙ্গম করে ' রবীন্দ্রনাথের গান ' করেন শুধু জিনিস পরিহিত/ পরিহিতা শিল্পীরা ? ইমনের এই কথাটি আমায় বড় কষ্ট দিলো। আমি ইমনের গান, ওর ব্যাক্তিত্ব তথা সৌন্দর্য্যের এক পরম ভক্ত। তাই কাছের মানুষের থেকে মসৃণ আঘাত পেলে তেমন কষ্ট হয়, তেমনটাই হচ্ছে।
I want go to josh talk platform..
Please help me
@@mahuyaghosh6154 2❤p2223@ ;;I'm?
Just liked the video,keep it up Imon,want to hear more songs from you😊😊
ইমন, তুমি খুব সুন্দর কথা বলেছ- নিজের জন্য বাঁচতে হবে, সমাজের জন্য নয়। সমাজকে গুরুত্ব দিয়ে মানুষ নিজেকে কষ্ট দিয়ে থাকে।
💚☘️☘️
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜.
@@BristyySarkhel ❤❤😂😂
😭 😭যারা ছেরে চলে গেছে তাদেরকে যেতে দীন, আর তাকে বলে দিন ❤️❤️ তুমি অন্য কারোর সঙ্গে বেধ ঘর 💜💜 কথাটার মূল্য অনেক 😘😘
Madam what's the meaning of 'chhere ' or ' ছেরে' ?
এক হিসেবে 'ছেরে' দেওয়া আর্থাৎ
অ্যাঃ করে দেওয়া। 🙏
বানানের কী ছিরি!
ছেড়ে
দিন😂
একে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ টা পড়তেই হবে
Aj kal dekhi banan gulo kichu manus khub vul lekhe.
খুব ভালো লাগলো ইমন এর কথা গুলো শুনে, ওর সততা, নিষ্ঠা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, নিয়ে যাবে । এত বড় জায়গায় পৌঁছেও নিজের rout ta ভুলে যায়নি । তোমার জীবনের আরও উন্নতি হোক এই কামনা করি
তোমার কথা গুলো খুব ভালো লাগলো।
Hi
ইমন ভীষণ ভালো লাগলো তোমার প্রত্যেকটা কথা। কারো কারো জীবনে হটাৎ এমন কিছু ঘটনা ঘটে যে তাকে ও অনেক সময় তার পরিবার কে অতল সমুদ্রে ফেলে দেয় ,সে কোনো কূল কিনারা পায় না। আমি ও এমন একটা সাংঘাতিক সময় এর মধ্যে দিয়ে গেছি। যাদের মনের জোর আছে , ঘুরে দাঁড়ানোর জেদ আছে তারাই বাঁচে আর যারা দুর্বল চরিত্রের তারা একদম হারিয়ে যায়। তোমার আত্মবিশ্বাস আর তোমার প্রতিভা তোমাকে সব বাধা থেকে মুক্ত হতে সাহায্য করেছে। খুব খুব ভালো থেকো, তোমার গান আমাকে অসম্ভব টানে।🙏🙏🙏🙏
দিদি খালি গলায় আপনি এত ভালো গাইলেন 💗💗💗💗 সত্যি আপনি অনেকের কাছে অনুপ্রেরণা 💗
সকালে উঠে প্রথম চিন্তা
সেটাই হোক..
যেটা আপনি অর্জন করতে চান,
মনে রেখো তোমার
প্রতিটি সংকল্পই তোমার
ভাগ্য নির্ধারণ করে। ❤️❤️❤️
দারুন
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
আমি জানি আপনি নোবেলের বিতর্কে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন, আপনি অনেক সাহসী এবং সত্যবাদী। নতুন বছরে আপনার জন্য শুভ কামনা।
Hi
অনেক ট্রোলিং আপনি খুব ভালভাবে সামলান। আপনাকে আপনার জীবনের অভিজ্ঞতা অনেক শক্ত করেছে। মা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা খুব দুঃসহ। ভাল থাকুন দিদি, ❤️
O
আলোয় ভরা মুক্তির আস্বাদন এর সুললিত সুর- বাণী খুব ভালো লাগলো মা। আশীর্বাদ নিও মা।
ঠিক
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
Hmmm. 👍👍👍
ট্রোল নিয়ে ভীষন দামী একটা কথা বললে দিদি, বাকি প্রতিটা কথাই ভীষন ভাবে শিক্ষনীয়😊😊😊😊❤️❤️❤️❤️সঙ্গীত জীবন অনেক টা সফলতায় পরিপূর্ণ হোক এই আশা রাখি ।
প্রত্যেক টি মানুষের ই যারা জীবনের সফলতা অর্জন করেছেন তাদের নিজেদের একটা লড়াই থাকে। সত্যিই আপনার লড়াই আর কাউকে অনুপ্রাণিত করুক চাই না করুক, আমাকে করেছে। জীবনে প্রত্যেকটি মানুষকেই সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু তার জন্য লড়াই থামিয়ে দিলে চলবে না সেটা আপনার কথাতেই স্পষ্ট। খুব ভালো থাকুন, জীবনে আর ও এগিয়ে যান এই কামনা করি।
ইমন, আমি তোমার কথা শুনছি, আর চোখ ভরে যাচ্ছে...! কেন জানি না কোথাও যেন বড্ড মিল। গানকে সঙ্গী করতে চেয়েছি বরাবর, কিন্তু মাঝে বহু টালমাটাল হয়ে গতিপথ বদলে গেছিলো। তবে,দীর্ঘ ঊনিশ বছর পর আবারও শুরু করেছি।
যদি, আমার কমেন্ট পড়ে থাকো তবে একটু সাহায্য করো।
ইমন দি তোমার জীবনের কথা শুনে সত্যি চোখে জল এসে গেছে তোমার মতো আমিও জীবনে দাঁড়াতে চাই আমি মধ্যবৃও ফ্যামিলির মেয়ে সত্যি তোমার থেকে অনেক কিছু শিখলাম ধন্যবাদ দিদি তোমাকে।
মমণণণণণণমমণণণণণণণণমমণণমণণণণমণমণণণণণণণমণণণণণণণণণঞণণণণণণণণণমমণমমমমণণণণণমমণণণমণণণণণমণণণণমমণমণণণমণমমণণমণণণণণমণণণণণণমমণমণণ
ভভডডড
অসাধারণ। তুমি অনেক বড়ো হও। আরো ছড়িয়ে পড়ুক তোমার নাম। বদলে যেও না। এমনই থেকো মানুষের কাছে মাটির কাছে। অনেক অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো। আর অনেক বড়ো হও।❤️
Songit hocche emon ekta jinish jeta jibon ke sokto kore rakhe,onek kichu shikhte sahajjo kore ❤
আমি একজন নৃত্যশিল্পী। আমিও খুব কষ্ট করছি আমার নৃত্যের জন্য। আপ্রাণ চেষ্টা করে চলেছি আমার নৃত্যকে সারাজীবন বাঁচিয়ে রাখার। সীমাহীন কষ্ট, অপমান, স্ট্রাগল কে সঙ্গী করেই করে চলেছি নৃত্য সাধনা। কারণ নৃত্য আমার জীবন। শিল্পীদের জীবন খুবই কষ্টের, শিল্পীদের মর্ম সবাই বোঝেননা সেটা আমি আজ প্রতিনিয়ত উপলব্ধি করছি। তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব শিল্পীর এবং সব মানুষের পাশে যেন ঈশ্বর থাকেন সর্বদা। তবে আমার এই স্ট্রাগলের পথে ঈশ্বর রূপে পাশে পেয়েছি একমাত্র আমার মা, বাবা আর আমার নৃত্য গুরুজীকে। তাছাড়া আর কাউকেই না। আমি মনে করি এটাই আমার জীবনের পরম পাওয়া। 🙏♥️🙏
Joyltas dance creation
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜.s
শুনছিলাম মণ দিয়ে কিন্তু গান টা যেই শুরু করলে তোমার voice টায় গা এ কাঁটা দিলো as usual ❤️anek anek শুভ কামনা আর ভালোবাসা রইলো ইমন দি । কবে তোমায় সামনে থেকে শুনবো❤️
সততা, সাহস, গান, আর রবীন্দ্রনাথ... আর কি চাই!❤️
অনেক এগিয়ে যাও ইমন, তোমার গান ও রবীন্দ্রনাথ এই দুটোই একটা জীবনের জন্য যথেষ্ট। অদ্ভুত ভাবে তোমার পছন্দের সঙ্গে আমার গুলো মিলে যায়.. তাই তুমি আমার favourite singer হয়ে উঠেছো.. ভালো থেকো।
আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, এবং অবশ্যই খুব পছন্দের একজন শিল্পী..এরচেয়ে বেশি আর কিছু বলার নেই.. 💚💚
ইমন চক্রবর্তী গায়কী সুর খুবই সুন্দর😍💓😍💓
লোকসঙ্গীত অসাধারণ👏✊👍
আহা.... তুমি আমার অনুপ্রেরণা ম্যাম...আমি কিছু মানুষের জন্য আজো বাঁচি,তার মধ্যে তুমি একজন। সুস্থ থেকো ভালো থেকো ❤️...আর আমায় আশীর্বাদ কোরো❤️❤️❤️❤️
ফল ভর্তি গাছ হও উদাহরণ টা মন ছুঁয়ে গেল❤️
খুব ভালো লাগলো দেখে । রবীন্দ্র সংগীত শিল্পী ইমন চক্রবর্তীর জীবনের কথা শুনে ।
" যদি তোর ডাক শুনে
কেউ না আসে ,
তবে , একলা চলোরে "
( If no one answer your call .
Learn ! how to walk alone . )
খুব সুন্দর কথা ইমন দি তেমার দুঃখ সবার সঙ্গে আলোচনা করতে হয় আবার আনন্দও সবার সঙ্গে আলোচনা করতে হয় দারুন কথা অনেক কিছু শিখলাম দিদি ধন্যবাদ।
তুমি সত্যিই একজন ভাল মানবী। সঙ্গীত ই প্রকৃতির সাথে আত্মার সাথে জগতের মেলবন্ধন করে দেয়
"Be Yourself!
Live life for yourself!
And not for the society!"
~ Iman Chakraborty ❤️
⚘
We should live life in our own way. We should not think in terms of society,what people think orsay about us. Live life in our own way. We should be our own selves and never bother about others or what they say.
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
Didi apnka salut🙏🙏
Hi
"Expectation নিয়ে কোনো ভালো কাজ করা যায় না! " 👋👋👋👋 Love u ma'am ♥️👍
ইমন তোমার কথাগুলো ভীষণ ভালো লাগলো,,তোমার গান প্রথম তারা মিউজিকে শুনে আমি মুগ্ধ হয়েছিলাম,,তারপর থেকে তোমার ভক্ত হয়েছি,,,অসাধারণ গান গাও,,,আরো এগিয়ে চলো,,,
প্রত্যেক সফল মানুষেরি একটা লড়াই থাকে। আমিও একজন সঙ্গীত সাধিকা, একটু বড়ো বয়স থেকে গান শেখার জন্য আমাকেও অনেক কিছু শুনতে হয়। তবে আমার মা যেহেতু আমার পাশে থাকেন তাই ওই সব পরোয়া করি না। তোমার মতো আমার ও লোকের কথায় কিছু এসে যায় না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো মানুষ গুলো এভাবেই চিরকাল এগিয়ে যাক।
দিদি তোমায় জোশ এর মঞ্চে দেখে খুব খুশি হলাম... তুমি না থাকলে জীবনে অবসাদে থাকাকালীন সময়ে আবার উঠে দাঁড়ানোর কথা ভাবতে পারতাম না
এই Video টা দেখে ভীষণ Inspired হলাম, 👍👍👍👍👍👍 Josh Talks কে সেলাম👐👐👐, অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏
আহা! ! কি ভালো যে লাগলো । মিষ্টি মেয়ে, perfect human being. . God bless you more. Dear singer. . অনেক ভালোবাসা, শুভেচ্ছা
🙂কথা গুলো মন ছুঁয়ে গেলো😊ভালো থাকবেন ইমন দিদি 🙂🌹🤗
আমিও লিলুয়া এলাকার বাসিন্দা।খুব ভালো লাগলো আপনার গান শুনে।অসম্ভব সুন্দর।
আমিও এক সময় depression এ ছিলাম প্রায় 10 বছর কিন্তু আঁকা আমার জীবনকে নতুন করে বাঁচার আশ্বাস দিয়েছে।এখন আমি আঁকি ও আমার ও এক you tube channel আছে।জানিনা আপনার মতো বড়ো হতে পারব কিনা but focus টা আমার clear।
Imon amar tmake khub Bhalo lage tumi amar meyer moto jibone tmi. Anek bujhecho samaj tmake buhjiechhe jak eram vabe cholo anek boro hobe .
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜.ee
Ami ekjon Bangladeshi. Amar khub valo lagar ekjon manush hocchen Emon Chakroborthy. Onake mon theke onek beshi sroddha kortam. Ajke ai video ta dekhar por shoddha onek beshi bere giyeche.prottekta manusher success ta dekhi tar pechone je struggle thake ta amra dekhi na.ar nijera success hote na parle hal chere dei vabi amar dara hobe na.But ajke ai video ta khub beshi sahos dilo mone. Nijer proti bissash ta onek bere gelo.
Bacte hole nijer jonno bacte hobe societyr jonno na ❤️❤️❤️
Khub beshi valo laglo video ta
Thank you Emon Chakroborthy ke ato sundor kothagulo bolar jonno.
Onek onek onek valobasha roilo apnar jonno mam.❤️❤️❤️❤️
Thank u Iman di. 💓 ami o ekta somay depression e chole gachilum. Tobe seta khub alpo somay er jonno nijei beriyechi bola valo iswar amay poth dekhiyechen. Ekta dishahara jibon MCA kore bose achi job pacchina, youtube channel khule tate o view nei. Ekta baccha chele amay bollo esob technical channel e kichu hobe na. Tomar instra te gaan er video ta sunlum ota nia egeo. Amar khub raag e hoyechilo. Tar por bhebe o dekhi but gola permit kore na high note e. Tar por o jokhon tumi bolle mon dia gaite..... r o ekbar na bar bar setai kori....society r jonno na nijer jonnoi bacte chai tai nijer paer tolar mati ta sokto kortei hobe.... Amar jibon theke o Amar onek bondhu bhalobasar manus chole gache..... hoyto ami aj sofol noy bolei...... Amar parents r Amar onek onek pakhi oder jonnoi Amar sob bhalobasa..... aber kore notun kore ..... hridoy theke inspired holum...... ❤❤❤❤❤
Iman Mam,I'm just 20 years old. Your legendary voice does not require any autotune.🙏🙏🙏...Your speech really inspired all of us.
দিদি আপনি লড়াই করে আজ জয়ী অসাধারণ। অনুপ্রাণিত হলাম।❤❤
সত্যি ইমন দি তোমার কথা গুলো মন ছুয়ে গেলো আর অনেক অনুপ্রেরণা পেলাম 😌😊😘
Vison inspired hlm..ekta shokti pelm...depression e vugchhilm sb dur hye glo..thank u divai..onk vlobasa r pranaam😊❤r Josh talks keo onk dhonnyobaaad😊
She is so strong yarr! ❤️😭
সব মানুষের জীবনের লড়াই আছে । খুব ভালো লাগলো মনে জোর পাই এইসব শুনে । খুব ভালো থেকো ।
খুব সুন্দর।। তোমার গান মন ছুঁয়ে যায়।। ❤❤
তার হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়।
th-cam.com/video/XQhW4hO2YrE/w-d-xo.html
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜.uollo
Borabori ank pochonder singer 💙💙💙💙💙💙💙💙prottek ti kotha justtt chireee berieaa gelo❤❤
ইউটিউব-এ এই প্রথম বার আপনাদের জন্য নতুন নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই রকম ভিডিও আপনারা জীবনে প্রথমবার দেখতে চলেছেন।🤗🤗
এই মুহূর্তে এই কথাগুলো আমার জন্য খুব দরকার ছিলো। অসংখ্য ধন্যবাদ জোশTalks কে এবং ইমন চক্রবর্তী দিদিকে
তুমি অন্য কারোর সাথে বেধো ঘর 🙂🙂❤️❤️❤️❤️heart touching song ma'am ❤️❤️😘😘
অনুপ্রেরণা মুলক কথা। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
তোমার গন অল্পসল্প শুনতাম, কিন্তূ তোমার কথা শুনে তোমার প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল, ভালো থেকো, ভগবান তোমার মঙ্গল করুন
One of the best speeches on Josh Talk.... inspired me a lot....stay blessed
Prottekta kotha tomar vison valo laglo, najjo laglo.r sotti inspiring. Khub valo theko Iman .R sundor sundor gaan gayi jao.Tomar golar awaj vison sundor.
ইমন , তোমার শেষ কথাটা খুব ভালো লাগলো, নিজের মতো করে বাঁচো , সমাজের ভালো লাগার জন্য নয় , আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো 🎉🎉🎉🎉 আগামী দিনগুলো অনেক অনেক শুভ হোক এই কামনা রইলো।🎉🎉
প্রতিটা কথার মধ্যে অনেক কিছু শেখার আছে
অনেক ধন্যবাদ ম্যাম
এত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আমাদের
khuub khub bhalo laglo....kotha gulo sottti mon chhuye gelo💖💖💖💖
অসাধারণ 🥰🥰 "আমার জীবনে সাহস আছে❤️"
Tomar konthe Rabindra Sangeet sune Ami mugdho hoye jai ..... Khub valo laglo ...... You are my favourite singer 💖 lots of love for you ❤️❤️
কথা গুলো শোনার পর আরো বেশি ভালোবাসে ফেললাম আপনাকে ❤❤❤ and you are my inspiration ❤❤ love you mam 😘😇🤗😘
খুব ভালো লাগলো দিদি। তোমার কথা গুলো আমার জীবনে এই মুহূর্তে খুবই মূল্যবান।
" এই আকাশে
আমার মুক্তি
আলোয় , আলোয় "
( প্রতিদিন সূর্যের আলোতে জেগে উঠি ।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সব গানে
প্রকৃতি এসে ধরা দিয়েছে ) 🌞 ☀️ 🌤
মন ছুঁয়ে গেল তোমার কথায় , আরও সাহসী হলাম তোমার কথায়।।😊
hi so nice pic
Imanians jindabaaddddd 💕💕❤️🥺💫
Nd yes di we r with u we know all about u .....we are with ur success nd pressures too ❤️❤️❤️
In 2k22 wishing for more power , achievemenrs to her! ❤️🙏🏻
Proti ta line amr ❤️ekhne giye legeche🥺
Onktuku inspired holm🥺
Vogoban amio jeno ekdin success pai🙏😭
Khub kom kothay onek sundor kore guchiye bollen apni ...
Be yourself, be honest and live for your self are the most powerful lines👍
"আমার জীবনে রবীন্দ্রনাথ আছেন" 👌 ❤️👍
অসাধারণ প্রতিভার অধিকারী' ইমন।
আমি সারাজীবন তাঁর সুরালো কন্ঠে গান শুনতে চাই।
Tomar kotha khub inspired korlo amae.kal saheb Bagan e tomar gaan sune appluto ami.bhalo theko imon.2022 khub bhalo katuk tomar .aro onek gaan sunte chai .u r my favourite singer.happy newyear ❤️❤️
এতোই জখন মানুষের প্রতি রেসপেক্ট মানুষের প্রতি ভালবাসা তাহোলে আমার প্রতি রেসপেক্ট গেলো কোথায় তোমার ?যা দুবছর ধরে লিখেও কোনো হেলো পেলাম না। এগুলো আর কিছুইনা, এই ইনটারভিউটা
হলো মানুষের থেকে ভালোবাসা ও সমবেদনা আদায় করার এক নতুন ফন্দি।
@@mohanroy1 A man becomes a critic when he cannot become an artist
@@mohanroy1 success tomar pa dhowa jol khabe na
Tomake tar pichone pode Thake hbe
Keu Bina effort e successfull Hoi na
Jodi 2 nombori na thake Tahole u will be successfull
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
সত্যি সফলতা এত সহজ এ আসে না, অনেক শ্রম আর অনেক কষ্ট লুকিয়ে থাকে
Osadharon laglo video ti dekhe onk kichu jante parlm 👍👍❤❤
সফলতার পেছনে লুকিয়ে থাকে এমন হাজারো কষ্টের গল্প🥰🥰
Darun laglo...kothagulo vison bastob..❤
ভালেবাসি দিদি... নতুন করে আবার ভালোবাসা শ্রদ্ধা বেড়ে গেলো কথাগুলো শুনে... অনেক কিছু শিখি তোমার কাছে আজও শিখলাম...ভালো থেকো দিদি.. আমার গর্ব হয় এটা ভেবে আমি তোমার সান্নিধ্যে আসতে পেরেছি.. মন ছুঁয়ে গেলো গো.. ❤️ প্রণাম নিও..❤️🌼🙏
Ki koren apni...
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜.w
take love from Bangladesh ❤️খুব সুন্দর ভাবে কথা বলেন আপনি। একদম ফ্রি ভাবে জীবনের প্রাপ্তি বা কষ্ট গুলো খুব সহজ ভাষায় বলতে পারাটা খুব বড় ব্যপার বর্তমান সময়ে।ভালো থাকবেন এমনই থাকবেন আশা করি।
বিষয়গত দিক থেকে ইমন দিদির সাথে আমারও মিল আছে।
ইমন দি, আপনার গানের গলা ভারী সুন্দর। আপনার এই ভিডিও টি দেখে ভীষণ ভালো লাগলো। আপনার বলা প্রতিটা কথা ভীষণ অর্থপূর্ণ, যারা জীবনেও সাথে লড়াই করতে হার মেনে এই ডিপ্রেশোনের মত রোগকে নিজের সঙ্গী করে নেন, তারা মনে হয় এই ভিডিও টি দেখে কিছুটা হলেও নিজের মনকে সামান্য হলেও শক্ত করতে পারবেন। আপনার প্রতিটি গান আমার ভীষণ ভালো লাগে। ভগবানের কাছে প্রার্থনা করবো আপনাদের বৈবাহিক জীবন ভীষণ ভালো ও সুখের হয়, আর গানের জগতে আপনার নাম ও যশ চারিদিকে ছড়িয়ে পড়ে,ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। 👍👏👏🙏🙏
খুব ভালো লাগলো ইমন। খুব শিক্ষনীয় কথা বললে। ভালো থেকো সুস্থ থেকো আরো অনেক এগিয়ে চলো। তোমার থেকে আমাদের আরো অনেক কিছু পাওয়ার আছে । তোমার গান ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের।
Didivai aamar to mne hai tmr ai kathaguli young generation ar jnya visan vbe inspiration ar kaj krbe, darun katha blecho pa (পা) সবসময় নীচের দিকে, actually success Pete gele ank besi obidient hte hai jeta tumi tmr baktabyer bhetor diye barbar bughiye diyecho, ami to mne kri jodi young generation tmr kathaguli ke gitarr bani mne kre o pasapasi sincerely je jar kaj ta kre jai success hater mutho te, ata i ami bughechi, ami avivuto, apluto, Hat's off didivai, vlo theko.
Akdom thik kotha ..khub khub kaje lglo kotha laglo didi🥰🥰
জিন্স পরে সিগারেট হতে নিয়ে রবীন্দ্র সংগীত করতে দেখেছি! তারাও সভাই এই জবাবটাই দিয়েছে; " আমার মনে রবীন্দ্র নাথের প্রতি অজ্ঞাত শ্রধ্যা আছে"! সত্যিই কি তাই! নিজের মনের ভেতর তাহলে একটু খচ খচ করে কেনো! কেন ভেবে ভেবে একটা জবাব তৈরি করে নিতে হয়!
A true inspiration, hats off to you dibhaiiii❤️🙏🏻Love you 😌❤️
❤❤❤❤❤❤❤ you are my favorite inspiration ❤❤❤❤
Ki sundor vabe kotha gulo bolle....Osadharon ❤️
এই রকম থেকো চিরদিন..... বেশ ভালো লাগলো👌👌
দিদি আপনাকে কয়েকবার সামনে থেকে দেখার সুযোগ হয়েছে আপনি অসাধারণ একজন শিল্পী সেইসাথে খুবই ভালো একজন মনের মানুষ ভগবান আপনার মঙ্গল করুক আপনার গান আমি খুব ভালোবাসি ভালো থাকবেন
Really out of the speech talking Iman Di. You inspired every one. 👌👌✌✌😍😍🙏🙏👏👏
Darun inspiring...God bless You Iman di ❤️❤️❤️🙏
Katha gulo asadharon....💙💚💚💛🖤iman di....
Didivai, it is real realization. Appreciate your struggles to achieved the crown.
My Best Wishes and wish your many more success, joy and happiness.
th-cam.com/video/XQhW4hO2YrE/w-d-xo.html
th-cam.com/video/7Rwqehs1NsM/w-d-xo.html
Ami chotobela theke depression e vugchi. But suicide korar kotha ekhon r vabi na. . tumi khub lucky tomar kharap Samay tomar pase tomar family chilo. Tomar kotha sune kothao kichuta tomar sathe relate korte parlam. Valo theko. #ImanChakraborty
ইমন দি তোমার গান শুনে আমার একটা অদ্ভুত অনুভুতি হয় , তোমার এই ইতিহাস না জেনে তোমার গান শুনেই তোমার ভেতরের আগুন দেখতে পেয়েছিলাম । Love you di 💝
আপনার গানে একটা আলাদাই জাদু আছে ম্যাডাম 💙 কিন্তু আপনার মতনই শ্রেয়া ঘোষাল প্রথম গানের জন্যই জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন মাত্র ষোলো বছর বয়সে 😊
Ha...uni one of the bolechen...uni ekai peyechen to bolenni 🙂🙂
কি অসাধারণ লাগলো। মন ছুঁয়ে গেল।
অনেক ভালোবাসা ইমন❤️
হিম্মত সততার, হিম্মত সদিচ্ছার 🙏
কল্যাণ হোক মঙ্গল হোক আপনার।
সর্ব শক্তিমান পরমেশ্বর এইভাবে সহায়তা দিন জীবনে🙏
❤❤ , সত্যিই ইনি খুব ভালো একজন মানুষ
Di..keep being youself, keep being IMAN CHAKRABORTY ❤️... And just always remember that we all are there for u! Forever❤️🤞🏻
th-cam.com/video/XQhW4hO2YrE/w-d-xo.html
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।১৯০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩💜.h
Iman di ei rokom e thako sarajibon🖤
Jemon sundar tomar gaan temon ei tomar kotha gulo.
Asadharan. 💕
আমি আপনার কথা শুনে অনুপ্রাণিত হলাম, ma'am. অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
ইমন দি কে খুব ভাল লাগে।
Shilpi hisabe aapnake khub e valobasi, aaj amar anek pronaam roilo aapnar proti Iman.