গল্প যদি একটা ক্যানভাস হয়, তাহলে গল্পপাঠ একটা আর্ট। আর সেই গল্প যদি শীর্ষেন্দু-স্বাগতার ভয়েস মড্যুলেশনের জাদুছোঁয়া পায় তখন তা যে ম্যাজিকে রূপান্তরিত হবে সে কথা না বললেও চলে। গল্পের কথকের মত আমিও বলি - গল্পটি শুনে যদি তাতে ভয়ের কোনও এলিমেন্ট খুঁজে না পান তো তাতে Vale of Tales এর কোনো দোষ নেই। বরং সেটা হবে আমার লেখার অক্ষমতা। Team Vale of Tales এর জন্যে রইল আমার অভিনন্দন আর শ্রোতাদের উদ্দেশে রইল আমার আন্তরিক ভালবাসা।
@@souravbala1758 অবশ্যই। হয়ত খুব শিগগিরই আবার দেখা হবে। তবে একটা কথা বলি। ভয় জিনিসটা আমাদের মনে। বিভিন্ন মানুষের মানসিক গঠন বিভিন্ন হয়। একটা গল্প শুনে বা ঘটনা দেখে আপনার যে রিয়াকশান হবে অন্যজনের তা নাও হতে পারে। তাই 'আরো ভয়' ব্যাপারটা আপেক্ষিক।
অবশ্যই vale of tales এর উপস্থাপনা অনবদ্য...সেই নিয়ে কোনো কথা হবে না...তবে একটা কথা বলি যে গল্পটা যেরম আশা করেছিলাম সেরম মোটেই নয়... মানে সেই একছাঁচে গড়া ভূতের গল্পের মতো, কোনো নতুনত্ব নেই...এরম ভূতের গল্প আগে প্রচুর লেখা রয়েছে...তবে অবশ্যই একটা কথা বলে নি আমি কোনোভাবেই লেখক মহাশয় কে demotivated করে দিতে চাই না...তবে আমার একান্ত নিজস্ব মতামত দিলাম মাত্র 🙏কিছু মনে করবেন না আর দুঃখ দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী...তবে একটা লেখা কখনই কোনো সিদ্ধান্তে আশা যায় না...আপনার আরও লেখার অপেক্ষায় রইলাম 🙏❤️🙂
Golpo path osadharon. R swagata to tulonahin. Kintu naren to munni k bhalobasto. Tobe munni kano mrityur pore naren er hat kamre or khoti korte chailo? Amito vablam munni hoyto kalo biral ta hoe naren ke sob bipod theke roksha korbe. Anyways golpo ta khubi bhalo laglo. Keep it up guys
Ar sei Jadu kore dekhiyechhe amader shirshendu bhai.dujoner jonno e roilo onek shubhokamona.vale of tales aro somriddho hok kamona kori.pallab- shirshendu juti jug jug Jio.
রাত সাড়ে তিনটেয় গল্পটা শুনলাম এবং একটুও ভয় পেলাম না কারণ সত্যি বলতে গল্পটায় নতুনত্ব বিশেষ নেই। তবে শীর্ষেন্দু ও স্বাগতার গল্পপাঠ যথারীতি অনবদ্য, প্রাণের জিনিস। লেখকের অবশ্য একটুও দোষ নেই, বিড়াল ও বাচ্চা দুটোই এত ভালবাসি যে ভূত হোক আর যাই হোক আমি বোধহয় দুটোকেই আদর করে চটকে দিতাম, ভয় পাওয়ার কথা মনেই থাকত না! আর সমগ্র কালো বিড়ালজাতির পক্ষ থেকে লেখক মশাইকে আন্তরিক ধন্যবাদ 🙏
আমি একটা জিনিস বলতে পারি, গল্পটাতে ভয় পাওয়ানোর জন্য আলাদা করে অবাস্তব কিছু এলিমেন্ট জোরজবরদস্তি করে পুরে দেওয়া হয়নি। খুবই সাধারণ কিছু কথা ব্যবহার করা হয়েছে। অথচ প্রত্যক্ষ ভাবে ভয় না পেলেও পরোক্ষভাবে যখন গল্পে উল্লিখিত প্লটগুলি ঠিক একইভাবে মিলে যাবে তখন গা ছমছম করে উঠবে। দারুন লাগলো। আর এই গল্পের মধ্যে দিয়ে শীর্ষেন্দু স্যার আর স্বাগতা দির কন্ঠের বৈচিত্র্য আরও প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। 👏👏❤
তোমাদের দুজনের কন্ঠই বাংলা অডিও স্টোরি জগতে অন্যতম।তবে এতো চরিত্রে কণ্ঠ পরিবর্তন করে এতো সাবলীল অভিনয় আর শুনিনি।দারুণ!! দারুণ!!! ভয় নামক অনুভূতিটি আমার অপছন্দ, কারণ আমি বিশ্রী রকমের ভীতু। তাই গল্পটা ভালো লেগেছে না বলে ভয় লেগেছে বলাই ভালো। কেন যে মানুষ ভয়ের গল্প লেখে??আর কেন যে 'ভেল অফ টেলস' ভয়ের গল্প উপস্থাপন করে ভগবান জানে😪😪😪।তবে এ গল্প শুধু ভয়ের নয়।বুকে মোচড় দেওয়া এক অনুভুতির।আর এখানেই এই চ্যানেলের গল্প নির্বাচনের বৈশিষ্ট্য। খুব খুব ভালো হয়ে গল্পগুলো।না শুনেও থাকতে পারিনা।।অভিনন্দন। 😃😃😃
অসাধারণ একটি গল্প আর এটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে অবশ্যই আমার অন্যতম প্রিয় চ্যানেলের পরিবেশনা.... আরো অনেক অনেক শুভকামনা রইলvot জন্য আর অবশ্যই লেখক এর জন্য।
ভাই শীর্ষেন্দু, এই গল্পে আপনার ভয়েস মডুলেশন এত চমৎকার হয়েছে যে মনে হচ্ছে, কেবল কন্ঠের কারনেই যেকোন গল্পকে আপনি শ্রুতিস্বাদু করে তুলতে পারবেন। আগেও ত আপনার পাঠ শুনেছি। কিন্তু এটা যেন নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে অন্য সবগুলোকে ছাড়িয়ে গিয়েছে। গল্পের শুরুর দিকের ভারি কন্ঠের অভিনয় অংশটুকুর জন্য বলছি কথাটা🙂 আর, এই গল্পের লেখকের সাথে আমার ভার্চুয়াল আলাপ হয়েছে,প্রথমবার তার বিনয় আমাকে মুগ্ধ করেছিল, আপনার পাঠের মাধ্যমেই পরিচিতি এনার লেখা ফের মুগ্ধ করল। খুব ভাল থাকবেন ভাই, ভালো থাকবেন আপনারা দুজনেই। ধন্যবাদ।
Shonar aagei like dilam shirshendu dada r swagata dir fan ami kharap hotei pare na.. Dada erokom ekta experience amaro ache. amar thammi mara jawar por erokom ekta ghotona ghotechilo.. satyii ghote erokom hoito valobasar manuske hoito mritur poro chere jawa jaina
Golpota ossadharon chelo ❤️ Golpotar contain ta khub valo chilo r last er part ta just phataphati chilo ♥️♥️ Golpopath to ossadharon sundor chilo, joto bar Sirshendu dar narration suni totobar e obak hoi, hat's off to you Dada ❤️,r character build,r background sound effect gulo khub sundor chilo ❤️..... All the best Team Vale of Tales, keep it up 👌🏻🏆♥️ Erokom golpo arro chi kintu 😇
খুব সুন্দর গল্পের সঙ্গে শীর্ষেন্দুর সুললিত কন্ঠে অনবদ্য অভিনয় , স্বাগতা ও চমৎকার অভিনয় করেছেন বিশেষতঃ মুন্নির অভিনয় তো খুবই মিষ্টি , প্রচ্ছদচিত্রটিও ভারি সুন্দর হয়েছে ❤️❤️🌹🌹
Pallabbabur arek golpo shunechilam May masse - tar title chilo 'Bhoy'. Khub e bahlo legechilo. Ajker tao no exception... And as always, you rocked Shirshenduda, and ofc Swagatadi ke chara golpo asompurno..! 🤗🤗👌😊
One of the best voice 👌of Sirshendu Daa.. really khub bhalo lage..sabkichu r ekta melbandhan..aapner bola golper madhya ekta self clarity aache...aapni bhalo thakben..aapner jannya aar channels er jannya always best wishes 👏God 🙌
গল্প যদি একটা ক্যানভাস হয়, তাহলে গল্পপাঠ একটা আর্ট। আর সেই গল্প যদি শীর্ষেন্দু-স্বাগতার ভয়েস মড্যুলেশনের জাদুছোঁয়া পায় তখন তা যে ম্যাজিকে রূপান্তরিত হবে সে কথা না বললেও চলে। গল্পের কথকের মত আমিও বলি - গল্পটি শুনে যদি তাতে ভয়ের কোনও এলিমেন্ট খুঁজে না পান তো তাতে Vale of Tales এর কোনো দোষ নেই। বরং সেটা হবে আমার লেখার অক্ষমতা।
Team Vale of Tales এর জন্যে রইল আমার অভিনন্দন আর শ্রোতাদের উদ্দেশে রইল আমার আন্তরিক ভালবাসা।
অসংখ্য ধন্যবাদ দাদা!😇🙏❤️❤️আপনার গল্প আমরা পাঠ করতে পারলাম, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের প্রণাম ও ভালোবাসা নেবেন।
দাদা, আপনার থেকে আরো ভালো ভয়ের গল্পের অপেক্ষায় রইলাম।
@@souravbala1758 অবশ্যই। হয়ত খুব শিগগিরই আবার দেখা হবে। তবে একটা কথা বলি। ভয় জিনিসটা আমাদের মনে। বিভিন্ন মানুষের মানসিক গঠন বিভিন্ন হয়। একটা গল্প শুনে বা ঘটনা দেখে আপনার যে রিয়াকশান হবে অন্যজনের তা নাও হতে পারে। তাই 'আরো ভয়' ব্যাপারটা আপেক্ষিক।
অবশ্যই vale of tales এর উপস্থাপনা অনবদ্য...সেই নিয়ে কোনো কথা হবে না...তবে একটা কথা বলি যে গল্পটা যেরম আশা করেছিলাম সেরম মোটেই নয়... মানে সেই একছাঁচে গড়া ভূতের গল্পের মতো, কোনো নতুনত্ব নেই...এরম ভূতের গল্প আগে প্রচুর লেখা রয়েছে...তবে অবশ্যই একটা কথা বলে নি আমি কোনোভাবেই লেখক মহাশয় কে demotivated করে দিতে চাই না...তবে আমার একান্ত নিজস্ব মতামত দিলাম মাত্র 🙏কিছু মনে করবেন না আর দুঃখ দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী...তবে একটা লেখা কখনই কোনো সিদ্ধান্তে আশা যায় না...আপনার আরও লেখার অপেক্ষায় রইলাম 🙏❤️🙂
Oshadharon golpo sir
Khub e valo
Thank you so much ❤️😇🙏
ভয়ঙ্কর ভালো 👌
Thank you so much❤️❤️😇😇🙏🙏
Apndr golpo path onk valo lage sunte
Thank you so much❤️❤️🙏🙏😇😇
Khub valo laglo....khub voi pelam.....
Thank you so much❤️❤️😇😇🙏🙏
Darun ashoriri anuvab..tamon kothokota r avinoy..r guchano lekhoni👹😈👿👍👍👌👌😤❤❤❤❤💯
Thank you so much❤️😇🙏
ek kothay darun, sunday suspanes ke takkar debar moto kono youtube chanel dekhlam
Thank you so much🙏😇❤️
একদম ঠিক। আমিও সহমত।
Stti voyer darun darun darun laglo ♥️
Thank you so much❤️🙏
Darun uposthapon khub valo laglo golpota..
Thank you so much❤️🙏😇
apnader golpo gulo khub sundor.....khub sundor poribesona.......ajker golpo tao khub vlo laglo.....tobe ekta abdar ache je ekta bideshi horror golpo ebar poribesona korle hoto......
Thank you so much🙏❤️🙂. Nischoi asbe🙂
Khub sundor lege6e
Thank you so much🙏❤️😇
Golpo path osadharon. R swagata to tulonahin. Kintu naren to munni k bhalobasto. Tobe munni kano mrityur pore naren er hat kamre or khoti korte chailo? Amito vablam munni hoyto kalo biral ta hoe naren ke sob bipod theke roksha korbe. Anyways golpo ta khubi bhalo laglo. Keep it up guys
Thank you so much❤️🙏😇
Ar sei Jadu kore dekhiyechhe amader shirshendu bhai.dujoner jonno e roilo onek shubhokamona.vale
of tales aro somriddho hok kamona kori.pallab- shirshendu juti jug jug Jio.
Thank you so much🙏❤️😇
অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। 🙏
@@pallab34 lekhok moshai apni mon diye aro bhalo bhalo golpo likhe felun dekhi.amra opekkhae roilam.pashe to achhi e.amra porosporer poripurok.lekhok- pathok somporko amader.dhonnobad😊😊
রাত সাড়ে তিনটেয় গল্পটা শুনলাম এবং একটুও ভয় পেলাম না কারণ সত্যি বলতে গল্পটায় নতুনত্ব বিশেষ নেই। তবে শীর্ষেন্দু ও স্বাগতার গল্পপাঠ যথারীতি অনবদ্য, প্রাণের জিনিস। লেখকের অবশ্য একটুও দোষ নেই, বিড়াল ও বাচ্চা দুটোই এত ভালবাসি যে ভূত হোক আর যাই হোক আমি বোধহয় দুটোকেই আদর করে চটকে দিতাম, ভয় পাওয়ার কথা মনেই থাকত না! আর সমগ্র কালো বিড়ালজাতির পক্ষ থেকে লেখক মশাইকে আন্তরিক ধন্যবাদ 🙏
অজস্র ধন্যবাদ দিদি☺️❤️❤️❤️😇🙏
@@ValeofTales ভালো থাকো, সুস্থ থাকো।
Golpota khubi valo laglo
Thank you so much🙏❤️😊
খুব ভালো দাদা
Thank you so much ❤❤🙏😇
Really awesome👍
Thank you so much❤️❤️🙏🙏😇😇
Sotty asadhar....amar emni galper khub nesha tar opor tomader performance aro nesha bariye di6e...good luck... Wish yours best parfom....
Thank you so much❤️🙏🙂
@@ValeofTales aro vayankar galpo chai
Khub valo hoache dada apnar kotha r golpo bolar style darun ❤️❤️❤️😘
Thank you so much❤️❤️😇😇🙏🙏
আমি একটা জিনিস বলতে পারি, গল্পটাতে ভয় পাওয়ানোর জন্য আলাদা করে অবাস্তব কিছু এলিমেন্ট জোরজবরদস্তি করে পুরে দেওয়া হয়নি। খুবই সাধারণ কিছু কথা ব্যবহার করা হয়েছে। অথচ প্রত্যক্ষ ভাবে ভয় না পেলেও পরোক্ষভাবে যখন গল্পে উল্লিখিত প্লটগুলি ঠিক একইভাবে মিলে যাবে তখন গা ছমছম করে উঠবে।
দারুন লাগলো। আর এই গল্পের মধ্যে দিয়ে শীর্ষেন্দু স্যার আর স্বাগতা দির কন্ঠের বৈচিত্র্য আরও প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। 👏👏❤
Thank you so much❤️🙏😇
Golpota khub valo laglo.
Sound Effect Osadharon. ♥️
Thank you so much🙏❤️😇
অসাধারণ গল্প আর উপস্থাপনার অভূতপূর্ব।💖
Thank you so much❤️🙏😇
Darun chilo
Emotional are voyer 2 toyi chilo golpa ,ayi vavaya amdr golpo suniyo
Thank you so much ❤️😇🙏
Khub valo hoyeche...
Thank you so much❤️🙏🙂
অসাধারণ পরিবেশনা তার সাথে দারুণ গল্প । চমৎকার!
Thank you so much🙏❤️😇
Realy very attractive story.
Thank you so much😇😇❤️❤️🙏🙏
Joka e ami thaki😁
😁😁😁
ভয়ে ভয়ে 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
🙄🙄🙄
Nice, misti ekta story 😊😊😊😊👍👍👍🙏🙏🙏,Aro fearest story chai porer bar,also ghost
Thank you so much❤️🙏😇
খুব ভালো লাগলো, প্রথমবার শুনলাম খুব ভালো লাগলো লাইক ও সাবস্ক্রাইব করেদিলাম।
Thank you so much❤️❤️❤️
Darun Golpota nice storye👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼
Thank you so much😇😇❤️❤️🙏🙏
Darun khub voy peyechy Dada...
☺️👍
Khub khub valo laglo. Stay safe.
Thank you so much❤️🙏😇
Valo laglo.apnader presentation kub valo.aro listeners barle kusi hobo.best of lack.
Thank you so much❤️🙏😇
Ek kothay khub e Sundor❤️❤️❤️
Thank you so much❤️🙏🙂
অসাধারণ লাগলো... চালিয়ে যান.
Thank you so much❤️🙏🙂
Aro Chai....... ❤
Swagata di ...... best
Shirshendu da ...... good
😁😁😁😆😆
Thank you so much☺️❤️❤️❤️❤️😇😇😇😇
দুর্দান্ত একটি ভয়ের গল্প এবং তা শুনলাম এক বৃষ্টিমুখর দিনে। মালতী আর মুন্নির চরিত্রে স্বাগতার অভিনয় বিশেষভাবে প্রশংসনীয় ❤
Thank you so much❤️😇🙏
গল্পটা অসাধারণ লাগলো সাথে পোস্টার টাও অসাধারণ 👏 👏 👏 👏 আরো এমন গল্প চাই |
Thank you so much❤️😇🙏
দুর্দান্ত ভয় সৃষ্টি করতে পেরেছেন! প্রচুর গল্প শুনি কিন্তু ভালো জাতের গল্প কম পাই। অপূর্ব পাঠ।
Thank you so much🙏❤️😇
Golpo ta khoob bhalo r golpo path o osadharon . Kintu mrityu ta boroi bedonadayok .well wonderful presentation bhai keep it up 👍.
Thank you so much❤️🙏😇
Khub bhalo laglo....mon chhuye gelo....kanna aatkate paarlumna... presentation er kono tulonai hoyna...ebhabei egiye cholte hobe "VALE OF TALES"...sange chilum...achi r thakbo ❤️🤗
Thank you so much❤️😇🙏
তোমাদের দুজনের কন্ঠই বাংলা অডিও স্টোরি জগতে অন্যতম।তবে এতো চরিত্রে কণ্ঠ পরিবর্তন করে এতো সাবলীল অভিনয় আর শুনিনি।দারুণ!! দারুণ!!! ভয় নামক অনুভূতিটি আমার অপছন্দ, কারণ আমি বিশ্রী রকমের ভীতু। তাই গল্পটা ভালো লেগেছে না বলে ভয় লেগেছে বলাই ভালো। কেন যে মানুষ ভয়ের গল্প লেখে??আর কেন যে 'ভেল অফ টেলস' ভয়ের গল্প উপস্থাপন করে ভগবান জানে😪😪😪।তবে এ গল্প শুধু ভয়ের নয়।বুকে মোচড় দেওয়া এক অনুভুতির।আর এখানেই এই চ্যানেলের গল্প নির্বাচনের বৈশিষ্ট্য। খুব খুব ভালো হয়ে গল্পগুলো।না শুনেও থাকতে পারিনা।।অভিনন্দন। 😃😃😃
Thank you so much❤️🙏😇
Voice just outstanding chilo.sathe Binaural sound effect in Right & left khub valo laglo.story ta mon valo kore dilo.valo thakben sabai.
Thank you so much❤️🙏😇 apnio valo thakben
Mon kharap hoye gelo
😢
Pallab babu r golper mojai alada tar sathe sirshendu da r voice ☺️☺️
❤❤❤
Sotti khub voi pelam😰
😊
Finally kono golpe Kalo biral k valo bola holo, thankyou
Thank you so much❤️🙏😇
Darun golpo. aro Chai .
Thank you so much ❤🙏😇
Voice acting ar presentation dutoi khub valo laglo...
Thank you so much❤️😇🙏
Osadharon laglo!! 🌻🍁🌸💚💚💚
Thank you so much❤️😇🙏
Sundor golpo ta... Kalo biral o j bhalo hoe ei prothom kono golpe shunlam
Thank you so much didi❤️🙏🙂. Satyi ei stereotype ta vanga dorkar
Khub bhalo laglo golpota , ar voice tao valo 😊😊😊
Thank you so much😇❤️🙏
বেশ অন্যরকম গল্প। ভাল লাগল। পরিবেশনা খুব সুন্দর।
Thank you so much🙏❤️😊
অভিনবত্বে ভরপুর একটি অসাধারণ লেখনী। প্রশংসনীয় উপস্থাপনা। সকলের জন্য শুভকামনা রইলো। এগিয়ে চলুন।
Thank you so much❤️😇🙏
ONEK VALO LAGLO EBONG BADDHO HOYEI SUBSCRIBE KORLAM........... BEST O LUCK
Thank you so much❤️😇🙏
অসাধারণ একটি গল্প আর এটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে অবশ্যই আমার অন্যতম প্রিয় চ্যানেলের পরিবেশনা.... আরো অনেক অনেক শুভকামনা রইলvot জন্য আর অবশ্যই লেখক এর জন্য।
Thank you so so much❤️😇🙏
ভাই শীর্ষেন্দু, এই গল্পে আপনার ভয়েস মডুলেশন এত চমৎকার হয়েছে যে মনে হচ্ছে, কেবল কন্ঠের কারনেই যেকোন গল্পকে আপনি শ্রুতিস্বাদু করে তুলতে পারবেন।
আগেও ত আপনার পাঠ শুনেছি। কিন্তু এটা যেন নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে অন্য সবগুলোকে ছাড়িয়ে গিয়েছে। গল্পের শুরুর দিকের ভারি কন্ঠের অভিনয় অংশটুকুর জন্য বলছি কথাটা🙂
আর, এই গল্পের লেখকের সাথে আমার ভার্চুয়াল আলাপ হয়েছে,প্রথমবার তার বিনয় আমাকে মুগ্ধ করেছিল, আপনার পাঠের মাধ্যমেই পরিচিতি এনার লেখা ফের মুগ্ধ করল।
খুব ভাল থাকবেন ভাই, ভালো থাকবেন আপনারা দুজনেই।
ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ দাদা!❤️❤️❤️❤️❤️😇🙏 আপনিও ভালো থাকবেন।
Shunlam. As ususal uposthapona osadharon.sirshendu da ar swagata di ❤ Tobe golpo thik thak laglo. Bhoy laglona. Porer golpet jnne opekkhay roilam.
Thank you so much❤️🙏😇
Sirsendu dada apnar golpo path sotti khub sundor.just osadharo ♥️♥️♥️♥️♥️
Thank you so much🙏😇❤️
Khub vaalo hoeche
Thank you so much❤️😇🙏
Osadharon golpo sunlam vale of tales e😍😍
Thank you so much ❤🙏😇
স্বাগতার ভয়েস মডিউলেশন ... ❤❤❤
Thank you so much❤️😇🙏
Shonar aagei like dilam shirshendu dada r swagata dir fan ami kharap hotei pare na.. Dada erokom ekta experience amaro ache. amar thammi mara jawar por erokom ekta ghotona ghotechilo.. satyii ghote erokom hoito valobasar manuske hoito mritur poro chere jawa jaina
Thank you so much ❤🙏😇
Mr Pallab Halder .... good work
Best wishes
🙏
গল্পের পরিবেশনা খুব ভালো লাগল।
Thank you so much didi❤️😇🙏
Ei sunte elam.. Mir er moto gola ta.. Bes impressive gola, golo, path... Subscribe korlam.. 🙌👍
Thank you so much❤️🙏🙂
@@ValeofTales most welcome...
Golpo ta khubi romonchok ebong lomohorsho, r uposthapona to khubi Sundor.
Kintu marattok bhoy ba khub bhoy pawar moton noy.
Thank you so much❤️😇🙏
Golpota ossadharon chelo ❤️
Golpotar contain ta khub valo chilo r last er part ta just phataphati chilo ♥️♥️
Golpopath to ossadharon sundor chilo, joto bar Sirshendu dar narration suni totobar e obak hoi, hat's off to you Dada ❤️,r character build,r background sound effect gulo khub sundor chilo ❤️.....
All the best Team Vale of Tales, keep it up 👌🏻🏆♥️
Erokom golpo arro chi kintu 😇
Thank you so much vai❤️❤️😇😇
অনেক দিন পর সত্যি একটা হাড় হিম করা গল্প শুনলাম। অসাধারণ!
Thank you so much ❤🙏😇
Very very very nice 👌👌👍👍
Thank you so much❤️🙏😇
Poster ta dekhei to voy lagche
Thank you so much❤️🙏😇
I like this story
Thank you so much❤️😇🙏
Dari Holo 😭😭 but adadharon laglo
Thank you so much❤️😇🙏
Osadharon poribeshona o lekhoni❤️
Thank you so much❤️🙏🙂
Voy pai ni but 1ta uttejona chilo jeta voy er che kichu kom chilo na 💖👍
Thank you so much❤️❤️🙏🙏😇😇
দুর্দান্ত গল্প। পল্লবদা খুব সাধারণ প্লট এলিমেন্টগুলো নিয়ে দুর্দান্ত ভয়ের আবহ তৈরি করেছেন। সঙ্গে টিম VOT এর অসাধারণ উপস্থাপনা।
অনেক ধন্যবাদ🙏
আপ্লুত স্যার।
খুব সুন্দর গল্পের সঙ্গে শীর্ষেন্দুর সুললিত কন্ঠে অনবদ্য অভিনয় , স্বাগতা ও চমৎকার অভিনয় করেছেন বিশেষতঃ মুন্নির অভিনয় তো খুবই মিষ্টি , প্রচ্ছদচিত্রটিও ভারি সুন্দর হয়েছে ❤️❤️🌹🌹
Thank you so much❤️🙏😇
Pallabbabur arek golpo shunechilam May masse - tar title chilo 'Bhoy'. Khub e bahlo legechilo. Ajker tao no exception...
And as always, you rocked Shirshenduda, and ofc Swagatadi ke chara golpo asompurno..! 🤗🤗👌😊
Thank you so much❤️🙏😇
খুবই ভালো গল্প । লেখককে অনেক ধন্যবাদ এই রকম একটা গল্প উপহার দেবার জন্য
Thank you so much!❤❤😇🙏
😀
পাঠকের আওয়াজ অসাধারণ 👌। গায়ে কাঁটা দিয়ে উঠল 😬, sound effect awesome ❤️....
Thank you so much❤️🙏😇
@@ValeofTales 😊😊
Darun laglo
Thank you so much❤️😇🙏
Tomader opurbo presentation ek oti sadharan golpokeo durdanto baniye dey🙂 this is the credit of VOT. Lots of love ❤️
Thank you so much dada❤🙏😇
Oshadharon ❤️❤️
P.S. bhaggish Behala cherey eshechi. Amio Manton eii thaktam James Long er oparey 😂😂
Thank you so much❤️😁😇
Darun laglo... 💐💐💐💐💐
Thank you so much big bro❤🙏😇
Shotti khub sundor laglo!👌👌Shirshendu Dar er voice oshadharon! Nesha lege jay aha
Thank you so much❤️😇🙏
Fatafati
Thank you so much❤️😇🙏
Swagata..hat's off..ki asadharon variation anis voice e!!!
☺️❤️❤️❤️❤️❤️❤️❤️thank you didi☺️
অসাধারণ গল্প দাদা। অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো টীম ভেইল অফ টেইলস এর প্রতি। ❤️❤️❤️
Thank you so much❤️🙏😇
story ta ami sunchi Sir
khuuub sundor hoyeche apnader
sobar ovinoy sir daruuun hoyeche 💚
Thank you so much❤️❤️😇
কর্তা গিন্নি দুজন মিলেই পুরোটা টেনে দিলেন? সত্যিই অপূর্ব।আমার প্রসংশা করার ভাষা শেষ হয়ে যাচ্ছে। শীর্ষেন্দু what a magical voice you have........🙏
😁😁😁
অনেক ধন্যবাদ❤️❤️🙏😇
Khub sundor hoyeche golpo.......
Asadharon presentation...... "thank you for the good story"❤️❤️❤️
Thank you so much ❤🙏😇
Valo laglo
Thank you so much🙏🙂❤️
fast golpo ta sunlam darun laglo and tomar voice ta kub vlo dada
Thank you so much ❤🙏😇
Oshadharon golpo...❤️ But amio Behalay thaki r ki ..tao abar Manton er kache😂
Thank you so much😇😇❤️❤️🙏🙏
One of the best voice 👌of Sirshendu Daa.. really khub bhalo lage..sabkichu r ekta melbandhan..aapner bola golper madhya ekta self clarity aache...aapni bhalo thakben..aapner jannya aar channels er jannya always best wishes 👏God 🙌
Thank you so sooo much❤️🙏😇
Vale of tales er kaj niye kono kotha bolar prosnoi rakhena ,, darun hoeche
Thank you so much❤️🙏😇
Oshadharon
Thank you so much ❤🙏😇
স্বাগতা অসাধারণ!!!👌🏻👌🏻👌🏻
Thank you so much❤️🙏🙂
শীর্ষেন্দু বাবুর গলাটা খুব সুন্দর। তাই গল্প গুলো শুনতে খুব ভালো লাগে। সাধারণ গল্প টি অসাধারণ লাগে। ধন্যবাদ।
Thank you so much❤️🙏😇