তোকে ছোটো বেলা থেকে দেখে আসছি, তুই কখনো কোনোদিন কান্না করস নাই, আজ প্রথম দেখলাম তুই কথা গুলি বলার সময় কান্না করছিস! তোর বড় ভাই হিসেবে আমার অনেক খারাপ লাগতেছে। হয়তো বড় ভাই হিসেবে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারি নাই। যার কারণে আজ তোর চোখের পানি দেখতে হইছে। তোকে আমি বোন হিসেবে পেয়ে আমি গর্ব করি, তোর মত ভালো এবং সৎ মেয়ে এখনকার যুগে খুব কম হয়। যে তোর মর্ম বুজেনাই, তোর সঠিক সন্মান করতে পারে নাই, কিন্তু আল্লাহ্ উত্তম ফয়সালাকারী । আল্লাহ তাআলা চাইলে যতটা কষ্ট পাইছস .তার চেয়ে অনেক বেশি সুখী হবি। তোর জন্য অনেক দোয়া রইলো। ( আদরের ছোট বোন)
আপনি অনেক ভাগ্যবতী আপনার পরিবার আপনার সাথে আছে। জীবনে কঠিন সময় সবারই আসে, খুব কম মানুষ পারে ঘুরে দাড়াতে। আপনি তাদের মধ্যে একজন। সবার কষ্ট এক না, কারণ সবার জীবন এক না। আপনার কষ্ট, আপনার বেদনা, আপনার অভিজ্ঞতা, আপনার সংগ্রাম, সব আপনার, তাই কখনই নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। সৃষ্টিকর্তা আপনার থেকে যদি কিছু নিয়ে যায়, তার বদলে আরো ভাল কিছু দিবে আপনাকে। অতীতে কষ্ট পেয়েছেন একজন মানুষ আর তার এক পরিবার থেকে। সৃষ্টিকর্তা সেখান থেকে আপনাকে বের করে এখন লক্ষ মানুষের সম্মান, ভালবাসা, শুভ কামনা দিয়েছেন। কখনই হতাশ হবেন না। আপনার মেয়েকে লেখাপড়া শিখাবেন, স্বনির্ভর হওয়া শিখাবেন আপনার মত। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল।
এটা শুনার পর আমার মুখের ভাষাটা হারিয়ে ফেলেছি।ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।আপনি এবং বাবুর জন্য কোটি কোটি দোয়া ও ভালোবাসা।আপনি ধৈর্য দরুন প্লিজ। যারা বুজার তারা বুজে নিবে আপনার কথাগুলোর মাধ্যমে।
আপু আপনার ভিডিও আমি সব সময় দেখি বাট আপনাকে আমি সাপোর্ট করি নাই বাট আজ করলাম আর কমেন্ট করলাম আপু দোয়া করি বাকি জীবন টা আপনার মেয়েকে নিয়ে সুন্দর কাটুক।আমারও একটা মেয়ে সেও আমার জীবনের বেচে থাকার একমাত্র অবল্বন
সত্যি আপনার কথাগুলো শুনে চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী......... আল্লাহ নিশ্চই আপনার জন্য ভালো কিছু রাখছে... আপনার জন্য অনেক অনেক অনেক বেশি দোয়া রইলো বোন.....❤❤❤
❤️❤️❤️ তোমার কথাগুলো শোনার পরে আমার আর কোন কিছু লেখার ভাষা নাই, আজ তোমার আমি এক খালামণি হয়ে গেলাম, তোমার ব্লগ আমি অনেক আগে থেকেই দেখি সাবস্ক্রাইব করেিছ অনেক অনেক আগে, কিন্তু কখনো কমেন্ট করা হয়নি। ভালো থাকো তুমি, তোমার সন্তানের একটি আদর্শ মা হয়ে এর চেয়ে আর বড় কিছু হতেই পারে না। তোমারও তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, ❤️❤️❤️
তুমিই তো তোমার সান্ত্বনা রে বোন।। আল্লাহ তোমার জন্য সব কিছু অনেক সহজ করে দিক,, না পূরণ হওয়া স্বপ্ন গুলো আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করে দিক। আমীন ❤
আপু তোমার ভিডিও দেখি সব সময় , কিন্তুু কল্পনাও করিনি তোমার জীবনের পিছনে এতো কষ্ট, তার পর ও তোমার হাসি খুশি মুখটা দেখে ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে তোমার সাথে, দোয়া আর ভালবাসা রইলো তোমাদের মা মেয়ের জন্য, ❤❤❤
অবশ্যই আপু আমরা আপনার বোন,, তাই কাছে থাকি আর না থাকি সুখে দুঃখ আমাদের মনে করবেন,, আমার অনেক গুলো বোন আছে,, জীবনে কোনো কষ্ট নেই,, আর মামনির জীবন পরিপূর্ণ হয়ে ভরে উঠুক উঠুক,, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন,, আল্লাহ আপনার জন্য নিচ্চয় কল্যান কিছু ভেবেছেন তাই আপনার জীবন থেকে কিছু কেরে নিয়ে আবার তার মতো করে দিবে ইনশাআল্লাহ,, ❤ অনেক অনেক ভালোবাসা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের বেশি করে ভিডিও দিবেন ইনশাআল্লাহ,, ❤❤😊
বোন তোমাকে কাছে পেয়েও হারালো সত্যি আমার আফসোস লাগে, ওরা মনুষ্যত্বহীন মানুষ ছিলো এর জন্য তোমায় চিনতে পারলোনা😥আল্লাহ যেন তোমরা মা মেয়ে কে খুব খুব সুখী করেন❤❤
আল্লাহ যা করে ভালোর জন্যেই করে , ঊনি হয়তো চায় নাই , আর এতকিছু শুনার পর আসলেই খুব দুঃখ লাগলো আমি এটা ভাবি নাই এমন কিছু যাই হোক আল্লাহ ভরসা আপু টেনশন করিয়েন না কষ্ট পাবেন না আপনি আপনার মত আপনার ছোট্ট পরিটাকে নিয়ে আপনার সপ্নের দিকে একটু একটু করে অগ্রসর হোন জীবন অনেক নাটকীয় কখন কি মোড় নেয় বা কি থেকে কি হয়ে যায় বোঝা যায় না এটাই জীবন পু মানিয়ে নিয়ে সামনে আগান দোয়া রইলো সবসময় সুস্থ ও মানসিক ভাবে অনেক ভালো থাকেন ❤❤❤❤
ছোট বোন তোমাকে আর বেবিকে আল্লাহ পাক সব সময় ভালো রাখুক এই দোয়া করি। খারাপ কিছু কখনোই মনের মাঝে রাখতে নেই, আলহামদুলিল্লাহ বেবিকে নিয়ে ভালো তো আছ এটাই অনেক।
Didi আল্লাহ তাআলা হলো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন তিনি নিশ্চয় আপনার জন্য ভালো কিছু রাখছেন চিন্তা করবেন না।আপনার সাথে আমরা সবাই আছি Love from India Didi.❤❤❤❤❤
আসসালামুয়ালাইকুম আপু, আপনার কথাগুলো শোনার পরে এত কান্না এত কান্না পাচ্ছিল আসলে কি বলবো বুঝাতে পারছি না ।দুনিয়াটা কেন এমন হয়ে গেল? ডিভোর্সের সংখ্যা কেন বেড়ে গেল জানিনা। আপনার কথাগুলো শোনার পর থেকে ভাষা হারিয়ে ফেলেছি ।কি যে বলবো বুঝে উঠতে পারছিলাম না ।উনি যে আপনাকে কষ্ট দিয়ে বুঝতে পেরেছে এটাই আপনার কাছে অনেক বেশি ।আল্লাহ যেন আপনাকে আর কষ্টে না রাখে ।মানসিক শান্তি এবং ধৈর্য ধারণ করার চেষ্টা যেন দেয় আপনাকে ।জানি যদিও কষ্ট হবে কিন্তু আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি দোয়া রইল।আপনার মত যারা এরকম ভোগান্তিতে আছে তাদের সবার জন্য দোয়া চাইবো। সিঙ্গেল মাদার হয়ে আপনি এতটা কষ্ট করেছেন? আল্লাহ যেন আর কাউকে এমন কষ্টে না রাখে। আপনার বেবির জন্য অনেক বেশি আদর এবং ভালোবাসা রইলো। এগিয়ে যান আপু সফল একদিন ইনশাআল্লাহ হবে সবার থেকে বেশি। আপনার ভিডিও আমি সব সময় দেখে এসেছি কখনো ইমোশনাল হতে দেখিনি। আজ আপনাকে ইমোশনাল দেখে খুব খারাপ লাগছিল। আপনার ইমোশনালে আমিও ইমোশনাল হয়ে গেলাম। তবে বললেন না? আপনি আপনার বাচ্চার কাছে এবং সবার কাছে স্ট্রং এই স্ট্রং টাই আপনাকে অনেক দূর এগোতে সাহায্য করবে ইনশাল্লাহ ।সব সময় এভাবে স্ট্রং থাকবেন আপু দোয়া রইলো।
আপু গো আপনার ভিডিও দেখতাম কিন্তু কমেন্ট করা হয়নি কখনো আজকে আপনার কথা শুনে অনেক কান্না করলাম আর আপনার কষ্ট অনুভব করতে পারছি কারন আমার জীবন ও এরকম ভয়ংকর এক দিন এসে ছিল আমার সোনার সংসারটা দুই টুকরো করতে চাইছিল কিন্তু পারেনি আমার হাজব্যান্ড বুঝতে পারছে সবকিছু আলহামদুলিল্লাহ তাদের মুখে চুনকালি মেখে দিছে আমার হাজব্যান্ড এখন জলতেছে পারে নাই । আপনার জন্য দুয়া করি আপু আল্লাহ আপনাকে ভালো রাখুক 😢
আপু আল্লাহ যেটা দিয়ে আবার নিয়ে নে সেটা আল্লাহ ভালোর জন্য করে। যেটা চলে গেছে ওইটা আপনার জন্য কিংবা আপনার মেয়ের জন্য কোনদিন ভালো হত না আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ ❤❤❤❤
আপু আপনার ভিডিও, আমি অনেক দিন থেকে দেখি, কিন্তু কোন দিন কমেন্ট করি নাই।আজকে আপনার জিবনের কথা গুলো শোনার পরে কান্না করছি।আল্লাহর কাছে বলছি আপাকে ধৈর্য দেন,ভালো রাখেন।মানুষের জিবনে এত কষ্ট দিও না।
শুরু থেকে ছিলাম but আপু কোনো সময় এত বেশি কমেন্ট করা হয় নাই।।তোমার কষ্ট টা আমি অনুভব করতে পারছি😢 যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ❤❤ আল্লাহ উপর ভরসা রাখো সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ😊
আপু ভিডিও টা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না আর তোমার যে কতটা কষ্ট হচ্ছে তা ফিল করতে পারছিলাম এত আদরের একটা মেয়ের সাথে এমন আচরন করছে একদিন সবাই বুঝবে বা এখন বুঝতে পেরেছে কিন্তু আর সময় নেই চিন্তা করোনা আপু তোমার জন্য ভালো কিছু আল্লাহ লিখে রেখেছেন তোমার জন্য তোমার কিউট মেয়েটার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ❤❤❤
আপু তোমার ভিডিও শুরু থেকেই দেখি।আজ কমেন্ট করলাম।।কান্না করে দিলাম আপু,, দোয়া রইলো মেয়ের জন্য।। আমার ও তোমার মেয়ের বয়সি মেয়ে আছে, আমার অনেক কিছু সাফার করতে হযেছে,,, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি❤❤❤
তোমার ভিডিও সব সময়ই দেখি কোন দিন কমেন্ট করিনি আজকে না লিখে থাকতে পারলাম না তোমার কথা গুলো খুবই ভালো লাগে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে এত কস্ট মনের ভিতর লুকিয়ে যেভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখেছ তোমার এই ভিডিওটা দেখে মনের ভেতরটা কেমন যেনো করে উঠলো পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাহায্য চাও তিনি ইনশাআল্লাহ উত্তম প্রতিদান কারি দোয়া রইল তোমার এবং তোমার মেয়ের জন্য ভালো থেক ❤❤❤
আপু তুমি ভেঙ্গে পড় না। আমরা তোমার পাশেই আছি। এইরকম মানুষের পাশে না থাকাই ভালো আপনি একা একা অনেক ভালো থাকবেন দোয়া করি। এইরকম অনেক শাশুড়ি ননদের কারণে সাজানো সংসার শেষ হয়ে যায়। দোয়া করি মেয়েকে নিয়ে অনেক ভালো থাকো।❤❤❤
আপু তোমার কথাগুলো শুনে কি আর বলবো বলার ভাষা নেই যা করে আল্লাহ ভালোর জন্যই করে ইনশাআল্লাহ সামনে তোমার ভালো কিছুই হবে আল্লাহ তোমার সাথে ওর জোড়া রাখে নাই তুমি কোন চিন্তা করবা না তোমাকে আল্লাহ একটা জান্নাত পাখি দিয়েছে তুমি জান্নাত পাখিকে নিয়ে সামনে এগিয়ে যাও আল্লাহ তোমার কপালে ভালো কিছুই রেখেছে তোমার মা-বাবার দোয়া আছে ইনশাল্লাহ তুমি আরো হ্যাপি থাকবা এখন যেভাবেই হাসি খুশি আছো সেভাবেই থাকো ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাও তুমি আরো অনেক কিছু করতে পারবা দোয়া ও ভালোবাসা রইলো আপু সত্যি বিশেষ করে মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া ও তোমার মেয়ের জন্য কোনদিন যদি এরকম হয় আমি ইনশাআল্লাহ তোমাকে সামনে পেলে তোমাকে আমার বুকে জড়িয়ে তোমাকে মন খুলে আমি কান্না করব আপু সত্যিই আপু তোমার কথা শুনে বলার আর ভাষা নেই ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে😢😢😢😢 সত্যিই আপু ও একদিন হলেও প্রস্তাবে তোমার মত মেয়ের জন্য আর তোমার বাচ্চার জন্য কারণ তুমি আসলেই একটা বেস্ট বেস্ট মা শুধু বেস্ট মা না তুমি আমাদের জন্য অনেক অনেক একটা বেস্ট আপু
আপু তুমি অনেক ছোট আমার না বোঝে অনেক কথা বলেছিলাম মাফ করে দিও। তুমি ভালো থেকো তোমার আর তোমার মেয়ে জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। নামায পড় আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাও ভালো কিছু অবশ্যই তোমার জন্য আছে। অন্য কথা কান দিও না ।
আমি এতদিন মনে করতাম তোমার সামী ভিডিও তে আসতে লজ্জা পায় কিন্তু কোনদিন ভাবি নাই তোমার ডিভোর্স হয়ে গেছে। তোমার জীবনের গল্প শুনে ইমোশনাল হয়ে গেছি।এতদিন বুঝতে পারি নাই তোমার মনে এত কষ্ট। কালকে রাতে এই ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি তাই আজ ভালো করে শুনলাম😢তোমার জন্য আর তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো
@@fatematujjohora1266কান্না কেন করতেস তুমি 😢😢❤❤ তোমার মতো মেয়ে পাউয়া ভাগ্যের বিষয় তুমি একদম কান্না করবে না ❤❤ তোমার জন্য আর তোমার মেয়ের জন্য অনেক দোয়া করি আল্লাহ তায়ালা তোমাকে আর তোতোমার মেয়ে কে অনেক ভালো রাকুক আমিন জীবনে অনেক সফলতা লাভ কর আমিন ❤❤ আর সুন যে তোমাকে সন্মান দিবে না দায়িত্ব নিবে না ভালো রাখার তার কাছে না থেকে নিজের মতো ভালো আস এটা দেখে আমার খুব ভালো লাগসে কারণ যে তোমার মতো এতো ভালো মেয়েকে ভালো রাখতে পারে না সে কখনোই অন্য কাউকে সন্মান করতে পারবে না ❤❤ জাই হোক সোনা আপিয়া কষ্ট পাবে না আর একদম কান্না করবে না ❤❤ কার কেমন লাগে আমি জানি না কিন্তু তোমাকে আমার মারাত্নক ভালো লাগে ❤❤ তোমার কথা গুলা শুনলে যে এতো মজা পাই Ma Shaa Allah দোয়া করি সারা জীবন ভালো থাক আল্লাহ তায়ালা রহমতে❤❤❤❤❤❤
আপু আপনার কষ্টের কথা শুনে অনেক কষ্ট লাগছে আমার চোখে পানি চলে এসেছে আপু আমি দোয়া করি আপু আপনি অনেক সুন্দর ভাবে মেয়েকে মানুষ করতে পারেন।আর আপনার শুশর বাড়ীর মানুষের যেন আপছোস করে।
আসলে আপু পুরুষ কিসে আটকায় আমার জানা নেয় তবে আপনি এত সুন্দর হওয়া সত্য ও ছেড়ে গেছে আল্লা তাক আপু আপনার সাথে আল্লাহ আছে আমরা সবাই আছি এগিয়ে যান মন থেকে দোয়া করি আপনার জন্য
আমি সব সময় দেখি৷ তোমার কথা গুলো শুনে সত্যি আমার অনেক কষ্ট লাগলো। দোয়া করি তুমি সামনের দিকে এগিয়ে যাও।একটা কথা মনে রাখবে দেয়ালে পিঠ ঠেকে গেলে গুরে দাড়াতে সময় লাগে না।
আমি তোমার ব্লগ সব সময়ই দেখতাম ।মাঝখানে যখন তোমার ব্লগ দিতে না তখন আমি মনে করেছিলাম যে তোমার মনে হয় baby হবে যার জন্য ব্লগ দাও নি।যাক যে চলে যাবার সে যত তাড়াতাড়ি সরে যাবে ততই ভাল। আল্লাহ পাক যা করেছেন সেটাই উত্তম বলে মানতে হবে।সামনে এগিয়ে যাও দোয়া রইলো।
শোনো বোন তোমায় একটা কথা বলি মহান আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আল্লাহর কাছে দোয়া করি তোমায় যেন অনেক সুখ ও শান্তির রাখে যে ধৈর্য ধারণ করে আল্লাহ তার সঙ্গে থাকে❤ জীবনের কষ্ট গুলো দুনিয়ার পরীক্ষা এই পরীক্ষায় যে উত্তম হতে পারবে তার জন্য আখেরাতে আছে মহাপুরস্কার❤ সব সময় আল্লাহর উপর ভরসা রেখো অন্ধকার রাস্তায় ও আলো দেখতে পাবে
আপু তুমি তোমার মেয়ে দুজনেই অনেক অনেক ভালো থাকো এই দোয়া করি। আপু অতীতের কোন কিছু মনে রেখনা।এখন থেকে তোমার লক্ষ্য থাকবে সামনের দিকে আগানোর। মনে রেখো আপু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ❤❤❤❤❤তোমার জন্য আমার অনেক অনেক অনেক ভালোবাসা রইলো আপু
আমার জীবনের সাথে মিলে গেছে,,এই কষ্ট গুলো কাউকে বলেও দূর করা যায় না।শুধু চোখের পানি আসে। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে এমন একজন কে পেয়েছি,আগের সব দুঃখ ভুলে গেছি। আল্লাহ যেন আপনার দুঃখ ভুলে উত্তম জীবনসঙ্গী দান করেন।মা- মেয়ে ভাল থাকুন।
আপু তুমি যখন করনার সময় ভিডিও করতা তখন থেকেই আমি তোমার ভিডিও দেখতাম। মাঝে কিছু দিন দেখিনি। খারাপ লাগলো শুনে আর দোয়া করি আল্লাহ পাক তোমাকে আর তোমার মেয়ে কে ভালো রাখুন ❤❤
তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যাতে তোমাকে সব সময় অনেক সুখে রাখে।মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর এবং উচ্চ শিক্ষিত একজন মেয়ে।বেশ ভালো ইনকাম ও করছ।তাছাড়া বয়স এখনো অনেক কম।পুরো জীবন টা তোমার সামনে পরে আছে।তাই বলছি কি।একটা ভালো ছেলে দেখে আবার নতুন করে সংসার করো।এভাবে একা থাকাটা অনেক কস্টের। ইনশাআল্লাহ, এবার তুমি অনেক সুখী হবে।আগের পরিবার তোমার যোগ্য ছিলোনা।তাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।সব সময় ভালো থেকো এই দোয়া করি।
আপনার কথাগুলো শুনে অজান্তেই আমার চোখে পানি আইসা পরছে। আমি আপনার থেকে ছোট আপু তারপর ও আমার নিজস্ব জ্ঞান থেকে বলছি আপনি খুব ভালো মনের মানুষ। তবে আপনাকে যে কষ্ট দিছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আর আপনার উপর আল্লাহর রহমত নাযিল করুক আপনার আর আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি৷।। আপনার প্রতি এ ছোট বোনের অনেক ভালোবাসা রইল ❤❤❤
আসসালামু আলাইকুম আপু তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইলো যাতে তোমরা সারা জীবন ভালো থাকতে পারো এবং সুস্থ থাকতে পারো। ❤❤❤
কথাগুলো শুনে অনেক কষ্ট হলো কি বলবো আজ ৬ বছর হলো দুই ছেলে মেয়ে নিয়ে দুংখ কষ্ট ভালোমন্দ নিয়ে দিন কাটাচ্ছি,, আর যেই মানুষটা সারাজীবন থাকবে বলে হাত ধরেছিলো সে আমাদের ভুলে নতুন মানুষ নিয়ে সুখে আছে,,আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে আল্লাহ ভালো রাখছে,,, ভাবি এর চেয়ে ও তো কত মানুষ কষ্টে আছে, এটা ভেবেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে
কী বলবো জানানি আপু মুখের ভাষা হারিয়ে ফেলেছি। 😢দোয়া করি ভালো থাকেন। আপনার পতিটা কথা কলিজায় লগছে আপু। আমি কান্না করে দিছি। জারা এমন সোনার টুকরো মেয়েকে বাবার আদর থেকে দূরে করল আললহ বিচার করবে🥺🥺🥺🥺
ছোট বোন তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার ভিডিও আমি সব সময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আজকে কিন্তু কমেন্ট না করে পারলাম না। তোমার ভিডিও যতক্ষণ দেখছি মনের অজান্তে চোখে পানি এসে পড়েছে। বলার ভাষা নেই শুধু দোয়া করি মেয়েকে নিয়ে ভালো থাকো।
আপু Close করে দেওয়ার জন্য ধন্যবাদ,,, তোমার জন্য এবং মামনির জন্য সব সময় দোয়া ও ভালোবাসা রইলো,,,আমি অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি তুমি যখন শ্বশুর বাড়ি যাইতে তখন থেকে আজ সব শুনে চেষ্টা করব প্রতিদিন তোমার ভিডিও দেখার জন্য,, আর তোমার মেয়েকে তুমি খুব ভালো ভাবেআগলে রাখবা কখনো বাবার অভাব বুঝতে দেবে না ❤❤❤আমিও বরিশালের মেয়ে
আসসালামু আলাইকুম আপু। কেমন আছো। আশা করি তুমি সবসময় ভালো থাকবা। তুমি ত একজন মা আর মায়েরা কখনো ভেংগে পড়ে না। তুমি পৃথিবীর শেষট মা আমি তোমাকে সেলট করি। আমি সবসময় তোমার ভিডিও দেখি এত বিনোদন দাও কথা আর কাজ দিয়ে কিন্তু তোমার জীবনের কথাগুলো এত কষ্টময় তা আমার মতে কেউই হয়ত জানত না। আমি ও একজন মা আমি বুঝি সংসার এর মানুষ কেমন।। তুমি বিসশাস করবা কিনা জানিনা আমার চোখ দিয়ে অঝরে পানি পরতাছে। কি করে সম্ভব এমন বউ বাচ্চা থাকা সময় ডিবরস দিয়ে দিতে। দুনিয়া উলটে গেলেও ত এমনটি করা উচিত ছিল না। যাক আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সহায় যা করেন ভালোর জন্য ই করেন।। তোমার জন্য অনেক অনেক ভালবাসা রইল।।
কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো আপু। এমন মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। সবার আগে দরকার মানসিক শান্তি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।৷ আপনার এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤।
আপু আপনি অনেক ভালো মেয়ে আর ভালো একটা মনের মানুষ আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুক এই দোয়া করি। যে অপনার কখনোই যোগ্য ছিলোনা তার কথা ভেবে কষ্ট পাবেন না। ইনশাআল্লাহ অপনি অনেক ভালো থাকবেন আপু। আপনাকে অনেক ভালো লাগে অপু ভালো থাকবেন
Ki bolbo...bolar vasa nai....chokhe pani aslo....jar kosto sei bujhe...Allah valo koruk apnar....apnar babu ta onk cute....mashallah.... Pura vedio dekhe comment korlam...tobe apu Allah ja koren obossoi valor jonnoi kore...doa kori manuser moto manus hok.....
অনেক অনেক কেদেঁছি আপু আপনার কথা শুনে আর তিনটা কমেন্ট করেছি না পেরে যাক একটা বাচ্চা আছে মাশাআল্লাহ একটা ভবিৎষ্যত আছে আপু চিন্তা করবেন না অনেকের তো তা ও নাই আপু কি লিখবো হাত কাঁপছে ৷
তুমি আমার ছোট বোনের মতো তোমার ভিডিও দেখে আমি যে কতো খন কান্না করিছ তা বুঝাই পারবো যে কতো খানি কস্ট তোমার মনে তার পরো এতো সুন্দর করে কথা গুলো গুছিয়ে বলছো মনে এতো চাপা কস্ট নিয়ে আমাদের দেশি হিসাবে তুমি গরর্বিত মা ধন্যবাদ সামনে আল্লাহ্ তোমার আর মেয়ের জন্য ভালো কিছু রাকছে ইনশাআল্লাহ ❤
মা হিসেবে। তুমি জয়ী। অন্য কে কি বলছে।কান দিবা না। আমাদের সমাজে হাজারো মেয়ে আছে। জীবন যুদ্ধ করছে। ভালো থাকবেন। তোমার মেয়েটি ভালো থাকুক। দোয়া রইলো।❤❤
Sister , I felt the hurt and trauma in your voice - don’t lose hope ! Allah has better plans for you and your daughter in future so remember the verses from Al -Quran ~ “After every hardship there will be ease “ .❤❤
তোকে ছোটো বেলা থেকে দেখে আসছি, তুই কখনো কোনোদিন কান্না করস নাই, আজ প্রথম দেখলাম তুই কথা গুলি বলার সময় কান্না করছিস! তোর বড় ভাই হিসেবে আমার অনেক খারাপ লাগতেছে। হয়তো বড় ভাই হিসেবে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারি নাই। যার কারণে আজ তোর চোখের পানি দেখতে হইছে। তোকে আমি বোন হিসেবে পেয়ে আমি গর্ব করি, তোর মত ভালো এবং সৎ মেয়ে এখনকার যুগে খুব কম হয়। যে তোর মর্ম বুজেনাই, তোর সঠিক সন্মান করতে পারে নাই, কিন্তু আল্লাহ্ উত্তম ফয়সালাকারী । আল্লাহ তাআলা চাইলে যতটা কষ্ট পাইছস .তার চেয়ে অনেক বেশি সুখী হবি। তোর জন্য অনেক দোয়া রইলো। ( আদরের ছোট বোন)
অঝোরে কান্না করছি মনে হয় আামার কোন বোন,,,দোয়া করি আরিশা কে সুখে থাকুক,,,
আপনাদের ভাই বোনের সম্পর্ক অনেক ভালো অনেক সুন্দর ভাইয়া ❤❤
আপনার কথা গুলো পরে আমার কান্না চলে আসছে😢
Inshaallah🤲🤲
😢😢😢
আপনি অনেক ভাগ্যবতী আপনার পরিবার আপনার সাথে আছে। জীবনে কঠিন সময় সবারই আসে, খুব কম মানুষ পারে ঘুরে দাড়াতে। আপনি তাদের মধ্যে একজন। সবার কষ্ট এক না, কারণ সবার জীবন এক না। আপনার কষ্ট, আপনার বেদনা, আপনার অভিজ্ঞতা, আপনার সংগ্রাম, সব আপনার, তাই কখনই নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। সৃষ্টিকর্তা আপনার থেকে যদি কিছু নিয়ে যায়, তার বদলে আরো ভাল কিছু দিবে আপনাকে। অতীতে কষ্ট পেয়েছেন একজন মানুষ আর তার এক পরিবার থেকে। সৃষ্টিকর্তা সেখান থেকে আপনাকে বের করে এখন লক্ষ মানুষের সম্মান, ভালবাসা, শুভ কামনা দিয়েছেন। কখনই হতাশ হবেন না। আপনার মেয়েকে লেখাপড়া শিখাবেন, স্বনির্ভর হওয়া শিখাবেন আপনার মত। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু। এত্তো ভালোবেসে মন্তব্য করার জন্য। অবিরাম ভালোবাসা❤️
এটা শুনার পর আমার মুখের ভাষাটা হারিয়ে ফেলেছি।ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।আপনি এবং বাবুর জন্য কোটি কোটি দোয়া ও ভালোবাসা।আপনি ধৈর্য দরুন প্লিজ। যারা বুজার তারা বুজে নিবে আপনার কথাগুলোর মাধ্যমে।
Amin summamin Yaa rabbuol alamin
আপু আপনার ভিডিও আমি সব সময় দেখি বাট আপনাকে আমি সাপোর্ট করি নাই বাট আজ করলাম আর কমেন্ট করলাম আপু দোয়া করি বাকি জীবন টা আপনার মেয়েকে নিয়ে সুন্দর কাটুক।আমারও একটা মেয়ে সেও আমার জীবনের বেচে থাকার একমাত্র অবল্বন
আল্লাহ উত্তম পরিকল্পনা কারি।
এতো সুন্দর মানুষের মনের মধ্যে
এতোটা কষ্ট লুকিয়ে আছে।
দোয়া করি ভালো থাকেন।
সত্যি আপনার কথাগুলো শুনে চোখ দিয়ে পানি চলে আসছে
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী.........
আল্লাহ নিশ্চই আপনার জন্য ভালো কিছু রাখছে...
আপনার জন্য অনেক অনেক অনেক বেশি দোয়া রইলো বোন.....❤❤❤
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী 😊
Yes 👍 100 💯 right 👍
👍👍
❤️❤️❤️ তোমার কথাগুলো শোনার পরে আমার আর কোন কিছু লেখার ভাষা নাই, আজ তোমার আমি এক খালামণি হয়ে গেলাম, তোমার ব্লগ আমি অনেক আগে থেকেই দেখি সাবস্ক্রাইব করেিছ অনেক অনেক আগে, কিন্তু কখনো কমেন্ট করা হয়নি। ভালো থাকো তুমি, তোমার সন্তানের একটি আদর্শ মা হয়ে এর চেয়ে আর বড় কিছু হতেই পারে না। তোমারও তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, ❤️❤️❤️
তুমিই তো তোমার সান্ত্বনা রে বোন।।
আল্লাহ তোমার জন্য সব কিছু অনেক সহজ করে দিক,, না পূরণ হওয়া স্বপ্ন গুলো আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করে দিক। আমীন ❤
সুম্মা আমিন
আপু,তুমিখুব,বালো,গো
এতো সুন্দর একটা মুখের পিছনে কতো হৃদয়বিদারক গল্প 😢
আপু তোমার ভিডিও দেখি সব সময় , কিন্তুু কল্পনাও করিনি তোমার জীবনের পিছনে এতো কষ্ট, তার পর ও তোমার হাসি খুশি মুখটা দেখে ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে তোমার সাথে, দোয়া আর ভালবাসা রইলো তোমাদের মা মেয়ের জন্য, ❤❤❤
এগিয়ে জাও সামনের দিকে,,,,,পর্দা করতে শিখে নিও,,,জীবন আরও পাল্টে জাবে
নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারি।ইনশাল্লাহ আল্লাহ তোমার মঙ্গল করুন। তোমার আর তোমার মেয়ের জন্য দোয়া রইল। ❤❤❤❤
অবশ্যই আপু আমরা আপনার বোন,, তাই কাছে থাকি আর না থাকি সুখে দুঃখ আমাদের মনে করবেন,, আমার অনেক গুলো বোন আছে,, জীবনে কোনো কষ্ট নেই,, আর মামনির জীবন পরিপূর্ণ হয়ে ভরে উঠুক উঠুক,, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন,, আল্লাহ আপনার জন্য নিচ্চয় কল্যান কিছু ভেবেছেন তাই আপনার জীবন থেকে কিছু কেরে নিয়ে আবার তার মতো করে দিবে ইনশাআল্লাহ,, ❤ অনেক অনেক ভালোবাসা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের বেশি করে ভিডিও দিবেন ইনশাআল্লাহ,, ❤❤😊
বোন তোমাকে কাছে পেয়েও হারালো সত্যি আমার আফসোস লাগে, ওরা মনুষ্যত্বহীন মানুষ ছিলো এর জন্য তোমায় চিনতে পারলোনা😥আল্লাহ যেন তোমরা মা মেয়ে কে খুব খুব সুখী করেন❤❤
কথা গুলো শুনে কান্না করে দিলাম,,আল্লাহ তোমায় সুখী করুক 😢
আল্লাহ যা করে ভালোর জন্যেই করে , ঊনি হয়তো চায় নাই , আর এতকিছু শুনার পর আসলেই খুব দুঃখ লাগলো আমি এটা ভাবি নাই এমন কিছু যাই হোক আল্লাহ ভরসা আপু টেনশন করিয়েন না কষ্ট পাবেন না আপনি আপনার মত আপনার ছোট্ট পরিটাকে নিয়ে আপনার সপ্নের দিকে একটু একটু করে অগ্রসর হোন জীবন অনেক নাটকীয় কখন কি মোড় নেয় বা কি থেকে কি হয়ে যায় বোঝা যায় না এটাই জীবন পু মানিয়ে নিয়ে সামনে আগান দোয়া রইলো সবসময় সুস্থ ও মানসিক ভাবে অনেক ভালো থাকেন ❤❤❤❤
ছোট বোন তোমাকে আর বেবিকে আল্লাহ পাক সব সময় ভালো রাখুক এই দোয়া করি। খারাপ কিছু কখনোই মনের মাঝে রাখতে নেই, আলহামদুলিল্লাহ বেবিকে নিয়ে ভালো তো আছ এটাই অনেক।
❤️
Didi আল্লাহ তাআলা হলো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন তিনি নিশ্চয় আপনার জন্য ভালো কিছু রাখছেন চিন্তা করবেন না।আপনার সাথে আমরা সবাই আছি Love from India Didi.❤❤❤❤❤
আপনার কথাগুলো শুনে চোখে পানি চলে আসলো। আল্লাহ আপনার ভালো করুন।
আপু আল্লাহর উপর ভরসা রাখুন। জানি কষ্ট হবে। কিন্তু কষ্টের পরই স্বস্তি আছে। আল্লাহ মানুষের পরম বন্ধু।
আসসালামুয়ালাইকুম আপু, আপনার কথাগুলো শোনার পরে এত কান্না এত কান্না পাচ্ছিল আসলে কি বলবো বুঝাতে পারছি না ।দুনিয়াটা কেন এমন হয়ে গেল? ডিভোর্সের সংখ্যা কেন বেড়ে গেল জানিনা। আপনার কথাগুলো শোনার পর থেকে ভাষা হারিয়ে ফেলেছি ।কি যে বলবো বুঝে উঠতে পারছিলাম না ।উনি যে আপনাকে কষ্ট দিয়ে বুঝতে পেরেছে এটাই আপনার কাছে অনেক বেশি ।আল্লাহ যেন আপনাকে আর কষ্টে না রাখে ।মানসিক শান্তি এবং ধৈর্য ধারণ করার চেষ্টা যেন দেয় আপনাকে ।জানি যদিও কষ্ট হবে কিন্তু আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি দোয়া রইল।আপনার মত যারা এরকম ভোগান্তিতে আছে তাদের সবার জন্য দোয়া চাইবো। সিঙ্গেল মাদার হয়ে আপনি এতটা কষ্ট করেছেন? আল্লাহ যেন আর কাউকে এমন কষ্টে না রাখে। আপনার বেবির জন্য অনেক বেশি আদর এবং ভালোবাসা রইলো। এগিয়ে যান আপু সফল একদিন ইনশাআল্লাহ হবে সবার থেকে বেশি। আপনার ভিডিও আমি সব সময় দেখে এসেছি কখনো ইমোশনাল হতে দেখিনি। আজ আপনাকে ইমোশনাল দেখে খুব খারাপ লাগছিল। আপনার ইমোশনালে আমিও ইমোশনাল হয়ে গেলাম। তবে বললেন না? আপনি আপনার বাচ্চার কাছে এবং সবার কাছে স্ট্রং এই স্ট্রং টাই আপনাকে অনেক দূর এগোতে সাহায্য করবে ইনশাল্লাহ ।সব সময় এভাবে স্ট্রং থাকবেন আপু দোয়া রইলো।
আপু গো আপনার ভিডিও দেখতাম কিন্তু কমেন্ট করা হয়নি কখনো আজকে আপনার কথা শুনে অনেক কান্না করলাম আর আপনার কষ্ট অনুভব করতে পারছি কারন আমার জীবন ও এরকম ভয়ংকর এক দিন এসে ছিল আমার সোনার সংসারটা দুই টুকরো করতে চাইছিল কিন্তু পারেনি আমার হাজব্যান্ড বুঝতে পারছে সবকিছু আলহামদুলিল্লাহ তাদের মুখে চুনকালি মেখে দিছে আমার হাজব্যান্ড এখন জলতেছে পারে নাই । আপনার জন্য দুয়া করি আপু আল্লাহ আপনাকে ভালো রাখুক 😢
আপনি ভাগ্যবতী আপু।আলহামদুলিল্লাহ
@@fatematujjohora1266 হে আপু আলহামদুলিল্লাহ আপনার জন্য ও সত্যি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাকে আর আপনার একমাত্র কলিজার টুকরা কে ভালো রাখুক।🤲
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপু।আল্লাহ এর উপরভরসা রাখেন।
চোখে পানি চলে আসছে।।। অনেক অনেক দোয়া রইল।।। ❤❤❤❤
আপু আল্লাহ যেটা দিয়ে আবার নিয়ে নে সেটা আল্লাহ ভালোর জন্য করে। যেটা চলে গেছে ওইটা আপনার জন্য কিংবা আপনার মেয়ের জন্য কোনদিন ভালো হত না আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ ❤❤❤❤
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ
আপু আপনার মতো এতো রুপবতী গুনবতী মেয়ের ও এতো কষ্টে জীবন কাটলো।দোয়া করি আল্লাহ আপনাকে মেয়ে নিয়ে ভালো রাখুক
আপু আপনার ভিডিও, আমি অনেক দিন থেকে দেখি, কিন্তু কোন দিন কমেন্ট করি নাই।আজকে আপনার জিবনের কথা গুলো শোনার পরে কান্না করছি।আল্লাহর কাছে বলছি আপাকে ধৈর্য দেন,ভালো রাখেন।মানুষের জিবনে এত কষ্ট দিও না।
কথা গুলো শুনে আমার ও অনেক খারাপ লাগচে আপু😢।কান্না চলে আসলো। দোয়া করি আল্লাহ তায়ালা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সুখে রাখুক❤।
আমিন
আপু আপনার কথা শুনে.আমার চোখে পানি চলে আসছে।আপনি এগুলো সজ্জ করছেন কি ভাবে.❤❤❤❤
শুরু থেকে ছিলাম but আপু কোনো সময় এত বেশি কমেন্ট করা হয় নাই।।তোমার কষ্ট টা আমি অনুভব করতে পারছি😢 যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ❤❤ আল্লাহ উপর ভরসা রাখো সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ😊
ইনশাআল্লাহ
আপু ভিডিও টা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না আর তোমার যে কতটা কষ্ট হচ্ছে তা ফিল করতে পারছিলাম এত আদরের একটা মেয়ের সাথে এমন আচরন করছে একদিন সবাই বুঝবে বা এখন বুঝতে পেরেছে কিন্তু আর সময় নেই চিন্তা করোনা আপু তোমার জন্য ভালো কিছু আল্লাহ লিখে রেখেছেন তোমার জন্য তোমার কিউট মেয়েটার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ❤❤❤
অবিরাম ভালোবাসা❤️
❤
আপু তোমার ভিডিও শুরু থেকেই দেখি।আজ কমেন্ট করলাম।।কান্না করে দিলাম আপু,, দোয়া রইলো মেয়ের জন্য।। আমার ও তোমার মেয়ের বয়সি মেয়ে আছে, আমার অনেক কিছু সাফার করতে হযেছে,,, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি❤❤❤
তোমার ভিডিও সব সময়ই দেখি কোন দিন কমেন্ট করিনি আজকে না লিখে থাকতে পারলাম না তোমার কথা গুলো খুবই ভালো লাগে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে এত কস্ট মনের ভিতর লুকিয়ে যেভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখেছ তোমার এই ভিডিওটা দেখে মনের ভেতরটা কেমন যেনো করে উঠলো পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাহায্য চাও তিনি ইনশাআল্লাহ উত্তম প্রতিদান কারি দোয়া রইল তোমার এবং তোমার মেয়ের জন্য ভালো থেক ❤❤❤
আপু তুমি ভেঙ্গে পড় না। আমরা তোমার পাশেই আছি। এইরকম মানুষের পাশে না থাকাই ভালো আপনি একা একা অনেক ভালো থাকবেন দোয়া করি। এইরকম অনেক শাশুড়ি ননদের কারণে সাজানো সংসার শেষ হয়ে যায়। দোয়া করি মেয়েকে নিয়ে অনেক ভালো থাকো।❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু ❤️
অনেক অনেক দোয়া কলিজা মায়ের জন্য 🤲 আল্লাহ ওকে সব সময় ভালো রাখুক ❤
জীবন সুন্দর কলিজাটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন ❤
আপনার জন্য হয়তো এটাই মঙ্গল ছিলো, আল্লাহ উত্তম পরিকল্পনা কারী।
Yes you right
আপু তোমার কথাগুলো শুনে কি আর বলবো বলার ভাষা নেই যা করে আল্লাহ ভালোর জন্যই করে ইনশাআল্লাহ সামনে তোমার ভালো কিছুই হবে আল্লাহ তোমার সাথে ওর জোড়া রাখে নাই তুমি কোন চিন্তা করবা না তোমাকে আল্লাহ একটা জান্নাত পাখি দিয়েছে তুমি জান্নাত পাখিকে নিয়ে সামনে এগিয়ে যাও আল্লাহ তোমার কপালে ভালো কিছুই রেখেছে তোমার মা-বাবার দোয়া আছে ইনশাল্লাহ তুমি আরো হ্যাপি থাকবা এখন যেভাবেই হাসি খুশি আছো সেভাবেই থাকো ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাও তুমি আরো অনেক কিছু করতে পারবা দোয়া ও ভালোবাসা রইলো আপু সত্যি বিশেষ করে মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া ও তোমার মেয়ের জন্য কোনদিন যদি এরকম হয় আমি ইনশাআল্লাহ তোমাকে সামনে পেলে তোমাকে আমার বুকে জড়িয়ে তোমাকে মন খুলে আমি কান্না করব আপু সত্যিই আপু তোমার কথা শুনে বলার আর ভাষা নেই ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে😢😢😢😢 সত্যিই আপু ও একদিন হলেও প্রস্তাবে তোমার মত মেয়ের জন্য আর তোমার বাচ্চার জন্য কারণ তুমি আসলেই একটা বেস্ট বেস্ট মা শুধু বেস্ট মা না তুমি আমাদের জন্য অনেক অনেক একটা বেস্ট আপু
মানুষের হাসি মুখের পিছনে যে দঃখ কষ্ট,, কতটা লুকিয়ে আছে এটা ভাবলেই কষ্ট লাগে,,,তারপরও অনেক অনেক শুভকামনা রইল আপু ♥️♥️♥️
❤️
আপু তুমি অনেক ছোট আমার না বোঝে অনেক কথা বলেছিলাম মাফ করে দিও। তুমি ভালো থেকো তোমার আর তোমার মেয়ে জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। নামায পড় আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাও ভালো কিছু অবশ্যই তোমার জন্য আছে। অন্য কথা কান দিও না ।
দোয়া করবেন আপু
আপু মন থেকে দোয়া করি,, আল্লাহ যেন সব কিছু আপনার জন্য অনেক সহজ করে দেন। আর সব সময় যেন মেয়েটা কে নিয়ে অনেক ভালো থাকতে পারেন,,
❤️
আপু তোমার জীবন আর আমার জীবন টা একই রকম। কি বলবো ভাষা নেই।আল্লাহ পাক কেন আমাদের জীবন এমন করেছে
আমি এতদিন মনে করতাম তোমার সামী ভিডিও তে আসতে লজ্জা পায় কিন্তু কোনদিন ভাবি নাই তোমার ডিভোর্স হয়ে গেছে। তোমার জীবনের গল্প শুনে ইমোশনাল হয়ে গেছি।এতদিন বুঝতে পারি নাই তোমার মনে এত কষ্ট। কালকে রাতে এই ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি তাই আজ ভালো করে শুনলাম😢তোমার জন্য আর তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো
😭😭😭
@@fatematujjohora1266কান্না কেন করতেস তুমি 😢😢❤❤ তোমার মতো মেয়ে পাউয়া ভাগ্যের বিষয় তুমি একদম কান্না করবে না ❤❤ তোমার জন্য আর তোমার মেয়ের জন্য অনেক দোয়া করি আল্লাহ তায়ালা তোমাকে আর তোতোমার মেয়ে কে অনেক ভালো রাকুক আমিন জীবনে অনেক সফলতা লাভ কর আমিন ❤❤ আর সুন যে তোমাকে সন্মান দিবে না দায়িত্ব নিবে না ভালো রাখার তার কাছে না থেকে নিজের মতো ভালো আস এটা দেখে আমার খুব ভালো লাগসে কারণ যে তোমার মতো এতো ভালো মেয়েকে ভালো রাখতে পারে না সে কখনোই অন্য কাউকে সন্মান করতে পারবে না ❤❤ জাই হোক সোনা আপিয়া কষ্ট পাবে না আর একদম কান্না করবে না ❤❤ কার কেমন লাগে আমি জানি না কিন্তু তোমাকে আমার মারাত্নক ভালো লাগে ❤❤ তোমার কথা গুলা শুনলে যে এতো মজা পাই Ma Shaa Allah দোয়া করি সারা জীবন ভালো থাক আল্লাহ তায়ালা রহমতে❤❤❤❤❤❤
আপু আপনার কষ্টের কথা শুনে অনেক কষ্ট লাগছে আমার চোখে পানি চলে এসেছে আপু আমি দোয়া করি আপু আপনি অনেক সুন্দর ভাবে মেয়েকে মানুষ করতে পারেন।আর আপনার শুশর বাড়ীর মানুষের যেন আপছোস করে।
আসলে আপু পুরুষ কিসে আটকায় আমার জানা নেয় তবে আপনি এত সুন্দর হওয়া সত্য ও ছেড়ে গেছে আল্লা তাক আপু আপনার সাথে আল্লাহ আছে আমরা সবাই আছি এগিয়ে যান মন থেকে দোয়া করি আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ আপু
কথা গুলো শুনে আমার হাত পা একদম অবস হয়ে গেছে। ইয়া আল্লাহ অপনি এই অশান্ত মনে প্রশান্তি দান করুণ। আমিন।
সুম্মা আমিন
আল্লাহ তোমার ধৈর্য শক্তি বাড়িয়ে দেক😢😢
আপনার কথা গুলো শুনে চোখে পানি চলে আসলো।আল্লাহ আপনাদের মা মেয়ে কে ভালো রাখুন।।
আপু ভাসা হারিয়ে ফেলেছি কথা গুলো শুনে।তোমার জন্য অনেক দোয়া রইল আপু
সত্যি অনেক বেশি কষ্ট লাগল।😢😢একটি মেয়ের জীবনে এই কষ্টের চাইতে আর বেশি কিছু হতে পারে না 😢😢
কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখ সম্ভব হলো না😢😢😢😢আল্লাহ যা করে আপু ভালোর জন্য করে,,,তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে😊😊😊
❤️
সুন্দর একটা কথা বলেছো আপু যে আপনি যদি আমাকে অবহেলা করতে না তাহলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম না।সুন্দর একটা কথা।
❤️❤️
আমি সব সময় দেখি৷ তোমার কথা গুলো শুনে সত্যি আমার অনেক কষ্ট লাগলো। দোয়া করি তুমি সামনের দিকে এগিয়ে যাও।একটা কথা মনে রাখবে দেয়ালে পিঠ ঠেকে গেলে গুরে দাড়াতে সময় লাগে না।
আমি তোমার ব্লগ সব সময়ই দেখতাম ।মাঝখানে যখন তোমার ব্লগ দিতে না তখন আমি মনে করেছিলাম যে তোমার মনে হয় baby হবে যার জন্য ব্লগ দাও নি।যাক যে চলে যাবার সে যত তাড়াতাড়ি সরে যাবে ততই ভাল। আল্লাহ পাক যা করেছেন সেটাই উত্তম বলে মানতে হবে।সামনে এগিয়ে যাও দোয়া রইলো।
সমালোচকরা সমালোচনা করবেই, তাতে আপনি কান দিয়েন না আপু আপনি আপনার মত এগিয়ে যান, দোয়া রহিল আপনার প্রতি ❤❤❤❤❤
শোনো বোন তোমায় একটা কথা বলি মহান আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আল্লাহর কাছে দোয়া করি তোমায় যেন অনেক সুখ ও শান্তির রাখে যে ধৈর্য ধারণ করে আল্লাহ তার সঙ্গে থাকে❤ জীবনের কষ্ট গুলো দুনিয়ার পরীক্ষা এই পরীক্ষায় যে উত্তম হতে পারবে তার জন্য আখেরাতে আছে মহাপুরস্কার❤ সব সময় আল্লাহর উপর ভরসা রেখো অন্ধকার রাস্তায় ও আলো দেখতে পাবে
👍আপু আপনার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রইলো তোমার মনে শান্তি দেক আল্লাহতালা দোয়া রইল আপু
আপু তুমি তোমার মেয়ে দুজনেই অনেক অনেক ভালো থাকো এই দোয়া করি। আপু অতীতের কোন কিছু মনে রেখনা।এখন থেকে তোমার লক্ষ্য থাকবে সামনের দিকে আগানোর। মনে রেখো আপু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ❤❤❤❤❤তোমার জন্য আমার অনেক অনেক অনেক ভালোবাসা রইলো আপু
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ বোন আমি কান্না ধরে রাখতে পারলাম না Love বোন এগিয়ে যান,
😭😭
সত্যি আমার ও কান্না আসছে আপুর কান্না শুনে
আমি মনে মনে ভাবতাম আপনারা আলাদা হইছেন, তাই কখনো কোনো কমেন্ট করতাম না। তবে আপু আপনি অনেক সুখি হবেন এক সময়। ইনসাহ আল্লাহ
আমার জীবনের সাথে মিলে গেছে,,এই কষ্ট গুলো কাউকে বলেও দূর করা যায় না।শুধু চোখের পানি আসে।
আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে এমন একজন কে পেয়েছি,আগের সব দুঃখ ভুলে গেছি।
আল্লাহ যেন আপনার দুঃখ ভুলে উত্তম জীবনসঙ্গী দান করেন।মা- মেয়ে ভাল থাকুন।
আমিন।দোয়া করবেন আপু
আপু আল্লাহ যা যা কিছু করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। দুঃখ কইরেন না সামনের দিকে এগিয়ে যান নিশ্চয়ই সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
❤️
@@fatematujjohora1266 🥰
আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল।আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কোন কিছু দিবেন
মন থেকে অনেক অনেক দোয়া করলাম🤲😢সামনের দিন গুলো যাতে অনেক সুন্দর হয় আপু আপনার❤❤❤❤
আপু তুমি যখন করনার সময় ভিডিও করতা তখন থেকেই আমি তোমার ভিডিও দেখতাম। মাঝে কিছু দিন দেখিনি। খারাপ লাগলো শুনে আর দোয়া করি আল্লাহ পাক তোমাকে আর তোমার মেয়ে কে ভালো রাখুন ❤❤
আপু আপনার জীবন কাহিনী শুনে চোখে জল এসে গেল আল্লাহ আপনাকে ভালো রাখুক ধৈর্য ধরার তৌফিক দান করো
আমিন
তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যাতে তোমাকে সব সময় অনেক সুখে রাখে।মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর এবং উচ্চ শিক্ষিত একজন মেয়ে।বেশ ভালো ইনকাম ও করছ।তাছাড়া বয়স এখনো অনেক কম।পুরো জীবন টা তোমার সামনে পরে আছে।তাই বলছি কি।একটা ভালো ছেলে দেখে আবার নতুন করে সংসার করো।এভাবে একা থাকাটা অনেক কস্টের। ইনশাআল্লাহ, এবার তুমি অনেক সুখী হবে।আগের পরিবার তোমার যোগ্য ছিলোনা।তাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।সব সময় ভালো থেকো এই দোয়া করি।
অসংখ্য ধন্যবাদ আপু। দোয়া করবেন ❤️
রাইট
আপনার কথাগুলো শুনে অজান্তেই আমার চোখে পানি আইসা পরছে। আমি আপনার থেকে ছোট আপু তারপর ও আমার নিজস্ব জ্ঞান থেকে বলছি আপনি খুব ভালো মনের মানুষ। তবে আপনাকে যে কষ্ট দিছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আর আপনার উপর আল্লাহর রহমত নাযিল করুক আপনার আর আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি৷।। আপনার প্রতি এ ছোট বোনের অনেক ভালোবাসা রইল ❤❤❤
আসসালামু আলাইকুম আপু তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইলো যাতে তোমরা সারা জীবন ভালো থাকতে পারো এবং সুস্থ থাকতে পারো। ❤❤❤
কথাগুলো শুনে অনেক কষ্ট হলো কি বলবো আজ ৬ বছর হলো দুই ছেলে মেয়ে নিয়ে দুংখ কষ্ট ভালোমন্দ নিয়ে দিন কাটাচ্ছি,, আর যেই মানুষটা সারাজীবন থাকবে বলে হাত ধরেছিলো সে আমাদের ভুলে নতুন মানুষ নিয়ে সুখে আছে,,আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে আল্লাহ ভালো রাখছে,,, ভাবি এর চেয়ে ও তো কত মানুষ কষ্টে আছে, এটা ভেবেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে
মেয়েদের জীবনকাহিনী একটা মহামায়ার মতো 😊
আপু আমি প্রথম কমেন্ট করেছি সব সময় তোমার ভিডিও আমি দেখি আল্লাহতোমার মেয়ে তোমাকে সুস্থ হেফাজত চোখের পানি ধরে রাখতে পারলাম 😢
আল্লাহ্ তোমাকে অনেক র্ধয্য দিছে ভালো থেকে তুমি আর আমাদের মামুনি
Onek kosto laglo apu.😢😢tomader jonno oneeek onek dua roilo❤❤❤
আপু তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ❤
আপনার কথাগুলো শুনে খুব কষ্ট লাগছে... নিশ্চয়ই আপনার জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। আপনার আর আপনার বাচ্চার জন্য দোয়া রইলো ❤❤❤❤❤
কী বলবো জানানি আপু মুখের ভাষা হারিয়ে ফেলেছি। 😢দোয়া করি ভালো থাকেন। আপনার পতিটা কথা কলিজায় লগছে আপু। আমি কান্না করে দিছি। জারা এমন সোনার টুকরো মেয়েকে বাবার আদর থেকে দূরে করল আললহ বিচার করবে🥺🥺🥺🥺
ছোট বোন তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার ভিডিও আমি সব সময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আজকে কিন্তু কমেন্ট না করে পারলাম না। তোমার ভিডিও যতক্ষণ দেখছি মনের অজান্তে চোখে পানি এসে পড়েছে। বলার ভাষা নেই শুধু দোয়া করি মেয়েকে নিয়ে ভালো থাকো।
আপু Close করে দেওয়ার জন্য ধন্যবাদ,,, তোমার জন্য এবং মামনির জন্য সব সময় দোয়া ও ভালোবাসা রইলো,,,আমি অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি তুমি যখন শ্বশুর বাড়ি যাইতে তখন থেকে আজ সব শুনে চেষ্টা করব প্রতিদিন তোমার ভিডিও দেখার জন্য,, আর তোমার মেয়েকে তুমি খুব ভালো ভাবেআগলে রাখবা কখনো বাবার অভাব বুঝতে দেবে না ❤❤❤আমিও বরিশালের মেয়ে
অসংখ্য ধন্যবাদ আপু
Dhrjjo dhoro apu, Allah tmr jonno aro uttom protidan dan korbe InshaAllah❤❤❤
আসসালামু আলাইকুম আপু। কেমন আছো। আশা করি তুমি সবসময় ভালো থাকবা। তুমি ত একজন মা আর মায়েরা কখনো ভেংগে পড়ে না। তুমি পৃথিবীর শেষট মা আমি তোমাকে সেলট করি। আমি সবসময় তোমার ভিডিও দেখি এত বিনোদন দাও কথা আর কাজ দিয়ে কিন্তু তোমার জীবনের কথাগুলো এত কষ্টময় তা আমার মতে কেউই হয়ত জানত না। আমি ও একজন মা আমি বুঝি সংসার এর মানুষ কেমন।। তুমি বিসশাস করবা কিনা জানিনা আমার চোখ দিয়ে অঝরে পানি পরতাছে। কি করে সম্ভব এমন বউ বাচ্চা থাকা সময় ডিবরস দিয়ে দিতে। দুনিয়া উলটে গেলেও ত এমনটি করা উচিত ছিল না। যাক আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সহায় যা করেন ভালোর জন্য ই করেন।। তোমার জন্য অনেক অনেক ভালবাসা রইল।।
দোয়া করবেন আপু 😭😭😭
চোখে পানি চলে আসলো,,,
Love u apu❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যায় করেন সবার ভালোর জন্য করেন।
কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো আপু। এমন মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। সবার আগে দরকার মানসিক শান্তি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।৷ আপনার এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤।
❤️
অপেক্ষা করছিলাম
আপু আপনি অনেক ভালো মেয়ে আর ভালো একটা মনের মানুষ আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুক এই দোয়া করি। যে অপনার কখনোই যোগ্য ছিলোনা তার কথা ভেবে কষ্ট পাবেন না। ইনশাআল্লাহ অপনি অনেক ভালো থাকবেন আপু। আপনাকে অনেক ভালো লাগে অপু ভালো থাকবেন
আপু আপনাকে বলার মত ভাষা নাই তবে আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুক এবং আরো উন্নতির পথে নিয়ে যাক
❤️❤️
Shotti apu tumi onk....strong women. Duya kori tumi sob somoy valo thako and tumr pura golpo ta shune amr chuke pani cole asche..😢
Ki bolbo...bolar vasa nai....chokhe pani aslo....jar kosto sei bujhe...Allah valo koruk apnar....apnar babu ta onk cute....mashallah.... Pura vedio dekhe comment korlam...tobe apu Allah ja koren obossoi valor jonnoi kore...doa kori manuser moto manus hok.....
অনেক অনেক কেদেঁছি আপু আপনার কথা শুনে আর তিনটা কমেন্ট করেছি না পেরে যাক একটা বাচ্চা আছে মাশাআল্লাহ একটা ভবিৎষ্যত আছে আপু চিন্তা করবেন না অনেকের তো তা ও নাই আপু কি লিখবো হাত কাঁপছে ৷
আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
আপু মন খারাপ করবেন না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। দোয়া করি আরিশা নিয়ে অনেক ভালো থাকেন। ❤❤❤❤❤
তুমি আমার ছোট বোনের মতো তোমার ভিডিও দেখে আমি যে কতো খন কান্না করিছ তা বুঝাই পারবো যে কতো খানি কস্ট তোমার মনে তার পরো এতো সুন্দর করে কথা গুলো গুছিয়ে বলছো মনে এতো চাপা কস্ট নিয়ে আমাদের দেশি হিসাবে তুমি গরর্বিত মা ধন্যবাদ সামনে আল্লাহ্ তোমার আর মেয়ের জন্য ভালো কিছু রাকছে ইনশাআল্লাহ ❤
সত্যি বলেছেন
অসংখ্য ধন্যবাদ আপু। দোয়া করবেন
Aputake onekdin por pelam tao ato bocor ja sunte caicilam tai suntechi🥰🥰🥰
ছোট বোন তোমার কান্না দেখে কেন জানি আমার ও কান্না এসে গেল হ্যাপি থাকো বোন
সত্যি আপু আপনার কথা গুলো শুনে চোখে পানি চলে আসছে যাই হোক আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেক।
মা হিসেবে। তুমি জয়ী। অন্য কে কি বলছে।কান দিবা না। আমাদের সমাজে হাজারো মেয়ে আছে। জীবন যুদ্ধ করছে। ভালো থাকবেন। তোমার মেয়েটি ভালো থাকুক। দোয়া রইলো।❤❤
অবিরাম ভালোবাসা আপু❤️
Sister , I felt the hurt and trauma in your voice - don’t lose hope !
Allah has better plans for you and your daughter in future so remember the verses from Al -Quran ~ “After every hardship there will be ease “ .❤❤
11:24 আপু তোমার জীবনের গল্প গুলো শুনে আমার অনেক খারাপ লাগছে এত সুন্দর তুমি একটা মানুষ এত সুন্দর মানুষের সাথে এরকম হওয়াটা কি সাহায্যে
অনেক কষ্ট লাগছে শুনতে ❤❤👌🤲🤲🤲💜 18:22