বিচারপতি সিনহার বিচার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2021
  • বিচারপতি এস কে সিনহার বিচার কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? সাবেক প্রধান বিচারপতির বিচার কি বিচার বিভাগের দুর্বলতা তুলে ধরে? বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় কি স্বচ্ছতা রয়েছে?
    ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে এবারের আলোচনার বিষয়: বিচারপতি সিনহার বিচার৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন৷ দেখুন এবং জানান আপনার মতামত৷
    অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ‪@arafatul2008‬৷
    #এসকেসিনহা #বিচারপতি #খালেদমুহিউদ্দীন
    সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
    ফেসবুকে ডয়চে ভেলে: / dwbengali
    টুইটারে ডয়চে ভেলে: / dw_bengali

ความคิดเห็น • 2.5K

  • @DWKhaledMuhiuddinJanteChay
    @DWKhaledMuhiuddinJanteChay  2 ปีที่แล้ว +236

    প্রিয় দর্শক, বিচারপতি সিনহাই একমাত্র দুর্নীতিবাজ ছিলেন, আর বাকি সব বিচারক ভালো বলে মনে করেন বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক৷ আপনারও কি তাই মনে হয়?

    • @mohintalukder6642
      @mohintalukder6642 2 ปีที่แล้ว +139

      খালেদ ভাই বিচারপতি মানিক সাহেবেই তো নাম্বার ওয়ান দুনীতিবাজ

    • @azizulwadudbahar1695
      @azizulwadudbahar1695 2 ปีที่แล้ว +76

      মোটেই না । বিচারপতি মানিকের সাথে কোনভাবেই একমত হতে পারছি না । নিম্ন আদালত, মধ্যম আদালত ( জেলা জজ, অতিরিক্ত / বিশেষ জজ আদালত ) এবং উচ্চ আদালতের বেশিরভাগ বিচারপতিই দুর্ণীতিবাজ বা দুর্ণীতিগ্রস্থ ।

    • @mdabduljabber4191
      @mdabduljabber4191 2 ปีที่แล้ว +14

      Na

    • @MehdiHasan-gs3dj
      @MehdiHasan-gs3dj 2 ปีที่แล้ว +7

      Nope...

    • @farhadmunshimostaq
      @farhadmunshimostaq 2 ปีที่แล้ว +82

      মানিক একটা দলকানা লোক
      ওর কথার দাম নেই
      ওরা শিক্ষিত ছাগল

  • @masoodbashir464
    @masoodbashir464 2 ปีที่แล้ว +416

    শামসুদ্দিন নিজেই একজন কুলষিত বিচারপতি। তাকে এমন অনুষ্ঠানে আনা উচিত হয়নি ।

  • @digitalservicebymotiur
    @digitalservicebymotiur 2 ปีที่แล้ว +144

    শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের একজন অভিশপ্ত নাম। ওনার বিচার হবে আশাবাদী।

    • @MdYasin_World
      @MdYasin_World 2 ปีที่แล้ว +4

      রাইট

    • @nourosekamalsiam6970
      @nourosekamalsiam6970 2 ปีที่แล้ว

      আজ উপস্থাপকের কথা বলার ",স্পিড" টা তুলনামূলক ভাবে কম। উনার সাথে "স্পিডি টক" টাই মানানসই।

    • @saifdevdas7656
      @saifdevdas7656 2 ปีที่แล้ว

      O' Abu-Jahel) If a person knowingly assassinates another man's character__he will never enter paradise. If you have proof submit it, otherwise Taubaa kor.

    • @rafiqalam8418
      @rafiqalam8418 2 ปีที่แล้ว +3

      ওকে জুতার মালা পরিয়ে ঢাকা শহর প্রদক্ষিন করিয়ে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মত বিচি কেটে জিরো পয়েন্টে ঝুলিয়ে দিতে হবে!

    • @hadsonlee2536
      @hadsonlee2536 2 ปีที่แล้ว

      ১০০%

  • @mdrasel7002
    @mdrasel7002 2 ปีที่แล้ว +22

    জনাব খালেদ মহিউদ্দিন স্যার আপনি একজন সত এবং সাহসী যুক্তিবাদী পার্সন আপনাকে হৃদয় নিংড়ানো সালাম

  • @mosharrofhossain9259
    @mosharrofhossain9259 2 ปีที่แล้ว +33

    আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন দেশের সকল বিচার পতিকে ন্যায় বিচার করার সুযোগ করে দেন। আমিন আমিন

  • @checkmate2946
    @checkmate2946 2 ปีที่แล้ว +97

    খালেদ মহিউদ্দিনের বিশ্লেষণমুলক প্রশ্ন করার দক্ষতা দারুন।

  • @tohamirdha7021
    @tohamirdha7021 2 ปีที่แล้ว +45

    বিচার পতি মানিক একজন মানুসিক রোগী।

  • @selimmiah792
    @selimmiah792 2 ปีที่แล้ว +48

    শামসুদ্দিন চৌধুরী মানিক এর মত লোক যখনই বিচারক হবে, তখনই বুঝতে হবে বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে।

  • @mdebadat7225
    @mdebadat7225 9 วันที่ผ่านมา +3

    সামসুদ্দিন চৌধুরী মানিক একজন বাংলাদেশের কলন্কিত প্রধান বিচার পতি ।

  • @opriosotto816
    @opriosotto816 2 ปีที่แล้ว +308

    বর্তমান পরিস্থিতিতে সবার আগে বিচার বিভাগের বিচার করা উচিত।

  • @mdmokhlec2236
    @mdmokhlec2236 2 ปีที่แล้ว +18

    ব্যারিস্টার জয়নাল আবেদীন স্যারকে ধন্যবাদ উনি একজন ভালো মানুষ ও সাহসী সিনিয়র আইনজীবী।

  • @mdkofel5333
    @mdkofel5333 2 ปีที่แล้ว +24

    মাশাআল্লাহ খালেদ মহিউদ্দিন ভাইয়ের উপস্থাপন দেখলে বুঝা যায় অনেক কিছু শিখার আছে কালা মানিক আপনি কমেন্ট গুলো পড়েন

  • @md.tamim63625
    @md.tamim63625 2 ปีที่แล้ว +7

    আমি সৌদি থেকে বলছি । বিচারপতি শামসুদ্দিন সাহেব । আপনি যা করতেছেন। অপেক্ষা করুন । আপনার সময় ও ঘনিয়ে আসছে । শুধু সময়ের ব্যপারট মাত্র । এখনো সময় আছে সত্যি কারের বিচারকের ভূমিকা পালন করুন ।

  • @zia080868
    @zia080868 2 ปีที่แล้ว +122

    খালেদ ভাই, আজকের অনুষ্ঠানটিতে আপনার পরিচালনা এক কথায় আমি বলবো যে আপনি যে ধরনের সততার সাথে পরিচালনা করেছেন, আমি আমার ৫৪ বছর বয়সে, এই রকমটা আর দেখি নাই এবং আপনাকে নিয়ে আমি গর্ব অনুভব করছি। খালেদ ভাই, চালিয়ে যান এবং এই দেশের, যাদের এখনো বিবেক পুরোপুরি মরে নাই, আপনি তাদের সবার গৌরব এবং একমাত্র মুখপাত্র।

    • @husnearabegum2442
      @husnearabegum2442 2 ปีที่แล้ว

      Lloopòìo88o⁹00⁹0.5t

    • @didarfeni1568
      @didarfeni1568 2 ปีที่แล้ว +3

      খালেদ ভাই, এ লোককে লাইভটাইম না আনলে ভালো হয়, এ বিচারক নিরপেক্ষ নন উনি যা বলছেন সরকারের এজেন্ট।

    • @mmhaque1971
      @mmhaque1971 2 ปีที่แล้ว

      খালেদ ভাই সাংবাদিকতার গর্ব

    • @bangladeshjanatarshoktipar3152
      @bangladeshjanatarshoktipar3152 ปีที่แล้ว +1

      বিজয় তাদেরই হবে যারা সত্য ও সঠিক পথে, আর ভুল চর্চাকারীরা দিন দিন নিস্তেজ হয়ে যাবে...ইনশাআল্লাহ।
      "বি.এন.পি.” ও “জা.পা.” অবৈধভাবে জন্মগ্রহণ করেছে, তাই দল দুটি তাদের অস্তিত্ব বেশিদিন ধরে রাখতে পারবে না। কারণ; বিশ্বের কোণায়-কোণায় রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ইতিহাস তা বলে/দেখায়, এবং বাংলাদেশের জনগণ পৃথিবীর কাছে ব্যতিক্রমী কোনো উদাহরণ প্রমাণ করার মতো পরিপক্ক/শিক্ষিত নয়। জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ সরকারকে বাদ দিয়ে ‘যুদ্ধ পরিষদ’ করার প্রস্তাব করেছিল এবং অন্যান্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা তাকে সমর্থন করেননি এবং সে তার স্বপ্নের ‘ওয়ার কাউন্সিল’ গঠন করতে ব্যর্থ হয়। তাই কোনো সন্দেহ ছাড়াই সে পাকিস্তান সেনাবাহিনীর এজেন্ট ছিল।।
      জাতির উন্নতির জন্য যারা “বাংলাদেশ আওয়ামী লীগের” প্রশাসন এবং ব্যবস্থাপনা বুঝতে পারে না, আমরা (BJSP) নিশ্চিত, তারা তাদের জীবনে তাদের বাবা-মায়ের ভালবাসাও বুঝতে পারে না। একজন বোকা ব্যক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু কখনই সঠিক চিন্তা শিখতে পারে না...।

    • @user-nw7pe6tj2e
      @user-nw7pe6tj2e ปีที่แล้ว

      ৭১টিভি যদি আ লিগের দালাল হয় তাহলে খালেদকে পাকি আর দলছুটদের দালাল বললে ভুল হবে?

  • @mdmahbubalam6015
    @mdmahbubalam6015 2 ปีที่แล้ว +21

    খালেদ মহিউদ্দিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে।

  • @SamsungSamsung-qc5nn
    @SamsungSamsung-qc5nn 2 ปีที่แล้ว +11

    খালেদ ভাই আপনার মতো বাংলাদেশে আরও কিছু লোকের দরকার না হয় বাংলাদেশ অনেক পিছিয়ে জাবে।দোয়া রইলো খালেদ ভাই আপনার জন্য

  • @mdkofel5333
    @mdkofel5333 2 ปีที่แล้ว +7

    আমি মনে করি সবার আগে বিচার বিভাগের বিচার অবিলম্বে হওয়া উচিত

  • @VIPshofol
    @VIPshofol 2 ปีที่แล้ว +48

    জাঝাকাল্লহ খইর, সাবেক ম্যাজিস্ট্রেট খালেদ মুহিউদ্দিন এর এত সুন্দর সচ্ছ উপস্থাপন ও প্রশ্নগুলো করা জন্য। বাংলাদেশে এমন গভীর জ্ঞানের সাথে সাহসী সাংবাদিক ও সঞ্চালক জাস্ট ১পিসই আছে।

    • @md.amjadhossain7819
      @md.amjadhossain7819 ปีที่แล้ว +2

      জনাব খালেদ একজন নিষ্ঠাবান মানুষ ও সাংবাদিক তার বলিষ্ঠ উপস্থাপনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। তাঁকে অান্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

  • @RuhulAmin1402
    @RuhulAmin1402 2 ปีที่แล้ว +226

    বিচার বিভাগ সম্পূর্ণ দুর্নীতিগ্রস্থ হয়ে পরেছে। বিচার বিভাগের প্রতি মানুষের মোটেও আর আস্থা নেই।

    • @rahmanbhy8152
      @rahmanbhy8152 2 ปีที่แล้ว +3

      Right

    • @sayedurrahmanbhuiyan7154
      @sayedurrahmanbhuiyan7154 2 ปีที่แล้ว

      বিচারপতি মানিক সাহেব, বিচারপতি সিনহা সাহেব যদি রাজাকার হন, তাহলে সরকার তাঁকে নিয়োগ দিল কেন? একটি ঘটনায় বিচারপতি সিনহা রাজাকার হলেন কিভাবে? বাংলাদেশে কি কোন হিন্দু রাজাকারের তালিকা আছে।

    • @sayedurrahmanbhuiyan7154
      @sayedurrahmanbhuiyan7154 2 ปีที่แล้ว +1

      আপনি একজন অসৎ বিচারপতি মানিক

    • @NAZRULISLAM-wu4px
      @NAZRULISLAM-wu4px 3 หลายเดือนก่อน

      ,বতমান,সব,চেয়ে,দুরনীতি,বাজ,বিচারক,তাহাকে,কে,বিচারক,করচে,তাহার,মত,বাজে,বিচরক

  • @mdsurujmia6022
    @mdsurujmia6022 ปีที่แล้ว +9

    দুর্নীতির দায়িত্ব যে কোন বিচারপতির বিচার হলে মানিকের বিচার করা দরকার আগে

  • @alamgirhossain4263
    @alamgirhossain4263 2 ปีที่แล้ว +6

    ক্ষমতা থাকলে যাকে ইচ্ছা তাকে শাস্তি দেওয়া যায় এটাই প্ৰমাণ হলো।

  • @rajmanzil1994
    @rajmanzil1994 2 ปีที่แล้ว +60

    বর্তমান পরিস্থিতিতে সবার আগে বিচার বিভাগ এর বিচার হওয়া প্রয়োজন।

  • @hossainzakir8299
    @hossainzakir8299 2 ปีที่แล้ว +194

    এই প্রথম শুনলাম একটি টকশোতে উপস্থাপককে তুমি বলতে যা শুনতে খুবই বিশ্রী শুনায়

    • @ultranationalistofbanglade1934
      @ultranationalistofbanglade1934 2 ปีที่แล้ว +12

      এ গ্রেট এক্সাম্পল অব আনস্মার্ট পার্সন।

    • @lifeline1584
      @lifeline1584 2 ปีที่แล้ว +12

      উনি নাকি আবার বিচারপতি + বিদেশে থেকেও যুদ্ধ করেছেন

    • @amintohid780
      @amintohid780 2 ปีที่แล้ว +10

      এই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক হলেন বিনা ভোটের সরকারের আজ্ঞাবহ দালাল ওনাকে চেনেন আর কিছু বাকি থাকে না এসব বিচারপতি নামে কলঙ্ক

    • @hossainzakir8299
      @hossainzakir8299 2 ปีที่แล้ว +7

      এমন কিছু মানুষ নামের অপদার্থগুলো দেশটাকে গিলে খাচ্ছে

    • @abulzakaria3511
      @abulzakaria3511 2 ปีที่แล้ว +6

      Absolutely correct. This has marred the talk show. This man has spoiled the decorum and beauty of the show. He lacks common sense and decency. This is his self made ego.

  • @MkCtg
    @MkCtg 2 ปีที่แล้ว +5

    খালেদ সাহেবকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এভাবে নিতীঠিক রেখে এগিয়ে যাবে।

  • @anwarulhaque1140
    @anwarulhaque1140 ปีที่แล้ว +7

    যারা সত্যি কারের মুসলমান তাদের অন্তরে অবশ্যই সত্য মিথ্যা নাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ।

  • @samshaqib8512
    @samshaqib8512 2 ปีที่แล้ว +61

    এরকম বিচারপতি মানিক বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক ওর বিচার হওয়া উচিত

    • @saifdevdas7656
      @saifdevdas7656 2 ปีที่แล้ว

      erey razakaar tui hakistan soli zaa

    • @sumansarker3344
      @sumansarker3344 2 ปีที่แล้ว +1

      @@saifdevdas7656 তর মাকে ১৮ কোটি জনগন চু---

    • @labon595
      @labon595 2 ปีที่แล้ว +2

      @@saifdevdas7656 you are hindustani dalal.

    • @md.abdurrahim5475
      @md.abdurrahim5475 3 หลายเดือนก่อน

      BNP Desher bivher bibhak keo kolonkito koreche. Eri bisha behaya.... Mithuk.....shontrashi dol.

    • @sherinsultnasultna4616
      @sherinsultnasultna4616 2 หลายเดือนก่อน

      সহমত

  • @imdadhashem2978
    @imdadhashem2978 2 ปีที่แล้ว +89

    কালা মানিক আজকে ভালই বাশ খেল। ধন্যবাদ খালিদ মহীউদ্দীন!

  • @fariduddin4847
    @fariduddin4847 ปีที่แล้ว +12

    খলেদ মহিউদ্দিন সাহেব এর মতো এমন সংবাদিক আরো ২ জন থাকলে বাংলাদেশে দুর্নীতি হতো না ধন্যবাদ মহিউদ্দিন সাহেব

    • @user-sw2jo6pz1d
      @user-sw2jo6pz1d 2 วันที่ผ่านมา

      MANICK BABUONLEY FOR NO
      SEAN.ALL FOR JUSTICE PORLEM DALMAY CUS KALA HI.

    • @user-sw2jo6pz1d
      @user-sw2jo6pz1d 2 วันที่ผ่านมา

      MANICK BABO PUBALICK NO
      BLIND.

    • @user-sw2jo6pz1d
      @user-sw2jo6pz1d 2 วันที่ผ่านมา

      MANICK BIG AMOLIGE.

  • @masudrahman4196
    @masudrahman4196 ปีที่แล้ว +2

    আমি স‍্যালুট জানায় খালিদের মতো সাংবাদিক দের ধন্যবাদ

  • @user-rl6ee7lu1h
    @user-rl6ee7lu1h 2 ปีที่แล้ว +65

    এই সেই মানিক আধ্যাত্মিক শক্তির অধিকারী কারণ তিনি আমেরিকায় থেকেও মুক্তিযোদ্ধ করেছেন জয় বাবা মানিক চাঁদ

    • @nazrulislam4890
      @nazrulislam4890 2 ปีที่แล้ว

      Manik liar.

    • @rajumuslim1391
      @rajumuslim1391 2 หลายเดือนก่อน

      Mony Launderer
      Kala manik,,
      Bhua zodda khairati born 2018,,
      Corruption London home ilegally income Government Employers unlimited income,,😮

  • @jasminzahid361
    @jasminzahid361 2 ปีที่แล้ว +48

    আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দেশের সব বে বিচারপতির বিচার করে আমিন

    • @marufhaque689
      @marufhaque689 2 ปีที่แล้ว +1

      আল্লাহ সবার বিচার করবেন

    • @shofiislam8861
      @shofiislam8861 2 ปีที่แล้ว +1

      আল্লাহ তায়ালা সঠিক বিচারক ইনসাহাআল্লাহ

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 5 วันที่ผ่านมา

    ধন্যবাদ সুন্দর আলোচনা আর আয়োজন করার জন্য।

  • @srabonimam7519
    @srabonimam7519 ปีที่แล้ว +7

    এই দরনের বিচারক দেশের জন্য কতটা ভয়ংকর।

  • @mahabubripon356
    @mahabubripon356 2 ปีที่แล้ว +10

    খালেদ ভাই কে আপনাকে ধন্য বাদ

  • @kamrulshapon2226
    @kamrulshapon2226 2 ปีที่แล้ว +95

    কালা মানিক, তোমাকে ও বিচার এর মুখোমুখি হতে হবে, সময় আসবে।

    • @rounaqul2020
      @rounaqul2020 2 ปีที่แล้ว +1

      আন্ধাসোনা আল্লাহ তোমারো বিচার করবে ....

    • @milonroy8724
      @milonroy8724 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @MahbubAlom-ds8ev
      @MahbubAlom-ds8ev 7 วันที่ผ่านมา +1

      বিচার পতি তুমার বিচার করবে জারা আজ জেগেছে এই জনতা

  • @AbdusSalam-iw3em
    @AbdusSalam-iw3em 2 ปีที่แล้ว +7

    আমি ব্যক্তিগতভাবে মনে করি "সাজা-য়ের বিষয়টি ১০০% রাজনৈতিক---!
    বিচারপতি জনাব মানিক স্যারের বক্তব্য পক্ষপাতদুষ্ট ----!

  • @ASIFIQBAL-cv4pm
    @ASIFIQBAL-cv4pm 2 ปีที่แล้ว +4

    I JUST LOVE YOUR TALK SHOW SIR.......you are really jenious.

  • @gowentgone407
    @gowentgone407 2 ปีที่แล้ว +35

    মানিক বিচার বিভাগ এর কলঙ্ক

    • @mamunhossain16
      @mamunhossain16 2 ปีที่แล้ว +1

      মানিক বিচার বিভাগ এর কলঙ্ক।

  • @mdkorimsorkar4925
    @mdkorimsorkar4925 2 ปีที่แล้ว +75

    খালেদ ভাই ওনাকো জনগনের কমেন্ট গুলো পড়তে বলুন।

  • @sabbirahmed9249
    @sabbirahmed9249 2 ปีที่แล้ว +5

    সামশুদ্দিন সিনহার মত একই পথের পথিক।

  • @walidhasanrabbi3197
    @walidhasanrabbi3197 2 ปีที่แล้ว +21

    একজন বিচারপতি যখন আরেকজন প্রধান বিচারপতির প্রতি সম্মান দেখায় না তখন বুঝতে হবে বিচারবিভাগ কত টা ভঙ্গুর।

  • @kmc3661
    @kmc3661 2 ปีที่แล้ว +156

    মানিক সাহেব বিচারক না হয়ে উকিল হলে ভালো করতেন... পক্ষপাতমূলক কথা ভালোই বলতে পারেন।

    • @shorifulislam43bcs
      @shorifulislam43bcs 2 ปีที่แล้ว +2

      উকিল থেকেই বিচারক হয়েছেন

    • @AbdurRahman-gb6bh
      @AbdurRahman-gb6bh 2 ปีที่แล้ว

      @@shorifulislam43bcs m
      Kn

  • @chinabasi8284
    @chinabasi8284 2 ปีที่แล้ว +169

    জাতির বিবেক সুলভ বিচারপতিরাই যদি এমন হয় তাহলে বুঝায় যায় যে সেই দেশ কিভাবে চলে😭

    • @saifur055
      @saifur055 2 ปีที่แล้ว +3

      অভদ্র কালো বিরাল

    • @magicalearth.6317
      @magicalearth.6317 2 ปีที่แล้ว +1

      Government must form the Judge Appointment Commission, Supreme Court Secretariat, Independent Prosecution Service, Voluntary Judicial Magistrate Court.

    • @UCqkdtMiE5ZquD_lF9prae4Q
      @UCqkdtMiE5ZquD_lF9prae4Q 2 ปีที่แล้ว

      👍

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 5 วันที่ผ่านมา

    ধন্যবাদ উপস্থাপক জনাব খালেদ মহিউদ্দিন কে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য।

  • @user-ut4ud4we5w
    @user-ut4ud4we5w หลายเดือนก่อน

    Alhamdulillah. Mr. Khaled you are the gift of Allah to your parents and gift to the nation of Bangladesh..
    Allah give more wise to serve the Bangladesh.
    In fact the Bangladesh is Now suffering from unfit and corrupt Judiciary by both the Justice and lawyers.

  • @kodulau3548
    @kodulau3548 2 ปีที่แล้ว +9

    বিচারপতির বিচারিক ক্ষমতা দেখি পাড়ার অনেক লোকাল নেতার কথা মনে পড়ে গেল। যাদের কোয়ালিটি এই বিচারপতির চেয়ে অনেক ভালো

  • @mrahmanmd
    @mrahmanmd 2 ปีที่แล้ว +137

    খায়রুল হক বিচারপতি থাকা অবস্থায় তার রায় অবসরে গিয়ে পরিবর্তন করেছেন। বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছেন : অবসরে গিয়ে শপথ কালীন রায় পাল্টান ফৌজদ:ারি অপরাধ ! খায়রুল হকের বিচার কবে শুরু হবে !!

  • @user-vd3cs5yh8s
    @user-vd3cs5yh8s 2 ปีที่แล้ว +9

    বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না।

  • @aklimabegum3213
    @aklimabegum3213 ปีที่แล้ว +1

    Love you khled Bhai, good question.

  • @akhtaruzzamanlovelu5914
    @akhtaruzzamanlovelu5914 2 ปีที่แล้ว +65

    একজন বিচারপতি যদি সরকারের নগ্ন দালালী করে তাহলে বিচার ব্যবস্থা কিভাবে সঠিক থাকে ?

  • @user-mi9zs5wo3p
    @user-mi9zs5wo3p 5 วันที่ผ่านมา

    যারা সবসময় সত্য বিষয় গোপন করে, আল্লাহ যেন তাদের ফায়সালা করে দেয় ।

  • @user-tw4jm8hk8c
    @user-tw4jm8hk8c 2 ปีที่แล้ว +4

    বিচারকের বিবেক সম্পূর্ণ নিরপেক্ষ না হলে কত ক্ষতিযে মানুষের হয় তা বর্ণানা করে বলা যাবে না।

  • @freelancermonir
    @freelancermonir 2 ปีที่แล้ว +50

    বিচার বিভাগ সম্পূর্ণ দুর্নীতিগ্রস্থ হয়ে পরেছে। বিচার বিভাগের প্রতি মানুষের মোটেও আর আস্থা নেই।
    4

  • @chinabasi8284
    @chinabasi8284 2 ปีที่แล้ว +135

    প্রথম বক্তা যে নমুনা পেশ করলেন তাতেই জাতির বোঝা শেষ🤣🤣🤣

  • @NurulAlam-ou6dy
    @NurulAlam-ou6dy 2 ปีที่แล้ว +5

    ক্ষমতায় না থাকলে তারা বিচার বিভাগের স্বাধীনতা চান কিন্তু ক্ষমতায় না থাকলে, তারা বিচার বিভাগের স্বাধীনতা চান ।

  • @user-ge6jy9bw8f
    @user-ge6jy9bw8f 3 วันที่ผ่านมา

    খালেদ মহিউদ্দিন ভাই ধন্যবাদ,আপনার সাহসিকতা বিচোখনতার জন্য

  • @habibullajishan4466
    @habibullajishan4466 2 ปีที่แล้ว +50

    স্বীকৃত চোর মানিক
    এমন নিকৃষ্ট একটা মানুষ বিচারপতি হয় কিভাবে বুঝে আসে না!

    • @mdajgorali7944
      @mdajgorali7944 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন

  • @user-cg6ox9yr3u
    @user-cg6ox9yr3u 2 ปีที่แล้ว +4

    প্রহসনের বিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জয়বাংলা

  • @mahabuburrahman223
    @mahabuburrahman223 2 ปีที่แล้ว +4

    অবঃ বিচারপতি মানিক সাহেবের মতো বিচারক বাংলাদেশে বর্তমানে কি আরো আছেন ।

  • @s.mabdulmabud
    @s.mabdulmabud 3 หลายเดือนก่อน +1

    বিচার চাই। বিচার চাই। সকল দূর্নীতি বাজ

  • @mdkamal-zs3eh
    @mdkamal-zs3eh 2 ปีที่แล้ว +22

    সাবেক প্রধান বিচারপতি যদি বিচারে দূর্নীতিবাজ হয়েছে তাহলে আমার প্রশ্ন হলো উনি যখন প্রধান বিচারপতি থাকা অবস্থায় যত রায় উনার হাতে হলো ফাঁসি কার্যকর করা হলো আজীবন জেল হল এসব বিচার তাহলে অবৈধ ? তাহলে এসব লোক গুলির জীবন ফেরত দিতে পারবে সরকার?

    • @md.samachowdhury7283
      @md.samachowdhury7283 2 ปีที่แล้ว

      কথাটা বড় বিবেচনার বিষয়।

    • @kobirajajijurrahman9158
      @kobirajajijurrahman9158 ปีที่แล้ว

      বিচারপতি সিনহাকে যদি অবইদ হয়ে থাকে তাহলে আমি আমার অবিগতা বলতে পারি যে তার দেওয়া সকল রায় বাতিল ব'লে গন্য হবে। বিচারপতি মানিক সাহেব এর কথায় প্রমানিত।

  • @mamunhossain16
    @mamunhossain16 2 ปีที่แล้ว +18

    মানিক বিচার বিভাগ এর কলঙ্ক।

    • @AbdulJalil-qy6nk
      @AbdulJalil-qy6nk ปีที่แล้ว

      কালো মানিক আসলে জারদ সন্তান অশব‍্য

    • @sherinsultnasultna4616
      @sherinsultnasultna4616 2 หลายเดือนก่อน

      সত্য সত্য সত্য

  • @mdasrafulislam6948
    @mdasrafulislam6948 ปีที่แล้ว +6

    আমাদের দেশে কি বিচার বলে কিছু আছে বিচারপতিদের সম্মান দেখাবে,তারা মনে করে সব ক্ষমতা আমাদের, কিন্তু না সকল ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আল্লাহ?

  • @mdkofel5333
    @mdkofel5333 2 ปีที่แล้ว +1

    খালেদ মহিউদ্দিন ভাই কে অসংখ্য ধন্যবাদ জানায়

  • @md.shaokathossain2253
    @md.shaokathossain2253 2 ปีที่แล้ว +45

    খালেদ মহিউদ্দিন খুবই সুন্দর একজন সংবাদকর্মী।
    তার উপস্হাপনা অনেক প্রানবন্ত

  • @adityapiyash4763
    @adityapiyash4763 2 ปีที่แล้ว +6

    দারুণ একটা টকশো উপভোগ করলাম। একজন খালেদ মহিউদ্দিন হতে সাধনা লাগে ❤️

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 5 วันที่ผ่านมา

    তাহলে আগাগোড়া দুর্নীতিবাজ হয়েও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়া যায় যেমনটা বললেন সাবেক বিচারক মানিক সাহেব। তাহলে জানার নিয়োগ দিলেন খুব সুন্দরভাবেই তো নিয়োগ দিয়েছেন দেখে শুনে। ধন্যবাদ সুন্দর নিয়োগ দেওয়ার জন্য।

  • @azadbaksh8244
    @azadbaksh8244 2 ปีที่แล้ว +14

    বিচার পতি দুর্নীতি গ্রস্ত হল তাকে বিদেশ পাঠানো কেন? সরকার ছিল কি ছিল না? দুরে সরিয়ে বিচার কেন?
    আদালতের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও আনবির দেশ ছেড়ে গেল কি করে?

    • @SBappari
      @SBappari 10 หลายเดือนก่อน

      😢 রয়েছে😢😢য়য়😢উউ

  • @ourdemocracy3738
    @ourdemocracy3738 2 ปีที่แล้ว +39

    দেশে বিচার বিভাগ নেই আছে বিচারলীগ।

  • @gardenview2k23
    @gardenview2k23 2 ปีที่แล้ว +60

    "যত বড় হোক না কেন আপরাধ করলে সাজা হবে" কথাটা আমার কাছে সঠিক বলে মনে হয়নি। "হাসিনা সিনহাকে ব্যাবহার করার পর ছুড়ে ফেলে দিয়েছেন" এটা সর্বসম্মত।

  • @kibirhossen7933
    @kibirhossen7933 2 ปีที่แล้ว +1

    স্যালুট প্রিয় খালেদ মহিউদ্দিন ভাই।

  • @mdmasudrana2055
    @mdmasudrana2055 2 ปีที่แล้ว +128

    শামসুদ্দিন সাহেব এর কথা গুলো একগুয়ে ও অগোছালো,মনে হচ্ছে তিনি কিছু একটা লুকাচ্ছেন

    • @mokterhossain1772
      @mokterhossain1772 2 ปีที่แล้ว +1

      Asolei tora 2 takar bichar proti

    • @mokterhossain1772
      @mokterhossain1772 2 ปีที่แล้ว +1

      Toderker ke 2 takar binimoye kena jay

    • @abdurrahmanjami8539
      @abdurrahmanjami8539 2 ปีที่แล้ว

      Right

    • @hadsonlee2536
      @hadsonlee2536 2 ปีที่แล้ว +1

      লুকাচ্ছেন না, কিছু একটা খেয়েছেন 😄😄

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ খালেদ মহিউদ্দিন কে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য।

  • @mdsimulmia4460
    @mdsimulmia4460 5 วันที่ผ่านมา

    জনাব খালিদ মহিউদ্দিন স্যার আপনি সৎ একজন সাহসী সালাম

  • @mohammedkashem2045
    @mohammedkashem2045 2 ปีที่แล้ว +4

    খালেদ মহিউদ্দিন সাহেব কে অনেক ধন্যবাদ ওশুভেচছা। কেননা আপনি সব সময় সতথের পথে কথা বলেন। এই ভাবে আর ও অনুষ্ঠান দেখার আশাকরি। ধন্যবাদ।

  • @centralhearingcarecenter7587
    @centralhearingcarecenter7587 2 ปีที่แล้ว +35

    একজন বিচারক এর কথা শুনে হাসি পায়, বিচার বিভাগের উপর কোন আস্হা নেই

    • @abulkalammohiuddin8519
      @abulkalammohiuddin8519 2 ปีที่แล้ว

      You bloody chore lier not at all a justice rather awami baksali just no academic credentials.

  • @shilanandabhikkhu1244
    @shilanandabhikkhu1244 2 ปีที่แล้ว +2

    সাবেক প্রধান বিচার প্রতি সিংহা যত দিন ব্যবহার করার দরকার ছিল তত দিন তিনি খুবই ভালো বিচার প্রতি ছিলেন, যখন আর ব্যবহার করতে পাচ্ছি না তখন মন্দ হয়ে গেলো।

  • @siddiqurrahmanraju8365
    @siddiqurrahmanraju8365 ปีที่แล้ว +2

    একজন সন্মানিত বিচারপতি কে কোন পরিস্থিতিতে বিকৃত নামে মানুষ ডাকে, এমন প্রশ্ন তাকে করা উচিৎ।

  • @qataftv3661
    @qataftv3661 2 ปีที่แล้ว +5

    বেচে থাকুন খালেদ ভাই।আসাধারণ প্রশ্ন

  • @bivashdhar863
    @bivashdhar863 2 ปีที่แล้ว +8

    মানিক সাহেব একজন সুবিধাবাদী মানুষ।

  • @gobinda493
    @gobinda493 2 ปีที่แล้ว +1

    সত্য কথা এটাই, বিচার বিভাগ স্বাধীন হয় নাই

  • @pakhiakter4216
    @pakhiakter4216 ปีที่แล้ว

    আমাদের দেশের বিচার ব্যবস্থা যে বিতর্কিত , তার জ্বলন্ত উদাহরণ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ।

  • @rashidhridoy2017
    @rashidhridoy2017 2 ปีที่แล้ว +23

    উপস্থাপককে তুমি করে সম্বোধন করার মাঝেই উনার যোগ্যতার প্রমাণ দিয়েছেন, প্রফেশনালিজম এর ছিটেফোঁটা নেই।

    • @waker1981
      @waker1981 2 ปีที่แล้ว

      Yep 👍

  • @aamirhossain581
    @aamirhossain581 2 ปีที่แล้ว +75

    সিনহা বাবু যে রায় গুলো দিয়েছে তার মধ্যে কোন প্রকারের দুর্নীতি হয়েছে তা শুনার অপেক্ষায় আছি। সবই হাস্যকর

  • @jahangirealam13
    @jahangirealam13 8 หลายเดือนก่อน +1

    একিশের বিচার প্রতি

  • @sayedurrahmanbhuiyan7154
    @sayedurrahmanbhuiyan7154 2 ปีที่แล้ว +5

    বিচারপতি মানিক সাহেব একজন রাজনৈতিক মদদ পুষ্ট মানুষ। তিনি খুব স্বাভাবিক ভাবেই রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে সব রায় দিয়েছেন। তিনি আসলে যতটা সততা দেখান সত্যিকার অর্থে তিনি ততটা সৎ নন।

  • @jabedbarka7158
    @jabedbarka7158 2 ปีที่แล้ว +7

    খালেদ মুহিউদ্দিন ভাই আপনার মত যদি বাংলাদেশের সকল সাংবাদিক প্রতিবাদী হতো তাহলে বাংলাদেশে দুর্নীতি অনেক কমে যেতো

  • @hasmatullah5082
    @hasmatullah5082 2 ปีที่แล้ว +22

    বাংলাদেশের ইতিহাসে সিনহা সাহেব একজই প্রধান বিচারপতি যিনি সরকারের অন্যায় কাজের সমালোচনা করেছিলেন।

  • @smsaid3954
    @smsaid3954 2 ปีที่แล้ว

    খালেদ ভাইকে খুব ভালোবাসি তার উপস্থাপন এর জন্য।

  • @user-fi1us9cf4m
    @user-fi1us9cf4m 3 หลายเดือนก่อน

    এক জন দলীয় সাবেক বিচার প্রতির কাছ থেকে সত্য কথা পাওয়া মুশখিল।

  • @bdupdate7235
    @bdupdate7235 2 ปีที่แล้ว +84

    এখন বিচারের রায় আসে গণভবন থেকে, এসব ফরমায়েসী রায় বিচারক পড়ে শোনান।

  • @moinuddin4321
    @moinuddin4321 2 ปีที่แล้ว +53

    Mr.Shamsuddin,we have lost our:
    1) democracy
    2) voting rights
    3) freedom of speech & writings
    4)free & fair election
    Now we have nothing to lose

    • @muhammadshadat3711
      @muhammadshadat3711 2 ปีที่แล้ว +3

      আপনার এই যুক্তিযুক্ত বক্তব্য,
      জনাব কালা মানিক সামসুদ্দিন চৌধুরী সাহেবকে বলে কোনো লাভ নেই,ওনার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাবে।

    • @saifdevdas7656
      @saifdevdas7656 2 ปีที่แล้ว

      Moin Uddin Baghdadi) You have lost nothing. There is no Democracy in Islam. There is no voting rights in Islam. There is no freedom to speak your mind in Islam. Islam is all about submission to Allah and Mohammad.

  • @user-et4ys1pc7l
    @user-et4ys1pc7l 2 ปีที่แล้ว

    জনাব খালেদ সাহেব আপনার কথা ও সটিক প্রশ্নঃ বলার জন্য ধন্যবাদ এবং মাননীয় বিচার প্রতি শামছু উদ্দীন ও জযনাল আবেদীন এডঃ সত্য সঠিক কথা বলছেন কারু কোন দুষারুপ কথা হচ্ছে না বলে সুন্দর আলোচনা হচ্ছে।ভাল মানুষ

  • @drashik
    @drashik 2 ปีที่แล้ว +4

    খালেদ সাহেব, খুব ভালো conduct করেছেন, তারপরও আপনি একটু বেশি intrusive, অন্যদের কে নিরবিচ্ছিন্ন ভাবে বলতে দিলে অনুষ্ঠানটি কম noisy হতো, অনুষ্ঠানের সার্বিক মান আরো ভালো হতে পারতো...

  • @tayubali5150
    @tayubali5150 2 ปีที่แล้ว +23

    বিচারপতি শমসুদ্দিন মানিকে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। মহিউদ্দিন ভাই আপনাকে সেলুট। আপনার কথার মাইর কাকে বলে।

  • @mohammaddelowar1119
    @mohammaddelowar1119 2 ปีที่แล้ว +6

    খুবই সুন্দর অসাধারণ ভালো 3 জন ব্যক্তি।
    আপনাদের কথা গবেষণা তর্ক মতামত দিক নির্দেশনা বৈধ অবৈধ অনেক কিছু জানতে পারলাম।
    ধন্যবাদ সকল কে

  • @moridulalambabul9469
    @moridulalambabul9469 2 ปีที่แล้ว +1

    বিচারপতি শামসুদ্দিন মানিকের বিচার হওয়া উচিৎ

  • @MuhammadZ_Iqbal
    @MuhammadZ_Iqbal 3 หลายเดือนก่อน +1

    Bangladesh must need a leader, prime Minister from general family; people will get better opportunities; justice should considerate

  • @zamilahmed7391
    @zamilahmed7391 2 ปีที่แล้ว +20

    দালাল মানিক

  • @Familyshoe01
    @Familyshoe01 2 ปีที่แล้ว +81

    মানিক একজন কথিত লোক, তিনি আওয়ামিলীগ একজন নিবেদিত অনুগত লোক।তার থেকে ভাল কিছু আশা করা যায় না।

    • @amirh0ssain920
      @amirh0ssain920 2 ปีที่แล้ว

      সালারা সত্য কথা বললে আওয়ামীলীগ হয়েযায়

    • @vuvubygubi1049
      @vuvubygubi1049 2 ปีที่แล้ว

      মানিক কোন লোকে তুমি বলবেন কেন