ব্রাত্য বসু কেন নাটক থেকে দূরে, মন্ত্রিত্ব কি নিঃসঙ্গ করল ? | Arkar Thek Ep 23 ft. Bratya Basu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2023
  • জয় গোস্বামীর সঙ্গে কাটানো একটা বিকেল বদলে দিয়েছিল তাঁকে। তিনি নিজেকে মনে করেন নিয়তিবাদী। মন্ত্রিত্বের গুরুদায়িত্ব সামলেও তিনি কবিতা, নাটক, উপন্যাস, লেখেন নিয়মিত। তৈরি করেন সিনেমা, করেন অভিনয়ও। তিনি ব্রাত্য বসু - ‘বহুমুখী প্রতিভাবিদ্যুৎ’। সাম্প্রতিক কালের সব থেকে সফল নাটকের প্রযোজন করা সত্ত্বেও কেন তিনি আর থিয়েটার করছেন না? থিয়েটারের মানুষ হয়েও কেন তিনি দল বেঁধে থিয়েটার বাঁচানোর কাজে নামতে চান না? কেন তিনি অভিনয়ের জন্য কোনও বড় প্রোডাকশন হাউসের ডাক পাচ্ছেন না? রাজনীতি কি তাঁকে জনজীবন থেকে বিচ্যুত করে দিচ্ছে? সব প্রশ্নেরই উত্তর দিলেন ব্রাত্য বসু। রইল বহু না-জানা কথা, দেড় ঘণ্টার নির্ভেজাল আড্ডায়। শুনুন অর্কর ঠেক - পর্ব ২৩।
    পরিকল্পনা - অর্ক ও স্বাধীন
    স্টুডিও - নিয়োগী'স প্লেস
    শব্দগ্রহণ - নীলাব্জ
    গ্রাফিক্স ও পোস্টার - সুকন্যা
    ভিডিও - সুদীপ
    সহায়তা - টিম শোনোনা
    Chapters:
    00:00:06 - ভূমিকা
    00:01:20 - হুব্বা সম্পর্কে
    00:07:40 - কেন মোশারেফ করিম
    00:09:10 - ডিজিটাল বনাম ফিল্ম
    00:13:09 - অভিনয় সম্পর্কে
    00:18:56 - OTT সম্পর্কে
    00:21:32 - থিয়েটার সম্পর্কে
    00:24:05 - নাটক না OTT?
    00:27:10 - লেখার সময় কিভাবে পান ?
    00:30:52 - ইতিহাস বলার ধরন সম্পর্কে বক্তব্য
    00:37:10 - রাজনীতি কি শিল্প সত্তার ক্ষতি করছে ?
    00:41:57- কিং লিয়ারের সাথে তুলনা কেন ?
    00:43:53 - উপন্যাস লেখার বিষয় কিভাবে তৈরি হয় ?
    00:46:49 - নাটক থেকেই উপন্যাস-কবিতার জন্ম?
    00:47:42 - কলম থেকে কি মায়ার পরশ চলে যাচ্ছে?
    00:51:06 - কবিতা কেমন ভাবে আসে?
    00:58:34 - বিভিন্ন মাধ্যমের সঙ্গে সম্পর্ক?
    01:01:28 - কবিতার সঙ্গে বোঝাপড়া
    01:02:16 - কী ভাবে পড়ার সময় বের করেন
    01:04:10 - সাম্প্রতিক কালের সাহিত্য
    01:05:51 - দায়িত্ব কি নিঃসঙ্গ করে দেয়?
    01:06:56 - ৮০'র দশককে কীভাবে দেখেন?
    01:11:02 - বন্ধুদের কথা
    01:13:00 - অভিনেতা বাছাই
    01:15:39 - থিয়েটারকে জনপ্রিয় করা
    01:18:57 - ব্রাত্যজন বিষয়ে মতামত
    01:22:16 - সিনেমা নিয়ে আগামী পরিকল্পনা
    অর্কর ঠেক-এর বাকি আড্ডা • অর্কর ঠেক
    নিজের পডকাস্ট চ্যানেল শুরু করতে চান?
    Sign Up করুন 👉 buzzsprout.com/?referrer_id=1...
    আমাদের সমস্ত আপডেট পাওয়ার জন্য সাথে নীচের সোশাল মিডিয়া হ্যান্ডলগুলোর সঙ্গে জুড়ে যান:
    Facebook: / officialshonona
    Instagram: / officialshonona
    Spotify: spoti.fi/3sN6eqF
    Amazon Music: amzn.to/3zqUVIy
    Google Podcasts: bit.ly/3DhGTu1
    Buzzsprout: shonona.buzzsprout.com/
    Twitter: / shonona_app
    Email: hello@shonona.com
    আর আমাদের সঙ্গে যোগ দিতে চাইলে বা কোনও সাজেশন, আবদার জানাতে আমাদের মেইল বা মেসেজ করুন :)
    #ArkarThek #ShononaPodcast #BanglaPodcast #BengaliPocast #BanglaTheatre #Theatre #BanglaKobita #BengaliCinema #JoyGoswami #BanglaAdda #BanglairAdda #BengaliPoetry #BratyaBasu
    Keywords (please ignore):
    bangla podcast, bengali podcast, বাংলা পডকাস্ট, Arkar Thek, Bratya Basu, Shonona Podcast, Bangalir Adda, Arkar Thek, Bangla Adda, Bengali Theatre, Bangla Theatre, Bengali Cinema, Bangla Cinema, Bangla Kobita, Bengali Poetry, Bangla Natok, বাংলা নাটক, Hubba Shyamal, Hubba Shyamal Interview

ความคิดเห็น • 39

  • @rajatmukherjee2057
    @rajatmukherjee2057 7 หลายเดือนก่อน +5

    অনেক কথা ছুঁয়ে ছুঁয়ে গেল। আকাঙ্ক্ষা বহুগুণ বেড়ে গেল। আরো অনেক কিছুর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। 🎉🎉

  • @arijitbanerjee9008
    @arijitbanerjee9008 7 หลายเดือนก่อน +5

    অসাধারণ একটা সাক্ষাৎকার শুনলাম। অনেক ধন্যবাদ, অর্কবাবু। :)

  • @the6strings
    @the6strings 4 หลายเดือนก่อน +1

    ফাটাফাটি 👌♥️👍

  • @sankhaghosh9899
    @sankhaghosh9899 7 หลายเดือนก่อน +7

    Ei political personality der interview neoar ekta problem aache - eder political baggage ta alada kora jai na.
    Eta political conversation na … r enar just artistic sotta ta kei niye discuss kora ta khub bhalo laglo.

  • @smritiranisaha5503
    @smritiranisaha5503 7 หลายเดือนก่อน +3

    Ashadharon interview, Ashadharon bhabe anno kichu bolar cheshta tule dhara hoyeche

  • @rajarshimukherjee608
    @rajarshimukherjee608 7 หลายเดือนก่อน +2

    Bratya da...❤❤❤❤❤.... Ami rajarshi.... Bar bar apnar kache fhire fhire jae....❤❤❤❤... Thanks arka....

  • @Supriya-singhamahapatra-flute
    @Supriya-singhamahapatra-flute 7 หลายเดือนก่อน +9

    সম্ভব হলে এই আড্ডায় মৌসুমী ভৌমিককে আনুন প্লিজ! আর ওপারের সায়ানকেও...

    • @rajarshimukherjee608
      @rajarshimukherjee608 7 หลายเดือนก่อน +5

      Shayan ❤️❤️❤️❤️..... Thik bolechen

  • @soumyadiptapal9856
    @soumyadiptapal9856 6 หลายเดือนก่อน +3

    খুব পড়শোনা করে নেওয়া ও সমৃদ্ধশালী একটি পডকাস্ট
    খুব ভালো লাগলো ❤

    • @Shonona
      @Shonona  6 หลายเดือนก่อน

      ধন্যবাদ । ভালো লাগলে ছড়িয়ে দিন পরিবার ও বন্ধুদের সাথে । আমাদের পথ চলায় পাশে থাকুন ।

  • @Johnson94752
    @Johnson94752 7 หลายเดือนก่อน +7

    ভালো লাগলো কিন্তু ওনাকে একবার জিজ্ঞেস করবেন তো স্কুল সার্ভিস কমিশন প্রতিবছর আগের মত স্বচ্ছভাবে 😊 হবে? নাকি এম এস সি পাস করার উচ্চ শিক্ষিত ছেলে গুলো মাথায় হাত দিয়ে বসে থাকবে

  • @user-xo7xk7vj9j
    @user-xo7xk7vj9j 7 หลายเดือนก่อน +6

    Historian dipesh chakraborty ke Anben ?

  • @samyachakraborty3927
    @samyachakraborty3927 7 หลายเดือนก่อน +2

    Want a 'thek' with Debesh Chattopadhyay🤞🏻

  • @SaritBhattacharjee-ni8yg
    @SaritBhattacharjee-ni8yg 7 หลายเดือนก่อน +5

    চুরি করা লোকগুলোর পাশে বসতে ওনার কেমন লাগে? খুব জানতে ইচ্ছে করে।

  • @bidyutsingharoy9211
    @bidyutsingharoy9211 7 หลายเดือนก่อน +6

    Anjan dutta k nia anun pls..

  • @mrinmayeebhattacharya6708
    @mrinmayeebhattacharya6708 7 หลายเดือนก่อน +2

    খুবই ভালো লাগলো ।

  • @drarnabchatterjee4008
    @drarnabchatterjee4008 7 หลายเดือนก่อน +3

    শ্রী ব্রাত্য বসুর সাথে পরিচয় কুড়ি বছর পার হলো | এভাবেই নির্নিমেষ, এভাবেই অহর্নিশ, অনেক দিন | অর্ক দেব আমার প্রিয়তম কবি তুষার রায়‘ সমগ্রের সম্পাদক, সেই অর্থে
    যেন পূর্বজন্মের প্রিয় | মনে পড়ে 2000 সাল নাগাদ শ্রী ব্রাত্য পরিচালিত ই টিভিতে ‘নবীন প্রবীণ ’ নামক সেই বিখ্যাত বিতর্কসভায় --- আত্ম পরিচয়কালীন বলেছিলাম “ আমি ব্যর্থ কবি ও হতাশ প্রাবন্ধিক ”! সঞ্চালক রুদ্রপ্রসাদ হেসে ফেললেন! ব্রাত্য হেসে ক্যামেরা থামিয়ে এসে বললেন, “ না না এরকম নিজেকে ব্যর্থ বলছেন কেন, কেউ ব্যর্থ নয় | ” আজ প্রায় প্রবাদে পরিণত হওয়া ব্যক্তিত্ব ব্রাত্য -- তাঁর সেই সান্তনার স্নেহটি আমি চামড়ায় ইচ্ছের মতো, উপবীতের মতো জড়িয়ে নিয়েছি, ও লড়ে যাচ্ছি | তাই এই সাক্ষাৎকারটিতে চূড়ান্ত সফল ব্রাত্যর সংগ্রামশীল সময়টাও শুনতে চাইছিলাম; পুরোটা না হলেও কিছুটা পেয়েছি | অনেকে এতে সন্তুষ্ট নন, তাঁরা এতকিছু চাইছেন একসঙ্গে, তা এক দু ঘন্টায় অর্কের পক্ষে উদ্ধার করা সম্ভব নয় | যেটুকু সম্ভব হয়েছে --তার তাৎপর্য এতটাই যে কদিন আগে এক তরুণতুর্কি দিব্যেন্দু বন্দোপাধ্যায়-- সাহিত্যিক, সম্পাদক , সংগঠক ও আগামীর অধ্যাপক -- সে কুড়ি পাতার এক নিবন্ধ লিখছে শ্রী ব্রাত্যকে নিয়ে, জানতে চাইছিলো কোন বিন্দুটি ব্রাত্য সম্পর্কে আমাকে সবচেয়ে ভাবায় | শ্রী ব্রাত্য, সুবোধ সরকার, কবীর সুমন ও স্বপ্নময় চক্রবর্তী -- এই চারজনকে চুম্বক করে ‘আমাদের সাহিত্যিক আধুনিকতা ’ নিয়ে আমি একটা দীর্ঘ ও পৃথক কাজ করছি -- ও জানে, তাই এই প্রশ্নটি আমার কাছেও প্রাসঙ্গিক | বললাম, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার শ্রীবসু অনেক আপাত বিরোধী ঐতিহ্যকে আত্মস্থ করে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন ও নিজের নতুন পথ নিজে নির্মাণ করেছেন | ভাবুন না -- প্রসেনিয়াম, থার্ড থিয়েটার, বাম, ডান, গণনাট্য --কী নয় | ‘অশ্লীল’ এর যুগ থেকে ভাষা নিয়ে খুব সংগোপনে ভেবে চলেছেন ব্রাত্য | আজকের মানদবিদ্যায় যাকে ‘ ভাষা তাত্ত্বিক বাঁক’[ linguistic turn] বলে-- এই নিয়ে নাটকসিনেমায় ব্রাত্যর আগে কেউ সমসাময়িক ভাবে ভাবেনি | এই যে আঁতোয়া আর্ত ‘র থিয়েটার অফ ক্রুয়েলটি --’ রাস্তা ‘ থেকে শুরু করে এবারের ’ হুব্বা ‘ -- আমি তো বলবো তার অন্তর্নিরীক্ষা; কোনও জন মনোরঞ্জক মাফিয়াচিত্র নয়, যেরকম সঞ্জীব চট্টোপাধ্যায়ের ’ অগ্নিসংকেত ‘ সিনেমায়নে পাওয়া গিয়েছিলো | ব্রাত্যর পরীক্ষা আরো গভীর, ও গম্ভীর | এ নিয়ে অনেক কথা হতে পারে | প্রস্তুতির এই এতগুলো প্রান্ত অর্কের পক্ষে এইটুকু সময়সীমায় ছোঁয়া সম্ভবই নয় | তাই সে যতটুকু পেরেছে ততটাই সাফল্য, যা পারেনি তা অসম্ভব বলেই পারেনি. | আমার খুব ধারণা -- শ্রীব্রাত্য’র প্রস্তুতি ও পরিশ্রম, প্রাকধারণাগুলো না ধরতে পারলে ধরা যাবে না তাঁর আজকের সফল কার্যসম্পাদনা বা পারফরমেন্স | বস্তুত শ্রী বসুর অন্যান্য সাহিত্যিক পদচারণা --উপন্যাস থেকে কবিতা -- জিজ্ঞাসা করলে জানবেন উনি ওগুলো পারফরমেটিভলিই ভাবেন যার মূল কেন্দ্রে আছে নাট্যায়ন বা থিয়েট্রিকালিটি | তাই বর্তমানে নাটক থেকে দূরে-- এই দুঃখটি সীমাবদ্ধ হতে বাধ্য | তো এই গভীর ব্যাপ্তি, এই বৈচিত্রকে গ্রাস ও গ্রহণ করা কোনও একজনের পক্ষে অসম্ভব | শ্রীবসুর আদর্শ ও কিছুটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকার খন্ডে খন্ডে, অনেক জন মিলে, বেশ কয়েক পর্বে হয়ে উঠতে পারে | আর যেটুকু একজনে,একক্ষণে সম্ভব, অর্ক তা করে দেখিয়েছে |

    • @arkadeb1970
      @arkadeb1970 7 หลายเดือนก่อน +3

      এই প্রথমবার পডকাস্টে আসা কোনো মন্তব্যের উত্তর দিচ্ছি।
      শুনেছি সুনীল গঙ্গোপাধ্যায়কে একজন এসে বলেছিলেন, আপনাকে নিয়ে অমুক ব্যক্তি এই কুমন্তব্য করেছেন। সুনীল বলেছিলেন, কোনো অসুবিধে নেই, ওঁকে ওটাই মানায়। আমি রোজ তিন হাজার শব্দ লিখি। ও সেটা পারবে না।
      পডকাস্টে কত লোক কত রকম কুমন্তব্য করেন। অনেকে আগে বলতেন f কে ph বলছে। আমার বাবার দেশ কুমিল্লা, সেখানের উচ্চারণই এমন, বলতে যাইনি কারণ এ নিয়ে আমার গ্লানি নেই। ওই আপাত ভুলেই আমি আমার দেশকে ধরে রেখেছি।
      অনেকে বলেন, অমুকটা কেন বলল না, অমুকটা কেন বলল, কেন এখানে কথা বলছে, কেন ওখানে থামল না।
      তারা জানেন না ভাবতেও পারেন না,
      ওই পডকাস্টটা করার জন্য কতটা শারীরিক- মানসিক ধকল গিয়েছে।
      কত টাকা পুড়েছে। কত পাতা পড়তে হয়েছে। কতজন শ্রম দিয়েছেন। টানা কাজ করে যেতে কত ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হয়। শুধু একটা কুমন্তব্য রেখে স্মার্ট হওয়ার চেষ্টা করেন কেউ কেউ। তলিয়ে ভাবেন না। এসব দেখলে আমার ওই সুনীলের কথাটাই মনে পড়ে।
      আপনার এই মন্তব্যটা তার চেয়ে এত আলাদা, আমার দলের লোক আমায় ডেকে দেখাল। এমন কথা শুনে মনে হয়, আরও ভালো করি। চেষ্টা করি। শুধু আপনার/ আপনাদের মতো কয়েকজন আছে বলেই আমাদের বাজিধরা।
      ভালো থাকবেন। ধন্যবাদ।

    • @arnabchatterjee4797
      @arnabchatterjee4797 7 หลายเดือนก่อน +1

      প্রিয় অর্ক,
      নিরপেক্ষ, পরিশ্রমী মন্তব্য যা একটা সংলাপের দুপক্ষের প্রতি সুবিচার করবে, আর তার আবেদন যেন এতটা হয় যে আপনিও একটা প্রত্যুত্তর দিতে প্ররোচিত হবেন - আপনার এর চেয়ে ভালো আর অসীম ভঙ্গিমা ( জেসচার )আর কিছু হয় কি ? এতে উৎসাহিত হবেন তারা -যারা মন্তব্যের ছদ্মনামে ছমছমে দু মুহূর্তের নুডল তৈরি করেন না, ভুলভাল অপ্রাসঙ্গিক আকর্ষণ নিজের দিকে টানেন না, বিরক্তিকর বাইরের প্রশ্ন করেন না । তবে এ নিয়ে অযথা দুঃখ পাবেন না । এই যে অযথা মন্তব্য সেগুলো আপনি মুছে দিচ্ছেন না, অবরুদ্ধ করছেন না তাদের - সামাজিক গণমাধ্যমের এই সার্বিক গণতন্ত্রীকরণের সামনে পড়েই মূল স্রোতের গণমাধ্যম আজ পিছিয়ে, পিছিয়ে, পিছিয়ে পড়ছে । তারা সম্পাদনার নামে সংবাদ বা মতামত-- সব সেন্সর করে, সামাজিক গণমাধ্যমে সেটি হয় না, ভাগ্যিস । সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় (যার সঙ্গেও আপনার একটি সংলাপ শুনেছি) তাদের সঠিক অর্থেই অন্যত্র সূর্যাস্তের শিল্প বলেছেন, অযথা নয় । এমনকি রাজনৈতিক নেতারাও তাদের প্রথম বিবৃতি টুইটারে প্রকাশ করছেন । কেন? বিকৃতি এড়াতে । তাই হয়তো এটা কোনদিনই হবে না যে, আপনার যা পরিশ্রম, যৌথভাবে ঘর্মাক্ত হয়ে ওঠা, অর্থ খরচ কিন্তু কথা ও বাক্যের অপরূপ খিদে ( সত্যি বলতে কি আলাপনদার অচেনা লেখক সত্তাকে যেভাবে অনেকগুলি গ্রন্থের ও ভাবনার প্রেক্ষিতে আপনি তুলে আনলেন, তা অভাবনীয় ) এগুলো সর্বার্থে সম্মানিত হবে--- এই আশার অনিশ্চয়তা লম্পট এর বিছানার স্প্রিং ঢিলে হওয়ার মতই অনির্দিষ্ট । উদ্দেশ্যের বিবিধতা আপনি থামাতে পারবেন না । কিন্তু সামাজিক মাধ্যমের অবাধ গণতন্ত্র্রায়ণ - তার এক উজ্জ্বল অংশীদার হিসেবে - এটুকু মূল্য দিলেন-- এটাই ভাববেন।
      আর আমার বক্তব্যের মর্মার্থ তো একটা লাইন : যা পেরেছেন, তা আপনিই পেরেছেন ; যা আপনি পারেননি, তা কেউ পারবেনা | তবুও প্রত্যাশা থেকে এতটা লেখা --এটা আপনিই বুঝেছেন । আপনি এবং আপনার সহকর্মীদের কৃতজ্ঞ ধন্যবাদ । ভালো থাকবেন ।

  • @ashisghosh5309
    @ashisghosh5309 6 หลายเดือนก่อน +2

    JUST FLATTERING

  • @sipraghosh8200
    @sipraghosh8200 7 หลายเดือนก่อน +1

    Bartaman Bratya Basu ke amar advut charitrer manush boley money hay.

    • @Shonona
      @Shonona  6 หลายเดือนก่อน

      অদ্ভুত তবু interesting, তাই না ? ভালো লাগলে আপনার বন্ধু বা পরিবারের মধ্যে ছড়িয়ে দিন 🙏

  • @naamnei
    @naamnei 7 หลายเดือนก่อน +2

    👍🏾

  • @kovusi5806
    @kovusi5806 5 หลายเดือนก่อน +1

    Hamba hamba Ramba Ramba

  • @ashisghosh5309
    @ashisghosh5309 6 หลายเดือนก่อน +1

    HOW MUCH THE SOCIETY IS BEING ULTIMATELY BENEFITED BY SUCH MOVIES AND THEATERS? THESE ARE JUST ENTERTAINING

  • @rajarshimukherjee608
    @rajarshimukherjee608 7 หลายเดือนก่อน +3

    Joy goswami r kabir suman k plz aanun....

  • @sabitrimallick8842
    @sabitrimallick8842 7 หลายเดือนก่อน +1

    আচ্ছা ওনাকে বলুন না বর্তমান শিক্ষাব্যবস্হা, চাকরি চুরি,যোগ্যপ্রাথীরা রাস্তায় এসব নিয়ে একটা নাটক লিখতে, এসব কি ওনাকে হন্ট করে না?

  • @ashisghosh5309
    @ashisghosh5309 6 หลายเดือนก่อน +1

    THERE IS NO FREEDOM OF WRITING AS WELL AS OF SPEECH IN INDIA

  • @rocking4joy
    @rocking4joy 7 หลายเดือนก่อน +4

    apni erokom “modiji aam kiun khaate hain” type interview korben vabte parini. Shokto proshno koi ? durniti niye jiggasa koi ?

    • @HumbleSubmission
      @HumbleSubmission 7 หลายเดือนก่อน

      আপনি কি সত্যিই উত্তরটা জানেন না 😅

  • @DG-df8tk
    @DG-df8tk 7 หลายเดือนก่อน

    এ কী করে অর্ক র ঠেকে জায়গা পায় ?

  • @kalpansen9099
    @kalpansen9099 7 หลายเดือนก่อน

    আর লোক পেলেন না ?