ড্রাগন চাষ পদ্ধতি | বিঘা প্রতি খরচ, লাভ, সাফল্য ও সম্ভাবনা | Dragon Fruit Cultivation | Flying Bird

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • উষ্ণ-আর্দ্র আবহাওয়াতে খুব অম্ল বা ক্ষার মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতেই ড্রাগন ফল (Dragon Fruit) চাষ হয়ে থাকে। তবে উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ এবং জলনিকাশের সুবিধাযুক্ত বেলে-দোআঁশ মাটি ড্রাগন ফল চাষের জন্য আদর্শ। অন্যান্য ক্যাকটাস জাতীয় ফসলের ন্যায় ড্রাগন ফলের উৎপত্তি মরু অঞ্চলে নয়, বরং এটি পর্যাপ্ত বৃষ্টিপাত সমৃদ্ধ মধ্য ও দক্ষিণ আমেরিকার ফল।
    উচ্চ পরিমাণে ভিটামিন সি (Vitamin C), অ্যান্টিঅক্সিডেন্ট, ফসফরাস, ক্যালসিয়াম-সহ আরও অনেক পুষ্টিগুণ থাকায় ড্রাগন ফল খুব উপাদেয় ও স্বাস্থ্যকর। ডায়াবেটিস বা মধুমেহ রোগীরাও সর্বরোগহরা ড্রাগন ফল খেতে পারেন। এছাড়া ক্যানসার (Cancer), হৃদরোগ, সর্দি-কাশি-হাঁপানি, হজমের গোলযোগ ইত্যাদি নিয়ন্ত্রণেও ড্রাগন ফলের ভূমিকা উল্লেখযোগ্য ।
    Flying Bird Facebook Page= / flyingbirdalimurreja
    Flying Bird Facebook Group= / 265412317395892
    E-mail Address: flyingbird_reja@yahoo.com
    My Another Channel "Alimur Reja"
    = / @alimurreja
    #FlyingBird #Dragon #AlimurReja #DragonFruit #DragonFarming #DragonCultivation

ความคิดเห็น • 10

  • @abuhasanbirdseye2450
    @abuhasanbirdseye2450 3 ปีที่แล้ว

    It's been good

  • @Justawesome12
    @Justawesome12 2 ปีที่แล้ว

    দাদা কিছু প্রশ্ন ছিল তার মধ্যে হল-
    1.রিং টায়ার গুলো কতোদিন টিকে একটানা।
    2.বান পদ্ধতিতে ড্রাগন চাষ করলে বেশি (লাভ)ভালো না রিং টায়ারের মাধ্যমে।
    এখানে লাভ বলতে ফলনের কথাটাও বলছি।
    3.ড্রাগনের কোন Varaity টা বেশি ভালো।
    আমার মতে (যাম্বুরা ড্রাগন)আপনার মতে একটু বললে ভালো হতো।
    এবং কোন ড্রাগন কলিটি সবচেয়ে বেশি ভালো।
    প্লিজ উত্তর দেবেন কষ্ট করে লিখলাম উত্তর পাওয়ার জন‍্য

  • @mukterhossain5746
    @mukterhossain5746 3 ปีที่แล้ว

    Nice

  • @mosarafhossen8709
    @mosarafhossen8709 2 ปีที่แล้ว

    আচ্ছা ভাই আমি যদি ১০ দিনে পাসপোর্ট করি তাহলে কী নিজ উদ্যোগে পুলিশ ভেরিফিকেশন দিতে হবে প্লিজ ভাই জানা বেন।

  • @shajan.99
    @shajan.99 3 ปีที่แล้ว +1

    চাষির নাম্বার টা দেন

  • @kalamhazari1199
    @kalamhazari1199 2 ปีที่แล้ว

    মিয়া ভাইয়ের নাম্বারটা দিলে ভালো হয়

  • @shajan.99
    @shajan.99 3 ปีที่แล้ว +1

    Number ta dao