Rail Line Bohe Somantoral Shahnewaz Moloy Kumar Nazrul Islam Babu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • দুই ভুবনের দুই বাসিন্দা ...বন্ধু চিরকাল...
    রেল লাইন বহে সমান্তরাল...
    সুরকার - মোঃ শাহ্ নেওয়াজ
    গীতিকার - নজরুল ইসলাম বাবু
    কণ্ঠ শিল্পী - মলয় কুমার গাঙ্গুলি, দিলরুবা খান, শামীমারা দিবা
    নাটক - একদিন যখন (১৯৮৩)
    কথা ও সুর (১৯৮৪ - দিলরুবা খান ) ও (১৯৯২ - মলয় কুমার গাঙ্গুলি)
    একটি কালজয়ী গানের কিছু স্মৃতি …
    ১. ৮০’দশকের প্রথম দিকে, প্রখ্যাত প্রযোজক জিয়া আনসারীর নাটক “একদিন যখন”। হুমায়ুন ফরীদি, সুবর্না মুস্তাফা, গোলাম মুস্তাফা, মাহবুবুর রহমান, মোঃ মুসা সহ আরো অনেককে নিয়ে হেভিওয়েট কাস্টিং। বিটিভিতে প্রদর্শিত নাম নাসির আহমদের রচনা, মূলত জিয়া আনসারীর নিজেরই গল্প ও চিত্রনাট্য ছিল “একদিন যখন”।
    ২. সুরকার শাহনেওয়াজ ছিলেন নাটকটির সঙ্গীত পরিচালনায় । সুরকার শাহনেওয়াজ তাঁর অতি প্রিয় মামু (বন্ধু) বিখ্যাত গীতিকার নজরুল ইসলাম বাবু কে বললেন গান লিখে দিতে। মামা-ভাইগ্না রিক্সা করে যাচ্ছিলো সুরকারের বাসায়, গান নিয়ে বসবে বলে। তিনদিন হয়ে গেছে জিয়া ভাইয়ের গান হয়নি এখনো। মালিবাগ রেলক্রসিং এ বাঁশ পড়ে গেলো...ট্রেন আসবে। হঠাৎ নজরুল ইসলাম বাবু পকেটের সিগারেটের প্যাকেটের সাদা কাগজে লিখতে লাগলো। সব সিগারেট পড়ে গেলো। আর সুরকারকে বললো, মামু নাটকে তো মিল নাই, এই লও...”দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল...রেললাইন বহে সমান্তরাল”। এমন সময় ট্রেন আসতে আসতে যাচ্ছিলো, দেশের প্রখ্যাত তবলাবাদক সুরকার শাহনেওয়াজও সেই তালে সুর করতে থাকলেন। সুরকারের বাসায় পৌঁছানোর পর, সিগারেট আর চা’কে সঙ্গী করে, মামু-ভাইগ্না বসলেন বাংলাদেশের আধুনিক গানের ইতিহাসে নতুন রঙ এর ছোঁয়া দিতে। একে একে মুখ আর অন্তরার পর সৃষ্টি হতে লাগলো কালজয়ী গানের।
    আধুনিক বাংলা গানের সুরের অন্যতম কালজয়ী গানের সুর, বাণী, কন্ঠের গল্প - এমনই।
    #Shahnewaz, #NazrulIslamBabu,#MoloyKumarGanguli #EkDinJokhon, #Dilruba Khan #LokmanHossaonFakir, #OsmanShaukat, #RafiqulAlam, #AshaChiloMoneMone, #ModernFolk, #BengaliModernFolk, #Natokergaan, #BanglaMusic, #Songs, #ClassicalSongs, #ClassicalMusic, #Musician.# #ShakilaJafor,, #ZiaAnsari

ความคิดเห็น • 10